West Bengal News Live Updates: পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রীর মন্তব্যের প্রতিবাদে হিংসা ছড়াল রেজিনগরে

West Bengal Live News: চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে...

abp ananda Last Updated: 11 Jun 2022 11:57 PM
West Bengal News Live: সংঘর্ষে রণক্ষেত্র

হাওড়ার পর মুর্শিদাবাদ। পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রীর মন্তব্যের প্রতিবাদে হিংসা ছড়াল রেজিনগরে। অবরোধ করা হয় ৩৪ নম্বর জাতীয় সড়ক। বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। বোমাবাজি, ইটবৃষ্টি, পাল্টা টিয়ার গ্যাসের শেল ফাটাল পুলিশ।

West Bengal News Live Updates: পার্ক সার্কাসকাণ্ডে গুলিবিদ্ধের অস্ত্রোপচার

পার্ক সার্কাসে পুলিশ কনস্টেবলের গুলি চালনায় ঘটনায় গুলিবিদ্ধ হন বসির আলম নুমানি। এসএসকেএম হাসপাতালে অস্ত্রোপচারের পর দেহ থেকে বার করল বুলেট। ডান কাঁধে হাড়ের সংযোগস্থলে আটকে ছিল বুলেট। 

West Bengal News Live: ভবানীপুরে হত্যাকাণ্ডে গ্রেফতার আরও ২

ভবানীপুরে হত্যাকাণ্ডে গ্রেফতার আরও ২। উত্তরপ্রদেশ ও ওড়িশা থেকে ২ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের হোমিসাইড শাখা। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে ৫।

West Bengal News Live Updates: পূর্ব মেদিনীপুরে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার হল আরও একজনের মৃতদেহ

পূর্ব মেদিনীপুরে ট্রলারডুবির ঘটনায় উদ্ধার হল আরও একজনের মৃতদেহ। একই দিনে জীবিত উদ্ধার করা হল আরও এক মৎস্যজীবীকে। হিজলিতে ট্রলার ডুবির ঘটনায় এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ৩। এখনও নিখোঁজ ৫ মৎস্যজীবী।

West Bengal News Live: রাজ্যে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ

রাজ্যে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। প্রায় ৩ মাস পর, ফের দৈনিক সংক্রমণের সংখ্যা ১০০ পার। কলকাতায় লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

West Bengal News Live Updates: স্বাস্থ্য পরীক্ষা শিবির

কলকাতা পুরসভার ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের উদ্যোগে সর্দার শঙ্কর রোডে রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কাউন্সিলর, বিধায়ক, মন্ত্রী সহ অনেকে।

West Bengal News Live: পুরসভার ভুয়ো কর্মীদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ছে টাকা

পুরসভার ভুয়ো কর্মীদের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ছে টাকা। কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত আলিপুরদুয়ার পুরসভায়। অভিযোগ, পুরকর্মীদের একাংশ এর সঙ্গে জড়িত। আর এই নিয়ে সরব হয়েছে বিজেপি। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান।

West Bengal News Live Updates: মুর্শিদাবাদের রেজিনগরের রাস্তা অবরোধ করে বিক্ষোভ সভা

মুর্শিদাবাদের রেজিনগরের রাস্তা অবরোধ করে বিক্ষোভ সভা।  বিক্ষোভকারীদের সরাতে গিয়ে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ । পুলিশ বিক্ষোভকারীদের হটাতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। উল্টে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। বোমা ফাটানো হয় বলে অভিযোগ। বেলডাঙ্গা থেকে রেজিনগর পর্যন্ত 34 নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

West Bengal News Live: পয়গম্বর বিতর্কে হাওড়ার পাঁচলায় আজ দফায় দফায় উত্তেজনা

পয়গম্বর বিতর্কে হাওড়ার পাঁচলায় আজ দফায় দফায় উত্তেজনা। অভিযোগ, প্রথমে পাঁচলা বাজারের কাছে একটি ক্লাবে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। পাল্টা অভিযোগ ওঠে, পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। কাঁদানে গ্যাসের শেল ফাটায়। পরে পাঁচলা বাজারের কাছে কয়েকটি জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়।

West Bengal News Live Updates: বিজেপি নেত্রী নূপুর শর্মার পয়গম্বর মন্তব্যের আঁচ দক্ষিণ ২৪ পরগনাতেও

বিজেপি নেত্রী নূপুর শর্মার পয়গম্বর মন্তব্যের আঁচ দক্ষিণ ২৪ পরগনাতেও। বিক্ষোভের মুখে কুলপির তৃণমূল বিধায়ক যোগরঞ্জন হালদার। বিষ্ণুপুর থানা এলাকার আমতলা মোড়ে গতকাল রাতে তৃণমূল বিধায়কের গাড়িতে হামলা, বিক্ষোভকারীরা ভাঙচুর করে বলে অভিযোগ। বিধানসভা থেকে ডায়মন্ড হারবারে ফিরছিলেন কুলপির বিধায়ক। সেইসময় আমতলায় ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছিল। আটকে দেওয়া হয় তৃণমূল বিধায়কের গাড়ি।পুলিশি ঘেরাটোপে কোনওমতে এলাকা ছাড়েন বিধায়ক। এই ঘটনায় কারা জড়িত, খতিয়ে দেখছে পুলিশ।

West Bengal News Live: ১৪ জুনের পর দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ

স্বাভাবিক নিয়মে বর্ষা এগোলে শনিবারই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার কথা। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। 

West Bengal News Live Updates: দলীয় সমর্থকদের ক্ষোভের মুখে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার

দলীয় সমর্থকদের ক্ষোভের মুখে তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। চন্দনপুর রেলস্টেশন এলাকায় আন্ডারপাসের দাবিতে বিক্ষোভ। 

West Bengal News Live: ১৫ জুন দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিজেপি বিরোধীদের একজোট হওয়ার ডাক।  ১৫ জুন, বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে দুপুর তিনটেয় বৈঠক ডাকলেন মমতা। 

West Bengal News Live Updates: হাওড়ার পর মুর্শিদাবাদ জেলার একাংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ

হাওড়ার পর মুর্শিদাবাদ জেলার একাংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ। বন্ধ করল রাজ্যের স্বরাষ্ট্র দফতর। রেজিনগর, শক্তিপুর, বেলডাঙা-১, বেলডাঙা-২তে বন্ধ ইন্টারনেট পরিষেবা। ১৪ জুন সকাল ৬টা পর্যন্ত বন্ধ ইন্টারনেট পরিষেবা। 

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রী, সিদ্ধান্তের বিরোধিতায় বিবৃতি বিশিষ্টদের

‘রাজনৈতিক বা প্রশাসনিক প্রধান আচার্য হলে ভঙ্গ হবে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধিকার’, বিবৃতিতে স্বাক্ষর বিভাস চক্রবর্তী, কৌশিক সেন, সমীর আইচ, অনীক দত্তের। 

West Bengal News Live Updates: ভবানীপুরে ব্যবসায়ী দম্পতি খুনের ঘটনায় পঞ্চম গ্রেফতার

ভবানীপুরে ব্যবসায়ী দম্পতি খুনের ঘটনায় পঞ্চম গ্রেফতার। পুলিশ সূত্রে দাবি, সন্তোষ ওরফে রাহুল নামে ওই দুষ্কৃতীকে খুনের আগের দিন ডাকা হয়। ওড়িশা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে উত্তরপ্রদেশের মথুরা থেকে গ্রেফতার করা হয় বিশাল বর্মন নামে আরেক দুষ্কৃতীকে।

West Bengal News Live: ‘প্রচারের জন্য আবেদন করে গ্রেফতার সুকান্ত’

উস্কানি পলিটিক্স, ওদিকে শূন্য পাওয়া একাংশের চক্রান্ত’, সবই ব্যর্থ হবে, ট্যুইট তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের

West Bengal News Live Updates: পার্ক সার্কাসে গুলিকাণ্ডে মৃত তরুণীর মাকে ফোন মুখ্যমন্ত্রীর

মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছেন একথা জানিয়েই পার্ক সার্কাস গুলিকাণ্ডে নিহত রিমা সিংহের মা বলেন, ‘ দিদি ফোন করেছিলেন। সান্ত্বনা দিলেন। বলেন যে আমি তো মেয়েকে ফেরত দিতে পারব না। আমি পাশে দাঁড়ানোর চেষ্টা করব। যতটা পারব করব। মুখ্যমন্ত্রীর তরফ থেকে পরিবারকে ৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে। চেয়েছেন ভাইয়ের বায়োডেটা। চাকরির ব্যবস্থা করবেন বলেছেন। আর আমার স্বামীর অবস্থার কথা জিজ্ঞেস করলেন। এই বয়সে আর কাজ করতে পারবেন না শুনে বলেন ছোটখাটো দোকান করার ব্যবস্থা করে দেবেন।" 

West Bengal News Live: হাওড়া সিটি পুলিশের নতুন পুলিশ কমিশনার হচ্ছেন প্রবীণ কুমার ত্রিপাঠী

হাওড়ায় পরপর অশান্তির জের। সরিয়ে দেওয়া হল হাওড়া সিটি পুলিশের কমিশনারকে। সি সুধাকরকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি পদে আনা হল। হাওড়া সিটি পুলিশের নতুন পুলিশ কমিশনার হচ্ছেন প্রবীণ কুমার ত্রিপাঠী। সরিয়ে দেওয়া হল হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কেও। হাওড়া গ্রামীণের নতুন পুলিশ সুপার হচ্ছেন স্বাতী ভাঙ্গারিয়া। কলকাতা পুলিশের সাউথ ওয়েস্টের ডেপুটি কমিশনার হচ্ছেন সৌম্য রায়। 

West Bengal News Live Updates: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের সরব রাজ্যপাল

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের সরব রাজ্যপাল। পদক্ষেপ না করে আইন ভঙ্গকারীদের মদত দেওয়া হচ্ছে। অবিলম্বে কঠোর ব্যবস্থা নিন মুখ্যমন্ত্রী, ট্যুইট রাজ্যপালের।

West Bengal News Live Updates: হাওড়ার পাঁচলায় ফের উত্তেজনা

পয়গম্বর-বিতর্কে হাওড়ার পাঁচলায় ফের উত্তেজনা। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আগুন। ইটবৃষ্টি-লাঠিচার্জ, কাঁদানে গ্যাস। 

West Bengal News Live: গ্রেফতার সুকান্ত

সুকান্ত মজুমদারকে হাওড়ায় যেতে দিল না পুলিশ। দ্বিতীয় হুগলি সেতু গ্রেফতার বিজেপির রাজ্য সভাপতি

West Bengal News Live Updates: মোবাইল টাওয়ার বসানোর নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নারায়ণগড়ে

মাসে ১৫ লক্ষ টাকা আয়ের প্রতিশ্রুতি দিয়ে মোবাইল টাওয়ার বসানোর নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। অভিযোগকারীর দাবি, মাসদুয়েক আগে তাঁর জমিতে মোবাইল টাওয়ার বসানোর টোপ দিয়ে মোবাইলে একাধিকবার ফোন আসে। রাজি না হলে, মোটা অঙ্কের টাকা দেওয়ার প্রলোভন দেখানো হয়। এরপর ল্যান্ড ইন্স্যুরেন্সের নাম করে ৫ দফায় ৭৪ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। প্রতারিত হয়েছেন বুঝে গতকাল মেদিনীপুর জেলা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেন প্রতারিত ব্যক্তি। 

West Bengal News Live: 'নিজেই নিজের বক্তব্যের মধ্যে নিজেকে খুঁজে পাইনি, পেয়েছিলাম ঔদ্ধত্যকে', বললেন রূপঙ্কর বাগচী

'নিজেই নিজের বক্তব্যের মধ্যে নিজেকে খুঁজে পাইনি, পেয়েছিলাম ঔদ্ধত্যকে', কেকে-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের পর বললেন রূপঙ্কর বাগচী।

West Bengal News Live Updates: হাওড়ার হিংসা নিয়ে ট্যুইটে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

পয়গম্বর বিতর্কে হাওড়ার পাঁচলা, সলপ এলাকায় অশান্তি থামার নাম নেই। শুক্রবারের পর শনিবারও নতুন করে উত্তেজনা তৈরি হয় এই সব এলাকায়। জেলায় জেলায় এই তাণ্ডবের আবহে ফের একবার ট্যুইটে শান্তি ফেরানোর আবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার হিংসা নিয়ে ট্যুইটে কড়া বার্তা দিয়েছেন। মুখ্যমন্ত্রী  ( Mamata Banerjee) লেখেন, ‘আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে। এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে, তারা দাঙ্গা করাতে চায়- কিন্তু এসব বরদাস্ত করা হবে না। এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি,  কষ্ট করবে জনগণ?’

West Bengal News Live: উদ্বেগ বাড়িয়ে রাজ্যেও করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী

উদ্বেগ বাড়িয়ে রাজ্যেও করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। দৈনিক সংক্রমণ বেড়ে হল ১৩৯। ক্রমবর্ধমান এই সংখ্যা ভয় ধরাচ্ছে শহরবাসীকে। যদিও মুখে মাস্ক নেই এখন অনেকেরই। ওমিক্রমের প্রকোপ ফিকে হতে শুরু করার পর থেকেই কোভিড সতর্কতা বেশ কিছুটা ঢিলেঢালা হয়েছে। আর সেটাই ভয় ধরাচ্ছে বিশেষজ্ঞদের। শুক্রবার এ রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১০৭ জন। সংক্রমণ সবথেকে বেশি ছিল কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। শনিবার কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৮ ও উত্তর ২৪ পরগনায় ২৯ জন।গত পাঁচদিন ধরেই রাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ। এর মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সংক্রমণের হার সবথেকে বেশি। গোটা বিষয়টির ওপর নজর রাখছে স্বাস্থ্য দফতর।

West Bengal News Live Updates: উলুবেড়িয়ার মনসাতলায় বিজেপি পার্টি অফিস পরিদর্শন দিলীপ ঘোষের

পয়গম্বর বিতর্কে হাওড়ায় তাণ্ডবের জের। উলুবেড়িয়ার মনসাতলায় বিজেপি পার্টি অফিস পরিদর্শন করেন সর্বভারতীয় সহ সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ। গতকাল বিজেপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ পৌনে ১১টা নাগাদ পার্টি অফিসে আসেন দিলীপ ঘোষ। এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ করেন বিজেপি সাংসদ।

West Bengal News Live: ঝাড়গ্রামজুড়ে হাতির আতঙ্ক, দাপিয়ে বেড়াচ্ছে একশোরও বেশি হাতি

ঝাড়গ্রামজুড়ে এখন হাতির আতঙ্ক। রাতে দলমার দাঁতালদের দাপাদাপি, দিনে স্থানীয় জঙ্গলে থাকা হাতির তাণ্ডব। ঝাড়গ্রামের গিধনির পডিহা এলাকায় গতকাল হামলা চালায় হাতির দল। প্রাণ বাঁচাতে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় ছুটতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরে গোটা বাড়িই ভেঙে গুঁড়িয়ে দেয় দাঁতালরা। আজ সকালে জামবনির শাবলমারা এলাকায় যাত্রীসমেত বাস আটকে দেয় একটি দাঁতাল। শুঁড় দিয়ে বাসে ধাক্কা মারতে শুরু করে। আতঙ্কে বাস থেকে ছুটতে শুরু করেন যাত্রীরা। বন দফতর সূত্রে খবর, গিধনি, জামবনি, ঝাড়গ্রাম, সাঁকরাইল, নয়াগ্রাম রেঞ্জে দাপিয়ে বেড়াচ্ছে একশোরও বেশি হাতি। বন দফতরের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। বন দফতরের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

West Bengal News Live Updates: বাড়ি ফিরলেন এভারেস্ট জয়ী পিয়ালি বসাক, বর্ণাঢ্য শোভাযাত্রায় চন্দননগরে বাড়ির পথে বঙ্গ-কন্যা

বাড়ি ফিরলেন এভারেস্ট জয়ী পিয়ালি বসাক। বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে চন্দননগরে বাড়ির পথে বঙ্গ কন্যা। ছোট থেকেই পাহাড়ে চড়ার শখ। শেষপর্যন্ত ২০২২-এ স্বপ্ন পূরণ। কৃত্রিম অক্সিজেন ছাড়াই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছন চন্দননগরের পিয়ালি।

West Bengal News Live: বিডিওকে 'মেরুদণ্ডহীন' বলে কটাক্ষ বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর

বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়কের। বিডিওকে 'মেরুদণ্ডহীন' বলে কটাক্ষ বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর। আধিকারিকদের নিয়ে কুরুচিকর মন্তব্য করাই বিজেপি বিধায়কদের কাজ, বলছে তৃণমূল।

West Bengal News Live Updates: ভবানীপুরে ব্যবসায়ী দম্পতি খুনের ঘটনায় ওড়িশা থেকে গ্রেফতার আরও এক দুষ্কৃতী

ভবানীপুরে ব্যবসায়ী দম্পতি খুনের ঘটনায় পঞ্চম গ্রেফতার। পুলিশ সূত্রে দাবি, সন্তোষ ওরফে রাহুল নামে ওই দুষ্কৃতীকে খুনের আগের দিন ডাকা হয়। ওড়িশা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে উত্তরপ্রদেশের মথুরা থেকে গ্রেফতার করা হয় বিশাল বর্মন নামে আরেক দুষ্কৃতীকে। পুলিশের দাবি, ভবানীপুরে ব্যবসায়ী অশোক শা ও তাঁর স্ত্রী রশ্মিতাকে খুনের পরেই লিলুয়ায় চলে যায় বিশাল। পরে ট্রেনে চড়ে পালায় উত্তরপ্রদেশে।

West Bengal News Live: পার্ক সার্কাসে পুলিশকর্মীর এলোপাথাড়ি গুলি, সিসি ক্যামেরার ফুটেজ এবিপি আনন্দর হাতে

পার্ক সার্কাসে পুলিশ কর্মীর ছোড়া গুলিতে মহিলার মৃত্যুর সিসি ক্যামেরার আরও একটি ফুটেজ এবার এবিপি আনন্দর হাতে। ছবিতে দেখা যাচ্ছে, পার্ক সার্কাস লোয়ার রেঞ্জের ওই এলাকায় গুলি চলার পর, আতঙ্কে ছুটোছুটি শুরু করে দেন স্থানীয়রা। গুলিবৃষ্টির মাঝে পড়ে যান বাইক আরোহী মহিলা। গুলি লেগে রাস্তায় ছিটকে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে ২৮ বছরের রিমা সিংহকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। মর্মান্তিক সেই ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ এবার এবিপি আনন্দর হাতে।

West Bengal News Live Updates: রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর দাবি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র

পয়গম্বর-বিতর্কে হাওড়ায় বিক্ষোভ-অবরোধের প্রেক্ষিতে কেন্দ্রীয় বাহিনী চেয়ে অমিত শাহ-কে চিঠি লিখলেন সৌমিত্র খাঁ। বিজেপি সাংসদ ও রাজ্য বিজেপির সহ সভাপতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে জানিয়েছেন, হাওড়ার একাধিক এলাকায় কার্ফু জারি করা হয়েছে। বন্ধ ইন্টারনেট পরিষেবা। এই পরিস্থিতিতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

West Bengal News Live: আগামী কয়েকদিন একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

এবার দক্ষিণবঙ্গে দেরিতে বর্ষা। কলকাতায় বর্ষা আসার নির্ধারিত সময় ১১ জুন। কিন্তু ১৫ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হবে না বলেই মনে করছেন আবহবিদরা। আগামী কয়েকদিন পশ্চিমাঞ্চলের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান ছাড়াও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। অন্যদিকে, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

West Bengal News Live Updates: টেট দুর্নীতি মামলায় সিবিআইয়ের এফআইআরে নাম রয়েছে রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের

টেট দুর্নীতি মামলায় সিবিআইয়ের এফআইআরে নতুন নাম। এফআইআর হয়েছে ১২০-র বি, ৪২০, ৪৬৭, ৪৬৮ এবং ৪৭১ নম্বর ধারায়। দুর্নীতিদমন আইনের ৭ এবং ৮ নম্বর ধারাও যোগ করা হয়েছে সিবিআইয়ের এফআইআরে। সূত্রের খবর, প্রাথমিক টেট দুর্নীতি মামলায় সিবিআইয়ের এফআইআরে নাম রয়েছে রঞ্জন ওরফে চন্দন মণ্ডলেরও।

West Bengal News Live: প্রাথমিক টেট দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের নজরে প্রাথমিক শিক্ষা পর্ষদের একাধিক কর্মচারী

প্রাথমিক টেট দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের নজরে প্রাথমিক শিক্ষা পর্ষদের একাধিক কর্মচারী। সূত্রের খবর, এই কর্মচারীরাও দুর্নীতিতে জড়িত ছিলেন বলে মনে করছে সিবিআই। শুধু নাম লিখে পরীক্ষায় ফাঁকা উত্তরপত্র জমা দেওয়ার উল্লেখ রয়েছে এফআইআরে। নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপোষণের অভিযোগ রয়েছে। পাশাপাশি, মোটা অঙ্কের টাকা লেনদেনের অভিযোগ রয়েছে সিবিআইয়ের এফআইআরে।

West Bengal News Live Updates: ব্যস্ততা থাকলেও, থমথমে পার্ক সার্কাসের লোয়ার রেঞ্জ

ব্যস্ততা থাকলেও, থমথমে পার্ক সার্কাসের লোয়ার রেঞ্জ। গতকাল ভরদুপুরে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে ঢিল ছোড়া দূরত্বে এই এলাকায় ঘটে গিয়েছে হাড়হিম করা ঘটনা। পুলিশ কর্মীর ছোড়া এলোপাথাড়ি গুলিতে প্রাণ গিয়েছে নিরীহ মহিলার। আহত আরও ২ জন। সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন পুলিশ কর্মী চোডুপ লেপচাও। ঘটনার আকস্মিকতা এখনও কাটিয়ে উঠতে পারেননি স্থানীয় বাসিন্দারা। গতকালের ওই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

West Bengal News Live: ভবানীপুরে ব্যবসায়ী দম্পতি খুনের ঘটনায় উত্তরপ্রদেশের মথুরা থেকে ধৃত আরও ১

ভবানীপুরে ব্যবসায়ী দম্পতি খুনের ঘটনায় চতুর্থ গ্রেফতার। ধৃত বিশাল বর্মন জোড়া খুনে জড়িত ছিল বলে দাবি পুলিশের। উত্তরপ্রদেশের মথুরা থেকে গতকাল গভীর রাতে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, ভবানীপুরে ব্যবসায়ী অশোক শা ও তাঁর স্ত্রী রশ্মিতাকে খুনের পরেই লিলুয়ায় চলে যায় বিশাল। পরে ট্রেনে চড়ে পালায় উত্তরপ্রদেশে। ধৃত ৩ জনকে জেরা করে বিশালের হদিশ মিলেছে বলে পুলিশ সূত্রে খবর।

West Bengal News Live Updates: সায়গল হোসেনকে ১৭ জুন পর্যন্ত CBI হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ আদালত

অনুব্রত মণ্ডলের দেহরক্ষী ধৃত সায়গল হোসেনকে ১৭ জুন পর্যন্ত CBI হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ আদালত।

West Bengal News Live: হাওড়ার একাধিক জায়গায় অবরোধ-বিক্ষোভ, উলুবেড়িয়া, পাঁচলায় তৃণমূল-বিজেপির পার্টি অফিসে আগুন

হাওড়ার একের পর এক জায়গায় অবরোধ-বিক্ষোভ। উলুবেড়িয়া, পাঁচলায় তৃণমূল-বিজেপির পার্টি অফিসে আগুন।

West Bengal News Live Updates: পয়গম্বর মন্তব্য বিতর্কে উত্তপ্ত হাওড়া, রণক্ষেত্র উলুবেড়িয়া ধূলাগড়

দিল্লিতে পয়গম্বর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ-অবরোধে উত্তপ্ত হাওড়া। রণক্ষেত্র উলুবেড়িয়া, ধূলাগড়। পুলিশের গাড়ি, কিয়স্কে আগুন। উলুবেড়িয়া, পাঁচলায় বিজেপির পার্টি অফিসে আগুন। অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। অন্যদিকে, হাওড়ার সলপে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ।

প্রেক্ষাপট

West Bengal Live News Updates: সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) হাওড়ায় (Howrah) যেতে দিল না পুলিশ (Police)। দ্বিতীয় হুগলি সেতু গ্রেফতার বিজেপির (BJP) রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদারকে গ্রেফতারির প্রতিবাদে লালবাজারে (Lalbazar) বিক্ষোভ বিজেপির। ডিসি সেট্রালের অফিসের সামনেও প্রতিবাদ। পয়গম্বর-বিতর্কে হাওড়ার পাঁচলায় ফের উত্তেজনা। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আগুন। ইটবৃষ্টি-লাঠিচার্জ, কাঁদানে গ্যাস। হাওড়ার পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ প্রশাসনের। বন্ধ ইন্টারনেট। বুধবার পর্যন্ত বাড়ল ১৪৪ ধারার মেয়াদ। কেন্দ্রীয় বাহিনী চেয়ে অমিত শাহকে চিঠি সৌমিত্র খাঁ-র।
বুধবার পর্যন্ত ১৪৪ ধারা।   


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের সরব রাজ্যপাল। পদক্ষেপ না করে আইন ভঙ্গকারীদের মদত দেওয়া হচ্ছে। অবিলম্বে কঠোর ব্যবস্থা নিন মুখ্যমন্ত্রী, ট্যুইট রাজ্যপালের। দু’দিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হাওড়ার হিংসাত্মক ঘটনার পিছনে কিছু রাজনৈতিক দল। এসব বরদাস্ত নয়। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ? ট্যুইটে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। এলোপাথাড়ি গুলি পুলিশকর্মীর। এলাকায় আতঙ্ক। দ্রুতগতিতে আসা বাইক থেকে ছিটকে পড়লেন গুলিবিদ্ধ তরুণী। পার্ক সার্কাস গুলিকাণ্ডে সিসি ক্যামেরার ফুটেজে চাঞ্চল্য।
মুহূর্তে মৃত্যু। 


ভবানীপুরে জোড়া খুনে উত্তরপ্রদেশ ও ওড়িশা থেকে গ্রেফতার ২। মথুরা থেকে গ্রেফতার বিশাল বর্মন। জাজপুর থেকে পাকড়াও সন্তোষ। ধৃতের সংখ্যা বেড়ে ৫।  রানাঘাটের বিজেপি বিধায়কের মুখে বিতর্কিত মন্তব্য। কুরুচিকর মন্তব্য করাই ওদের কাজ, অভিযোগ তৃণমূলের। টেট দুর্নীতি মামলায় এবার সিবিআই-এর নজরে শিক্ষা পর্ষদের একাধিক কর্মচারী। মোটা অঙ্কের টাকা লেনদেনের অভিযোগ। সন্দেহ সিবিআই-এর।
নজরে পর্ষদ-কর্মচারীরাও। ফের উদ্বেগ বাড়াচ্ছে করোনা। মৃত্যু কমলেও, দেশে একদিনে প্রায় ১০ শতাংশ বাড়ল সংক্রমণ। আক্রান্ত সাড়ে ৮ হাজার ছুঁইছুঁই।


ভবানীপুরে ব্যবসায়ী দম্পতি খুনের ঘটনায় চতুর্থ গ্রেফতার।  ধৃত বিশাল বর্মন জোড়া খুনে জড়িত ছিল বলে দাবি পুলিশের। উত্তরপ্রদেশের মথুরা থেকে গতকাল গভীর রাতে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, ভবানীপুরে ব্যবসায়ী অশোক শা ও তাঁর স্ত্রী রশ্মিতাকে খুনের পরেই লিলুয়ায় চলে যায় বিশাল। পরে ট্রেনে চড়ে পালায় উত্তরপ্রদেশে। ধৃত ৩ জনকে জেরা করে বিশালের হদিশ মিলেছে বলে পুলিশ সূত্রে খবর।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.