West Bengal News Live Updates: ফের বীরভূমে বিপুল অস্ত্রভাণ্ডারের হদিশ, নানুরের পালিতপুর থেকে গ্রেফতার ২

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

abp ananda Last Updated: 10 May 2022 11:18 PM
West Bengal News Live Updates: ফের বীরভূমে বিপুল অস্ত্রভাণ্ডারের হদিশ, নানুরের পালিতপুর থেকে গ্রেফতার ২

ফের বীরভূমে বিপুল অস্ত্রভাণ্ডারের হদিশ। নানুরের পালিতপুর থেকে গ্রেফতার ২ জন দুষ্কৃতী। উদ্ধার ১টি কারবাইন, ১টি নাইনএমএম, ১টি সেভেনএমএম পিস্তল। উদ্ধার ১টি ওয়ান শটার ও ৩৪ রাউন্ড কার্তুজ। ধৃতদের বাড়ি পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। কীর্ণাহারে ৫৭ রাউন্ড কার্তুজ সহ ধৃত দুজনকে জেরা করে আরও দুজনের সন্ধান। নানুর থেকে মঙ্গলকোটে বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। কাল ধৃতদের তোলা হবে আদালতে।

WB News Live Updates: শুরু হল বজবজের তৃণমূল নেতা ও বর্তমানে কাউন্সিলরের অবৈধ নির্মাণ ভাঙার কাজ

কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল আগেই। আজ থেকে শুরু হল বজবজের তৃণমূল নেতা ও বর্তমানে কাউন্সিলরের অবৈধ নির্মাণ ভাঙার কাজ। নজরদারিতে ছিল পুলিশ ও বজবজ পুরসভা কর্তৃপক্ষ। পুরসভার অনুমতি না নিয়েই বাড়ি তৈরির কথা স্বীকার করেছেন অভিযুক্ত শাসক নেতা

West Bengal News Live Updates: কলেজছাত্রী খুনের তদন্তে ‍মালদার বৈষ্ণবনগরে ছাত্রীর বাড়িতে বহরমপুর থানার পুলিশ

বহরমপুরে মালদার কলেজছাত্রী খুন। খুনের তদন্তে ‍মালদার বৈষ্ণবনগরে রাজনগরে ছাত্রীর বাড়িতে বহরমপুর থানার পুলিশ। পরিবারের সঙ্গে কথা। ইংরেজবাজার থানার আইসি-র সঙ্গে কথা বহরমপুর থানার পুলিশের।  খুনের তদন্তে মৃত সুতপা চৌধুরীর বাবা স্বাধীন চৌধুরীকে জিজ্ঞাসাবাদ। 

WB News Live Updates: চাঁচলে বিজেপিতে বিদ্রোহ, দল ছাড়লেন মণ্ডল কমিটির এক নেতা

মালদার চাঁচলে বিজেপিতে বিদ্রোহ। সাংগঠনিক জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিজেপি ছাড়লেন মন্ডল কমিটির এক নেতা। তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। পদত্যাগী নেতার অভিযোগ মানতে নারাজ সাংগঠনিক জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক।

West Bengal News Live Updates: বাঁধের মাটি আলগা হয়ে বড়সড় বিপর্যয়ের আশঙ্কায় ভুগছেন হিঙ্গলগঞ্জের বাসিন্দারা

বেআইনিভাবে নদীর বাঁধ কেটে জল এনে ব্যবহার হচ্ছে ইটভাটায়। বাঁধের মাটি আলগা হয়ে বড়সড় বিপর্যয়ের আশঙ্কায় ভুগছেন হিঙ্গলগঞ্জের বাসিন্দারা। প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। অভিযোগের প্রেক্ষিতে আজব সাফাই স্থানীয় দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য।

WB News Live Updates: খুব শিগগিরই কলকাতায় পাইপলাইনের মাধ্যমে রান্নাঘরেই পৌঁছে যাবে গ্যাস

খুব শিগগিরই কলকাতায় চালু হতে চলেছে নতুন সুবিধা। পাইপলাইনের মাধ্যমে রান্নাঘরেই পৌঁছে যাবে গ্যাস। বাইপাস লাগোয়া রুবি থেকে উত্তর ২৪ পরগনার নিউটাউন, একাধিক জায়গায় দ্রুত গতিতে চলছে কাজ।

