West Bengal News Live Updates: সিপিএম আমলে দুর্নীতির সব ফাইল পুড়িয়ে দিয়েছে : মমতা
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
"সিপিএম আমলে দুর্নীতির সব ফাইল পুড়িয়ে দিয়েছে। আমরা বলেছিলাম বদল চাই, বদলা চাই না, তাই কিছু করিনি। এখন যদি ফাইলগুলো আবার খুলি, কী সূর্যবাবু ঝুলি থেকে বিড়াল বেরোবে তো ?। আপনাদের বেলায় তো সিবিআই হয় না।" আক্রমণে মমতা।
স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে ‘হর ঘর তেরঙ্গা’র কর্মসূচি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। এই কর্মসূচিতে পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে দুঃস্থদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন রবিন হুড আর্মির সদস্যরা। দেওয়া হল চাল, ডাল, শুকনো নানা খাবার। উত্তরবঙ্গে শিলিগুড়ি ও দক্ষিণবঙ্গে ঘোড়ামারা দ্বীপে দুঃস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুব্রতর গ্রেফতারির পর মঙ্গলবার থেকেই রাজ্যজুড়ে পথে নামার বার্তা মমতার। দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত একতরফা মিছিলের ডাক। বললেন, খেলা হবে।
তিন থেকে চার হাজার কোটির সম্পত্তি রয়েছে অনুব্রতর। সিবিআই নজরে কেষ্ট-ঘনিষ্ঠরাও। বিস্ফোরক দাবি অনুপম হাজরার। বিজেপি নেতাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল ।
কোনও সেটিং করতে যাইনি। যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে সরকারি বৈঠকে গিয়েছিলাম। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে বিরোধীদের সেটিং কটাক্ষের জবাব মমতার।
গরু পাচারকাণ্ডে অমিত শাহকে নিশানা মমতার। ‘উত্তরপ্রদেশ-বিহার থেকে কেন গরু পাঠানো হয়’। ‘সীমান্তে গরু পাচার আটকানোর দায়িত্ব বিএসএফের’। ‘বিএসএফ দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’। ‘কয়লা কার অধীনে? কোল ইন্ডিয়ার অধীনে’ ‘কোল ইন্ডিয়া দেখে কেন্দ্র’। ‘তোমরা তোমাদের দায়িত্ব পালন করোনি কেন?’ ‘তোমার তো প্রথমে জেলে যাওয়া উচিত’
গ্রেফতার অনুব্রত, বোলপুরে তৃণমূলের জেলা নেতৃত্বের বৈঠক। বীরভূমে নেতৃত্বের রাশ কার হাতে? ঠিক করতে বৈঠকে জেলা তৃণমূল নেতৃত্ব। অনুব্রতকে ছাড়া বীরভূমে কীভাবে চলবে দল, রূপরেখা ঠিক করতে বৈঠক। বোলপুরের বৈঠকে সিউড়ি, লাভপুর, কেতুগ্রাম, নানুর, রামপুরহাটের বিধায়করা । বৈঠকে আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিংহ, অভিজিত্ সিংহ । আইনজীবীর কাছে জেলা নেতৃত্বের বৈঠক নিয়ে খোঁজ নিলেন অনুব্রত, সিবিআই সূত্রে খবর।
সমালোচনার জেরে অবশেষে মুখ খুললেন সৌগত রায়। ‘তৃণমূলকে যারা চোর বলছে, তাঁদের উদ্দেশ্যে রূপক হিসেবে ব্যবহার করেছিলাম’। ‘না করলেই ভাল হত, ভুল হয়েছে’। ‘দুঃখপ্রকাশ করতে পারি, ক্ষমা চাইবার প্রশ্ন নেই’। তীব্র বিতর্কের মুখে সাফাই তৃণমূল সাংসদ সৌগত রায়ের।
বিজেপি, সিপিএমের নেতারা ভাবছে, চড়াম চড়াম নকুলদানা দিয়ে মানুষের মন জয় করবে। অত সহজ নয়। বিরোধীরা এসে গাঁজার কেস, ডাকাতির কেস খান। এবার অনুব্রতর গ্রেফতারি নিয়ে হুঁশিয়ারি নানুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক গদাধর হাজরার। তৃণমূল নেতার ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক। ইডি-সিবিআইয়ের নিরপেক্ষতার দাবিতে গতকাল নানুরের পথসভায় প্রাক্তন বিধায়কের পাশেই বসেছিলেন অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা ও বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কেরিম খান। গরুপাচার মামলায় কেরিমের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। দল করতে গিয়ে আমাদের বিরুদ্ধেও কেস হয়েছে, সেই প্রসঙ্গেই ওই মন্তব্য, সাফাই প্রাক্তন বিধায়কের। এটাই তৃণমূলের সংস্কৃতি, পাল্টা কটাক্ষ বিজেপির।
শুধু অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন নন, গরু পাচার মামলায় এবার সিবিআইয়ের নজরে বীরভূমের বিভিন্ন থানার একাধিক পুলিশ কর্মী। খবর সূত্রের। সিবিআই সূত্রে দাবি, এই পুলিশ কর্মীরা সায়গলের সঙ্গে যোগসাজশ করে এনামুল ও তার সহযোগীদের পাচারে সাহায্য করতেন। সায়গলের কললিস্ট খতিয়ে দেখে এই সমস্ত পুলিশ কর্মীদের নাম মিলেছে। সিবিআই সূত্রে খবর, এই তথ্য সামনে রেখেই অনুব্রত মণ্ডলকে জেরা করতে চায় তারা। কার নির্দেশে কাজ করতেন এই পুলিশ কর্মীরা? প্রয়োজনে ওই পুলিশ কর্মীদের তলব করে বয়ান রেকর্ড করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর।
ফরাক্কায় চার দুষ্কৃতী গ্রেফতার, উদ্ধার ২০টি তাজা বোমা। বাংলা-ঝাড়খণ্ড সীমানায় নাকা চেকিংয়ে বাজেয়াপ্ত বোমা। ধৃত ৪ দুষ্কৃতীকে জঙ্গিপুর আদালতে তোলা হয়েছে। উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করতে বম্ব স্কোয়াডে খবর দেওয়া হয়েছে।
খামারবাড়ির পর এবার স্ক্যানারে বোলপুরের চালকল। এবার নজরে বোলপুর শহরের ‘ভোলে ব্যোম রাইস মিল’। ‘ভোলে ব্যোম রাইস মিল কেষ্ট দার’, দাবি স্থানীয়দের।
অনুব্রতর গ্রেফতারির পর থেকেই বাইরে থেকে বন্ধ ‘ভোলে ব্যোম রাইস মিল’। ‘ভোলে ব্যোম রাইস মিল’ কি অনুব্রত মণ্ডলের?
নিম্নচাপ ও ভরা কটালের জের। মুড়িগঙ্গা নদীতে জলস্ফীতি। প্লাবিত নামখানা বাজার ও নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকা। গোসাবার পুঁইজালি, বিদ্যাধরী-সহ একাধিক নদীতে জলস্তর বেড়েছে। নদীবাঁধ উপছে জল ঢুকেছে কুমিরমারি, কচুখালি, বিপ্রদাসপুর, আমতলি-সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায়।
দামোদরে নৌকাডুবি। নিখোঁজ দুই তরুণ। গতকাল সন্ধেয় পূর্ব বর্ধমানের জামালপুরের জোৎচাঁদ এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, গতকাল দামোদরে নৌকাবিহারে যান ৪ বন্ধু। ফেরার সময়, হাওয়া ও স্রোতের কবলে পড়ে উল্টে যায় নৌকা। ২ জন সাঁতরে পাড়ে উঠলেও, বাকি ২ জনের খোঁজ মেলেনি। জেলা প্রশাসনের তরফে ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি। পুলিশ সূত্রে খবর, নিখোঁজ সৈকত মান্না ও সৌগত বেরা জামালপুরের জোৎসিরামপুরের বাসিন্দা।
৩ থেকে ৪ হাজার কোটি টাকার মালিক অনুব্রত মণ্ডল। অনুব্রতর আশেপাশে যাঁরা আছেন, তাঁদের নামও তালিকায় আছে। ৭২ জনের পরিবর্তে সেই নামের তালিকা ৫৭২ ছাড়িয়ে যাবে।তালিকায় আছেন একাধিক কাউন্সিলর থেকে মন্ত্রী। সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি বিজেপি নেতা অনুপম হাজরার।
প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে স্নান করতে নামায়, দিঘার সমুদ্রে তলিয়ে গেলেন যুবক। নুলিয়াদের তত্পরতায় উদ্ধার। নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র। দিঘায় পর্যটকদের জারি হয়েছে নিষেধাজ্ঞা। স্থানীয় সূত্রে খবর, নিষেধ অমান্য করে প্রশাসনের নজরদারি এড়িয়ে আজ সকালে সমুদ্রে নামেন পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা ওই যুবক। জলের তোড়ে তিনি তলিয়ে যান। নুলিয়ারা দেখতে পেয়ে ওই যুবককে উদ্ধার করে।নিয়ে যাওয়া হয় দিঘা মহকুমা হাসপাতালে।
অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে জেলার হাল ধরবেন কে? সূত্রের খবর, তা নিয়েই আজ বোলপুরে তৃণমূলের বৈঠক। উপস্থিত থাকবেন মন্ত্রী ও বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ, আশিস বন্দ্যোপাধ্যায়, বিধায়ক, সাংসদরা। দুপুর ৩টেয় বোলপুরে তৃণমূলের জেলা পার্টি অফিসে বৈঠক হবে। জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর, দলীয় সংগঠনকে কীভাবে মজবুত করা যায়, বৈঠকে তা নিয়েই মূলত আলোচনা হবে। খবর সূত্রের।
বোলপুরের সিয়ান এলাকায় বড়সড় খামারবাড়ি।কেয়ারটেকারের পরিবারের দাবি, মালিকের নাম অনুব্রত মণ্ডল।প্রায় ৫০ বিঘা জমির ওপর ধান, মাছ, সবজি সবকিছুর চাষ হয়। কেয়ারটেকারের দাবি, বছর কুড়ি আগে এই সম্পত্তি কেনেন অনুব্রত। যা চাষ হয়, সবই বাজারে বিক্রি হয়। খামারে গবাদি পশু না থাকলেও রয়েছে বড় বড় খড়ের গাদা। মাঝেমধ্যেই খামারবাড়িতে আসতেন অনুব্রত। কেয়ারটেকারের এক আত্মীয়া অনুব্রতর বোলপুরের নিচুপট্টির বাড়িতে পরিচারিকার কাজ করেন।
কমান্ড হাসপাতালে প্রায় ১ ঘণ্টা স্বাস্থ্য পরীক্ষা অনুব্রতর। আজও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখে কুলুপ অনুব্রতর। স্বাস্থ্য পরীক্ষার পর ফের জেরার মুখে অনুব্রত। ‘তদন্তে অসহযোগিতা করছেন অনুব্রত মণ্ডল’। কোনও উত্তর দিচ্ছেন না, চুপ করে থাকছেন: সূত্র।
উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় প্রকাশ্যে পথচলতি তরুণীর ওপর দুষ্কৃতী হামলা। রাস্তায় ফেলে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ। গতকাল বিকেলে ঘটনাটি ঘটেছে ভাটপাড়ার কলাবাগান এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি বছর পঁচিশের তরুণী। হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে ভাটপাড়া থানার পুলিশ। হামলার কারণ এখনও স্পষ্ট নয়।
দেহরক্ষী সায়গল হোসেনের সঙ্গে যৌথ সম্পত্তি রয়েছে অনুব্রত মণ্ডলের। সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি সিবিআইয়ের। কেন্দ্রীয় এজেন্সির ৮০ পাতার চার্জশিটে উল্লেখ, মোট ৪৫টি সম্পত্তির নথি মিলেছে অনুব্রত, তাঁর পরিবার ও সায়গল হোসেনের নামে। কোনওটি সায়গলের সঙ্গে অনুব্রতর যৌথ সম্পত্তি, কোনওটি অনুব্রতর একার নামে, আবার কোনও সম্পত্তি তৃণমূল জেলা সভাপতির পরিবারের সদস্যদের নামে। সিবিআই সূত্রে খবর, চার্জশিটে উল্লেখ, প্রায় ১৮০০ অস্ট্রেলিয়ান গরু পাচার করেছেন এনামুল হক। বিষয়টি জানতেন অনুব্রত মণ্ডল। চার্জশিটে উল্লেখ সিবিআইয়ের। খবর সূত্রের।
নারদ-প্রসঙ্গ তুলে সৌগত রায়কে পাল্টা আক্রমণে সিপিএম নেতা সুজন চক্রবর্তী। মানুষ জবাব দেবে, সৌগত রায়ের হুমকি প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।
২ বছর পর ফের রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সাধারণের প্রবেশে অনুমতি। নিরাপত্তার কারণে রেড রোডকে ১৩টি জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনের দায়িত্বে একজন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। কাল রেড রোডে কুচকাওয়াজের অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১২০০ পুলিশ কর্মী। স্বাধীনতা দিবসে নাশকতার চেষ্টা রুখতেও তত্পর কলকাতা পুলিশ। ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিড়লা প্ল্যানেটোরিয়াম-সহ শহরের গুরুত্বপূর্ণ জায়গা, শপিং মল, মেট্রো স্টেশনগুলিতে থাকছে বাড়তি নজরজারি। এছাড়াও, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভিনরাজ্য থেকে আসা গাড়ি এবং রাস্তাগুলিতে চলছে নাকা তল্লাশি।
যারা বিজেপি করছে, গুড়-বাতাসা নিয়ে ঘুরছে, চড়াম চড়াম করে তাদের পিঠের চামড়া তুলে দেব। রামপুরহাট, ইলামবাজারের পর এবার পশ্চিম মেদিনীপুরের দাসপুরে তৃণমূল নেতার গলায় অনুব্রত-বচন। গতকাল দাসপুরে ইডি-সিবিআইয়ের নিরপেক্ষতার দাবিতে প্রতিবাদ-সভায় যুব তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক মতিন আনসারি বিরোধীদের হুমকি দেন। নিজেদের দোষ ধামাচাপা দিতে আতঙ্ক ছড়াচ্ছে তৃণমূল, দাবি বিজেপির। শাসক শিবিরের প্রতিক্রিয়া মেলেনি।
উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। আজই তা পরিণত হবে গভীর নিম্নচাপে। সকাল থেকে আকাশে মেঘের ঘনঘটা। কলকাতায় সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, উপকূলবর্তী জেলা ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় আজ ভারী বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টি সত্ত্বেও বর্ষার প্রথম ২ মাসে যে ঘাটতি হয়েছে তা মিটবে না বলেই মনে করছেন আবহবিদরা।
শুধু অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন নন, গরু পাচার মামলায় এবার সিবিআইয়ের নজরে বীরভূমের বিভিন্ন থানার একাধিক পুলিশ কর্মী। খবর সূত্রের।
আদালতের নির্দেশে ৪৮ ঘণ্টা পর আজ ফের অনুব্রতর মেডিক্যাল টেস্ট হওয়ার কথা। সিবিআই সূত্রে খবর, মেয়ের সঙ্গে বারবার কথা বলতে চাইছেন অনুব্রত। তাতে রাজি নয় সিবিআই।
নিরপেক্ষ তদন্ত না হলে শাসকদল রাস্তায় নামবে। ইডি- সিবিআইয়ের কলকাতার অফিস অবরুদ্ধ করে দেব। হুমকি সৌগতর
মন খারাপ অনুব্রত মণ্ডলের। সিবিআই হেফাজতে গুম মেরে রয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল জেলা সভাপতি।
ফের ক্যানিংয়ে শ্যুটআউট। গুলিবিদ্ধ ইটখোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মী জসিমউদ্দিন মোল্লা। অভিযোগ, গতকাল রাত সাড়ে ১০টা নাগাদ রাস্তায় বাইক থামিয়ে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে ৩-৪ জন দুষ্কৃতী গুলি চালায়। বাঁ কাঁধের কাছে গুলি লাগে। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। হামলার কারণ ঘিরে ধোঁয়াশা। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর পরিবার বিজেপির দিকে আঙুল তুললেও রাজনীতির সঙ্গে এই ঘটনার সম্পর্ক নেই, ব্যক্তিগত শত্রুতার জেরে হামলা বলে দাবি করেছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি। ঘটনায় মূল অভিযুক্ত সাইফুল ঘরামি-সহ ৩ জনকে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ।
যাঁর ফুচকা খেয়ে অসুস্থ দেড় শতাধিক মানুষ, সেই ফুচকা বিক্রেতাকে আড়াল করার চেষ্টা করছে তৃণমূল। অভিযোগে সরব বাসিন্দারা। হুগলির পোলবায় ফুচকাওয়ালার বাড়ি ভাঙচুর ক্ষিপ্ত জনতার। অভিযোগ অস্বীকার তৃণমূলের। ফুচকায় বিষক্রিয়া বলে অনুমান চিকিত্সকদের। সন্ধ্যায় গ্রেফতার করা হয় ফুচকাওয়ালাকে।
শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটে টিকিট না পেয়ে, তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন। সেই নেতাকেই দলে ফিরিয়ে করা হল ব্লক সভাপতি। তৃণমূলের ব্লক স্তরে এরকমই চমক ধরা পড়ল দার্জিলিঙের ফাঁসিদেওয়ায়। রদবদল করা হয়েছে উত্তরবঙ্গের আরও দুই জেলা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও।
প্রেক্ষাপট
কলকাতা: ক্যানিংয়ে (Canning) ফের শ্যুটআউট (Shootout)। গুলিবিদ্ধ ইটখোলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল (TMC) কর্মী। রাত সাড় ১০টা নাগাদ রাস্তায় বাইক থামিয়ে তৃণমূল কর্মী জসিমুদ্দিনকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর অবস্থা আশঙ্কাজনক। ব্যক্তিগত শত্রুতায় হামলা হতে পারে, রাজনীতির (Politics) সম্পর্ক নেই বলে দাবি করেছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের।
স্বাধীনতা দিবসের আগে, ফের পৃথক কোচ কামতাপুর রাজ্যের দাবি করলেন KLO’র প্রধান জীবন সিংহ। ভাইরাল ভিডিওয় তিনি দাবি করেছেন, তাঁদের পৃথক রাজ্যের দাবিকে সমর্থন জানিয়েছেন জেপি নাড্ডা ও আরএসএস। এ’নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।
বৃহস্পতিবার গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। কিন্তু বীরভূমের জেলা সভাপতিকে নিয়ে এখনও কোনও অবস্থান স্পষ্ট করেনি তৃণমূল। যা নিয়ে রাজ্যের শাসকদলের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে কি কোনও সিদ্ধান্ত নেওয়া হবে? ফিরহাদ হাকিমের বক্তব্যের পর তুঙ্গে জল্পনা।
আগামী ছয় মাসের মধ্যে ১৫ বছরের পুরনো সব গাড়ি বাতিল করতে হবে। বাতিল করতে হবে BS3 গাড়ি। সম্প্রতি এমনই নির্দেশ দিয়েছে জাতীয় পরিবেশ আদালতের পূর্বাঞ্চল বেঞ্চ। চলবে, BS6 গাড়ি। কিন্তু, BS4-এর যে গাড়িগুলি ২০১৯-এ রেজিস্ট্রি হয়েছে? সেগুলোর কী হবে? সেগুলোও কি বন্ধ করতে হবে? এ প্রসঙ্গে আদালতের দ্বারস্থ হওয়ার ভাবনা, পশ্চিমবঙ্গ বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের।
যাঁর ফুচকা খেয়ে অসুস্থ দেড় শতাধিক মানুষ, সেই ফুচকা বিক্রেতাকে আড়াল করার চেষ্টা করছে তৃণমূল। অভিযোগে সরব বাসিন্দারা। হুগলির পোলবায় ফুচকাওয়ালার বাড়ি ভাঙচুর ক্ষিপ্ত জনতার। অভিযোগ অস্বীকার তৃণমূলের। ফুচকায় বিষক্রিয়া বলে অনুমান চিকিত্সকদের। সন্ধ্যায় গ্রেফতার করা হয় ফুচকাওয়ালাকে।
বিশ্ব অঙ্গদান দিবসে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের বালি-বেলুড়-লিলুয়া শাখার উদ্যোগে পদযাত্রা হাওড়ার বেলুড়ে। পদযাত্রায় অংশ নিয়ে চিকিত্সকরা বলেন, আগের থেকে অঙ্গদান অনেক বেড়েছে। এবিষয়ে আরও সচেতন হতে হবে মানুষকে।
শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটে টিকিট না পেয়ে, তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন। সেই নেতাকেই দলে ফিরিয়ে করা হল ব্লক সভাপতি। তৃণমূলের ব্লক স্তরে এরকমই চমক ধরা পড়ল দার্জিলিঙের ফাঁসিদেওয়ায়। রদবদল করা হয়েছে উত্তরবঙ্গের আরও দুই জেলা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -