West Bengal News Live: কলকাতা পুরসভার ১৩৪টি কেন্দ্রে কাল থেকে বিনামূল্যে বুস্টার ডোজ

West Bengal Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 14 Jul 2022 11:48 PM
WB Live News: পশ্চিম মেদিনীপুরের দাসপুরের রানিচকে ১০৫ বছরের বৃদ্ধের রহস্যমৃত্যু

পশ্চিম মেদিনীপুরের দাসপুরের রানিচকে ১০৫ বছরের বৃদ্ধের রহস্যমৃত্যু। সকালে বাড়ির অদূরে গ্যারাজ থেকে উদ্ধার হয় তাঁর অর্ধদগ্ধ দেহ। পাশে পড়ে থাকা কাগজে লেখা ছিল, বেইমানির প্রায়শ্চিত্ত। খুন না কি আত্মহত্যা? খতিয়ে দেখছে পুলিশ।

WB Live News: পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধি নিয়ে রাজ্যকে আক্রমণ কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী রামেশ্বর তেলির

পেট্রোল-ডিজেলের দামবৃদ্ধি নিয়ে রাজ্যকে আক্রমণ কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী রামেশ্বর তেলির। ‘কেন্দ্র চায় ভারতে সব জায়গায় তেলের দাম এক হোক, বাংলার সরকার পেট্রোল-ডিজেলে সেস কমায়নি, বিরোধী শাসিত রাজ্যে পেট্রোল-ডিজেলের দাম বেশি, পেট্রোল- ডিজেলে রাজ্য সরকার সেস কমাক,' বোলপুরে বললেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের রাষ্ট্রমন্ত্রী।

West Bengal Live News: চাকরি, লাইসেন্স দেওয়ার নামে ‘প্রতারণা’, কনস্টেবল গ্রেফতার

চাকরি, লাইসেন্স দেওয়ার নামে ‘প্রতারণা’, কনস্টেবল গ্রেফতার। তৃণমূল সাংসদ নুসরত জাহানের আপ্ত সহায়কের অভিযোগ। পুলিশ, পুরসভায় চাকরির নামে প্রতারণা করার অভিযোগ
বিভিন্ন ব্যবসার লাইসেন্স পাইয়ে দেওয়ার নামেও প্রতারণার অভিযোগ।কলকাতা পুলিশে নুসরত জাহানের আপ্ত সহায়কের অভিযোগ। প্রায় ৪০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ কনস্টেবল উত্তম সামন্তের বিরুদ্ধে। কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত অভিযুক্ত কনস্টেবল। একসময় নুসরত জাহানের নিরাপত্তারক্ষী হিসেবেও ছিলেন অভিযুক্ত কনস্টেবল। 

WB Live News: ২০১৬-র নবম-দশমের সহকারি শিক্ষকের পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ

২০১৬-র নবম-দশমের সহকারি শিক্ষকের পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্যানেল প্রকাশ করল এসএসসি। নম্বর বিভাজন-সহ এসএলএসটির প্যানেল প্রকাশ করল কমিশন। ওয়েটিং লিস্টও প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। ১২ মে: পূর্ণাঙ্গ প্যানেল, ওয়েটিং লিস্ট প্রকাশের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এখনও আবেদনপত্র ওয়েবসাইটে আপলোড না হওয়ার অভিযোগ মামলাকারীদের

West Bengal Live News: বর্ধমান ১নং ব্লকের কুড়মুন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যোগদান করলেন কেতুগ্রামের রেনু খাতুন

সিএমওএইচ অফিস থেকে বর্ধমান ১নং ব্লকের কুড়মুন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যোগদান করলেন কেতুগ্রামের রেনু খাতুন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ২১ জুন  বর্ধমানের সিএমওএইচ অফিসে কাজে যোগদান করেন রেনু। আজ তাকে সিএমওএইচ দপ্তর থেকে বর্ধমান ১ ব্লকের কুড়মুন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বদলি করা হয়। পোস্টিং পাওয়ার পর তিনি জানান 'তাঁর কাজ  মানবসেবা,সেই কাজ যেন তিনি করতে পারেন।

WB Live News: নির্জলা জমিতে আমন রোপণের কাজ না হওয়ায় মাথায় হাত জেলার কৃষকদে

বর্ষাকালেও আকাশে শরতের নীল-সাদা মেঘ! নির্জলা জমিতে আমন রোপণের কাজ না হওয়ায় মাথায় হাত জেলার কৃষকদের। বাড়ছে চালের দাম বৃদ্ধির আশঙ্কা! সময় এখনও আছে, ভারী বৃষ্টি হলে আমন রোপণ করা যাবে, আশাবাদী কৃষি দফতর

West Bengal Live News: পার্ক সার্কাস এলাকায় বেসরকারি ব্যাঙ্কে বন্ধক রাখা গয়না চুরির অভিযোগ

পার্ক সার্কাস এলাকায় বেসরকারি ব্যাঙ্কে বন্ধক রাখা গয়না চুরির অভিযোগ। গ্রাহক সেজে সুপরিকল্পিতভাবে পুরো অপারেশন চালিয়েছে দুষ্কৃতী, দাবি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। ঘটনায় ব্যাঙ্ক কর্মীদের যোগসাজশের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

WB Live News: কলকাতা পুরসভার ১৩৪টি কেন্দ্রে কাল থেকে বিনামূল্যে বুস্টার ডোজ

কাল থেকে দেশজুড়ে বিনামূল্যে ১৮ ঊর্ধ্বদের বুস্টার ডোজ। কলকাতা পুরসভার ১৩৪টি কেন্দ্রে কাল থেকে বিনামূল্যে বুস্টার ডোজ। ৯৯টি স্বাস্থ্য কেন্দ্রে কোভিশিল্ড, ৩৫টি স্বাস্থ্য কেন্দ্রে মিলবে কোভ্যাকসিন।

'আমার কাছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ সবটাই সমান', বার্তা মুখ্যমন্ত্রীর

আমার কাছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ সবটাই সমান। দার্জিলিং থেকে ফেরার পথে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলই এক সময় পাহাড়কে ভাগ করার চেষ্টা করেছিল। পাল্টা মন্তব্য করেছে বিজেপি। তবে এই উত্তরবঙ্গ বিতর্কের মাঝেও এদিন এক অন্য ভূমিকায় দেখা গেল মুখ্যমন্ত্রীকে।

WB Live News: এসএসসি-কাণ্ডে তথ্য খতিয়ে দেখতে এবার ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার

এসএসসি-কাণ্ডে তথ্য খতিয়ে দেখতে এবার ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার। এসএসসি দুর্নীতির তদন্তে বিশেষজ্ঞদের নিয়ে তদন্তে সিবিআই। হার্ড ডিস্ক, সার্ভারের তথ্য খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের সাহায্য নিল সিবিআই।

West Bengal Live News: স্ত্রী ও শাশুড়িকে ছুরি দিয়ে কুপিয়ে, গায়ে পেট্রোল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ

স্ত্রী ও শাশুড়িকে ছুরি দিয়ে কুপিয়ে, গায়ে পেট্রোল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। গ্রেফতার স্বামী। বেহালার পর্ণশ্রী থানা এলাকার সেনপল্লির ঘটনা।

WB Live News: চাকরির নামে ‘প্রতারণা’, এবার তৃণমূল বিধায়ককেই রাজ্য পুলিশের তলব

চাকরির নামে ‘প্রতারণা’, এবার তৃণমূল বিধায়ককেই রাজ্য পুলিশের তলব। তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে আর্থিক দুর্নীতি দমন শাখার তলব. মঙ্গলবার সকাল ১১টায় বিধায়ককে অ্যান্টি করাপশন ব্রাঞ্চে হাজিরার নির্দেশ। টাকার বিনিময়ে প্রাথমিক-সহ বিভিন্ন সরকারি দফতরে চাকরির অভিযোগ। সরকারি চাকরির নামে দেড় কোটি টাকা তোলার অভিযোগ। চাকরির নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার ৩। তৃণমূল বিধায়কের তাপস সাহার আপ্ত সহায়ক-সহ ৩জন গ্রেফতার।

West Bengal Live News: রাজ্যে ফের চোখ রাঙাচ্ছে করোনা, একদিনে আক্রান্ত ৩ হাজার পার

রাজ্যে ফের চোখ রাঙাচ্ছে করোনা, একদিনে আক্রান্ত ৩ হাজার পার! রাজ্যে একদিনে ৩ হাজার ২৯জন করোনায় সংক্রমিত। উদ্বেগ বাড়িয়ে রাজ্যে একদিনে করোনায় ৫জনের মৃত্যু। 
রাজ্যে দৈনিক সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা, তারপরেই কলকাতা।

WB Live News: সেক্টর ফাইভ পর্যন্ত ঐতিহাসিক যাত্রার সাক্ষী হতে সকাল থেকে ভিড়

শিয়ালদা থেকে গড়াল ইস্ট-ওয়েস্ট মেট্রোর চাকা। সেক্টর ফাইভ পর্যন্ত ঐতিহাসিক যাত্রার সাক্ষী হতে সকাল থেকে ভিড়। রবিবার বাদে প্রতিদিনই মিলবে শিয়ালদা-সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা।

West Bengal Live News: কলকাতা-হাওড়ার পর খড়গপুর-কোচবিহার, ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

কলকাতা-হাওড়ার পর খড়গপুর-কোচবিহার, ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। কলাইকুন্ডা ফাঁড়ির বাইরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোমগার্ডের মৃত্যু। চা খাওয়ার সময় বিদ্যুতের পোস্টে হাত দিতেই তড়িদাহত হয়ে মৃত্যু। বিদ্যুতের খুঁটিতে কোনও সমস্যা নেই, দাবি রেল কর্তৃপক্ষের। কোচবিহারের তুফানগঞ্জে ঝুলে থাকে বিদ্যুতের তারে হাত পড়তেই মৃত্যু। তুফানগঞ্জে তড়িদাহত হয়ে মৃত্যুতে বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। 

WB Live News: কয়লা পাচারকাণ্ডে এবার ইডি-র নজরে পুরুলিয়ার বাঘমুণ্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো

কয়লা পাচারকাণ্ডে এবার ইডি-র নজরে পুরুলিয়ার বাঘমুণ্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো। ইডি সূত্রে খবর, আগামীকাল সকাল ১১টা নাগাদ দিল্লির সদর দফতরে তৃণমূল বিধায়ককে তলব করা হয়েছে। পাশাপাশি, আগামীকাল মন্ত্রী মলয় ঘটককেও ফের দিল্লিতে তলব করেছে ইডি। কয়লাকাণ্ডে এই নিয়ে চতুর্থবার তলব করা হল মন্ত্রীকে। ইডি সূত্রে খবর, কয়লা পাচারে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সামনে রেখেই তৃণমূল বিধায়ক ও মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে। এব্যাপারে এখনও পর্যন্ত মন্ত্রী কিংবা বাঘমুণ্ডির তৃণমূল বিধায়কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

West Bengal Live News: পুলিশের উইনার্স টিমের প্রশংসায় বিজেপি বিধায়ক

পুলিশের উইনার্স টিমের প্রশংসায় বিজেপি বিধায়ক। চন্দননগরে পুলিশের উইনার্স টিমের প্রশংসায় শ্রীরূপা মিত্র। পুলিশের ভূমিকায় প্রশংসায় ইংরেজবাজারের বিজেপি বিধায়ক
‘মহিলাদের সাহায্য করার জন্য ট্রেন্ড তৈরির চেষ্টা চলছে। এটা ভাল, এরকম টিম আরও জেলায় জেলায় হলে ভাল।’ উইনার্স টিমের প্রশংসা করে মন্তব্য ইংরেজবাজারের বিজেপি বিধায়কের 
বিধানসভার স্বরাষ্ট্র দফতরের স্ট্যান্ডিং কমিটির সদস্য বিজেপি বিধায়ক। ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র 
>>

WB Live News: শিয়ালদা মেট্রোর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা সুকান্ত মজুমদারের

শিয়ালদা মেট্রোর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা সুকান্ত মজুমদারের। ‘শিয়ালদা মেট্রো প্রকল্পের কাজ শেষ হতে এত বিলম্ব কেন? কেন্দ্রের ঘাড়েই প্রকল্পের সব ভার চাপিয়েছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা। প্রকল্পের শিলান্যাস করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, ক্রেডিট নিচ্ছেন মমতা’ শিয়ালদা মেট্রোর যাত্রী পরিষেবা শুরুর দিনেই সফর করে তোপ বিজেপির রাজ্য সভাপতির

West Bengal Live News: ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে অমরনাথ থেকে ফিরলেন বানতলার ৭৮জন

ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে অমরনাথ থেকে ফিরলেন বানতলার ৭৮জন। ২ জুলাই কলকাতা থেকে অমরনাথ যাত্রার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ৭৮ জন পুণ্যার্থী। চোখের সামনে মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যয়ের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে ফিরলেন জম্মু-তাওয়াই এক্সপ্রেসে।

WB Live News: এসএসসি-দুর্নীতি মামলায় শিক্ষা দফতরের প্রধান সচিবকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ

এসএসসি-দুর্নীতি মামলায় শিক্ষা দফতরের প্রধান সচিবকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। প্রথম দফায় প্রায় সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। নিজাম প্যালেসে মণীশ জৈনকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
‘এসএসসি-র উপদেষ্টা কমিটি গঠনের ফাইল পাঠিয়েছিলেন মণীশ’। ‘জিজ্ঞাসাবাদে জানিয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়’। ‘কার নির্দেশে ফাইল পাঠিয়েছিলেন মণীশ?’ 
‘কার নির্দেশে গঠিত হয়েছিল উপদেষ্টা কমিটি?’ জানতে শিক্ষা দফতরের প্রধান সচিব মণীশ জৈনকে তলব সিবিআইয়ের

