West Bengal News Live Updates: ফের বীরভূমে বিপুল অস্ত্রভাণ্ডারের হদিশ, নানুরের পালিতপুর থেকে গ্রেফতার ২

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

abp ananda Last Updated: 10 May 2022 11:18 PM

প্রেক্ষাপট

কলকাতা: বৃহস্পতিবার (Thursday) শুরু হচ্ছে DYFI’এর সর্বভারতীয় সম্মেলন। যার অভ্যর্থনা কমিটির সভাপতি হয়েছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty)। এক সময় রাজ্যে ক্ষমতায় থাকা বামেরা (CPIM) ক্রমশ শক্তি হারাচ্ছে। কেন এই...More

West Bengal News Live Updates: ফের বীরভূমে বিপুল অস্ত্রভাণ্ডারের হদিশ, নানুরের পালিতপুর থেকে গ্রেফতার ২

ফের বীরভূমে বিপুল অস্ত্রভাণ্ডারের হদিশ। নানুরের পালিতপুর থেকে গ্রেফতার ২ জন দুষ্কৃতী। উদ্ধার ১টি কারবাইন, ১টি নাইনএমএম, ১টি সেভেনএমএম পিস্তল। উদ্ধার ১টি ওয়ান শটার ও ৩৪ রাউন্ড কার্তুজ। ধৃতদের বাড়ি পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। কীর্ণাহারে ৫৭ রাউন্ড কার্তুজ সহ ধৃত দুজনকে জেরা করে আরও দুজনের সন্ধান। নানুর থেকে মঙ্গলকোটে বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। কাল ধৃতদের তোলা হবে আদালতে।