West Bengal News Live: রাজ্যে প্রচারে এলেন NDA’র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
নিকাশি খালের ওপর অবৈধ নির্মাণের অভিযোগ বিজেপি সমর্থকের বিরুদ্ধে। কাজ বন্ধ করার জন্য BDO-র কাছে আবেদন করলেন উত্তর ২৪ পরগনার গোপালনগর এক নম্বর পঞ্চায়েতের প্রধান। পঞ্চায়েতের কাছ থেকেই অনুমতি নিয়েছেন বলে দাবি নির্মাণকারীর। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। অবৈধ নির্মাণ হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিডিওর।
পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ১০০ দিনের প্রকল্পে পুকুর খননের নামে টাকা আত্মসাতের অভিযোগ উঠল মালদার মানিকচকে। অভিযোগ, একটি পুকুরও খনন করা না হলেও, বরাদ্দ টাকা তুলে নেওয়া হয়েছে। দুর্নীতির অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তদন্তের আশ্বাস দিয়েছেন মালদার জেলাশাসক।
রাজ্যে ফের ভয়ঙ্কর হারে বাড়ছে করোনা। গত কয়েকদিন ধরেই দৈনিক আক্রান্ত ৩ হাজার ছুঁইছুঁই। স্বাস্থ্য দফতর বলছে, রাজ্যে ভয়ঙ্কর হারে বাড়ছে উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যা। এমনই ইঙ্গিত, পঞ্চম সেন্টিনেল সার্ভের রিপোর্টে।
আগামী সোমবার রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে, রাজ্যে প্রচারে এলেন NDA’র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাস প্রকল্পের জন্য টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা গ্যাস প্রকল্পে সংযোগ দেওয়ার নামে ১৫০০ টাকা নেওয়ার অভিযোগ।
হোমওয়ার্ক না করায়, লাঠি দিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রকে মারধরের অভিযোগ। দক্ষিণ কলকাতার একটি স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ পরিবার। ছাত্রের বাড়িতে এসে দুঃখপ্রকাশ করলেন শিক্ষিকা। সতর্ক করা হয়েছে শিক্ষিকাকে, জানাল স্কুল।
ঘরে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন করা নিয়ে বিবাদের জের। কেরোসিন ঢেলে গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে। ২ ভাসুরকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা ঘটেছে তালতলায়।
মন্ত্রী-বিধায়কদের নামে জাল লেটারহেড ও বিশ্ব বাংলার জাল লোগো ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল। টালিগঞ্জ এলাকা থেকে গ্রেফতার অভিযুক্ত মহিলা। অভিযোগ, সরকারি আবাসনে ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়। মন্ত্রী-বিধায়করা জানিয়েছেন, সমস্ত নথিই জাল।
উত্তরবঙ্গে মমতা-অভিষেক, একইদিনে শিলিগুড়িতে দ্রৌপদী মুর্মু। সিকিমের বিধায়কদের সঙ্গে এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থীর বৈঠক । এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থীর বৈঠকে দার্জিলিঙের বিজেপি সাংসদের । কাল সকালে স্বামী বিবেকানন্দর বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানাবেন দ্রৌপদী মুর্মু। কাল রাজ্যের বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন দ্রৌপদী মুর্মু। ২১ জুলাইয়ের প্রস্তুতিতে আজই উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হলেন অভিষেক।
দুর্নীতিমুক্ত সরকার চাই শ্রীলঙ্কায়। প্রায় ৩ হাজার কিমি দূরে থেকেও পরিবারের জন্য উদ্বেগে বাংলায় পড়তে আসা শ্রীলঙ্কার পড়ুয়ারা। অবিলম্বে খাবার, তেল, গ্যাস সঙ্কট কেটে যাবে বলে আশাপ্রকাশ।
