West Bengal News Live: দুর্গাপুরে INTUC-র সভা ঘিরে সংগঠনের দুই গোষ্ঠীর বিবাদ তুঙ্গে

Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের সব গুরুত্বপূর্ণ খবর একনজরে

abp ananda Last Updated: 14 Apr 2022 12:19 AM
West Bengal News Live: দুর্গাপুরে INTUC-র সভা ঘিরে সংগঠনের দুই গোষ্ঠীর বিবাদ তুঙ্গে

দুর্গাপুরে INTUC-র সভা ঘিরে সংগঠনের দুই গোষ্ঠীর বিবাদ তুঙ্গে। বচসা গড়াল ধাক্কাধাক্কিতে। চলল অবস্থান বিক্ষোভ। বড় পরিবারের খুচখাচ ঝামেলা। সাফাই INTUC-র রাজ্য সভাপতির

WB News Live Updates: দেউচা পাঁচামি প্রকল্প নিয়ে নবান্নে বৈঠক করলেন মমতা

দেউচা পাঁচামি প্রকল্প নিয়ে নবান্নে বৈঠক। প্রকল্প বিরোধী সংগঠনগুলির মহাসভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব। সূত্রের খবর, প্রকল্প ও ক্ষতিপূরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে।

West Bengal News Live: কুলতলি থেকে বেআইনি অস্ত্র কারবারি সন্দেহে এক ব্যক্তি গ্রেফতার

দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থেকে বেআইনি অস্ত্র কারবারি সন্দেহে এক ব্যক্তি গ্রেফতার। পুলিশ সূত্রে দাবি, ধৃতের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র, নগদ টাকা ও মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারুইপুর আদালত।

WB News Live Updates: রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে গেলেন না মুখ্যমন্ত্রী

হাঁসখালি থেকে হাইকোর্ট। আজই দেখা করতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের। গেলেন না মুখ্যমন্ত্রী। রাজভবনে গেলেন মুখ্যসচিব ও ডিজিপি।
রাজভবনে মুখ্যসচিব, ডিজি 

West Bengal News Live: প্রাতঃর্ভ্রমণে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু মহিলার

প্রাতঃর্ভ্রমণে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু মহিলার। নবদ্বীপ বাসস্ট্যান্ডের কাছের ঘটনা। মৃত রানু বৈরাগ্য ১৮ নম্বর ওয়ার্ডের ফুলবাগান এলাকার বাসিন্দা। কী কারণে হামলা, খতিয়ে দেখছে পুলিশ।  

WB News Live Updates: ঝাড়খণ্ড থেকে মালদার বাড়িতে ফিরে রোপওয়ে দুর্ঘটনার ভয়ঙ্কর অভিজ্ঞতা বর্ণনা

পাহাড়ি খাদের ওপর শূন্যে ঝুলে থেকেছেন ২৪ ঘণ্টার বেশি সময়! পানীয় জল না থাকায় তেষ্টা মেটাতে সংরক্ষণ করতে হয়েছে প্রস্রাব! ঝাড়খণ্ড থেকে মালদার বাড়িতে ফিরে ত্রিকূটে রোপওয়ে দুর্ঘটনার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন হরিশ্চন্দ্রপুরের 

West Bengal News Live: জলপাইগুড়ির ময়নাগুড়িতে পাট্টা বিলি নিয়ে দ্বন্দ্ব

জলপাইগুড়ির ময়নাগুড়িতে পাট্টা বিলি নিয়ে দ্বন্দ্ব। তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধেই দলবাজির অভিযোগ তুললেন ১৫ নম্বর ওয়ার্ডের দলীয় কাউন্সিলর। ভুল বোঝাবুঝিতে এমন হয়েছে বলে দাবি পুরপ্রধানের। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

WB News Live Updates: জঙ্গলমহলের ঘটনায় ২০ বছরের সাজা, রায় শোনাল পকসো আদালত

একের পর এক নারী নির্যাতনের ঘটনায় উত্তাল রাজ্য। তার মধ্যেউই জঙ্গলমহলে ঘটনায় দ্রুততার সঙ্গে তদন্ত এবং বিচার পক্রিয়া শেষ হল।  ২০ বছরের দৃষ্টান্তমূলক  সাজা ঘোষণা করল আদালত। ১৩ বছরের নাবালিকাকে অপহরণের পর নির্মীয়মান বাড়িতে রেখে ধর্ষণের অভিযোগ ছিল।  

West Bengal News Live: বেহালায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উঠে আসছে সিন্ডিকেট তত্ত্ব

বেহালায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনার নেপথ্যে উঠে আসছে সিন্ডিকেট নিয়ে যুব তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ের তত্ত্ব। যা নিয়ে ইতিমধ্যেই তৃণমূলকে আক্রমণ করেছে বিরোধীরা। যদিও শাসকদলের বক্তব্য, এটা সিন্ডিকেট বা গোষ্ঠী সংঘর্ষ নয়, পুরোটাই দুই পাড়ার বিবাদ!

WB News Live Updates: দেউচা পাঁচামি প্রকল্প নিয়ে নবান্নে বৈঠক

দেউচা পাঁচামি প্রকল্প নিয়ে নবান্নে বৈঠক। প্রকল্প বিরোধী সংগঠনগুলির মহাসভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব। সূত্রের খবর, প্রকল্প ও ক্ষতিপূরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে।

West Bengal News Live: হাঁসখালিকাণ্ডে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের মন্তব্যে বিতর্ক

এবার হাঁসখালিকাণ্ড নিয়ে ফের বিতর্ক তৈরি হল তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের মন্তব্যে। তাঁর বক্তব্য, ''প্রতিবাদ ও সমালোচনার নাম করে যারা রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন সেটাও নিন্দনীয়৷ ৩৪ হাজার যৌন হেনস্থার ঘটনা ঘটেছে তা পরিবারের মধ্যে এনসিবি ডেটা অনুযায়ী। এটা সামাজিক অবক্ষয়ের চূড়ান্ত উদাহরণ। সুতরাং এটা মাথায় রেখে প্রতিবাদ করা উচিত।''

WB News Live Updates: ছাত্র সংসদের দখল নিয়ে হাওড়ার সাঁতরাগাছিতে কলেজে সংঘর্ষ

ছাত্র সংসদের দখল নিয়ে হাওড়ার সাঁতরাগাছিতে কলেজে দু’দল ছাত্রদের মধ্যে সংঘর্ষ। অভিযোগের তির তৃণমূল ছাত্র পরিষদেরই দু’টি গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনায় দু’পক্ষেরই কয়েকজন আহত হয়েছেন। বিষয়টি মুখ্যমন্ত্রীর দফতর, শিক্ষা দফতরে জানানো হয়েছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ।

West Bengal News Live: নিয়ন্ত্রণ হারিয়ে পর পর দোকানে ধাক্কা লরির, আহত ২

নিয়ন্ত্রণ হারিয়ে পর পর দোকানে ধাক্কা লরির, আহত ২। চুরমার বাইকের শোরুম। দুর্ঘটনার ভয়ঙ্কর ছবি সিসি ক্যামেরাবন্দি। ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল-গামী ৮১ নং জাতীয় সড়কের ধারে ভবানীপুর ব্রিজ সংলগ্ন এলাকায়। চালকের অনুপস্থিতিতে খালাসি গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনা, দাবি প্রত্যক্ষদর্শীদের। 

WB News Live Updates: জবাবি গানে রুদ্রনীলকে হাঁসখালি নিয়ে আক্রমণ মদনের

হাঁসখালি নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের কটাক্ষে কবিতা রুদ্রনীলের। জবাব গানে হুঁশিয়ারি মদন মিত্রের।

West Bengal News Live: উত্তরপাড়া সরকারি হোমের দুই কিশোরী নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য

উত্তরপাড়া সরকারি হোমের দুই কিশোরী নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য। বছর তেরোর দুই কিশোরী ২০১৯ সাল থেকে উত্তরপাড়া চিলড্রেন হোম ফর গার্লসের আবাসিকে ছিল। উত্তরপাড়া অমরেন্দ্র গার্লস স্কুলে পড়ত। আজ সকালে অন্য আবাসিকদের সঙ্গে স্কুলে যায় তারা। স্কুল ছুটির পর নিখোঁজ হয়ে যায় দুজন।

WB News Live Updates: ৩৫০দিন ধরে এসএসসির আন্দোলনে, ক্যানসার রোগীর সঙ্গে সাক্ষাৎ বিচারপতির

৩৫০দিন ধরে এসএসসির আন্দোলনে, ডেকে পাঠালেন বিচারপতি। সংবাদমাধ্যমে ছবি দেখে আন্দোলনকারীকে ডেকে পাঠালেন বিচারপতি। 

West Bengal News Live: বগটুইয়ের মতো পুড়িয়ে মারার হুমকি মহিলাকে! অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার

বিধবা মহিলাকে ‘বগটুইয়ের কায়দায় পেট্রোল ঢেলে খুনের হুমকি। রামপুরহাটে এ বারও অভিযুক্ত তৃণমূল নেতা। অভিযোগ অস্বীকার তাঁর। খাস জমি দখলে বাধা দেওয়াতেই মিথ্যা অভিযোগ বলে দাবি তাঁর।

WB News Live Updates: সাংবিধানিক শাসন বাধ্যতামূলক, ঐচ্ছিক নয়, ট্যুইট রাজ্যপালের

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল, মুখ্যসচিব-ডিজিকে তলব। ‘মহিলাদের উপর অত্যাচারের বন্ধ করতে পদক্ষেপ নিতে হবে’। ‘রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নতিতে পদক্ষেপ নিতে হবে’, মুখ্যসচিব-ডিজিপির সঙ্গে বৈঠকের পরে ট্যুইট রাজ্যপালের। সাংবিধানিক শাসন বাধ্যতামূলক, ঐচ্ছিক নয়, ট্যুইট রাজ্যপালের। 

West Bengal News Live: ভাগ-বাঁটোয়ারা নিয়ে মারামারি, চড়কতলাকাণ্ডে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের

জেলায় জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ভাগ-বাঁটোয়ারা নিয়ে মারামারি। চড়কতলাকাণ্ডে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।

WB News Live Updates: কংগ্রেস কাউন্সিলর খুনে তৃণমূল নেতা গ্রেফতার

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে তৃণমূল নেতা গ্রেফতার। ঝালদাকাণ্ডে সিবিআইয়ের হাতে প্রথম গ্রেফতার। ধৃত তৃণমূলের ব্লক সম্পাদক সত্যবান প্রামাণিক। তপনের দাদা নরেন কান্দুর ব্যবসার অংশীদার সত্যবান। নেতার ধাবায় বসেই তপন কান্দুকে খুনের ছক, অনুমান সিবিআইয়ের। এর আগে ধৃত আসিক খানের মেয়ের বাড়িতে তল্লাশি সিবিআইয়ের। 

West Bengal News Live: আনারুল হোসেনকে জানাতে হবে পলিগ্রাফ টেস্টের পদ্ধতি, সিবিআইকে নির্দেশ আদালতের

‘রামপুরহাটকাণ্ডে তৃণমূল নেতা আনারুল হোসেনকে জানাতে হবে পলিগ্রাফ টেস্টের পদ্ধতি’। সিবিআইকে নির্দেশ রামপুরহাট মহকুমা আদালতের। ‘আনারুলের সুগার, রক্তচাপজনিত সমস্যা আছে’। ‘কীভাবে পলিগ্রাফ টেস্ট হয়, জানেন না আনারুল’। আদালতে সওয়াল আনারুলের আইনজীবীর। ‘আনারুল সম্মতি দিলেই হবে পলিগ্রাফ টেস্ট’। আদালতকে জানালেন সিবিআইয়ের আইনজীবী।

WB News Live Updates: নারী নির্যাতনের প্রতিবাদে মিছিল চলাকালীন আঘাত পেলেন শুভেন্দু অধিকারী

রাজ্যজুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে সিউড়িতে বিজেপির আইন অমান্য মিছিল। মিছিল চলাকালীন আঘাত পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের ব্যারিকেড পায়ে পড়ে আঘাত পান শুভেন্দু। নিয়ে যাওয়া হল নার্সিংহোমে।

West Bengal News Live: মুর্শিদাবাদের ফরাক্কায় ব্যাঙ্ক ডাকাতি, গ্রেফতার ৩

মুর্শিদাবাদের ফরাক্কায় অ্যাক্সিস ব্যাঙ্কে ‘ডাকাতি’, গ্রেফতার ৩। ঝাড়খণ্ডের দিকে পালানোর সময় বস্তা-ভর্তি টাকা-সহ ৩ দুষ্কৃতী গ্রেফতার। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভরদুপুরে ব্যাঙ্ক ডাকাতির অভিযোগ। অস্ত্র দেখিয়ে ব্যাঙ্কের শাটার নামিয়ে লুঠপাট চালিয়ে চম্পট। দুপুর ১টা নাগাদ ব্যাঙ্কে চড়াও হয় ৪ দুষ্কৃতী। লুঠপাট চালিয়ে ঝাড়খণ্ডের দিকে চম্পট, অনুমান পুলিশের।
>>

WB News Live Updates: হাঁসখালির ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

বগটুইয়ের পর এবার হাঁসখালির ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। পাঁচ সদস্যের দলে রয়েছেন যোগী সরকারের ক্যাবিনেট মন্ত্রী বেবিরানি মৌর্য, লোকসভার সাংসদ ও বিজেপির সর্বভারতীয় সহ সভানেত্রী রেখা বর্মা, মালদার ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, অভিনেত্রী খুশবু সুন্দর, তামিলনাড়ুর বিধায়ক ও বিজেপি মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বনথি শ্রীনিবাসন। হাঁসখালিতে এসে পরিস্থিতি খতিয়ে দেখে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে রিপোর্ট পেশ করবে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।

West Bengal News Live: নজিরবিহীন উত্তেজনা কলকাতা হাইকোর্টে, এজলাস বয়কটের ডাক

হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতেই তাঁর এজলাসের ভিতর ও বাইরে নজিরবিহীন উত্তেজনা। বিচারপতির এজলাস বয়কটের ডাক আইনজীবীদের একাংশের।তুমুল বাগবিতণ্ডা। আইনজীবীদের ভিতরে ঢুকতে বাধা। এজলাসে ঢোকার সময় ধাক্কাধাক্কির অভিযোগ। 

WB News Live Updates: আজই দেখা করতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের

আজই দেখা করতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের। হাইকোর্টের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ রাজ্যপালের। ‘কলকাতা হাইকোর্টে অভূতপূর্ব উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যে ভাবে আদালতের কাজে বাধা দেওয়া হচ্ছে তা গণতন্ত্রকে হত্যার ইঙ্গিত। রাজ্যে মহিলাদের উপর জঘন্যতম অপরাধ সংগঠিত হচ্ছে। আইনশৃঙ্খলার ক্রমাগত অবনতি হচ্ছে রাজ্যে,' মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ রাজ্যপালের। 

West Bengal News Live: কোচবিহার শহরে নিকাশি বেহাল, বিরোধীদের অভিযোগ কার্যত স্বীকার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের

কোচবিহার শহরে নিকাশি বেহাল। বিরোধীদের তোলা অভিযোগ কার্যত স্বীকার করে নিলেন পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি জানিয়েছেন, প্রায় দু’ দশক ধরে শহরের নিকাশি নালাগুলো সংস্কার হয়নি। ফলে অল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছে। তৃণমূল পরিচালিত পুরসভা এর দায় নিতে প্রস্তুত বলে জানান চেয়ারম্যান। সত্য বলায় চেয়ারম্যানকে কোপে পড়তে হতে পারে, কটাক্ষ বিজেপির। তবে পুর কর্তৃপক্ষ চাইলে সহযোগিতার আশ্বাস দিয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক। 

WB News Live Updates: 'রামপুরহাটকাণ্ডে ধৃত আনারুল হোসেনকে জানাতে হবে পলিগ্রাফ টেস্টের পদ্ধতি'

রামপুরহাট হত্যাকাণ্ডে ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেনকে জানাতে হবে পলিগ্রাফ টেস্টের পদ্ধতি। সিবিআইকে নির্দেশ রামপুরহাট মহকুমা আদালতের। এদিন শুনানিতে আনারুলের আইনজীবী জানান, তাঁর মক্কেল টম, ডিক, হ্যারির মতো সাধারণ। পলিগ্রাফ পদ্ধতি কী তা জানেন না। আনারুলের সুগার, ডায়াবেটিসের সমস্যা রয়েছে. তাই কীভাবে পলিগ্রাফ টেস্ট হয়, তা জানাতে হবে।

West Bengal News Live: প্রায় ১৪ ঘণ্টা পর বেহালার চড়কতলা এলাকায় পুলিশি ধরপাকড় শুরু

প্রায় ১৪ ঘণ্টা পর বেহালার চড়কতলা এলাকায় পুলিশি ধরপাকড় শুরু। ৮ জনকে গ্রেফতার করেছে বেহালা থানা ও কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। চড়কমেলার আয়োজনকে কেন্দ্র করে গতকাল তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষে কয়েকরাউন্ড গুলি চলে বলে অভিযোগ।

WB News Live Updates: পিংলায় বিশেষ ভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের চেষ্টায় গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য

পিংলায় বিশেষ ভাবে সক্ষম মহিলাকে ধর্ষণের চেষ্টা। গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য অভিজিৎ মণ্ডল। পুকুরের ধার থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা, অভিযোগ পরিবারের। গতকালই অভিযুক্তকে আটক করে পুলিশ। বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য চাপ দিচ্ছে তৃণমূল, অভিযোগ বিজেপির। অভিযোগ প্রমাণ হলে দল বরদাস্ত করবে না, প্রতিক্রিয়া তৃণমূলের। 

West Bengal News Live: ব্যারাকপুর পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতার উদ্যোগে চালু 'হাতের মুঠোয় কাউন্সিলর' মোবাইল অ্যাপ

ব্যারাকপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়দীপ দাসের পক্ষ থেকে পৌর পরিষেবা মানুষের কাছে আরও দ্রুত এবং অত্যাধুনিকভাবে পৌঁছে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। সেই মতো ব্যারাকপুর আনন্দপুরী এলাকার এক অনুষ্ঠান বাড়িতে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে 'হাতের মুঠোয় কাউন্সিলর' অ্যাপের উদ্বোধন করা হল। 

WB News Live Updates: জলপাইগুড়ির নবগঠিত ময়নাগুড়ি পুরসভায় প্রকাশ্যে দুই তৃণমূল নেতার সংঘাত

জলপাইগুড়ির নবগঠিত ময়নাগুড়ি পুরসভায় প্রকাশ্যে দুই তৃণমূল নেতার সংঘাত। চেয়ারম্যানকে নিশানা তৃণমূল কাউন্সিলরের। পুরসভা সূত্রে খবর, গতকাল পুর-এলাকায় পাট্টা বিলির কথা ছিল। ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অমিতাভ চক্রবর্তীর অভিযোগ, বিনা নোটিসেই পাট্টা বিলির সিদ্ধান্ত নেন চেয়ারম্যান অনন্তদেব অধিকারী। বাসিন্দাদের হেনস্থা করা ও তাঁকে অপমান করার অভিযোগ তোলেন তৃণমূল কাউন্সিলর। প্রকাশ্যেই চেয়ারম্যানের সঙ্গে বচসায় জড়ান তৃণমূল কাউন্সিলর।

West Bengal News Live: বেহালা চড়কতলার সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে আটক ৪

বেহালার চড়কতলার সংঘর্ষের ঘটনায় পুলিশি তল্লাশি শুরু। ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করল পুলিশ। 

WB News Live Updates: হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতেই এজলাসে নজিরবিহীন উত্তেজনা

হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতেই তাঁর এজলাসের ভিতর ও বাইরে নজিরবিহীন উত্তেজনা। বিচারপতির এজলাস বয়কটের ডাক আইনজীবীদের একাংশের। তুমুল বাগবিতণ্ডা। আইনজীবীদের ভিতরে ঢুকতে বাধা। এজলাসে ঢোকার সময় ধাক্কাধাক্কির অভিযোগ। 

West Bengal News Live: SSC দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের হাজিরার নির্দেশে স্থগিতাদেশের মেয়াদ বাড়ল

SSC-র নিয়োগ দুর্নীতি মামলায় স্বস্তিতে পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই দফতরে হাজিরার নির্দেশে স্থগিতাদেশের মেয়াদ বাড়াল ডিভিশন বেঞ্চ। আরও ৪ সপ্তাহ বাড়ল স্থগিতাদেশের মেয়াদ। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, আদালতের নির্দেশ ছাড়া নিয়োগ-দুর্নীতি মামলায় সিবিআই কোনও পদক্ষেপ নিতে পারবে না। ১৩ মে পরবর্তী শুনানি। 

WB News Live Updates: আলিয়াকাণ্ডের ১৩ দিনের মাথায় ফের যাদবপুরে নিজের বিভাগে যোগ দিলেন নিগৃহীত প্রাক্তন উপাচার্য

আলিয়াকাণ্ডের ১৩ দিনের মাথায় ফের যাদবপুরে নিজের বিভাগে যোগ দিলেন নিগৃহীত প্রাক্তন উপাচার্য। গতকালই আলিয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন আবু তাহের কামারুদ্দিন। তিনি মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি। চারবছর পর নিজের রসায়ন বিভাগে ফিরেছেন আলিয়ার প্রাক্তন উপাচার্য মহম্মদ আলি। বললেন, সেদিনের ঘটনা ভুলতে চাই। থাকতে চাই পড়ানো আর গবেষণা নিয়ে। 

West Bengal News Live: ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় সিবিআই তদন্তে অগ্রগতি

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় সিবিআই তদন্তে অগ্রগতি। গতকাল ধৃত ব্যবসায়ী আসিক খানের মেয়ের বাড়িতে তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দারা। সূত্রের খবর, বাড়ি থেকে উদ্ধার হয় ৫২ হাজার টাকা। কংগ্রেস কাউন্সিলর খুনের সুপারি বাবদ যে টাকা লেনদেন হয়, আসিক তারই ভাগ পেয়েছিল বলে সিবিআইয়ের দাবি। 

WB News Live Updates: হাঁসখালির ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

বগটুইয়ের পর এবার হাঁসখালির ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। পাঁচ সদস্যের দলে রয়েছেন যোগী সরকারের ক্যাবিনেট মন্ত্রী বেবিরানি মৌর্য, সাংসদ রেখা বর্মা, অভিনেত্রী খুশবু-সহ বিজেপির আরও ২ জন মহিলা নেত্রী।হাঁসখালিতে এসে পরিস্থিতি খতিয়ে দেখে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে রিপোর্ট পেশ করবে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। 

West Bengal News Live: ছেলে আইএসএফ করায়, বাবার দোকান উচ্ছেদের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

ছেলে আইএসএফ করায়, বাবার দোকান উচ্ছেদের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ভাঙড়ের ঘটকপুকুর বাজারের ঘটনা। স্থানীয় ব্যবসায়ীর দাবি, ঘটকপুকুর বাজারে ৬-৭ বছর ধরে সবজির ব্যবসা করছেন। অভিযোগ, ছেলে আইএসএফের নেতা হয়ে ওঠায় তাঁর দোকান উচ্ছেদ করেন স্থানীয় তৃণমূল নেতা কাইজার আহমেদ ও তাঁর দলবল।

WB News Live Updates: চৈত্রশেষে দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম

চৈত্রশেষে দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরম। আগামী কয়েকদিন পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। অন্যদিকে, উত্তরবঙ্গে আরও কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। তবে আশার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। নতুন বছরে স্বস্তি মিলবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। 

West Bengal News Live: প্রাতর্ভ্রমণে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার

প্রাতর্ভ্রমণে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার। আজ সকালে ঘটনাটি ঘটেছে নবদ্বীপ বাস স্ট্যান্ডের কাছে। মৃত রানু বৈরাগ্য ১৮ নম্বর ওয়ার্ডের ফুলবাগান এলাকার বাসিন্দা। 

WB News Live Updates: ডোমকলের নাজিরপুরে বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১

মুর্শিদাবাদের ডোমকলের নাজিরপুরে বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। বাইক চালককে বাঁচাতে গিয়ে উল্টে যায় বাস। আহত হন ১৫ জন যাত্রী।

West Bengal News Live: হাঁসখালিকাণ্ডে আজই সেখানে যাওয়ার কথা কেন্দ্রীয় গোয়েন্দাদের

হাইকোর্টের নির্দেশে হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের মামলার তদন্তভার এখন সিবিআইয়ের হাতে। আজই সেখানে যাওয়ার কথা কেন্দ্রীয় গোয়েন্দাদের। পুলিশি তদন্তে একাধিক খামতির কথা উল্লেখ করে, মৃতার পরিবার ও স্থানীয়দের আস্থা ফেরাতে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের মামলায় গতকাল সিবিআই তদন্তের নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হাঁসখালিকাণ্ডে মৃতার পরিবারকে নিরাপত্তা দেওয়ারও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ২ মে তদন্তের অগ্রগতির বিষয়ে আদালতে রিপোর্ট দেবে সিবিআই। 

WB News Live Updates: 'জেলায় জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব', মন্তব্য দিলীপ ঘোষের

'জেলায় জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ভাগ-বাঁটোয়ারা নিয়ে মারামারি।' চড়কতলাকাণ্ডে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

West Bengal News Live: হাওড়া স্টেশনে ট্রেন থেকে নামতেই বয়স্ক দম্পতির সর্বস্ব লুঠের অভিযোগ

অভিযোগ, বয়স্ক দম্পতিকে সাহায্যের নামে ৩-৪ জন যুবক প্ল্যাটফর্মের মধ্যেই ব্যাগ টেনে নিয়ে চম্পট দেয়। নগদ টাকা ও সোনার গয়না খোয়া গিয়েছে বলে অভিযোগ। রাতেই হাওড়া জিআরপি-তে অভিযোগ দায়ের হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। 

WB News Live Updates: হাওড়া স্টেশনে ট্রেন থেকে নামতেই বয়স্ক দম্পতির সর্বস্ব লুঠের অভিযোগ

হাওড়া স্টেশনে ট্রেন থেকে নামতেই সাহায্যের নামে বয়স্ক দম্পতির সর্বস্ব লুঠের অভিযোগ। রেল সূত্রে খবর, গতকাল রাত ৯টা নাগাদ হলদিয়া লোকালে হাওড়ায় নামেন বেলঘরিয়ার বাসিন্দা ওই দম্পতি।

West Bengal News Live: দুই পাড়ার মধ্যে দফায় দফায় সংঘর্ষ! রণক্ষেত্র বেহালার চড়কতলা এলাকা

ভাঙা হয় স্থানীয় তৃণমূল পার্টি অফিসের সিসি ক্যামেরা ও জানলার কাচ। স্থানীয়দের অভিযোগ, গতকাল সন্ধেয় দুই পাড়ার মধ্যে বিবাদ শুরু হয়। বেহালা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

WB News Live Updates: দুই পাড়ার মধ্যে দফায় দফায় সংঘর্ষ! রণক্ষেত্র বেহালার চড়কতলা এলাকা

দুই পাড়ার মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে রণক্ষেত্র বেহালার চড়কতলা এলাকা। গুলি চলারও অভিযোগ এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। অন্তত ১০টি গাড়ি ও বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা হয়।

West Bengal News Live: হাঁসখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের

হাঁসখালি গণধর্ষণ-খুনের মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। কোর্টের নজরদারিতে তদন্ত। ২ মের মধ্যে পেশ করতে হবে রিপোর্ট।

প্রেক্ষাপট

হাঁসখালি (Hanshkhali) গণধর্ষণ-খুনের মামলাতেও সিবিআই তদন্তের (CBI Investigation) নির্দেশ হাইকোর্টের (Highcourt)। কোর্টের নজরদারিতে তদন্ত। ২ মের মধ্যে পেশ করতে হবে রিপোর্ট।


বার্নিং ঘাটে (Burning Ghat) দাহ, ডেথ সার্টিফিকেট (Death Certificate) নেই! তথ্য-প্রমাণ লোপাট করা হয়েছে, এমন সন্দেহের তৈরি হয়। সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে মন্তব্য হাইকোর্টের। 


অভিযুক্ত শাসকদলের প্রভাবশালী নেতার ছেলে, চোখ বন্ধ করে থাকতে পারে না আদালত। হাঁসখালিকাণ্ডে মন্তব্য হাইকোর্টের। কেস ডায়েরির তথ্য নিয়ে প্রশ্ন। 


রাজ্য সরকারের (State Government) সুপারিশ খারিজ। মাটিয়া-সহ ৪টি ধর্ষণ-তদন্তের নজরদারিতে দময়ন্তী সেনেই আস্থা হাইকোর্টের। ২০ এপ্রিল শুনানি। 


হাঁসখালিকাণ্ডে মমতার (Mamata Banerjee) উল্টো সুর মহুয়ার। হাঁসখালিকাণ্ডে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তকে প্রভাবিত করার অভিযোগ রাজ্যপালের। বেআইনি মনোভাব বলে মন্তব্য। আজ মুখ্যসচিবকে তলব। 


শুধু ট্যুইট করলে হবে না, এবার কিছু করুন। রাজ্যপালের ট্যুইটের পাল্টা রাজ্য বিজেপির মুখপাত্র! রাজভবনের সামনে হঠাৎ সজলের নেতৃত্বে বিক্ষোভ। 


ডিভিশন বেঞ্চে আপাতত স্বস্তি পার্থ চট্টোপাধ্যায়ের। এসএসসি দুর্নীতি মামলায় সিবিআইয়ের কাছে দিতে হচ্ছে না হাজিরা। আজ সকালে শুনানি। 


পার্থকে গ্রেফতারও করতে পারবে সিবিআই। ভর্তি হতে পারবেন না উডবার্ন ওয়ার্ডে। নির্দেশ সিঙ্গল বেঞ্চের। ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ। 


সিঙ্গল বেঞ্চে থাকা এসএসসি-র দুর্নীতির সব মামলায় স্থিতাবস্থার নির্দেশ ডিভিশন বেঞ্চের। আজ সকাল সাড়ে ১০টায় পার্থর আবেদনের শুনানি।


ঝালদার কংগ্রের কাউন্সিলর খুনে প্রত্যক্ষদর্শীর রহস্যমৃত্যুতেও এবার সিবিআই। ২টি ঘটনা পরস্পরের সঙ্গে সম্পর্কিত, মন্তব্য হাইকোর্টের। 


দেওঘরে ২দিন পরে আটকদের উদ্ধারে ফের দুর্ঘটনা। কপ্টারের দড়ি ছিঁড়ে মহিলার মৃত্যু। আহত কয়েকজন বাঙালি। রক্ষণাবেক্ষণে রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের।


যুবভারতীতে এএফসি কাপের প্রাক-যোগ্যতা অর্জন পর্বে শ্রীলঙ্কার ব্লু স্টার এসসি-কে ৫ গোলে হারাল এটিকে মোহনবাগান। ম্যাচ শেষে মাঠে দর্শক ঢোকায় জরিমানা। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.