WB News LIVE Blog: মানিকচকে দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠক চলাকালীন বাইরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা
Get the latest West Bengal News and Live Updates: দিনভর কোথায় কী ঘটছে? জেনে নিন আপনার জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট
মালদার মানিকচকে দুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠক চলাকালীন বাইরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর উদ্দেশে উঠল গো ব্যাক স্লোগান। দেখানো হল কালো পতাকা। যদিও কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, রাজ্য সরকারের বিরুদ্ধেই এটা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।
কলকাতা হাইকোর্টের নির্দেশে অযোগ্যদের চাকরি বাতিলের পর, আজ নবম-দশমে, ৫১ জন চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র দিল মধ্যশিক্ষা পর্ষদ। এর আগে মেধাতালিকা না মেনে নিয়োগপত্র দেওয়ার অভিযোগ ওঠে। ১০২ জন চাকরিপ্রার্থীর নিয়োগপত্র বাতিল করা হয়। আদালতের নির্দেশমতো, নিয়োগ প্রক্রিয়া জারি থাকবে। জানালেন শিক্ষামন্ত্রী।
এফসিআইয়ে দুর্নীতির অভিযোগে সিবিআই তল্লাশি, ধৃত ডিজিএম, ৬০ লক্ষ বাজেয়াপ্ত। দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে এফসিআইয়ের ডিজিএম রাজীব মিশ্র গ্রেফতার। এফসিআইয়ের সঙ্গে রাইস মিলের মালিকদের একাংশের আঁতাঁতের অভিযোগ। দিল্লি, পঞ্জাব, হরিয়ানার ৫০টি জায়গায় একযোগে সিবিআই অভিযান। দুর্নীতির অভিযোগে ৫০টি জায়গায় তল্লাশিতে ৬০ লক্ষের হদিশ।
কাল থেকেই বাবুঘাটে গঙ্গা আরতির প্রস্তুতি শুরু, মেয়রকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। বেলুড়, দক্ষিণেশ্বরেও গঙ্গা আরতির হোক, ইচ্ছাপ্রকাশ মুখ্যমন্ত্রীর। কুম্ভ মেলায় অর্থসাহায্য কেন্দ্রের, গঙ্গাসাগরে কেন নয়? ফের সরব মমতা।
আবাস যোজনায় ঘরের জন্য দলেরই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তোলায় হুমকির মুখে পড়ে আত্মহত্যার চেষ্টা করলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। এমনই অভিযোগ পরিবারের। উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের তৃণমূল পরিচালিত বয়রা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বনঁগা পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তৃণমূল সদস্যের স্ত্রী। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রধান। এই ইস্যুতে প্রধানের গ্রেফতারির দাবি জানিয়েছে বিজেপি।
রাজ্যে ফের করোনা আক্রান্তের মৃত্যু। নতুন বছরে করোনায় প্রথম মৃত্যু বেলেঘাটা আইডিতে। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ট্যাংরার বাসিন্দা গিরিশচন্দ্র দাসের। গিরিশচন্দ্র দাস ট্যাংরা সেকেন্ড লেনের বাসিন্দা। ৫ জানুয়ারি বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন গিরিশচন্দ্র দাস।
ধর্ষণের অভিযোগ প্রত্যাহার না করায় মারধর, খুনের হুমকির অভিযোগ! তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে শ্লীলতাহানি, খুনের হুমকির অভিযোগ। অভিযুক্ত দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ গৌরীপুর চকধীর পঞ্চায়েতের প্রধান।
কুন্তল ঘোষের সঙ্গে তাপসকে মুখোমুখি বসিয়ে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের কাছ থেকে বেশ কিছু তথ্য মিলেছে: সিবিআই সূত্র। এখনও পর্যন্ত হুগলির যুব তৃণমূল নেতার কোনও প্রতিক্রিয়া মেলেনি।
'৩২৫জনের কাছ থেকে ১৯ কোটি নিয়েছিল হুগলির যুব তৃণমূল নেতা', চাকরি দেওয়ার নামে ১০০ কোটি তোলার অভিযোগ তাপস মণ্ডলের। হুগলির একটি কলেজের কর্ণধার যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ, দাবি তাপসের।
এবার দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে প্রশ্নের মুখে কৃষি বিপণন প্রতিমন্ত্রী। সেচের জল অমিল, কৃষকদের প্রশ্নের মুখে মন্ত্রী বেচারাম মান্না। চাষীদের অভিযোগ শুনে চাষের মাঠ থেকেই সেচ দফতরের আধিকারিকদের ফোন মন্ত্রীর। হুগলি জেলাতেই ব্যারেজের জল কম ঢুকছে, মন্ত্রীকে উত্তর আধিকারিকদের।
শিল্পতালুকে জমি সংক্রান্ত আইন সংশোধনীর প্রস্তাবে সিলমোহর রাজ্য মন্ত্রিসভার। শিল্পতালুকের জমি লিজ নয়, পুরোপুরি মালিকানা দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের। ৯৯ বছরের জন্য লিজ নয়, পুরোপুরি মালিকানা দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের।
মিড ডে মিলের চালের ড্রামে মরা ইঁদুর ও টিকটিকি, ড্রাম খুলতেই শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের চোখ কপালে উঠল। ঘটনা সামনে আসতেই তীব্র উত্তেজনা ছড়াল মালদহের চাঁচল থানার সাহুরগাছি-বিদ্যানন্দপুর প্রাইমারি স্কুলে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
বিচারপতি রাজাশেখর মান্থার নামে পোস্টারকাণ্ডে হেয়ার স্ট্রিট থানায় মামলা রুজু হল। ব্যাঙ্কশাল আদালতের নির্দেশে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৩ নম্বর ডিফেসমেন্ট অ্যাক্টে মামলা রুজু হয়েছে।
দিদির দূত কর্মসূচিতে গিয়ে প্রথম দিনেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় প্রাক্তন তৃণমূল বিধায়কের পরিবারের ক্ষোভের মুখে পড়লেন কুণাল ঘোষ। এদিন পশ্চিম পাঁশকুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক প্রয়াত ওমর আলির বাড়িতে যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। কুণালের সামনেই দলের গোষ্ঠীকোন্দল নিয়ে ক্ষোভ উগরে দেন প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে শেখ মুসলেম আলি। কোন্দল না মেটালে দলকে ক্ষতির মুখে পড়তে হবে বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে দলের পুরনো কর্মীরা এখন ব্রাত্য বলে দাবি করেন প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে। এই ঘটনায় স্পষ্টতই অস্বস্তিতে তৃণমূল। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন কুণাল ঘোষ।
পঞ্চায়েত ভোটের আগে পূর্ব মেদিনীপুরের এগরায় ধাক্কা খেল নন্দকুমার মডেল। এগরা ১ নম্বর ব্লকের নেগুয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে বাম-রাম জোটকে হারিয়ে জয়ী হল তৃণমূল।১২টি আসনের সবকটিতেই জিতেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। সবুজ আবির মাখিয়ে পথচলতি মানুষকে মিষ্টিমুখ করান তৃণমূলের কর্মী, সমর্থকরা। বিজেপির দাবি, ওই সমবায় সমিতি আগেও তৃণমূলের দখলে ছিল।ওখানে কৃষকরা নন, তৃণমূল কর্মীরাই যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করেন। তৃণমূলই তৃণমূলকে ভোট দিয়েছে। বামেদের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
দলীয় কর্মীকে মারধরের অভিযোগে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে পথ অবরোধ করল বিজেপি। টায়ার জ্বালিয়ে খেজুরি-হেড়িয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। অবরোধ তুলতে এলে পুলিশের বচসা শুরু হয়। অভিযোগ, গতকাল রাতে বিজেপি কর্মী গুরুপদ মাঝির বাড়িতে গিয়ে তাঁকে মারধর করে তৃণমূল কর্মীরা। ব্লেড দিয়ে আঘাত করা হয়। প্রতিবাদে এদিন খেজুরির কলাগেছিয়া এলাকায় পথ অবরোধ করে বিজেপি। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
মালদার মানিকচকে উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অফিসে কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠক চলাকালীন বাইরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিলকে উদ্দেশ্য করে উঠল গো ব্যাক স্লোগান। দেখানো হল কালো পতাকাও। কেন্দ্রীয় প্রকল্পগুলি নিয়ে খোঁজ নিতে এদিন তৃণমূল পরিচালিত উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের অফিসে যান কেন্দ্রীয় মন্ত্রী। বৈঠক চলাকালীন পঞ্চায়েত অফিসের বাইরে গঙ্গা ভাঙন, আবাস-দুর্নীতির অভিযোগ বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যদিও কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, রাজ্য সরকারের বিরুদ্ধে এটা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ।
আবাস যোজনায় ঘরের জন্য দলেরই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তোলায় হুমকির মুখে পড়ে আত্মহত্যার চেষ্টা করলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। এমনই অভিযোগ পরিবারের। উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের তৃণমূল পরিচালিত বয়রা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বনঁগা পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তৃণমূল সদস্যের স্ত্রী। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রধান। এই ইস্যুতে প্রধানের গ্রেফতারির দাবি জানিয়েছে বিজেপি। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
করোনা কেড়ে নিয়েছে স্ত্রীকে। বিচ্ছেদের যন্ত্রণা যে ভাবনার জন্ম দিয়েছিল সেই ভাবনা থেকে তৈরি হয়েছে এক সিলিকন মূর্তি। প্রাণহীন অবিকল অস্তিত্ব আজও বর্তমান চার দেওয়ালের সংসারে। স্ত্রীর স্মৃতিকে অমর করতে অসাধ্য সাধন করেছেন কৈখালির তাপসকুমার শাণ্ডিল্য
দিদির দূত কর্মসূচিতে গিয়ে প্রথম দিনেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় প্রাক্তন তৃণমূল বিধায়কের পরিবারের ক্ষোভের মুখে পড়লেন কুণাল ঘোষ। এদিন পশ্চিম পাঁশকুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক প্রয়াত ওমর আলির বাড়িতে যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। কুণালের সামনেই দলের গোষ্ঠীকোন্দল নিয়ে ক্ষোভ উগরে দেন প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে শেখ মুসলেম আলি। কোন্দল না মেটালে দলকে ক্ষতির মুখে পড়তে হবে বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে দলের পুরনো কর্মীরা এখন ব্রাত্য বলে দাবি করেন প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে। এই ঘটনায় স্পষ্টতই অস্বস্তিতে তৃণমূল। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন কুণাল ঘোষ।
পঞ্চায়েত ভোটের আগে টেন্ডার দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধেই সরব হল তৃণমূল। বাঁকুড়ার বিষ্ণুপুরের তৃণমূল পরিচালিত অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে প্রশাসনের দ্বারস্থ হলেন পঞ্চায়েতেরই উপপ্রধান ও সদস্যরা। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত প্রধান।
ঝোড়ো ইনিংসে আপাতত দাঁড়ি টানল শীত। ফের কিছুটা ঊর্ধ্বমুখী হল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে পরপর পশ্চিমী
ঝঞ্ঝার কারণে আজ থেকে বাড়বে তাপমাত্রা। মকর সংক্রান্তিতে শীতের আমেজ থাকলেও, জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই।
কলকাতা হাইকোর্টের নির্দেশে অযোগ্যদের চাকরি বাতিলের পর, ৫১ জন চাকরিপ্রার্থীকে আজ নিয়োগপত্র দেবে মধ্যশিক্ষা পর্ষদ। এর আগে মেধাতালিকা না মেনে নিয়োগপত্র দেওয়ার অভিযোগ ওঠায়, তা বাতিল করা হয়। করোনাকালে এই ১০২ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল। নিয়োগপত্র পাওয়ার পরেও কেউ স্কুলে যোগ না দেওয়ায় রহস্য দানা বাধে।
কাঁথির রাঙামাটি শ্মশানের টেন্ডার দুর্নীতি মামলায়, এবার অভিযোগকারিণী কাকলি পণ্ডার স্বামীকে করল সিবিআই। আজই নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় এজেন্সির দাবি, কাকলির অভিযোগপত্র তাঁর স্বামী শাম্তনু কাঁথি থানায় জমা দিতে গিয়েছিলেন। CBI সূত্রে খবর, যে প্রভাবশালীর কথা অভিযোগকারিণী জানিয়েছিলেন, তদন্তে এখনও তাঁর নাম উঠে আসেনি। তাই অভিযোগকারিণীর স্বামীকে জিজ্ঞাসাবাদ করে তথ্য পেতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এছাড়াও, আজ তদন্তকারী অফিসার তদন্ত কীভাবে এগিয়ে নিয়ে ও আরও ২ জন পুলিশ কর্মী তদন্তপ্রক্রিয়ায়
কামারহাটির জনবহুল এলাকায় বিস্ফোরণ। ব্যাগে বোমা নিয়ে যাওয়ার সময় বোমা ফেটে জখম হন দুষ্কৃতী। আহত হয়েছেন বেশ কয়েকজন পথচারী। তাঁদের মধ্য়ে রয়েছে স্কুল পড়ুয়াও। ঘটনাস্থলে যান ব্য়ারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা।
মধ্যপ্রদেশের খাণ্ডোয়া থেকে ধৃত সন্দেহভাজন জঙ্গিকে ট্রানজিট। রিমান্ডে নিয়ে আসা হল কলকাতায়। আজ ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে আবদুল রকিব কুরেশিকে। STF সূত্রে জানা গেছে, সন্দেহভাজন জঙ্গিরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে সিক্রেট চ্যাট অ্যাপ ব্যবহার করত। তার মাধ্যমেই সাঙ্কেতিক ভাষায় চলত কথাবার্তা। কোথায় নাশকতার ছক ছিল? কারা ছিল নিশানায়? সন্দেহভাজন জঙ্গিদের মডিউল এ রাজ্যে কতটা ছড়িয়েছে? হ্যান্ডলার কারা? এসবই এখন তদন্তকারীদের কাছে বড় প্রশ্ন। ধৃত সন্দেহভাজন জঙ্গিদের জেরা করে এসব প্রশ্নের উত্তর খুঁজছে STF।
শিল্প পার্কের জমি কিনতে বিনিয়োগকারীদের থেকে তেমন সাড়া মেলেনি। এই অবস্থায় জমির দাম কমানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শীঘ্রই জমির নতুন দাম ঘোষণা করা হবে, খবর সূত্রের।
নন্দনে ব্রাত্য 'প্রজাপতি' নিয়ে বিতর্ক থেকে আবাস দুর্নীতি। একের পর এক ইস্যুতে বিস্ফোরক মিঠুন। পাল্টা জবাব কুণাল ঘোষের।
পূর্ব মেদিনীপুরের রাঙামাটি শ্মশানে টেন্ডার দুর্নীতি মামলায় কাঁথি থানার সাব ইন্সপেক্টর ও এক কনস্টেবলকে প্রায় ২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। আজ তলব করা হয়েছে মামলার তদন্তকারী অফিসারকে। হাইকোর্টের নির্দেশে তদন্তে নেমে গতকালই আইসি-কে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ি ও হাইকোর্ট চত্বরে তাঁর নামে কুরুচিকর পোস্টার দেওয়া এবং বিচারপতির এজলাসের বাইরে বিক্ষোভের ঘটনায় কড়া বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার রাজ্যের স্বরাষ্ট্রসচিব ও কলকাতার পুলিশ কমিশনারকে রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল। পুলিশ ও প্রশাসন সূত্রে খবর, রাজ্যপাল তাঁদের বলেন, বিচারব্যবস্থাকে কখনওই সন্ত্রস্ত করা যায় না। এটা কোনওভাবেই হতে দেওয়া যায় না। সূত্রের খবর, তিনি আরও বলেন, কারও কোনও রায় পছন্দ না হলে, উচ্চ আদালতে যেতে পারেন। বিচারব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা, এটা পৃথিবীর কোথাও হয় না। পাশাপাশি বিচারপতি মান্থাকে উপযুক্ত সুরক্ষা দেওয়ার নির্দেশ দেন রাজ্যপাল।
প্রেক্ষাপট
বিচারব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা, বিশ্বের কোথাও এমন হয় না। স্বরাষ্ট্রসচিব-সিপিকে কড়া বার্তা রাজ্যপালের। যেকোনও মূল্যে বিচারব্যবস্থাকে সুরক্ষিত করার নির্দেশ।
নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করতে হবে বিচারপতি রাজাশেখর মান্থাকে (Rajashekhar Mantha)। পোস্টার-বিক্ষোভকাণ্ডে স্বরাষ্ট্রসচিব-সিপিকে জানিয়ে দিলেন রাজ্যপালের। রিপোর্ট যাচ্ছে দিল্লিতে (Delhi)।
এজলাসে ঢুকতে আইনজীবীদের একাংশের বাধা। আদালত অবমাননার রুল জারি। বিচারব্যবস্থায় হস্তক্ষেপ, উচ্ছৃঙ্খল মনোভাব, বললেন বিচারপতি মান্থা।
বিচারপতি মান্থার বাড়িতে পোস্টার, এজলাসে বিক্ষোভ। বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)।
হাইকোর্টে (Highcourt) বেনজির বিশৃঙ্খলা। এজলাসে বাড়ল সুরক্ষা। ২জনের বদলে থাকবে ৮ থেকে ১০জন পুলিশ। আদালত চাইলে কেন্দ্রীয় বাহিনী, জানাল কেন্দ্র।
যা ঘটেছে, তা প্রয়োজন ছিল? বিচারপতির মান্থার এজলাসে ঢুকতে বাধা নিয়ে প্রশ্ন ক্ষুব্ধ প্রধান বিচারপতির। সব রেকর্ড করলে ভাল হবে! এজলাসে হইচই শুরু হতেই কড়া বার্তা।
বিচারপতি মান্থার এজলাসে বিচারপ্রক্রিয়ায় বিরত থাকা নিয়ে বার অ্যাসোসিয়েশনেই বিভাজন। বেআইনি সিদ্ধান্ত, দাবি আইনজীবীদের একাংশের।
বিচারপতির বাড়ির সামনে পোস্টারকাণ্ডে এখনও দুষ্কৃতীরা অধরা। একদিন পরে এফআইআর করল পুলিশ। কারা করেছে, সবাই জানে, মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।
সেটিং করতে না পেরে শাসকের গুণ্ডামি, হাইকোর্টে বিশৃঙ্খলা নিয়ে আক্রমণে বিরোধীরা। বিচারপতির বিরুদ্ধে এত অভিযোগ কেন? পাল্টা সৌগত।
বিজেপির গঙ্গা-আরতি ঘিরে বাবুঘাটে তুলকালাম। পুলিশের নজর এড়িয়ে পাশের ঘাটে গিয়ে সুকান্ত। গ্রেফতারের পরে জামিন।
বিজেপির গঙ্গা আরতির মঞ্চ খোলা ঘিরে বাবুঘাটে ধুন্ধুমার। টেনে হিঁচড়ে সজল ঘোষকে গ্রেফতার করল পুলিশ।
প্রজাপতি নিয়ে এবার দেবের পর এবার সংঘাতে মিঠুন-কুণাল।
পরের বছর বাংলাতেও ডবল ইঞ্জিন সরকার, জেহাদিদের উপর বুলডোজার। ত্রিপুরায় গিয়ে হুঙ্কার শুভেন্দুর। হতাশার বহিঃপ্রকাশ, কটাক্ষ ফিরহাদের।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমবায় সমিতির নির্বাচনে বামেদের জয়জয়কার। ১১টির মধ্যে একটিতেও জিততে পারল না তৃণমূল সমর্থিত সংগঠন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -