West Bengal News Live Updates: অসহ্য গরমের মধ্যে কিছুটা স্বস্তি, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 14 Jun 2022 11:28 PM
WB News Live :সুকান্ত-শুভেন্দুকে আটকানোর প্রতিবাদে মেয়ো রোডে লাগাতার ধর্নায় বিজেপি

সুকান্ত-শুভেন্দুকে আটকানোর প্রতিবাদে মেয়ো রোডে লাগাতার ধর্নায় বিজেপি। মঞ্চের জন্য সেনার অনুমতি থাকার দাবি। থাকলে ভাল, মন্তব্য তৃণমূলের। 

West Bengal News : ২দিনের সফরে দিল্লি গিয়েই পৌঁছলেন পাওয়ারের বাসভবনে মমতা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তৎপর মমতা। ২দিনের সফরে দিল্লি গিয়েই পৌঁছলেন পাওয়ারের বাসভবনে। কাল বিজেপি বিরোধীগুলির সঙ্গে বৈঠক। 

WB News Live : হাওড়া পুরসভার গেটের কাছে ত্রিফলা আলোতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু

হাওড়া পুরসভার গেটের কাছে ত্রিফলা আলোতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মহিলার মৃত্যু। আজ রাত পৌনে দশটা নাগাদ ঘটনাটি ঘটে হাওড়া ময়দান চত্বরে। ঘটনাস্থলে ছুটে আসে হাওড়া থানার পুলিশ এবং সিইএসসির ইঞ্জিনিয়াররা। সিইএসই সূত্রে খবর বৃষ্টির সময় ল্যাম্পপোস্ট হাত লাগার ফলে ওই মহিলার মৃত্যু হয়। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে।>

West Bengal News : বিধানসভায় ৭ বিজেপি বিধায়কের সাসপেনশন প্রত্যাহারের প্রস্তাব পেশ করল না গেরুয়া শিবির

বিধানসভায় ৭ বিজেপি বিধায়কের সাসপেনশন প্রত্যাহারের প্রস্তাব পেশ করল না গেরুয়া শিবির। এবিষয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তারা। বিধানসভার সমস্যা তো বিধানসভাতেই মেটানো যায়, মন্তব্য বিধানসভার অধ্যক্ষের।

WB News Live : মুখ্যমন্ত্রীকে হুমকি দেওয়ার ঘটনায় KLO-কে মদত দিচ্ছে বিজেপি, দাবি জলপাইগুড়ির তৃণমূল নেতার

মুখ্যমন্ত্রীকে হুমকি দেওয়ার ঘটনায় KLO-কে মদত দিচ্ছে বিজেপি। এবার এমনই চাঞ্চল্যকর দাবি করলেন জলপাইগুড়ির তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী। জীবন সিং, মানুষের দাবি তুলে ধরেছেন। ফের পৃথক উত্তরবঙ্গের দাবিকে সমর্থন জানিয়ে পাল্টা জবাব দিলেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ।

West Bengal News : পূর্ত দফতরের জমিতে বাড়ি তৈরির অভিযোগ

পূর্ত দফতরের জমিতে বাড়ি তৈরির অভিযোগ। আদালতের নির্দেশে পূর্ব মেদিনীপুরের তমলুকে আবাস যোজনার বাড়ি ভেঙে দিল পুলিশ। সরকারি জায়গায় কীভাবে বাড়ি তৈরির অনুমতি মিলল? প্রশ্ন তুলেছে বিরোধীরা। যদিও এর দায় বিগত বোর্ডের দিকে দায় ঠেলেছে তৃণমূলের বর্তমান বোর্ড। 

WB News Live : অসহ্য গরমের মধ্যে কিছুটা স্বস্তি, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

অসহ্য গরমের মধ্যে কিছুটা স্বস্তি, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। কলকাতার একাংশে ঝোড়ো হাওয়া, বিক্ষিপ্ত বৃষ্টি। উঃ ২৪ পরগনা, বীরভূম, হাওড়া, হুগলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। পরশু থেকে দক্ষিণবঙ্গের একাংশে বর্ষা নামার সম্ভাবনা। উত্তরবঙ্গের একাংশে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস। 

West Bengal News : পূর্ব বর্ধমান জেলা ভূমি ও ভূমি রাজস্ব দফতরে হেল্প ডেস্ক চালু করল প্রশাসন

পূর্ব বর্ধমান জেলা ভূমি ও ভূমি রাজস্ব দফতরে হেল্প ডেস্ক চালু করল প্রশাসন। জমিজমা সংক্রান্ত বিষয়ে হয়রানি কমাতেই এই উদ্যোগ বলে দাবি প্রশাসনের। গোটাটাই লোকদেখানো বলে কটাক্ষ করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

WB News Live : টাকার টোপ দিয়ে ফোন হ্যাক করে ব্ল্যাকমেল করার অভিযোগ

টাকার টোপ দিয়ে ফোন হ্যাক করে ব্ল্যাকমেল করার অভিযোগ। ২০ লক্ষ টাকা না দিলে বিকৃত পর্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি। চাঞ্চল্যকর অভিযোগ চেতলার এক মহিলার। সুরাহা চেয়ে পুলিশ-প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি।

West Bengal News : তপন দত্ত খুনের ঘটনায় সিঙ্গল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হল ডিভিশন বেঞ্চে

বালির তৃণমূল নেতা তপন দত্ত খুনের ঘটনায় সিঙ্গল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হল ডিভিশন বেঞ্চে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করলেন অন্যতম অভিযুক্ত ষষ্ঠী গায়েন। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা।

WB News Live : সরকারি বিজ্ঞপ্তির পর অনলাইনের পথে বেসরকারি স্কুলের একাংশ

গরমের কারণে ২৬ জুন পর্যন্ত সরকারি স্কুলে ছুটি। সরকারি বিজ্ঞপ্তির পর অনলাইনের পথে বেসরকারি স্কুলের একাংশ

West Bengal News : ট্রান্সফর্মার বিকল হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন উত্তর দিনাজপুরের চাকুলিয়ার দুটি গ্রামের কয়েকশো বাসিন্দা

এক সপ্তাহের বেশি বিদ্যুৎ নেই। ট্রান্সফর্মার বিকল হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন উত্তর দিনাজপুরের চাকুলিয়ার দুটি গ্রামের কয়েকশো বাসিন্দা। বারবার আবেদনেও কাজ না হওয়ায় বিদ্যুৎ দফতরে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠলেও, এখনও বিদ্যুৎহীন দুটি গ্রাম।

WB News Live : জুলাই থেকে রাজ্যজুড়ে নিষিদ্ধ হচ্ছে ৭৫ মাইক্রনের নীচে প্লাস্টিকের ব্যবহার

জুলাই থেকে রাজ্যজুড়ে নিষিদ্ধ হচ্ছে ৭৫ মাইক্রনের নীচে প্লাস্টিকের ব্যবহার

West Bengal News :কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ ঘণ্টা রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ

কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ ঘণ্টা রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ

WB News Live : দিল্লিতে মমতা, আগরতলায় ভোটের প্রচারে রোড শো অভিষেকের

দিল্লিতে মমতা, আগরতলায় ভোটের প্রচারে রোড শো অভিষেকের। বিজেপি সরকারকে উৎখাতের ডাক।

West Bengal News :বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কিছু অংশে বর্ষা ঢোকার সম্ভাবনা

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কিছু অংশে বর্ষা ঢোকার সম্ভাবনা। উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস। 

WB News Live : ত্রিপুরায় ভোট প্রচারে এসে বিজেপি সরকারকে তোপ অভিষেকের

ত্রিপুরায় ভোট প্রচারে এসে বিজেপি সরকারকে তোপ অভিষেকের। আগরতলার সভায় দিলেন পরিবর্তনের ডাক। 

West Bengal News : আলিপুরে রসিকা জৈনের রহস্যমৃত্যুর তদন্তে দময়ন্তী সেন

আলিপুরে রসিকা জৈনের রহস্যমৃত্যুর তদন্তে দময়ন্তী সেন। দময়ন্তী সেনের নেতৃত্বে ৭ সদস্যের সিট গঠনের নির্দেশ হাইকোর্টের । 

WB News Live : ইউটিউবার রোদ্দুর রায়ের বিরুদ্ধে নতুন মামলা রুজু বটতলা থানার পুলিশের

ইউটিউবার রোদ্দুর রায়ের বিরুদ্ধে নতুন মামলা রুজু বটতলা থানার পুলিশের। ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের। হেয়ার স্ট্রিট থানার করা মামলায় ২০ জুন পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ। হেয়ার স্ট্রিট থানার মামলায় জেল হেফাজত রোদ্দুর রায়ের। মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জেরে মামলা। ৭ জুন রোদ্দুর রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। 

West Bengal News : মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়ার হুঁশিয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়ার হুঁশিয়ারি। হুঁশিয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।  

WB News Live : ২ দিনের সফরে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়

২ দিনের সফরে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। অন্যদিকে, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখেই বিজেপি-বিরোধী দলগুলিকে একজোট করতে উদ্যোগী হয়েছেন তৃণমূল নেত্রী। বুধবার বৈঠক ডাকা হয়েছে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে। সেই বৈঠকে আমন্ত্রিত অ-বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ মোট ২২ জন বিজেপি বিরোধী নেতা-নেত্রী। রাষ্ট্রপতি নির্বাচনে এখনও প্রার্থী ঘোষণা করেনি শাসক-বিরোধী কোনও পক্ষই। তবে সবার নজর বুধবার তৃণমূল নেত্রীর ডাকা বৈঠকের দিকে। বৈঠকে কোন কোন নেতা উপস্থিত হন, সেটাই দেখার।

West Bengal News : সাড়ে ৪ ঘণ্টারও বেশি সময় ধরে রুজিরাকে সিবিআই জিজ্ঞাসাবাদ

আগরতলায় অভিষেক, বাড়িতে গিয়ে রুজিরাকে সিবিআই জিজ্ঞাসাবাদ। সাড়ে ৪ ঘণ্টারও বেশি সময় ধরে অভিষেকের বাড়িতে সিবিআই। কয়লাপাচারকাণ্ডে বাড়িতে গিয়ে রুজিরাকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। 

WB News Live : রুজিরাকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ, আগরতলায় চ্যালেঞ্জ অভিষেকের

রুজিরাকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ, আগরতলায় চ্যালেঞ্জ অভিষেকের

West Bengal News : হুগলির সিঙ্গুরের দাইপুকুর এলাকায় যুগলের রহস্যমৃত্যু

হুগলির সিঙ্গুরের দাইপুকুর এলাকায় যুগলের রহস্যমৃত্যু। পুকুরের পাশ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। মেয়ের বাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ স্থানীয়দের। দেহ উদ্ধারে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ। স্থানীয় সূত্রে খবর, একবছর আগে দু’জনের বিয়ে হয়। বিয়ের সময় দু’জনেই নাবালক হওয়ায়, মাসদুয়েক আগে চাইল্ড লাইনের তরফে কিশোরীকে উদ্ধার করে হোমে পাঠানো হয় বলে পরিবারের দাবি। স্থানীয়দের অভিযোগ, দিনকয়েক আগে কিশোরীকে বাড়িতে ফিরিয়ে আনার পর গতকাল থেকে দু’জনেই নিখোঁজ ছিল। আজ সকালে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কিশোরীর পরিবারই দু’জনকে খুন করে ঝুলিয়ে দিয়েছে বলে মৃত তরুণের পরিবার ও স্থানীয়দের অভিযোগ। তবে লিখিত অভিযোগ দায়ের হয়নি।

WB News Live : কয়লা পাচারকাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আজই জিজ্ঞাসাবাদ

কয়লা পাচারকাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আজই জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। সূত্রের খবর, কয়লা পাচারকাণ্ডের তদন্তে বেশ কিছু নতুন তথ্য কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এসেছে। পাশাপাশি, সিবিআইয়ের দাবি, এর আগে কয়লা-মামলায় অভিষেক-পত্নী যে বয়ান দিয়েছিলেন, তার সঙ্গে তথ্যপ্রমাণে অসঙ্গতি মিলেছে। সেই কারণে মূলত বিদেশি ব্যাঙ্কে অ্যাকাউন্ট প্রসঙ্গে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে খবর। 

WB News Live : দুর্নীতি খুঁজতে একাধিক সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া বিচারপতিই এখন ‘আশাহত’

দুর্নীতি খুঁজতে একাধিক সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া বিচারপতিই এখন ‘আশাহত’। ‘আশাহত’ হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। সিবিআই-এর লোকবল নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি অভিজি‍ত্‍ গঙ্গোপাধ্যায়। 

WB News Live : আগামী জুলাই থেকে রাজ্যজুড়ে ৭৫ মাইক্রনের নীচে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ

আগামী জুলাই থেকে রাজ্যজুড়ে ৭৫ মাইক্রনের নীচে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ হচ্ছে। বিধানসভার অধিবেশনে ঘোষণা ফিরহাদের। ১ হাজার ২৬টি প্লাস্টিক কারখানাকে পাঠানো হয়েছে বার্তা।

WB News Live : ইডি-র অভিযোগ থেকে মুক্তি, খোঁচা সুরজেওয়ালার

বিজেপিতে গেলেই ইডি-র অভিযোগ থেকে মুক্তি, যেমন হয়েছে শুভেন্দু-মুকুলের, খোঁচা সুরজেওয়ালার। মুকুল তৃণমূলে, শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ থাকলে আদালতে যান, পাল্টা শমীক।

WB News Live : আজ দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

২ দিনের সফরে আজ দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। অন্যদিকে, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখেই বিজেপি-বিরোধী দলগুলিকে একজোট করতে উদ্যোগী হয়েছেন তৃণমূল নেত্রী। বুধবার বৈঠক ডাকা হয়েছে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে। সেই বৈঠকে আমন্ত্রিত অ-বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ মোট ২২ জন বিজেপি বিরোধী নেতা-নেত্রী। রাষ্ট্রপতি নির্বাচনে এখনও প্রার্থী ঘোষণা করেনি শাসক-বিরোধী কোনও পক্ষই। তবে সবার নজর বুধবার তৃণমূল নেত্রীর ডাকা বৈঠকের দিকে। বৈঠকে কোন কোন নেতা উপস্থিত হন, সেটাই দেখার।

West Bengal News : টানা বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ির ধূপগুড়ি পুরসভার একাধিক ওয়ার্ড

টানা বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ির ধূপগুড়ি পুরসভার একাধিক ওয়ার্ড। ধূপগুড়ি স্টেশনের কাছে রেললাইনের ওপর গাছ পড়ায়, আজ সকালে একঘণ্টা আটকে থাকে ডিব্রুগড়গামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস। তড়িঘড়ি গাছ কেটে লাইন পরিষ্কার করেন রেল কর্মীরা

West Bengal News Live : কালীঘাটেও আজ স্নানযাত্রা উৎসব

আজ জগন্নাথদেবের স্নানযাত্রা। রথযাত্রার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে যায় জ্যৈষ্ঠের পূর্ণিমা তিথিতে স্নানযাত্রার দিনেই। পুরীতে সোনার কুয়ো থেকে ১০৮ সোনার ঘড়ার জলে স্নান করবেন জগন্নাথ মহাপ্রভু। স্নান সেরে ধারণ করবেন নতুন বেশ।কালীঘাটেও এদিন কালী মায়ের স্নানযাত্রা উত্সব হয়। সেই কারণে আজ দুপুর ১টা পর্যন্ত মন্দিরে ভক্তদের ঢোকা নিষেধ। গর্ভগৃহ বন্ধ করে মা কালীকে মহাস্নান করান সেবায়েতরা।

WB News Live : সাঁকরাইলের আন্দুল রোডে গৃহশিক্ষিকার ফাঁকা ফ্ল্যাট থেকে 'কয়েকলক্ষ টাকার গয়না ও নগদ টাকা লুঠ'

দিনের বেলা মাত্র দেড়ঘণ্টার অপারেশন। হাওড়ার সাঁকরাইলের আন্দুল রোডে গৃহশিক্ষিকার ফাঁকা ফ্ল্যাট থেকে কয়েকলক্ষ টাকার গয়না ও নগদ টাকা লুঠের অভিযোগ। 

WB News Live : কয়লা পাচারকাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আজই জিজ্ঞাসাবাদ

কয়লা পাচারকাণ্ডে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আজই জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। সূত্রের খবর, কয়লা পাচারকাণ্ডের তদন্তে বেশ কিছু নতুন তথ্য কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এসেছে। পাশাপাশি, সিবিআইয়ের দাবি, এর আগে কয়লা-মামলায় অভিষেক-পত্নী যে বয়ান দিয়েছিলেন, তার সঙ্গে তথ্যপ্রমাণে অসঙ্গতি মিলেছে। 

West Bengal News : ২০ জুন ফের ত্রিপুরায় অভিষেক

২০ জুন ফের ত্রিপুরায় এসে প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংবাদিক বৈঠকে জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

WB Weather Update : কোচবিহারে মুষলধারে বৃষ্টি, জমা জলে বেড়েছে মানুষের দুর্ভোগ

রাতভর কোচবিহারে মুষলধারে বৃষ্টি। সকালেও থামার লক্ষণ নেই। কোচবিহার শহরের বিভিন্ন রাস্তায় জল জমেছে। জমা জলে বেড়েছে মানুষের দুর্ভোগ। অন্যদিকে, কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে কোচবিহার জেলার বিভিন্ন নদীর জলস্তর বেড়েছে। 

WB News Live : মৃত্যুশোক ভুলে শেষযাত্রায় ব্যান্ড পার্টি

মৃত্যুশোক ভুলে শেষযাত্রায় ব্যান্ড পার্টি, সাউন্ড বক্স বাজিয়ে নাচ-গানে মেতে উঠলেন মৃতের আত্মীয়-পরিজনেরা। এই ছবি ধরা পড়ল জলপাইগুড়ির রাজগঞ্জের দুবরাগছ গ্রামে। পরিবার সূত্রে খবর, রবিবার মৃত্যু হয় ১০৪ বছরের মালতি সরকারের। তাঁর পরিবারের দাবি, শেষযাত্রায় শোক নয়, বরং আনন্দ করতে করতেই যেন তাঁকে শ্মশানে নিয়ে যাওয়া হয়, এমনটাই চেয়েছিলেন। 

WB News Live : হুগলির সিঙ্গুরের দাইপুকুর এলাকায় যুগলের রহস্যমৃত্যু

হুগলির সিঙ্গুরের দাইপুকুর এলাকায় যুগলের রহস্যমৃত্যু। পুকুরের পাশ থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। মেয়ের বাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ স্থানীয়দের। দেহ উদ্ধারে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ। স্থানীয় সূত্রে খবর, একবছর আগে দু’জনের বিয়ে হয়। বিয়ের সময় দু’জনেই নাবালক হওয়ায়, মাসদুয়েক আগে চাইল্ড লাইনের তরফে কিশোরীকে উদ্ধার করে হোমে পাঠানো হয় বলে পরিবারের দাবি।

Bengal News Live : গর্ভগৃহ বন্ধ করে মা কালীকে মহাস্নান করান সেবায়েতরা

আজ জগন্নাথদেবের স্নানযাত্রা। রথযাত্রার চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে যায় জ্যৈষ্ঠের পূর্ণিমা তিথিতে স্নানযাত্রার দিনেই। পুরীতে সোনার কুয়ো থেকে ১০৮ সোনার ঘড়ার জলে স্নান করবেন জগন্নাথ মহাপ্রভু। স্নান সেরে ধারণ করবেন নতুন বেশ।কালীঘাটেও এদিন কালী মায়ের স্নানযাত্রা উত্সব হয়। সেই কারণে আজ দুপুর ১টা পর্যন্ত মন্দিরে ভক্তদের ঢোকা নিষেধ। গর্ভগৃহ বন্ধ করে মা কালীকে মহাস্নান করান সেবায়েতরা।

Bengal News Live : ২৩ জুন ত্রিপুরায় উপ নির্বাচন, আগরতলায় যাচ্ছেন অভিষেক

২৩ জুন ত্রিপুরায় উপ নির্বাচন। ভোট প্রচারে আজ আগরতলায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেলা ১২টা নাগাদ রোড শো শুরু করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গান্ধীঘাট থেকে আগরতলা বিধানসভা কেন্দ্রের জিবি বাজার পর্যন্ত রোড শোয়ের পর নির্বাচনী সভাও করবেন অভিষেক।

Bengal News Live : জ্যৈষ্ঠ শেষে আজ জগন্নাথদেবের স্নানযাত্রা

আষাঢ় মাস মানেই রথযাত্রা। তার আগে জ্যৈষ্ঠ শেষে জগন্নাথদেবের স্নানযাত্রা। করোনা আবহে ২ বছর বন্ধ থাকার পর, এবার বিধিনিষেধ না থাকায় স্নানযাত্রার দিনেই পুরীতে পুণ্যার্থীদের ভিড়। সেজে উঠেছে পুরীর মন্দির। সকালে গর্ভগৃহ থেকে শোভাযাত্রা সহকারে স্নান মণ্ডপে আনা হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। সেখানে ১০৮ ঘড়া জলে স্নান করানো হবে বিগ্রহকে।

West Bengal News Live : হনুমানের কামড়ে হাসপাতালে ভর্তি ২০ জন

উত্তর ২৪ পরগনার বসিরহাটে বাংলাদেশ সীমান্তে হনুমানের তাণ্ডব। আতঙ্কিত স্বরূপনগরের হাকিমপুর গ্রামের বাসিন্দারা। হনুমানের কামড়ে হাসপাতালে ভর্তি ২০ জন।

WB News Liv e : ২ দিনের সফরে আজ দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

২ দিনের সফরে আজ দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। অন্যদিকে, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখেই বিজেপি-বিরোধী দলগুলিকে একজোট করতে উদ্যোগী হয়েছেন তৃণমূল নেত্রী। বুধবার বৈঠক ডাকা হয়েছে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে।

West Bengal News Live : বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন

এ সপ্তাহেই দক্ষিণবঙ্গে আসছে বর্ষা। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বুধবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে। তার হাত ধরেই বিলম্বে হলেও দক্ষিণবঙ্গে পা রাখতে চলেছে বর্ষা। তবে এরইমধ্যে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।  

WB News Live :  মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আচার্য করতে চেয়ে বিধানসভায় বিল পাস

 মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আচার্য করতে চেয়ে বিধানসভায় বিল পাস। বিধানসভায় রাজ্য বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিল পাস। রাজ্যপালের অনুমোদনের জন্য যাবে সংশোধনী বিল। 

West Bengal News Live : 'কথা না বলেই সাত-সাতটি অঞ্চল কমিটি গঠন' সরব শীতলকুচি ব্লকের তৃণমূল সভাপতি

ব্লক সভাপতির সঙ্গে কথা না বলেই সাত-সাতটি অঞ্চল কমিটি গঠন করেছেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়। এমনই অভিযোগে সরব হয়েছেন শীতলকুচি ব্লকের তৃণমূল সভাপতি। প্রতিবাদে দলীয় পার্টি অফিসের সামনে বিক্ষোভ। জেলা তৃণমূল সভাপতির প্রতিক্রিয়া মেলেনি। 

West Bengal News Live : তপন কান্দু খুনের ঘটনায় প্রথম চার্জশিট জমা দিল সিবিআই

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। পুরুলিয়া জেলা আদালতে জমা পড়েছে চার্জশিট। সূত্রের খবর, খুনের অভিযোগে গ্রেফতার হওয়া ৫ জনেরই নাম রয়েছে চার্জশিটে।

West Bengal News Live : তপন কান্দু খুনের ঘটনায় প্রথম চার্জশিট জমা দিল সিবিআই

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। পুরুলিয়া জেলা আদালতে জমা পড়েছে চার্জশিট। সূত্রের খবর, খুনের অভিযোগে গ্রেফতার হওয়া ৫ জনেরই নাম রয়েছে চার্জশিটে।

প্রেক্ষাপট

কলকাতা : একনজরে আজকের শিরোনাম । 



  •  ২৩ জুন ত্রিপুরায় ৪টি কেন্দ্রে উপনির্বাচন। আজ আগরতলায় অভিষেকের (Abhishek Banerjee) রোড শো। মমতা (Mamata Banerjee) ছাড়াও প্রচারে শত্রুঘ্ন, দেব, মিমি, সায়নী।

  • ন্যাশনাল হেরাল্ড মামলায় আর্থিক দুর্নীতির অভিযোগ। ১০ ঘণ্টারও বেশি সময় ধরে রাহুলকে (Rahul Gandhi) ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ। আজ ফের তলব।

  • রাহুলকে ইডির (ED) সমন, প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ। পুলিশের ধাক্কায় চিদম্বরমের পাঁজরে চোট পাওয়ার অভিযোগ।

  •  ২০১৪-র প্রাথমিক টেট মামলাতেও এবার সিবিআই তদন্ত। ২০১৭-র তালিকা বেআইনি। ২৬৯জনকে চাকরি থেকে বরখাস্ত, বেতন বন্ধের নির্দেশ।

  • টেট-দুর্নীতি মামলায় নিজাম প্যালেসে পর্ষদ সভাপতি-সচিব। ৩ ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ। সিবিআইকে এফআইআর দায়ের করতে বলল হাইকোর্ট।

  •  রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের আচার্য করতে চেয়ে বিল পাস। পক্ষে ভোট ১৬৭, বিপক্ষে ৫৫। রাজ্যপালের অনুমোদনের অপেক্ষা। 

  • মুখ্যমন্ত্রী কেন আচার্য? প্রতিবাদে বিক্ষোভ। রাজনীতিকরণের চেষ্টা, আশঙ্কা বিরোধীদের। বিশ্বভারতীর উদাহরণ টেনে পাল্টা সওয়াল শিক্ষামন্ত্রীর।

  • বিল নিয়ে গণনার সময় বিভ্রাট! গরমিল নিয়ে অভিযোগ ওঠার পরেই হইচই। ভুল স্বীকার করলেন বিধানসভার কর্মী। তদন্তের নির্দেশ অধ্যক্ষের। 

  • দেড়মাস পরও সরকারি স্কুলে বাড়ল গরমের ছুটি। ২৬ জুন পর্যন্ত ছুটি। দিল্লি বোর্ডের কাছেও রাজ্যের অনুরোধ। পড়াশোনা নিয়ে শিক্ষামহলে আশঙ্কা।

  • সাম্প্রদায়িক অশান্তির খবর সম্প্রচারে টিভি চ্যানেলের উপর নবান্নের নজরদারি। হিংসার খবর সম্প্রচার বন্ধে কেবল অপারেটর, এমএসওদের কড়া বার্তা। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.