West Bengal News: প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের মোবাইল ফোন চুরি

West Bengal News : জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর ।

ABP Ananda Last Updated: 10 Feb 2024 11:21 PM
West Bengal News Live: প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের মোবাইল ফোন চুরি

প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের মোবাইল ফোন চুরি। বেহালার বাড়ি থেকে খোয়া গেছে লক্ষাধিক টাকার মোবাইল ফোন। ঠাকুরপুকুর থানায় অভিযোগও দায়ের করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। মোবাইল ফোনে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও তথ্য রয়েছে। 

WB News: সন্দেশখালির প্রসঙ্গ বিধানসভায় তোলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল

সন্দেশখালির আঁচ কলকাতায়। আজ সন্দেশখালির প্রসঙ্গ বিধানসভায় তোলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। পাল্টা, জবাব দেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিধানসভা থেকে মিছিল করে রাজভবনে যান বিজেপি বিধায়করা। রাজ্যপালকে কার্যত সময়সীমা বেঁধে দেন শুভেন্দু অধিকারী। সোমবার, সন্দেশখালি যাবেন বিজেপি বিধায়করা।

West Bengal News Live: অবশেষে গ্রেফতার সন্দেশখালির উত্তম সর্দার

অবশেষে গ্রেফতার সন্দেশখালির উত্তম সর্দার। দল থেকে সাসপেনশনের পরেই গ্রেফতার উত্তম সর্দার। গ্রেফতার জেলা পরিষদের সদস্য, সাসপেন্ডেড তৃণমূল নেতা উত্তম সর্দার। ৩৬ দিন ধরে বেপাত্তা শেখ শাহজাহান, গ্রেফতার ঘনিষ্ঠ উত্তম সর্দার। 

WB News: মমতা-অভিষেকের সঙ্গে বৈঠকের পর ভোটে দাঁড়াতে রাজি দেব?

মমতা-অভিষেকের সঙ্গে বৈঠকের পর ভোটে দাঁড়াতে রাজি দেব? 'আমি রাজনীতি ছাড়তে চাইলেও রাজনীতি আমাকে ছাড়বে না', মন্তব্য ঘাটালের তৃণমূল সাংসদ দেবের। 

West Bengal News Live: তৃণমূল নেতা শেখ শাহজাহানকে ফের তলব করল ED

সোমবার সকাল ১১টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে। প্রসঙ্গত, এদিনই ব্যাঙ্কশাল কোর্টে তৃণমূল নেতার আগাম জামিনের মামলার শুনানি রয়েছে।

WB News: তৃণমূল নেতা শেখ শাহজাহানকে ফের তলব করল ED

তৃণমূল নেতা শেখ শাহজাহানকে ফের তলব করল ED। এই নিয়ে তাঁকে তৃতীয়বার তাঁকে নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

West Bengal News Live: শিবু হাজরার পোলট্রির নিরাপত্তায় এবার পুলিশ

শিবু হাজরার পোলট্রির নিরাপত্তায় এবার পুলিশ। বৃহস্পতিবার শিবু হাজরার যে পোলট্রিতে আগুন লাগিয়ে দেওয়া হয়, তার নিরাপত্তার দায়িত্বে মোতায়েন হল পুলিশ। 

WB News: অবশেষে শেখ শাহজাহানের অনুগামী উত্তম সর্দারকে সাসপেন্ড করল তৃণমূল

অবশেষে শেখ শাহজাহানের অনুগামী উত্তম সর্দারকে সাসপেন্ড করল তৃণমূল। উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সদস্য উত্তম সর্দারকে সাসপেন্ড করল তৃণমূল। উত্তমের বিরুদ্ধে লাগাতার অভিযোগের পর অবশেষে সাসপেন্ড করল শাসকদল। শিবু হাজরা বা শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নয় তৃণমূলের। 

West Bengal News Live: কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ

কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ। ২২ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। ২২ ফেব্রুয়ারি রাজ্যের সমস্ত সরকারি অফিসে কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। 

WB News: অভিষেকের সঙ্গে বৈঠকের পর কালীঘাটে দেব

অভিষেকের সঙ্গে বৈঠকের পর কালীঘাটে দেব। জল্পনার মধ্যেই অভিষেক-দেব বৈঠক। ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে প্রায় এক ঘণ্টা বৈঠক। 

West Bengal News Live: অগ্নিগর্ভ সন্দেশখালি, বন্ধ ইন্টারনেট

সন্দেশখালিতে বন্ধ ইন্টারনেট পরিষেবা। বিকেল ৪.১৫ থেকে বন্ধ ইন্টারনেট পরিষেবা। অগ্নিগর্ভ সন্দেশখালি, বন্ধ ইন্টারনেট। 

WB News: কথা বলছেন মিঠুন, খাবার খাচ্ছেন, জানালেন অভিনেত্রী দেবশ্রী রায়

শ্যুটিং করতে গিয়ে অসুস্থ মিঠুন চক্রবর্তী। অ্যাপোলো হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী। প্রথমে আইসিইউ-তে নিয়ে গেলেও পরে মিঠুনকে কেবিনে সরানোর সিদ্ধান্ত। শারীরিকভাবে স্থিতিশীল আছেন মিঠুন, হাসপাতাল ঘুরে গিয়ে দাবি পারিবারিক বন্ধু বিমান সরকারের। কথা বলছেন মিঠুন, খাবার খাচ্ছেন, জানালেন অভিনেত্রী দেবশ্রী রায়। 

West Bengal News Live: লেক কালীবাড়ির প্রতিষ্ঠাতা হরিপদ চক্রবর্তীর ১০২ তম জন্মদিন

লেক কালীবাড়ির প্রতিষ্ঠাতা হরিপদ চক্রবর্তীর ১০২ তম জন্মদিন। এই উপলক্ষ্যে এদিন ধুমধাম করে উৎসব পালন করা হল লেক কালীবাড়িতে। ব্রহ্ম মুহূর্তে বিশেষ পুজো ও আরতির আয়োজন করা হয়। আচার মেনে দিনভর চলে বিশেষ পুজো। প্রতিষ্ঠাতা হরিপদ চক্রবর্তীর জন্মদিনের উৎসব উপলক্ষ্য়ে এদিন অনেক ভক্তের সমাগম হয়েছিল লেক কালীবাড়িতে। 

WB News: সন্দেশখালি ঢোকার আগে আটকে দেওয়া হল বিজেপির প্রতিনিধি দলকে

সন্দেশখালি ঢোকার আগে আটকে দেওয়া হল বিজেপির প্রতিনিধি দলকে। ১৪৪ ধারা জারি থাকায় রামপুরেই ব্যারিকেড পুলিশের। পুলিশের সঙ্গে বচসা বিজেপি নেতৃত্বের। 

WB News Live : শেখ শাহজাহানের অনুগামী উত্তম সর্দারকে সাসপেন্ড করল তৃণমূল

অবশেষে শেখ শাহজাহানের অনুগামী উত্তম সর্দারকে সাসপেন্ড করল তৃণমূল। উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের সদস্য উত্তম সর্দারকে সাসপেন্ড করল তৃণমূল। উত্তমের বিরুদ্ধে লাগাতার অভিযোগের পর অবশেষে সাসপেন্ড করল শাসকদল। শিবু হাজরা বা শেখ শাহজাহানের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নয় তৃণমূলের। 

WB News : বাংলায় প্র্যাকটিস করতে হলে এ রাজ্যের রেজিস্ট্রেশন নম্বর থাকা বাধ্যতামূলক

বাংলায় প্র্যাকটিস করতে হলে এ রাজ্যের রেজিস্ট্রেশন নম্বর থাকা বাধ্যতামূলক। ভিনরাজ্যের চিকিৎসকদের জন্য় নতুন নিয়ম চালু করল রাজ্য সরকারের। চিকিৎসার গাফিলতির অভিযোগের ক্ষেত্রে ব্যবস্থা নিতেই এই নিয়ম বলে জানাল মেডিক্যাল কাউন্সিল। এই বিষয়ে নোটিস জারি করেছে রাজ্য সরকার। 

Birbhum News Update : বড়সড় দুর্ঘটনার কবলে বীরভূমের মুরারই থানার OC-র গাড়ি

বড়সড় দুর্ঘটনার কবলে বীরভূমের মুরারই থানার OC-র গাড়ি। ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল OC-র গাড়ির চালকের।আহত মুরারই থানার OC সাকিব সাহাব। তাঁকে সিউড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। কাঁকিনাড়ার বাড়ি থেকে মুরারই থানার উদ্দেশে যাচ্ছিলেন OC। সকাল ৭টা নাগাদ মহম্মদবাজারের গণপুরের কাছে ১৪ নম্বর জাতীয় সড়কে লরিকে ওভারটেক করতে গিয়ে উল্টোদিক থেকে আসা ডাম্পারের সঙ্গে OC-র গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।  ঘটনাস্থলেই মৃত্যু হয় OC-র গাড়ি চালক হামিদুল শেখের।

Mithun Health Update : কেমন আছেন মিঠুন ?

 মিঠুন চক্রবর্তী বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তাঁর এমআরআই করা হয়।  বর্তমানে অন্যান্য পরীক্ষা করা চলছে। হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, "মিঠুন চক্রবর্তীকে আজ সকালে ভর্তি করা হয়েছে এবং তার  স্বাস্থ্যের মূল্যায়ণ চলছে। আমরা পরে বিস্তারিত জানাতে পারব।"

WB Budget 2024 : বিধানসভায় আজ বাজেট-বিতর্কে অংশ নেবেন শুভেন্দু অধিকারী

বিধানসভায় আজ বাজেট-বিতর্কে অংশ নেবেন শুভেন্দু অধিকারী। নিজের বক্তব্য পেশ করবেন বিরোধী দলনেতা।

WB BJP: সন্দেশখালিতে ১৪৪ ধারা জারির প্রতিবাদে রাজভবনের উদ্দেশ্যে মিছিল বিজেপি বিধায়কদের

সন্দেশখালিতে ১৪৪ ধারা জারির প্রতিবাদে রাজভবনের উদ্দেশ্যে মিছিল বিজেপি বিধায়কদের। সন্দেশখালি জ্বলছে, মমতা হারছে, এই স্লোগান তুলে মিছিলে সামিল শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পাল-সহ বিধায়করা। সন্দেশখালির ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছেন বিরোধী দলনেতা। 

WB News : সন্দেশখালিতে জারি ১৪৪ ধারা

সন্দেশখালিতে জারি ১৪৪ ধারা, পুলিশের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ শুভেন্দু অধিকারীর। 'বিনা দোষে শিশু সহ গ্রামবাসীদের গ্রেফতার করা হয়েছে' সোশাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতার

WB Fire Update : রাগে আবাসনের পার্কিং লটে ৩টি গাড়ি ও ৭টি মোটরবাইকে আগুন লাগিয়ে দিলেন এক ব্যক্তি

পার্কিং লটে তাঁর জায়গায় রয়েছে অন্যের গাড়ি। সেই রাগে আবাসনের পার্কিং লটে ৩টি গাড়ি ও ৭টি মোটরবাইকে আগুন লাগিয়ে দিলেন এক ব্যক্তি। গতকাল রাত ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে এন্টালির একটি আবাসনে। ধৃত বারুম খামরোজ একটি রেস্তোরাঁর মালিক। পুলিশ সূত্রে খবর, রাত দেড়টা নাগাদ খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। 

WB News Live : তৃণমূল নেতা শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে সন্দেশখালিতে

তৃণমূল নেতা শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে সন্দেশখালিতে। এরই মধ্যে জেলিয়াখালিতে বন্দুক হাতে দাপাদাপি করতে দেখা গেল শাহজাহান বাহিনীকে। বিক্ষোভ দেখাতে গিয়ে আক্রান্ত হয়েছেন কয়েকজন 
গ্রামবাসীও।

Sandeshkhali Update : 'বিনা দোষে শিশু সহ গ্রামবাসীদের গ্রেফতার করা হয়েছে' সন্দেশখালি নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতার

সন্দেশখালিতে জারি ১৪৪ ধারা, পুলিশের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ শুভেন্দু অধিকারীর। 'বিনা দোষে শিশু সহ গ্রামবাসীদের গ্রেফতার করা হয়েছে, প্রতিবাদীদের বাড়িতে থাকার জন্য জোর করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ' সোশাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতার

West Bengal Weather : আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬

মরশুমের শেষ বেলায় শীতের কামড়। আগামী ২৪ ঘণ্টার জন্য রাজ্যের ৮ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। এর মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গের ৬টি জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। পশ্চিমের জেলাগুলিতে দশের নীচে নেমে গেছে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬।

Birbhum News : বড়সড় দুর্ঘটনার কবলে বীরভূমের মুরারই থানার OC-র গাড়ি

বড়সড় দুর্ঘটনার কবলে বীরভূমের মুরারই থানার OC-র গাড়ি। ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল OC-র গাড়ির চালকের।আহত মুরারই থানার OC সাকিব সাহাব। তাঁকে সিউড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। কাঁকিনাড়ার বাড়ি থেকে মুরারই থানার উদ্দেশে যাচ্ছিলেন OC। সকাল ৭টা নাগাদ মহম্মদবাজারের গণপুরের কাছে ১৪ নম্বর জাতীয় সড়কে লরিকে ওভারটেক করতে গিয়ে উল্টোদিক থেকে আসা ডাম্পারের সঙ্গে OC-র গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। 

WB News Live : আজ নয়, সোমবার থেকে সাউথ পয়েন্ট স্কুলে দেওয়া হতে পারে অ্যাডমিট কার্ড

সিবিএসই দশমের অ্যাডমিট কার্ড বিতরণের আগে গ্রেফতার কৃষ্ণ দামানি। আজ নয়, সোমবার থেকে সাউথ পয়েন্ট স্কুলে দেওয়া হতে পারে অ্যাডমিট কার্ড। 

WB News Live : ২০ কোটি তছরুপের অভিযোগে গ্রেফতার সাউথ পয়েন্ট স্কুলের আধিকারিক কৃষ্ণ দামানি

কলকাতার অভিজাত স্কুলেই ঘুঘুর বাসা। ২০ কোটি তছরুপের অভিযোগে গ্রেফতার সাউথ পয়েন্ট স্কুলের আধিকারিক কৃষ্ণ দামানি। জামিনের আর্জি খারিজ।

WB News Update : আজ দেবের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবেন মমতা ও অভিষেক, খবর সূত্রের

এবার কি রাজনৈতিক সন্ন্যাস দেবের ? জল্পনার মধ্যেই আজ দেবের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করবেন মমতা ও অভিষেক, খবর সূত্রের।

WB News Live : নৌশাদ সিদ্দিকিকে গ্রেফতার করা হবে না? প্রশ্ন তুললেন সওকত মোল্লা

আইএসএফ কর্মী খুনের মামলায় আরাবুল গ্রেফতার হলে, তৃণমূল কর্মী হত্যাকাণ্ডে কেন নৌশাদ সিদ্দিকিকে গ্রেফতার করা হবে না? প্রশ্ন তুললেন ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। অভিযোগ খারিজ করে পাল্টা নৌশাদ সিদ্দিকির মন্তব্য, নিরপেক্ষ তদন্ত হয়ে থাকলে চার্জশিট থেকে তাঁর নাম বাদ দেওয়া উচিত।

WB Assembly News : 'বিধানসভায় মুখ্য়মন্ত্রীর সাংবাদিক বৈঠক বানচালের চেষ্টা' বিস্ফোরক তৃণমূলের পরিষদীয় দল

বিধানসভায় মুখ্য়মন্ত্রীর সাংবাদিক বৈঠক বানচালের চেষ্টা করা হয়েছে। এমনই বিস্ফোরক অভিযোগ তুলে হেয়ার স্ট্রিট থানায় FIR করল তৃণমূলের পরিষদীয় দল। কলকাতার সিপিকে চিঠি দিয়েছেন স্পিকারও। এছাড়া বিধানসভায় সাংবাদিক বৈঠক করার ক্ষেত্রে একাধিক বিধি নিষেধ আরোপ করেছেন অধ্য়ক্ষ।

WB Sandeshkhali Update : শেখ শাহজাহান বাহিনীর অত্যাচার, প্রতিবাদে জ্বলছে সন্দেশখালি

দিনের পর দিন শেখ শাহজাহান বাহিনীর অত্যাচার, প্রতিবাদে জ্বলছে সন্দেশখালি । সন্দেশখালিতে শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে গ্রামবাসীদের প্রতিরোধ । শেখ শাহজাহান-ঘনিষ্ঠ শিবু হাজরার বাড়ি, পোলট্রিতে আগুন, মদের দোকান ভাঙচুর। এলাকা দখলে পাল্টা অস্ত্র হাতে শেখ শাহজাহান, শিবু-বাহিনীর তাণ্ডব। 

WB Sandeshkhali Update : সন্দেশখালিকাণ্ডে কেন্দ্রের হস্তক্ষেপ চায় বিজেপি

সন্দেশখালিকাণ্ডে কেন্দ্রের হস্তক্ষেপ চায় বিজেপি। শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অমিত শাহকে সুকান্তর চিঠি। সন্ত্রাস রুখতে পদক্ষেপের আর্জি। 

প্রেক্ষাপট


  • দিনের পর দিন শেখ শাহাজাহান-বাহিনীর অত্যাচার, কিছুই করেনি পুলিশ! সন্দেশখালিতে থানার সামনে লাঠি হাতে মহিলাদের জমায়েত। 

  • ফুঁসছে সন্দেশখালি, পরিস্থিতি নিয়ন্ত্রণে অবশেষে পুলিশের বিশাল বাহিনী, এলাকায় টহল রাফের। দোষীরা শাস্তি পাবে, জানাল রাজ্য সরকার।

  • শেখ শাহজাহান-হীন সন্দেশখালিতে রুখে দাঁড়াচ্ছেন গ্রামবাসীরা। বিক্ষোভ নিয়ে তৃণমূলেই বিভাজন!

  • ২দিন  বেশি সময় ধরে রণক্ষেত্র সন্দেশখালি। নেপথ্যে চক্রান্ত দেখছে তৃণমূল।

  •  সন্দেশখালিকাণ্ডে কেন্দ্রের হস্তক্ষেপ চায় বিজেপি। শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে অমিত শাহকে সুকান্তর চিঠি। সন্ত্রাস রুখতে পদক্ষেপের আর্জি। 

  • ৩৫দিন পার, এখনও ফেরার শেখ শাহজাহান। শিবু-উত্তমকেও কেন ছাড়? বিক্ষোভের ঘটনায় গ্রামবাসীদের গ্রেফতারে প্রশ্ন বিক্ষোভকারীদের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.