মেট্রোয় যুক্ত হল শিয়ালদা-সল্টলেক। হাওড়া স্টেশন থেকে উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। বৃহস্পতিবার থেকে যাত্রী পরিষেবা।
দীর্ঘ অপেক্ষার অবসান, উদ্বোধন হল শিয়ালদা মেট্রো স্টেশনের
২১ মিনিটের যাত্রাপথে ন্যূনতম ভাড়া ১০ টাকা, সর্বোচ্চ ২০ টাকা। ভিড় সামলাতে শিয়ালদা স্টেশনে থাকছে ৯টি সিঁড়ি, ১৮টি এসক্যালেটর। শিয়ালদা স্টেশনে যাতায়াতের সুবিধার জন্যে থাকছে মোট ৫টি লিফট
যাত্রীদের সুবিধার জন্য শিয়ালদা স্টেশনে ২৭টি টিকিট কাউন্টার। কলকাতায় এই প্রথম কোনও মেট্রো স্টেশনে থাকছে ডবল ডিসচার্জ প্ল্যাটফর্ম। শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মের দু’পাশেই থাকবে যাত্রীদের ওঠা-নামার সুবিধা। সামনের বছর হাওড়ার সঙ্গে শিয়ালদা যুক্ত করার লক্ষ্য মেট্রো কর্তৃপক্ষের।
খয়েরবাড়িতে ‘রাজা’র মৃত্যু। মাদারিহাট সাউথ খয়েলরবাড়ির ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রের রয়্যাল বেঙ্গল টাইগারের মৃত্যু। ২৬ বছর বয়সে মৃত্যু ‘রাজা’-র, জলদাপাড়া বন দফতর সূত্রে খবর। বয়সজনিত নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কারণ ? খতিয়ে দেখছে বনদফতর।
শিয়ালদা মেট্রো স্টেশন দেখতে এলেন স্মৃতি ইরানি
স্কুল পরিদর্শনে আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। আসানসোল পুরসভার ৫৭ নম্বর ওয়ার্ডের নরসমুদা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্ষোভ প্রকাশ অগ্নিমিত্রার। বাথরুমে জল নেই. পরিষ্কার করা হয় না আগাছা, মিড ডে মিলের খাবারে নেই ডিম, অভিযোগ বিজেপি বিধায়কের। অর্থ সঙ্কটে ভুগছে স্কুল। অনুদানে কাজ চালানো যাচ্ছে না, দাবি প্রধান শিক্ষিকার। রাজ্য সরকারকে বদনাম করার চেষ্টা, স্কুলের সমস্ত কাজই চলছে। পাল্টা দাবি ৫৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমিত মাজির।
আর কিছুক্ষণ পরেই সল্টলেকের সঙ্গে মেট্রোয় যুক্ত হচ্ছে শিয়ালদা। হাওড়া ময়দান স্টেশন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন স্মৃতি ইরানি। সল্টলেক সেক্টর ৫ হয়ে ফুলবাগানের সঙ্গে যুক্ত হবে শিয়ালদা। সল্টলেক থেকে শিয়ালদা-৯ কিমি যাত্রাপথে বৃহস্পতিবার থেকে পরিষেবা। ২১ মিনিটের যাত্রাপথে ন্যূনতম ভাড়া ১০ টাকা, সর্বোচ্চ ২০ টাকা।
মেট্রোর উদ্বোধনে আমন্ত্রণ বিতর্কে নতুন মোড়। আমন্ত্রণপত্রে নাম নেই মুখ্যমন্ত্রীর। নাম নেই মেয়র, রাজ্যপালেরও। আমন্ত্রণপত্রে নাম রয়েছে শুধুমাত্র স্থানীয় সাংসদ ও বিধায়কের। উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। আমন্ত্রণপত্রে নাম থাকে শুধুমাত্র স্থানীয় সংসদ, বিধায়কেরই, দাবি রেল সূত্রের।
ক্যানিংয়ে ৩ তৃণমূল নেতা খুনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সওকত মোল্লার। ৩ নেতা খুনে মাত্র ১ জন গ্রেফতার। ৪ দিন পেরিয়ে গেলেও মাত্র একজন গ্রেফতার। মূল অভিযুক্তরা এখনও অধরা, আতঙ্কে ক্যানিংয়ের মানুষ। মন্তব্য ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লার।
মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে ধৃত হাফিজুল মোল্লা সম্পর্কে বিস্ফোরক তথ্য । ‘৭ থেকে ৮ বার রেকি করেই মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকে হাফিজুল, মুখ্যমন্ত্রীর বাড়ির তথ্য জানতে এলাকার ছোটদের খাওয়ায় চকোলেট, কোল্ডড্রিঙ্ক’, খবর সূত্রের।
মুখ্যমন্ত্রীকে অপমান করেছে রেল, আমন্ত্রণ বিতর্কে আক্রমণ ফিরহাদ হাকিমের।
গিরিশ পার্ক মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা । প্রায় ৫০ মিনিট বন্ধ থাকার পর স্বাভাবিক হল পরিষেবা । সাড়ে ১২টা থেকে নিউ গড়িয়াগামী মেট্রোর সামনে ঝাঁপ মহিলার । প্লাটফর্মে ঢোকার আগে ইমারজেন্সি ব্রেক কষে দাঁড়িয়ে যায় রেক। সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় নিউ গড়িয়াগামী মেট্রো চলাচল। দেহ উদ্ধারের পর ১টা ২০ নাগাদ চালু হয় ডাউন লাইনের মেট্রো চলাচল।
গিরিশ পার্ক মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা । বন্ধ নিউ গড়িয়াগামী মেট্রো চলাচল । সাড়ে ১২টা থেকে বন্ধ নিউ গড়িয়াগামী মেট্রো পরিষেবা।
গিরিশ পার্ক মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা । বন্ধ নিউ গড়িয়াগামী মেট্রো চলাচল । সাড়ে ১২টা থেকে বন্ধ নিউ গড়িয়াগামী মেট্রো পরিষেবা।
সিটের চার্জশিটে এক এএসআই, এক হোমগার্ড ও দুই সিভিক ভলান্টিয়ারের নাম রয়েছে। সূত্রের খবর, কর্ণাটকে হিজাব-বিতর্ক নিয়ে আনিসের পোস্টের পর পুলিশ অভিযান চালায়। প্রক্রিয়া মেনে আনিসের বাড়িতে হানা দেয়নি পুলিশ। পুলিশের হানার পর ওপর থেকে পড়ে আনিসের মৃত্যু হয়। চার্জশিটে দাবি রাজ্য পুলিশের সিটের। খবর সূত্রের।
স্থানীয় সাংসদ হিসেবে মেট্রোর আমন্ত্রণ পত্রে নাম থাকলেও যাচ্ছেন না, জানালেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
‘খুন হননি আনিস খান’, পরিবারের দাবি খারিজ সিটের চার্জশিটে । আনিস-কাণ্ডে উলুবেড়িয়া আদালতে চার্জশিট জমা তদন্তকারীদের। চার্জশিটে নাম রয়েছে আমতা থানার তৎকালীন ওসি-র। তৎকালীন ওসি দেবব্রত চক্রবর্তীর নাম রয়েছে চার্জশিটে। চার্জশিটে নাম রয়েছে এক এএসআই, এক হোমগার্ড ও দুই সিভিক ভলান্টিয়ারের।
মেট্রোর উদ্বোধনে আমন্ত্রণ বিতর্কে নতুন মোড় । আমন্ত্রণপত্রে নাম নেই মুখ্যমন্ত্রীর । নাম নেই মেয়র, রাজ্যপালেরও । আমন্ত্রণপত্রে নাম রয়েছে শুধুমাত্র স্থানীয় সাংসদ ও বিধায়কের। উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
ফের পাহাড় সফরে মুখ্যমন্ত্রী। আগামীকাল GTA-র শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ অনুষ্ঠান ঘিরে পাহাড়ে সাজো সাজো রব। সুকনা, রোহিণী রোড, কার্শিয়ঙ-সহ একাধিক জায়গায় রাস্তার ধারে পোস্টার ব্যানার লাগানো হয়েছে। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা।
অমরনাথ দর্শনে গিয়ে নিখোঁজ বাবা, মা ও ছেলে। সোদপুরের উত্তর নাটাগড়ের বাসিন্দা ব্যাঙ্ক কর্মী নারায়ণচন্দ্র দে, স্ত্রী রুমা ও ছেলে সাগরকে নিয়ে ৪ জুলাই অমরনাথ রওনা দেন। বৃহস্পতিবার শেষবার পরিবারের সঙ্গে যোগাযোগ হয়। শুক্রবার বিপর্যয়ের পর থেকে এখনও পর্যন্ত যোগাযোগ করা যায়নি ওই তিনজনের সঙ্গে।
শুক্রবার হড়পা বানের সময় বোন ও ভাগ্নির হাত ধরেছিলেন মামা। পাথর গড়িয়ে আসায় মাকে বাঁচাতে যান বর্ষা। টাল সামলাতে না পেরে ভেসে যান ২২ বছরের তরুণী। ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী উজ্জ্বল মিত্র। চোখের সামনে পাড়ার মেয়ের মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না তিনি।
রাজ্যে ফিরল অমরনাথ-বিপর্যয়ে মৃত বর্ষা মুহুরির কফিনবন্দি দেহ। গতকাল রাত দেড়টা নাগাদ দিল্লি থেকে ইন্ডিগোর বিমানে কলকাতায় পৌঁছয় মুহুরি পরিবার। পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হুইল চেয়ারে বসে বের হন বর্ষার মা নিবেদিতা মুহুরি।কান্নায় ভেঙে পড়েন তিনি। পায়ে চোট রয়েছে বর্ষার মামা সুব্রত চৌধুরীরও। এরপর রাত ৩টে নাগাদ বিমানবন্দর থেকে শববাহী গাড়ি রওনা দেয় বারুইপুরে চক্রবর্তী পাড়ার উদ্দেশে।
করোনার মধ্যেই রাজ্যে মশাবাহিত রোগের বাড়বাড়ন্ত। ন্যাশনাল ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের ওয়েবসাইটে উল্লেখিত তথ্য অনুযায়ী, এনসেফ্যালাইটিসে আক্রান্তের নিরিখে দেশে ৩ নম্বরে রয়েছে বাংলা।
দীর্ঘদিন ধরে ধর্মতলায় গাঁধী মূর্তির পাদদেশে আন্দোলন চালিয়ে যাচ্ছেন নবম থেকে দ্বাদশ SLST চাকরিপ্রার্থীরা। রবিবার সকালে আন্দোলন মঞ্চেই ইদ-উদ-জোহার পালন করলেন তাঁরা। নামাজেও ছিল চাকরির প্রার্থনা। এদিকে, দিনভর কংগ্রেস থেকে বাম, বিজেপির কাণ্ডারির আনাগোনা চলল আন্দোলন মঞ্চে। চাকরির দাবিতে সুর চড়ালেন সকলেই। পাল্টা বিরোধীদের বিরুদ্ধে ধর্মীয় রাজনীতির অভিযোগ তুলেছে তৃণমূল।
প্রেক্ষাপট
এক নজরে আজকের শিরোনাম ( Headlines )
১। মহুয়ার মন্তব্যে বিতর্কের মধ্যেই স্বামী আত্মস্থানন্দর জন্মশতবর্ষের অনুষ্ঠানে মোদির মুখে মা কালীর স্তুতি। কালীঘাটে কোনও দিন যাননি, হঠাৎ কেন এত আবেগ ? কটাক্ষ সৌগতর।
২। মা কালীকে অপমান তৃণমূল সাংসদের, রক্ষা করছেন মমতা। নাম না করে মহুয়া মৈত্রকে কটাক্ষ অমিত মালব্যর। প্রভুদের বলুন যা জানেন না, সেটা নিয়ে মন্তব্য না করতে, পাল্টা মহুয়া।
৩। অসমে শিব-পার্বতীর পোশাক পরে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ও কর্মসংস্থানের দাবিতে প্রতিবাদ। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ বিজেপির। গ্রেফতারির পরে জামিন।
৪। আজ ইস্ট ওয়েস্ট মেট্টোর শিয়ালদা স্টেশনের উদ্বোধন। যাবে সেক্টর ফাইভ পর্যন্ত। সকাল ৭টা থেকে রাত সাড়ে নটা মিলবে পরিষেবা। বাড়বে যাত্রী সংখ্যা, আশা মেট্রো রেলের।
৫। শেষ মুহূর্তে আমন্ত্রণ মুখ্যমন্ত্রী, সুদীপ, ফিরহাদ, নয়নাকে। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের দিনেই কেন উদ্বোধন ? প্রশ্ন তৃণমূলের। বিরোধীদের নিয়েই তো চলতে পারে না শাসক দল, পাল্টা শমীক।
৬। অমরনাথে মেঘভাঙা বৃষ্টি বিপর্যয়ের ভয়াবহতার ছবি এবিপি আনন্দর হাতে। দ্রুতগতিতে চলছে উদ্ধারকাজ।
৭। অমরনাথে বিপর্যয়ের বলি বারুইপুরের ছাত্রীর। মাকে বাঁচাতে গিয়ে ভেসে গিয়ে মর্মান্তিক মৃত্যু। আহত বর্ষার মা-মামা। জম্মু বিমানবন্দর থেকে দেহ আসছে বারুইপুরে।
৮। অমরনাথ দর্শনে গিয়ে আটকে বাংলার বহু পুণ্যার্থী। ফেরানোর ব্যবস্থা করুক সরকার, আর্তি আটকে পড়া পর্যটকদের। ফেরায় অপেক্ষায় দিন গুনছে পরিবার।
৭। জনরোষে অগ্নিগর্ভ শ্রীলঙ্কা, দফায় দফায় পুলিশ-জনতা সংঘর্ষ। আহত ১১ জন সাংবাদিক সহ ১০৩ জন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি, লাঠিচার্জ পুলিশের।
৮। অগ্নিগর্ভ দ্বীপরাষ্ট্র, পলাতক শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। বিক্ষোভকারীদের দখলে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির বাসভবন। কেউ করছেন রান্না, কেউ করছেন জিমে কসরত।
৯। চরম অর্থনৈতিক সঙ্কটেও শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ভবনে লক্ষ লক্ষ টাকার হদিশ। এক লিটার পেট্রোল ৪৬০ টাকা। ১৩ জুলাই পদত্যাগ করবেন রাষ্ট্রপতি গোতাবায়া, দাবি শ্রীলঙ্কার স্পিকারের।
১০। রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। একদিনে আক্রান্ত ৩ হাজার ছুঁইছুই, মৃত বেড়ে ৪। দেশে দৈনিক করোনা সংক্রমণ ১৮ হাজারের উপরেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -