West Bengal News Live: রাজ্যে অনেকটাই কমল করোনার সংক্রমণ, একদিনে মৃত ২৩

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

abp ananda Last Updated: 14 Feb 2022 10:49 PM
টিটাগড়ে বোমা ফেটে জখম শিশুর মৃত্যু

টিটাগড়ে বোমা ফেটে জখম শিশুর মৃত্যু হল। পুরভোটের মুখে বিস্ফোরণে শিশুর মৃত্যু ঘিরে তীব্র হয়েছে চাপানউতোর। তৃণমূলের অভিযোগ, বিরোধীরা অশান্ত করতে চাইছে টিটাগড়। পাল্টা জবাব এসেছে বিরোধী শিবির থেকে।

West Bengal News Live Updates: শহীদ বাবলু সাঁতরার ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের পঞ্চায়েত ও জনসাস্থ কারিগরি মন্ত্রী পুলক রায়

কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় শহীদ হন সিআরপিএফ  জওয়ান বাবলু সাঁতরা। আজ চেঙ্গাইলের চককাশীর বাড়িতে শহীদ বাবলু সাঁতরার ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের পঞ্চায়েত ও জনসাস্থ কারিগরি মন্ত্রী পুলক রায়। উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার বিদায়ী চেয়ারম্যান অভয় দাস-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

West Bengal News Live Updates: গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের দফতরে হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল

গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের দফতরে হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল। শারীরিক অসুস্থতার কারণে আসতে পারবেন না তিনি। এ দিন এমনটাই জানালেন আইনজীবী। অনুব্রতর অসুস্থতার পক্ষে সিবিআইয়ের কাছে নথি পেশ করা হয়েছে। ২৫ ফেব্রুয়ারি অনুব্রত মণ্ডলকে ফের হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই।

West Bengal News Live Updates: লাইসেন্স ছাড়াই ওষুধের দোকান

লাইসেন্স ছাড়াই ওষুধের দোকান, বিক্রি হতো নিষিদ্ধ ওষুধ, গোপন সূত্রে খবর পেয়ে দোকানদারকে গ্রেফতার করল পুলিশ, বাজেয়াপ্ত ১১৫ বোতল করেক্স, ধৃত যুবককে তোলা হলো চাঁচল মহকুমা আদালতে

West Bengal News Live Updates: এপ্রিলের শেষ সপ্তাহে আইসিএসই ও আইএসসি-র ফাইনাল সিমেস্টার

এপ্রিলের শেষ সপ্তাহে আইসিএসই ও আইএসসি-র ফাইনাল সিমেস্টার। এপ্রিলের শেষ সপ্তাহ থেকে শুরু, শীঘ্রই জানানো হবে পরীক্ষাসূচি। ‘সিলেবাস শেষ না হলে আইসিএসই ও আইএসসি-র প্রাক বোর্ড পরীক্ষা নয়। প্রাক বোর্ড পরীক্ষা করা যেতে পারে মার্চের শেষ থেকে এপ্রিলের মধ্যে। সিলেবাস শেষ না হলে পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই, জানাল আইসিএসই কাউন্সিল। ইতিমধ্যেই সিবিএসই দ্বিতীয় সিমেস্টারের দিন ঘোষণা করেছে। 

West Bengal News Live Updates: ' দুটি বাড়িতে দুঃসাহসিক চুরি

বাড়িতে না থাকার সুযোগ নিয়ে একই রাতে দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় তিব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের বামনগোলা থানার পাকুয়াহাট এলাকায়।রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদহের মালদহের পাকুয়াহাট পঞ্চায়েতের টিয়াটিকা এলাকায়। ঘটনার খবর পেয়ে সোমবার সকালে ঘটনস্থলে গিয়ে চুরির তদন্ত শুরু করেছে বামনগোলা থানার পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ। তবে এক মাসের মধ্যে ওই এলাকায় বারংবার চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে?

West Bengal News Live Updates: বুধবার থেকে রাজ্যে খুলছে প্রাথমিক, উচ্চ প্রাথমিক স্কুল

বুধবার থেকে রাজ্যে খুলছে প্রাথমিক, উচ্চ প্রাথমিক স্কুল। ২ বছর পরে সপ্তম শ্রেণি পর্যন্ত রাজ্যে খুলছে স্কুল। করোনা বিধি মেনে প্রাথমিক স্কুল খোলার নির্দেশ রাজ্য সরকারের। বুধবার থেকে সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রও খোলার নির্দেশ সরকারের। কীভাবে বিধিনিষেধ মেনে ক্লাস শুরু, তার নির্দেশিকা দেবে স্বাস্থ্য দফতর। 

West Bengal News Live Updates: 'জিতেও উত্তরবঙ্গের জন্য কিছুই করেনি বিজেপি'

জিতেও উত্তরবঙ্গের জন্য কিছুই করেনি বিজেপি, শিলিগুড়ির ফল নিয়ে এবিপি আনন্দে প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

West Bengal News Live Updates: চার পুরসভা মিলিয়ে বিজেপি জিতেছে ১২টা আসনে

পুরসভা ভোটে  (Municipal Election 2022) তৃণমূল (TMC)  চারে চার। বিধাননগর থেকে চন্দননগর,  শিলিগুড়ি থেকে আসানসোল রাজ্যের চার প্রান্তেই তৃণমূলের বিপুল জয়। ৪ পুরসভার ২২৬টা ওয়ার্ডের মধ্যে ১৯৮ টাতেই জিতেছে তৃণমূল। অর্থাৎ মোট ওয়ার্ডের প্রায় ৮৮ শতাংশে জিতেছে ঘাসফুল শিবির। চার পুরসভা মিলিয়ে বিজেপি (BJP) জিতেছে ১২টা আসনে। 

West Bengal News Live Updates: রাস্তার কাজ শেষ হলে শিলিগুড়ি থেকে ৬ ঘণ্টায় কলকাতায় পৌঁছে যাওয়া যাবে, বললেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,    শিলিগুড়ি খুব গুরুত্বপূর্ণ জায়গা। শিলিগুড়ি থেকে নেপাল, ভুটান পর্যন্ত রাস্তা শুরু করেছিলাম।  গজলডোবায় ভোরের আলো তৈরি করেছি। এখান থেকে কলকাতা যেতে আগে বেশি সময় লাগত।  রাস্তার কাজ শেষ হলে ৬ ঘণ্টায় কলকাতায় পৌঁছে যাওয়া যাবে’

WB News Live Updates: ডাম্পারের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

উলুবেরিয়া আমতা রোডে শিবের হানা এলাকায় ডাম্পারের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু ঘিরে উত্তেজনা, তিনটি ডাম্পারে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও র‌্যাফ। 

West Bengal News Live Updates: শিশুর মৃত্যু

কিছুদিন আগে বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ফেলে টিটাগরের ৮ নম্বর ওয়ার্ডের ৪ বছরের একটি বাচ্চা। আশঙ্কাজনক অবস্থায় তাকে আর জি কর হাসপাতালে নিয়ে আসা হয়। সেই দিন রাতেই তাকে ভ্যান্টিলেশনে লাইফ সাপোর্টে পাঠানো হয়। আজ ভোর রাতে অবশেষে মৃত্যু হয় ওই শিশুর। শিশুর পরিবারের সঙ্গে গতকাল বিধায়ক রাজ চক্রবর্তী দেখা করেছেন এবং সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে ওই ওয়ার্ডের কো অর্ডিনেটর জানান।

WB News Live Updates: ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

আশুতোষ কলেজ মোড়ে শারীরিক হেনস্থা করেছে তৃণমূলের দুষ্কৃতীরা’, ট্যুইট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

West Bengal News Live Updates: গোলাপ ফুল দিয়ে নির্বাচনী প্রচার সারলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী

ভালবাসার দিনে গোলাপ ফুল দিয়ে সকাল সকাল নির্বাচনী প্রচার সারলেন বিষ্ণুপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রিয়ঙ্কা বন্দ্যোপাধ্যায়। বিষ্ণুপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় বলেন, আজকের এই দিনটি সকলের কাছেই অত্যন্ত আনন্দের দিন। সকলকে গোলাপ ফুল ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানালাম এবং তৃনমূল কংগ্রেসের পাশে থাকার বার্তা দিলাম। 

WB News Live Updates: আগামিকাল থেকে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার

আগামিকাল থেকে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার। রাজ্য সরকারের এই প্রকল্পে যুক্ত হল আরও নতুন পরিষেবা। আজ বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়ে দিলেন কাল থেকেই আবার দুয়ারে সরকার শুরু হবে রাজ্যে। এবারের লক্ষ্য বাংলায় শিল্পায়ন বৃদ্ধি।  এর আগেও রাজ্যের প্রশাসনিক পর্যালোচনা (Mamata Banerjee বৈঠকে দুয়ারে সরকার (Duare Sarkar) নিয়ে আরও ঘোষণা করেন তিনি। 

West Bengal News Live Updates: হাজরায় বিক্ষোভের মুখে শুভেন্দু

তৃণমূলের জয়ের দিন হাজরায় বিক্ষোভের মুখে শুভেন্দু। আশুতোষ কলেজের বাইরে বিক্ষোভের মুখে শুভেন্দু। আশুতোষ কলেজের ছাত্রদের একাংশের বিক্ষোভের মুখে বিরোধী দলনেতা। পুলওয়ামায় নিহত জওয়ানদের স্মৃতিতে মালা দিতে গিয়েছিলেন শুভেন্দু । তখনই শুভেন্দুকে ঘিরে বিক্ষোভ. পুলিশের সঙ্গে বচসা। 

WB News Live Updates: কাল থেকে ফের দুয়ারে সরকার

উত্তরবঙ্গে গিয়ে পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়ে দিলেন কাল থেকেই আবার দুয়ারে সরকার শুরু হবে রাজ্যে। এবারের লক্ষ্য বাংলায় শিল্পায়ন বৃদ্ধি।  

West Bengal News Live Updates: উত্তরবঙ্গ সফরে মমতা

পুরভোটে বিপুল জয়ের পর উত্তরবঙ্গে সফরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপুল ভোটে জেতার পর এদিন দুপুরে কালীঘাট থেকে বেরিয়ে কলকাতা বিমানবন্দরে যান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যত জিতব তত বেশি নম্র হতে হবে। মানুষের ওপর বিশ্বাস রাখতে হবে। 

WB News Live Updates: ভালোবাসার দিনে গোলাপ ফুল দিয়ে সকাল সকাল নির্বাচনী প্রচার সারলেন প্রার্থী

ভালোবাসার দিনে গোলাপ ফুল দিয়ে সকাল সকাল নির্বাচনী প্রচার সারলেন বিষ্ণুপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। ১৪ই ফেব্রুয়ারি আজকের এই দিনটি প্রত্যেকেই নিজের কাছের মানুষকে গোলাপ ফুল দিয়ে ভালোবাসার শুভেচ্ছা বার্তা জানায়। আর এদিন দেখা গেল বিষ্ণুপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় নিজের ওয়ার্ডে পথচলতি সাধারণ মানুষদের এবং বাড়ি বাড়ি গিয়ে সকলের হাতে গোলাপ ফুল ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানালেন। তার সাথে সাথে তৃণমূল কংগ্রেসকে ভোট প্রদানের আহ্বান জানালেন।

West Bengal News Live Updates: টসে জিতলেই কাউন্সিলর!

আসানসোলের ৩১ নম্বর ওয়ার্ডে কে কাউন্সিলর? টস করবে কমিশন। টসে যে জিতবেন তিনিই হবে ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আসানসোলের ৩১ নম্বর ওয়ার্ডে একই ভোট তৃণমূল-বাম প্রার্থীর।
আসানসোলের ৪০ নম্বর ওয়ার্ডের ইভিএম বিভ্রাট। ইভিএম বিভ্রাটের পরেই সমস্ত প্রার্থীদের ডাকল কমিশন। ‘ইভিএমের মোট ভোটারের চেয়ে কেউ বেশি ভোট পেলেই তিনি জয়ী’, না হলে হতে পারে পুনর্নির্বাচন, খবর রাজ্য নির্বাচন কমিশন সূত্রে। 

WB News Live Updates: আজ হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল

সিবিআইয়ের দফতরে আজ হাজিরা দিলেন না অনুব্রত মণ্ডল। শারীরিক অসুস্থতার কারণে হাজিরা দিতে পারবেন না জানালেন তাঁর আইনজীবী। আগামী ২৫ ফেব্রুয়ারি অনুব্রত মণ্ডলকে ফের হাজিরার নির্দেশ সিবিআইয়ের। 

West Bengal News Live Updates: টিটাগরে বোম বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হল আহত শিশুর

কিছুদিন আগে বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ফেলে টিটাগরের ৮ নম্বর ওয়ার্ডের ৪ বছরের একটি বাচ্চা। আশঙ্কাজনক অবস্থায় তাকে আর জি কর হাসপাতালে নিয়ে আসা হয়। সেইদিন রাতেই তাকে ভেন্টিলেশন লাইফ সাপোর্টে পাঠানো হয়। আজ ভোর রাতে অবশেষে মৃত্যু হয় ওই শিশুর। শিশুর পরিবারের সঙ্গে গতকাল বিধায়ক রাজ চক্রবর্তী দেখা করেছেন এবং সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে ওই ওয়ার্ডের কো অর্ডিনেটর জানান।

WB News Live Updates: বীরভূমে অয়েল ট্যাঙ্কারে আগুন

রাস্তা নির্মানকারী সংস্থার একটি অয়েল ট্যাঙ্কারে আগুন। আগুন নেভাতে ফায়ার ব্রিগেডের তিনটি ইঞ্জিন যায়। সিউড়ি থানা এলাকার কেশাইপুর গ্রামের কাছে রাস্তা নির্মানকারী সংস্থার একটি প্লান্ট রয়েছে। ওই প্ল্যান্টের অয়েল ট্যাঙ্কারে ভোর বেলায় আগুন জ্বলতে দেখতে পান সংস্থার লোকজন। খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেডকে, দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। দমকল কর্মীদের কয়েক ঘন্টার চেষ্টায় শেষপর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। 

West Bengal News Live Updates: জয়লাভের পর ফিরহাদ-সাক্ষাৎ সব্যসাচীর

পুরভোটে ৪ হাজারের বেশি ভোটে জিতেছেন সব্যসাচী দত্ত। আর এই জয়লাভের পরই সোজা কালীঘাটে যান তৃণমূল নেতা। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেকের সঙ্গে দেখা করে ফিরহাদ হাকিমের বাড়িতেও যান। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সব্যসাচীর সরস জবাব, "সকাল খেতে কিছু খাইনি, খিদে পেয়েছিল। তাই বৌদির কাছে খাওয়া দাওয়া করতে এসেছি।" 

WB News Live Updates: "নিজেকে যোগী বললেও আসলে যোগী নন, ভোগী", জানালেন মমতা

উত্তরপ্রদেশ নির্বাচন ও যোগীর মন্তব্য নিয়ে মমতা বলেন, "আমার বিষয়ে সকলকে সাবধান করছেন মানে তিনি কতটা ভীত। কতটা সন্ত্রস্ত। উনি নিজেকে যোগী বললেও আসলে যোগী নন। আসলে তো ভোগী। উত্তরপ্রদেশে যারা এনআরসি নিয়ে আন্দোলন করেছে তাঁদের জরিমানা নেওয়া হয়েছে। ওখানে বেটি পড়াও, বেটি বাঁচাও এর নামে বেটি ভাগাও হচ্ছে। মেয়েদের জলন্ত জ্বালিয়ে দেওয়া হয়। যে কোনও ঘটনা দুর্ভাগ্যজনক।

West Bengal News Live Updates: ৪ পুরসভার ভোট নিয়ে আদালতে বিজেপি

পুরভোটে সন্ত্রাসের অভিযোগ বিজেপির। ৪ পুরভোট নিয়ে এবার হাইকোর্টে গেল ভারতীয় জনতা পার্টি, প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে বিজেপি। 

WB News Live Updates: ফলপ্রকাশের আগেই তৃণমূলকর্মীদের উৎসব

বিধাননগর থেকে শিলিগুড়ি, আসানসোল থেকে চন্দননগর--ফলপ্রকাশের আগেই বিভিন্ন পুরসভায় তৃণমূলকর্মীদের শুরু উত্সব। 

West Bengal News Live Updates: ব্যাঙ্ক প্রতারণা চক্রে যুক্ত উত্তরপ্রদেশের এক গ্যাংয়ের চার সদস্য গ্রেফতার

ব্যাঙ্ক প্রতারণা চক্র চালানোর অভিযোগে হুগলির চুঁচড়া থানার ব্যান্ডেল থেকে পুলিশের জালে ধরা পড়ল উত্তরপ্রদেশের এক গ্যাংয়ের চার সদস্য। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ব্যান্ডেলের একটি বাড়িতে হানা দেয়।সেখান থেকেই গ্রেফতার করা হয় উত্তরপ্রদেশের গোরখপুর ও কুশিনগরের চার বাসিন্দাকে। অভিযোগ, ধৃতরা উত্তরপ্রদেশ সরকারের জমি বাড়ি বিক্রির ওয়েবসাইট হ্যাক করে গ্রাহকদের সম্পর্কে তথ্য সংগ্রহ করত। তারপর তার সাহায্যে গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরিয়ে ফেলত টাকা। এর জন্য ব্যান্ডেলে বাড়ি ভাড়া নিয়ে থাকছিল অভিযুক্ত চারজন। 

WB News Live Updates: রাজ্যপালের ভূমিকা নিয়ে দিল্লিতে বৈঠকের ডাক মমতার

রাজ্যপালের ভূমিকা নিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্ট্যালিন ট্যুইটারে লিখেছেন, তাঁকে ফোন করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। অবিজেপি শাসিত রাজ্যের রাজ্যপালদের বিরুদ্ধে যেভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠছে, তা নিয়েও দু’জনের মধ্যে কথা হয়েছে বলে জানিয়েছেন স্ট্যালিন। এই নিয়ে মমতা দিল্লিতে বিরোধী মুখ্যমন্ত্রীদের একটি বৈঠক ডাকার পরামর্শও দিয়েছেন বলে, ট্যুইটারে লিখেছেন স্ট্যালিন। এর আগে বিধানসভার অধিবেশন স্থগিত করা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সমালোচনায়, ট্যুইট করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। 

West Bengal News Live Updates: এসএসকেএমে ফের সক্রিয় দালালচক্র

এসএসকেএমে ফের সক্রিয় দালালচক্র। হাসপাতালের কর্মী পরিচয়ে রক্ত জোগাড় করার নামে ৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। রক্ত না পেয়ে গতকাল ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন বীরভূমের দুবরাজপুরের এক বাসিন্দা। অভিযুক্ত মদন মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত কি হাসপাতালের কর্মী? নাকি, এর সঙ্গে হাসপাতাল কর্মীদের একাংশের যোগ রয়েছে খতিয়ে দেখা হচ্ছে। 

WB News Live Updates: গণনার আগেই অশান্ত চন্দননগর

চন্দননগরে গণনা শুরুর আগে গণনা কেন্দ্রের সামনে জয় শ্রী রাম ও ভারত মাতা কি জয় স্লোগান ঘিরে উত্তেজনা। পুলিশ গিয়ে বিজেপি ও তৃণমূল কর্মীদের সরিয়ে দেয়।

West Bengal News Live Updates: শহরে দাপুটে ব্যাটিং শীতের

শীতের সঙ্গে শেষ আলিঙ্গন। হঠাতই শহর থেকে শীত প্রায় উধাও হতে বসেছিল। কিন্তু প্রেমের সপ্তাহে ফের শীত জড়িয়ে ধরল শহর কলকাতাকে ! আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, এটাই এবারের শীতের শেষ পর্যায়। আজও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।

WB News Live Updates: ভোট গণনার আগের রাতে আসানসোলে ধুন্ধুমার

ভোট গণনার আগের রাতে আসানসোলে ধুন্ধুমার। আসানসোল পলিটেকনিক কলেজের গণনা কেন্দ্রের সামনে বিজেপির বিক্ষোভ। স্ট্রং রুমের সিসি ক্যামেরা একঘণ্টার বেশি বন্ধ ছিল বলে অভিযোগ। ভোটে কারচুপির আশঙ্কা বিজেপির। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ।

West Bengal News Live Updates: আজ চার পুরসভার ভোটের ফল ঘোষণা

আজ চার পুরসভার ভোটের ফল ঘোষণা। বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি - এই চার পুরসভার ২২৬টি ওয়ার্ডের জন্য সকাল ৮টা থেকে শুরু হবে ভোট গণনা।ভাগ্য নির্ধারণ হবে চার পুরসভার সাড়ে ন’শো প্রার্থীর। প্রথমে ED বা ইলেকশন ডিউটি ভোট অর্থাৎ ভোটকর্মীদের ভোট গণনা হবে। তারপর শুরু হবে ইভিএম গণনা। 

WB News Live Updates: প্রার্থীপদ তুলতে অনুরোধ

আবেদন করেছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কিন্তু তাতে কান না দিয়ে নির্দল হিসেবেই পূর্ব বর্ধমানের কালনায় পুরভোটে লড়াই করছেন ২ বিক্ষুব্ধ নেতা। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

West Bengal News Live Updates: পুরভোটের মুখে অর্জুন সিংহের ঘরে ভাঙন

পুরভোটের মুখে অর্জুন সিংহের ঘরে ভাঙন ধরাল তৃণমূল। ঘাসফুল শিবিরেই ফিরলেন অর্জুন সিংহের ভগ্নিপতি সুনীল সিংহ, তাঁর ছেলে আদিত্য এবং অর্জুনের ভাইপো সৌরভ সিংহ। যদিও বিষয়টি-কে গুরুত্ব দিতে চাননি ব্যারাকপুরের বিজেপি সাংসদ। ভোটের মুখে দলবদলকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

প্রেক্ষাপট

কলকাতা: দিনে ভিড়ে ঠাসা বাসস্ট্যান্ডে কলেজ ছাত্রীর (College Students) সঙ্গে অশালীন আচরণ! কুৎসিত অঙ্গভঙ্গি! সেই সঙ্গে মোবাইল ক্যামেরায় ছবি তোলা! এমনই অভিযোগ উঠল বাগুইআটিতে (Baguiati)। ছাত্রীর চিৎকারে অভিযুক্তকে ঘিরে ধরেন স্থানীয়রা। তাঁকে আটক করেছে পুলিশ (Police)।


মারা গেলেন ছোট আঙারিয়া গণহত্যা মামলায় অন্যতম সাক্ষী তৃণমূল নেতা (TMC) বক্তার মণ্ডল। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ মারা যান তিনি।২০০১-এর ৪ জানুয়ারি, পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) গড়বেতার ছোট আঙারিয়া গ্রামের বাসিন্দা বক্তার মণ্ডলের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। চলে গুলি। অভিযোগ ওঠে ৫ জনকে খুন করে দেহ লোপাটের।


জাতীয় কর্মসমিতির ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই, ওয়েবসাইট থেকে পুরভোটের বিতর্কিত প্রার্থী তালিকা সরাল তৃণমূল কংগ্রেস। যান্ত্রিক ত্রুটি মিটতেই তালিকা সরানো হয়েছে। জানালেন কুণাল ঘোষ। কয়েকদিন পরে দলটাই সরে যাবে। কটাক্ষ সুকান্ত মজুমদারের।


ব্যাঙ্ক প্রতারণা চক্র চালানোর অভিযোগে হুগলির চুঁচড়া থানার ব্যান্ডেল থেকে পুলিশের জালে ধরা পড়ল উত্তরপ্রদেশের এক গ্যাংয়ের চার সদস্য। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ব্যান্ডেলের একটি বাড়িতে হানা দেয়।সেখান থেকেই গ্রেফতার করা হয় উত্তরপ্রদেশের গোরখপুর ও কুশিনগরের চার বাসিন্দাকে।


আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। সোমবার সকাল ৮টা থেকে চার পুরসভার ২২৬টি ওয়ার্ডের জন্য শুরু হবে ভোটগণনা। গণনা কেন্দ্র ও তার বাইরে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা। 


২৮টি ব্যাঙ্কের থেকে ২৩ হাজার কোটি টাকার প্রতারণা। দেশের ইতিহাসে বৃহত্তম ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ উঠল গুজরাতেই। নাম জড়াল অভিযুক্ত এবিজি শিপইয়ার্ডের।  আর এই নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণের মুখে পড়েছে মোদি সরকার। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।


আবেদন করেছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কিন্তু তাতে কান না দিয়ে নির্দল হিসেবেই পূর্ব বর্ধমানের কালনায় পুরভোটে লড়াই করছেন ২ বিক্ষুব্ধ নেতা। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


পুরভোটের মুখে অর্জুন সিংহের ঘরে ভাঙন ধরাল তৃণমূল। ঘাসফুল শিবিরেই ফিরলেন অর্জুন সিংহের ভগ্নিপতি সুনীল সিংহ, তাঁর ছেলে আদিত্য এবং অর্জুনের ভাইপো সৌরভ সিংহ। যদিও বিষয়টি-কে গুরুত্ব দিতে চাননি ব্যারাকপুরের বিজেপি সাংসদ। ভোটের মুখে দলবদলকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.