West Bengal Live : নতুন বছরের শুরুতে ফের করোনা আক্রান্তর মৃত্যু কলকাতায়

West Bengal Live Update : রাজ্যের বিভিন্ন প্রান্তের খবর সবার আগে...

ABP Ananda Last Updated: 11 Feb 2023 11:22 PM
West Bengal News Live Updates: দুয়ারে কড়া নাড়ছে পুলিশ

 
সমস্যার কথা শুনতে এবার দুয়ারে কড়া নাড়ছে পুলিশ? হুগলির পোলবায় এমন ঘটনা ঘিরে চাপানউতোর। পুলিশ দিয়ে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল, অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। সম্পর্ক দৃঢ় করতে এই পদক্ষেপ, দাবি পুলিশ সুপারের।  


 

WB News Live Updates: সাইবার প্রতারণার জেরে দুর্গাপুরে গ্রেফতার ঝাড়খণ্ডের ৪ যুবক

সাইবার প্রতারণার অভিযোগে ছত্রিশগড় সাইবার পুলিশের হাতে দুর্গাপুরের বিধাননগরের অরবিন্দ পথ এলাকার ভাড়া বাড়ি থেকে গ্রেফতার  চার যুবক। 

West Bengal News Live Updates:   চিকেন পক্সে রাজ্যে একের পর এক মৃত্যু

 
চিকেন পক্সে রাজ্যে একের পর এক মৃত্যু। ফেব্রুয়ারিতেই এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের। 

WB News Live Updates: লাইনচ্যুত হাওড়ামুখী লোকাল ট্রেনের কামরা

দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় লাইনচ্যুত হল হাওড়ামুখী লোকাল ট্রেনের একটি কামরা। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। একঘণ্টার মধ্যে রিলিফ ট্রেন এনে যাত্রীদের তুলে দেওয়া হয়। কীভাবে দুর্ঘটনা, খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ ।


 

West Bengal News Live Updates: ফের করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু কলকাতায়

২০২৩-এর শুরুতে ফের করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হল কলকাতায়। বেলেঘাটা আইডি-তে ভর্তি ছিলেন ওই রোগী। আদতে বিহারের বাসিন্দা তিনি। শনিবার সকালে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

WB News Live Updates: শহরে ফের আক্রান্ত পুলিশ

শহরে ফের আক্রান্ত পুলিশ । এবার মুচিপাড়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত পুলিশ। পুলিশের উপরেই চড়াও দুষ্কৃতীরা। আহত এক এসআই ও দুই কনস্টেবল। ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


 

West Bengal News Live Updates: বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিরুদ্ধে মারাত্মক অভিযোগ অমর্ত্য সেনের

জমি বিতর্কের মধ্যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন  । দিল্লির লোকজন তাঁকে পছন্দ করেন না বলে আগেই অভিযোগ করেছিলেন। দিল্লির উপকার করতেই তাঁকে হেনস্থা করা হচ্ছে বলে এ বার অভিযোগ তুললেন তিনি। ওই জমি যে তাঁদের, তা-ও একবার স্পষ্ট ভাবে জানিয়ে দেন অমর্ত্য সেন।

WB News Live Updates: অর্মত্য সেনকে চিঠি

অমর্ত্য সেনের সঙ্গে বিবাদে জড়িয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।  উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী দাবি করেছেন, বিশ্বভারতীর জমি দখল করে রেখেছেন অর্মত্য সেন। এই নিয়ে তিনবার বিশ্বভারতীর পক্ষ থেকে অর্মত্য সেনকে চিঠি দেওয়া হয়েছে এবং যৌথ ভাবে জমি জরিপের প্রস্তাবও দেওয়া হয়েছে।

West Bengal News Live Updates: হাওড়ায় স্ত্রীর দেহ আগলে স্বামী

স্ত্রীর দেহ আগলে স্বামী। আজ পুরসভার স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এলাকায় সার্ভে করতে আসেন হাওড়ার জগাছা থানার অন্তর্গত নন্দীপাড়া এলাকায়।  তুষার চক্রবর্তীর(৭৫) বাড়িতে দরজা নক করতে গিয়ে দুর্গন্ধ পান।দরজা কেউ খোলেনি।খবর দেওয়া হয় পুলিশে।জগাছা থানার পুলিশ এসে দরজা খুলে দেখেন তুষার বাবু ঘরে বসে রয়েছেন।মেঝেতে পড়ে রয়েছে তার স্ত্রী তপতি দেবীর(৬৭) পচা গলা দেহ।

WB News Live Updates: আগ্নেয়াস্ত্র-সহ পাঁচ দুষ্কৃতী গ্রেফতার গোপালনগরে

আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র সহ পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধিত পাঁচ ব্যাক্তির নাম আরিফ মন্ডল, রঞ্জিত সাধুখান, অপূর্ব রায়, অমর রায় , নীলরতন বিশ্বাস । পুলিশ জানিয়েছে গতকাল গভীর রাতে   গোপালনগর থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল এই  পাঁচ দুষ্কৃতী। 

West Bengal News Live Updates: 'মানুষ তৃণমূলকে চায়, কাল থেকে সবার বাড়ি যান', তৃণমূল নেতাদের নির্দেশ অভিষেকের

'বিজেপির বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে মানুষের জবাব দেওয়ার সমাবেশ'। 'বাংলাভাগের চক্রান্তের বিরুদ্ধে এই সমাবেশ'। 'এবার আসতে এক মাস দেরি হয়েছে, সবার কাছে ক্ষমা চাইছি'। 'শুধু ভোট চাইতে এখানে আসিনি'। 'আমাদের ভুলত্রুটির কারণে '১৯ ও '২১-এ মানুষ মুখ ফিরিয়েছিলেন'। 'তবে এই সমাবেশ পালাবদলের সমাবেশ'। 'মানুষ তৃণমূলকে চায়, কাল থেকে সবার বাড়ি যান'। মাথাভাঙার সমাবেশ থেকে তৃণমূল নেতাদের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

WB News Live Updates: ডোমকলে ফের আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার ২

মুর্শিদাবাদের ডোমকলে ফের আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার। গ্রেফতার ২, উদ্ধার আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালায় পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার  ২ টি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলি। ধৃত রফিকুল আলম মণ্ডল ও মোজ্জাফর মণ্ডল নদিয়ার হোগলবেড়িয়া থানা এলাকার বাসিন্দা। খবর পুলিশ সূত্রে।

West Bengal News Live Updates: ১৩ ফেব্রুয়ারি পূর্ণদিবস কর্মবিরতির ডাক, কলকাতা পুরসভার মূল কার্যালয়ে মিছিল যৌথ সংগ্রামী মঞ্চের

আগামী ১৩ ফেব্রুয়ারি পূর্ণদিবস কর্মবিরতির ডাক দিয়েছে সরকারি কর্মীদের একাংশের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। ডিএ এবং শূন্য পদে স্বচ্ছ নিয়োগের দাবিতে আন্দোলন করছে সংগ্রামী যৌথ মঞ্চ। ১৩ ফেব্রুয়ারির কর্মসূচির সমর্থনে কলকাতা পুরসভার মূল কার্যালয়ে মিছিল। মিছিল করলেন যৌথ সংগ্রামী মঞ্চের সমর্থকরা।

WB News Live Updates: গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে চাকরি গেল কোচবিহারের যুব তৃণমূল নেতার

গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের নির্দেশে চাকরি গেল কোচবিহারের যুব তৃণমূল নেতার। চাকরি গেল মাথাভাঙা ২ নম্বর ব্লকের যুব তৃণমূলের সভাপতি ধনীরাম বর্মনের । চতুর্থ শ্রেণির কর্মী হিসেবে ধনীরাম চাকরি করতেন ফালাকাটার লছমন ডাবরি নজিমউদ্দিন হাইস্কুলে। তালিকায় যুব তৃণমূল নেতার নাম রয়েছে ৩৫০ নম্বরে।


 

West Bengal News Live Updates: সাধারণ মানুষের সমস্যার কথা শুনতে পাড়ায় পাড়ায় পোলবা থানার পুলিশ

দুয়ারে সরকার, দুয়ারে রেশন, দিদির দূত, দুয়ারে পিজি-র পর এবার কি দুয়ারে পুলিশ? পানীয় জল, রাস্তাঘাট-সহ দৈনন্দিন সমস্যার কথা শুনতে এবার দুয়ারে কড়া নাড়ছে পুলিশ। গতকাল হুগলির পোলবায় ধরা পড়েছে এই ছবি। সাধারণ মানুষের সমস্যার কথা শুনতে পাড়ায় পাড়ায় ঘুরল পোলবা থানার পুলিশ। পঞ্চায়েত ভোটের আগে পুলিশের এ হেন ভূমিকায় অবাক গ্রামবাসীরা। সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতেই এই উদ্যোগ, জানিয়েছেন হুগলি গ্রামীণের পুলিশ সুপার । প্রশাসনকে দলের কাজে ব্যবহার করা হচ্ছে, তৃণমূলকে নিশানা বিজেপি-র। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি করেছে শাসক শিবির।

WB News Live Updates: ফের মা উড়ালপুলে দুর্ঘটনা, রাস্তায় অ্যাপ বাইক উল্টে আহত চালক ও যাত্রী

ফের মা উড়ালপুলে দুর্ঘটনা। রাস্তায় অ্যাপ বাইক উল্টে আহত হলেন চালক ও যাত্রী। সকাল সোয়া ৯টা নাগাদ পার্ক সার্কাসের দিক থেকে সায়েন্স সিটির দিকে যাওয়ার সময়, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় অ্যাপ বাইক। চালক ও যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। কীভাবে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখা হচ্ছে। 

West Bengal News Live Updates: ট্রাকের ধাক্কায় বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু, রণক্ষেত্র জলপাইগুড়ির অম্বিকানগর

ট্রাকের ধাক্কায় বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু। দুর্ঘটনা ঘিরে রণক্ষেত্র জলপাইগুড়ির অম্বিকানগর। ট্রাকে আগুন উত্তেজিত জনতার। পাল্টা লাঠিচার্জ পুলিশের।

WB News Live Updates: রাজভবনে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

রাজভবনে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যপালের সঙ্গে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে একান্ত বৈঠক।

West Bengal News Live Updates: গোসাবার লাহিড়িপুরে ২ তৃণমূল কর্মীকে মারধর করে মোটরবাইকে আগুন

গোসাবার লাহিড়িপুরে ২ তৃণমূল কর্মীকে মারধর করে মোটরবাইকে আগুন । তৃণমূলের গোসাবা ব্লক সহ সভাপতি অনিমেষ মণ্ডলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পঞ্চায়েত ভোটের আগে ভয় দেখাতেই তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগ। বিজেপির পাল্টা দাবি, গোসাবার তৃণমূল বিধায়কের সঙ্গে জেলা পরিষদ সদস্যের বিবাদের জেরেই এই ঘটনা ।

WB News Live Updates: ঝাড়খণ্ডের পরেশনাথ মন্দিরকে আদিবাসী জনজাতির হাতে তুলে দেওয়ার দাবি, চাক্কা জ্যামে ভোগান্তি ট্রেনযাত্রীদের

সারনা ধর্মের স্বীকৃতি ও ঝাড়খণ্ডের পরেশনাথ মন্দিরকে আদিবাসী জনজাতির হাতে তুলে দেওয়ার দাবিতে আদিবাসী সেঙ্গেল অভিযান নামে একটি সংগঠনের দাবিতে শুরু হয়েছে চাক্কা জ্যাম। বিভিন্ন স্টেশনে রেল অবরোধের জেরে আটকে পড়েছে ট্রেন। ভোগান্তির শিকার যাত্রীরা। মালদার আদিনা স্টেশনে সকাল সাড়ে ৬টা থেকে শুরু হয়েছে রেল অবরোধ। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য ও রেল পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। পুরুলিয়াতেও চলছে রেল অবরোধ। সকাল পৌনে ৭টা থেকে আদ্রা-চাণ্ডিল শাখার কাঁটাডি স্টেশনে অবরোধ শুরু করেন আদিবাসীরা। অবরোধের জেরে বিভিন্ন স্টেশন আটকে পড়েছে লোকাল ও দূরপাল্লার ট্রেন। 

West Bengal News Live Updates: কার নির্দেশে এত বড় দুর্নীতি ? জানাতে হবে সুবীরেশকে; নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের

কার নির্দেশে এত বড় দুর্নীতি ? মাথা কে? জানাতে হবে সুবীরেশকে। যতদিন না নাম বলবেন, ততদিন, ডক্টরেট ডিগ্রি ব্য়বহার করতে পারবেন না। হুঁশিয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের। বিচারপতি বলেন, দুর্নীতির মাধ্যমে সুপারিশ পত্র পেয়েছিলেন ১ হাজার ৯১১ জন। এরা সুপারিশ বা নিয়োগ কোনটাই পাওয়ার যোগ্য নয়। বিচারপতি এও বলেন, চেয়ারম্যানের নির্দেশ ছাড়া কমিশনের সার্ভারে তথ্য বিকৃত হয়ে থাকতে পারে না। সুবীরেশের প্রত্যক্ষ যোগ ছা়ড়া নম্বর বিকৃত করা সম্ভব নয়। কিন্তু সুবীরেশকে জানাতে হলে এত বড় দুর্নীতি কার নির্দেশে। তিনি যদি নাম জানাতে না চান, তাহলে ধরে নিতে হবে, তিনিই এই দুর্নীতির মাথা।  তিনিই দুর্নীতির কিংপিন। এরপরই বিচারপতির হুঁশিয়ারি, সুবীরেশ যদি নাম না জানান, তাহলে, নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁর শিক্ষাগত যোগ্যতা ও ডক্টরেট ডিগ্রি ব্যবহার করতে পারবেন না। যদি উনি পারিবারিক নিরাপত্তার কথা ভাবেন, সেক্ষেত্রে প্রয়োজনে পরিবারকে CRPF নিরাপত্তা দেওয়া হবে। 

WB News Live Updates: গভীর রাতে নিউটাউনের সাপুরজির মোড়ে অস্থায়ী বাজারে ভয়াবহ আগুন

গভীর রাতে নিউটাউনের সাপুরজির মোড়ে অস্থায়ী বাজারে ভয়াবহ আগুন। ভস্মীভূত অন্তত ৮টি দোকান। গতকাল রাত ৩টে নাগাদ সাপুরজির মোড়ে অস্থায়ী বাজারে আগুন লাগে। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আতঙ্ক ছড়ায়। দমকলের ৩টি ইঞ্জিনের সাহায্যে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাজারের ওপর দিয়েই গিয়েছে হাইটেনশন তার। স্থানীয়দের অনুমান, সেই তার ছিঁড়েই কোনওভাবে আগুন ছড়ায়। বছর তিনেক আগে একই জায়গায় আগুন লাগে। এদিনের অগ্নিকাণ্ডে ফিরল আতঙ্ক। 

West Bengal News Live Updates: দলে কন্ট্রোল কমিশন গড়া উচিত, দাবি মদনের

দলে কন্ট্রোল কমিশন গড়া উচিত। পার্থ চট্টোপাধ্যায় থেকে অনুব্রত মণ্ডল, একের পর এক তৃণমূলের নেতারা যখন জেলবন্দি, তখন এমনই দাবি তুললেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। গোটা দলই দুর্নীতিগ্রস্ত, কন্ট্রোল কমিশন কী করবে? তৃণমূলকে পাল্টা করেছে বিজেপি, সিপিএম।

WB News Live Updates: মেধা তালিকার প্রথম ১০ জনই ফাঁকা OMR শিট জমা দিয়েছিলেন, চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের

গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের। আদালতে জমা দেওয়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, মেধা তালিকার প্রথম ১০ জনই ফাঁকা OMR শিট জমা দিয়েছিলেন। কিন্তু এসএসসি-র সার্ভারে তাঁদের নম্বরই বেড়ে হয়ে গিয়েছিল ৪৩! 

প্রেক্ষাপট

কলকাতা : বালিগঞ্জের পর এবার গড়িয়াহাট, ফের কোটি টাকার হদিশ। গাড়ির ডিকিতে থরে থরে সাজানো ৫০০ টাকার বান্ডিল। কলকাতা পুলিশের এসটিএফের অভিযান, গাড়িতে বান্ডিল বান্ডিল নোট নিয়ে যাওয়ার সময় পাকড়াও। গ্রেফতার ২। কোথায়, কার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল বান্ডিল বান্ডিল নোট? এখনও রহস্য। 


স্কুলে চাকরি দেওয়ার নামে ৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। অভিযুক্ত তৃণমূলকর্মীকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার জেঠিয়া থানার পুলিশ। ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। দল কোনএভাবেই এই ধরনের ঘটনাকে সমর্থন করে না। সত্য়ি প্রমাণিত হলে কঠোর শাস্তি পাক অভিযুক্ত, প্রতিক্রিয়া তৃণমূলের। 


জামার ভেতরে সোনার পেস্ট বানিয়ে পাচারের চেষ্টা৷ কিন্তু শেষ রক্ষা হল না। কলকাতা বিমানবন্দরে আটক করা হল এক যাত্রীকে। গতকাল রাতে ইন্ডিগোর বিমানে ব্যাঙ্কক থেকে কলকাতায় আসেন এক যাত্রী। সন্দেহ হওয়ায় তাঁকে আটক করে শুল্ক দফতর।


নিয়োগ-দু্র্নীতিতে পরতে পরতে জালিয়াতির অভিযোগ উঠেছে কুন্তল ঘোষের বিরুদ্ধে। সিবিআই সূত্রে দাবি, প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে নাম দেখিয়ে চাকরিপ্রার্থীদের থেকে টাকা নিতেন কুন্তল। টাকা নিয়ে পর্ষদের ওয়েবসাইটে উত্তীর্ণ দেখানোর পরে উধাও হয়ে যেত সেই চাকরিপ্রার্থীদের নাম।


বীরভূমে মাড়গ্রামে উদ্ধার হল ব্যাগ ভর্তি বোমা। পুলিশ সূত্র খবর, মাড়গ্রামে বোমা মারার ঘটনায় মূল অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সুজ্জাউদ্দিন শেখের খামার বাড়ি থেকে ৩টি ব্যাগ ভর্তি বোমা মিলেছে। পুলিশ জায়গাটিকে ঘিরে রেখেছে। বোমস্কোয়াডে খবর দেওয়া হয়েছে। প্রসঙ্গত, রবিবারই মাড়গ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাই-সহ ২ তৃণমূল কর্মীর। সেই ঘটনায় তদন্তে নেমে পুলিশ সুজ্জাউদ্দিন শেখ ও তাঁর ২ ছেলে সহ ৬জনকে গ্রেফতার করে।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.