West Bengal News Live Updates: রেশন বণ্টন দুর্নীতি মামলায় মন্ত্রী-ঘনিষ্ঠ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন

ABP Ananda Last Updated: 13 Oct 2023 11:53 PM
WB News Live Updates: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে পুনর্বহাল ইডির তদন্তকারী অফিসার মিথিলেশ কুমার মিশ্র

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে পুনর্বহাল ইডির তদন্তকারী অফিসার মিথিলেশ কুমার মিশ্র। পশ্চিমবঙ্গের যে কোনও মামলার তদন্তে ছাড়পত্র। আগের নির্দেশ প্রত্যাহার করে জানালেন বিচারপতি অমৃতা সিন্হা।

WB News Live: আদালতের অনুমতির পরই পার্থ চট্টোপাধ্যায়কে জেলে গিয়ে জেরা সিবিআইয়ের

আদালতের অনুমতির পরই পার্থ চট্টোপাধ্যায়কে জেলে গিয়ে জেরা সিবিআইয়ের। নিয়োগ দুর্নীতির তদন্তে নতুন তথ্য সামনে রেখে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে প্রশ্নবাণ। প্রায় ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ।

WB News Live Updates: পুজোর আগে শহরের রাস্তা পরিদর্শনে মেয়র ফিরহাদ হাকিম

পুজোর আগে শহরের রাস্তা পরিদর্শনে মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভা থেকে উত্তর ও দক্ষিণ কলকাতা, ডায়মন্ডহারবার রোড হয়ে পরিদর্শন শেষ হবে হাজরায়। উত্তর কলকাতার গৌরীবাড়ি এলাকা পরিদর্শন করলেন কলকাতা পুরসভার মেয়র।

WB News Live: মহালয়ার আগের দিন সোনারপুরের বরেন্দ্রপাড়ায় সোনার দোকানে লুঠ

মহালয়ার আগের দিন সোনারপুরের বরেন্দ্রপাড়ায় সোনার দোকানে লুঠ। সোনারপুর থানা থেকে দেড় কিলোমিটার দূরে সোনার দোকানে লুঠ। দোকান মালিকের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লুঠ
বাইকে করে ২ দুষ্কৃতী আসে, সোনার দোকানের লুঠের পর চম্পট দেয়। ঘটনাস্থলে সোনারপুর থানার পুলিশ। 

WB News Live Updates: মহকুমার স্বীকৃতি পেয়েছে ধূপগুড়ি, ঢাক বাজিয়ে মিষ্টি খাইয়ে আনন্দ উদযাপন তৃণমূলের

মহকুমার স্বীকৃতি পেয়েছে ধূপগুড়ি। ঢাক বাজিয়ে মিষ্টি খাইয়ে আনন্দ উদযাপন তৃণমূলের। কিন্তু পরিকাঠামোর উন্নতি হবে কবে? কবে থেকে এলাকায় মিলবে প্রশাসনিক পরিষেবা? প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। 

WB News Live: ধূপগুড়িতে মিষ্টি খাইয়ে আনন্দ উদযাপন তৃণমূলের

মহকুমার স্বীকৃতি পেয়েছে ধূপগুড়ি। ঢাক বাজিয়ে মিষ্টি খাইয়ে আনন্দ উদযাপন তৃণমূলের। কিন্তু পরিকাঠামোর উন্নতি হবে কবে? কবে থেকে এলাকায় মিলবে প্রশাসনিক পরিষেবা? প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। 

WB News Live Updates: যাদবপুরে র‍্যাগিং নিয়ে ফের সরব অন্তর্বর্তী উপাচার্য


যাদবপুরে র‍্যাগিং নিয়ে ফের সরব অন্তর্বর্তী উপাচার্য। অন্তর্বর্তী উপাচার্যর নিশানায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র পড়ুয়াদের একাংশ। 'বন্ডিংয়ের নামে র‍্যাগিংকে জিইয়ে রাখতে চাইছে কিছু ছাত্র। দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্ররাও সিনিয়রদের ভয় পাচ্ছেন। দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পড়ুয়াদেরও র‍্যাগিং হচ্ছে। প্রত্যেক বর্ষের পড়ুয়াদের জন্য পৃথক হস্টেলের সিদ্ধান্তের বিরোধিতা করা হচ্ছে। পড়ুয়াদেরই একাংশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। 

WB News Live: 'তৃণমূলের নবজোয়ার' কর্মসূচির পর নতুন জনসংযোগ কর্মসূচি 'অভিষেকের দূত'

'দিদির দূতে'র পর এবার 'অভিষেকের দূত'। 'তৃণমূলের নবজোয়ার' কর্মসূচির পর নতুন জনসংযোগ কর্মসূচি 'অভিষেকের দূত'। প্রাথমিক পর্যায়ে পুজোর সময় মানুষের পাশে থাকবেন 'অভিষেকের দূত'রা। মহালয়ার বিকেলে হাওড়া সদর তৃণমূল কার্যালয় থেকে তৃণমূল যুব কংগ্রেস কর্মসূচির সূচনা। উপস্থিত থাকবেন হাওড়ার সাংসদ-বিধায়করা। পরবর্তীতে অন্যান্য জেলাতেও শুরু হবে 'অভিষেকের দূত' কর্মসূচি। 

WB News Live Updates: রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হার বিরুদ্ধে রুল জারি হাইকোর্টের

রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হার বিরুদ্ধে রুল জারি হাইকোর্টের। আদালত অবমাননার রুল জারি করে রাজীবকে হাজিরার নির্দেশ প্রধান বিচারপতির। শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় রাজীব সিন্হার বিরুদ্ধে রুল জারি আদালতের। ২৪ নভেম্বর সশরীরে হাজিরা দিতে হবে রাজীব সিন্হাকে। পঞ্চায়েত ভোটে আদালতের নির্দেশ অবমাননার অভিযোগে মামলা শুভেন্দু অধিকারীর। রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা। 

WB News Live: বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

'চালকলের মালিক বাকিবুর রহমানকে তুলে নিয়ে গেছে। যাঁর টাকা রাজ্যের খাদ্যমন্ত্রীর কাছে যেত, পরে তাঁর মাধ্যমে পৌঁছত ভাইপোর কাছে' বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

WB News Live Updates: গত কয়েকদিনে রাজ্য বিজেপির সদর দফতরে কার্যত আছড়ে পড়েছে বিক্ষোভের ঢেউ

সল্টলেকে রাজ্য বিজেপির কার্যালয় থেকে শুরু করে, ৬ নম্বর মুরলীধর সেন লেন, গত কয়েকদিনে রাজ্য বিজেপির সদর দফতরে কার্যত আছড়ে পড়েছে বিক্ষোভের ঢেউ। ক্ষোভ মেটাতে এবার বিজেপি নেতৃত্বের অন্দরের বিবাদও প্রকাশ্যে। দায়িত্বে থাকা নেতৃত্বদের সবার সঙ্গে কথা বলা উচিত, আলোচনা করা উচিত, মত দিলীপের। আমি আর সুকান্ত বুঝে নেব। প্রতিক্রিয়া শুভেন্দুর। মতান্তর যেন মনান্তরে পরিণত না হয়, প্রতিক্রিয়া শমীকের।

WB News Live: রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হার বিরুদ্ধে রুল জারি হাইকোর্টের

রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হার বিরুদ্ধে রুল জারি হাইকোর্টের। আদালত অবমাননার রুল জারি করে রাজীবকে হাজিরার নির্দেশ প্রধান বিচারপতির। শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় রাজীব সিন্হার বিরুদ্ধে রুল জারি আদালতের। ২৪ নভেম্বর সশরীরে হাজিরা দিতে হবে রাজীব সিন্হাকে। পঞ্চায়েত ভোটে আদালতের নির্দেশ অবমাননার অভিযোগে মামলা শুভেন্দু অধিকারীর । রাজ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে মামলা

WB News Live Updates: রেশন বণ্টন দুর্নীতি মামলায় মন্ত্রী-ঘনিষ্ঠ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ

রেশন বণ্টন দুর্নীতি মামলায় মন্ত্রী-ঘনিষ্ঠ ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ। মন্ত্রী-ঘনিষ্ঠ বাকিবুর রহমানকে সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ ইডির। কোন কোন প্রভাবশালীর সঙ্গে ঘনিষ্ঠতা. বাকিবুরের থেকে জানতে চাইছে ইডি। টানা তিনদিন ধরে বাড়িতে তল্লাশির পর সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে বাকিবুরকে জিজ্ঞাসাবাদ ইডির। বাড়িতে জিজ্ঞাসাবাদের সময় বিভ্রান্ত করার চেষ্টা করেন বাকিবুর, দাবি ইডি সূত্রের। তিনদিনের তল্লাশিতে উদ্ধার প্রচুর গুরুত্বপূর্ণ নথি। 

WB News Live: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ-কে তলব ইডির

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ-কে তলব ইডির। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব । প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুমিত রায়কে তলব ইডির। ইডি-র নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়। বুধবারই অভিষেক-পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়তে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে ইডি

WB News Live Update: সোমবার বসছে বিধানসভার বিশেষ অধিবেশন

সোমবার বসছে বিধানসভার বিশেষ অধিবেশন। ১ দিনের জন্য বসছে বিধানসভার অধিবেশন: সূত্র। গত অধিবেশনে মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি করেছিলেন মুখ্যমন্ত্রী। বেতন বৃদ্ধির সিদ্ধান্তকে আইনসিদ্ধ করতে দুটি বিল আনছে রাজ্য: সূত্র।
বিল দুটি পাসের উদ্দেশ্যেই একদিনের অধিবেশন বসছে বিধানসভায়: সূত্র।

Kolkata News: ইডি-র নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ-কে তলব ইডির। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব ।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুমিত রায়কে তলব ইডির। ইডি-র নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়: সূত্র।

Kolkata News: বেহালার ঠাকুরপুকুর বাজারের কাছে ডায়মন্ড হারবার রোডে রাস্তায় ধস

বেহালার ঠাকুরপুকুর বাজারের কাছে ডায়মন্ড হারবার রোডে রাস্তায় ধস। আজ সকাল ৮টা নাগাদ আচমকা ধস নামে। ধস নেমে রাস্তার ধারের সিইএসসির বক্স হেলে পড়েছে। ধসে অনেকখানি বসে গেছে রাস্তা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ঠাকুরপুকুর থানার পুলিশ ও পুরকর্মীরা। সাদা বালি দিয়ে ধসে যাওয়া রাস্তার অংশ বোজানো হচ্ছে। ঠাকুরপুকুর বাজারের কাছে বহুদিন ধরে ভূ-গর্ভস্থ পাইপ লাইনের কাজ চলছে। তার জেরেই ধস বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

WB News Live: ইডির হাতে আটক মন্ত্রী-ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান

ইডির হাতে আটক মন্ত্রী-ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান। রেশন বণ্টন দুর্নীতি মামলায় মন্ত্রী-ঘনিষ্ঠ ব্যবসায়ী। টানা তিনদিন ধরে তল্লাশির পর আটক বাকিবুর রহমান। তিনদিনের তল্লাশিতে উদ্ধার প্রচুর গুরুত্বপূর্ণ নথি, খবর ইডি সূত্রের।


 

Kolkata News: 'ভাল হয় মাননীয়া যদি আগামী বছরের পুজোর উদ্বোধন এবছরই একাদশীর দিন করে ফেলেন', কটাক্ষ শুভেন্দুর

মহালয়ার আগেই পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর, তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর। 'ভাল হয় মাননীয়া যদি আগামী বছরের পুজোর উদ্বোধন এবছরই একাদশীর দিন করে ফেলেন'। 'একাদশীতে পুজো উদ্বোধন করলে গিনেস বুকে নাম উঠবে মাননীয়ার'। 'কারণ তার আগে আর কেউ ভুল করেও পুজোর উদ্বোধন করতে পারবে না'। সোশাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

WB News Live: রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডি-র তল্লাশি অভিযানের আজ তৃতীয় দিন

রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডি-র তল্লাশি অভিযানের আজ তৃতীয় দিন। মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের বাড়িতে তিনদিন ধরে টানা তল্লাশি। তিনদিনের তল্লাশিতে উদ্ধার প্রচুর গুরুত্বপূর্ণ নথি, খবর ইডি সূত্রের। দু'দিন ধরে বাকিবুরের শ্যালকের বাড়িতেও তল্লাশি ইডি-র। নদিয়ার তিনটি চালকলেও তল্লাশি অভিযান ইডি-র। তল্লাশিতে লুকিয়ে রাখা বেশ কিছু মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে, দাবি ইডি-র।


 

WB News Live Update: মনোরম আবহাওয়াতেই কাটবে পুজো, ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

মনোরম আবহাওয়াতেই কাটবে পুজো, ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ষষ্ঠী থেকে অষ্টমী, আবহাওয়া থাকবে রোদ ঝলমলে, পূর্বাভাস আবহাওয়া দফতরের। অনুভূত হবে উত্তুরে হাওয়ার প্রভাব, কমবে দিন ও রাতের তাপমাত্রা। আগামী সোমবার থেকে আবহাওয়া শুষ্ক হবে উত্তরবঙ্গেও।

Kolkata News: দিল্লি থেকে কলকাতায় ফিরলেন কামদুনির প্রতিবাদীরা

দিল্লি থেকে কলকাতায় ফিরলেন কামদুনির প্রতিবাদীরা। আজ সকালে কলকাতা বিমানবন্দরে নামেন তাঁরা। সঙ্গে ছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য় সরকার যে মামলা করেছে তাতে পার্টি হয়েছেন কামদুনির প্রতিবাদীরা। পাশাপাশি সর্বোচ্চ আদালতে আরেকটি পৃথক মামলা দায়ের করেছেন তাঁরা। সুপ্রিম কোর্টে বিচার পাওয়ার বিষয়ে আশাবাদী কামদুনির প্রতিবাদীরা।

Kolkata News: যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েলে আটকে পড়েছেন দুর্গাপুর ও ব্য়ারাকপুরের ২ পড়ুয়া

যুদ্ধ বিধ্বস্ত ইজরায়েলে আটকে পড়েছেন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ও উত্তর ২৪ পরগনার ব্য়ারাকপুরের বাসিন্দা দুই পড়ুয়া। উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন তাঁদের পরিবার-পরিজনরা। ইজরায়েলে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে অপারেশন অজয় শুরু করেছে কেন্দ্র। আশায় বুক বাঁধছেন দুই পড়ুয়ার বাবা-মা। 

WB News Live: মুদিয়ালি ক্লাবে সম্পন্ন প্রতিমা সাজানোর কাজ, থিমের সঙ্গে সামঞ্জস্য় রেখেই সাজিয়ে তোলা হয়েছে উমাকে

মুদিয়ালি ক্লাবে সম্পন্ন হল প্রতিমা সাজানোর কাজ। থিমের সঙ্গে সামঞ্জস্য় রেখেই সাজিয়ে তোলা হয়েছে উমাকে। যেহেতু মূল মণ্ডপের অন্য়তম উপকরণ পিতল, তাই প্রতিমার সাজেও রয়েছে সেই রঙের ছোঁয়া। থিমের পাশাপাশি প্রতিমার সাজও দর্শকদের মন কাড়বে, আশাবাদী পুজো উদ্য়োক্তারা।   

Kolkata News: গভীর রাতে নিমতলা ঘাটের কাছে বিধ্বংসী আগুন, ভষ্মীভূত কাঠের গোলা সহ বেশ কয়েকটি বাড়ি

গভীর রাতে নিমতলা ঘাটের কাছে বিধ্বংসী আগুন। আগুনে ভষ্মীভূত কাঠের গোলা সহ বেশ কয়েকটি বাড়ি। রাত সাড়ে বারোটা নাগাদ কাঠগোলা রোডের একটি বাড়ির দোতলায় আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। দ্রুত আগুন ছড়ায় পাশের কয়েকটি বাড়ি ও কাঠের গোলায়। খবর দেওয়া হয় দমকলে। দমকলের ১০টি ইঞ্জিন প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই বাড়ি গুলিতে ৫/৬টি পরিবার বাস করত। আগুন ভয়াবহ রূপ নেওয়ার আগেই বাসিন্দারা বাইরে বেরিয়ে আসায় কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল।

WB News Live: হরিহরপাড়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্য়ু এক যুবকের, গুরুতর আহত আরেক যুবক

মুর্শিদাবাদের হরিহরপাড়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্য়ু এক যুবকের। গুরুতর আহত আরেক যুবক। স্থানীয় সূত্রে দাবি, কলাবাগানে বোমা বাঁধার সময় আচমকা বিস্ফোরণ ঘটে। ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ। 

WB News Live Update: বিজেপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বিক্ষোভের ঢেউ, ছবি মাটিতে ফেলে লাথি-কালি!

সল্টলেকের পর মুরলীধর সেন লেন। বিজেপির রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে আছড়ে পড়ল বিক্ষোভের ঢেউ। ছবি মাটিতে ফেলে লাথি-কালি!

প্রেক্ষাপট


  • অধীর চৌধুরীকে (Adhir Chowdhury) নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের (Kalyan Banerjee) করা মন্তব্যের তীব্র নিন্দা। তৃণমূলকে (TMC) আক্রমণ করে সোশাল মিডিয়ায় পোস্ট করলেন কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বিজেপির সবচেয়ে বড় ভৃত্য বলে আক্রমণ করলেন তিনি। পাল্টা, প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে ইন্ডিয়া জোটের পরিপন্থী বলে আক্রমণ শানিয়েছে তৃণমূল।

  • মহালয়ার পর থেকেই শহরকে যানজটমুক্ত রাখতে তৎপর হচ্ছে কলকাতা পুলিশ। বৃহস্পতিবার শহরের বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শনে বেরিয়ে জানালেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ক্রিকেট বিশ্বকাপ এবং বিদেশি পর্যটকদের জন্য় নির্বিঘ্নে পুজো দেখার বন্দোবস্তের কথা মাথায় রেখে ব্য়বস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। 

  • প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে জোড়া তদন্তকারী অফিসার নিয়োগ করল ED। মিথিলেশকুমার মিশ্রর পরিবর্তে গ্যাংটক থেকে আসছেন রাজেশ কুমার। সঙ্গে থাকছেন আরেক তদন্তকারী অফিসার মুকেশ কুমার। এরই মধ্যে তদন্তকারী আধিকারিকের দায়িত্ব থেকে অপসারিত মিথিলেশকুমার মিশ্রর বিষয়ে আজ ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি।

  • ১২ হাজার কনস্টেবল নিয়োগেরও সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার। উর্দু মাধ্যমে পার্ট টাইম ও ১৯৮ রাজবংশী সকুলে নেওয়া হবে ৩৯৪ জন আংশিক শিক্ষক। আঞ্চলিক ভাষার জন্য হচ্ছে নতুন বিভাগ।

  • হাইকোর্টের রায়ের প্রতিবাদে, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে কামদুনি। আজ দিল্লিতে, জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন কামদুনির প্রতিবাদীরা। পাশাপাশি, এদিন, নির্ভয়ার বাড়িতেও যান টুম্পা-মৌসুমীরা। বিকেলে যন্তরমন্তরে পালন করেন ধর্না কর্মসূচি। 

  • কামদুনির পাশে এবার নির্ভয়ার মা। নির্যাতিতার পরিজন ও প্রতিবাদীদের সঙ্গে দিল্লিতে দেখা করল আরেক নির্যাতিতার পরিবার। 'কামদুনি যাতে বিচার পায়, সেজন্য কেন্দ্রের কাছে আবেদন করব', জাতীয় মহিলা কমিশনের কাছেও অনুরোধ করব, আশ্বাস নির্ভয়ার মায়ের

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.