West Bengal News Live: কাল কলকাতায় আসছেন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু

Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...

abp ananda Last Updated: 10 Jul 2022 11:57 PM
West Bengal News Live: দীর্ঘদিন ধরে ধর্মতলায় গাঁধী মূর্তির পাদদেশে আন্দোলন চালিয়ে যাচ্ছেন নবম থেকে দ্বাদশ SLST চাকরিপ্রার্থীরা

দীর্ঘদিন ধরে ধর্মতলায় গাঁধী মূর্তির পাদদেশে আন্দোলন চালিয়ে যাচ্ছেন নবম থেকে দ্বাদশ SLST চাকরিপ্রার্থীরা। রবিবার সকালে আন্দোলন মঞ্চেই ইদ-উদ-জোহার পালন করলেন তাঁরা। নামাজেও ছিল চাকরির প্রার্থনা। এদিকে, দিনভর কংগ্রেস থেকে বাম, বিজেপির কাণ্ডারির আনাগোনা চলল আন্দোলন মঞ্চে। চাকরির দাবিতে সুর চড়ালেন সকলেই। পাল্টা বিরোধীদের বিরুদ্ধে ধর্মীয় রাজনীতির অভিযোগ তুলেছে তৃণমূল।

WB News Live Updates: ভরা মরশুমেও দেখা নেই ইলিশের

ভরা মরশুমেও দেখা নেই তার। কোলাঘাটে শুধুই অপেক্ষা। রূপনারায়ণের নাব্যতা কমে যাওয়া থেকে জল দূষণকে দায়ী করছেন মৎস্যজীবীরা। দাবি, সংসার চালাতে পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন তাঁরা। জাতীয় মৎস্যজীবী দিবসে এমন ছবি ধরা পড়ল এবিপি আনন্দর ক্যামেরায়।

West Bengal News Live: কাল কলকাতায় আসছেন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু

কাল কলকাতায় আসছেন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। কাল সন্ধে ৭টায় পৌঁছবেন কলকাতা বিমানবন্দরে। মঙ্গলবার সকাল ৮.৩০-এ যাবেন স্বামী বিবেকানন্দের সিমলা স্ট্রিটের বাড়িতে। মঙ্গলবার সকাল ১০-১২টা বৈঠক করবেন দ্রৌপদী মুর্মু । 

WB News Live Updates: "তোষণ, সিন্ডিকেট-মাফিয়া রাজ, আমলাতন্ত্রে রাজনীতিকরণ চলছে'' রাজ্যকে আক্রমণ রাজ্যপালের

"মানবতার শত্রু ভয়। এই ভয় আমি অনুভব করতে পারছি। ভয়ের কারণে মানুষ কথা বলতে পারে না। তোষণ, সিন্ডিকেট-মাফিয়া রাজ, আমলাতন্ত্রে রাজনীতিকরণ চলছে। জ্যোতি বসু অনেক বড় নেতা ছিলেন।'' রাজ্যকে আক্রমণ রাজ্যপালের

West Bengal News Live: চরম দুশ্চিন্তায় কলকাতায় পড়তে আসা শ্রীলঙ্কার পড়ুয়ারা

দেশের পরিস্থিতি অগ্নিগর্ভ! এই অবস্থায় চরম দুশ্চিন্তায় কলকাতায় পড়তে আসা শ্রীলঙ্কার পড়ুয়ারা। কী বলছেন তাঁরা?

WB News Live Updates: মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের দিনই কেন শিয়ালদা মেট্রোর উদ্বোধন? তুঙ্গে তরজা

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের দিনই কেন শিয়ালদা মেট্রোর উদ্বোধন? কেন ২৪ ঘণ্টা আগে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ? এই সব প্রশ্ন ঘিরেই তরজা চলছে তৃণমূল ও বিজেপির মধ্যে। বিতর্কের আবহেই আগামিকাল শিয়ালদা মেট্রোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

West Bengal News Live: নিউটাউনে মোবাইল ফোনের সরঞ্জামের দোকানে চুরি

নিউটাউনে মোবাইল ফোনের সরঞ্জামের দোকানে চুরি। সিসি ক্যামেরায় ধরা পড়ল দুই দুষ্কৃতীর ছবি। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের একজনকে ফুটেজ দেখে স্থানীয় বাসিন্দারা চিহ্নিত করলেও তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

WB News Live Updates: রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, একদিনে মৃত ৪

রাজ্যে (West Bengal) লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ (Corona Update)। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত তিন হাজার ছুঁইছুঁই। একদিনে আক্রান্ত ২৯৬২ জন। বাড়ল করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা। সংক্রমিত হয়ে একদিনে মৃত ৪ জন। 

West Bengal News Live: বিতর্কের আবহেই আগামীকাল শিয়ালদা মেট্রোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের দিনই কেন শিয়ালদা মেট্রোর উদ্বোধন? কেন ২৪ ঘণ্টা আগে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ? এই সব প্রশ্ন ঘিরেই তরজা চলছে তৃণমূল ও বিজেপির মধ্যে। বিতর্কের আবহেই আগামিকাল শিয়ালদা মেট্রোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

WB News Live Updates: জগৎবল্লভপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুঁড়িয়ে দিয়ে শপিং কমপ্লেক্স তৈরির চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় ক্লাবের বিরুদ্ধে

হাওড়ার জগৎবল্লভপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুঁড়িয়ে দিয়ে শপিং কমপ্লেক্স তৈরির চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় ক্লাবের বিরুদ্ধে। অনিশ্চিত ৯০ জন পড়ুয়ার ভবিষ্যৎ। গ্রামবাসীদের অভিযোগ পেয়ে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। অনুমতি ছাড়াই স্কুলবাড়ি ভাঙা হয়েছে বলে স্বীকার করেছে ক্লাব কর্তৃপক্ষ।

West Bengal News Live: বর্ধমানে আরও ২ যুবকের মৃত্যুতে রহস্য আরও ঘনীভূত হল

বর্ধমানে আরও ২ যুবকের মৃত্যুতে রহস্য আরও ঘনীভূত হল। মদ্যপানের কারণেই খাগড়াগড়ের ২ যুবকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন পরিজনরা। যদিও জেলা আবগারি দফতরের দাবি, মদের নমুনা পরীক্ষায় অসঙ্গতি মেলেনি! স্বাভাবিকভাবেই বর্ধমানে পরপর মৃত্যুর কারণ ঘিরে তৈরি হয়েছে ধন্দ। ফরেন্সিক রিপোর্টের অপেক্ষায় আছে পুলিশ।

WB News Live Updates: হাওড়ার রামমন্দিরে পুজো মন্ত্রী স্মৃতি ইরানির

হাওড়ার রামরাজাতলায় রামমন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

West Bengal News Live: অমরনাথে বিপর্যয়ের বলি বারুইপুরের ছাত্রীর

অমরনাথে বিপর্যয়ের বলি বারুইপুরের ছাত্রীর। মাকে বাঁচাতে গিয়ে ভেসে গিয়ে মর্মান্তিক মৃত্যু। আহত বর্ষার মা-মামা। জম্মু বিমানবন্দর থেকে দেহ আনতে যাচ্ছে পরিবার।

WB News Live Updates: ধর্মতলায় গাঁধী মূর্তির পাদদেশে আন্দোলন নবম থেকে দ্বাদশের এসএলএসটি চাকরিপ্রার্থীদের

ধর্মতলায় গাঁধী মূর্তির পাদদেশে আন্দোলন নবম থেকে দ্বাদশের এসএলএসটি চাকরিপ্রার্থীদের। আন্দোলন মঞ্চেই ইদুজ্জোহা পালন, চাকরির প্রার্থনা। আন্দোলনমঞ্চে কংগ্রেস, বাম, বিজেপির প্রতিনিধিরা। চাকরির দাবিতে সুর চড়ালেন বিরোধীরাও। তৃণমূল কংগ্রেস ধর্ম নিয়ে রাজনীতি করে না, পাল্টা তৃণমূল। 

West Bengal News Live: অমরনাথে গিয়ে আটকে পড়েছেন লেদার কমপ্লেক্স থানা এলাকার ৮০ জন

অমরনাথে গিয়ে আটকে পড়েছেন লেদার কমপ্লেক্স থানা এলাকার ৮০ জন। সেই দলে রয়েছেন পুলিশ কর্মী প্রবীর কর্মকারও। ১ জুলাই পরিবার-সহ ৮০ জনের দলের সঙ্গে রওনা দেন কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার তাকদহের বাসিন্দা ওই পুলিশ কর্মী। ভিডিয়ো বার্তায় তিনি জানিয়েছেন, অমরনাথ দর্শনে যাওয়ার পথে আটকে পড়েছেন। ভয়াবহ অবস্থা। কপ্টারে উদ্ধারকাজ শুরু হয়েছে। বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছে পুলিশ কর্মী-সহ গোটা দল।

WB News Live Updates: এবার সিপিএমেও সিন্ডিকেট-অভিযোগ, দল ছাড়লেন দার্জিলিং জেলা সিপিএমের ৫ সদস্য

 এবার সিপিএমেও সিন্ডিকেট-অভিযোগ। নেতৃত্বের উপর ক্ষোভ উগরে দল ছাড়লেন দার্জিলিং জেলা সিপিএমের ৫ সদস্য। বিদ্রোহীদের দল থেকে বরখাস্ত। মুখে কুলুপ অশোকের।

West Bengal News Live: অমরনাথে বিপর্যয়ের পর আটকে বাংলার বহু বাসিন্দা, উদ্বিগ্ন পরিবার-পরিজনরা

অমরনাথে বিপর্যয়ের পর সেখানে আটকে রয়েছেন ভোজেরহাটের বাসিন্দা গৌতম নস্কর। উদ্বিগ্ন পরিবার-পরিজনরা।

WB News Live Updates: স্বামী আত্মস্থানন্দর জন্মশতবর্ষের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর মুখে মা কালীর স্তুতি

স্বামী আত্মস্থানন্দর জন্মশতবর্ষের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর মুখে মা কালীর স্তুতি। শ্রীরামকৃষ্ণ থেকে বিবেকানন্দর কালী ভক্তির উল্লেখ করলেন মোদি।

West Bengal News Live: শিয়ালদা মেট্রোর উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে মুখ্যমন্ত্রীকে, খবর রেল সূত্রে

শিয়ালদা মেট্রোর উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে মুখ্যমন্ত্রীকে। আমন্ত্রণ জানানো হচ্ছে মুখ্যমন্ত্রী, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। আমন্ত্রণ জানানো হচ্ছে সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়কে। আমন্ত্রণ জানানো হবে রাজ্যপাল ও মেয়রকেও। রেল সূত্রে খবর। 

WB News Live Updates: অমরনাথে গিয়ে আটকে পড়েছেন তারদহের বাসিন্দা পুলিশ কর্মী প্রবীর কর্মকার

অমরনাথে গিয়ে আটকে পড়েছেন পুলিশ কর্মী প্রবীর কর্মকার। ১ জুলাই পরিবার-সহ ৮০ জনের দলের সঙ্গে রওনা দেন কলকাতা লেদার কমপ্লেক্স থানা এলাকার তারদহের বাসিন্দা ওই পুলিশ কর্মী। ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, অমরনাথ দর্শনে যাওয়ার পথে আটকে পড়েছেন। ভয়াবহ অবস্থা। কপ্টারে উদ্ধারকাজ শুরু হয়েছে। বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছে পুলিশ কর্মী-সহ গোটা দল।

West Bengal News Live: অমরনাথে বারুইপুরের নিখোঁজ কলেজ ছাত্রীর মৃত্যু, জানালেন জেলাশাসক

অমরনাথ-বিপর্যয়ের বলি বাংলার তরুণী। অমরনাথে বারুইপুরের নিখোঁজ কলেজ ছাত্রীর মৃত্যু, জানালেন জেলাশাসক। শুক্রবারের মেঘভাঙা বৃষ্টির সময় মাকে বাঁচাতে গিয়ে ভেসে যান বর্ষা। গতকাল ২২ বছরের তরুণীর মৃতদেহ উদ্ধার হয়। আহত হয়েছেন বর্ষার মা ও মামাও। ১ জুলাই বারুইপুর থেকে ৭ জনের দলে অমরনাথে যাত্রা করেন বর্ষা।

WB News Live Updates: বিড়লা তারামণ্ডলের সামনে দুর্ঘটনা, ১ মহিলা-সহ ২ পথচারীকে ধাক্কা বেসরকারি বাসের

বিড়লা তারামণ্ডলের সামনে দুর্ঘটনা। এক মহিলা-সহ ২ পথচারীকে ধাক্কা বেসরকারি বাসের। গুরুতর আহত দু’ জনকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। দুপুর ১টা নাগাদ বিড়লা তারামণ্ডলের সামনে দুর্ঘটনা ঘটে। ২১২ নম্বর রুটের বাসের চালককে আটক করেছে পুলিশ। 

West Bengal News Live: রাজ্যে এলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি

বাংলায় সংগঠন শক্তিশালী করতে উদ্যোগী বিজেপি। রাজ্যে এলেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি। হাওড়ায় একাধিক কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর। হাওড়া শরৎ সদনে সাংগঠনিক বৈঠক করবেন স্মৃতি ইরানি। বিজেপি সূত্রে খবর, আজ রামরাজাতলায় রাম মন্দির দর্শনে যাবেন তিনি। আগামীকাল ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশনের উদ্বোধনেও তিনি থাকতে পারেন বলে সূত্রের খবর।

WB News Live Updates: শিয়ালদা মেট্রোর উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোয় সংঘাত তুঙ্গে

শিয়ালদা মেট্রোর উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোয় সংঘাত তুঙ্গে। ‘ঠিক করেছে কেন্দ্রীয় সরকার, কোনওদিন যেন না ডাকে। কেন্দ্রের টাকা নিয়ে সৌজন্য দেখানো হয় না। বিরোধী নির্বাচিত প্রতিনিধিদের তৃণমূল কোনও অনুষ্ঠানে ডাকে না।’ মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। 

West Bengal News Live: অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুঁড়িয়ে মার্কেট কমপ্লেক্স তৈরির চেষ্টার অভিযোগ স্থানীয় ক্লাবের বিরুদ্ধে

হাওড়ার জগৎবল্লভপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুঁড়িয়ে দিয়ে মার্কেট কমপ্লেক্স তৈরির চেষ্টার অভিযোগ উঠল স্থানীয় ক্লাবের বিরুদ্ধে। অনিশ্চিত ৯০ জন পড়ুয়ার ভবিষ্যৎ। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় ক্লাবের তরফে সম্প্রতি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভেঙে দেওয়া হয়। ওই জায়গাকে বাণিজ্যিকভাবে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে বলে অভিযোগ। 

WB News Live Updates: বর্ধমান শহরে ফের ২ জনের রহস্যমৃত্যু

বর্ধমান শহরে ফের ২ জনের রহস্যমৃত্যু। পরিবারের দাবি, স্থানীয় হোটেল থেকে মদ খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন ওই ২ জন। গতকাল রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। মৃত দু’ জনই খাগড়াগড়ের বাসিন্দা।

West Bengal News Live: পুরুলিয়ায় কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে

স্থানীয় সূত্রে খবর, পেট্রোল পাম্পের ম্যানেজার মদনচন্দ্র পাণ্ডে ও তাঁর ছেলে কানাইলাল পাণ্ডে গতকাল রাত ৯টা নাগাদ বাড়ি ফিরছিলেন। অভিযোগ, বাড়ির কাছেই দুষ্কৃতীরা তাঁদের মোটরবাইক আটকে হামলা চালায়। এলোপাথাড়ি কোপে মৃত্যু হয় বাবা ও ছেলের।

WB News Live Updates: পুরুলিয়া মফস্বল থানা এলাকার কানালি গ্রামে জোড়া খুন

ম্যানেজারের কাছে থাকা পেট্রোল পাম্পের টাকা লুঠ করতেই কুপিয়ে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। জোড়া খুনের প্রতিবাদে আজ সকাল ৭টা থেকে ৯টা, ২ ঘণ্টা পুরুলিয়া-বোকারো ৩২ নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। 

West Bengal News Live: পুরুলিয়া মফস্বল থানা এলাকার কানালি গ্রামে জোড়া খুন

পুরুলিয়ায় জোড়া খুন। রাতে বাড়ি ফেরার পথে, দুষ্কৃতীদের হাতে খুন পেট্রোল পাম্পের ম্যানেজার ও তাঁর ছেলে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া মফস্বল থানা এলাকার কানালি গ্রামে। 

WB News Live Updates: করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যেই ডানলপে কলেরা আক্রান্তের হদিশ

করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যেই ডানলপে কলেরা আক্রান্তের হদিশ মিলল। আক্রান্ত ৬২ বছরের ব্যক্তি ডানলপের বাসিন্দা। সঠিক সময়ে রোগ চিহ্নিত না হলে, প্রাণঘাতী হতে পারত, বলছেন চিকিত্‍সকরা।

West Bengal News Live: বিক্ষুব্ধ সিপিএম নেতাদের অভিযোগ, দলে সিন্ডিকেট চলছে

বিক্ষুব্ধ সিপিএম নেতাদের অভিযোগ, দলে সিন্ডিকেট চলছে। বামপন্থা থেকে সরে আসছে নেতৃত্ব। অনেক ক্ষেত্রেই নিজেদের নিয়ম নিজেরাই ভাঙছেন দলীয় নেতারা। এর ফলে দলের নীচুতলার কর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, নেতৃত্বের প্রতি আস্থা হারাচ্ছেন কর্মীরা। 

WB News Live Updates: এবার সিপিএমেও সিন্ডিকেট-অভিযোগ

এবার সিপিএমেও সিন্ডিকেট-অভিযোগ। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে পদত্যাগ করলেন দার্জিলিং জেলা সিপিএমের ৫ সদস্য। 

West Bengal News Live: অমরনাথ-বিপর্যয়ে আটকে পড়েছেন খড়দার বাসিন্দা মধুসূদন ভট্টাচার্য

অমরনাথ-বিপর্যয়ে আটকে পড়েছেন বাংলার বহু পুণ্যার্থী। এদেরই একজন খড়দার বাসিন্দা মধুসূদন ভট্টাচার্য। ওই পর্যটকের দাবি, তাঁদের অনেকের কাছেই টাকাপয়সা বিশেষ নেই। এই পরিস্থিতিতে টেন্ট ভাড়া দেওয়া সম্ভব হচ্ছে না। টেন্ট মালিকরা চাপ দেওয়ায় বিপাকে পড়েছেন পুণ্যার্থীরা। বিক্ষোভও দেখাচ্ছেন তাঁরা। রাজ্য সরকারের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন পুণ্যার্থীরা। 

WB News Live Updates: ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতাকে অনুসরণ করে আঁততায়ীদের তথ্য দিয়েছিল আফতাবউদ্দিন, দাবি পুলিশ সূত্রে

৩ দিন আগে খুনের পরিকল্পনা। ৩ তৃণমূল নেতাকে বাইক নিয়ে অনুসরণ করে আঁততায়ীদের তথ্য দিয়েছিল ক্যানিংকাণ্ডে প্রথম গ্রেফতার হওয়া, আফতাবউদ্দিন। দাবি পুলিশ সূত্রে। ধৃতের আগামী শনিবার পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।

West Bengal News Live: রাজ্যে ৩ হাজারেরই কাছে করোনার দৈনিক সংক্রমণ

রাজ্যে ৩ হাজারেরই কাছে করোনার দৈনিক সংক্রমণ। একদিনে করোনা আক্রান্তের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। উদ্বেগ বাড়িয়ে তিন নম্বরে হুগলি। 

প্রেক্ষাপট

দুর্যোগের একদিন পার, অমরনাথে (Amarnath) নিখোঁজ বহু পর্যটকের মধ্যে একজন বারুইপুরের (Baruipur)। ১৬ জনের মৃতদেহ উদ্ধার। অমরনাথে মেঘ ভাঙা বৃষ্টি, দুর্যোগে আটকদের মধ্যে বহু বাঙালি, উদ্বেগে পরিজনরা। সহযোগিতার বার্তা মুখ্যমন্ত্রীর (Chief Minister)। নবান্নে খোলা হল কন্ট্রোল রুম (Control Room)। 


অবশেষে প্রতীক্ষার অবসান। সোমবার যাত্রা শুরু শিয়ালদা-সল্টলেক মেট্রোর (Metro), পরিষেবা শুরু বৃহস্পতিবার। উদ্বোধন করবেন স্মৃতি ইরানি (Smriti Irani)। মেট্রোর উদ্বোধনেও সংঘাত। আমন্ত্রণ নেই মুখ্যমন্ত্রীর। উত্তরবঙ্গ সফরের দিনই কেন অনুষ্ঠান? প্রশ্ন তৃণমূলের। প্রতিহিংসার রাজনীতি করে ওরাই, পাল্টা বিজেপি (BJP)। 


কল্যাণী এইমসে (Kalyani AIIMS) বেআইনি নিয়োগের অভিযাগ, চাকদার বিজেপি বিধায়কের পূত্রবধূকে ফের সিআইডি (CID) নোটিস।


ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতার নারকীয় হত্যার ২ দিন পরে গ্রেফতার ১। কুলতলিতে সিটের হাতে পাকড়াও। মূল অভিযুক্ত রফিকুল-সহ ৩জন অধরা।


রাজ্যে ৩ হাজারেরই কাছে করোনার দৈনিক সংক্রমণ। একদিনে করোনা আক্রান্তের নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। উদ্বেগ বাড়িয়ে তিন নম্বরে হুগলি। 


রাজনৈতিক সুবিধার জন্য ধর্মের নামে বিভেদের চেষ্টা চলছে। সাম্প্রদায়িক রাজত্ব কায়েমের চেষ্টায় বাড়ছে দুর্ভোগ। আনন্দবাজারের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে মন্তব্য অমর্ত্য সেনের। 


আনন্দবাজার মানুষের পাশে, ক্ষমতার পাশে নয়। এখন জরুরি সামাজিক সম্প্রীতি। শতবর্ষের অনুষ্ঠানে বার্তা এবিপি প্রাইভেট লিমিটেডের চিফ এডিটর অ্যান্ড পাবলিশার অতিদেব সরকারের। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.