West Bengal News Live Updates: দত্তপুকুরের নারায়ণপুরে ফের বাজির গুদামের হদিশ

Get the latest West Bengal News and Live Updates: জেলা থেকে শহরের সব গুরুত্বপূর্ণ খবর, এক ক্লিকেই

ABP Ananda Last Updated: 12 Sep 2023 11:52 PM
WB News Live: পার্থ চট্টোপাধ্যায়ের মতোই একটি স্কুল রয়েছে মানিক ভট্টাচার্যেরও, দাবি ইডি-র

পার্থ চট্টোপাধ্যায়ের মতোই একটি স্কুল রয়েছে মানিক ভট্টাচার্যেরও। নিয়োগ দুর্নীতিকাণ্ডের শুনানিতে আদালতে আজ দাবি করল ইডি। যদিও মানিক ভট্টাচার্যের আইনজীবীর দাবি, সেটি ১০০ বছরের পুরনো, একটি সরকারি স্কুল। পাশাপাশি তদন্তের গতি নিয়ে এদিনও আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হল কেন্দ্রীয় সংস্থাকে। 

West Bengal Live News Updates: দোতলা বাড়ি থাকলেও, প্রভাব খাটিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায় দু’-দু’টি দোকানঘর বানিয়েছেন তৃণমূল নেতা?

দোতলা বাড়ি থাকলেও, প্রভাব খাটিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায় দু’-দু’টি দোকানঘর বানিয়ে ফেলেছেন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার তৃণমূল নেতা। বিডিও-র কাছে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। চাপের মুখে পড়ে আবাস যোজনার টাকায় দোকানঘর তৈরির কথা স্বীকার করেছেন অভিযুক্ত শাসক-নেতা।

WB News Live: ক্লাসে গন্ডগোলের জন্য ছাত্রকে শাস্তি দেওয়ায় শিক্ষকদেরই মারধর অভিভাবকের!

ক্লাসে গন্ডগোলের জন্য ছাত্রকে শাস্তি দেওয়ায়, দলবল নিয়ে স্টাফরুমে ঢুকে শিক্ষকদের মারধর করে শিক্ষা দিলেন অভিভাবক। হাওড়ার শ্যামপুর থানা এলাকার একটি স্কুলের ঘটনা। ভাইরাল সিসি ক্য়ামেরাবন্দি মারধরের ছবি। অভিযুক্ত ২ অভিভাবককে গ্রেফতার করেছে পুলিশ।

West Bengal Live News Updates: সিবিআইয়ের নোটিস নিয়ে কী প্রতিক্রিয়া নারদকর্তা ম্যাথ্যু স্যামুয়েলের?

'সিবিআইয়ের নোটিস পেয়েছি, কিন্তু যাতায়াতের খরচ দিতে হবে', সিবিআইয়ের নোটিস নিয়ে প্রতিক্রিয়া নারদকর্তা ম্যাথ্যু স্যামুয়েলের। 

WB News Live: উপাচার্য নিয়োগ বিল নিয়ে এবার রাজ্যপালের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হল মামলা

উপাচার্য নিয়োগ বিল নিয়ে এবার রাজ্যপালের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হল মামলা। সাংবিধানিক সঙ্কট তৈরি হলে , আদালত রাজ্যপালকে কোনও সিদ্ধান্ত নিতে অনুরোধ করতে পারে কিনা, কেন্দ্রীয় সরকারের আইনজীবীর কাছে তা জানতে চাইলেন বিচারপতি। রাজ্যপালের দফতরের কাছেও চেয়ে পাঠানো হল হলফনামা। 

West Bengal Live News Updates: দত্তপুকুরের নারায়ণপুরে ফের বাজির গুদামের হদিশ

দত্তপুকুরের নারায়ণপুরে ফের বাজির গুদামের হদিশ। বাজির গুদামে পুলিশি হানা, প্রচুর শব্দবাজি বাজেয়াপ্ত। 

WB News Live: বৈঠক শেষে দায়িত্ব নিলেন আরজি কর মেডিক্যালের নতুন অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়

রোগী কল্যাণ সমিতির বৈঠক চালাকালীনই স্বাস্থ্যভবন থেকে এল রিলিজ অর্ডার। বৈঠক শেষে দায়িত্ব নিলেন আরজি কর মেডিক্যালের নতুন অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়। অধ্যক্ষের ঘরের সামনে চলবে আন্দোলন, অনড় পড়ুয়া ও জুনিয়র ডাক্তারদের একাংশ। 

West Bengal Live News Updates: করম পুজো উপলক্ষ্যে ২৫ সেপ্টেম্বর ছুটি ঘোষণা রাজ্য সরকারের

২৫ সেপ্টেম্বর ছুটি ঘোষণা রাজ্য সরকারের। করম পুজো উপলক্ষ্যে পূর্ণদিবস সরকারি ছুটি ঘোষণা। 

WB News Live: মালদা জেলা পরিষদের স্থায়ী সমিতির পদ নিয়েও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব!

স্থায়ী সমিতি থেকে অভিজ্ঞদের বাদ দেওয়ার অভিযোগে বিক্ষোভ। দালাল চক্রের বিনিময়ে পদ বিলি করারও বিস্ফোরক অভিযোগ। রাজ্য নেতৃত্ব থেকে পদ ঠিক করা দেওয়া হয়েছে বলে দাবি নেতৃত্বের। 

West Bengal Live News Updates: মালদা জেলা পরিষদের স্থায়ী সমিতির পদ নিয়েও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব!

মালদা জেলা পরিষদের স্থায়ী সমিতির পদ নিয়েও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব! জেলা পরিষদ সদস্যদের বিক্ষোভের মুখে তৃণমূলের জেলা সভাপতি। 

WB News Live: 'অন্য এজলাসেও মামলা চলছে, রিপোর্ট দিতে হবে, তাই জিজ্ঞাসাবাদ'

'অন্য এজলাসেও মামলা চলছে, রিপোর্ট দিতে হবে, তাই জিজ্ঞাসাবাদ। সমন পাঠানো মানেই কড়া পদক্ষেপ নয়, অভিষেক অভিযুক্ত নয়। কিছু প্রশ্ন আছে, তাই অভিষেককে ডেকে পাঠানো হয়েছে। গ্রেফতার করতে কোনও সমনের দরকার নেই, চাইলে যখন ইচ্ছে করতে পারি', গ্রেফতারির জন্য সমন পাঠানোর আশঙ্কা অমূলক, কোর্টে সওয়াল ইডি। 

West Bengal Live News Updates: দলীয় কর্মীদের হাতেই তালাবন্দি কেন্দ্রীয় মন্ত্রী! অবশেষে উদ্ধার

দলীয় কর্মীদের হাতেই তালাবন্দি কেন্দ্রীয় মন্ত্রী! অবশেষে উদ্ধার। স্বেচ্ছাচারিতার অভিযোগে দলীয় কার্যালয়েই তালাবন্দি সুভাষ সরকার। ২ ঘণ্টা পরে বিজেপি সাংসদকে উদ্ধার করে বের করল পুলিশ!

WB News Live: ইডির কাছে হাজিরার আগের দিন রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে অভিষেক

জোটের বৈঠক নয়, কাল ইডি দফতরেই যেতে পারেন অভিষেক। ইডির কাছে হাজিরার আগের দিন রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে অভিষেক। কোনও কড়া পদক্ষেপ যেন না করা হয়, আদালতে আবেদন অভিষেকের। 'এটা বিদ্বেষপূর্ণ আচরণ, কাল গ্রেফতারও করা হতে পারে', এই ধরনের হয়রানির মানে কী? কোর্টে প্রশ্ন অভিষেকের আইনজীবীর। 

West Bengal Live News Updates: 'যা জানতে চেয়েছে, তা বলেছি, ডাকলে আবার যাব', সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর পর দাবি নুসরতের

ফ্ল্যাট প্রতারণা মামলায় ৫ ঘণ্টারও বেশি সময় ধরে নুসরতকে ইডির জিজ্ঞাসাবাদ। 'যা জানতে চেয়েছে, তা বলেছি, ডাকলে আবার যাব', সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর পর দাবি নুসরত জাহানের। ২ দফায় বসিরহাটের তৃণমূল সাংসদকে ইডির জিজ্ঞাসাবাদ। 

WB News Live: ২৩ সেপ্টেম্বর কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়

যোগ দেবেন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে। ফেরার পথে দুবাইতেও মুখ্যমন্ত্রীর শিল্প বৈঠক রয়েছে। ২৩ সেপ্টেম্বর কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

West Bengal Live News Updates: রাজ্য়ে লগ্নি আনতে ১১ দিনের বিদেশ সফরে গেলেন মুখ্যমন্ত্রী

রাজ্য়ে লগ্নি আনতে ১১ দিনের বিদেশ সফরে গেলেন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকে দুবাই হয়ে আগামীকাল স্পেনের রাজধানী মাদ্রিদে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। এই সফরে প্রবাসী বাঙালিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। 

WB News Live: জোটের বৈঠক নয়, কাল ইডি দফতরেই যেতে পারেন অভিষেক

জোটের বৈঠক নয়, কাল ইডি দফতরেই যেতে পারেন অভিষেক। ইডির কাছে হাজিরার আগের দিন রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে অভিষেক। কোনও কড়া পদক্ষেপ যেন না করা হয়, আদালতে আবেদন অভিষেকের। 

West Bengal Live News Updates: ৫ অক্টোবর সিবিআই দফতর ঘেরাও কর্মসূচি সিপিএমের

৫ অক্টোবর সিবিআই দফতর ঘেরাও কর্মসূচি সিপিএমের। সক্রিয় হোক সিবিআই, অযথা মামলা ঝুলিয়ে রাখা বলে অভিযোগ। অবিলম্বে দুর্নীতির মাথা পর্যন্ত পৌঁছতে হবে, গ্রেফতার করতে হবে, দাবি সিপিএমের।

WB News Live: ফ্ল্যাট প্রতারণা মামলায় তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহানকে জিজ্ঞাসাবাদ শেষ ইডির

ফ্ল্যাট প্রতারণা মামলায় বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানকে জিজ্ঞাসাবাদ শেষ ইডির। নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই সিজিও কমপ্লেক্সে পৌঁছেছিলেন নুসরত। দুই দফায় প্রায় ৫ ঘণ্টার ওপর জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। 

West Bengal Live News Updates: বালিগঞ্জে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ, আচমকা ঘটনাস্থলে রাজ্যপাল

বালিগঞ্জে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ, আচমকা ঘটনাস্থলে রাজ্যপাল। উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাতের আবহেই হঠাৎ গাছ কাটার খবর পেয়ে বালিগঞ্জে বোস। বালিগঞ্জের রোনাল্ড রোডে আবাসনের সামনে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ। পুলিশ, পুরসভা, বন দফতরকে জানানোর পরেও গাছ কাটার অভিযোগ। 

WB News Live: নিয়োগ, কয়লা-গরুপাচার দুর্নীতির মধ্যেই নারদকাণ্ডে ফের সক্রিয় সিবিআই

নিয়োগ, কয়লা-গরুপাচার দুর্নীতির মধ্যেই নারদকাণ্ডে ফের সক্রিয় সিবিআই। নারদকাণ্ডে ম্যাথ্যু স্যামুয়েলকে ফের সিবিআই নোটিস। সোমবার সকাল ১০.৩০টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ। 

West Bengal Live News Updates: উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত, এবার হাইকোর্টে মামলা

উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত, এবার হাইকোর্টে মামলা। উপাচার্য নিয়োগ বিল নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে হাইকোর্টে মামলা। রাজ্যপালের দফতরের হলফনামা তলব করল ডিভিশন বেঞ্চ। 'যুক্তিসঙ্গত সময়ের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ কি করা যায় না?' কেন্দ্রের আইনজীবীর কাছে প্রশ্ন হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। 'মামলাকারীর রাজনৈতিক পরিচয় খতিয়ে দেখা হোক। একটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক মামলাকারী', পরিচয় গোপন করে মামলা গ্রহণযোগ্য নয়, হাইকোর্টে দাবি কেন্দ্রের। 

WB News Live: দলীয় কর্মীদের হাতেই তালাবন্দি কেন্দ্রীয় মন্ত্রী! অবশেষে উদ্ধার

দলীয় কর্মীদের হাতেই তালাবন্দি কেন্দ্রীয় মন্ত্রী! অবশেষে উদ্ধার। স্বেচ্ছাচারিতার অভিযোগে দলীয় কার্যালয়েই তালাবন্দি সুভাষ সরকার। ২ ঘণ্টা পরে বিজেপি সাংসদকে উদ্ধার করে বের করল পুলিশ! কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে তালাবন্দি করে বিজেপি কর্মীদের স্লোগান। দীর্ঘক্ষণ পার্টি অফিসেই তালাবন্দি মন্ত্রী, উদ্ধার করল পুলিশ! 

West Bengal Live News Updates: প্রাথমিকে চাকরিপ্রার্থীদের নবান্ন অভিযান ঘিরে তুলকালাম

প্রাথমিকে চাকরিপ্রার্থীদের নবান্ন অভিযান ঘিরে তুলকালাম। ধর্মতলাতেই আটকাল পুলিশ। 

WB News Live: রানিনগর কাণ্ডে ধৃত কুদ্দুস আলির সঙ্গে দেখা করলেন অধীর চৌধুরী

রানিনগর কাণ্ডে ধৃত কুদ্দুস আলির সঙ্গে দেখা করলেন অধীর চৌধুরী। 'জেলে এমনভাবে কুদ্দুসকে রাখা হয়েছে, দেখে মনে হচ্ছে জঙ্গি', লালবাগ জেলে গিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে দেখা করে দাবি অধীরের। 

West Bengal Live News Updates : নুসরতকে ইডির তলব

ফ্ল্যাট-প্রতারণাকাণ্ডে আজ নুসরত জাহানকে তলব করেছে ইডি। অভিযোগ ওঠে, ২০১৪-১৫ সালে রাজারহাটে জমি কিনে ফ্ল্যাট বানানোর জন্য সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা, ৪২৯ জনের থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে অগ্রিম নেয়। মোট অঙ্ক দাঁড়ায় ২৩ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার টাকা। ৯ বছরে বিনিয়োগকারীরা কেউ ফ্ল্যাট না পেলেও, সেই টাকায় বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনে ফ্ল্য়াট কেনেন বলে অভিযোগ। 

WB News Live : ভোটার তালিকা সংশোধনে বিশেষ পর্যবেক্ষক চায় বিজেপি

ভোটার তালিকা সংশোধনে বিশেষ পর্যবেক্ষক চায় বিজেপি। কে জে রাওয়ের মতো ভোটার তালিকা সংশোধনে পর্যবেক্ষকের দাবি। ডেপুটি ইলেকশন কমিশনারের সঙ্গে দেখা করে দাবি বিজেপির । 'সরাসরি মুখ্যমন্ত্রীর মতো সরকারি প্রকল্পে বেসরকারি সংস্থা', বেসরকারি সংস্থাকে যুক্ত করে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ। 'কে জে রাওয়ের মতো বাংলায় ভোটার তালিকা সংশোধনে বিশেষ পর্যবেক্ষক চাই', উপ নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে দাবি বঙ্গ বিজেপি নেতৃত্বের । ২০০৬: ভোটার তালিকা পরীক্ষার জন্য কমিশনের দায়িত্বে ছিলেন কে জে রাও। 

West Bengal Live News Updates : পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) মতো মানিক ভট্টাচার্যরও একটি স্কুল রয়েছে, আদালতে সওয়াল ইডি-র

পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) মতো মানিক ভট্টাচার্যরও একটি স্কুল রয়েছে, আদালতে সওয়াল ইডি-র। 'যে স্কুলের কথা বলা হচ্ছে সেটা ১০০ বছরের পুরানো একটি সরকারি স্কুল', শুনানির সময় মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) এজলাসে থাকার অনুমতি দেওয়া হোক, আবেদন মানিক ভট্টাচার্যর আইনজীবীর। 'না, এখন দরকার নেই। প্রয়োজন হলে আদালত ডেকে পাঠাবে, জানালেন বিচারপতির তীর্থঙ্কর ঘোষ। শুনানির জন্য আরও তিন সপ্তাহ সময় চাইল ইডি। 'আগেও দু'সপ্তাহ সময় চেয়েছিলেন, তদন্তের অগ্রগতি কতটা হয়েছে? এখনও তো চার্জশিট পেশ করতে পারেননি', মন্তব্য বিচারপতির জামিন মামলায় মন্তব্য বিচারপতির। আগামী ২৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। 

WB News Live : রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ

গতকাল কলেজ স্ট্রিটের পর আজ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভ। উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের ভূমিকার প্রতিবাদে বিক্ষোভ।

West Bengal Live News Updates : কেন্দ্রীয় মন্ত্রীকে ঘেরাও করে ঘরে তালা বন্ধ করে দিল তাঁরই দলের কর্মীরা

কেন্দ্রীয় মন্ত্রীকে ঘেরাও করে ঘরে তালা বন্ধ করে দিল তাঁরই দলের কর্মীরা। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে ঘেরাও করে তালা বন্ধ করে দিলেন বিজেপি কর্মীরা।বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে তালা বন্ধ করে দেওয়া হয় সাংসদ সুভাষ সরকারকে। কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে 'দূর হঠো' স্লোগান দিয়ে ক্ষোভে ফেটে পড়েন দলীয় কর্মীরা। 'জেলায় একনায়কতন্ত্র চালু করে দলের ক্ষতি করছেন সুভাষ সরকার', অভিযোগ কর্মীদের, বিজেপির জেলা সভাপতি দলীয় কার্যালয়ে এলে তাঁকে ঘিরে প্রবল বিক্ষোভ, হাতাহাতিও হয়। 

WB News Live : মন্ত্রিসভায় রদবদলের পরেই এবার জেলাশাসকদের বদলি, ২০ টি জেলার জেলাশাসক বদল

মন্ত্রিসভায় রদবদলের পরেই এবার জেলাশাসকদের বদলি। একাধিক জেলাশাসককে বদলির নির্দেশ নবান্নর। সচিব পর্যায়ের একাধিক আধিকারিকেরও বদলির নির্দেশ। ২০ টি জেলার জেলাশাসক বদল। হাওড়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বদল।

West Bengal Live News Updates : বালিগঞ্জের রোনাল্ড রো-তে অভিজাত আবাসনের সামনে কাটা হচ্ছিল গাছ, গাছ কাটার ঘটনায় বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছেন রাজ্যপাল

বালিগঞ্জের রোনাল্ড রো-তে অভিজাত আবাসনের সামনে কাটা হচ্ছিল গাছ। আচমকা ঘটনাস্থলে উপস্থিত রাজ্যপাল। গাছ কাটার ঘটনায় আপত্তি জানিয়েছেন আবাসনের বাসিন্দারা। পুলিশ, পুরসভা কিংবা বনদফতরকে জানিয়েও লাভ হয়নি বলে দাবি। গাছ কাটার ঘটনায় বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছেন রাজ্যপাল।

WB News Live : আরজি কর মেডিক্যাল কলেজে অধ্যক্ষ বদলি নিয়ে জটিলতা

আরজি কর মেডিক্যাল কলেজে অধ্যক্ষ বদলি নিয়ে জটিলতা। ফের বদলি করা হল আরজি কর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। নতুন অধ্যক্ষ হলেন বারাসাত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়। গতকালই স্বাস্থ্য দফতরের তরফে নির্দেশিকা জারি হয়। অধ্যক্ষ সন্দীপ ঘোষের বদলিতে আপত্তি জানান পড়ুয়াদের একাংশ। ডাক্তারি পড়ুয়াদের দাবি সন্দীপ ঘোষের বদলি তাঁরা মানছেন না। এবিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন পড়ুয়ারা। নতুন অধ্যক্ষকে দায়িত্ব না নিতে অনুরোধ করা হবে বলে জানিয়েছেন পড়ুয়াদের একাংশ। 

West Bengal Live News Updates : বুধবার কি ED দফতরে হাজিরা দেবেন, না INDIA-র বৈঠকে যোগ দেবেন অভিষেক?

অভিষেককে সব দিক থেকে বিরক্ত করা হয়, অকারণে হেনস্থা করা হয়। তাঁকে ফের ED তলব করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দাবি করায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কি ED দফতরে হাজিরা দেবেন, না INDIA-র বৈঠকে যোগ দেবেন অভিষেক? এই প্রশ্ন যখন উঠছে, তখন এ নিয়ে সেটিং কটাক্ষ করছে সিপিএম। 

WB News Live : বিদেশ সফরে গেলেন মুখ্যমন্ত্রী

রাজ্য়ে লগ্নি আনতে ১১ দিনের বিদেশ সফরে গেলেন মুখ্যমন্ত্রী। কলকাতা বিমানবন্দরে পৌঁছে ঘুরে দেখলেন বিশ্ববাংলার স্টোর। কলকাতা থেকে দুবাই হয়ে আগামীকাল স্পেনের রাজধানী মাদ্রিদে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। এই সফরে প্রবাসী বাঙালিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর মাদ্রিদ থেকে ট্রেনে চড়ে যাবেন বার্সেলোনা। যোগ দেবেন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে ফেরার পথে দুবাইতেও মুখ্যমন্ত্রীর শিল্প বৈঠক রয়েছে। ২৩ সেপ্টেম্বর কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

West Bengal Live News Updates : প্রধানমন্ত্রীর 'মেরি মাটি মেরা দেশ' কর্মসূচির জন্য এবার মাটি সংগ্রহ অভিযানে নামছেন শুভেন্দু অধিকারী

সুকান্ত মজুমদারের পর শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীর 'মেরি মাটি মেরা দেশ' কর্মসূচির জন্য এবার মাটি সংগ্রহ অভিযানে নামছেন রাজ্যের বিরোধী দলনেতা। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটে থেকে মাটি সংগ্রহ করবেন শুভেনদু। আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাড়ে ৭ হাজার কলসিতে করে নিয়ে আসা মাটি এবং গাছ নিয়ে দিল্লির ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে অমৃত বটিকা তৈরি করা হবে। এর আগে রবিবার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে মাটি সংগ্রহ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ১৫ অগাস্ট, বিজেপির উত্তর কলকাতা জেলার সভাপতি তমোঘ্ন ঘোষ সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ির মাটি ও ঋষি অরবিন্দর স্মৃতি বিজড়িত বোমার মাঠের মাটি সংগ্রহ করেন। হাওড়ার দেউলটিতে শরৎচন্দ্র চট্টোপাধ্য়ায়ের বাড়ি থেকে মাটি সংগ্রহ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের বাড়ি ও কালীঘাটের মন্দির চত্বরের মাটিও সংগ্রহ করে বিজেপি নেতৃত্ব।

WB News Live : ইডির তলবে হাতে ফাইল নিয়ে সিজিও কমপ্লেক্সে নুসরত জাহান


ইডির তলবে সিজিও কমপ্লেক্সে নুসরত জাহান। নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগে পৌঁছলেন বসিরহাটের তৃণমূল সাংসদ। সকাল ১১টায় তলব করা হয়েছিল নুসরত জাহানকে
ফ্ল্যাট-প্রতারণাকাণ্ডে আজ নুসরত জাহানকে তলব করেছিল ইডি। হাতে ফাইল নিয়ে ইডি দফতরে নুসরত। সকাল ১০.০৯ নাগাদ পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট থেকে রওনা দেন বসিরহাটের তৃণমূল সাংসদ

West Bengal Live News Updates : মালদার গাজোলে জাতীয় সড়কে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল ৪ টোটো যাত্রীর

মালদার গাজোলে জাতীয় সড়কে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল ৪ টোটো যাত্রীর। গুরুতর আহত হয়েছেন আরও একজন। ভোর সাড়ে ৫টা নাগাদ গাজোলের শ্যামনগর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। টোটোয় চড়ে কিষাণ মাণ্ডিতে সবজি বিক্রি করতে যাচ্ছিলেন কয়েকজন কৃষক। সেইসময় ১২ নম্বর জাতীয় সড়কে মালদাগামী লরিটি তাঁদের টোটোয় পিছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ৩ কৃষকের মৃত্যু হয়। গাজোল হাসপাতালে মৃত্যু হয় আরও এক টোটো যাত্রীর। গুরুতর আহত যাত্রী মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। গাজোল থানার পুলিশ লরি আটক করলেও, চালক ফেরার। 

WB News Live : ক্লাসে গন্ডগোলের জন্য ছাত্রকে শাস্তি দেওয়ায়, দলবল নিয়ে স্টাফরুমে ঢুকে শিক্ষকদের মারধর করে সবক শেখালেন অভিভাবক !

ক্লাসে গন্ডগোলের জন্য ছাত্রকে শাস্তি দেওয়ায়, দলবল নিয়ে স্টাফরুমে ঢুকে শিক্ষকদের মারধর করে সবক শেখালেন অভিভাবক। হাওড়ার শ্যামপুর থানা এলাকার একটি স্কুলের ঘটনা। ভাইরাল সিসি ক্য়ামেরাবন্দি মারধরের ছবি। অভিযোগ, গতকাল ইংরেজির ক্লাসে গন্ডগোল করায় দশম শ্রেণির ছাত্রকে প্রথমে বেরিয়ে যেতে বলা হয়। ছাত্র অস্বীকার করলে কান ধরে ওঠবস করানোর পর, গালে চড় মারেন শিক্ষক। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, খবর পেয়ে স্টাফরুমে চড়াও হয়ে শিক্ষকদের বেধড়ক মারধর করেন ওই ছাত্রের পরিবারের সদস্যরা। এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন অন্য অভিভাবক ও প্রাক্তনীরা। শ্যামপুর থানায় অভিযোগ দায়ের করেছে স্কুল কর্তৃপক্ষ। 

West Bengal Live News Updates : রাজ্য়ে লগ্নি আনতে ১১ দিনের বিদেশ সফরে মুখ্যমন্ত্রী

রাজ্য়ে লগ্নি আনতে ১১ দিনের বিদেশ সফরে মুখ্যমন্ত্রী।  আজই রওনা দিচ্ছেন। কলকাতা থেকে দুবাই হয়ে যাবেন স্পেনের রাজধানী মাদ্রিদে। সেখান থেকে যাবেন বার্সেলোনা। মুখ্যমন্ত্রীর প্রতিনিধিদলে থাকছেন ইস্টবেঙ্গল, মোহনবাগানের একজন করে প্রতিনিধি। লন্ডন থেকে এসে প্রতিনিধিদলে যোগ দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফেরার পথে দুবাইতেও মুখ্যমন্ত্রীর শিল্প বৈঠক রয়েছে। ২৩ সেপ্টেম্বর দেশে ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

WB News Live : বেনজির ভাষায় পুলিশকে আক্রমণ করলেন বিজেপির পশ্চিম মেদিনীপুরের মুখপাত্র

তৃণমূলের হয়ে কাজ করছে পুলিশ। এই অভিযোগ তুলে বেনজির ভাষায় পুলিশকে আক্রমণ করলেন বিজেপির পশ্চিম মেদিনীপুরের মুখপাত্র। সেই মঞ্চেই হাজির ছিলেন সাংসদ দিলীপ ঘোষ। পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূলও। 

West Bengal Live News Updates : রাজ্যপাল বলেন, রাজভবন নয়, ফাইল আটকে রয়েছে রাজ্য সরকারের কাছেই

রাজ্যপাল একাধিক বিল আটকে রেখেছেন। বারবার এই অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে এদিন রাজ্যপাল বলেন, রাজভবন নয়, ফাইল আটকে রয়েছে রাজ্য সরকারের কাছেই।

WB News Live : আজ ১১ দিনের বিদেশ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ ১১ দিনের বিদেশ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাই হয়ে স্পেনের রাজধানী মাদ্রিদে যাচ্ছেন মু্খ্যমন্ত্রী।

West Bengal Live News Updates : ফ্ল্যাট-প্রতারণাকাণ্ডে আজ নুসরত জাহানকে তলব করেছে ইডি

ফ্ল্যাট-প্রতারণাকাণ্ডে আজ নুসরত জাহানকে তলব করেছে ইডি। অভিযোগ ওঠে, ২০১৪-১৫ সালে রাজারহাটে জমি কিনে ফ্ল্যাট বানানোর জন্য সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা, ৪২৯ জনের থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে অগ্রিম নেয়। মোট অঙ্ক দাঁড়ায় ২৩ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার টাকা। ৯ বছরে বিনিয়োগকারীরা কেউ ফ্ল্যাট না পেলেও, সেই টাকায় বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহান দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনে ফ্ল্য়াট কেনেন বলে অভিযোগ। 
পাম অ্যাভিনিউয়ে ইডেন ইম্পিরিয়াল আবাসনে রয়েছে নুসরতের আড়াই হাজার স্কোয়ার ফুটের ফ্ল্যাট। সাংবাদিক বৈঠক করে দুর্নীতির অভিযোগ উড়িয়ে নুসরত দাবি করেন, তিনি ওই সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন। কিন্তু তৃণমূল সাংসদের লোন নেওয়ার এই দাবি পত্রপাঠ খারিজ করে দেন সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর রাকেশ সিং। গতকাল ইডি-র তলবে হাজিরা দেননি রাকেশ। উল্টে সময় চেয়েছেন। আজ নুসরত হাজিরা দেন কি না, সেটাই দেখার। 

WB News Live : ট্রেনে কাটা পড়ে পা বাদ গেছে, সেই জখম ছাত্রীর সঙ্গে হাসপাতালে দেখা করে গেলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

ট্রেনে কাটা পড়ে পা বাদ গেছে। সেই জখম ছাত্রীর সঙ্গে হাসপাতালে দেখা করে গেলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ছাত্রীর কথা বলতে গিয়ে, চোখ জল এল বিচারপতির। জখম ছাত্রীর পাশে মুখ্যমন্ত্রী থাকবেন বলে, আশা প্রকাশ করলেন তিনি।

West Bengal Live News Updates : রানিনগরে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনে গোটা প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের

রানিনগরে পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনে গোটা প্রক্রিয়ার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। এই পরিস্থিতিতে, থানা ভাঙচুরকাণ্ডে ধৃত, কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি, দাবি করলেন, তৃণমূলে যোগ দিতে, তাঁকে চাপ দিচ্ছেন থানার বড়বাবু। আবার কংগ্রেস থেকে তৃণমূলে যাওয়া এক নেতার পরিবারের অভিযোগ, তৃণমূলে যোগ না দিলে নাকি পুলিশ কেস তুলবে না। 

WB News Live : নৈশভোজে যোগীর সঙ্গে গল্প করছে, আর বাংলায় এসে কংগ্রেসকে খতম করছে, মমতাকে নিশানা অধীরের

রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া দিয়ে, G-20 র ডিনারে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তা নিয়ে মুখ্য়মন্ত্রীকে কড়া আক্রমণ শানিয়েছেন, অধীর চৌধুরী। লোকসভার নেতা বলেন, নৈশভোজে যোগীর সঙ্গে গল্প করছে, আর বাংলায় এসে কংগ্রেসকে খতম করছে। এটাই দিদির ইন্ডিয়ার ফর্মুলা। পাল্টা জবাব দিতে দেরী করেনি তৃণমূল।

West Bengal Live News Updates : নবান্নে বসে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, ধূপগুড়ি মহকুমা হচ্ছে

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রতিশ্রুতিতেই সায় দিল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মন্ত্রিসভা। সোমবার নবান্নে বসে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, ধূপগুড়ি মহকুমা হচ্ছে। কটাক্ষ করতে দেরি করেনি বিরোধীরা। এদিকে, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই ধূপগুড়িতে শুরু হয়েছে সেলিব্রেশন। 

প্রেক্ষাপট

বিরোধী ইন্ডিয়া জোটের সমন্বয় কমিটির বৈঠকের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerkee) ইডির (ED) তলব। রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 


স্কুলে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam), এবার ৪ সাক্ষীর গোপন জবানবন্দি চায় সিবিআই। কীভাবে চাকরি চুরি? ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান রেকর্ডের জন্য আলিপুর কোর্টে আবেদন।


এজেন্সি থেকে বাঁচতে বিজেপিই কি রক্ষাকবচ ? বীরভূমে অনুপম হাজরার (Anupam Hazra) বার্তা ঘিরে তোলপাড়। বিজেপি নেতার বার্তা, কোটিপতি তৃণমূল নেতারা ইডি সিবিআই আসবে বলে মনে হলে কানে কানে বলুন, ব্যবস্থা হবে। এদিকে, অনুপমকে নিয়ে বিতর্কের মুখে অস্বস্তিতে রাজ্য বিজেপি নেতৃত্ব। দলবিরোধী বলে হুঁশিয়ারি শমীকের। কেন্দ্রীয় নেতার সমালোচনা কীভাবে করেন রাজ্য নেতা ? পাল্টা আক্রমণে অনুপম। 


কী আছে মধ্যরাতে রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Governor CV Ananda Bose) গোপন চিঠিতে? ২ দিন পরেও রহস্য। মধ্যরাতে রাজ্যপালের কনফিডেন্সিয়াল চিঠি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


ভ্যাম্পায়ারের মতো বাছা বাছা বিশেষণে শিক্ষামন্ত্রীর আক্রমণ, কটাক্ষেই পাল্টা জবাব রাজ্যপাল। রাজভবনে আটকে নেই কোনও বিল। মুখ্যমন্ত্রীর অভিযোগ খারিজ রাজ্যপালের। নিয়ম মেনে অন্তর্বর্তী ভিসি নিয়েগের দাবি। কলেজ স্কোয়ারে রাজ্যপালের বিরুদ্ধে টিএমসিপি-র বিক্ষোভ।


অভিষেকের ঘোষণাতেই মন্ত্রিসভার সিলমোহর। মুখ্যমন্ত্রীর বিদেশযাত্রার আগে ধূপগুড়িকে মহকুমা (Dhupguri Sub Division) করার সিদ্ধান্তে অনুমোদন। 


রাজ্য মন্ত্রিসভায় রদবদল (West Bengal Cabinet Reshuffle)। ইন্দ্রনীলের কাছে পর্যটন দফতর হারালেন বাবুল সুপ্রিয়। হাতে কারিগরির সঙ্গে অচিরাচরিত বিদ্যুৎ দফতর। বাবুলকে সরিয়ে পর্যটনের দায়িত্বে ইন্দ্রনীল। খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী হলেন অরূপ। পঞ্চায়েতের সঙ্গে সমবায়ে প্রদীপ। শিল্প পুনর্গঠন দফতরের বাড়তি দায়িত্বে জ্যোতিপ্রিয়।


মঙ্গলে বিদেশ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুবাই হয়ে যাবেন মাদ্রিদ, বার্সিলোনা। বৃহস্পতিবার ফুটবল কর্তাদের সঙ্গে বৈঠক। ক্যালেন্ডার প্রকাশ লা লিগার। সফরসঙ্গী ৩ ক্লাব কর্তা। থাকবেন সৌরভও।


কংগ্রেস ভাঙিয়েও রানিনগর নিয়ে বড়সড় ধাক্কা তৃণমূলের। পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের। সমিতি গঠন হলেও কার্যকরে নিষেধাজ্ঞা। রানিনগর পঞ্চায়েত নিয়ে পরতে পরতে নাটক। বোর্ড গঠন আটকাতেই অশান্তির মামলায় গ্রেফতারির অভিযোগ কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতির। 


কংগ্রেসের হাত থেকে ঝালদা দখল করেও অস্বস্তিতে তৃণমূল। পুরসভার বৈঠকে ৩ দলত্যাগী, গরহাজির তৃণমূলেরই ৩ কাউন্সিলর! বিতর্কের মুখে পরে আসার সাফাই নেতৃত্বের। 


ভর সন্ধ্যায় অন্ডালে শ্যুটআউট। সিপিএম সমর্থক পঞ্চায়েতকর্মীর হাতে গুলি। পার্টি অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠতেই হামলা। কারণ নিয়ে এখনও ধোঁয়াশা।


খাস কলকাতায় ফিল্মি কায়দায় সকুলের সামনেই ছাত্রকে অপহরণের অভিযোগ! সহপাঠীরাও আক্রান্ত! কসবা থেকে উদ্ধার করল লেক থানার পুলিশ। আটক ২।


ডেঙ্গিতে (Dengue Scare) এবার যাদবপুরের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃত্যু। দেঙ্গায় বধূর মৃত্যু। ডেঙ্গির সঙ্গে ম্যালেরিয়ার থাবা মেডিক্যাল কলেজের কর্মী আবাসনেও। আক্রান্ত ডাক্তারির ছাত্র।


ট্রেন থেকে পড়ে পা হারানো ছাত্রীকে দেখতে আর জি কর হাসপাতালে বিচারপতি গঙ্গোপাধ্যায়। বেরোনোর সময় চোখে জল। 


শান্তিস্বরূপ ভাটনগর (Shanta Swarup Bhatnagar) পুরস্কার পাচ্ছেন ৪ বাঙালি বিজ্ঞানী। পুরস্কৃত হচ্ছেন ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ কেমিক্যাল বায়োলজির চিকিৎসক-বিজ্ঞানী দীপ্যমান গঙ্গোপাধ্যায়। শুভেচ্ছা মমতার। 


বিরাট-রাহুলের জোড়া সেঞচুরি। পেসারদের দাপটের পাশে কুলদীপের ৫ উইকেট। এশিয়া কাপে (Asia Cup) ২২৮ রানে পাকিস্তানকে ওড়াল টিম ইন্ডিয়া। 


বিশ্ব ঘুরে আইসিসি বিশ্বকাপের ট্রফি এবার আনন্দবাজারের দফতরে। হাজির ঝুলন গোস্বামী থেকে একাধিক প্রাক্তন ক্রিকেটার। ৫ অক্টোবর থেকে শুরু বিশ্বকাপ।


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.