West Bengal News Live Updates: বেথুয়াডহরিতে ট্রেনে ভাঙচুর, ৭২ ঘণ্টা ব্যবসা বন্ধের ডাক

West Bengal Live News: চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে...

abp ananda Last Updated: 13 Jun 2022 12:01 AM
West Bengal News Live: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রক্তদান শিবিরের আয়োজন

মায়ের জন্য রক্তদান। কলকাতার দুর্গোপুজো কমিটিগুলির মঞ্চ ফোরাম ফর দুর্গোত্‍সব আয়োজন করে রক্তদান শিবিরের। রক্ত দিলেন ২ হাজার ৩২৭ জন।

WB News Live Updates: উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ

বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ। রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার দুই। ধৃতরা উত্তরপ্রদেশের বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে বেলঘরিয়া এক্সপ্রেসে অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ। আটক করে উত্তরপ্রদেশের একটি ট্রাক। ওই ট্রাক থেকে ১০ হাজার বোতল কোডেইন মিক্সচার উদ্ধার হয়। নিষিদ্ধ কাফ সিরাপ কোথায় পাচার করা হচ্ছিল, খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে।

West Bengal News Live: বেথুয়াডহরিতে ট্রেনে ভাঙচুর, ৭২ ঘণ্টা ব্যবসা বন্ধের ডাক

পয়গম্বরকে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যের আঁচ নদিয়াতেও। বেথুয়াডহরি স্টেশনে ট্রেনে ভাঙচুর। বেথুয়াডহরি হাসপাতালের সামনে ও ৩৪ নম্বর জাতীয় সড়কেও দোকান ও বাড়িতে ভাঙচুর করা হয়। পরে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাণ্ডবের প্রতিবাদে ৭২ ঘণ্টা ব্যবসা বন্ধের ডাক দিয়েছে বেথুয়াডহরি ব্যবসায়ী সমিতি।

WB News Live Updates: বর্ষার শুরুতেই জল জমতে শুরু করেছে উত্তর দিনাজপুরে

একদিকে ড্রেন থাকলেও, অন্যদিকে হয়নি। তার ফলে বর্ষার শুরুতেই জল জমতে শুরু করেছে উত্তর দিনাজপুরের চোপড়ায়। সমস্যায় ৪০টি পরিবার। এলাকাবাসীর অভিযোগ, কোনও উদ্যোগই নেয়নি তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। যদিও স্থানীয় পঞ্চায়েত সদস্যের দাবি, দ্রুত কাজ শুরু হবে।

West Bengal News Live: পয়গম্বর-বিতর্কে হাওড়ায় প্রতিবাদের নামে তাণ্ডব

পয়গম্বর-বিতর্কে হাওড়ায় প্রতিবাদের নামে তাণ্ডব। যার আঁচে পাঁচলা, ডোমজুড়, উলুবেড়িয়ায় অনেক দোকানদার ও সাধারণ মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবার তাঁদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিল প্রশাসন। আজ পাঁচলা বাজারে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে বিডিও অফিসের এক প্রতিনিধি দল।

WB News Live Updates: জোড়াসাঁকো থানা এলাকায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার প্রৌঢ়

সাতসকালে জোড়াসাঁকো থানা এলাকায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার প্রৌঢ়। তাঁর গলায় ধারাল অস্ত্রের কোপ রয়েছে। পুলিশ সূত্রে খবর, রবিবার সকাল ৬টা নাগাদ মদনমোহন স্ট্রিটের ঠনঠনিয়া বাজারে ওই ব্যক্তিকে রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাঁকে ভর্তি করা হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজে। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম ভরত দাস। তিনি বিহারের বাসিন্দা। জোড়াসাঁকো এলাকায় শ্রমিকের কাজ করতেন তিনি। কীভাবে আহত হলেন ওই ব্যক্তি কারণ খতিয়ে দেখছে পুলিশ।  

West Bengal News Live: কেন্দ্রীয় প্রকল্পের প্রচারে নামলেন দিলীপ

পয়গম্বর বিতর্কের জের। হাওড়ার পথে বাধার মুখে যখন সুকান্ত-শুভেন্দুরা, তখন মোদি সরকারের ৮ বছরের বর্ষপূর্তি উপলক্ষ্যে খড়গপুর পুরসভার ২টি ওয়ার্ডে কেন্দ্রীয় প্রকল্পের প্রচারে নামলেন দিলীপ ঘোষ। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।

WB News Live Updates: শান্তি বজায় রাখতে আবেদন জানালেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র

শান্তি বজায় রাখতে আবেদন জানালেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। আইন ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি।

West Bengal News Live: আচার্য বদলের বিল-বিতর্ক

শিক্ষা সহ অন্যান্য দফতরের অধীনস্ত সব বিশ্ববিদ্যালয়ে, রাজ্যপালের বদলে আচার্যর আসনে মুখ্যমন্ত্রীকে বসানোর প্রস্তাবে আগেই সায় দিয়েছে মন্ত্রিসভা। সূত্রের খবর, আগামীকাল বিধানসভায় পেশ হতে পারে রাজ্য বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিল। সমালোচনায় সরব বিরোধী থেকে বিদ্বজ্জনেরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

WB News Live Updates:উচ্চ মাধ্যমিকে অকৃতকার্যদের নজিরবিহীন বিক্ষোভ

উচ্চ মাধ্যমিকে অকৃতকার্যদের নজিরবিহীন বিক্ষোভ। তৃণমূলের পতাকা হাতে মনীষীর নামে স্লোগান। বাগডোগরার গোসাইপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের ঘটনা। বিক্ষোভকারী পড়ুয়াদের দাবি, তাঁদের পাস করাতে হবে। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

West Bengal News Live: রানাঘাট-লালগোলা লাইনে বন্ধ থাকে ট্রেন চলাচল

পয়গম্বর মন্তব্য বিতর্কের রেশ এবার ছড়াল নদিয়ায়।বেথুয়াডহরি স্টেশনে রানাঘাট-লালগোলা প্যাসেঞ্জারে ভাঙচুর বিক্ষোভকারীদের। মিছিলের পর ভাঙচুরের অভিযোগ। রানাঘাট-লালগোলা প্যাসেঞ্জারে ভাঙচুর। কিছুক্ষণ রানাঘাট-লালগোলা লাইনে বন্ধ থাকে ট্রেন চলাচল। বেথুয়াডহরি হাসপাতাল চত্বরেও দোকানে ভাঙচুরের অভিযোগ। 

WB News Live Updates: স্ত্রীর নার্সের চাকরিতে ‘আপত্তি’

কেতুগ্রামের পর শক্তিগড়। স্ত্রীর নার্সের চাকরিতে ‘আপত্তি’। ‘চাকরির নথি ছিঁড়ে স্ত্রীকে মারধর’। শ্বাসরোধ করে খুনের চেষ্টার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত রাহুল মিশ্রকে গ্রেফতার করেছে পুলিশ। 

West Bengal News Live: পয়গম্বর মন্তব্য বিতর্কের এবার রেশ ছড়াল নদিয়ায়

পয়গম্বর মন্তব্য বিতর্কের এবার রেশ ছড়াল নদিয়ায়। বেথুয়াডহরি স্টেশনে রানাঘাট-লালগোলা মেমুতে ভাঙচুর বিক্ষোভকারীদের। মিছিলের পর ভাঙচুরের অভিযোগ

WB News Live Updates: কোন্নগর থেকে পানিহাটির দিকে ফেরি পরিষেবাও বন্ধ

পানিহাটিতে দই-চিঁড়ে মেলায় মর্মান্তিক দুর্ঘটনা। ৩ জনের মৃত্যু। ভাগীরথীর অপর পাড় কোন্নগরেও তৎপরতা। ভিড় এড়াতে কোন্নগর থেকে পানিহাটির দিকে ফেরি পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। 

West Bengal News Live: বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর

বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর। কাঁথি থানায় নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর। পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এফআইআর।  এফআইআর করলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সাধারণ সম্পাদক

WB News Live Updates: ফের উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদ জেলায়

রেজিনগরের পর এবার বড়ঞা। পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্য ঘিরে ফের উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদ জেলায়। আজ সকালে বড়ঞার কুলি মোড়ে কান্দি-সাঁইথিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। বিক্ষোভ ওঠাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। ঘটনাস্থলে যান বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। পুলিশ ও বিধায়কের হস্তক্ষেপে আধঘণ্টা পর অবরোধ ওঠে।

West Bengal News Live: দই-চিঁড়ের মেলায় চূড়ান্ত বিশৃঙ্খলা

উত্তর ২৪ পরগনার পানিহাটির মহোত্সবতলা ঘাটে দই-চিঁড়ের মেলায় চূড়ান্ত বিশৃঙ্খলা

WB News Live Updates: সদস্য সংগ্রহ অভিযানে নামল আম আদমি পার্টি

সদস্যপদ সংগ্রহ নিয়ে আগেই পোস্টার পড়েছিল। এবার রীতিমতো ক্যাম্প করে বীরভূমে, সদস্য সংগ্রহ অভিযানে নামল আম আদমি পার্টি। পথ চলতি মানুষের কাছে বিলি করা হল লিফলেট। 

West Bengal News Live: মুখ্যসচিবকে চিঠি দিলেন শুভেন্দু

হাওড়ায় যেতে বাধা দেওয়ায় মুখ্যসচিবকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। হাওড়ায় বিজেপি পার্টি অফিসে যেতে বাধা না দেওয়ার আবেদন। হরিকৃষ্ণ দ্বিবেদীকে লেখা বিরোধী দলনেতার চিঠিতে উল্লেখ, পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ প্রশাসনের ভূমিকায় তিনি স্তম্ভিত। গতকাল রাত থেকে তাঁর কাঁথির বাড়ির সামনে পুলিশের ব্যারিকেড তৈরি করা হয়। এরপর হাওড়া গ্রামীণ ও হাওড়া কমিশনারেট এলাকায় ১৪৪ ধারা জারি থাকার কারণ দেখিয়ে তাঁকে সেখানে যেতে বাধা দেওয়া হয়, কাঁথির আইসি সীমালঙ্ঘন করেছেন বলেও মুখ্যসচিবকে চিঠিতে অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। 

WB News Live Updates: পানিহাটির দণ্ড মহোৎসব নিয়ে বিবৃতি ইসকনের

পানিহাটির দই-চিঁড়ে মেলায় পুণ্যার্থীদের মৃত্যুতে বিবৃতি ইসকনের। ‘পানিহাটির দণ্ড মহোৎসবে অত্যধিক গরমে ৩ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে’। ‘পানিহাটির ইসকন ক্যাম্পাসের বাইরে এই ঘটনা ঘটেছে’। 

West Bengal News Live: নদিয়ার শান্তিপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষ, বোমাবাজি

বিনা অনুমতিতে প্রতিবেশীর বাড়ির ওপর দিয়ে তার নিয়ে যাওয়ার অভিযোগ ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষ। নদিয়ার শান্তিপুরের টেংরিডাঙা এলাকায় ব্যাপক বোমাবাজি। 

WB News Live Updates: পানিহাটিতে দই-চিঁড়ের মেলায় চূড়ান্ত বিশৃঙ্খলা, বাড়ছে মৃত্যু

উত্তর ২৪ পরগনার পানিহাটির মহোত্সবতলা ঘাটে দই-চিঁড়ের মেলায় চূড়ান্ত বিশৃঙ্খলা। প্রবল গরম, ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু বাড়ছে পানিহাটির দই-চিঁড়ের মেলায়। গরম ও ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন ৪৫ জন পুণ্যার্থী। তাঁদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

West Bengal News Live: মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত পুলিশ ছিল না, অভিযোগ পুণ্যার্থীদের

পানিহাটির দই-চিঁড়ের মেলায় বিশৃঙ্খলা। পুণ্যার্থীদের অভিযোগ, মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত পুলিশ ছিল না। ছিল না অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও, অভিযোগ পুণ্যার্থীদের।

WB News Live Updates: ১৭ জুন রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল

১৭ জুন রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল। দুপুর আড়াইটেয় আনুষ্ঠানিক ফলপ্রকাশ। শুক্রবার বিকেল ৪টে থেকে বোর্ডের ওয়েবসাইট মারফত ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড। পরীক্ষার ৪৮ দিনের মাথায় ফলপ্রকাশ করতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।

West Bengal News Live: শুভেন্দুকে আটকানোর প্রতিবাদে ৪১ নম্বর জাতীয় সড়ক অবরোধের চেষ্টা বিজেপির

হাওড়া যাওয়ার পথে শুভেন্দু অধিকারীকে তমলুকে আটকাল পুলিশ। প্রতিবাদে ৪১ নম্বর জাতীয় সড়ক অবরোধের চেষ্টা বিজেপি সমর্থকদের। পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

WB News Live Updates: পানিহাটির দই-চিঁড়ের মেলায় বিশৃঙ্খলা, বাড়ল মৃতের সংখ্যা

উত্তর ২৪ পরগনার পানিহাটির মহোৎসবতলা ঘাটে দই-চিঁড়ের মেলায় চূড়ান্ত বিশৃঙ্খলা।  ৫ জনের মৃত্যু হয়েছে। গরম ও ভিড়ের চাপে অসুস্থ বহু পুণ্যার্থী।

West Bengal News Live: রাস্তায় নেমে পরিস্থিতি খতিয়ে দেখছেন হাওড়া গ্রামীণের নতুন পুলিশ সুপার

 হাওড়া গ্রামীণ এলাকাতেও প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। রাস্তায় নেমেছেন খোদ হাওড়া গ্রামীণের নতুন পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া। 

WB News Live Updates: বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার নিষিদ্ধ মাদক

বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ মাদক উদ্ধার। বেঙ্গল এসটিএফের জালে উত্তর প্রদেশের বাসিন্দা।

West Bengal News Live: কেবলের তার নিয়ে যাওয়া ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষ

বিনা অনুমতিতে প্রতিবেশীর বাড়ির ওপর দিয়ে কেবলের তার নিয়ে যাওয়ার অভিযোগ ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষ। নদিয়ার শান্তিপুরের টেংরিডাঙা এলাকায় ব্যাপক বোমাবাজি। আজ সকালের ঘটনা। স্থানীয়দের তোলা মোবাইল ক্যামেরার ফুটেজে দেখা যায়, বাড়ির ছাদ থেকে বোমা ছোড়া হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ২টি তাজা বোমা। দু’ পক্ষের বেশ কয়েকজনকে আটক করেছে শান্তিপুর থানার পুলিশ। 

WB News Live Updates: পুলিশের সঙ্গে বচসা শুভেন্দুর

বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বচসায় জড়ান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

West Bengal News Live: হাওড়ায় আসার পথে শুভেন্দুকে আটকাল পুলিশ

হাওড়ায় আসার পথে শুভেন্দুকে আটকাল পুলিশ। তমলুকের রাধামণি মোড়ে শুভেন্দু অধিকারীকে আটকাল পুলিশ।

WB News Live Updates: বন্ধ করে দেওয়া হয়েছে পানিহাটির দই-চিঁড়ে মেলা

বন্ধ করে দেওয়া হয়েছে মেলা। সব পুণ্যার্থীদের বাইরে বের করে নিয়ে আসা হচ্ছে।

West Bengal News Live: পানিহাটিতে দই-চিঁড়ের মেলায় মর্মান্তিক ঘটনা, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

পানিহাটিতে দই-চিঁড়ের মেলায় চূড়ান্ত বিশৃঙ্খলা, মৃত্যু ৩ জনের। ঘটনায় শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট, 'পানিহাটির ইসকন মন্দিরে দণ্ড মহোত্সবে গরম ও আর্দ্রতাজনিত কারণে অসুস্থ ৩ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এই খবরে আমি মর্মাহত। পুলিশ কমিশনার ও জেলাশাসক ঘটনাস্থলে গিয়েছেন। সবরকম সহযোগিতা করা হচ্ছে।' মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ও পুণ্যার্থীদের প্রতি সহমর্মিতা। ট্যুইটে লেখেন মুখ্যমন্ত্রী।

WB News Live Updates: পানিহাটির মহোৎসবতলা ঘাটে দই-চিঁড়ের মেলায় চূড়ান্ত বিশৃঙ্খলা

উত্তর ২৪ পরগনার পানিহাটির মহোৎসবতলা ঘাটে দই-চিঁড়ের মেলায় চূড়ান্ত বিশৃঙ্খলা। ভিড়ের চাপে ও প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন প্রায় ৫০ জন। তাঁদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এঁদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অসুস্থ। এই পরিস্থিতিতে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। পুণ্যার্থীদের মেলার মাঠ থেকে বের করে আনার কাজ চলছে।

West Bengal News Live: মেয়ো রোডে গাঁধী মূর্তির পাদদেশে অবস্থানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

হাওড়ায় একের পর এক বিজেপি অফিসে হামলার অভিযোগ। দলীয়  কর্মীদের সঙ্গে দেখা করতে গেলে বাধা দেওয়ার অভিযোগ পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে। প্রতিবাদে মেয়ো রোডে গাঁধী মূর্তির পাদদেশে অবস্থানে বসলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

WB News Live Updates: প্রাথমিক টেট দুর্নীতি মামলায় সিবিআই দফতরে মামলাকারী সৌমেন নন্দী

২০১৪-র প্রাথমিক টেট দুর্নীতি মামলায় সিবিআই দফতরে মামলাকারী সৌমেন নন্দী। এদিন আইনজীবীকে নিয়ে নিজাম প্যালেসে আসেন তিনি। মামলাকারীর আইনজীবীর দাবি, তাঁর মক্কেল ২০১৪-র প্রাথমিক টেটে অকৃতকার্য হলেও, পাস করতে পারেননি, এমন অনেকেই প্রাথমিকে চাকরি পান। আরটিআই করা সত্ত্বেও প্রাথমিক শিক্ষা পর্ষদ ওই পরীক্ষার্থীকে কোনও তথ্য না জানানোয় হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। তার প্রেক্ষিতেই এদিন আইনজীবীকে নিয়ে সিবিআই দফতরে হাজিরা দেন ওই মামলাকারী। 

West Bengal News Live: শুভেন্দুকে ঠেকাতে রাজ্য সরকারকে নিশানা অমিত মালব্যের

শুভেন্দুকে হাওড়ায় যেতে নিষেধ পুলিশের। তা নিয়ে রাজ্য সরকারকে নিশানা অমিত মালব্যের। 'সুকান্ত মজুমদারকে আটকের পর শুভেন্দুকে আটকানোর চেষ্টা। শুভেন্দু অধিকারী যাতে হাওড়ায় যেতে না পারেন, সেই ব্যবস্থা করছে। বিক্ষোভকারীদের নয়, বিজেপিকে আটকানোই বাংলার মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্য। রাজ্য সরকারকে ট্যুইটে নিশানা বিজেপি নেতা অমিত মালব্যের।>

WB News Live Updates: কলকাতা পুলিশের SOP মেনে ক্যালকাটা রোয়িং ক্লাবে হল সেলফ ডিফেন্স ড্রিল

রবীন্দ্র সরোবরে রোয়িং করতে গিয়ে দুই কিশোরের মৃত্যুর জের। KMDA ও পুলিশের দেওয়া স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, SOP মেনে ক্যালকাটা রোয়িং ক্লাবে হল সেলফ ডিফেন্স ড্রিল। বিশেষজ্ঞ এনে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হল রোয়ারদের। 

West Bengal News Live: রেজিনগরে হিংসার ঘটনায় ৬ জনকে গ্রেফতার

গতকালের অশান্তির পর আজ থমথমে রেজিনগর ও বেলডাঙা। দুটি এলাকাতেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, চলছে পুলিশি টহল। রেজিনগরে হিংসার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বেলডাঙা ১ ও ২ নম্বর ব্লক এবং রেজিনগর ও শক্তিপুর থানা এলাকায় মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

WB News Live Updates: মুর্শিদাবাদের বড়ঞা-তেও উত্তেজনা

রেজিনগরের পর এবার বড়ঞা। পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্য ঘিরে ফের উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদ জেলায়। আজ সকালে বড়ঞার কুলি মোড়ে কান্দি-সাঁইথিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা। বিক্ষোভ ওঠাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। ঘটনাস্থলে যান বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। পুলিশ ও বিধায়কের হস্তক্ষেপে আধঘণ্টা পর অবরোধ ওঠে।

West Bengal News Live: গন্ডগোল ঠেকাতে কড়া নিরাপত্তা হাওড়া-মুর্শিদাবাদে

থমথমে হাওড়ার পাঁচলা, একই ছবি মুর্শিদাবাদের রেজিনগরেও। কড়া নিরাপত্তা পুলিশের।

WB News Live Updates: শুভেন্দু অধিকারীকে হাওড়ায় যেতে নিষেধ করে চিঠি পুলিশের

শুভেন্দু অধিকারীকে হাওড়ায় যেতে নিষেধ করে চিঠি পুলিশের। কাঁথি থানার তরফে বিরোধী দলনেতার হাওড়া যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, শুভেন্দু অধিকারীর নিরাপত্তার জন্য আদালতের নির্দেশ রয়েছে। সেই কারণে এই মুহূর্তে পাঁচলায় ১৪৪ ধারা জারি থাকায় শুভেন্দু অধিকারীকে সেখানে যেতে নিষেধ করা হচ্ছে। 

West Bengal News Live: উস্কানিমূলক পোস্টের অভিযোগে বেলদায় গ্রেফতার বিজেপি নেতা

পয়গম্বর বিতর্কের মধ্যেই সোশাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্টের অভিযোগে, পশ্চিম মেদিনীপুরের বেলদায় গ্রেফতার বিজেপি নেতা। ধৃত শিবশঙ্কর জানা বেলদার বেংদা গ্রামের বিজেপির শক্তি প্রমুখ। অভিযোগ, পয়গম্বর বিতর্কের পর, গতকাল সোশাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট করেন বিজেপি নেতা। অভিযোগ পেয়ে বেলদা থানার পুলিশ গতকালই তাঁকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা রুজু হয়েছে। এই নিয়ে মন্তব্য করতে চাননি ধৃত বিজেপি নেতা। বিজেপি নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

WB News Live Updates: কাঁথিতে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর তৃণমূল নেতার

বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর। কাঁথি থানায় এফআইআর দায়ের। পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে এফআইআর করলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সাধারণ সম্পাদক।

West Bengal News Live: ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় ফের তলব

ভোট পরবর্তী সন্ত্রাস মামলায়, অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূল নেতা ও ব্যবসায়ীদের তলব! পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমের বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা।

WB News Live Updates: মুর্শিদাবাদের বেলডাঙা থানার আইসি বদল

মুর্শিদাবাদের বেলডাঙা থানার আইসি বদল। বদলি করা হল সন্দীপন চট্টোপাধ্যায়কে। বেলডাঙা থানার নতুন আইসি হলেন জামালউদ্দিন মণ্ডল। তিনি রাজারহাট থানার আইসি ছিলেন। এটিকে রুটিন বদলি বলে জেলা পুলিশের দাবি।

West Bengal News Live: থমথমে রেজিনগর ও বেলডাঙাও

পয়গম্বর বিতর্কে গতকালের অশান্তির পর আজ থমথমে মুর্শিদাবাদের রেজিনগর ও বেলডাঙা। দুটি এলাকাতেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, চলছে পুলিশি টহল। বেলডাঙা ১ ও ২ নম্বর ব্লক এবং রেজিনগর ও শক্তিপুর থানা এলাকায় মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

WB News Live Updates: অশান্তির পর থমথমে হাওড়ার পাঁচলা

পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জের। গতকালের অশান্তির পর আজ থমথমে হাওড়ার পাঁচলা।গভীর রাত পর্যন্ত বাহিনী নিয়ে বাঁকড়া, ধূলাগড়, রানিহাটি, অঙ্কুরহাটি-সহ বিভিন্ন এলাকায় টহল দেন হাওড়া সিটি পুলিশের নতুন কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী। অশান্তি এড়াতে ডোমজুড়ের সলপ মোড়, ধূলাগড়-সহ বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামীকাল পর্যন্ত গোটা হাওড়া জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা। বুধবার পর্যন্ত পাঁচলা, জগৎবল্লভপুরে বলবৎ থাকবে ১৪৪ ধারা।

West Bengal News Live: দত্তপুকুরে জলাভূমি বুজিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ

উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে জলাভূমি বুজিয়ে বেআইনি নির্মাণের অভিযোগ উঠল। গ্রামবাসীদের কাছ থেকে অভিযোগ পেয়ে নির্মাণ কাজ বন্ধ করল প্রশাসন। তৃণমূলের মদতেই বেআইনি নির্মাণ বলে দাবি বিজেপির। অভিযোগ অস্বীকার শাসক দলের।

WB News Live Updates: ডিপ্রেসন থেকে গুলি পুলিশকর্মীর?

ফেসবুক প্রোফাইলে লাইক করেছিলেন, Deep Depression নামে একটি পেজে। সত্যিই কি ড্রিপ্রেসন থেকেই রাস্তায় নেমে এলোপাথাড়ি গুলি চালিয়েছিলেন কনস্টেবল চোডুপ লেপচা? উঠছে প্রশ্ন। কর্মজীবনে বারবার নিয়ম না মানার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। চাঞ্চল্যকর দাবি লালবাজার সূত্রে।

West Bengal News Live: রাষ্ট্রপতি নির্বাচনের আগে অবিজেপি দলগুলিকে জোট বাঁধার বার্তা মমতার

রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করতে উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে আট অ-বিজেপি মুখ্যমন্ত্রী-সহ ২২ জন বিরোধী দলের নেতাকে বৈঠকে আমন্ত্রণ জানালেন তৃণমূল নেত্রী। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

প্রেক্ষাপট

কলকাতা: হাওড়ার পর মুর্শিদাবাদ (Murshidabad)। পয়গম্বর নিয়ে বিজেপি (BJP) নেত্রীর মন্তব্যের প্রতিবাদে রেজিনগরে বিক্ষোভকারী-পুলিশ খণ্ডযুদ্ধ। বোমাবাজি, ইটবৃষ্টি। দীর্ঘক্ষণ অবরুদ্ধ জাতীয় সড়ক।


ফের উত্তপ্ত হাওড়ার (Howrah) পাঁচলা। একাধিক দোকানে আগুন, ভাঙচুর।  পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, পাল্টা কাঁদানের গ্যাস পুলিশের। অশান্তির অভিযোগে ধৃত ৫৩ জনের জেল হেফাজত।


হাওড়ায় বন্ধ ইন্টারনেট (Internet) পরিষেবা। বুধবার পর্যন্ত ১৪৪ ধারা। মুর্শিদাবাদের একাংশে ইন্টারনেট বন্ধের নির্দেশ নবান্নের। গুজব থেকে বিরত থাকতে ট্যুইট (tweet) রাজ্য পুলিশের ডিজির।


হাওড়ায় টানা অশান্তির জের। সরানো হল হাওড়া সিটি পুলিশের কমিশনারকে। নতুন কমিশনার হলেন প্রবীণ ত্রিপাঠী। হাওড়া গ্রামীণের নতুন পুলিশ সুপার হলেন স্বাতী ভাঙ্গারিয়া।          

হিংসা থামাতে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিক রাজ্য। রাজ্যপালের দ্বারস্থ হয়ে আবেদন বিজেপির। অমিত শাহকে চিঠি। মমতাতেই আস্থা মানুষের, পাল্টা সুখেন্দু।   


হাওড়ার হিংসাত্মক ঘটনার নেপথ্যে কিছু রাজনৈতিক দল। বরদাস্ত নয়। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ? আক্রমণ মুখ্যমন্ত্রীর (chief minister)। বিজেপি কোনও পাপ করেনি, পাল্টা শুভেন্দু।


মুখ্যসচিব, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশের নিষ্ক্রিয়তা আইন ভঙ্গকারীদের অপরাধকে দুর্ভাগ্যজনক অনুমোদন। ব্যবস্থা নিন মুখ্যমন্ত্রী। আক্রমণ রাজ্যপালের (Governor)। উস্কানি দিচ্ছেন, পাল্টা ফিরহাদ। 

অগ্নিগর্ভ হাওড়া, মনসাতলায় বিধ্বস্ত দলীয় অফিস পরিদর্শন দিলীপ ঘোষের। সুকান্তকে গ্রেফতার পুলিশের, পরে মুক্তি। প্রতিবাদে বিক্ষোভ বিজেপির। প্রচার পেতে চাইছেন, পাল্টা তৃণমূল।


 রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিজেপি বিরোধী শক্তিকে একজোট হওয়ার ডাক মমতার (Mamata Banerjee)। বুধবার দিল্লিতে বৈঠকে আমন্ত্রণ সনিয়া, বিজয়ন, সীতারাম, শরদ, উদ্ধব সহ ২২ নেতাকে। 

মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে বসানোর সিদ্ধান্ত। বিরোধিতা করে বিবৃতি বিশিষ্টদের একাংশের। শিক্ষাবিদকে আচার্য করার আর্জি। 


ভোট পরবর্তী সন্ত্রাস মামলায় অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা ও ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের (CBI)। ভোটের পর অনুব্রতর সঙ্গে ফোনে কী কথা ? প্রশ্ন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.