West Bengal Live News: প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি মামলায় সিবিআইয়ের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

প্রাথমিকে নিয়োগ-দুর্নীতি মামলায় সিবিআইয়ের রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। মঙ্গলবারের মধ্যে প্রয়োজনীয় নথি যুক্ত করে তদন্তে অগ্রগতির রিপোর্ট পেশের নির্দেশ দিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। আগামিকাল মামলার পরবর্তী শুনানি। এদিন বিচারপতি সুব্রত তালুকদার বলেন, ‘এখানে ব্যাপারটা নিউটনের আপেলের মতো। গাছের নীচে বসে ছিলেন, হঠাৎ একটা আপেল এসে পড়ল। এখানেও হঠাৎ কিছু চাকরি প্রার্থী বাড়তি ১ নম্বর পেয়ে গেলেন। এ ক্ষেত্রে এই ১ নম্বর হল নিউটনের আপেল। এই ১ নম্বর কোথা থেকে এল সেটাই এই মামলার বিচার্য বিষয়।’

WB Live News: GTA-র চিফ এক্সিকিউটিভ পদে শপথ নিলেন অনীত থাপা

GTA-র চিফ এক্সিকিউটিভ পদে শপথ নিলেন অনীত থাপা। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড়। অঞ্জুলা চৌহান GTA-র চেয়ারপার্সন পদে শপথ নেন। ডেপুটি চেয়ারম্যান রাজেশ চৌহান। দার্জিলিঙের ভানু ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। তার আগে GTA-র ৪৫ জন সদস্য বৈঠকে বসেন। সেখানেই চিফ এক্সিকিউটিভ, চেয়ারপার্সন ও ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হন। 

West Bengal Live News: মালদায় ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল প্রধান

মালদার গাজোলে পুকুর খোঁড়া, শ্মশান সংস্কার-সহ ১০০ দিনের দুর্নীতির অভিযোগ উঠল তৃণমূল প্রধান ও পঞ্চায়েত কর্মীদের একাংশের বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন প্রধান। তদন্তের আশ্বাস দিয়েছেন মালদার জেলাশাসক। দুর্নীতির অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

WB Live News: কয়লা কেলেঙ্কারি মামলায় ধৃতদের হেফাজতের আর্জি সিবিআইয়ের

২০১৮ থেকে ২০২০ পর্যন্ত ধৃতদের মদতে কয়লা কেলেঙ্কারি সংগঠিত হয়। ধৃত প্রত্যেকের সঙ্গেই অনুপ মাঝি ওরফে লালার লেনদেন হয়েছে। লালার থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়েছেন ধৃত কয়লা-কর্তারা। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন, আদালতে জানাল সিবিআই। 
মুখ্যমন্ত্রীর কাছে অবৈধ কারবারের অভিযোগ করা হয়েছে, দাবি ইসিএলের চিফ সিকিউরিটি অফিসার তন্ময়কুমার দাসের। লালার থেকে সুবিধা নিয়েছেন তন্ময়কুমার দাসও, পাল্টা দাবি সিবিআইয়ের। 

West Bengal Live News: দুই গোষ্ঠীর সংঘর্ষে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে চলল গুলি, বোমাবাজি

এলাকা দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে চলল গুলি, বোমাবাজি। গুলিবিদ্ধ এক যুবক। স্থানীয় সূত্রে খবর, আজ সকালে রঘুনাথগঞ্জের সেকেন্দ্রার লালখানদিয়ার এলাকায় চায়ের দোকানে বসেছিলেন রোহন শেখ নামে ওই যুবক। অভিযোগ, সেই সময় দুষ্কৃতীরা ৪-৫টি বোমা ছোড়ে। গুলিও চালায়। রোহনের বাঁ হাতের আঙুলে গুলি লাগে। হাসপাতালে ভর্তি ওই যুবক। পুরনো বিবাদকে কেন্দ্র করে হামলা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এলাকায় পুলিশি টহল চলছে। কেউ গ্রেফতার হয়নি। 

WB Live News: অন্ধকারে মোমবাতি বা মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে চিকিৎসা, কোচবিহারের স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা

অন্ধকারে মোমবাতি বা মোবাইল ফোনের টর্চ জ্বালিয়ে চিকিত্সা হয়। পাখা চলে না, প্রচণ্ড গরমে ঘেমেনেয়ে একশা হন চিকিত্সাধীন রোগীরা। এই ছবি কোচবিহারের মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের। হাসপাতালে জঞ্জালের স্তূপ। বেডের অভাবে প্রতীক্ষালয়ে রোগীকে শুইয়ে চলে স্যালাইন দেওয়ার কাজ। পরিকাঠামোগত সমস্যায় ধুঁকছে চ্যাংড়াবান্ধ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। হেলদোল নেই প্রশাসনের, এমনই অভিযোগ রোগীদের। লোডশেডিং হলে বিকল্প ব্যবস্থা না থাকায় এই সমস্যা, জানিয়েছেন হাসপাতালের কর্মী। দ্রুত সমাধানের আশ্বাস জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের।

West Bengal Live News: স্বজনপোষণের অভিযোগ নিয়ে ক্ষোভ, বিজেপি বিধায়কের দফতরে তালা ঝোলালেন কর্মী, সমর্থকরা

এরিয়া কমিটি গঠনে স্বজনপোষণের অভিযোগ নিয়ে ক্ষোভ। বিজেপি বিধায়কের দফতরে তালা ঝোলালেন দলীয় কর্মী, সমর্থকরা। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ঘটনা। বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের অভিযোগ, আলোচনা ছাড়াই এরিয়া কমিটি গঠন করেছেন ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি ও জেলা সভাপতি সুদাম পণ্ডিত। এই নিয়ে ক্ষোভের জেরে গতকাল বিধায়কের অফিসে তালা লাগিয়ে দেন বিজেপি কর্মী, সমর্থকরা। দলীয় কোন্দলের বিষয়টি এড়িয়ে গিয়েছেন ভগবানপুরের বিজেপি বিধায়ক। প্রতিক্রিয়া মেলেনি জেলা সভাপতির। পঞ্চায়েত ভোটের পর এলাকায় নিশ্চিহ্ন হয়ে যাবে বিজেপি, কটাক্ষ তৃণমূলের।  

WB Live News: পঞ্চায়েতে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির খবর নেই! কেন্দ্রীয় দলের রিপোর্টের বিরোধিতা বিজেপি নেতৃত্বের

‘বাংলার পঞ্চায়েতে কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির খবর নেই’ মন্তব্য করে বিজেপির রাজ্য সভাপতির নিশানায় কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী। ‘উনি প্রতিমন্ত্রী, ওঁর কাছে খবর নেই। কেন্দ্রীয় পঞ্চায়েতমন্ত্রী জানেন রাজ্যের দুর্নীতির কথা’, মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। 
রাজ্যে ‘দুর্নীতি’র খোঁজে আসা কেন্দ্রীয় দলকেও তোপ দিলীপ ঘোষের। তিনি বলেন, ‘বিডিও-র দেওয়া পার্টিতে ফুর্তি করে রিপোর্ট দিয়েছে কেন্দ্রীয় দল।’

West Bengal Live News: আজও দিঘার সমুদ্রে জলোচ্ছ্বাস, গার্ডওয়াল টপকে জল ঢুকছে শহরে

পূর্ণিমার ভরা কটাল ও নিম্নচাপের জেরে আজও দিঘার সমুদ্রে জলোচ্ছ্বাস। গার্ডওয়াল টপকে জল ঢুকছে শহরে। প্রশাসনের তরফে শুরু হল সতর্কতামূলক প্রচার। কোথাও সাইরেন বাজিয়ে, কোথাও মাইকে প্রচার করা হচ্ছে। পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি, গার্ডওয়ালের কাছে যেতেও নিষেধ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, আজ রাতেও দিঘা শহরে জল ঢুকতে পারে। 

WB Live News: হাইকোর্টের নির্দেশের পরেও মেলেনি ক্ষতিপূরণ, মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

হাইকোর্টের নির্দেশের পরেও মেলেনি ক্ষতিপূরণ। মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করল ভোট-পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের পরিবার। এর আগে হাইকোর্ট নিহত ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয়। পরিবার সূত্রে খবর, ২০ জুনের মধ্যে ক্ষতিপূরণ পাওয়ার কথা থাকলেও, তা না পাওয়ায় মুখ্যসচিবকে ১৪ দিনের নোটিস দিয়ে চিঠি দেওয়া হয়। সেই হিসেবে ৫ জুলাই পার হয়ে যাওয়ার পরও মেলেনি ক্ষতিপূরণ। 
এবার তাই মুখ্যসচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করলেন নিহত বিজেপি কর্মীর দাদা বিশ্বজিৎ সরকার।

West Bengal Live News: তুমুল ভিড়ে পা রাখাই দায়, শিয়ালদা-সল্টলেক মেট্রো পরিষেবার শুরুতেই হয়রান যাত্রীরা

আজ থেকে শিয়ালদা মেট্রো স্টেশনে শুরু হল যাত্রী পরিষেবা। সকাল ৬টা ৫৫ মিনিটে ছাড়ল প্রথম মেট্রো। ইতিহাসের সাক্ষী হতে সকাল থেকেই মেট্রো স্টেশনে ভিড়। কেউ আবার প্রথম মেট্রোর যাত্রী হতে রাত ৩টেয় শিয়ালদা পৌঁছে গিয়েছেন। সব মিলিয়ে শিয়ালদায় ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা চালু হওয়াকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে উন্মাদনা। অফিসটাইমে শিয়ালদায় প্রতিটি মেট্রোতেই তুমুল ভিড়। 

WB Live News: রাতের অন্ধকারে চলছে ওভারলোড গাড়ি, বললেন তৃণমূল নেতাই

প্রশাসনের মদতে চলছে ওভার লোডিং গাড়ি, বললেন তৃণমূলের ব্লক সভাপতি। নলহাটির তৃণমূল ব্লক সভাপতির অভিযোগ,  রাতের অন্ধকারে বেশি চলছে ওভার লোড গাড়ি। 

West Bengal Live News: এসএসসি-দুর্নীতি মামলায় শিক্ষা দফতরের প্রধান সচিবকে তলব সিবিআইয়ের

এসএসসি-দুর্নীতি মামলায় শিক্ষা দফতরের প্রধান সচিবকে আজই তলব সিবিআইয়ের। কার নির্দেশে উপদেষ্টা কমিটি? জানতে সমন মণীশকে। এবার শিক্ষা সচিবকে তলব।

WB Live News: স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে হাত মিলিয়ে মোমো বানালেন মুখ্যমন্ত্রী

দার্জিলিঙের ভানু ভবনে যখন GTA-র শপথ গ্রহণ তখন পাহাড়ে জনসংযোগে ব্যস্ত মুখ্যমন্ত্রী। রিচমন্ড হিল থেকে সিংমারিতে দার্জিলিং চিড়িয়াখানা পর্যন্ত হাঁটলেন। কথা বললেন স্থানীয় বাসিন্দাদের। ফেরার পথে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে হাত মিলিয়ে মোমোও বানালেন মুখ্যমন্ত্রী। 

West Bengal Live News: ভানু ভবনে GTA-র শপথ গ্রহণ, রিচম্যালে জনসংযোগে ব্যস্ত মুখ্যমন্ত্রী

দার্জিলিঙের ভানু ভবনে যখন GTA-র শপথ গ্রহণ তখন রিচম্যালে জনসংযোগে ব্যস্ত মুখ্যমন্ত্রী। 

WB Live News: ভাটপাড়ায় ফের বোমা উদ্ধার

ভাটপাড়ায় ফের বোমা উদ্ধার। শনিবার কাঁকিনাড়ার যে পাড়ার নির্মীয়মাণ আবাসন থেকে ৫০টি বোমা উদ্ধার হয়েছিল, বুধবার সেই পাড়া থেকে উদ্ধার হল ৩৫টি বোমা। তবে কি ফের ভাটপাড়ায় ফিরে আসছে ভয়ের পরিবেশ? আতঙ্ক স্থানীয়দের।

West Bengal Live News: GTA-র চিফ এক্সিকিউটিভ পদে আজই শপথ নেবেন অনীত থাপা

GTA-র চিফ এক্সিকিউটিভ পদে আজই শপথ নেবেন অনীত থাপা। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনকড়। অঞ্জুলা চৌহান GTA-র চেয়ারপার্সন পদে শপথ নেবেন। ডেপুটি চেয়ারম্যান হলেন রাজেশ চৌহান। আজ দার্জিলিঙের ভানু ভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। তার আগে GTA-র ৪৫ জন সদস্য প্রথমবার বৈঠকে বসেন। সেখানেই চিফ এক্সিকিউটিভ, চেয়ারপার্সন ও ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হন। 

WB Live News: আলিপুরে রসিকা জৈনের রহস্যমৃত্যু, দেড়বছর পর গ্রেফতার স্বামী

আলিপুরে রসিকা জৈনের রহস্যমৃত্যুর ঘটনায় প্রায় দেড়বছর পর স্বামীকে গ্রেফতার করল সিট। হাইকোর্টের পর গতকাল সুপ্রিম কোর্টেও খারিজ হয় রসিকার স্বামী কুশল আগরওয়ালের আগাম জামিনের আবেদন। এরপরই আলিপুর থেকে তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশের সিট। হাইকোর্টের নির্দেশে দময়ন্তী সেনের নেতৃত্বে সিট গঠন করা হয়। 

West Bengal Live News: কয়লা পাচারকাণ্ডে এবার ইডি-র নজরে সুশান্ত মাহাতো, মলয় ঘটককেও ফের তলব

কয়লা পাচারকাণ্ডে এবার ইডি-র নজরে পুরুলিয়ার বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাতো। ইডি সূত্রে খবর, আগামীকাল সকাল ১১টা নাগাদ দিল্লির সদর দফতরে তৃণমূল বিধায়ককে তলব করা হয়েছে। পাশাপাশি, আগামীকাল মন্ত্রী মলয় ঘটককেও ফের তলব করেছে ইডি। কয়লাকাণ্ডে এই নিয়ে চতুর্থবার তলব করা হল মন্ত্রীকে। ইডি সূত্রে খবর, কয়লা পাচারে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য সামনে রেখেই তৃণমূল বিধায়ক ও মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হবে। 

WB Live News: কল্যাণী এইমসে নিয়োগ-দুর্নীতির অভিযোগ, তৃণমূলকে হুঁশিয়ারি নীলাদ্রিশেখরের

কল্যাণী এইমসে নিয়োগ-দুর্নীতির অভিযোগে, বাঁকুড়ার বিজেপি বিধায়কের মেয়েকে নোটিস পাঠিয়েছে সিআইডি। এই পরিস্থিতিতেই বুধবার, তৃণমূলের উদ্দেশে হুঁশিয়ারি দেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। যা নিয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।

West Bengal Live News: খিদিরপুরে ফুটপাত থেকে উদ্ধার বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তির মৃতদেহ

খিদিরপুরে ফুটপাত থেকে উদ্ধার বছর পঁয়তাল্লিশের এক ব্যক্তির মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, বিহারের বাসিন্দা ওই ঠিকা শ্রমিকের কাজ করতেন। তাঁর পকেট থেকে একটি ট্রেনের টিকিট মিলেছে। আজ সকালে ডায়মন্ড হারবার রোডের ওপর ফুটপাতে ওই ব্যক্তিকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এসএসকেএমে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা।

WB Live News: কয়লাকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার ইসিএল কর্তা-কর্মীরা, নিয়ে যাওয়া হয় আসানসোল

কয়লাকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার ইসিএলের ৪ বর্তমান-প্রাক্তন জিএম, একজন ম্যানেজার, ২ কর্মী-সহ ৭ জনকে নিয়ে আজ সকালে নিয়ে যাওয়া হয় আসানসোলে। মেডিক্যাল পরীক্ষার পর, সকাল ৮টা ১০ মিনিটে ৭ জনকে তোলা হয় গাড়িতে। আজই পেশ করা হবে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে। সিবিআই সূত্রে দাবি, কয়লা মাফিয়ার সঙ্গে আঁতাঁতের অভিযোগেই ইসিএলের কর্তা-কর্মী-সহ এই ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, কয়লা পাচারকাণ্ডে ফেরার অভিযুক্ত বিনয় মিশ্রকে যখন পলাতক অর্থনৈতিক অপরাধী ঘোষণা করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

West Bengal Live News: কয়লাকাণ্ডে এবার সিবিআইয়ের জালে ইসিএল কর্তা-কর্মীরা

কয়লাকাণ্ডে এবার সিবিআইয়ের জালে ইসিএল কর্তা-কর্মীরা। গ্রেফতার ৪ বর্তমান-প্রাক্তন জিএম, একজন ম্যানেজার, ২ কর্মী-সহ ৭জন। সিবিআই সূত্রে দাবি, কয়লা মাফিয়ার সঙ্গে আঁতাঁতের অভিযোগেই এই গ্রেফতারি। বাজেয়াপ্ত বহু নথি।

WB Live News: লর্ডসে ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের ২০ বছর, সৌরভ গঙ্গোপাধ্যায়কে সম্বর্ধিত করল ব্রিটিশ পার্লামেন্ট

বুধবার ছিল লর্ডসে ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের ২০ বছর। এই বিশেষ দিনে BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে সম্বর্ধিত করল ব্রিটিশ পার্লামেন্ট। ‘দ্য বেঙ্গল প্রাইড’ সম্মানে সম্মানিত করা হয় ভারতের প্রাক্তন অধিনায়ককে। বঙ্গসন্তান হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে এই সম্বর্ধনা পেয়ে আপ্লুত সৌরভ গঙ্গোপাধ্যায়।

West Bengal Live News: বিরল প্রজাতির কচ্ছপ পাচার করতে গিয়ে ধর্মতলায় গ্রেফতার ২ পাচারকারী

বিরল প্রজাতির কচ্ছপ পাচার করতে গিয়ে ধর্মতলা থেকে কলকাতা গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার ২ পাচারকারী। উদ্ধার ৫০৯টি ইন্ডিয়ান স্টার প্রজাতির কচ্ছপ। ধৃতরা তামিলনাড়ুর বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল ধর্মতলা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালায় কলকাতা গোয়েন্দা পুলিশ। হাতেনাতে পাকড়াও করে ২ পাচারকারীকে। ধৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা রুজু হয়েছে। 

WB Live News: শিয়ালদা মেট্রো স্টেশনে শুরু হল যাত্রী পরিষেবা, ইতিহাসের সাক্ষী হতে সকাল থেকেই ভিড়

আজ থেকে শিয়ালদা মেট্রো স্টেশনে শুরু হল যাত্রী পরিষেবা। সকাল ৬টা ৫৫ মিনিটে ছাড়ল প্রথম মেট্রো। ইতিহাসের সাক্ষী হতে সকাল থেকেই মেট্রো স্টেশনে ভিড়। কেউ আবার প্রথম মেট্রোর যাত্রী হতে রাত ৩টেয় শিয়ালদা পৌঁছে গিয়েছেন। সব মিলিয়ে মেট্রো পরিষেবা চালু হওয়াকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে উন্মাদনা।

West Bengal Live News: দার্জিলিংয়ে মমতা-ধনকড়-হিমন্ত সাক্ষাৎ

কখনও সংঘাত, কখনও সৌজন্য। বুধবার বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন রাজ্যপাল। কিছুক্ষণ পরই, দার্জিলিঙের রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। প্রায় আড়াই ঘণ্টা সেখানে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী এবং মোদি-অমিত শাহর অত্যন্ত ঘনিষ্ঠ হিমন্ত বিশ্বশর্মাও। 

WB Live News: ব্যাঙ্ক বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে AIBOC

কেন্দ্রের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামল All India Bank Officers' Confederation। সাংবাদিক বৈঠক করে AIBOC-র তরফ থেকে জানানো হয়েছে, আজ থেকে জেলায় জেলায় হবে বাস জাঠা।

প্রেক্ষাপট

কলকাতা: রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election 2022) নিয়ে দার্জিলিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) পৌরহিত্যে বৈঠক। তা নিয়ে কটাক্ষ সিপিএম (CPM) এবং বিজেপি-র (BJP)। মমতার দাবি, রাজনৈতিক বৈঠক নয়, সৌজন্য সাক্ষাৎ। 


কয়লাকাণ্ডে এবার সিবিআইয়ের জালে ইসিএল কর্তা-কর্মীরা। ৪ বর্তমান-প্রাক্তন জিএম, একজন ম্যানেজার, ২ কর্মী-সহ ৭জন গ্রেফতার।  প্রতি মাসে গেস্ট হাউসে পৌঁছে যেত মোটা টাকা, দাবি সিবিআইয়ের। 
মাল্য-চোকসি-নীরবের পর বিনয় মিশ্রকেও অর্থনৈতিক অপরাধী ঘোষণার পথে ইডি। কয়লাকাণ্ডে ২ অভিযুক্তর সাড়ে ২৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত।


একাধিক মামলায় শুভেন্দুর রক্ষাকবচ (Suvendu Adhikari)। খারিজ চেয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য। ইচ্ছেকৃতভাবে তদন্ত অসহযোগিতার অভিযোগ।


বিধানসভায় হুমকির অভিযোগ, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর নিয়ে হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য। বাম আমলে ভাঙচুরের প্রসঙ্গ টানলেন বিচারপতি। 


এইমসে নিয়োগকাণ্ডে সিআইডির নজরে চাকদার বিজেপি বিধায়ক। বাড়িতে গিয়ে দেড় ঘণ্টা ধরে পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ। মুখে কুলুপ বিধায়কের।


নিয়োগ-দুর্নীতির অভিযোগে মেয়েকে সিআইডির তলব। আক্রমণে বিজেপি বিধায়ক। (বাইট--তালিকা তুলে দিয়ে আসব, উলঙ্গ করে রাস্তায় দাঁড় করাব।


বিজেপি ছেড়ে একের পর এক নেতার তৃণমূলে প্রত্যাবর্তন। এবার তোপ বলাগড়ের বিধায়কের। 


অশোকস্তম্ভের নতুন রূপ নিয়ে তোলপাড়। ইতিহাস পাল্টাতে চায় বিজেপি, আক্রমণে পার্থ। সিংহ মাংসাশী, দাঁত তো বেরোবেই, পাল্টা সুকান্ত।


মমতাকে ছাড়াই মেট্রোর উদ্বোধন, প্রতিবাদে বিক্ষোভে মদন। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.