West Bengal News Live : মনোনয়ন প্রত্যাহার নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর

জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর এক নজরে

ABP Ananda Last Updated: 12 Jun 2023 11:39 PM
WB News Live :পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে মামলা। প্রধান বিচারপতির এজলাসে রিপোর্ট পেশ করল রাজ্য নির্বাচন কমিশন। 

পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে মামলা। প্রধান বিচারপতির এজলাসে রিপোর্ট পেশ করল রাজ্য নির্বাচন কমিশন। 

WB News Live :পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর

ডায়মন্ড হারবারের এসপি এবং ডায়মন্ডহারবার পুলিশ ডিস্ট্রিক্টের সব ওসি-আইসিদের মিটিং করে বলেছে, ক্যামেরার সামনে যাতে কিছু না হয় দেখো, বাড়ি বাড়ি গিয়ে মনোনয়ন যাতে না হয় বা মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয় দেখতে বলা হয়েছে। বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর

WB News Live :'২০১৮ আর ২০২৩ কিন্তু এক নয়', জেলায় জেলায় তৃণমূলকে প্রতিরোধের হুঙ্কার সেলিমের

'২০১৮ আর ২০২৩ কিন্তু এক নয়', জেলায় জেলায় তৃণমূলকে প্রতিরোধের হুঙ্কার সেলিমের। 

WB News Live :রাজ্যজুড়ে টানা লোডশেডিং-এর অভিযোগ। আচমকা বিদ্যুৎভবনে বিরোধী দলনেতা

রাজ্যজুড়ে টানা লোডশেডিং-এর অভিযোগ। আচমকা বিদ্যুৎভবনে বিরোধী দলনেতা। রাজ্যজুড়ে লোডশেডিং-এর প্রতিবাদে বিদ্যুৎভবনে স্মারকলিপি জমা দিলেন শুভেন্দু অধিকারী। এরপর উন্নয়নভবনেও যান শুভেন্দু অধিকারী

WB News Live :তৃণমূলের হামলার আশঙ্কা, বিডিও অফিসেই আটক আইএসএফ প্রার্থীরা

তৃণমূলের হামলার আশঙ্কা, বিডিও অফিসেই আটক আইএসএফ প্রার্থীরা! বিডিও অফিসের বাইরে তৃণমূলের জমায়েত, বেরোতে হল তালা ভেঙে! বিডিও অফিসের পিছনের দরজার তালা ভেঙে বের করা হল আইএসএফ প্রার্থীদের। 

WB News Live :অভিষেকের বার্তাই সার! মনোনয়নের তৃতীয় দিনেও জেলায় জেলায় সন্ত্রাস!

অভিষেকের বার্তাই সার! মনোনয়নের তৃতীয় দিনেও জেলায় জেলায় সন্ত্রাস! কোথাও আক্রান্ত বিরোধীরা, কোথাও আবার অপহরণের অভিযোগ!

WB News Live :চোপড়ায় আক্রান্ত কংগ্রেস, মারধর, গাড়ি ভাঙচুর, 'অপহরণ'!

চোপড়ায় আক্রান্ত কংগ্রেস, মারধর, গাড়ি ভাঙচুর, 'অপহরণ'! হামলার ৪ ঘণ্টা পরে ৫কিমি দূরে খোঁজ মিলল 'অপহৃত' নেতাদের! চোপড়ায় বিডিও অফিসে যাওয়ার সময় আক্রান্ত বাম-কংগ্রেস

WB News Live :ভোটের আগেই বজবজে 'বিজয় উৎসব

ভোটের আগেই বজবজে 'বিজয় উৎসব'! ৩দিনে ৩০ প্রার্থীর মনোনয়ন, সব তৃণমূলের! মনোনয়নপত্র জমা দেওয়ার পরেই আবীর খেলা, মিষ্টি বিলি। বিজয় উৎসব, বলছেন খোদ তৃণমূল প্রার্থীরাই!

WB News Live :ভোটের আগেই বজবজে 'বিজয় উৎসব

ভোটের আগেই বজবজে 'বিজয় উৎসব'! ৩দিনে ৩০ প্রার্থীর মনোনয়ন, সব তৃণমূলের! মনোনয়নপত্র জমা দেওয়ার পরেই আবীর খেলা, মিষ্টি বিলি। বিজয় উৎসব, বলছেন খোদ তৃণমূল প্রার্থীরাই!

