WB News Live : দ্বিতীয় কিস্তির ৭ লক্ষ ৯৭ হাজার ৪৯৯ টাকার চেক পেলেন মামলাকারী ববিতা

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 12 Aug 2022 11:49 PM
WB News Live: বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির অভিযোগে বিজেপির মিছিল

বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির অভিযোগে বিজেপির মিছিল। তাকে কেন্দ্র করেই তীব্র উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। বিজেপির মিছিলে দফায় দফায় বাধা দিল পুলিশ। বাধল ধস্তাধস্তি। মিছিলের অনুমতি ছিল না। পাল্টা দাবি রায়গঞ্জ থানার পুলিশের। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

WB News Live Blog: বাতিল অনুষ্ঠান

প্রতি বছরের মতো এ বছরও শ্রাবণ মাসে বাড়ির ছাদে যজ্ঞের আয়োজন করেছিলেন অনুব্রত মণ্ডল। সেইমতো ১৫ অগাস্ট, সোমবার, যজ্ঞের আয়োজন করা হয়েছিল। এর জন্য কেনা হয়েছিল চাল, ডাল। বাড়ির ছাদে হয়ে গিয়েছিল প্যান্ডেল। কিন্তু অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই বাতিল হয়েছে সেই অনুষ্ঠান।

WB News Live: ৮ জন IPS অফিসারকে ED-র তলব

কয়লা পাচারের তদন্তে রাজ্যের ৮ জন IPS অফিসারকে, ED দিল্লিতে তলব করায় তুঙ্গে রাজনৈতিক তরজা। গরু-কয়লা পাচারের টাকা, কালীঘাট ও নবান্নতেও পৌঁছেছে। মন্তব্য দিলীপ ঘোষের। নির্দিষ্ট ধারা অনুযায়ী IPS-IAS অফিসারদের তলব করতেই পারে। দলের কোনও বিষয় নেই। জবাব সৌগত রায়ের।

WB News Live Blog: দ্বিতীয় কিস্তির টাকা পেলেন ববিতা

হাইকোর্টের নির্দেশে প্রাক্তন মন্ত্রীকন্যার বেতনের টাকার দ্বিতীয় কিস্তি হাতে পেলেন ববিতা সরকার। শুক্রবার ৭ লক্ষ ৯৭ হাজার ৪৯৯ টাকার চেক পেলেন তিনি। এই নিয়ে ২টি কিস্তি মিলে মোট ১৫ লক্ষ ৯৫ হাজার ৭৯৮ টাকা পেলেন মামলাকারী ববিতা সরকার। SSC-র নিয়োগ দুর্নীতি-মামলায় হাইকোর্টের নির্দেশে শিক্ষিকার চাকরি গেছে, প্রাক্তন শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। স্কুল থেকে পাওয়া প্রায় ৪৩ মাসের বেতন অঙ্কিতা অধিকারীকে ২ কিস্তিকে ফেরত দিতে নির্দেশ দেয় হাইকোর্ট। গত ২৮ জুলাই প্রথম কিস্তির ৭ লক্ষ ৯৮ হাজার ২৯৯ তুলে দেওয়া হয় ববিতার হাতে।

WB News Live: অনুব্রতর গ্রেফতারি নিয়ে নতুন জল্পনা

সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগেই গ্রেফতার অনুব্রত মণ্ডল। এবার কী করবে তৃণমূল? অনুব্রত মণ্ডলই জেলা সভাপতি থাকবেন? না কি অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে? এ’নিয়ে শুরু হয়েছে জল্পনা।

WB News Live Blog: হিরণের প্রাণ সংশয়?

বাইরে থেকে শ্যুটার এসে আমাকে খুন করে দিয়ে চলে যাবে। রাখিবন্ধন উপলক্ষে একটি অনুষ্ঠানে আজ এমনই চাঞ্চল্যকর আশঙ্কার কথা জানালেন খড়গপুরের তারকা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। যদি কারা এই চক্রান্ত করছে, তা নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। গত মাসে একই অভিযোগ করেছিলেন বিজেপি বিধায়ক। ১৫ দিন পর আবার নতুন অভিযোগ করবেন। হিরণের অভিযোগ উড়িয়ে, পাল্টা কটাক্ষ করেছেন জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর অজিত মাইতি।

WB News Live: তৃণমূলের ইলামবাজার ব্লক সাধারণ সম্পাদকের হুমকির ভিডিও ভাইরাল

‘ইলামবাজারে কেউ গুড়-বাতাসা নিয়ে মিছিল করলে পিঠে চড়াম চড়াম পরবে’। তৃণমূলের ইলামবাজার ব্লক সাধারণ সম্পাদকের এমনই হুমকি-র ভিডিও এখন ভাইরাল।

WB News Live Blog: ডিএ নিয়ে ফের হাইকোর্টে গেল রাজ্য সরকার

ডিএ নিয়ে ফের হাইকোর্টে গেল রাজ্য সরকার। ৩ মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। সেই সময়সীমা শেষ হওয়ার মুখে, ডিভিশন বেঞ্চের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য। এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কর্মী সংগঠনগুলি। 

WB News Live: খড়গপুরে মিছিল বিজেপির







পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে গুড় বাতাসা, নকুলদানা নিয়ে মিছিল করল বিজেপি। খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় দলীয় কর্মীদের নিয়ে ইন্দাবাজার এলাকায় পথচারীদের মদ্যে বাতাসা ও নকুলদানা বিলি করেন। বাজারের দোকানেও তা বিলি করা হয়। 


WB News Live Blog: ১৬ অগাস্ট থেকে শুরু ডুরান্ড কাপ

আগামী ১৬ অগাস্ট কলকাতায় শুরু হচ্ছে ১৩১ তম ডুরান্ড কাপ।

WB News Live: শ্রীরামপুর আদালতে টোটোন বাহিনী

পুলিশ নিরাপত্তা দিতে ব্যার্থ,তাই দাদাকে নিরাপত্তা দিতে এসকর্ট করছিলাম, ধরা পরার পর স্বীকারোক্তি ছিল টোটোন বাহিনীর। ধৃতদের আজ শ্রীরামপুর আদালতে পেশ করে চন্দননগর পুলিশ।

WB News Live Blog: ডিএ রায় নিয়ে ফের ডিভিশন বেঞ্চে রাজ্য

ডিএ রায় পুনর্বিবেচনা চেয়ে ফের ডিভিশন বেঞ্চে গেল রাজ্য

WB News Live : মিছিল না করেই ফিরলেন শুভেন্দু

স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি! কথা ছিল, নন্দীগ্রামের তেখালি থেকে রেয়াপাড়া পর্যন্ত ১৮ কিলোমিটার মিছিল করবেন শুভেন্দু অধিকারী। কিন্তু, পুলিশ বাইক র‍্যালির অনুমতি না দেওয়ায়, মিছিল না করেই ফিরলেন বিরোধী দলনেতা।

WB News Live Blog: প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে গাছের ডাল কেটে নেওয়ার অভিযোগ
প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে থাকা গাছের ডাল কেটে তা বিক্রি করাই ছিল উদ্দেশ। এলাকার পঞ্চায়েত সদস্যের নির্দেশে সেই ডাল কাটতে এসে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়লেন ২ শ্রমিক। ঘটনাটি ঘটেছে বারাসাত কদম্বগাছি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেই ডাল কাটতে আসা ২ শ্রমিককে বেঁধে রেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। যারা গাছের ডাল কাটছিলেন, তাঁদের দাবি যে পঞ্চায়েত সদস্যের স্বামীর নির্দেশেই এই ডাল কাটা হচ্ছিল। এরপর সেই ঘটনা পঞ্চায়েত প্রধানকে জানানো হলে, তাঁর তরফ থেকে জানানো হয় যে কেউ যদি না জানিয়ে গাছের ডাল কেটে থাকে, তবে তা প্রমাণিত হল আইনত ব্যবস্থা নেয়া হবে।
WB News Live : ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু

ফের রাজ্যে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। এবার ঘটনাস্থল পুরুলিয়া। সেখানে এক ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকাজুড়ে। জানা গিয়েছেন, সেই ছাত্র পুরুলিয়ার রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। 

West Bengal News Live : এটিএম ভেঙে লুটের চেষ্টার ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত

সল্টলেকে পরপর কয়েকটি এটিএম ভেঙে লুটের চেষ্টার ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত। গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। মেডিকেল রিপ্রেজেন্টটিভ এর কাজ চলে যাওয়ায় এটিএম লুট করে বেশি টাকা উপার্জনের আশায় অপরাধের পথ বেছে নিয়েছিল পলাশ পোদ্দার।

WB News Live : পুরুলিয়ায় ইঞ্জিনিয়ারিং ছাত্রের অস্বাভাবিক মৃত্যু

এক ইঞ্জিনিয়ারিং ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘটনা ঘটল পুরুলিয়ার রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে। ইলেকট্রিক্যাল ফাইনাল ইয়ারের এই ছাত্রের নাম সাগর সাহু। জানা গিয়েছে তাঁর বাড়ি ঝাড়গ্রাম জেলার বেলপাহারি থানার খামার গ্রামে। 

West Bengal News Live : বীরভূমে গ্রেফতার ৩

নকল সোনার কয়েন, একটি দেশি পিস্তল, একরাউন্ড গুলি,  চারটি মোবাইল, ১৫ হাজার টাকা সহ তিনজনকে গ্রেফতার করল রামপুরহাট থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে। ধৃতদের নাম করিমুদ্দিন সেখ, হাসিমুদ্দিন সেখ, ও ডালিম সেখ। 

WB News Live : রায়গঞ্জে বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির অভিযোগে বিজেপির মিছিল

বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির অভিযোগে বিজেপির মিছিল। তাকে কেন্দ্র করেই তীব্র উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। বিজেপির মিছিলে দফায় দফায় বাধা দিল পুলিশ। বাধল ধস্তাধস্তি। মিছিলের অনুমতি ছিল না। পাল্টা দাবি রায়গঞ্জ থানার পুলিশের। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

West Bengal News Live : বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন বিতর্ক

বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মু ছুটির মেয়াদের পরও কাজে যোগ না দেওয়ায় শুরু হয়েছে বিতর্ক।

WB News Live : কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগে মিছিল তৃণমূল ছাত্র পরিষদের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ , রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদ মিছিল তৃণমূল ছাত্র পরিষদের
। রবীন্দ্রভারতীর বিটি রোড ক্যাম্পাস থেকে প্রতিবাদ মিছিল । রীতিমতো স্লোগান দিয়ে ক্যাম্পাস চত্বর প্রদক্ষিণ করে মিছিল। 

West Bengal News Live : মেডিক্যাল পরীক্ষার জন্য অনুব্রতকে নিয়ে যাওয়া হল আলিপুর কমান্ড হাসপাতালে

আচমকা সিদ্ধান্ত বদল সিবিআই-এর । অনুব্রতকে জেরার আগে মেডিক্যাল করানোর সিদ্ধান্ত সিবিআই-এর । মেডিক্যাল পরীক্ষার জন্য অনুব্রতকে নিয়ে যাওয়া হল আলিপুর কমান্ড হাসপাতালে । অনুব্রতকে নিয়ে কমান্ড হাসপাতালে পৌঁছল সিবিআই-এর কনভয় । 

WB News Live : দমদম গামী মেট্রো পরিষেবা বিপর্যস্ত, অসুবিধেয় যাত্রীরা

নোয়াপাড়া থেকে দমদম গামী একটি সিগন্যাল খারাপ হয়ে যার ফলে যান্ত্রিক সমস্যা হয় দুপুর ১.০৪pm থেকে এই সমস্যা হয় আবার দুপুর ১.৪৮pm পরিষেবা স্বাভাবিক হয়

Anubrata News Live : জেলায় জেলায় গুড় বাতাসা বিলি করতে শুরু করেছে বিজেপি

অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পরই জেলায় জেলায় গুড় বাতাসা বিলি করতে শুরু করেছে বিজেপি। আজ সকালেও পুরুলিয়ার রঘুনাথপুরে পথচারীদের মধ্যে গুড় বাতাসা ও নকুলদানা বিলি করলেন স্থানীয় বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউড়ি। 

WB News Live : খড়গপুরে গুড় বাতাসা, নকুলদানা নিয়ে মিছিল করল বিজেপি

পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে গুড় বাতাসা, নকুলদানা নিয়ে মিছিল করল বিজেপি। খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় দলীয় কর্মীদের নিয়ে ইন্দাবাজার এলাকায় পথচারীদের মদ্যে বাতাসা ও নকুলদানা বিলি করেন। বাজারের দোকানেও তা বিলি করা হয়। 

WB News Live : খড়গপুরে গুড় বাতাসা, নকুলদানা নিয়ে মিছিল করল বিজেপি

পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে গুড় বাতাসা, নকুলদানা নিয়ে মিছিল করল বিজেপি। খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় দলীয় কর্মীদের নিয়ে ইন্দাবাজার এলাকায় পথচারীদের মদ্যে বাতাসা ও নকুলদানা বিলি করেন। বাজারের দোকানেও তা বিলি করা হয়। 

WB News Live : চিকিত্‍সক চন্দ্রনাথ অধিকারীর বয়ান রেকর্ড

বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালের যে চিকিত্‍সক বাড়িতে গিয়ে অনুব্রত মণ্ডলকে দেখেছিলেন, তাঁর বয়ান রেকর্ড করল সিবিআই। চিকিত্‍সক চন্দ্রনাথ অধিকারী জানিয়েছেন, তাঁর বাড়িতে সিবিআইয়ের তিনজন আধিকারিক আসেন। তাঁর বয়ান রেকর্ড করেন তাঁরা। চিকিত্‍সক জানান, আগে যা বলেছেন, সে কথাই সিবিআই-কেও বলেছেন তিনি।

Anubrata News Live : BJP র মিছিলে গরুর গলায় প্ল্যাকার্ড, ' আর গরু চুরির ভয় নেই '

বাঁকুড়ার ওন্দায় বিজেপি বিধায়ক অমরনাথ শাখার নেতৃত্বে মিছিল হল। মিছিল থেকে বিলি করা হয় নকুলদানা। গরুর গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে মিছিল হয়। 

Anubrata Mondal News Live : অনুব্রতর গ্রেফতারির পরই জেলায় জেলায় গুড় বাতাসা বিলি বিজেপির

অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পরই জেলায় জেলায় গুড় বাতাসা বিলি করতে শুরু করেছে বিজেপি। আজ সকালেও পুরুলিয়ার রঘুনাথপুরে পথচারীদের মধ্যে গুড় বাতাসা ও নকুলদানা বিলি করলেন স্থানীয় বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউড়ি। 

WB News Live : অনুব্রত ইস্যুতে দিকে দিকে বিক্ষোভ

অনুব্রত ইস্যুতে দিকে দিকে বিক্ষোভ। আসানসোল কোর্টে জুতো প্রদর্শন, কুলটিতে চোর স্লোগান। গুড়-বাতাসা-নকুলদানা বিলি বিজেপির। ঢ্যাঁড়া পেটাল সিপিএম।

WB News Live Updates : অনুব্রতর গ্রেফতারির পর শুনশান বোলপুরের নীচুপটির বাড়ি

দোর্দণ্ডপ্রতাপ নেতার গ্রেফতারির পর শুনশান বোলপুরের নীচুপটির বাড়ি। গমগম করত গাড়ি আর মানুষের ভিড়ে, আজ কেউ নেই, জানালেন প্রতিবেশী।

Anubrata Monda Updates : অনুব্রত নিয়ে কার্যত বিভ্রান্ত তৃণমূল

অনুব্রত নিয়ে কার্যত বিভ্রান্ত তৃণমূল। পার্থ লজ্জা হলে কেষ্ট কি গর্বের? কটাক্ষ বিজেপির। চুরির দায় নিতে হবে দলকেই, চড়া সুর বাম-কংগ্রেসের। 

Anubrata Mondal Live : অনুব্রত সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি

দীর্ঘ সাড়ে ৭ ঘণ্টার যাত্রায় পাশে বসে থাকা সিবিআই আধিকারিকের সঙ্গে মাঝে মধ্যে কথা বলতে  দেখা গেলেও, নিজাম প্যালেসে নেমে অনুব্রত সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি। সিবিআই আধিকারিকদের সঙ্গে চলে যান ভিতরে। সূত্রের খবর, আজ থেকেই শুরু হবে জেরা। আগামীকাল তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হবে।  

WB News Live : হাওড়ায় ঝাড়খণ্ডের ৩ বিধায়কের কাছে লক্ষ লক্ষ টাকা উদ্ধারের মামলায় প্রশ্নের মুখে CID

নির্দিষ্ট আদালত থাকা সত্ত্বেও কীভাবে নিম্ন আদালতে পেশ? প্রশ্ন হাইকোর্টের। হাওড়ায় ঝাড়খণ্ডের ৩ বিধায়কের কাছে লক্ষ লক্ষ টাকা উদ্ধারের মামলায় প্রশ্নের মুখে CID। এদিকে, ঝাড়খণ্ডের ৩ বিধায়ককে দুর্নীতি দমন আইনের জন্য নির্দিষ্ট বিশেষ আদালতে পেশ করার নির্দেশ দিল হাইকোর্ট।

WB News Live : সিবিআই ও ইডির বিরুদ্ধে মিছিল করেন তৃণমূলের কর্মীদের

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের খালিনাবাজারে আজ সকালে সিবিআই ও ইডির বিরুদ্ধে মিছিল করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। প্ল্যাকার্ডে লেখা ছিল, ইডি, সিবিআই-কে দিয়ে বাংলাকে ভয় দেখানো যায় না, যাবে না। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পরই গতকাল এই কর্মসূচির কথা ঘোষণা করেছিল তৃণমূল নেতৃত্ব। আগামীকালও কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি রয়েছে।

WB News Live : নিজাম প্যালেসে অনুব্রতর ফ্লোরে আর কে কে

নিজাম প্যালেসের ১৫ তলায় রয়েছেন অনুব্রত মণ্ডল। একই ফ্লোরে রয়েছেন স্কুলে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহা। সিবিআই সূত্রে খবর, রাতে তাঁর জন্য ক্যাম্প খাটের ব্যবস্থা করা হয়। পাশে রাখা হয় অক্সিজেন সিলিন্ডার। ডায়াবেটিক ডায়েট মেনেই তাঁকে খাবার দেওয়া হয়। ভোররাতে সামান্য খাবার খেয়েছেন তিনি।

WB News Live : অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর বাঁকুড়ার বড়জোড়ায় মিছিল বের করল বিজেপি

অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর বাঁকুড়ার বড়জোড়ায় মিছিল বের করল বিজেপি। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে মিছিল হয়। মিছিল থেকে পথচারীদের বিলি করা হয় বাতাসা। 

WB News Live Updates : ফের নিম্নচাপের ভ্রুকুটি, কালই উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা

ফের নিম্নচাপের ভ্রুকুটি, কালই উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে । রবিবার তা আরও শক্তিশালী হয়ে ওঠার পূর্বাভাস । নিম্নচাপের প্রভাবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে । উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা । 

WB News Live Updates : ২০২১-এর বিধানসভা ভোটের পর খুন হওয়া BJP কর্মী TMC ছেড়েছিলেন কেন ?

জাকির তৃণমূলের জন্মলগ্ন থেকেই দলের সঙ্গে ছিলেন, দাবি পরিবারের । পরে অনুব্রত মণ্ডল তাঁকে পদ থেকে সরিয়ে দিয়ে গুরুত্বহীন করে দেন, অভিযোগ পরিবারের । পরে জাকির যোগ দেন বিজেপিতে, দাবি পরিবারের । ২০২১-এর বিধানসভা ভোটের পর খুন হন বলে অভিযোগ পরিবারের । 

WB News Live : ভোট পরবর্তী হিংসায় খুন হওয়া BJP কর্মীর পরিবার আজ খুশি অনুব্রতর গ্রেফতারিতে

বীরভূমের মল্লারপুরে ভোট পরবর্তী হিংসায় খুন হন বিজেপি কর্মী মহম্মদ জাকির হোসেন । তাঁকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে । এ নিয়ে মামলাও চলছে । অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর জাকিরের পরিবার খুশি । 

Anubrata Mondal Live : দীর্ঘ গাড়ি জার্নিতে অসম্ভব ক্লান্ত অনুব্রত

হেফাজতে পাওয়ার পর গতকাল রাত পৌনে তিনটে নাগাদ অনুব্রত মণ্ডলকে সিবিআই নিয়ে এল কলকাতায়। তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। রাস্তায় গাড়িতে আসার সময় তাঁকে কিছুটা ক্লান্ত দেখিয়েছে।

Anubrata Mondal Arrested Updates: শরীরী ভাষায় ক্লান্তি, চোখে জল অনুব্রতর

শরীরী ভাষায় ক্লান্তি। ধরা পড়ল দীর্ঘ সাড়ে ৭ ঘণ্টার যাত্রাপথে। দোর্দন্ডপ্রতাপ নেতার চোখে জল।

Anubrata Mondal Arrested Updates: কয়লা পাচারের মামলায় রাজ্যের ৮ IPS অফিসারকে দিল্লিতে তলব ED র

অনুব্রত মণ্ডলকে CBI গ্রেফতার করার দিনেই, কয়লা পাচারের মামলায় রাজ্যের ৮ IPS অফিসারকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে তলব করল ED। চলতি মাসেই হাজিরা দিতে হবে তাঁদের।

Anubrata Mondal Arrest Live : কীভাবে বীরভূমে বালি, পাথর পাচারের খবর করতে গিয়ে বিপদে পড়েন ABP Ananda -র সাংবাদিক ?

বীরভূম জেলায় গরুর পাশাপাশি কয়লা, বালি, পাথর পাচারের অভিযোগ উঠেছে বারবার। তা নিয়ে খবর করতে গিয়ে চাপের মুখে পড়তে হয়েছিল এবিপি আনন্দর প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়কে। বীরভূমে গরু পাচারের অভিযোগ আজকের নয়। 
আর শুধু গরুই বা কেন! প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, অনুব্রত মণ্ডলের বীরভূম জেলা থেকে বারবার সামনে এসেছে, বালি, পাথর খাদানে অবৈধ খনন এবং পাচারের  অভিযোগ। সেই খবর সম্প্রচার করতে গিয়ে, একাধিকবার প্রবল চাপের মুখে পড়তে হয়েছিল এবিপি আনন্দরর প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়কে। যিনি আজ আর আমাদের মধ্যে নেই। 

প্রেক্ষাপট


  • গরুপাচারকাণ্ডে ( Cattle Smuggling Case )  গ্রেফতার, ১০দিনের সিবিআই হেফাজতে অনুব্রত ( Anubrata Mondal )। জামিনের আর্জিই জানালেন না আইনজীবী।

  • সকালে বোলপুরে ( Bolpur ) গ্রেফতার। বিকেলে আসানসোলে আদালতে পেশ। গভীররাতে অনুব্রতকে আনা হল কলকাতায়। রাখা হয়েছে

  • লুকোচুরি খেলেও গ্রেফতারি এড়াতে পারলেন না অনুব্রত। সাতসকালে বাড়ি ঘিরে তুলে আনল সিবিআই। অ্যারেস্ট মেমোয় সই করলেন দেহরক্ষী।

  •  সিবিআইয়ের (CBI ) হাতে গ্রেফতার হতেই উধাও দাপট। দোর্দন্ডপ্রতাপ নেতার চোখে জল।

  • বারবার ৯বার সমনে গরহাজির। তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার অনুব্রত।

  • অনুব্রতর গ্রেফতারিকে হাতিয়ার করে পথে বিরোধীরা। আসানসোল কোর্টে আনতেই জুতো দেখিয়ে বিক্ষোভ।

  • এসএসকেএমের পর কুলটিতে ইসিএলের গেস্ট হাউস। অনুব্রতকে নিয়ে ঢুকতেই চোর চোর স্লোগান।

  • গরুপাচারকাণ্ডে গ্রেফতার অনুব্রত। আসানসোল কোর্টের বাইরে বাম-বিজেপির একযোগে বিক্ষোভ।

  • অনুব্রতর বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করতে পারল না তৃণমূল। দুর্নীতিতে জিরো টলারেন্স বলেও, সিবিআই-ইডির বিরুদ্ধে পথে নামার ঘোষণা। 

  • অনুব্রত নিয়ে কার্যত বিভ্রান্ত তৃণমূল। পার্থ লজ্জা হলে কেষ্ট কি গর্বের? কটাক্ষ বিজেপির। চুরির দায় নিতে হবে দলকেই, চড়া সুর বাম-কংগ্রেসের। 

  • গ্রেফতার কেষ্ট, কটাক্ষের সুর মদনের।                                                                                                                                              

  • পার্থর গ্রেফতারির ১৯দিনের মাথায় তৃণমূলের আরও এক হেভিওয়েট নেতা গ্রেফতার! গুড়-বাতাসা-নকুলদানা বিলি কংগ্রেস-বিজেপির। ঢাক বাজালেন অগ্নিমিত্রা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.