West Bengal News Live Updates: অনুপ্রবেশ নিয়ে ফের অমিত শাহের নিশানায় বাংলা

অনুপ্রবেশ নিয়ে ফের অমিত শাহের নিশানায় বাংলা। অনুপ্রবেশ মোকাবিলায় অসমের প্রশংসা, বাংলার সমালোচনা। অনুপ্রবেশ রুখতে কেন্দ্রের সঙ্গে অসহযোগিতার অভিযোগ। ‘অনুপ্রবেশ মোকাবিলায় কঠোরভাবে কেন্দ্রের পাশে অসম সরকার’। ‘কিন্তু কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করছে না বাংলা’। সীমান্তপারের অনুপ্রবেশ নিয়ে আক্রমণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

WB News Live Updates: মমতাকে বাংলা আকাদেমি পুরস্কার, প্রতিবাদে সম্মান প্রত্যাখ্যান করছেন রত্না রাশিদ বন্দ্যোপাধ্যায়

মমতাকে বাংলা আকাদেমি পুরস্কার, প্রতিবাদে সম্মান প্রত্যাখ্যান। প্রতিবাদে বাংলা আকাদেমি সম্মান প্রত্যাখ্যান করছেন রত্না রাশিদ বন্দ্যোপাধ্যায়।
২০১৯-র বাংলা আকাদেমি সম্মান ফেরাচ্ছেন রত্না রাশিদ বন্দ্যোপাধ্যায়। ২০১৯-এ অন্নদাশঙ্কর রায় স্মারক সম্মান পেয়েছিলেন রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়। ২ বারের বাংলা আকাদেমি পুরস্কার প্রাপক রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়

West Bengal News Live Updates: "মমতা আমাদের নেত্রী আছেন, ছিলেন, অনেকদিন থাকবেন", ইঙ্গিতপূর্ণ মন্তব্য সৌগতর

পার্থর পর এবার সৌগত রায়, মমতার উপরেই ‘আস্থা’। ‘মমতা আমাদের নেত্রী, আছেন, ছিলেন, অনেকদিন থাকবেন’। ‘অভিষেক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক’। ‘তরুণ সমাজে খুব জনপ্রিয় অভিষেক, এটুকুই বলা যায়’। পার্থ চট্টোপাধ্যায়ের পর এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য সৌগত রায়ের। পুরনো অবস্থান থেকে কী সরে আসছেন সৌগত রায় ? ‘অনেক সময় লোকে অতীতে ভুল করে বলে সংশোধন করে’। ‘অনেকে নিজেকে সংশোধন করে, আমি আত্মনিয়ন্ত্রণের পক্ষে’। এবিপি আনন্দে বললেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

WB News Live Updates: সিটের নোটিস নিল অর্জুন চৌরাসিয়ার পরিবার, কাল সকালে যেতে হবে লালবাজার কিংবা চিৎপুর থানায়

কাশীপুরে বিজেপির যুবনেতার রহস্যমৃত্যু, সিটের নোটিস নিল পরিবার। কাল সকাল ১১টায় লালবাজার কিংবা চিৎপুর থানায় যাওয়ার নোটিস।
অর্জুন চৌরাসিয়ার ২ দাদা আনন্দ-অমিতকে সিটের নোটিস।

West Bengal News Live Updates: কাটল জট, কাল বিধানসভায় বাবুলের শপথ

কাটল জট, কাল বিধানসভায় বাবুলের শপথ। শেষপর্যন্ত রাজ্যপালের ‘শর্তেই’ কাল বাবুলের শপথগ্রহণ। কাল ১২.৩০: শপথবাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার। ‘কাল বিধায়ক হিসেবে শপথ নেবেন বাবুল সুপ্রিয়’। বাবুলের শপথগ্রহণ নিয়ে জানালেন পার্থ চট্টোপাধ্যায়। শপথবাক্য পাঠ করাতে ডেপুটি স্পিকারকে মনোনীত করেছিলেন রাজ্যপাল।

WB News Live Updates: করোনা পরিস্থিতি নিয়ে কাল বৈঠক মুখ্যমন্ত্রীর

করোনা পরিস্থিতি নিয়ে কাল বৈঠক মুখ্যমন্ত্রীর। কাল দুপুর ৩.৩০ নবান্ন সভাঘরে বৈঠক মুখ্যমন্ত্রীর। স্বাস্থ্য দফতরের আধিকারিক ও জেলার ডিএমদের নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর। সংক্রমণ কম থাকলেও, যাতে বৃদ্ধি না পায়, তার জন্য কাল বৈঠক।

West Bengal News Live Updates: আনিসের মৃত্যুর বিচার চেয়ে পথে ডিওয়াইএফআই, আমতায় ছাত্রনেতার বাড়ির সামনে থেকে মিছিল

ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর বিচার চেয়ে পথে নামল ডিওয়াইএফআই। বাম যুব সংগঠনের সর্বভারতীয় সম্মেলনের আগে মঙ্গলবার হাওড়ার আমতায় আনিসের বাড়ির সামনে থেকে শুরু হল মিছিল। ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের হুঁশিয়ারি, আনিস খানের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে এরপর রাজ্যজুড়ে আন্দোলনে নামবে বাম যুব সংগঠন।

WB News Live Updates: ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে নিহত কর্মীদের পরিজনদের নিয়ে রাজভবনে বেনজির দরবার বিজেপির

ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে নিহত কর্মীদের পরিজনদের নিয়ে রাজভবনে বেনজির দরবার বিজেপির। রানি রাসমণি অ্যাভিনিউয়ের ধর্না মঞ্চ থেকে রাজভবনে গিয়ে স্মারকলিপি।

West Bengal News Live Updates: বড়বাজার পুরনো বাড়ির একাংশ ভেঙে আহত ৩

বড়বাজার পুরনো বাড়ির একাংশ ভেঙে আহত পুলিশ। পুরনো বাড়ির একাংশ ভেঙে বড়বাজার থানার ৩জন আহত। বড়বাজার থানার পুলিশের উপর ভেঙে পড়ল পুরনো বাড়ির কার্নিস।

WB News Live Updates: লালবাতি ব্যবহার নিয়ে রাজ্যের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট

লালবাতি ব্যবহার নিয়ে রাজ্যের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে হবে রাজ্যকে। তার ২ সপ্তাহের মধ্যে জবাবি হলফনামা দেবে মামলার সঙ্গে যুক্ত অন্যরা। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ। আগামী ১৯ জুলাই এই মামলার পরবর্তী শুনানি। অনুব্রত মণ্ডলের গাড়িতে লালবাতি ব্যবহার নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল আদালতে। মামলা দায়ের করেছিলেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।

West Bengal News Live Updates: অশনি আশঙ্কায় উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠকে দমকলমন্ত্রী

অশনি আশঙ্কায় বৈঠক দমকলের। উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠকে দমকলমন্ত্রী। দমকল বিভাগের ছুটি বাতিল করা হয়েছে। খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম।

WB News Live Updates: হাওড়ায় নিজেদের কারখানার মধ্যেই  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বাবা ও ছেলের

হাওড়ার ইছাপুর পূর্বপাড়ায় নিজেদের কারখানার মধ্যেই  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু বাবা ও ছেলের। পুলিশ সূত্রে খবর, আজ সকাল ৭টা নাগাদ বাড়ির মধ্যে লেদ কারখানায় মেশিন চালু করতে যান কারখানার মালিক শৈলেন হাজরা। সেইসময় তিনি বিদ্যুত্স্পৃষ্ট হন। বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হন ২১ বছরের ছেলে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবা-ছেলের। এমন মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ গোটা এলাকা।

West Bengal News Live Updates: গলায় ফাঁস লেগে ঝোলার কারণেই মৃত্যু হয়েছে অর্জুনের, ময়নাতদন্তের রিপোর্ট পেশ হাসপাতালের

গলায় ফাঁস লেগে ঝোলার কারণেই মৃত্যু হয়েছে বিজেপি যুব নেতা অর্জুন চৌরাসিয়ার। সূত্রের খবর, গলায় মিলেছে ফাঁসের দাগ। ঝোলার আগে পর্যন্ত দেহে প্রাণ ছিল। হাইকোর্টে বিজেপি যুব নেতার ময়নাতদন্তের রিপোর্ট পেশ আলিপুর ইস্টার্ন কম্যান্ড হাসপাতালের। বিজেপি যুব নেতার অস্বাভাবিক মৃত্যু-মামলায় আজ আদালতে জমা পড়ে ময়নাতদন্তের রিপোর্ট। ময়নাতদন্তের রিপোর্ট-সহ অন্যান্য নমুনা, নথি ও তথ্য রাজ্যের তদন্তকারীদের হস্তান্তরের নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিজেপি যুব নেতা অর্জুন চৌরাসিয়ার অস্বাভাবিক মৃত্যুতে হাইকোর্টে মামলা করেন এক আইনজীবী। সেই মামলাতেই সিবিআই তদন্তের দাবি জানায় মৃত বিজেপি যুব নেতার পরিবার।

WB News Live Updates: রামপুরহাটে তৃণমূল নেতা খুনে ২ নাবালকের জামিনের বিরোধিতা সিবিআইয়ের

রামপুরহাটে তৃণমূল নেতা খুনে ২ নাবালকের জামিনের বিরোধিতা সিবিআইয়ের। ২ নাবালকের জামিনের বিরোধিতা করে হাইকোর্টে মামলা সিবিআইয়ের। সিবিআইয়ের সঙ্গে জামিনের বিরোধিতা করে হাইকোর্টে আইনজীবীর মামলা। জুভেনাইল কিনা না বলে টোটো চালক বলে ছেড়ে দেওয়ার অভিযোগ। কেস ডায়েরি নেই, প্রথম দিনেই জামিন দিয়ে যাওয়ার অভিযোগে মামলা। ৩০ এপ্রিল নিম্ন আদালতে আবেদন খারিজের বিরুদ্ধে হাইকোর্টে মামলা। অভিযুক্তরা বাইরে থাকলে হুমকি দিতে পারে, অভিযোগ সিবিআইয়ের। প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত। 

West Bengal News Live Updates: স্বাস্থ্যসাথীর কার্ড তৈরি করার বিনিময়ে টাকা?

অবৈধভাবে স্বাস্থ্যসাথীর কার্ড তৈরি করার বিনিময়ে টাকা নেয়ার অভিযোগে আটক যুবক পটাশপুরে। শুরু রাজনৈতিক বিতর্ক । 

WB News Live Updates: উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় ‘অশনি’

উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় ‘অশনি’। আর তারই প্রভাবে সোমের পর মঙ্গলবারও সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হয় কলকাতায়। 

West Bengal News Live Updates: নদীপথে বাঁধ পরিদর্শন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী

ঘূর্ণিঝড় অশনির প্রভাব মোকাবিলায় দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় নদীপথে বাঁধ পরিদর্শন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। সঙ্গে ছিলেন প্রশাসনিক আধিকারিকরা। মেঘ মাথায় নিয়েই একাধিক জায়গায় মাটি ফেলে শুরু হয়েছে বাঁধ সংস্কার। তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন কচুবেড়িয়ার বাসিন্দাদের একাংশ। 

WB News Live Updates: হলদিয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে বাঁধ নির্মাণের অভিযোগ

অশনির আশঙ্কার মাঝেই পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় নিম্নমানের সামগ্রী দিয়ে বাঁধ নির্মাণের অভিযোগ উঠল। সেচ দফতরের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা।গতবছর ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছিল হলদিয়ার বাঁশখানা জালপাই গ্রামে হলদি নদীর বাঁধ। সেইসময় বালির বস্তা ফেলে রক্ষা মেলে। এবার দিনকয়েক আগে তড়িঘড়ি স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু করে সেচ দফতর। নিম্নমানের সামগ্রী দিয়ে বাঁধ তৈরির অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ হন গ্রামবাসীরা। এদিন নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে আপাতত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সেচ দফতর।  

West Bengal News Live Updates: শিবকুমার শর্মার প্রয়াণে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

সন্তুর বাদক পণ্ডিত শিবকুমার শর্মার প্রয়াণে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর। ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, প্রখ্যাত সন্তুর বাদক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় সঙ্গীত পরিচালক পণ্ডিত শিবকুমার শর্মার মৃত্যুতে শোকাহত। তাঁর প্রয়াণ গোটা বিশ্বের সাংস্কৃতিক জগতের ক্ষতি। গভীর সমবেদনা। ট্যুইটে লিখেছেন মুখ্যমন্ত্রী।

WB News Live Updates: এনআইএ-তে অখুশি অর্জুন

পাটের দাম নিয়ে মোদি সরকারের সঙ্গে আগেই সংঘাতে জড়িয়েছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এবার তাঁর বাড়িতে বোমাবাজির ঘটনায় NIA তদন্ত নিয়ে ফের অসন্তোষ প্রকাশ করলেন অর্জুন সিং। এত বড় বড় অপরাধীদের ধরতে পারলেও, কেন বোমাবাজির ঘটনায় অভিযুক্তদের ধরতে পারছে না NIA ? 

West Bengal News Live Updates: কলকাতায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি

অন্ধ্রপ্রদেশ উপকূলের আরও কাছে অশনি। তার প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যে। কলকাতায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। আগামী ২-৩ ঘণ্টা ধরে কলকাতা ও হাওড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বলে জানানো হয়েছে। 

WB News Live Updates: অশনির আশঙ্কায় লালবাজারে তৈরি হল ইউনিফায়েড কম্যান্ড সেন্টার

অশনির আশঙ্কায় লালবাজারে তৈরি হল ইউনিফায়েড কম্যান্ড সেন্টার। এনডিআরএফ, বিপর্যয় মোকাবিলা বাহিনী, কলকাতা পুরসভা, পূর্ত দফতর-সহ বেশ কয়েকটি দফতরের কর্মীদের নিয়ে কাজ শুরু হয়েছে। কোনও খবর পেলে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়, তার জন্যই কলকাতা পুলিশের তরফে তৈরি করা হয়েছে ইউনিফায়েড কম্যান্ড সেন্টার। কলকাতায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১৫টি দল ও এনডিআরএফের ২টি দল রয়েছে। লালবাজারের তরফে চালু করা হয়েছে হেল্প লাইন।

West Bengal News Live Updates: নদীবাঁধ সরানোর কাজ শুরু

সাগরের কচুবেড়িয়া এলাকায় খারাপ নদীবাঁধ সরানোর কাজ শুরু হয়েছে। তবে বাঁধের পাশে থাকা গ্রামবাসীদের অভিযোগ শুধু মাটি দিয়ে এই বাঁধ পুরোপুরি ঠেকানো সম্ভব নয়। তাদের দাবি পাকাপোক্ত বাঁধ করুক সরকার।

WB News Live Updates: সত্তোরোর্ধ্বকে মারধর করে মুখ-হাত-পা বেঁধে রেখে লুঠপাটের অভিযোগ

৭১ বছরের ব্যবসায়ীকে মারধর করে মুখ-হাত-পা বেঁধে রেখে লুঠপাটের অভিযোগ। শিলিগুড়ি শহরের ইসকন মন্দির রোডের ঘটনা। অভিযোগ, গতকাল রাত আড়াইটে নাগাদ ওই ব্যবসায়ীর বাড়িতে জানলা ভেঙে ঢোকে ৩ জন দুষ্কৃতী। বাধা দিলে ব্যবসায়ীকে ধারাল অস্ত্র দিয়ে আঘাতের পর হাত-পা-মুখ বেঁধে ফেলে রাখা হয়। আরেক দুষ্কৃতী ব্যবসায়ীর স্ত্রীকে ধারাল অস্ত্র দেখিয়ে চুপ থাকতে বাধ্য করে। নগদ টাকা ও সোনার গয়না মিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকার সামগ্রী লুঠ করে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ। দুষ্কৃতীদের সনাক্ত করার চেষ্টা করছে ভক্তিনগর থানার পুলিশ।

West Bengal News Live Updates: বাদুড়িয়া থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

বাদুড়িয়া থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করল পুলিস। গ্রেফতার এক, উদ্ধার ৮টি  রিভালবার ও ১২ রাউণ্ড গুলি। রবিবার ভোরে গোপনসূত্রে পুলিশের কাছে খবর আসে এক ব্যাক্তি থলে ভর্তি আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাদুড়িয়া থানার পুলিশ গোখনা সেতুর উপর থেকে আলাউদ্দিন মণ্ডল নামে ঐ ব্যাক্তিকে গ্রেফতার করে। 

WB News Live Updates: গলায় ফাঁস লেগে ঝোলার কারণেই মৃত্যু হয়েছে বিজেপি যুব নেতা অর্জুন চৌরাসিয়ার

গলায় ফাঁস লেগে ঝোলার কারণেই মৃত্যু হয়েছে বিজেপি যুব নেতা অর্জুন চৌরাসিয়ার। ঝোলার আগে পর্যন্ত দেহে প্রাণ ছিল। হাইকোর্টে বিজেপি যুব নেতার ময়নাতদন্তের রিপোর্ট পেশ করল আলিপুর ইস্টার্ন কম্যান্ড হাসপাতাল। বিজেপি যুব নেতার অস্বাভাবিক মৃত্যু-মামলায় আজ আদালতে জমা পড়ে ময়নাতদন্তের রিপোর্ট। ময়নাতদন্তের রিপোর্ট-সহ অন্যান্য নমুনা, নথি ও তথ্য রাজ্যের তদন্তকারীদের হস্তান্তরের নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বিজেপি যুব নেতা অর্জুন চৌরাসিয়ার অস্বাভাবিক মৃত্যুতে হাইকোর্টে মামলা করেন এক আইনজীবী। সেই মামলাতেই সিবিআই তদন্তের দাবি জানায় মৃত বিজেপি যুব নেতার পরিবার।

West Bengal News Live Updates:কারখানার মধ্যেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু বাবা ও ছেলের

হাওড়ার ইছাপুর পূর্বপাড়ায় নিজেদের কারখানার মধ্যেই  বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু বাবা ও ছেলের। পুলিশ সূত্রে খবর, আজ সকাল ৭টা নাগাদ বাড়ির মধ্যে লেদ কারখানায় মেশিন চালু করতে যান কারখানার মালিক শৈলেন হাজরা। সেইসময় তিনি বিদ্যুত্স্পৃষ্ট হন। বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হন ২১ বছরের ছেলে।

WB News Live Updates: ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর বিচার চেয়ে পথে নামল ডিওয়াইএফআই

ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর বিচার চেয়ে পথে নামল ডিওয়াইএফআই। বাম ছাত্র-যুব সংগঠনের সর্বভারতীয় সম্মেলন উপলক্ষে এদিন হাওড়ার আমতায় আনিসের বাড়ির সামনে থেকে শুরু হল মিছিল। নেতৃত্বে ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। হাওড়ার বিভিন্ন এলাকা ঘুরে বৃহস্পতিবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে শেষ হবে মিছিল।ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের হুঁশিয়ারি, আনিস খানের মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে শনিবার থেকে রাজ্যজুড়ে আন্দোলনে নামবে বাম ছাত্র-যুব সংগঠন।

West Bengal News Live Updates: রাজনীতির রশিতে রবীন্দ্রনাথ

একশো একষট্টিতম জন্মবার্ষিকীতে রাজনীতির রশিতে বাঁধা পড়লেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিজেপি নেতা রাহুল সিনহার অভিযোগ, দলের যোগসাজশে তৃণমূলের লোকেরাই নোবেল চুরি করেছে। পাল্টা সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

WB News Live Updates: দেড়মাস ধরে বন্ধ শ্রীরামপুর-জাঙ্গিপাড়া ৩১ নম্বর রুটে বাস পরিষেবা

দেড়মাস ধরে বন্ধ শ্রীরামপুর-জাঙ্গিপাড়া ৩১ নম্বর রুটে বাস পরিষেবা। নাকাল জাঙ্গিপাড়া, চণ্ডীতলা, সিঙ্গুর ব্লকের কয়েকহাজার বাসিন্দা। জাঙ্গিপাড়া থেকে শ্রীরামপুর মহকুমা শহরে সরাসরি ট্রেন পরিষেবা নেই। একমাত্র ভরসা ছিল বাস। মাসদেড়েক ধরে সেই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন স্কুল-কলেজের পড়ুয়া, ব্যবসায়ী-সহ নিত্যযাত্রীরা।

West Bengal News Live Updates: সুপ্রিম কোর্টে হলফনামা প্রসঙ্গে কেন্দ্রকে খোঁচা মহুয়া মৈত্রর

রাষ্ট্রদ্রোহ আইন নিয়ে সুপ্রিম কোর্টে হলফনামা প্রসঙ্গে কেন্দ্রকে খোঁচা মহুয়া মৈত্রর। তৃণমূল সাংসদ ট্যুইটে লিখেছেন, কায়দা করে রাষ্ট্রদ্রোহ মামলায় সময় কিনছে কেন্দ্র। গোটা প্রক্রিয়াটি হাস্যকর। দেড়শো বছরের পুরনো আইন নিয়ে ৭ বছরের মোদি শাসন। এই সময়ের মধ্যে কোনও পরিবর্তন নেই। অথচ আচমকা সুপ্রিম কোর্টে শুনানির আগে নাগরিক স্বাধীনতার পক্ষে কেন্দ্র। ট্যুইটে খোঁচা তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর।

WB News Live Updates: অন্ডালের দিকনালা এলাকায় ডাকাতি

পশ্চিম বর্ধমানের অন্ডালের দিকনালা এলাকায় ডাকাতি। কয়েকলক্ষ টাকা ও সোনার গয়না লুঠের অভিযোগ। পরিবারের সদস্যদের অভিযোগ, গতকাল রাত দেড়টা নাগাদ বাড়ির পিছন দিকের দরজা ভেঙে ঢোকে ৬-৭ জনের ডাকাতদল। আগ্নেয়াস্ত্র দেখিয়ে, কয়েকজনের হাত বেঁধে পরিবারের সদস্যদের একটি ঘরে আটকে রেখে চলে লুঠপাট। সোনার গয়না ও নগদ মিলিয়ে কয়েকলক্ষ টাকার জিনিস নিয়ে ডাকাতরা চম্পট দেয় বলে অভিযোগ। 

West Bengal News Live Updates: অশনি আশঙ্কায় বাবুঘাটে

অশনি আশঙ্কায় বাবুঘাটে তত্পর পুলিশ। রিভার ট্রাফিক গার্ডের তরফে চলছে নজরদারি।

WB News Live Updates: কাশীপুরে বিজেপি যুব নেতার রহস্যমৃত্যুর তদন্তে পরিবারের সহযোগিতা চাইল সিট

কাশীপুরে বিজেপি যুব নেতার রহস্যমৃত্যুর তদন্তে পরিবারের সহযোগিতা চাইল সিট। যদিও এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড় মৃতের পরিবার। সূত্রের খবর, সিটের তরফে পরিবারের কাছে অর্জুন চৌরাসিয়ার ইমেল আইডি ও পাসওয়ার্ড চাওয়া হয়। পরিবারের দাবি, তারা কিছু জানে না বলে সিটের সদস্যদের জানানো হয়। সূত্রের খবর, এই ক্ষেত্রে মৃত বিজেপি যুব নেতার ইমেলের পাসওয়ার্ড জানতে সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে সিট। পাশাপাশি, পরীক্ষা করা হচ্ছে মৃতের মোবাইল ফোনের মেসেজ ও কললিস্ট। 

West Bengal News Live Updates: বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমা

বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমা। সাংসদ বাড়ি থেকে দেওয়া হল সিসি ক্যামেরার ফুটেজ। সেই ফুটেজে দেখা যাচ্ছে, দুই বাইক আরোহী সাংসদের বাড়ির সামনে বোমা ফেলে চলে যাচ্ছে। যদিও সেই বোমা ফাটেনি। সাংসদের বাড়ির দেওয়া সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ। 

WB News Live Updates: শিলিগুড়ি থেকে উদ্ধার মাদক

শিলিগুড়ি থেকে উদ্ধার মাদক। ২ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল শিলিগুড়ি জংশন এলাকায় অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ। সন্দেহভাজন দুই ব্যক্তির কাছ থেকে মেলে দেড় কেজি হেরোইন। ধৃত দু’ জনই এ রাজ্যের বাসিন্দা। উত্তর-পূর্বের রাজ্য থেকে ওই মাদক পাচার করা হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর।

West Bengal News Live Updates: অশনি সঙ্কেতে রাজ্যের উপকূলবর্তী জেলায় জারি হয়েছে সতর্কতা

অশনি সঙ্কেতে রাজ্যের উপকূলবর্তী জেলায় জারি হয়েছে সতর্কতা। দিঘায় সমুদ্রে নামা নিষেধ। প্রস্তুত রয়েছে এনডিআরএফের টিম। দিঘায় পৌঁছেছেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। পর্যটকরা যাতে সমুদ্রে না নামেন, তার জন্য রয়েছে কড়া নজরদারি। চলছে মাইকে প্রচার।

WB News Live Updates: বাবুল সুপ্রিয়র শপথ নিয়ে জট

বাবুল সুপ্রিয়র শপথ নিয়ে জট। আজ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, এই বিষয়টা আমার হাতে নেই, রাজ্যপাল ও পরিষদীয় মন্ত্রীর হাতে, এটা এতদিন হয়ে যাওয়া উচিত ছিল। বাবুল সুপ্রিয়র শপথ-জট নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতির তরজা।

West Bengal News Live Updates: বিজেপিতে ৩৫৬ ‘অস্বস্তি’

৩৫৬ ধারা নিয়ে আলিপুরদুয়ারের বিজেপি বিধায়কের ফেসবুক পোস্ট। তবে, কি অমিত শাহর বার্তায় হতাশ? বিধায়কের ফেসবুক পোস্ট ঘিরে উঠছে এমনই প্রশ্ন। ঘটনায় নতুন করে অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। এনিয়ে আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল।

WB News Live Updates: ফের বিতর্কে নির্মল

মালদা মেডিক্যালের অধ্যক্ষ থেকে সহকারী সুপার, হাসপাতালে কেউই তিন দিনের বেশি কাজে আসেন না! তাঁরা সরকারের থেকে বেতন নিয়ে বেসরকারি হাসপাতালে রোজগার বাড়ান। বাম চিকিৎসক সংগঠনের প্রসঙ্গ টেনে তীব্র আক্রমণ নির্মল মাজির। পাল্টা জবাব দিয়েছে সিপিএম। মন্তব্যে নারাজ চিকিৎসকরা।

West Bengal News Live Updates: দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা

শক্তি বাড়িয়ে বিশাখাপত্তনমের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় অশনি। আজ রাতের দিকে ঢুকবে ওড়িশা উপকূলে। ঘূর্ণিঝড়ের জেরে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

WB News Live Updates: রবীন্দ্র জয়ন্তী পালনে তৎপরতা তৃণমূল-বিজেপি দুই শিবিরে

রবীন্দ্র জয়ন্তী পালনে তৎপরতা দেখা গেল তৃণমূল-বিজেপি দুই শিবিরেই। আলাদা আলাদা কর্মসূচির পাশাপাশি, জোড়াসাঁকোয় গিয়ে শ্রদ্ধা জানান ফিরহাদ হাকিম, দিলীপ ঘোষ। বিজেপির উদ্যোগকে কটাক্ষ করেছেন ফিরহাদ হাকিম। পাল্টা, কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।

West Bengal News Live Updates: দিলীপের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রায় দু’বছরের পুরনো একটি মামলায় পরোয়ানা জারি হল বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি ও মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের নামে। তাঁকে ১৯ মে-র মধ্যে পশ্চিম মেদিনীপুরের দাঁতন আদালতে হাজির হতে বলা হয়েছে।

প্রেক্ষাপট

কলকাতা: বৃহস্পতিবার (Thursday) শুরু হচ্ছে DYFI’এর সর্বভারতীয় সম্মেলন। যার অভ্যর্থনা কমিটির সভাপতি হয়েছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty)। এক সময় রাজ্যে ক্ষমতায় থাকা বামেরা (CPIM) ক্রমশ শক্তি হারাচ্ছে। কেন এই অবস্থা? কী বলছেন পর্দার ফেলুদা (Feluda)?


রেল (Rail) অবরোধের ডাক দিয়েও, ঘোষিত বিক্ষোভ কর্মসূচির আগের দিন তা প্রত্যাহার করে নিলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক। বিধায়কের দাবি, রেলের তরফে সমস্যা মেটানোর আশ্বাস মিলেছে। তাই আন্দোলন থেকে সরে আসার সিদ্ধান্ত। তৃণমূলের কটাক্ষ, রাজ্য নেতৃত্বের চাপেই পিছু হটলেন বিজেপি বিধায়ক।


ড্রিল মেশিনের ভুল যন্ত্রাংশ ১২০ টাকায় বিক্রি করেও ফেরত নিতে অস্বীকার করার অভিযোগ।ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হন ক্রেতা। ক্রেতাকে ৭ হাজার টাকা দেওয়ার নির্দেশ দিল  আদালত।                                


স্কুলের মাঠে চলছিল মদ্যপানের আসর। সেখান থেকে গ্রেফতার করা হয় ৩ জনকে। পুলিশ সূত্রে দাবি, ধৃতদের মধ্যে একজন স্থানীয় এক প্রাথমিক স্কুলের শিক্ষক। উত্তর ২৪ পরগনার বাগদার ঘটনা। আজ ধৃত তিনজনই অবশ্য আদালত থেকে জামিন পেয়েছেন।                                                                     


ইয়াসে ব্যপক ক্ষতি হয়েছিল পূর্ব মেদিনীপুরের নয়াচর, জুনপুট-সহ বিভিন্ন এলাকার মৎস্যজীবীদের। এরই মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। বিপদের আশঙ্কায় প্রমাদ গুণছেন তাঁরা। 



মালদা মেডিক্যালের অধ্যক্ষ থেকে সহকারী সুপার, হাসপাতালে কেউই তিন দিনের বেশি কাজে আসেন না! তাঁরা সরকারের থেকে বেতন নিয়ে বেসরকারি হাসপাতালে রোজগার বাড়ান। বাম চিকিৎসক সংগঠনের প্রসঙ্গ টেনে তীব্র আক্রমণ নির্মল মাজির। পাল্টা জবাব দিয়েছে সিপিএম। মন্তব্যে নারাজ চিকিৎসকরা।


অশনি মোকাবিলায় তৈরি করা হয়েছে ইউনিফায়েড কমান্ড সেন্টার। পুলিশের সঙ্গে, সিভিল ডিফেন্স, দমকল, পুরসভা, বন দফতর, NDRF, CESC-র প্রতিনিধিদের নিয়ে তৈরি করা হয়েছে এই টিম। বিপদ এড়াতে, আগামী ২ দিন ত্রিফলা আলো না জ্বালানোর সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.