WB News Live Update:পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর

ডায়মন্ডহারবারের এসপি এবং ডায়মন্ডহারবার পুলিশ ডিস্ট্রিক্টের সব ওসি-আইসিদের মিটিং করে বলেছে, ক্যামেরার সামনে যাতে কিছু না হয় দেখো, বাড়ি বাড়ি গিয়ে মনোনয়ন যাতে না হয় বা মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয় দেখতে বলা হয়েছে। বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর

WB News Live :চোপড়ায় আক্রান্ত কংগ্রেস, মারধর, গাড়ি ভাঙচুর, 'অপহরণ'!

চোপড়ায় আক্রান্ত কংগ্রেস, মারধর, গাড়ি ভাঙচুর, 'অপহরণ'! হামলার ৪ ঘণ্টা পরে ৫কিমি দূরে খোঁজ মিলল 'অপহৃত' নেতাদের!

WB News Live Update:'২০১৮ আর ২০২৩ কিন্তু এক নয়', জেলায় জেলায় তৃণমূলকে প্রতিরোধের হুঙ্কার মহম্মদ সেলিমের

'২০১৮ আর ২০২৩ কিন্তু এক নয়', জেলায় জেলায় তৃণমূলকে প্রতিরোধের হুঙ্কার মহম্মদ সেলিমের। 

WB News Live :পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে মামলা। প্রধান বিচারপতির এজলাসে রিপোর্ট পেশ করল রাজ্য নির্বাচন কমিশন

পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে মামলা। প্রধান বিচারপতির এজলাসে রিপোর্ট পেশ করল রাজ্য নির্বাচন কমিশন

WB News Live Update:তৃণমূলের হামলার আশঙ্কা, বিডিও অফিসেই আটক আইএসএফ প্রার্থীরা!

তৃণমূলের হামলার আশঙ্কা, বিডিও অফিসেই আটক আইএসএফ প্রার্থীরা! বিডিও অফিসের বাইরে তৃণমূলের জমায়েত, বেরোতে হল তালা ভেঙে! বিডিও অফিসের পিছনের দরজার তালা ভেঙে বের করা হল আইএসএফ প্রার্থীদের

WB News Live :মনোনয়ন ঘিরে উত্তপ্ত বর্ধমানের ২ নম্বর ব্লকের বড়শূল

মনোনয়ন ঘিরে উত্তপ্ত বর্ধমানের ২ নম্বর ব্লকের বড়শূল। মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে, শক্তিগড় মোড়ের কাছে সিপিএম সমর্থকদের গাড়ি আটকে পুলিশের সামনেই চলে ইটবৃষ্টি। রাস্তার ধারে বাঁশ হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তৃণমূল কর্মীদের। ইটের ঘায়ে আহত হন শক্তিগড় থানার ওসি-সহ তিন পুলিশ কর্মী। এক সিপিএম কর্মীর মাথা ফেটে যায়। এরপরই দু’পক্ষের মধ্যে ইট ছোড়াছুড়ি শুরু হয়। লাঠি, বাঁশ নিয়ে একে অপরের দিকে তেড়ে যান সিপিএম ও তৃণমূল কর্মীরা। প্রতিবাদে পালসিটে রাস্তা অবরোধ সিপিএমের।

WB News Live Update:মিনাখাঁয় সিপিএমকে মনোনয়নে বাধা, পার্টি অফিস ঘেরাও!

মিনাখাঁয় সিপিএমকে মনোনয়নে বাধা, পার্টি অফিস ঘেরাও! বোমা, পিস্তল নিয়ে দুষ্কৃতীদের দাপাদাপি, মাথা ফাটল সিপিএম নেত্রীর। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে পার্টি অফিস ঘিরে রাখার অভিযোগ সিপিএমের

WB News Live :মনোনয়ন প্রত্যাহার নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর

ডায়মন্ডহারবারের এসপি এবং ডায়মন্ডহারবার পুলিশ ডিস্ট্রিক্টের সব ওসি-আইসিদের মিটিং করে বলেছে, ক্যামেরার সামনে যাতে কিছু না হয় দেখো, বাড়ি বাড়ি গিয়ে মনোনয়ন যাতে না হয় বা মনোনয়ন প্রত্যাহার করে নেওয়া হয় দেখতে বলা হয়েছে। বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর

WB News Live Update:রাজ্যজুড়ে টানা লোডশেডিং-এর অভিযোগ। আচমকা বিদ্যুৎভবনে বিরোধী দলনেতা

রাজ্যজুড়ে টানা লোডশেডিং-এর অভিযোগ। আচমকা বিদ্যুৎভবনে বিরোধী দলনেতা। 

WB News Live : ভোটের আগেই বজবজে 'বিজয় উৎসব'!

ভোটের আগেই বজবজে 'বিজয় উৎসব'! ৩দিনে ৩০ প্রার্থীর মনোনয়ন, সব তৃণমূলের! মনোনয়নপত্র জমা দেওয়ার পরেই আবীর খেলা, মিষ্টি বিলি, বিজয় উৎসব, বলছেন খোদ তৃণমূল প্রার্থীরাই!

Panchayat Poll News Live : ডোমকলের বন্দুকবাজ তৃণমূল নেতা বাসির মোল্লার ২৩ জুন পর্যন্ত জেল হেফাজত

ডোমকলের বন্দুকবাজ তৃণমূল নেতা বাসির মোল্লার ২৩ জুন পর্যন্ত জেল হেফাজত। আজকেও নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাল না পুলিশ।

WB News Live : পিস্তল নিয়ে দুষ্কৃতীদের দাপাদাপি, মাথা ফাটল সিপিএম নেত্রীর

মিনাখাঁয় সিপিএমকে মনোনয়নে বাধা, পার্টি অফিস ঘেরাও! বোমা, পিস্তল নিয়ে দুষ্কৃতীদের দাপাদাপি, মাথা ফাটল সিপিএম নেত্রীর। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে পার্টি অফিস ঘিরে রাখার অভিযোগ সিপিএমের। 

Panchayat Poll News Live : ভাঙড় ২ নম্বর বিডিও অফিসে কংগ্রেস প্রার্থীকে বাধার অভিযোগ

১৪৪ ধারা জারির পরও মনোনয়নে অশান্তি। ভাঙড় ২ নম্বর বিডিও অফিসে কংগ্রেস প্রার্থীকে বাধার অভিযোগ। পুলিশের সামনেই ধাক্কা মেরে কংগ্রেস প্রার্থীকে বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিক্রিয়ার জন্য আরাবুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলেও কিছু বলতে চাননি। 

WB News Live : সমস্ত জেলাশাসককে চিঠি রাজ্য নির্বাচন কমিশনের

সমস্ত জেলাশাসককে চিঠি রাজ্য নির্বাচন কমিশনের। কেন মনোনয়নপত্র প্রত্যাহার, কারণ দর্শানোর নির্দেশ প্রার্থীদের । কী কারণে মনোনয়নপত্র প্রত্যাহার করা হল, তার কারণ জানাতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। জোর করে প্রত্যাহার করানোর অভিযোগে এই পদক্ষেপ বলে সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের। 

WB News Live : ডোমকলের বন্দুকবাজ তৃণমূল নেতা বাসির মোল্লার ২৩ জুন পর্যন্ত জেল হেফাজত

ডোমকলের বন্দুকবাজ তৃণমূল নেতা বাসির মোল্লার ২৩ জুন পর্যন্ত জেল হেফাজত। আজকেও নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাল না পুলিশ

WB News Live : বাড়বে মনোনয়নের সময় ?

আদালত নির্দেশ দিলে মনোনয়ন জমার সময়সীমা ১৬ জুন পর্যন্ত সময়সীমা বাড়াতে প্রস্তুত, জানাল কমিশন। দিনে ৪ ঘণ্টা পর্যাপ্ত নয়, মন্তব্য আদালতের। ৫ পর্যন্ত বাড়ানো যেতে পারে, জানাল কমিশন।

WB News Live : পঞ্চায়েতের দিন বদলের প্রস্তাব আদালতের

পঞ্চায়েতে দিন বদলের প্রস্তাব আদালতের। ১৫ জুন থেকে ২১ জুন হোক মনোনয়ন পেশ, ২৩ জুন সকুটিনি, ২৬ জুন মনোনয়ন প্রত্যাহার ও ১৪ জুলাই হোক নির্বাচন। প্রাথমিক প্রস্তাব আদালতের।
দিন বদলের প্রস্তাব আদালতের

Panchayat Poll 2023 : পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে মামলার সওয়াল জবাব চলছে

পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে মামলার সওয়াল জবাব চলছে। প্রধান বিচারপতির এজলাসে রিপোর্ট পেশ করল রাজ্য নির্বাচন কমিশন। '১৫ জুন মনোনয়ন পেশের দিন শুরু, ২১ জুন মনোনয়নের শেষ দিন, ২৩ জুন স্ক্রুটিনি এবং ২৬ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন', প্রাথমিক প্রস্তাব আদালতের। '১৪ জুলাই নির্বাচন করা হোক', প্রাথমিক প্রস্তাব আদালতের। 'আদালত নির্দেশ দিলে ১৬ ই জুন পর্যন্ত মনোনয়ন পেশের সময়সীমা বাড়াতে প্রস্তুত কমিশন', আদালতে জানালেন কমিশনের আইনজীবী। 

WB News Live : মনোনয়নে ১৬ জুন পর্যন্ত সময় বাড়াতে প্রস্তুত, জানাল কমিশন

পঞ্চায়েতে দিন বদলের প্রস্তাব আদালতের। মনোনয়নে ১৬ জুন পর্যন্ত সময় বাড়াতে প্রস্তুত, জানাল কমিশন। কোন আইনে আছে, ৭ দিনের বেশি দেওয়া যাবে না? মন্তব্য প্রধান বিচারপতির।

WB News Live : বর্ধমানে সিপিএম সমর্থকদের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ !

বর্ধমান ২ নম্বর ব্লকে বিডিও অফিসে মনোনয়ন তুলতে আসার সময় সিপিএমের ওপর হামলার অভিযোগ। শক্তিগড় মোড়ের কাছে সিপিএম সমর্থকদের গাড়ি লক্ষ্য করে ইটবৃষ্টির অভিযোগ। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, ঘটনাস্থলে র‍্যাফ। 

WB News Live : কাকদ্বীপে কংগ্রেস প্রার্থীকে বিডিও অফিস চত্বরেই বাধা

মনোনয়ন-পর্বের তৃতীয় দিনে কাকদ্বীপে উত্তেজনা। কংগ্রেস প্রার্থী শিবানী দাসকে বিডিও অফিস চত্বরেই বাধা, নথি কেড়ে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পুলিশকে জানালেও কাজ হয়নি বলে অভিযোগ। পাশাপাশি, বিজেপি প্রার্থীদেরও মনোনয়ন জমা দিতে যাওয়ার পথে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

WB News Live : নদিয়ায় কংগ্রেস প্রার্থীকে মনোনয়ন দিতে বাধা, আত্মীয়ের বাড়িতে তাণ্ডব চালানোর অভিযোগ

নদিয়ার নাকাশিপাড়ায় হরনগর গ্রাম পঞ্চায়েতের চণ্ডীতলায় কংগ্রেস প্রার্থীকে মনোনয়ন দিতে বাধা, আত্মীয়ের বাড়িতে তাণ্ডব চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কংগ্রেস প্রার্থী জামান মণ্ডলকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর কাকা, হাত ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। কংগ্রেস প্রার্থীর আত্মীয় হাসপাতালে ভর্তি। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

WB News Update : ইডি-র নজরে কালীঘাটের কাকুর নিয়ন্ত্রণাধীন একটি ট্রাস্ট

৬টি কোম্পানির পর এবার ইডি-র নজরে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর নিয়ন্ত্রণাধীন একটি ট্রাস্ট। এই ট্রাস্টকে সামনে রেখেই এবার সুজয়কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ ইডি-র। 

WB News Live : ঠাকুরনগরে তুলকালাম, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল গাইঘাটা থানার পুলিশ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি ঘিরে ঠাকুরনগরে তুলকালাম। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কাজে বাধা ও এক অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল গাইঘাটা থানার পুলিশ।

WB News Live : অবশেষে বর্ষার আগমন বার্তা শোনাল আবহাওয়া দফতর

দেরিতে হলেও অবশেষে বর্ষার আগমন বার্তা শোনাল আবহাওয়া দফতর। রাজ্যে বর্ষার পা রাখার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।   আজ বাা কাল উত্তরবঙ্গ দিয়ে বাংলায় বর্ষা প্রবেশের প্রবল সম্ভাবনা।

WB News Update : মনোনয়ন-অশান্তি এড়াতে রাজ্য নির্বাচন কমিশনের ১৪৪ ধারা জারি

মনোনয়ন-অশান্তি এড়াতে রাজ্য নির্বাচন কমিশনের ১৪৪ ধারা জারির প্রেক্ষিতে ভাঙড়ের ২ নম্বর ব্লকে বিডিও অফিসের সামনে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। কমিশনের নির্দেশ মেনে জারি করা হয়েছে ১৪৪ ধারা। এলাকায় যাতে কোনও জমায়েত না হয়, সেজন্য সতর্ক করে মাইকে প্রচার করছে পুলিশ।

WB News Live : পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে শান্তির বার্তা তৃণমূল নেতা আরাবুল ইসলামের

পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে শান্তির বার্তা তৃণমূল নেতা আরাবুল ইসলামের। ভাঙড়ের মাঝেরহাট গ্রামে বিধায়ক নৌশাদ সিদ্দিকির পাড়ায় তৃণমূলের দেওয়াল দখল করে নেওয়ার অভিযোগ উঠল আইএসএফের বিরুদ্ধে। এই নিয়ে উত্তেজনা ছড়ায়। তৃৃৃণমূল কর্মীদের উদ্দেশ্যে আরাবুল বার্তা দেন, মারপিটের দরকার নেই। দেওয়াল লিখন নিয়ে ভাঙড়ে যেন কোনও অশান্তি না হয়।

WB News Live : তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিলেন শতাধিক কর্মী

১০ লক্ষ টাকায় বিক্রি হয়েছে পঞ্চায়েতে তৃণমূলের টিকিট। টাকা নিয়েছেন বিধায়ক। টিকিট পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ৩ বছর ধরে সংগঠনের কাজ করিয়েছে। বিস্ফোরক অভিযোগ তুলে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিলেন শতাধিক কর্মী, সমর্থক। 

WB News Live : মনোনয়নে অশান্তি রুখতে ১৪৪ ধারা জারি করল রাজ্য নির্বাচন কমিশন

মনোনয়নে অশান্তি রুখতে ১৪৪ ধারা জারি করল রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবার থেকে মনোনয়ন পর্ব শুরু হতেই জেলায় জেলায় সংঘর্ষ, অশান্তির ছবি ধরা পড়ে। গন্ডগোল আটকাতে আজ থেকে মনোনয়ন কেন্দ্রের ১ কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। 

WB News Live : কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানেই হোক পঞ্চায়েত ভোট, দাবি DA-আন্দোলনকারীদের

পঞ্চায়েত ভোটের আগেই ভোটকর্মীরা মার খাচ্ছেন, এই দাবি তুলে হাইকোর্টে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানেই হোক পঞ্চায়েত ভোট, দাবি DA-আন্দোলনকারীদের।

WB News Live : ভোটকর্মীদের নিরাপত্তার দাবিতে আজ হাইকোর্টে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ

ভোটকর্মীদের নিরাপত্তার দাবিতে আজ হাইকোর্টে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে এবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন DA-আন্দোলনকারীরা। শনিবার ভাঙড় ২ নম্বর ব্লকে মনোনয়ন পর্ব চলাকালীন বিডিও অফিসের কর্মীকে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। 

প্রেক্ষাপট

ঠাকুরবাড়িতে ধুন্ধুমার : অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ( Abhishek Banerjee )  ঠাকুরবাড়িতে পা রাখার আগেই ঠাকুরনগরে ( Thakur Nagar )  তুমুল অশান্তি। অভিষেক আসার আগে নাটমন্দির চত্বরে তুলকালাম, ধুন্ধুমার। দফায় দফায় মতুয়া ঠাকুরবাড়ি চত্বরে উত্তেজনা। ঠাকুরবাড়িতে হাতাহাতিতে জড়িয়ে পড়ল মতুয়াদের ( Matua ) দু'পক্ষ।


দরজা বন্ধ করলেন শান্তনু: ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়ি ছুঁয়ে, জনসংযোগ যাত্রা ( Nabajowar ) নিয়ে যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি সেখানে পৌঁছনোর আগেই বাধল তুলকালাম! যার জেরে মতুয়া মন্দিরের মূল ফটকই বন্ধ করে দিলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর।


ঠাকুরবাড়িতেও 'চোর' স্লোগান: এবার ঠাকুরনগরেও গরুচোর, কয়লা চোর, গো ব্য়াক স্লোগান! নাটমন্দির থেকে রাজ্য পুলিশকে বের করে দিলেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর!কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘাত বাঁধল রাজ্য পুলিশের।


'ঠাকুরবাড়ি' রাজনীতি তরজা: ভোটের আগে কেন ঠাকুরবাড়িতে অভিষেক, প্রশ্ন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। ঠাকুরবাড়ি পৈতৃক সম্পত্তি নয়, শান্তনুকে পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।


শাহের কাছে অভিযোগ: গাইঘাটা থানার ওসির বিরুদ্ধে গায়ে হাত দেওয়ার অভিযোগ শান্তনু ঠাকুরের। স্বরাষ্ট্রমন্ত্রীর ( Amit Shah )  কাছে অভিযোগ কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর।


হেফাজতেই চাইল না পুলিশ:  ডোমকলে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত তৃণমূলের অঞ্চল সভাপতি বাসির মোল্লাকে আজ ফের আদালতে তোলা হবে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করলেও, গতকাল হেফাজতে চেয়ে আবেদন জানায়নি পুলিশ। শুনানিতে গরহাজির থাকলেন সরকারি আইনজীবীও। বাসিরকে ১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।


খড়গ্রামে তৃণমূলে 'ভাঙন' : খড়গ্রামে কংগ্রেস নেতা খুন হওয়ার ৩ দিনের মাথায়, শাসকদলের ঘরে ভাঙন ধরাল কংগ্রেস। কংগ্রেস সূত্রের দাবি, তৃণমূলের খড়গ্রাম ব্লকের সাধারণ সম্পাদক পঞ্চায়েতের উপপ্রধান, পঞ্চায়েত সদস্য-সহ প্রায় ৭০০ নেতা ও কর্মী যোগ দিয়েছেন কংগ্রেসে। অধীর চৌধুরীর হাত ধরে হাত শিবিরে যোগদান।

তৃণমূলের অফিস দখল কংগ্রেসের:  বীরভূমের ময়ূরেশ্বরে দলবদলের জেরে, তৃণমূলের পার্টি অফিসের দখল নিল কংগ্রেস। গতকাল মল্লারপুরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন কয়েকশো কর্মী-সমর্থক। এর পরেই ঝিকোড্ডা গ্রামে পার্টি অফিসে তৃণমূলের প্রতীক মুছে দেয় কংগ্রেস।


বিজেপি-সিপিএমে ভাঙন : হাওড়ার বাগনানে বিজেপি ও সিপিআইএমে বড়সড় ভাঙ্গন ধরাল তৃণমূল। রবিবার বাগনানের কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় থেকে প্রায় আড়াইশো পরিবার বিজেপি ও সিপিআইএম ছেড়ে, তৃণমূলে যোগদান করে।


বিজেপি নেতার উপর 'হামলা': পূর্ব বর্ধমানের আউশগ্রামে বিজেপির আহ্বায়ক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-কে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতির নেতৃত্বে, রাস্তায় বাইক আটকে তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ। অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

তৃণমূলের 'টিকিট' অসন্তোষ : প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার আগেই, টিকিট পাওয়াকে কেন্দ্র করে চরমে উঠল তৃণমূলের গোষ্ঠীকোন্দল।গাজোলে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর। হরিশ্চন্দ্রপুরে আগুন জ্বালিয়ে প্রতিবাদ।

শ্যুটআউটে অধরা অভিযুক্তরা : তৃণমূলের টিকিট পাওয়া নিয়ে অশান্তি! শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বে শনিবার সন্ধেয় উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের দিনহাটার ওকরাবাড়ি। এখনও অধরা অভিযুক্তরা। দলের কোনও দায় নেই, মন্তব্য উদয়ন গুহর। আরও এমন ঘটনা ঘটবে, প্রতিক্রিয়া বিজেপির।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.