West Bengal News Live: লোকসভা ভোটে বাংলার জন্য সবচেয়ে বেশি বাহিনী চাইল কমিশন

West Bengal News Today Live Updates : জেলা থেকে জেলা, সোমবার সকালে যে খবরগুলিতে থাকবে নজর ।

ABP Ananda Last Updated: 14 Feb 2024 11:43 PM
West Bengal Live News: হরিশ্চন্দ্রপুরে জব কার্ড-দুর্নীতির অভিযোগ, নিশানায় বাম-কংগ্রেস জোট পরিচালিত গ্রাম পঞ্চায়েত

একশো দিনের টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই মালদার হরিশ্চন্দ্রপুরে জব কার্ড-দুর্নীতির অভিযোগ উঠল। কাঠগড়ায় বাম-কংগ্রেস জোট পরিচালিত গ্রাম পঞ্চায়েত। প্রতিবাদে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। কংগ্রেস অভিযোগ অস্বীকার করলেও, কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল ও বিজেপি।

WB Live News: রাজ্য়ে জোট নিয়ে বাম-কংগ্রেস আলোচনা

ইন্ডিয়া জোটে থাকলেও পশ্চিমবঙ্গে একলা চলোর ডাক দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এই পরিস্থিতিতে সিপিএমে সঙ্গে জোট বৈঠকে বসছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। বৃহস্পতিবার মুর্শিদাবাদে অধীর চৌধুরীর সঙ্গে বৈঠকে বসছেন মহম্মদ সেলিম। আসন রফা নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর। 

West Bengal Live News: লোকসভা ভোটে বাংলার জন্য সবচেয়ে বেশি বাহিনী চাইল কমিশন

ভোটে কেন্দ্রীয় বাহিনী, দৌড়ে জম্মু-কাশ্মীরকেও ছাপিয়ে গেল বাংলা! লোকসভা ভোটে বাংলার জন্য সবচেয়ে বেশি বাহিনী চাইল কমিশন। বাংলার জন্য ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল নির্বাচন কমিশন।

WB Live News: রেশন দুর্নীতি মামলায় আরও এক ফরেক্স ট্রেডিং কোম্পানির মালিককে গ্রেফতার ইডির

রেশন দুর্নীতি মামলায় আরও এক ফরেক্স ট্রেডিং কোম্পানির মালিককে গ্রেফতার করল ED. রাতভর জিজ্ঞাসাবাদের পর এবার ED-র হাতে গ্রেফতার হলেন তৃণমূল নেতা শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাস। ED-র দাবি, ফরেক্স ট্রেডিং কোম্পানি ছাড়াও আমদানি-রফতানির ব্যবসা রয়েছে বিশ্বজিতের। শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ এই ব্যবসায়ীর মাধ্যমে রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে। 

West Bengal Live News: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ২৫০ বিঘা জমি দখলের ভয়ানক অভিযোগ

শেখ শাহজাহান, শিবু হাজার, উত্তম সর্দারদের আরও এক কুকীর্তি সামনে এল।  বছর দুয়েক আগে ২৫০ বিঘার জমি কেড়ে নিয়ে ভেড়ি তৈরি করার অভিযোগ উঠেছে শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। শুধু তাই নয়, কেউ জমি দিতে আপত্তি জানালে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছিল বলে অভিযোগ তুলছেন গ্রামবাসীরা। 

Sandeshkhali Incident: সন্দেশখালিকাণ্ড নিয়ে ফোনে কথোপকথনের অডিও ক্লিপ সামনে এনে বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূল

সন্দেশখালিকাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্য়েই, এবার ফোনে কথোপকথনের অডিও ক্লিপ সামনে এনে বিজেপির বিরুদ্ধে সরব হল তৃণমূল। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী সোশাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ পোস্ট করে লিখেছেন, সন্দেশখালি নিয়ে বিজেপির জঘন্য় গেমপ্ল্য়ান ফাঁস হয়ে গেছে। তিনি দাবি করেছেন, এই কথোপকথন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ও দলের IT সেল কোঅর্ডিনেটরের। এনিয়ে পাল্টা সুর চড়িয়েছে বিজেপিও।

West Bengal Live News: ভালবাসার দিনেই নৃশংসভাবে স্ত্রীকে খুন করলেন যুবক

ভালবাসার দিনেই নৃশংসভাবে স্ত্রীকে খুন করলেন যুবক। পূর্ব মেদিনীপুরের পটাশপুরের ঘটনা। পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা বলে আত্মীয়-প্রতিবেশীদের অনুমান। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, মানসিকভাবে সুস্থ ছিলেন না ধৃত যুবক।

WB Live News: লোকসভা ভোটের আগে পাঞ্জাব সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

লোকসভা ভোটের আগে পাঞ্জাব সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ ফেব্রুয়ারি, কলকাতায় ভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তার পর পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমৃতসরের স্বর্ণমন্দিরে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

West Bengal Live News: বহরমপুরে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের ধোঁয়ায় অসুস্থ হয়ে সিপিএম কর্মীর মৃত্যুর অভিযোগ

বহরমপুরে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের ধোঁয়ায় অসুস্থ হয়ে সিপিএম কর্মীর মৃত্যুর অভিযোগ উঠল। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর চরমে উঠেছে। পুলিশের বিরুদ্ধে মৃতের পরিবারকে দিয়ে মুচলেকা লিখিয়ে নেওয়ার অভিযোগ তুলেছে সিপিএম। পুলিশকে নিশানা করেছে কংগ্রেসও। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
আইন অমান্যের ঘটনায় সিপিএমের ১৫ জন নেতা, কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

WB Live News: সন্দেশখালির পাল্টা তৃণমূলের হাতিয়ার চোপড়ায় শিশু মৃত্যু

সন্দেশখালির পাল্টা তৃণমূলের হাতিয়ার চোপড়ায় শিশু মৃত্যু। সন্দেশখালিকাণ্ডে পথে বিজেপি, পাল্টা চোপড়া নিয়ে ধর্নায় তৃণমূল। চোপড়ায় বর্ডার আউটপোস্টের কাছে ধর্না অবস্থানে তৃণমূল কংগ্রেস। চোপড়ায় ৪ মৃত শিশুর বাড়িতে গেল রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। সন্দেশখালির পাল্টা চোপড়া নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি তৃণমূলের।

Sukanta Majumdar: অ্যাপোলো হাসপাতালে ভর্তি সুকান্ত মজুমদার, তড়িঘড়ি দিল্লি থেকে ফিরছেন রাজ্যপাল

বিজেপির সন্দেশখালি অভিযান ঘিরে টাকিতে ধুন্ধুমার, অসুস্থ সুকান্ত। অ্যাপোলো হাসপাতালে ভর্তি সুকান্ত মজুমদার, তড়িঘড়ি দিল্লি থেকে ফিরছেন রাজ্যপাল। দিল্লি সফর কাটছাঁট করে আজ রাতেই রাজ্যে ফিরছেন সি ভি আনন্দ বোস। অসুস্থ সুকান্ত মজুমদারকে দেখতে হাসপাতালে যাবেন রাজ্যপালয

WB Live News: প্রতিবাদী মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য় অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর

নির্যাতন থেকে জমি দখল, সন্দেশখালিতে অভিযোগের বন্য়া। প্রতিবাদী মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য় অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর। 

Sandeshkhali Incident: পাশে দল, তাই কি শিবু হাজরা নিয়ে হাত গুটিয়ে পুলিশ?

১০ দিন পার, পুলিশের খাতায় অভিযুক্ত, শিবু হাজরার খোঁজ পেল এবিপি আনন্দ! ১০দিন পার, গোপন ডেরা থেকেই এবিপি আনন্দে মুখ খুললেন শিবু হাজরা। পাশে দল, তাই কি শিবু হাজরা নিয়ে হাত গুটিয়ে পুলিশ? শ্লীলতাহানির একই মামলায় অভিযুক্ত শিবু, উত্তম গ্রেফতার হলে কেন শিবুকে ছাড়? এফআইআরে নাম, পুলিশের খাতায় অভিযুক্ত, শিবুর খোঁজ পেল এবিপি আনন্দ।

WB Live News : হাইকোর্টে ধাক্কা খেয়ে সন্দেশখালির নির্দিষ্ট কিছু জায়গায় ফের ১৪৪ ধারা জারি প্রশাসনের

হাইকোর্টে ধাক্কা খেয়ে সন্দেশখালির নির্দিষ্ট কিছু জায়গায় ফের ১৪৪ ধারা জারি প্রশাসনের। সন্দেশখালি ২ নম্বর ব্লকের ১৯টি জায়গায় ১৪৪ ধারা জারি। গতকাল রাত পৌনে ১২টা থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে ১৪৪ ধারা। ১৯টি জায়গায় ৫০০ মিটারের 'কনটেনমেন্ট' করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গোটা সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি করে হাইকোর্টে জোর ধাক্কা খেয়েছে প্রশাসন। 'গোটা সন্দেশখালি জুড়েই কি উত্তেজনা রয়েছে যে, গোটা অঞ্চলে ১৪৪ ধারা! ১৪৪ ধারা জারির আগে আরও ভালভাবে পরিস্থিতির পর্যালোচনা করা উচিত ছিল', গতকাল ১৪৪ ধারা খারিজ করে মন্তব্য করে হাইকোর্ট।

Sandeshkhali Chaos: আরও শক্তিশালী হবে তৃণমূল, গোপন ডেরা থেকেই হুঙ্কার শিবু হাজরার

আরও শক্তিশালী হবে তৃণমূল, গোপন ডেরা থেকেই হুঙ্কার শিবু হাজরার। রাজনৈতিক বৈঠক হত, জোর করে কাউকে আনা হত না, দাবি শিবু হাজরার। সবই সিপিএমের প্রাক্তন বিধায়কের চক্রান্ত, দাবি তৃণমূলের ব্লক সভাপতির।

WB Live News : রাজ্যে আসন সমঝোতার প্রক্রিয়া শুরু করে দিল বাম-কংগ্রেস

লোকসভা ভোটে এরাজ্যে কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না তৃণমূলের। এই পরিস্থিতে রাজ্যে আসন সমঝোতার প্রক্রিয়া শুরু করে দিল বাম-কংগ্রেস। বৃহস্পতিবার মুর্শিদাবাদে বৈঠকে বসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ও সিপিএম রাজ্য সম্পাদক সহম্মদ সেলিম।

Sandeshkhali Incident: ১০ দিন পার, গোপন ডেরা থেকেই এবিপি আনন্দে মুখ খুললেন শিবু হাজরা

১০দিন পার, গোপন ডেরা থেকেই এবিপি আনন্দে মুখ খুললেন শিবু হাজরা। দিনের পর দিন সন্দেশখালিতে 'তাণ্ডব', মানুষের জন্য কাজ করি, বলছেন শিবু! অত্যাচারের অভিযোগ মহিলাদের, শিবুর মুখে এবার নারী সুরক্ষার দাবি! 

WB Live News : পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় প্রিয়ঙ্কা গাঁধী

পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় প্রিয়ঙ্কা গাঁধী। বালিগঞ্জে একটি অনুষ্ঠানে যাওয়ার কথা প্রিয়ঙ্কা গাঁধীর। আজ দুপুরেই কলকাতায় আসেন প্রিয়ঙ্কা। 

Sandeshkhali Incident: বসিরহাট হাসপাতাল থেকে অ্যাপোলো হাসপাতালে আনা হচ্ছে সুকান্ত মজুমদারকে

বসিরহাট হাসপাতাল থেকে অ্যাপোলো হাসপাতালে আনা হচ্ছে সুকান্ত মজুমদারকে। সন্দেশখালি যেতে বাধা, পুলিশের গাড়িতে উঠে প্রতিবাদ সুকান্তর। পুলিশের সঙ্গে বচসা, বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে সংজ্ঞা হারান বিজেপির রাজ্য সভাপতি।

Saraswati Puja 2024: মহা ধুমধাম করে সরস্বতী পুজো লেক কালীবাড়িতে

মহা ধুমধাম করে সরস্বতী পুজো হল লেক কালীবাড়িতে। এবার ১৪ বছরে পড়েছে এখানকার পুজো। সরস্বতী পুজো উপলক্ষ্যে ভক্ত সমাগমে রীতিমতো উৎসবের চেহারা লেক কালীবাড়িতে। 

WB Live News : রেশন দুর্নীতি মামলায় চতুর্থ গ্রেফতার, ধৃত বিশ্বজিৎ দাসের ২ দিনের ইডি হেফাজত

রেশন দুর্নীতি মামলায় চতুর্থ গ্রেফতার, ধৃত বিশ্বজিৎ দাসের ২ দিনের ইডি হেফাজত। ম্যারাথন তল্লাশির পর তৃণমূল নেতা শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাসকে গ্রেফতার করে ইডি। ফরেক্স ট্রেডিং কোম্পানি ছাড়াও আমদানি-রফতানির ব্যবসা রয়েছে বিশ্বজিতের। ফরেক্স ট্রেডিং ছাড়াও বিশ্বজিতের সোনার কারবার রয়েছে, খবর সূত্রের। গতকাল সকালে বিশ্বজিৎ দাসের সল্টলেকের বাড়িতে হানা দেয় ইডি। মেট্রোপলিটন এলাকায় তাঁর আরও একটি ফ্ল্যাট তল্লাশি চালায় ইডি। বাগুইআটির অফিস-সহ ৬টি জায়গায় চলে তল্লাশি।

Saraswati Puja 2024: দুর্গাপুজোর ঐতিহ্য মেনেই হাওড়ার রাজবাড়িতে সরস্বতী পুজো

সেই রাজাও নেই, আর তাঁর রাজত্বও নেই। কিন্তু রয়ে গেছে রাজবাড়ীর ঐতিহ্য। বসন্ত পঞ্চমীর দিনে আজও পরিবারের ঐতিহ্য মেনে হচ্ছে সরস্বতী পুজো (Saraswati Puja 2024)। এই নিয়ে উৎসবের আমেজ হাওড়ার আন্দুল রাজবাড়িতে।

WB Live News : অসুস্থ হয়ে পড়লেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

অসুস্থ হয়ে পড়লেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাঁকে সন্দেশখালি যেতে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। সেই নিয়ে পুলিশের সঙ্গে বচসা বাধে বিজেপি নেতৃত্বের। 

CM Mamata Banerjee: ২১ ফেব্রুয়ারি পাঞ্জাব যাচ্ছেন মুখ্যমন্ত্রী

২১ ফেব্রুয়ারি পাঞ্জাব যাচ্ছেন মুখ্যমন্ত্রী। স্বর্ণমন্দিরে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাতেই দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে বৈঠক। বৈঠকে কৃষক আন্দোলন ও ইন্ডিয়া জোট নিয়ে আলোচনার সম্ভাবনা: সূত্র।

WB Live News : আজ ফের সন্দেশখালি যাওয়ার ঘোষণা সুকান্তর

আজ ফের সন্দেশখালি যাওয়ার ঘোষণা সুকান্ত মজুমদারের। টাকিতে সুকান্ত মজুমদারের হোটেল ঘিরে কড়া নিরাপত্তা পুলিশের। হোটেলেই সরস্বতী পুজোর আয়োজন বিজেপির

Saraswati Puja 2024: মহা সমারহে সরস্বতী পুজো মহারাজ পত্নীর ডোনার নাচের স্কুলে

ডোনা  গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুলের সরস্বতী পুজো আজ সমারহের সঙ্গে পালন করা হল। প্রায় ৫০ থেকে ৬০ বছরের পুরনো এই পুজো। প্রথমে বাড়ির পুজো হিসেবেই এই পুজো হোতো। পরবর্তীকালে ২০০০ সালে যখন ডোনা গঙ্গোপাধ্যায়ের দীক্ষা মঞ্জরী নামে নাচের স্কুলটি করেন । তারপর থেকে এই নাচের স্কুলের নামেই সরস্বতী পুজো হয়। 

West Bengal Live News : রেশন দুর্নীতি মামলায় চতুর্থ গ্রেফতার

রেশন দুর্নীতি মামলায় চতুর্থ গ্রেফতার, তৃণমূল নেতা শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাসকে গ্রেফতার করল ইডি।

Belur Math Saraswati Puja 2024: সরস্বতী পুজো শুরু বেলুড় মঠে

চিরাচরিত রীতিনীতি মেনে বসন্ত পঞ্চমীর পূণ্য তিথিতে বেলুড় মঠের বাগদেবীর আরাধনা (Saraswati Puja 2024 in Belur)। মূল মন্দিরের পূর্ব দিকে দেবী সরস্বতীর পুজোর আয়োজন করা হয়েছে। সন্ন্যাসী ও ব্রহ্মচারী মহারাজরা বেলুড় মঠের নিয়ম মেনেই সরস্বতী পুজোর শুরু করেছেন।সকাল থেকেই সরস্বতী পুজোর বিশেষ দিনে বেলুড়মঠে ভক্তদের সমাগম। ছোট ছোট শিশুদের সঙ্গে করে নিয়ে তাদের পরিবারের লোকজন হাতেখড়ি দিতেও নিয়ে এসেছেন।

West Bengal Live News : ৫১ ফুটের সরস্বতী প্রতিমা এবার দুর্গাপুরে

৫১ ফুটের সরস্বতী প্রতিমা এবার দুর্গাপুরে। দুর্গাপুরের ইস্পাতনগরীর বি জোনে ইস্পাত পল্লী নেতাজী ক্লাবের তরফে এবারে ১৭ তম বর্ষের সরস্বতী পুজোয় ৫১ ফুটের সরস্বতীর প্রতিমা করে তাক লাগাল।  ক্লাব উদ্যোক্তাদের দাবি, প্রতিবছরের মতন এই বছরও সরস্বতী পূজোয় বিশেষ আকর্ষণ সরস্বতী প্রতিমা, সেই কথা মাথায় রেখে এবার ও ৫১ ফুটের সরস্বতী প্রতিমা করা হচ্ছে।

WB Live News :সরস্বতী পুজোর দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত চার জেলায়

সরস্বতী পুজোর দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত চার জেলায়। আজ থেকেই আংশিক মেঘলা আকাশ। কাল থেকে পুরোপুরি মেঘলা আকাশ। 

West Bengal Live News :  সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত পুলিশ আধিকারিকরাই তদন্ত করছেন? প্রশ্ন আদালতের

 সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত পুলিশ আধিকারিকরাই তদন্ত করছেন? প্রশ্ন আদালতের। আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না, মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্তর।
 

WB Live News :বাম কর্মীর মৃত্যুর অভিযোগ সিপিএমের

 পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের ধোঁয়ায় অসুস্থ হয়ে এক বাম কর্মীর মৃত্যুর অভিযোগ সিপিএমের। কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে অসুস্থ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু। 
 

West Bengal Live News : সন্দেশখালি গিয়ে আতঙ্কের কথা শুনল জাতীয় মহিলা কমিশন

  সব জেনেও কিছুই করেনি পুলিশ! সন্দেশখালি গিয়ে আতঙ্কের কথা শুনল জাতীয় মহিলা কমিশন। ১৫ ফেব্রুয়ারি যাচ্ছে জাতীয় তফসিলি কমিশন। 
 

WB Live News : রাজ্যকে '১৪৪' প্রশ্ন হাইকোর্টের


 সন্দেশখালিতে হাইকোর্টে ধাক্কা সরকারের। ১৪৪ ধারা বাতিল। চিহ্নিত করতে হবে উত্তেজনাপ্রবণ এলাকা। আরও ভালভাবে পরিস্থিতি পর্যালোচনা করা উচিত ছিল। মন্তব্য বিচারপতির।  

প্রেক্ষাপট


  • সন্দেশখালিকাণ্ডে তোলপাড় রাজ্য। কলকাতা থেকে জেলা বিরোধীদের বিক্ষোভ। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। আদালতেও ধাক্কা। বাতিল ১৪৪ ধারা। প্রশ্নে পুলিশের ভূমিকা।


  •  সন্দেশখালিতে হাইকোর্টে ধাক্কা সরকারের। ১৪৪ ধারা বাতিল। চিহ্নিত করতে হবে উত্তেজনাপ্রবণ এলাকা। আরও ভালভাবে পরিস্থিতি পর্যালোচনা করা উচিত ছিল। মন্তব্য বিচারপতির।  


  •  গোটা সন্দেশখালি জুড়েই উত্তেজনা? গোটা অঞ্চলে ১৪৪ ধারা! এরপর তো বলবেন কলকাতা জুড়ে ১৪৪ ধারা। সন্দেশখালি শুনানিতে রাজ্যকে উদ্দেশ্য করে মন্তব্য হাইকোর্টের।


  • ৩। জমি দখল, ধর্ষণের মারাত্মক অভিযোগে কোর্ট বিচলিত। কোর্ট আছে, এটা ভেবেই মানুষ ঘুমোতে যায়। এখনই হস্তক্ষেপের সঠিক সময়। মন্তব্য বিচারপতির। সন্দেশখালিকাণ্ডে রাজ্যের রিপোর্ট তলব।
     
     সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত পুলিশ আধিকারিকরাই তদন্ত করছেন? প্রশ্ন আদালতের। আদালত চোখ বন্ধ করে থাকতে পারে না, মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্তর।
     

  •  শেখ শাহজাহান বাহিনী কৃষি জমি দখল করে ভেড়ি করেছেন। মেয়েদের ওপর অত্যাচার হয়েছে। অভিযোগ মামলাকারীদের। মারাত্মক অভিযোগ, হালকা ভাবে নেবেন না, মন্তব্য বিচারপতির।
     

  •   বিভীষিকার নাম সন্দেশখালি! 
     

  •   সন্ত্রাসের অভিযোগে সন্ত্রস্ত সন্দেশখালি। পুলিশ নয়, কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি।  

  •   

  •   সব জেনেও কিছুই করেনি পুলিশ! সন্দেশখালি গিয়ে আতঙ্কের কথা শুনল জাতীয় মহিলা কমিশন। ১৫ ফেব্রুয়ারি যাচ্ছে জাতীয় তফসিলি কমিশন। 
     

  •  সন্দেশখালিকাণ্ডে বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়।  

  •  বসিরহাটে বিজেপির এসপি অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার। পুলিশের লাঠিচার্জ। একের পর এক ব্যারিকেড ভাঙতেই ধেয়ে ধেয়ে এল ইট। বেশ কয়েকজন আহত। 
     

  •  আন্দোলন তুলতে ফের মধ্যরাতে সক্রিয় পুলিশ। রাতেই বসিরহাট এসপি অফিসের সামনে বিজেপির ধর্না জোর করে তুলে দিল পুলিশ। আটক সুকান্ত সহ ১৬ জন বিজেপি নেতা-কর্মী।
     
     বসিরহাট যেতে পুলিশের বাধা এড়াতে কৌশলী সুকান্ত। হাসনাবাদ লোকালে চেপে পৌছলেন বসিরহাট। সেখান থেকে এসপি অফিসের উদ্দেশে বাইকে রওনা। 
     

  •  সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে বহরমপুরে বামেদের অভিযান ঘিরে তুলকালাম।পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ।

  •  পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের ধোঁয়ায় অসুস্থ হয়ে এক বাম কর্মীর মৃত্যুর অভিযোগ সিপিএমের। কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে অসুস্থ। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু। 
     

  •   কলকাতা থেকে কোচবিহার। সন্দেশখালিকাণ্ডের প্রতিবাদে জেলায় জেলায় বাম বিক্ষোভ। পাল্টা পুলিশের লাঠি-কাঁদানে গ্যাস। পথে নামল কামদুনিও। 
     
     সন্দেশখালি যেতে কংগ্রেসকে দফায় দফায় বাধা। ধামাখালির কাছে রামপুরেই আটকে দিল পুলিশ। তুমুল বচসা-ধস্তাধস্তি। 

  •  সন্দেশখালির জমি পুনরুদ্ধারে এবার আসরে তৃণমূল। কলকাতাতেই বিরোধীদের বাধা, এলাকায় গেলেন পার্থ, নারায়ণরা। রবিবার আবার সভা। 
     
     গ্রামবাসীদের প্রতিরোধের পরেই উধাও। একের পর এক অভিযোগ, তাও অপেক্ষায় তৃণমূল! 

  •  শেখ শাহজাহান বাহিনীর তাণ্ডবে ভেড়ির টাকা লুঠ। জনরোষের মুখে কার্যত মানল তৃণমূল। সন্দেশখালির মন জয়ে টাকা ফেরতের ব্যবস্থা করার আশ্বাস।  

  •   সন্দেশখালি থেকে দিল্লি ফিরতেই রাজ্যপালের কনভয়ে ঢুকল গাড়ি। অন্তর্ঘাতের আশঙ্কা পুলিশের। নেপথ্যে থাকতে পারে শেখ শাহজাহান বাহিনী, সন্দেহ রাজভবনের একটি সূত্রের। 
     
     সন্দেশখালির পাল্টা তৃণমূলের হাতিয়ার চোপড়ায় শিশুমৃত্যু। বিএসএফকে নিশানা। আজ যাচ্ছে রাজ্য শিশু কমিশন। কাল রাজ্যপালের কাছে তৃণমূল।
     

  •  জল্পনা বাড়িয়ে এবার কৌস্তভের ব্যারাকপুরের বাড়িতে শুভেনদু।  

  •  দেবের পর মিমি। জল্পনা বাড়িয়ে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি, শক্তি মন্ত্রকের যৌথ কমিটি থেকে ইস্তফা। ভাঙড়ে স্বাস্থ্যকেন্দ্রের পরিচালন সমিতির পদও ছাড়লেন।
     

  •  দিল্লিতে কৃষক অভিযান ঘিরে তুলকালাম। কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারী কৃষকদের ছত্রভঙ্গ করল পুলিশ। একমাসের জন্য ১৪৪ ধারা জারি করে দিল্লিকে করে তোলা হল দুর্ভেদ্য দুর্গ।
     
     ভোটের মোদির গুণকীর্তন করে, মঞ্চস্থ করতে হবে নাটক? নাটকের দলগুলিকে কেন্দ্রের নির্দেশিকা ঘিরে বিতর্ক। আক্রমণে ব্রাত্য, পাল্টা শুভেন্দু। 
     

  •  ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চমাধ্যমিক। শেষ ২৯শে। সময় এগিয়ে এবার পরীক্ষা শুরু সকাল পৌনে দশটায়। প্রশ্ন ফাঁস রুখতে একাধিক পদক্ষেপ সংসদের। 
     

  •  অযোধ্যার পর আবু ধাবি। সংযুক্ত আরব আমিরশাহীর প্রথম হিনদু মন্দির উদ্বোধন করলেন মোদি। একসঙ্গে উপাসনা করতে পারবেন ১০ হাজার পুণ্যার্থী। 
     

  •  নৈরাজ্যের সন্দেশখালিতে ‘নিশির ডাক’! মুখ খুলছেন একের পর এক মহিলা। কবে ধরা পড়বে শাহজাহান-শিবু? তৃণমূল নেতাদের বিরুদ্ধে ফুঁসছে এলাকা।  

  •  চাপের মুখে লিজের বকেয়া টাকা ফেরানোর দায়িত্ব নিল শাসক দল। প্রতিবাদ ঘিরে দিনভর অশান্তি, বসিরহাটে অবস্থান করে আটক সুকান্ত। 

  •   কোর্টে খারিজ ১৪৪ ধারা, এবার কি সন্দেশখালিতে ঢুকতে পারবে বিরোধীরা? চোপড়ার শিশুমৃত্যুকাণ্ডে তোলপাড়, আজ যাচ্ছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন।  

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.