West Bengal News Live Updates: রামপুরহাটে তৃণমূলে যোগ বিজেপি ও সিপিএম কর্মীদের
করোনা সংক্রমণে উদ্বেগ বাড়াচ্ছে কেরল। করোনায় মৃত্যু হলে ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ করোনা লিখতে হবে, নির্দেশিকা কেন্দ্রের। রাজ্যে কমল দৈনিক সংক্রমণ, মৃত্যু।
নিম্নচাপের বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যের দুই সমুদ্র উপকূলবর্তী জেলা। খারাপ আবহাওয়ার কারণে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় সমুদ্রে মাছ ধরতে যাওয়াও জারি হয়েছে নিষেধাজ্ঞা। ফিরে এসেছে বেশিরভাগ ট্রলার। দিঘায় জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত মেরিন ড্রাইভ। হোটেলবন্দি পর্যটকরা।
বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রায় এক হাজার কর্মী।তাদের হাতে দলীয় পতকা তুলে দিলেন ডেপুটি স্পিকার তথা এলাকার বিধায়ক আশিষ বন্দোপাধ্যায়। এদিন বিকেলে রামপুরহাট থানার নারায়ণপুর অঞ্চলে এই যোগদানের আয়োজন করা হয়।
কলকাতাতেও শিশুদের মধ্যে বাড়ছে ভাইরাল নিউমোনিয়া। পার্ক স্ট্রিটের বেসরকারি হাসপাতালে ২০জন শিশু ভর্তি ।২০জনের মধ্যে ৮জন শিশু ভর্তি আইসিইউতে।জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি বহু শিশু।অসুস্থ শিশুদের সবাই ডেঙ্গি, ম্যালেরিয়া, করোনা নেগেটিভ
শারীরিক সম্পর্কের সময়ই শ্বাসরোধ করে ২ প্রেমিকাকে খুন! মাটিগাড়ায় জোড়া খুনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। মাটিগাড়া থেকে ১ যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় যুবক গ্রেফতার। জেরা করে মাটিগাড়া থেকেই আরও ১ যুবতীর মৃতদেহ উদ্ধার।ধৃতকে জেরা করে ৩ মাস পরে মাটি খুঁড়ে যুবতীর দেহ উদ্ধার।৩ মাসের ব্যবধানে ২ প্রেমিকাকে খুন করার অভিযোগ
১৬ তারিখও তৃণমূলের পদযাত্রায় অনুমতি দিল না ত্রিপুরা পুলিশ। ১৭ তারিখ বিশ্বকর্মা পুজোর কারণ দেখিয়ে তৃণমূলের আবেদন খারিজ।বিশ্বকর্মা পুজোর জন্য আইনশৃঙ্খলার কারণ দেখিয়ে আবেদন খারিজ
ফের কালিয়াচকের বীরনগরে গঙ্গায় শুরু হয়েছে ভাঙন। গতকাল দুপুর থেকে পাড় ভাঙতে শুরু করেছে। গঙ্গা গর্ভে তলিয়ে যাচ্ছে বাড়ি, ফসলি জমি। গত ১২-১৪ ঘণ্টায় প্রায় ১০-১২টি বাড়ি তলিয়ে গিয়েছে। এক কিলোমিটার অংশ জুড়ে চলছে ভাঙন। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। নিজেরাই নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করেছেন। ভাঙন রুখতে ফরাক্কা ব্যারাজ কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই বলে স্থানীয়দের অভিযোগ। প্রশাসন অথবা ফরাক্কা ব্যারাজ কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। বর্ষার শুরু থেকেই কালিয়াচকের ৩ নম্বর ব্লকে বিস্তীর্ণ এলাকাজুড়ে গঙ্গা ভাঙন শুরু হয়েছে।
আসানসোলের অভিজাত হোটেলে হানা দিয়ে ১৮ জন জুয়াড়িকে গ্রেফতার করলো আসানসোল দক্ষিণ থানার পুলিশ । গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে হোটেলে অভিযান চালায় । হাতেনাতে ধরা পড়ে আঠারোজন । উদ্ধার হয় এক লক্ষ পাঁচ হাজার টাকা ।
রাজ্যে গত একদিনে করোনা আক্রান্তর সংখ্যা ৫০৬, গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু। দৈনিক মৃত্যুতে শীর্ষে নদিয়া, সংক্রমণে উঃ ২৪ পরগনা।নদিয়ায় একদিনে আক্রান্ত ৪৬, ৩জনের মৃত্যু।কলকাতায় একদিনে আক্রান্ত ৯৩, ৩জনের মৃত্যু। উঃ ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ১০৪, ২জনের মৃত্যু
বোমাবাজির ঘটনার নেপথ্যে কারা, বেরোবে এনআইএ তদন্তে, দাবি অর্জুনের। তৃণমূলে ফেরা আটকাতেই শুভেন্দুর কথায় এনআইএ, বিস্ফোরক দাবি বিধায়কের।
ভাটপাড়ায় অর্জুন সিংহের বাড়িতে বোমাবাজি, তদন্তে এনআইএ। ৮ সেপ্টেম্বর বিজেপি সাংসদের বাড়ি লক্ষ্য করে পরপর বোমা।এনআইএকে তদন্তের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের:, খবর সূত্রের। খুনের চেষ্টা, সংগঠিত অপরাধ, বিস্ফোরক আইনে মামলা ।৮ সেপ্টেম্বর সকালে অর্জুনের বাড়ির দরজায় বোমাবাজির ঘটনা ঘটে। একটি বোমা ফাটে সিআইএসএফের জওয়ানদের পাহারাস্থলে।
২২ সেপ্টেম্বর সিবিআই-ইডির ২ অফিসারকে বিধানসভায় তলব। ডিএসপি-সিবিআই, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর-ইডিকে বিধানসভায় তলব। দুপুর ১টায় বিধানসভায় হাজিরা হতে অধ্যক্ষের চিঠি।নারদকাণ্ডের চার্জশিটে মন্ত্রী-বিধায়কের নাম, অফিসারদের তলব।ডিএসপি-সিবিআই সতেন্দ্র সিংহকে বিধানসভায় তলব।অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইডি রথীন বিশ্বাসকে বিধানসভায় তলব
পরিষেবা না পাওয়ার অভিযোগ, ডোমজুড়ে পঞ্চায়েত দফতর ‘বন্ধ’।দরজার শাটার ফেলে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত দফতর ‘বন্ধ’। প্রধান-উপ প্রধানের আটক করে বিক্ষোভ গ্রামবাসীদের। পুলিশ গিয়ে দরজার শাটার খুলে প্রধানকে উদ্ধার পুলিশের।‘ভ্যাকসিন নিয়ে ক্ষোভ আছে, কিন্তু পর্যাপ্ত ভ্যাকসিন নেই’, রাস্তা, পানীয় জল না পাওয়ার অভিযোগ উড়িয়ে দাবি পঞ্চায়েত প্রধানের।
বৃহস্পতিবার আগরতলায় অভিষেকের পদযাত্রা হবে, জানালেন কুণাল ঘোষ। বুধবারের বদলে বৃহস্পতিবার হবে অভিষেকের পদযাত্রা, জানালেন কুণাল ঘোষ
আগামীকাল মলয় ঘটককে তলব ইডি-র, এএনআই সূত্রে খবর। কয়লাকাণ্ডে মলয় ঘটককে তলব করল ইডি, এএনআই সূত্রে খবর
সঙ্গী-খুনে রোমা ঝাওয়ারকাণ্ডে দোষী সাব্যস্ত গুঞ্জনের যাবজ্জীবন।মূল অভিযুক্ত গুঞ্জন ঘোষ-সহ ৪জনের যাবজ্জীবন কারাদণ্ড। ২০০৫-এ সল্টলেকে রোমা ঝাওয়ারকে অপহরণের পর মুক্তিপণ আদায়।মুক্তিপণের ভাগ নিয়ে বচসা, গুঞ্জনদের সঙ্গী অরবিন্দ প্রসাদকে খুন।অরবিন্দ প্রসাদকে খুনের অভিযোগে গুঞ্জন-সহ ৪জন দোষী সাব্যস্ত
একবালপুরে ইমামদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মমতা বন্দ্যোপাধ্যায়েের। ভবানীপুর বিধানসভার মধ্যে পড়ে একবালপুর এলাকা।
শিলিগুড়ির মাটিগাড়ায় তরুণীর পচাগলা মৃতদেহ উদ্ধার। ৪ মাস নিখোঁজ থাকার পর তরুণীর পচাগলা মৃতদেহ উদ্ধার। মাটি খুঁড়ে তরুণীর পচাগলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ। অন্য খুনে ধৃত অভিযুক্তের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার মৃতদেহ।ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ
দেগঙ্গায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের রহস্যমৃত্যু। দরজা ভেঙে বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ।কীভাবে মৃত্যু? ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
বেহালায় জোড়া খুনে আরও তথ্য। খুনের ৪দিন পর সঞ্জয়ের বজবজের বাড়িতে পার্টি! বজবজে সঞ্জয়কে আটক করতে গিয়ে তা দেখেছিল পুলিশ, খবর সূত্রের।
‘চা খাওয়ার পরে খুন, প্রমাণ লোপাটে কাপ ধুয়ে চম্পট। দিদি-ভাগ্নেকে খুন করে গা ঢাকা দেয় ২ মাসতুতো ভাই, এমনই খবর সূত্রের। ধৃত সঞ্জয়-সন্দীপ দাসের ১২দিনের পুলিশ হেফাজতের নির্দেশ।
ভোট পরবর্তী সন্ত্রাস তদন্তে আরও গ্রেফতার। ইলামবাজারে বিজেপি কর্মী খুন, চন্দননগরে গ্রেফতার। ২ মে ইলামবাজারে খুন হন বিজেপি কর্মী গৌরব সরকার।চন্দননগর থেকে অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই। ধৃতকে ৪ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ বোলপুর আদালতের
হেস্টিংসে বিজেপির দফতর থেকে সরানো হল রাজীব বন্দ্যোপাধ্যায়ের ‘নেমপ্লেট’। হেস্টিংসে বিজেপি দফতরের ৯ তলায় রাজীবের নামে ৮১১ নম্বর ঘর। ‘রবিবার মধ্য রাতে নেতৃত্বের নির্দেশে খোলা হল রাজীবের নেমপ্লেট। রাজীবের ঘর ব্যবহার করা হচ্ছে ভবানীপুরে ভোটের কাজে', খবর বিজেপি সূত্রে।
তৃণমূলে যাওয়া ২ বিধায়ককে নিয়ে অধ্যক্ষকে চিঠি শুভেন্দু। দলত্যাগ বিরোধী আইন কার্যকরের দাবি জানিয়ে অধ্যক্ষকে চিঠি। বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। অগাস্টের শেষে তৃণমূলে যোগ দেন ২ বিজেপি বিধায়ক।
জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি ১৩০ জন শিশু। জ্বর, পেটের অসুখ, বমির মতো উপসর্গ নিয়ে ভর্তি হাসপাতালে।জলপাইগুড়িতে হঠাত্ শিশুদের মধ্যে জ্বরের প্রকোপ।আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যালে ২ শিশুকে রেফার। রোগীর চাপ বাড়তে থাকায় বাড়ানো হচ্ছে বেডের সংখ্যা
বেহালায় মা-ছেলে খুনে ধৃতদের আলিপুর কোর্টে পেশ। ধৃত ২ অভিযুক্তকে আলিপুর কোর্টে পেশ করা হয়েছে।
আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে ২ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ করল সিবিআই। যা জানতে এসেছিল, সবই জানানো হয়েছে, জানালেন শিল্পমন্ত্রী। এর আগে আজ সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দিতে পারবেন না বলে চিঠি দেন পার্থ চট্টোপাধ্যায়। চিঠিতে তিনি জানান, প্রচারে ব্যস্ত আছেন, দরকার হলে তাঁর বাড়িতে বা অফিসে আসতে পারে সিবিআই। চিঠি পাওয়ার পর আলোচনায় বসেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। এরপরই ৩ সিবিআই অফিসার শিল্প সদনে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেন।
'' সমাজবিরোধীরা তৃণমূলের আশ্রয়ে, তাই এত বাড়বাড়ন্ত। তোলাবাজি, জমি দখল, দাদাগিরি করছে, পুকুর বোজাচ্ছে। কিন্তু গ্রেফতার হচ্ছে না।'' রাতের শহরে ব্যবসায়ীকে গুলিকাণ্ডে আইন শৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ দিলীপ ঘোষের।
'' সমাজবিরোধীরা তৃণমূলের আশ্রয়ে, তাই এত বাড়বাড়ন্ত। তোলাবাজি, জমি দখল, দাদাগিরি করছে, পুকুর বোজাচ্ছে। কিন্তু গ্রেফতার হচ্ছে না।'' রাতের শহরে ব্যবসায়ীকে গুলিকাণ্ডে আইন শৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ দিলীপ ঘোষের।
‘তদন্তে দরকার হলে সাহায্য করব, জানিয়েছি সিবিআই-কে’ জানালেন পার্থ চট্টোপাধ্যায়।
১৫ সেপ্টেম্বর ত্রিপুরায় অভিষেকের পদযাত্রায় অনুমতি দিল না পুলিশ, কিছুক্ষণ আগেই ত্রিপুরা পুলিশ একথা জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। রবীন্দ্রভবন থেকে চৌমোহনী পর্যন্ত পদযাত্রা কর্মসূচি ছিল অভিষেকের। ১৫ তারিখ দুপুর ২টোয় কর্মসূচি ছিল অভিষেকের। ওই রুটে ওই দিন অন্য রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে, জানিয়েছে পুলিশ। এই কর্মসূচিতে আগেই অনুমতি দেওয়া ছিল, জানিয়েছে ত্রিপুরা পুলিশ। তাই এই পদযাত্রার অনুমতি দেওয়া যাবে না, জানিয়েছে ত্রিপুরা পুলিশ
আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে ক্যামাক স্ট্রিটে শিল্প সদনে পৌঁছল সিবিআই। কয়েকদিন আগেই এই মামলায় তৃণমূলের মহাসচিবকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে আজ হাজিরা দিতে বলা হয়। সূত্রের খবর, সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে পারবেন না জানিয়ে সিবিআই-কে চিঠি দেন পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই সূত্রে খবর, তৃণমূলের মহাসচিব জানান, তিনি প্রবীণ নাগরিক। নির্বাচনের কাজে ব্যস্ত আছেন। পারলে সিবিআই অফিসাররা তাঁর বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন। এরপরই পার্থ চট্টোপাধ্যায়ের দফতরে হাজির হন সিবিআই অফিসাররা। সিবিআইয়ের দাবি, বেআইনি অর্থলগ্নি সংস্থা আইকোরের অনুষ্ঠান মঞ্চে তাঁর উপস্থিতির কারণ জানতেই পার্থ চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছে। এর আগেও আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে তলব করেছিল সিবিআই। বিধানসভা ভোটের প্রচারে ব্যস্ত আছেন বলে জানিয়ে সেই সময় হাজিরা দেননি তৃণমূলের মহাসচিব। আইকোর মামলায় ইডি-ও তলব করেছিল পার্থ চট্টোপাধ্যায়কে।
ভাটপাড়ায় যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত । গত শনিবার রাতে মাত্র কুড়ি হাজার টাকার জন্য সিকান্দার দাস কে গুলি করে খুন করে দুষ্কৃতীরা । সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত সুনীল কালকে গতকাল রাতে গ্রেফতার করেছে ভাটপাড়া থানার পুলিশ
ভাটপাড়ায় যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত । গত শনিবার রাতে মাত্র কুড়ি হাজার টাকার জন্য সিকান্দার দাস কে গুলি করে খুন করে দুষ্কৃতীরা । সেই ঘটনায় অন্যতম অভিযুক্ত সুনীল কালকে গতকাল রাতে গ্রেফতার করেছে ভাটপাড়া থানার পুলিশ
পর্ণশ্রীতে মা-ছেলেকে খুনের ঘটনায়, মৃতার দুই মাসতুতো ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। প্রচুর দেনা থাকায় টাকা-সোনা লুঠের পরিকল্পনা ছিল। তা না পেয়েই খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ছেলেটাকে কেন খুন করল ? প্রশ্ন শোকার্ত স্বামীর। যারা খুন করেছে তারা যেন সূর্যের আলো না দেখে আবেদন মৃতার বাবার।
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ভ্রুকুটি। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তাল দিঘার সমুদ্র। উত্তর বঙ্গোপসাগর থেকে মৎসজীবীদের ফেরাতে তৎপর কোস্ট গার্ড, মাইকে প্রচার। নজরদারি ফিসিং বোটের।
ভবানীপুর-মামলার দ্রুত শুনানির আর্জিতে সায় নেই হাইকোর্টের। ‘সাধারণ নির্বাচন আর উপনির্বাচন এক হতে পারে না, মুখ্যসচিব কেন একটি কেন্দ্রের জন্য আর্জি জানাবেন?’ ভবানীপুর মামলায় সওয়াল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যর। ‘নির্বাচনী বিজ্ঞপ্তি জারির এতদিন পরে কেন এসেছেন? দ্রুত কেন আসেননি? প্রশ্ন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। সোমবার মামলার পরবর্তী শুনানি। বাকি ৪ কেন্দ্রে উপনির্বাচনের দাবিতে করা মামলা খারিজ
কংগ্রেসে যোগ দিচ্ছেন প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডি কুনহা। বেলা ১২টায় গোয়ায় কংগ্রেস অফিসে দলে যোগ দেবেন ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকা। আলভিটো জাতীয় দলের প্রাক্তন ফুটবলারও। ভারতীয় ফুটবল দলে ২০০১-২০০৬ সাল পর্যন্ত খেলেছেন।
কেন্দ্রীয় প্রতিষ্ঠান NILD-র গুরুত্ব কমানোর অভিযোগে পথে নামল রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী সংস্থা। কান্তি গঙ্গোপাধ্যায়ের এই সংস্থার প্রতিনিধিরা এদিন বরানগরে বিক্ষোভ দেখান। ছিলেন প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য। কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের আজ বনহুগলির কেন্দ্রীয় সংস্থায় আসার কথা ছিল। কিন্তু কলকাতায় থাকলেও, তিনি এখানে আসেননি। বনহুগলির ন্যাশনাল ইন্সটিটিউট ফর লোকাল লোকোমোটর ডিসএবিলিটিস বা NILD।
নকশালবাড়ির ত্রিহানা চা বাগান থেকে উদ্ধার হল আড়াই বছরের শিশু ও তার বাবার ঝুলন্ত দেহ। আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন শিশুর মা। পুলিশ সূত্রে খবর, চা বাগানে কাজ করতেন প্রদুম প্রজা। বেশ কিছুদিন ধরে আড়াই বছরের শিশুকন্যাকে নিয়ে ত্রিহানা চা বাগান এলাকায় বাপের বাড়িতে ছিলেন প্রদুমের স্ত্রী ললিতা ওঁরাও। গতকাল রাতে শ্বশুরবাড়িতে আসেন প্রদুম। আজ ভোররাতে ধারাল অস্ত্র নিয়ে স্ত্রী ও সন্তানের ওপর চড়াও হন।এরপর গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ওই বাগান শ্রমিক। কারণ খতিয়ে দেখছে নকশালবাড়ি থানার পুলিশ।
ভবানীপুরের উপনির্বাচনে জমজমাট প্রচার। নন্দীগ্রামের মতো একই জবাব মিলবে ভবানীপুরেও। দলীয় প্রার্থীর প্রচারে অংশ নিয়ে দাবি করলেন দিলীপ ঘোষ। নন্দীগ্রামে রিগিং-সন্ত্রাস হয়েছিল, ভবানীপুরে হবে না। পাল্টা জবাব দিয়েছেন ফিরহাদ হাকিম। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'মাননীয়া বলছেন জামানত বাজায়াপ্ত হবে। এসব ডায়ালগ তো নন্দীগ্রামেও শুনেছিলাম। তারপর কী হল? নন্দীগ্রামের ফল ভবানীপুরেও হবে।' আবার তৃণমূল বিধায়ক ও পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 'নন্দীগ্রাম-ভবানীপুর-চেতলা এক নয়, ওখানে যেভাবে একতরফা ভোট হয়েছে, এখানে সেটা করতে গেলে ভবানীপুরের মানুষ তাঁর পা ভেঙে দেবে।'
ভবানীপুর উপনির্বাচনে আজ মনোনয়নপত্র জমা দেবেন প্রিয়ঙ্কা টিবরেওয়াল। সকাল ১১টা নাগাদ ভবানীপুরের গোলবাড়ি মন্দির থেকে মিছিল করে গিয়ে আলিপুর সার্ভে বিল্ডিং পর্যন্ত মিছিল করে যাবেন বিজেপি প্রার্থী। মিছিলে থাকবেন শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, সৌমিত্র খাঁ ও দীনেশ ত্রিবেদী। সকাল ১১টা নাগাদ মনোনয়নপত্র জমা দেবেন ভবানীপুর উপনির্বাচনের বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাসও। থাকবেন বাম কর্মী সমর্থকরা।
গভীর নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর থেকে চাঁদবালির কাছে ওড়িশার স্থলভাগে প্রবেশ করেছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশা ও উত্তর ছত্রিশগড় এর দিকে যাবে। এরই প্রভাবে ওড়িশায় প্রবল বৃষ্টির পূর্বাভাস।
রাতের শহরে শ্যুটআউট। গোর্কি সদনের সামনে গুলিবিদ্ধ হাওড়ার ব্যবসায়ী পঙ্কজ সিং। পুলিশ সূত্রে খবর, রাত ১১টা নাগাদ বন্ধুর বাড়ির পার্টি থেকে ৩ সঙ্গীকে নিয়ে ফিরছিলেন ওই ব্যবসায়ী। অভিযোগ, পার্ক সার্কাসের দিক থেকে রবীন্দ্র সদনের দিকে যাওয়ার সময়, ৫-৬টি মোটরবাইকে প্রায় ১৫-১৬ জন দুষ্কৃতী ব্যবসায়ীর গাড়ি আটকায়। গোর্কি সদনের সামনে গাড়ি থেকে নামতেই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয় তারা। ব্যবসায়ীর ডান কাঁধে গুলি লাগে।
রাতের শহরে শ্যুটআউট। গোর্কি সদনের সামনে গুলিবিদ্ধ হাওড়ার ব্যবসায়ী পঙ্কজ সিং। পুলিশ সূত্রে খবর, রাত ১১টা নাগাদ বন্ধুর বাড়ির পার্টি থেকে ৩ সঙ্গীকে নিয়ে ফিরছিলেন ওই ব্যবসায়ী। অভিযোগ, পার্ক সার্কাসের দিক থেকে রবীন্দ্র সদনের দিকে যাওয়ার সময়, ৫-৬টি মোটরবাইকে প্রায় ১৫-১৬ জন দুষ্কৃতী ব্যবসায়ীর গাড়ি আটকায়। গোর্কি সদনের সামনে গাড়ি থেকে নামতেই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয় তারা। ব্যবসায়ীর ডান কাঁধে গুলি লাগে।
যক্ষ্মার চিকিৎসার বর্তমান ও ভবিষ্যত্ নিয়ে ভার্চুয়াল আলোচনায় অংশ নিলেন ফুসফুস বিশেষজ্ঞরা। পালমোকন ২০২১ শীর্ষক ওয়েবিনারে বিশেষজ্ঞ চিকিত্সকরা ভারতে যক্ষ্মার চিহ্নিতকরণ, চিকিত্সা ও প্রতিরোধের ওপর জোর দেন। অনুষ্ঠানে বিশেষ সম্মান জানানো হয় দু’জন ফুসফুস বিশেষজ্ঞকে।
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ভ্রুকুটি। দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। দিঘায় পর্যটকদের সতর্ক করতে চলছে মাইকে প্রচার!
এসএসকেএম হাসপাতালে এক মাসের শিশুর খাদ্যনালী থেকে বের করা হল ধাতব হুক। দ্রুততার সঙ্গে সফল অস্ত্রোপচার হল সরকারি হাসপাতালে। অপারেশনের পর সুস্থ আছে একরত্তি শিশুটি।
প্রেক্ষাপট
রাজ্যে কমল দৈনিক সংক্রমণ, মৃত্যু। উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা, উত্তর ২৪ পরগনা।
গতকাল সংখ্যাটা ছিল ৭৫২। রবিবার রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হলেন ৭৫১। বলার অপেক্ষা রাখে না বিশেষ হেরফের হয়নি পরিস্থিতির। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,৫৬,৯০৮ জন। পাশাপাশি সরকারি হিসেব অনুযায়ী এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১০ জন। গতকাল করোনায় মৃতেযু হয়েছিল ১৪ জনের। গত দু-দিনের তুলনায় আজ খানিকটা কমল মৃতের সংখ্যা।
সরকারি বুলেটিন অনুযায়ী রাজ্যে ১ দিনে করোনামুক্ত হয়েছেন ৭৫৭ জন। শুরু থেকে এখনও পর্যন্ত সবমিলিয়ে করোনা থেকে সেরে হাসপাতাল থেকে ফিরেছেন ১৫,৩০,১৪৪ জন। রবিবার রাজ্যে সুস্থতার হাল ৯৮.২৮ শতাংশ। বুলেটিন অনুযায়ী ১২ সেপ্টেম্বরে রাজ্যে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৮,১৮৭ জন। রবিবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। শহরে ১ দিনে করোনা সংক্রমিত হয়েছেন ১২৫ জন। মৃত্যু হয়েছে ১ জনের। পাশাপাশি এরপরেই রয়েছে দক্ষিণ ২ পরগনা। সেখানে একদিনে নতুন করে করোনা সংক্রমিত ১২৪ জন। মৃত্যু হয়েছে ২ জনের।
অন্যদিকে, রবিবার দেশে করোনায় একলাফে দৈনিক সংক্রমণ অনেকটা কমলেও, কাঁটা দৈনিক মৃত্যুর সংখ্যাবৃদ্ধি হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৩৮ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৫৯১।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -