WB News LIVE Blog: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে ফের উত্তপ্ত কেশপুর
Get the latest West Bengal News and Live Updates: দিনভর কোথায় কী ঘটছে? জেনে নিন আপনার জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেের অভিযোগে ফের উত্তপ্ত কেশপুর। শাকপুরে মারধরে আহত তৃণমূল নেতা সহ ৪ জন। ১৭২ নম্বর বুথের তৃণমূল সভাপতি সহ আহত ৪ জন। ২ জনকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযোগ কেশপুর ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যুৎ পাঁজার অনুগামীদের বিরুদ্ধে। পারিবারিক বিবাদ, রাজনীতির যোগ নেই, পাল্টা দাবি ব্লক সভাপতির।
'দিদির দূত' কর্মসূচিকে কেন্দ্র করে আরাবুল ইসলাম ও রেজাউল করিম গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। অন্যদিকে, হুগলির গোঘাটে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেতারা। ঘটনায় কটাক্ষ করেছে বিজেপি।
এমবিবিএসে ভর্তির নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার ১, ধৃতের নাম আকাশ চট্টোপাধ্যায়। মহারাষ্ট্রতেও প্রতারণার জাল ছড়িয়েছিল আকাশ। ভবানীপুর, টালিগঞ্জ সহ একাধিক থানাতে অভিযোগ দায়ের ৭ জনের। আকাশ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল ভবানীপুর থানার পুলিশ।
গতকাল শহরে এসে আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড়। সেই খবর পেয়ে তড়িঘড়ি ইএম বাইপাসের এক হোটেলে যান সৌরভ গঙ্গোপাধ্য়ায়। মহারাজ দেখা করেন দ্রাবিড়ের সঙ্গে। তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন সৌরভ। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়।
পুণ্যস্নানের এখনও ২ দিন বাকি। তার আগেই দূর দূরান্ত থেকে গঙ্গাসাগরে আসতে শুরু করেছেন পুণ্যার্থীরা। জমে উঠেছে মেলা চত্বর।
মালদার ইংরেজবাজারে খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে আবাস যোজনা নিয়ে অভিযোগ জানালেন গ্রামবাসীরা। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো না মেনে রাজনীতি করছেন, অভিযোগ করেছে তৃণমূল। মানুষ ক্ষোভের কথা জানাতে এসেছেন, প্রতিক্রিয়া কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর।
এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বামী বিবেকানন্দের সঙ্গে তুলনা। মোদিকে স্বামী বিবেকানন্দর সঙ্গে তুলনা বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর। 'স্বামীজির নবরূপে নরেন্দ্র মোদি জন্মগ্রহণ করেছেন, মাতৃবিয়োগের পরেও নরেন্দ্র মোদি যেভাবে দেশসেবা করেছেন......তাতে মনে হয় নরেন্দ্র মোদিই আধুনিক ভারতের বিবেকানন্দ', মন্তব্য বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর।
মকর সংক্রান্তির আগে বদলাচ্ছে আবহাওয়ার মতিগতি। ফের নামল পারদ। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, এবার পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই। এর মধ্যেই গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করেছে। রয়েছে নিরাপত্তার কড়াকড়ি।
মকর সংক্রান্তির আগে বদলাচ্ছে আবহাওয়ার মতিগতি। ফের নামল পারদ। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, এবার পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই। এর মধ্যেই গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করেছে। রয়েছে নিরাপত্তার কড়াকড়ি।
মকর সংক্রান্তির আগে বদলাচ্ছে আবহাওয়ার মতিগতি। ফের নামল পারদ। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, এবার পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই। এর মধ্যেই গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করেছে। রয়েছে নিরাপত্তার কড়াকড়ি।
মকর সংক্রান্তির আগে বদলাচ্ছে আবহাওয়ার মতিগতি। ফের নামল পারদ। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, এবার পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনও সম্ভাবনা নেই। এর মধ্যেই গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করেছে। রয়েছে নিরাপত্তার কড়াকড়ি।
দ্বিতীয় একদিনের ম্যাচ দেখতে ইডেনে সপরিবার সৌরভ গঙ্গোপাধ্যায়। ইডেনে ভারত শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের ম্যাচ। প্রথম একদিনের ম্যাচে শতরান করেন বিরাট।
হাইকোর্টে বেনজির বিশৃঙ্খলা, আসছে বার কাউন্সিলের ৩ সদস্য। দিল্লি থেকে আসছেন বার কাউন্সিল অব ইন্ডিয়ার ৩ সদস্য। রেজিস্ট্রার জেনারেল, বার অ্যাসোসিয়েশনের পদাধিকারীদের সঙ্গে বৈঠক। হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীদের সঙ্গেও কথা বলবে প্রতিনিধিদল। সবার সঙ্গে কথা বলার পরে মঙ্গলবারের মধ্যে কাউন্সিলের কাছে রিপোর্ট পেশ। যা হয়েছে, তা বরদাস্ত করা হবে না, জানিয়ে দিল বার কাউন্সিল অব ইন্ডিয়া। আইনজীবীদের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বার কাউন্সিল অব ইন্ডিয়া।
পঞ্চায়েত ভোটে তৃণমূলকে রুখতে ডান্ডা, ঝাঁটার দাওয়াই বিজেপি নেতার। 'তৃণমূলের গুন্ডারা বাড়িতে হুমকি দিতে এলে ঝাঁটা মেরে তাড়ান। মনোনয়নপত্র জমার সময় রাখতে হবে ঝান্ডা আর ডান্ডা।' বীরভূমের সিউড়িতে কর্মি সম্মেলনে তৃণমূলকে হুমকি ২ বিজেপি নেতার। মানুষই সঙ্গে না থাকলে, কার হাতে ডান্ডা দেবেন? বিজেপিকে পাল্টা খোঁচা তৃণমূলের।
পুণ্যস্নানের এখনও ২ দিন বাকি। তার আগেই দূর দূরান্ত থেকে গঙ্গাসাগরে আসতে শুরু করেছেন পুণ্যার্থীরা। জমে উঠেছে মেলা চত্বর। তৎপর পুলিশ, প্রশাসন। মেলা চত্বরে সিসি ক্যামেরা বসিয়ে চলছে নজরদারি।
পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার আগেই রক্তাক্ত বর্ধমান, কেতুগ্রামে তৃণমূলকর্মী খুন। পারিবারিক বিবাদের আক্রোশে খুনের অভিযোগ পরিবারের, গ্রেফতার ২। বালির ব্যবসায় যুক্ত তৃণমূলকর্মীকে খুনের নেপথ্যে দলেরই একাংশ, দাবি পরিবারের। রাজনৈতিক কারণ নয়, পারিবারিক বিবাদের জেরেই খুন, পাল্টা দাবি নেতৃত্বের।
বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে সরব প্রখ্যাত মার্কিন ভাষাবিজ্ঞানী নোয়াম চমস্কি। ভারতবর্ষ সহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ২৬১ জন শিক্ষাবিদের সমর্থনে চিঠি। রাষ্ট্রপতিকে চিঠি ২৬১ জনের। উপাচার্যের বিরুদ্ধে সাক্ষর অভিযানে সামিল অমর্ত্য সেনের কন্যাও। দীর্ঘ ৪ বছরে একাধিক অধ্যাপক-অধ্যাপিকা, পড়ুয়াকে সাসপেণ্ড, বরখাস্ত করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। উপাচার্যের বিরুদ্ধে সরব ভারতবর্ষের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাবিদরা। উপাচার্যের বিরুদ্ধে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি
'চোর ধরো, জেল ভরো' স্লোগান তুলে বামেদের মিছিল, সেখানেই হঠাৎ বোমাবাজি। কাঁথির সুনিয়ায় সুজন চক্রবর্তীর নেতৃত্বে বামেদের মিছিল শেষ হতেই বোমাবাজির অভিযোগ। বোমাবাজির সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই, দাবি নেতৃত্বের।
'দিদির দূত' কর্মসূচিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। আরাবুল ইসলাম ও রেজাউল করিম গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বের অভিযোগ। ভাঙড়ে কর্মসূচি শুরু হতেই শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। আরাবুল ইসলাম-শুভাশিস চক্রবর্তীর কর্মসূচিতে অনুপস্থিত বিরোধী গোষ্ঠীর নেতারা। আরাবুল ইসলামকে নিয়ে কর্মসূচি যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতির। এলাকা ছাড়তেই ভাঙড়ের চেয়ারম্যান রেজাউল করিম গোষ্ঠীর বিক্ষোভ।
হরিয়ানায় পানিপথে 'সিলিন্ডার ফেটে' শেষ ইসলামপুরের পরিবার! বাড়িতে 'সিলিন্ডার বিস্ফোরণ', স্বামী-স্ত্রী-৪ সন্তান-সহ গোটা পরিবার শেষ। কার্পেট কারখানায় কাজের জন্য ২ বছর আগে পানিপথ গিয়েছিলেন মহম্মদ করিম। গতকাল রাতে ইসলামপুরে পরিবারের সঙ্গে শেষবার কথা, সকালে বিস্ফোরণের খবর মেলে। সকালে সিলিন্ডার ফেটে বিস্ফোরণের খবর আসে, দাবি পরিবারের।
শ্রমিক ও আমার স্ত্রী-ছেলের যৎসামান্য টাকা বাড়ি থেকে পেয়েছে আয়কর দফতর। চালকলে চাষিদের কাছ থেকে নগদে ধান কেনার টাকা রাখা ছিল, সেটাই বাজেয়াপ্ত করেছে। এভাবে চললে ব্য়বসা বন্ধ করে দিতে হবে। প্রতিক্রিয়া তৃণমূল বিধায়ক জাকির হোসেনের।
এবার তৃণমূল বিধায়ক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বাড়িতে উদ্ধার বিপুল অর্থ। মুর্শিদাবাদের জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের বাড়ি, অফিস ও কারখানা থেকে কয়েক কোটি টাকা উদ্ধার করল আয়কর দফতর। গতকাল দিল্লি, কলকাতা, মুর্শিদাবাদে অভিযান চালান আয়কর দফতরের অফিসাররা। আয়কর দফতর সূত্রে জানা গেছে, ৩টি জায়গা থেকে এ পর্যন্ত ১৫ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এভাবে নগদ টাকা কেন লুকিয়ে রাখা হয়েছিল? সবই খতিয়ে দেখছে আয়কর দফতর।
কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলরের হোটেলে আয়কর দফতরের ম্যারাথন তল্লাশি। ৩০ ঘণ্টার বেশি সময় ধরে এজেসি বোস রোডে আমিরুদ্দিন ববির হোটেলে তল্লাশি। গতকাল সকাল ৮ থেকে তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর। আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। প্রতিক্রিয়া মেলেনি ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিরুদ্দিন ববির।
৩২৫ জনের নামের তালিকা নিয়ে আজ ফের মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব করেছে সিবিআই। নিয়োগকাণ্ডে ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। যুব তৃণমূলের এক নেতাই সাড়ে ১৯ কোটি নিয়েছেন বলে স্বীকারও করেছেন CBI-এর কাছে। গতকাল এই বিস্ফোরক দাবি করেন তাপস মণ্ডল। CBI সূত্রে দাবি, সেই অভিযোগ ও নথি সামনে রেখেই এদিন ফের তাপসকে জিজ্ঞাসাবাদ করা হবে।
কোচবিহারের পানিশালায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যুব তৃণমূলের বৈঠক চলাকালীন চলল বোমাবাজি। গতকাল রাতের ঘটনা। ঘটনায় কয়েকজনকে তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ। তৃণমূলের অভিযোগ, পরপর কয়েকটি বোমা ছোড়া হয়। ঘটনাস্থল থেকে একটি বোমার সুতলি উদ্ধার হয়েছে। তৃণমূলের তরফে একে দুষ্কৃতীদের কাজ বলে দাবি করা হলেও, তৃণমূল কর্মীদের গ্রেফতারি ঘিরে প্রকাশ্যে আসছে শাসকদলের কোন্দল।
'৭ হাজার শ্রমিক এখানে কাজ করেন। তাঁদের বেতন নগদেই দিতে হয়। রাইস মিলেও তল্লাশি হয়েছে। চাষের জায়গায় সব নগদে কারবার হয়। তাই বাড়িতে বাধ্য হয়ে টাকা রাখতে হয়। এরপর টাকা না পেলে আবার চাষিরা না বিক্ষোভে যান',
প্রতিক্রিয়া জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের।
দিদির দূত কর্মসূচিতে গিয়ে ফের পাঁশকুড়ায় দলীয় নেতার ক্ষোভের মুখে পড়লেন কুণাল ঘোষ। কর্মসূচি শেষ না করেই ফিরতে হল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে। দিদির দূত কর্মসূচি পালনে এদিন পাঁশকুড়া ব্লকের ঘোষপুর অঞ্চলে যান কুণাল। এলাকায় ২ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে বলে তাঁর সামনে ক্ষোভ উগরে দেন তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি মুজিবর রহমান। এ নিয়ে মন্তব্য করতে চাননি কুণাল ঘোষ। খারাপ রাস্তার জন্য প্রাক্তন অঞ্চল সভাপতিকেই দায়ী করেছেন তৃণমূলের ব্লক সভাপতি। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর প্রতিক্রিয়া, পঞ্চায়েতে তৃণমূল কেমন কাজ করেছে তার প্রমাণ এই ঘাড়ধাক্কা। গতকাল দিদির দূত কর্মসূচিতে গিয়ে পাঁশকুড়া ব্লকের গোবিন্দনগর অঞ্চলে ক্ষোভের মুখে পড়েন কুণাল ঘোষ।
এবার জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার 'কুবেরের ধন'। জাকির হোসেনের বাড়ি, অফিস, গুদাম, কারখানা থেকে উদ্ধার ১১ কোটি টাকা। গতকাল জাকিরের বাড়ি, অফিস, গুদাম, কারাখানায় তল্লাশি চালায় আয়কর দফতর। কোথা থেকে এল এত নগদ টাকা, খতিয়ে দেখছে আয়কর দফতর
বর্ধমানের কেতুগ্রামে শ্যুটআউট। পঞ্চায়েত ভোটের আগে কেতুগ্রামে খুন তৃণমূল কর্মী। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তৃণমূল কর্মীকে গুলি করে খুন। নিহত তৃণমূল কর্মীর নাম দুলাল শেখ। পুরনো আক্রোশের জেরেই খুনের অভিযোগ পরিবারের।
তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে খুনের অভিযোগ।
মন্ত্রী গেলেও, বিভিন্ন অভিযোগ নিয়ে প্রশ্ন করছেন গ্রামবাসীরা। কোথাও কোনও দিদির দূতের দেখা পাওয়া যাচ্ছে না। এরপর দিদির দূতেরা গেলে ভগ্নদূত হয়ে ফিরবেন, কটাক্ষ দিলীপ ঘোষের।
৩২৫ জনের নামের তালিকা নিয়ে আজ ফের মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব করেছে সিবিআই। নিয়োগকাণ্ডে ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। যুব তৃণমূলের এক নেতাই সাড়ে ১৯ কোটি নিয়েছেন বলে স্বীকারও করেছেন CBI-এর কাছে। গতকাল এই বিস্ফোরক দাবি করেন তাপস মণ্ডল। CBI সূত্রে দাবি, সেই অভিযোগ ও নথি সামনে রেখেই এদিন ফের তাপসকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এবার জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার 'কুবেরের ধন'। জাকির হোসেনের বাড়ি, অফিস, গুদাম, কারখানা থেকে উদ্ধার ১১ কোটি টাকা
পোস্টারকাণ্ড এবং আদালতের এজলাস আটকে বিক্ষোভের ঘটনায় আদালত অবমাননার রুল জারি করে অভিযোগ খণ্ডন করলেন বিচারপতি রাজাশেখর মান্থা। নির্দেশনামায় বিচারপতি মান্থা জানিয়েছেন, বিচারপতির সম্মানহানি হয় এ ধরনের অভিযোগের সঙ্গে তাঁর বাসস্থান নিয়ে বেপরোয়াভাবে পোস্টারে ভুল ও মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। কারণ এই বাসস্থানের রেজিস্ট্রি, রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্স, কলকাতার কাছে করা হয়েছে। সেই নথিও এই মামলার রেকর্ডে রাখতে বলেছেন বিচারপতি। নির্দেশনামায় বিচারপতি মান্থা জানিয়েছেন, কিছু আইনজীবী ও অন্য ব্যক্তিরা আদালতে ভয়ের পরিবেশ তৈরি করতে চেয়েছেন। পোস্টারে মিথ্যা-ভিত্তিহীন অভিযোগ এনে তাঁরা আদালতের কাজে ব্যাঘাত ঘটাতে চেয়েছেন। মিথ্যা, বিভ্রান্তিকর, ভিত্তিহীন পোস্টার দিয়ে আদালত ও বিচারপতিকে কলঙ্কিত করার প্রবণতা আসলে জনমানসে আদালত ও বিচারপতির ক্ষমতাকে ছোট করে দেখানোর চেষ্টা। বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত সম্প্রদায়ের আত্মবিশ্বাসে ঝাঁকুনি দেওয়ার চেষ্টা করার পাশাপাশি, ঝাঁকুনি দেওয়াও হয়েছে। আদালত অবমাননার রুল জারি করে নির্দেশনামায় বলেন বিচারপতি রাজাশেখর মান্থা।
মদন মিত্রর ফের পঞ্চায়েত-হুঁশিয়ারি, পঞ্চায়েত ভোটে ৯৮ শতাংশ আসনই যাবে তৃণমূলের দখলে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় অবাধে শান্তিপূর্ণ ভোট হবে পঞ্চায়েতে। পেনাল্টিতেও গোলকিপার থাকে, এখানে গোলকিপার থাকবে না। মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর।
রাতের শহরে নিউটাউনে বেপরোয়া গতির বলি দুই বাইক আরোহী।গুরুতর জখম হন আরও একজন। গতকাল রাত ২টো নাগাদ ইকো পার্কের সামনে মিষ্টি হাবের কাছে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, তিন বাইক আরোহীই মত্ত অবস্থায় ছিলেন। দ্রুত গতিতে যাওয়ার সময়, নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারেন বাইক চালক। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। গুরুতর জখম আরও একজনকে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সল্টলেকের FD ব্লকের ঝুপড়ি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। ভোর সাড়ে ৫টা নাগাদ আগুন লাগে। শতাধিক দোকান ইতিমধ্যেই ভস্মীভূত হয়ে গেছে। দমকলের ৩টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। হাওয়া থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।
৩ দিন পার, বিচারপতি মান্থার নামে পোস্টারের ঘটনায় এখনও অধরা দুষ্কৃতীরা। লেক থানার পর হেয়ার স্ট্রিট থানাতেও মামলা রুজু। সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পরেও কেন অধরা দুষ্কৃতীরা?
দিদির দূত কর্মসূচিতে গিয়ে প্রথম দিনেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় প্রাক্তন তৃণমূল বিধায়কের পরিবারের ক্ষোভের মুখে পড়লেন কুণাল ঘোষ। অন্যদিকে খারাপ রাস্তার প্রতিবাদে ভোট বয়কটের ডাক দিলেন ধনঞ্জয়পুরের বাসিন্দারা। সমাধানের আশ্বাস দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।
টাকায় পোষায়নি বলে যেতে চায়নি কোনও অ্যাম্বুল্যান্স। তাই মায়ের মৃতদেহ কাঁধে তুলে বাড়ির দিকে হাঁটতে শুরু করেছিলেন ছেলে। সেই ছবি ভাইরাল হতেই ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, হাসপাতাল কর্তৃপক্ষ ও অ্যাম্বুল্যান্স চালকের ভূমিকা নিয়ে।
জলপাইগুড়ি অ্যাম্বুল্যান্সকাণ্ডে দানা বাধল নতুন বিতর্ক! অসহায়ের পাশে দাঁড়িয়ে সাহায্যকারীকেই যেতে হল পুলিশ হেফাজতে! আর যাঁদের বিরুদ্ধে সাহায্য না করার অভিযোগ, সেই অ্যাম্বুল্যান্স সংগঠনের দাবি, ঘটনাটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যর সাজানো! এই গ্রেফতারির তীব্র প্রতিবাদ করেছে মৃতার পরিবার।
প্রেক্ষাপট
নিয়োগের (employment) নামে ৩২৫জনের থেকে ১৯ কোটি নিয়েছিলেন হুগলির (hooghly) যুব তৃণমূল নেতা (youth TMC congress)। সিবিআইয়ের (CBI) কাছে দাবি মানিক ঘনিষ্ঠ তাপসের (tapas mondal)। ২জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ (interrogation)।
চাকরির নামে উঠেছে ১০০ কোটি, বিস্ফোরক দাবি মানিক-ঘনিষ্ঠ (manik bhattacharya) তাপসের। ভাগ গিয়েছে সর্বস্তরে, খোঁচা রাহুলের (rahul sinha)। প্রমাণিত হলে পদক্ষেপ, দাবি স্নেহাশিসের।
নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই অযোগ্যদের চাকরি পেলেন যোগ্যরা। ৫১জনকে নিয়োগপত্র দিল পর্ষদ।
চাকরির দাবিতে ফের পথে নামছে আন্দোলনকারীদের (agitator) ১০টি সংগঠন। ১৮ জানুয়ারি শিয়ালদা, কলেজ স্ট্রিট, হাওড়া থেকে মিছিলের অনুমতি হাইকোর্টের (high court)।
৩দিন পার, বিচারপতি মান্থার বাড়ির সামনে পোস্টারকাণ্ডে এখনও দুষ্কৃতীরা অধরা। লেক থানার পরে হেয়ার স্ট্রিট থানাতেও এফআইআর।
বিচারব্যবস্থাকে সন্ত্রস্ত করার চেষ্টা, বিশ্বের কোথাও এমন হয় না। স্বরাষ্ট্রসচিব-সিপিকে কড়া বার্তা রাজ্যপালের। যেকোনও মূল্যে বিচারব্যবস্থাকে সুরক্ষিত করার নির্দেশ।
নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করতে হবে বিচারপতি রাজাশেখর মান্থাকে। পোস্টার-বিক্ষোভকাণ্ডে স্বরাষ্ট্রসচিব-সিপিকে জানিয়ে দিলেন রাজ্যপালের। রিপোর্ট যাচ্ছে দিল্লিতে।
বিচারপতি মান্থার এজলাসে ঢুকতে বাধা। পুনরাবৃত্তি হবে না, আশ্বাস বার অ্যাসোসিয়েশনের সম্পাদকের। নষ্ট করবেন না কোর্টের সম্মান, বললেন বিচারপতি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -