West Bengal News Live : মুচিপাড়ায় মহিলার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বলে অনুমান
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
মুচিপাড়ায় মহিলার মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বলে অনুমান। ঘরের মধ্যেই মৃত্যু, টেবিল ফ্যানের উপর উল্টে পড়ে ছিল দেহ। রাতেই মৃত্যু, আজ সকালে দেহ উদ্ধার, মৃতের নাম দীপালি পাত্র। দেহের ময়নাতদন্ত করা হয়েছে, তদন্তে মুচিপাড়া থানার পুলিশ।
খারিজ হয়ে গেল রাজ্য সরকারের যুক্তি। ২০১৪’র প্রাইমারি শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে বিজেপি নেতার করা মামলা গ্রহণযোগ্য। জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এত বছর পর এই বিষয়টি নিয়ে জনস্বার্থ মামলা করা গ্রহণযোগ্য নয় বলে আগে আদালতে যুক্তি দিয়েছিল রাজ্য সরকার।
রফিকুলের সন্ধানে ক্যানিং পুলিশের অভিযান, টোটোকে ধাওয়া। গ্রেফতার রফিকুলের ভাগ্নে মুরেশলিন-সহ ২, উদ্ধার আগ্নেয়াস্ত্র। ফেরার রফিকুলের ভাগ্নে মুরশেলিনের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা।
ক্যানিংয়ে প্রকাশ্যে ৩ তৃণমূল নেতা খুনে ফের গ্রেফতার। এফআইআর নামে থাকা অভিযুক্ত এবাইদুল্লা মণ্ডল গ্রেফতার। এফআইআরে নাম থাকা ৬ জনের মধ্যে প্রথম অভিযুক্ত গ্রেফতার। এখনও অধরা এফআইআরে নাম থাকা রফিকুল-সহ ৫।
'যদি আমাদের একজনের রক্ত ঝরে, তাহলে ওদের ১০ জনের রক্ত ঝরবে।' পঞ্চায়েত ভোটের আগে এই ভাষাতেই তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন হুগলির বিজেপি নেতা। 'উস্কানিমূলক মন্তব্যের জবাব দেবে মানুষ।' পাল্টা বলেছেন তৃণমূল নেতা। 'মানুষের মনোবল বাড়াতেই, ওই কথা বলেছি।' বিতর্কের পরও নিজের অবস্থানে অনড় বিজেপি নেতা।
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে হাওড়ায় অমৃত মহোৎসব পদযাত্রা। এদিন হাওড়া কদমতলা বাস স্ট্যান্ড থেকে হাওড়া ময়দান পর্যন্ত পদযাত্রায় নেতৃত্ব দেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।এরপর দাশনগরে দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন স্মৃতি। সেখান থেকে পাঁচলায় মন্দিরে পুজো দেন স্মৃতি ইরানি।
ফের ভাটপাড়ায় বোমাবাজি। শালবাগান এলাকায় পর পর ২টি বোমা ছোড়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাটপাড়া থানার পুলিশ। ভাটপাড়া এলাকায় পরপর বোমাবাজির ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা।
উদ্বেগ বাড়িয়ে রাজ্যে একদিনে করোনায় ৫ জনের মৃত্যু! রাজ্যে ফের আড়াই হাজার পার করোনার দৈনিক সংক্রমণ। রাজ্যে একদিনে করোনায় ২ হাজার ৬৫৯জন সংক্রমিত। দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, তারপরেই উত্তর ২৪ পরগনা।
‘দুর্গাপুজো আসছে, জগন্নাথের রথেরও পুজো গেল। একটু বোমা-গুলি না থাকলে তো...সরকার দেখছে।’ কলকাতায় একটি অনুষ্ঠানে মদনের মন্তব্যে তোলপাড়। ‘অনেকদিন ধরে জমে ছিল, সরকার দেখছে, ধরে ফেলছে। অনেক জায়গায় জমা, খুঁজে বের করা হচ্ছে। ৭২ ঘণ্টা পরে আর বোমা পাওয়া যাবে না।’ কলকাতায় একটি অনুষ্ঠানে মদনের মন্তব্যে তোলপাড়।
ফের দুর্নীতির অভিযোগ উঠল কাঁথির অধিকারী পরিবারের বিরুদ্ধে। কাঁথি পুর-এলাকায় বাতিস্তম্ভ লাগানোয় এবার দুর্নীতি- অভিযোগে বিদ্ধ শুভেন্দু অধিকারীর দাদা কৃষ্ণেন্দু অধিকারী এবং ভাই দিব্যেন্দু অধিকারীর স্ত্রী সুতপা অধিকারী। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকেই ডেকে পাঠানো হয়েছে। প্রতিক্রিয়ার জন্য একাধিক বার ফোন করা হলেও ধরেননি সাংসদ শিশির অধিকারী। দিব্যেন্দু অধিকারীর দাবি, এ রকম কোনও নোটিস পাননি।
‘আমি একটা হেল্পলাইন খুলেছি, এতদিন ছিল ডায়মন্ড হারবারের জন্য। এখন থেকে আমার হেল্পলাইন নম্বর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের জন্যও প্রযোজ্য। আমার হেল্পলাইন নম্বর ৭৮৮৭৭৭৮৮৭৭। সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত খোলা থাকবে আমার হেল্পলাইন নম্বর। পঞ্চায়েত, জেলা পরিষদ, ব্লক নেতৃত্বকে বলে যদি কাজ না হয়, আমাকে জানাবেন। কথা দিচ্ছি, অভিযোগ পেলেই ব্যবস্থা নেব। কেউ মনে করলে, তাঁর পরিচয় গোপন রাখা হবে।’ ধূপগুড়ির সভা থেকে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতার পর ফের সেই হাওড়া। এবার উলুবেড়িয়ায় খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু। তড়িদাহত হয়ে মৃত্যু পঃ মেদিনীপুর-কাকদ্বীপেও।
মন্ত্রী জাভেদ খানের ছেলের বিরুদ্ধে অভিযোগ, মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের। তপসিয়ায় জবরদখল, বাধা দেওয়ায় তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি, কাল শুনানির সম্ভাবনা। তৃণমূল নেতার দাপটে বাড়ি ফিরতে না পারার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ। তিলজলা থানার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগেও মামলা দায়ের। অভিযুক্ত জাভেদ-পুত্র ৬৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ফৈয়াজ খান।
মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ১০ বছর পর পাহাড়ে জিটিএ-র শপথগ্রহণ। বোর্ড গড়বে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। চেয়ারম্যান হচ্ছেন অনীত থাপা।
ধূপগুড়ির সভার আগে ময়নাগুড়ির দোমহনি বাজারে গিয়ে কাজ শেষ না হওয়ায় হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের জেলা পরিষদের সভাধিপতিকে ধমক। দেড় মাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ।
‘দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ বলে বাংলায় কিছু নেই, পশ্চিমবঙ্গ একটাই। যাঁরা বিভাজন করতে চায়, তাঁদের চিহ্নিত করতে হবে। আজ থেকে তৃণমূলের অভিধানে উত্তরবঙ্গ বলে কিছু নেই। চক্রান্ত করে কেউ বাংলা ভাগের চেষ্টা করলে, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব। বিজেপির কেউ বাংলা ভাগ করলে, শেষপর্যন্ত লড়াই চালিয়ে যাব।’ ধূপগুড়ির সভা থেকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
বাংলায় প্রচারে এসে মা কালীর ছবি উপহার পেলেন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। সাংসদ-বিধায়কদের বৈঠকে মা কালীর ছবি উপহার দিলেন সুকান্ত মজুমদার।
‘মা কালীকে অপমান করা হয়েছিল। কিন্তু বাংলার মানুষ কালী ভক্ত। সেই কারণেই দ্রৌপদী মুর্মুকে মা কালীর ছবি উপহার দেওয়া হয়েছে।’ মন্তব্য বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।
আষাঢ় শেষে নিম্নচাপের ভ্রুকুটি। ওড়িশা উপকূলের কাছে ঘূর্ণাবর্ত। আগামী ৩৬ ঘণ্টায় পরিণত হতে পারে নিম্নচাপে। দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। বেশি বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়।
ছাব্বিশে পা দেওয়ার আগেই মৃত্যু হল রাজার। আলিপুরদুয়ারের মাদারিহাটের দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে রবিবার রাতে মৃত্যু হল দেশের প্রবীণতম রয়্যাল বেঙ্গল টাইগারের। বয়সজনিত কারণেই মৃত্যু বলে দাবি বন দফতরের। জলদাপাড়া বন দফতর সূত্রে খবর, ২০০৮ সালে সুন্দরবনে কুমিরের হানায় গুরুতর জখম হওয়ার পর বহু কষ্টে বাঁচানো হয়েছিল সুন্দরবনের এই পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগারকে। গতবছরের ২৩ অগাস্ট রাজার ২৫ বছরের জন্মদিনও পালন করেছিলেন বন দফতরের কর্মীরা। বন দফতর সূত্রে খবর, রয়্যাল বেঙ্গল টাইগার সাধারণত ৮-১০ বছর বাঁচে। সেদিক থেকে নজির সৃষ্টি করল সুন্দরবনের রাজা।
এবার রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর জন্য গান বাঁধলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠকে মঞ্চেই এই গান গাইবার ইচ্ছে ছিল তাঁর। কিন্তু সেই সুযোগ তিনি পাননি।
এবার গঙ্গাসাগর যাওয়ার জন্য ব্রিজ তৈরি করছে রাজ্য সরকার। কাকদ্বীপ থেকে সাগর দ্বীপ পর্যন্ত মুড়িগঙ্গা নদীর ওপর তৈরি হবে ৪ লেনের ব্রিজ। খরচ হবে ১ হাজার ৫৪৮ কোটি টাকা। রাজ্যর দাবি, কেন্দ্রকে একাধিকবার অনুরোধ জানিয়েও কাজ হয়নি। শেষপর্যন্ত রাজ্য নিজেই গঙ্গাসাগর যাওয়ার ব্রিজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে।
ফের হাওড়ায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। মৃত আম্মাজান বিবি উলুবেড়িয়ার বাহির গঙ্গারামপুরের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, আজ বেলা ১২টা নাগাদ ছাগলের খাবার আনতে গিয়ে রাস্তায় পড়ে থাকা ছেঁড়া তারে বিদ্যুত্স্পৃষ্ট হন ৮০ বছরের ওই মহিলা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ১১ দিন আগে, উলুবেড়িয়ার দক্ষিণ গঙ্গারামপুরে কারখানা থেকে বাড়ি ফেরার পথে, সাইকেলের চাকায় ছেঁড়া তার জড়িয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবকের।
মরসুমের প্রথম ইলিশ পৌঁছল দিঘা মোহনায়। গতকাল থেকে এখনও পর্যন্ত প্রায় ১২ টন ইলিশ এসেছে। এর মধ্যে বেশিরভাগই ৫০০ গ্রাম থেকে ২ কেজি ওজনের। ৫০০-৬০০ গ্রাম ইলিশের দাম ৬০০ টাকা, ৬০০- এক কেজি ওজনের ইলিশ হাজার থেকে বারোশো টাকা ও এক কেজির বেশি ওজনের ইলিশ মিলছে দেড়হাজার টাকায়। মরশুমের প্রথমে ঝিরঝিরে বৃষ্টির কারণে আরও ইলিশ মিলতে পারে বলে আশা মাছ ব্যবসায়ীদের। জোগান বাড়লে সস্তা হবে ইলিশের দাম।
ভাঙড়ে পাওয়ার গ্রিড প্রকল্পের সমস্যা সমাধানে আরও একধাপ এগোল রাজ্য সরকার। প্রকল্পের পাশে হিমঘর তৈরির জন্য কেনা হচ্ছে ৩ বিঘা জমি। এদিকে, পাওয়ার গ্রিড প্রকল্পের গেটে তালা ঝুলিয়ে অবস্থানে অনড় জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা। গত বুধবার কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক। বৈঠকে প্রকল্পের পাশে হিমঘর তৈরির সিদ্ধান্ত হয়। সেই মতোই জমি কেনা হচ্ছে। সূত্রের খবর, ১৮ জুলাই ফের আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে পারে জেলা প্রশাসন।
প্রাথমিক টেট-দুর্নীতি মামলায় আদালতে অস্বস্তি বাড়ল রাজ্য সরকারের। বিজেপি নেতার মামলা গ্রহণযোগ্য বলে জানিয়ে রাজ্যের দাবি খারিজ করলেন প্রধান বিচারপতি। প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকারকে একমাসের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ। ১৬ অগাস্ট পরবর্তী শুনানি। প্রাথমিক টেট-দুর্নীতির অভিযোগে পূর্ণাঙ্গ মেধাতালিকা প্রকাশ, সিবিআই ও ইডি-কে দিয়ে তদন্তের দাবিতে মামলা করেন বিজেপি নেতা তাপস ঘোষ। সেই মামলাতেই হাইকোর্টের এই নির্দেশ।
বাইক নিয়ে বেপরোয়া খোদ ট্রাফিক গার্ডের ওসি। ডিভাইডারে ধাক্কা মেরে পড়ে গিয়ে মৃত্যু। গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ বাড়ি ফিরছিলেন বোলপুর ট্রাফিক গার্ডের ওসি তুহিন ঝা। প্রত্যক্ষদর্শীদের দাবি, বেপরোয়া গতিতে বাইক চালিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে তিনি পড়ে যান। বেশ কিছুক্ষণ ওভাবেই পড়েছিলেন। এরপর বোলপুর থানার পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা ওই পুলিশ আধিকারিককে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়দের দাবি, পুলিশি নজরদারির অভাবে কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে বোলপুর বাইপাস। প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে হাওড়ায় অমৃত মহোত্সব পদযাত্রা। নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। হাওড়া কদমতলা বাস স্ট্যান্ড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিলে যোগ দেন বিজেপি নেতা, কর্মীরা। এরপর দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সেরে পাঁচলায় গ্রাম পরিদর্শনে যাবেন স্মৃতি। ফিরে এসে হাওড়া সদর জেলা পার্টি অফিসে সাংগঠনিক বৈঠক করবেন। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনও করার কথা।আজই রাত সাড়ে ৯টার বিমানে দিল্লি রওনা দেবেন স্মৃতি ইরানি।
ফের ভাটপাড়ায় বোমাবাজি। এবার বুড়ি বটতলার শালবাগান এলাকায় ২টি বোমা ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।আজ ভোররাতের ঘটনা। ঘটনাস্থলে যায় ভাটপাড়া থানার পুলিশ। একটি বোমা ছোড়া হয়েছে বলে পুলিশের দাবি। ভাটপাড়া এলাকায় পরপর বোমাবাজির ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
"পাহাড় উন্নয়ন চায়, শান্তি চায়। সেই কারণেই পাহাড় জিটিএ চায়। এত শান্তিপূর্ণ নির্বাচন আগে দেখিনি। গত ১০ বছরে আমরা জিটিএকে ৭ হাজার কোটি টাকা দিয়েছি। পাহাড়ে শান্তি থাকলে অর্থনৈতিক উন্নয়ন হবে।" বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আমাদের একজনের রক্ত ঝরলে, ১০ জনের রক্ত ঝরাতে হবে। এক ইঞ্চি জমি ছাড়ব না, তাতে রক্ত ঝরলে ঝরবে। পঞ্চায়েত ভোটের আগে ফের বিজেপি নেতার হুমকি। উত্তর ২৪ পরগনার গাইঘাটার পর এবার হুগলির সপ্তগ্রাম। গতকাল সপ্তগ্রাম বিধানসভার আকনা গ্রাম পঞ্চায়েত এলাকায় দলীয় কর্মসূচিতে গিয়ে কার্যত এই ভাষাতেই হুমকি দেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ। এ নিয়ে গেরুয়া শিবিরকে নিশানা করেছে তৃণমূল। বিজেপি সংবিধান মানে না, তাই এ ধরনের মন্তব্য। প্রতিক্রিয়া চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের।
পঞ্চায়েত ভোটে রক্ত ঝরলে, বিজেপির শুধু একা ঝরবে না, তৃণমূলেরও ঝরবে। সপ্তাহখানেক আগে দলীয় কর্মসূচি থেকে এভাবেই হুমকি দেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল।
আজ পাহাড়ে জিটিএ-র শপথ গ্রহণ অনুষ্ঠান। উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিঙে ম্যাল চৌরাস্তায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন জলপাইগুড়ি ডিভিশনের কমিশনার অজিতরঞ্জন বর্ধন। শপথ অনুষ্ঠানকে ঘিরে সেজে উঠেছে পাহাড়। গতকাল মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান জিটিএ-র রাশ হাতে নেওয়া ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান অনীত থাপা। আগামীকাল নেপালি কবি ভানু ভক্তের জন্মদিন উপলক্ষে পাহাড়ে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার কলকাতায় ফিরবেন তিনি।
দমকলে ফায়ার অপারেটর পদে নিয়োগে, অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আরও ২ সপ্তাহ বাড়াল কলকাতা হাইকোর্ট। আইনজীবী বদল হওয়ায় হলফনামা জমা দিতে পারেনি পাবলিক সার্ভিস কমিশন। তারা আদালতের কাছে সময় চাইতেই আর্জি মঞ্জুর করে ডিভিশন বেঞ্চ।
বেহালার বকুলতলার কাছে দুর্ঘটনার কবলে বেসরকারি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি, পুলকার, অটোর পর দেওয়ালে ধাক্কা মারে ১২/১ রুটের বাসটি। বেশ কয়েকজন আহত হন। শিবরামপুর থেকে বেহালা চৌরাস্তার দিকে যাওয়ার সময়, সকাল সাড়ে ৯টা নাগাদ দুর্ঘটনা ঘটে।
কাঁথি পুরএলাকায় বাতিস্তম্ভ লাগানোয় দুর্নীতির অভিযোগ উঠল শুভেন্দু অধিকারীর দাদা কৃষ্ণেন্দু অধিকারী এবং ভাই দিব্যেন্দু অধিকারীর স্ত্রী সুতপা অধিকারীর বিরুদ্ধে। কাঁথি থানার পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকেই ডেকে পাঠানো হয়েছে। এবিষয়ে প্রতিক্রিয়ার জন্য একাধিক বার ফোন করা হলেও ধরেননি সাংসদ শিশির অধিকারী। দিব্যেন্দু অধিকারীর দাবি, এ রকম কোনও নোটিস পাননি। এর আগে কাঁথির রাঙামাটি শ্মশানে ইলেকট্রিক চুল্লি নির্মাণের জমিতে, দোকান তৈরি করে বিক্রি করার অভিযোগে উঠেছে। সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে FIR করেছেন কাঁথি পুরসভার চেয়ারম্যান। ঘটনার নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য বলে দাবি করেছে বিজেপি।
কালী নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মন্তব্যের প্রতিবাদ করে, কৃষ্ণনগরে মিছিল করলেন শুভেন্দু অধিকারী। মা কালীকে অপমানের অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। পাল্টা, দুর্গাকে নিয়ে দিলীপ ঘোষের একটি পুরনো মন্তব্যের প্রসঙ্গ টেনে জবাব দিয়েছে তৃণমূল।
এবার দুর্ঘটনার কবলে শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা পুলিশের গাড়ি। গতকাল রাতে কালিকাপুরের কাছে দুর্ঘটনা ঘটে। শুভেন্দুর কনভয়ে থাকা পুলিশের গাড়িতে লরির ধাক্কা। ভেঙে যায় পুলিশের গাড়ির লুকিং গ্লাস। দুর্ঘটনার পরই দাঁড়িয়ে যায় শুভেন্দুর কনভয়। লরির চালককে ধরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।লরিচালককে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে মারিশদায় দুর্ঘটনার কবলে পড়ে শুভেন্দু অধিকারীর কনভয়।
"তৃণমূল নেত্রী যশবন্ত সিন্হাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করেছেন। কিন্তু তাঁকে প্রচার করতে বাংলায় আসতে দিচ্ছেন না। মুখ্যমন্ত্রী বলেছেন, দ্রৌপদী মুর্মুর কথা আগে বললে ভেবে দেখতাম। যশবন্ত সিন্হাকে এভাবে অপদস্ত করার কী মানে? তৃণমূলের অনেকেই দ্রৌপদী মুর্মুকে ভোট দেবেন।" বিস্ফোরক দাবি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।
এসএসকেএম হাসপাতালের নতুন নজির। পরপর দু’দিন লিভার প্রতিস্থাপন হল ওই হাসপাতালে। হল কিডনি প্রতিস্থাপনও। উত্তর ২৪ পরগনার হাবড়ার বাসিন্দা এক শিক্ষিকার ব্রেন ডেথের পর শুধু অঙ্গদানই নয়, তাঁর দেহদানও করল পরিবার।
NDA-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর রাজ্যে প্রচার-সফরের আজ দ্বিতীয় ও শেষ দিন। আজ সকাল থেকেই ঠাসা কর্মসূচি রয়েছে। বিজেপি সূত্রে খবর, সকালে উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতে যাবেন দ্রৌপদী। এরপর বাইপাসের ধারে হোটেলে, এ রাজ্যের বিজেপি সাংসদ-বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন।
বিজেপি সূত্রে খবর, শারীরিক অসুস্থতার জন্য আসতে পারবেন না বলে জানিয়েছেন বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ি। আমন্ত্রিতদের তালিকায় নাম নেই ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের ছেলে ভাটপাড়ার বিধায়ক পবন সিংয়ের। বৈঠক করে কালই কলকাতা ছাড়বেন রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু।
পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ১০০ দিনের প্রকল্পে পুকুর খননের নামে টাকা আত্মসাতের অভিযোগ উঠল মালদার মানিকচকে। অভিযোগ, একটি পুকুরও খনন করা না হলেও, বরাদ্দ টাকা তুলে নেওয়া হয়েছে। দুর্নীতির অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তদন্তের আশ্বাস দিয়েছেন মালদার জেলাশাসক।
সোশাল মিডিয়ায় পুরকর্মীদের ‘চোর’ সম্বোধনের অভিযোগ। চেয়ারম্যানের ধমক খেলেন কংগ্রেস কাউন্সিলর। তৃণমূল পরিচালিত কাটোয়া পুরসভার ঘটনা। কংগ্রেস কাউন্সিলর ভাইপোকে সমর্থন করলেন না তৃণমূল জেলা সভাপতি কাকা। তিরস্কারের মুখে পড়েও নিজের অবস্থানে অনড় অভিযুক্ত কাউন্সিলর।
খুন হননি আনিস, উপর থেকে পড়েই মৃত্যু। সিটের চার্জশিটে খুনের দাবি খারিজ। আমতার তৎকালীন ওসি-সহ ৫ জনের বিরুদ্ধে গাফিতলির অভিযোগ।
কালীঘাটকাণ্ডে ধৃত হাফিজুলের ফোনে মুখ্যমন্ত্রীর পাড়া, যাত্রাপথের ছবি! পুজোর আগে বাংলাদেশ গিয়েছিল, ছিল ১১টি সিম, কোর্টে জানাল পুলিশ।
প্রেক্ষাপট
কলকাতা : দীর্ঘ অপেক্ষার অবসান, উদ্বোধন হল শিয়ালদা মেট্রো স্টেশনের (Sealdah Metro Station)। ২১ মিনিটের যাত্রাপথে ন্যূনতম ভাড়া ১০ টাকা, সর্বোচ্চ ২০ টাকা। ভিড় সামলাতে শিয়ালদা স্টেশনে থাকছে ৯টি সিঁড়ি, ১৮টি এসক্যালেটর। শিয়ালদা স্টেশনে যাতায়াতের সুবিধার জন্যে থাকছে মোট ৫টি লিফট যাত্রীদের সুবিধার জন্য শিয়ালদা স্টেশনে ২৭টি টিকিট কাউন্টার। কলকাতায় এই প্রথম কোনও মেট্রো স্টেশনে থাকছে ডবল ডিসচার্জ প্ল্যাটফর্ম। শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মের দু’পাশেই থাকবে যাত্রীদের ওঠা-নামার সুবিধা। সামনের বছর হাওড়ার সঙ্গে শিয়ালদা যুক্ত করার লক্ষ্য মেট্রো কর্তৃপক্ষের।
উত্তরবঙ্গে (North Bengal) মমতা-অভিষেক (Mamata and Abhishek), একইদিনে শিলিগুড়িতে দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। সিকিমের বিধায়কদের সঙ্গে এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থীর বৈঠক । এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থীর বৈঠকে দার্জিলিঙের বিজেপি সাংসদের । আজ সকালে স্বামী বিবেকানন্দর বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানাবেন দ্রৌপদী মুর্মু। কাল রাজ্যের বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন দ্রৌপদী মুর্মু। ২১ জুলাইয়ের প্রস্তুতিতে আজই উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হলেন অভিষেক।
মন্ত্রী-বিধায়কদের নামে জাল লেটারহেড ও বিশ্ব বাংলার জাল লোগো ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল। টালিগঞ্জ এলাকা থেকে গ্রেফতার অভিযুক্ত মহিলা। অভিযোগ, সরকারি আবাসনে ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়। মন্ত্রী-বিধায়করা জানিয়েছেন, সমস্ত নথিই জাল।
হোমওয়ার্ক না করায়, লাঠি দিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রকে মারধরের অভিযোগ। দক্ষিণ কলকাতার একটি স্কুলের শিক্ষিকার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ পরিবার। ছাত্রের বাড়িতে এসে দুঃখপ্রকাশ করলেন শিক্ষিকা। সতর্ক করা হয়েছে শিক্ষিকাকে, জানাল স্কুল।
পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ১০০ দিনের প্রকল্পে পুকুর খননের নামে টাকা আত্মসাতের অভিযোগ উঠল মালদার মানিকচকে। অভিযোগ, একটি পুকুরও খনন করা না হলেও, বরাদ্দ টাকা তুলে নেওয়া হয়েছে। দুর্নীতির অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তদন্তের আশ্বাস দিয়েছেন মালদার জেলাশাসক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -