West Bengal News Live: বড়বাজারে ভাড়া থাকতেন সংসদে স্মোক-ক্যান হামলাকাণ্ডে সন্দেহভাজন ললিত ঝা

Bengal News Live Updates: জেলা থেকে জেলা গুরুত্বপূর্ণ খবর , এক ঝলকে।

ABP Ananda Last Updated: 14 Dec 2023 02:59 PM
West Bengal News Live : বড়বাজারে ভাড়া থাকতেন সংসদে স্মোক-ক্যান হামলাকাণ্ডে সন্দেহভাজন ললিত ঝা

বড়বাজারে ভাড়া থাকতেন সংসদে স্মোক-ক্যান হামলাকাণ্ডে সন্দেহভাজন ললিত ঝা। প্রতিবেশীরা তাঁকে গতকালের ঘটনায় টেলিভিশনে দেখে শনাক্ত করেছেন। স্থানীয়দের দাবি, ২১৮ নম্বর রবীন্দ্র সরণির একতলার একটি ঘরে ভাড়া থাকতেন ললিত। গৃহ শিক্ষকতাই তাঁর পেশা হিসেবে জানতেন প্রতিবেশীরা। তাঁদের দাবি, বছর দেড়েক আগে আচমকাই উধাও হয়ে যান ললিত।

WB News Live : বড়বাজারে ভাড়া থাকতেন সংসদে স্মোক-ক্যান হামলাকাণ্ডে সন্দেহভাজন ললিত ঝা

বড়বাজারে ভাড়া থাকতেন সংসদে স্মোক-ক্যান হামলাকাণ্ডে সন্দেহভাজন ললিত ঝা। প্রতিবেশীরা তাঁকে গতকালের ঘটনায় টেলিভিশনে দেখে শনাক্ত করেছেন। স্থানীয়দের দাবি, ২১৮ নম্বর রবীন্দ্র সরণির একতলার একটি ঘরে ভাড়া থাকতেন ললিত। গৃহ শিক্ষকতাই তাঁর পেশা হিসেবে জানতেন প্রতিবেশীরা। তাঁদের দাবি, বছর দেড়েক আগে আচমকাই উধাও হয়ে যান ললিত।
বড়বাজারে ভাড়া থাকতেন সংসদে স্মোক-ক্যান হামলাকাণ্ডে সন্দেহভাজন ললিত ঝা। গতকালের ঘটনা দেখে ললিতকে সনাক্ত করলেন প্রতিবেশীরা। ২১৮ নম্বর রবীন্দ্র সরণির একতলার একটি ঘরে ভাড়া থাকতেন ললিত। গৃহ শিক্ষকতাই ছিল ললিতের পেশা, জানতেন প্রতিবেশীরা। বছর দেড়েক আগে আচমকাই উধাও হয়ে যান ললিত, দাবি প্রতিবেশীদের

West Bengal News Live : প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির। মুখবন্ধ খামে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ। বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে রিপোর্ট পেশ ইডির। রিপোর্ট খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ দেব, জানালেন বিচারপতি। ২০ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। ১২ ডিসেম্বর শুনানিতে অভিষেক-রুজিরার সম্পত্তির প্রসঙ্গ ওঠে। আয়ের উৎস খতিয়ে দেখা হয়েছে কি না, ইডির কাছে জানতে চান বিচারপতি অমৃতা সিন্হা। 'নথি থেকে দেখা যাচ্ছে, এই বিপুল সম্পত্তির বেশিরভাগই ২০১৪ সালের পরে'। এই অল্প সময়ের মধ্যে এই বিপুল সম্পত্তি! আর এই সময়ের মধ্যে নিয়োগ দুর্নীতি, মন্তব্য করেন বিচারপতি। 

WB News Live : আনন্দপুরে ফের শিশু বিক্রি চক্রের পর্দাফাঁস

আনন্দপুরে ফের শিশু বিক্রি চক্রের পর্দাফাঁস। ৩০ হাজার টাকায় নিজের নাতনিকে বিক্রির অভিযোগে গ্রেফতার দাদু ও সৎ দিদিমা-সহ মোট ৫ জন। উদ্ধার ২৩ দিনের সদ্যোজাত। গতকাল রাতে শিশুসন্তান নিখোঁজ বলে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন মা। তদন্তে নেমে দাদু এবং সৎ দিদিমার বয়ানে অসঙ্গতি ধরা পড়ে। ধৃতদের মধ্যে দাদু ও সৎ দিদিমা ছাড়াও ৩ জন মহিলা। এদের মধ্যে ২ জন মহিলা দালাল ও পঞ্চমজন বেআইনিভাবে টাকা দিয়ে শিশুকে কিনেছিলেন। এই চক্রে আরও কেউ জড়িত থাকতে পারে বলে পুলিশের অনুমান। গত অগাস্টে এই আনন্দপুরেই VF সেন্টারের আড়ালে শিশু পাচার চক্র চালানোর অভিযোগ উঠেছিল। ২২ দিনের শিশুকন্যাকে বিক্রি করে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় মা-সহ ৬ জনকে। 

West Bengal News Live : সংসদে স্মোক ক্যান নিয়ে তাণ্ডবে বেঙ্গল-কানেকশন?

সংসদে স্মোক ক্যান নিয়ে তাণ্ডবে বেঙ্গল-কানেকশন? স্ক্যানারে সন্দেহভাজন ললিত ঝা। ঘটনার ভিডিয়ো রেকর্ডিং করেছিলেন ললিত। সেই ভিডিয়ো তিনি পাঠিয়েছিলেন নীলাক্ষ আইচ নামে এক যুবককে। স্বেচ্ছাসেবী সংস্থা চালান নীলাক্ষ। তাঁর সংস্থা মূলত পুরুলিয়ার আদিবাসীদের শিক্ষা নিয়ে কাজ করে। নীলাক্ষর সংস্থায় কাজ করতেন ললিত। নীলাক্ষর দাবি, ললিত জানিয়েছিলেন, তিনি কলকাতার বাসিন্দা। চলতি বছরের এপ্রিলে ললিতের সঙ্গে তাঁর পরিচয় বলে দাবি করেছেন নীলাক্ষ। গতকাল ললিত তাঁকে একটি ভিডিয়ো পাঠিয়েছিলেন বলে নীলাক্ষ জানিয়েছেন। সংসদে স্মোক-ক্যান হামলার পর থেকেই বেপাত্তা ললিত ঝা। 

WB News Live : কেWB News Live :ন্দ্র-বিরোধী প্রতিবাদ সভা থেকে মন্তব্য অরূপ চক্রবর্তীর

দলের কিছু নেতা অভিমান করে বসে আছে। পদ না পেলে বা পদ থেকে সরিয়ে দেওয়া হলেই তারা গুম হয়ে বসে যাচ্ছে। আমাকেও তো একসময় জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আমি কি বসে গেছিলাম? এভাবে তো আমরা পিছিয়ে যাচ্ছি। দিল্লি দখল করতে হলে আমাদের অভিমান ভুলে দলের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। বাঁকুড়ার কোতুলপুরে কেন্দ্র-বিরোধী প্রতিবাদ সভা থেকে এই মন্তব্য করলেন তালডাংরার বিধায়ক ও তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি অরূপ চক্রবর্তী। মঞ্চে হাজির ছিলেন জয়প্রকাশ মজুমদার, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের রাজ্য নেতৃত্ব। বিজেপির কটাক্ষ, পদ না থাকলে কাটমানি নেই। আর তাই নিয়েই তৃণমূলে আদি-নব্যের লড়াই চলছে। 


 

West Bengal News Live : অবাধ উত্তুরে হাওয়ায় সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে

সামান্য বাড়ল তাপমাত্রা। যদিও জেলায় জেলায় জাঁকিয়ে শীত। অবাধ উত্তুরে হাওয়ায় সপ্তাহজুড়েই দক্ষিণবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ১০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে পারদ। তুষারপাত ও হালকা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা নেমেছে। শনিবার উত্তর-পশ্চিম ভারতে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে রবি-মঙ্গলবারের মধ্যে ফের উত্তরবঙ্গে আবহাওয়া বদলাতে পারে

WB News Live : কয়লা পাচারকাণ্ডে ফের তৎপর সিবিআই

কয়লা পাচারকাণ্ডে ফের তৎপর সিবিআই। কলকাতা, আসানসোল মিলিয়ে ১২টি জায়গায় একযোগে তল্লাশি চলছে। মূলত অনুপ মাঝি ওরফে লালা ঘনিষ্ঠদের বাড়িতেই চলছে সিবিআই-তল্লাশি। কলকাতার ভবানীপুরের দুটি জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। CBI-এর দাবি, ভবানীপুরে স্নেহাশিস তালুকদার ওরফে বুবাই, আসানসোলে কালু, দুর্গাপুরে সৌরভ এমন বেশ কয়েকজন মানি হ্যান্ডলারের নাম তদন্তে উঠে এসেছে।  এরা রত্নেশ বর্মা ও লালা ওরফে অনুপ মাঝির ঘনিষ্ঠ হিসেবে কয়লা পাচারের টাকা লেনদেন করত বলে CBI-এর দাবি। 

West Bengal News Live : দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চলে ম্যারাথন আয়কর হানা, ২ দিন ধরে তল্লাশি

দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চলে ম্যারাথন আয়কর হানা, ২ দিন ধরে তল্লাশি । রানিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলির বাড়িতে ১৮ ঘণ্টা তল্লাশি । লোহা ব্যবসায়ী মহম্মদ ইমতিয়াজের বাড়িতে ২ দিন ধরে রেড। হিসাব বহিভূর্ত সম্পত্তি ও কর ফাঁকির অভিযোগে আয়কর অভিযান

WB News Live : ধান বিক্রির নামে বাকিবুরের ২ স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকেছিল সরকারি টাকা

ধান বিক্রির নামে বাকিবুরের ২ স্ত্রীর অ্যাকাউন্টে ঢুকেছিল সরকারি টাকা! চার্জশিটে বিস্ফোরক দাবি ইডির। বাকিবুরের ২ স্ত্রী ও শ্যালকের বয়ানই হাতিয়ার ইডির। 'ধান বিক্রির নামে সরকারি টাকা ঢুকেছিল বাকিবুরের দুই স্ত্রী অনামিকা বিশ্বাস ও হালিমা বেগমের অ্যাকাউন্টে' । 'অনামিকা বিশ্বাসের নামে থাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকে ৪ কোটি টাকারও বেশি'।
'৪ কোটি টাকা কি ধান বিক্রির? জিজ্ঞাসাবাদে সদুত্তর দিতে পারেননি বাকিবুরের স্ত্রী'। সবটাই বাকিবুর জানতেন বলে বয়ান অনামিকার, দাবি ইডির। 'বাকিবুরের শ্যালক অভিষেক বিশ্বাসেরও দাবি, তাঁর কোনও চাষের জমি নেই'। 'যে অ্যাকাউন্টে টাকা ঢুকত, তা বাকিবুরের নিয়ন্ত্রণে ছিল'।
শ্যালক ও স্ত্রীর বয়ানকে হাতিয়ার করেই বাকিবুরের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ ইডির 

West Bengal News Live : দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চলে ম্যারাথন আয়কর হানা, ২ দিন ধরে তল্লাশি

দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চলে ম্যারাথন আয়কর হানা, ২ দিন ধরে তল্লাশি । রানিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলির বাড়িতে ১৮ ঘণ্টা তল্লাশি। লোহা ব্যবসায়ী মহম্মদ ইমতিয়াজের বাড়িতে ২ দিন ধরে রেড। হিসাব বহিভূর্ত সম্পত্তি ও কর ফাঁকির অভিযোগে আয়কর অভিযান

WB News Live : বসিরহাটে ইটিন্ডা ঘাট এলাকায় কিসনা ইটভাটায় বিস্ফোরণ

বসিরহাটে ইটিন্ডা ঘাট এলাকায় কিসনা ইটভাটায় বিস্ফোরণ। ৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত আরও ৩ শ্রমিক। মৃতদের মধ্যে ২ জন উত্তরপ্রদেশের বাসিন্দা। গতকাল সন্ধেয় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন বন্ধ থাকার পর, গতকাল ইটভাটার চিমনিতে আগুন দিতেই বিস্ফোরণ হয়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দেড়শো ফুট উঁচু চিমনি। ধ্বংসস্তূপের নীচে চাপা 
পড়ে যান শ্রমিকরা। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 
স্থানীয় সূত্রে খবর, বেশ কয়েকদিন বন্ধ ছিল চিমনি। রক্ষণাবেক্ষণের অভাবে গোটা চিমনিটাই গ্যাস সিলিন্ডারে পরিণত হয়েছিল। সেই কারণেই বিস্ফোরণ বলে স্থানীয়দের অনুমান। 

West Bengal News Live : আয়কর ফাঁকির অভিযোগে টানা ১৮ ঘণ্টা ধরে তল্লাশি চলল রানিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলির বাড়িতে

আয়কর ফাঁকির অভিযোগে টানা ১৮ ঘণ্টা ধরে তল্লাশি চলল রানিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলির বাড়িতে। গতকাল সকাল ৬টায় হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা।কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় বাড়ি। প্রাক্তন তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদও করেন আয়কর অফিসাররা। রাত ১২টা নাগাদ শেষ হয় তল্লাশি অভিযান। একইসঙ্গে গতকাল বার্নপুরের ধরমপুরে লোহা ব্যবসায়ী সৈয়দ মহম্মদ ইমতিয়াজ আহমেদের বাড়িতেও চলে আয়কর তল্লাশি। বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলে আয়কর দফতর সূত্রে খবর। 

WB News Live : বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে ৩ জনের মৃত্যুর ঘটনায় রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে FIR দায়ের করল বর্ধমান GRP

বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে ৩ জনের মৃত্যুর ঘটনায় রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে FIR দায়ের করল বর্ধমান GRP। দুর্ঘটনায় মৃত মাফিজা খাতুনের স্বামীর অভিযোগের প্রেক্ষিতে মেরামতির দায়িত্বে থাকা রেলের আধিকারিকদের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। ৩০৪ (এ), ৩৩৮ ছাড়াও রেলওয়ে অ্যাক্টের ধারায় মামলা রুজু করেছে বর্ধমান GRP। 

West Bengal News Live :ট্রেন ধরতে গিয়ে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে বেঘোরে মৃত্যু যাত্রীদের!

ট্রেন ধরতে গিয়ে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে বেঘোরে মৃত্যু যাত্রীদের! বর্ধমান স্টেশনের মর্মান্তিক ঘটনায়, যাত্রী সুরক্ষা ও রক্ষণাবেক্ষণ ইস্যুতে গাফিলতির অভিযোগ তুলে রেলকেই দুষছেন বিরোধীরা। ৩ সদস্যের তদন্ত কমিটি গড়েছে রেল। মৃতদের পরিবার ও আহতদের জন্য ঘোষণা করা হয়েছে আর্থিক সাহায্য। 

WB News Live : বিজেপি সাংসদের পাস!

মহীশূরের বিজেপি সাংসদের সই করা ভিজিটর্স পাস নিয়ে লোকসভায় ঢুকেছিলেন ওই দুই যুবক। এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূল প্রশ্ন তুলছে, এটা জাতীয় সুরক্ষা বিঘ্নিত হওয়ার মতো গুরুতর ঘটনা। কেন তাহলে বিজেপি সাংসদকে গ্রেফতার করা হবে না? জাতীয় কংগ্রেস আবার এই সাংসদের সঙ্গে নরেন্দ্র মোদির ছবি পোস্ট করে বহিষ্কারের দাবি তুলেছে।

West Bengal News Live : এবার প্ল্যাটফর্মে জলের ট্যাঙ্ক ভেঙে মৃত্যু হল এক মহিলা সহ ৩ জনের

আবার দুর্ঘটনা। আবার মৃত্যু। ঘটনাস্থল সেই বর্ধমান স্টেশন! এবার প্ল্যাটফর্মে জলের ট্যাঙ্ক ভেঙে মৃত্যু হল এক মহিলা সহ ৩ জনের। জখম অন্তত ৩৪ জন। প্রায় ৪ বছরের মাথায় দুর্ঘটনায় মৃত্যুর আতঙ্ক ফিরল বর্ধমান স্টেশনে! সেইসঙ্গে আরও একবার প্রশ্নের মুখে পড়ে গেল রেলের যাত্রী নিরাপত্তা। 

প্রেক্ষাপট

কলকাতা: পরপর রেল দুর্ঘটনার পরে এবার প্ল্যাটফর্মেই দুর্ঘটনা। বর্ধমান স্টেশনে (Burdwan Railway Station) জলের ট্যাঙ্ক ভেঙে বেঘোরে প্রাণ গেল ৩জনের। আহত অন্তত ৩৪। 


শিকেয় যাত্রী সুরক্ষা। বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্মে হুড়মুড়িয়ে ভাঙল জলের ট্যাঙ্ক। বারবার অভিযোগেও হুঁশ না ফেরার মাসুল গুনল ৩টি পরিবার। 


২০২০-তে মূল প্রবেশদ্বার ভেঙে মৃত্যুর পরেও নেই হুঁশ। সেই বর্ধমান স্টেশনেই ফের দুর্ঘটনা। আহতদের চিকিৎসা নিয়েও অভিযোগ। 


বসিরহাটে (Basirhat) ইট ভাটার চুল্লিতে বিস্ফোরণ, ৩জনের মৃত্যু, ৫জন আহত। চুল্লিতে আগুন দিতেই বিস্ফোরণ, ভাঙল চিমনি। আহতদের মধ্যে ২জনকে পাঠানো হল কলকাতায়। 


রায়গঞ্জে প্রকাশ্যে শ্যুটআউট। নিহত সিড কর্পোরেশনের কর্মী। বাড়ির সামনেই গুলি করে আততায়ীরা চম্পট। কেন হামলা? কারণ নিয়েও ধোঁয়াশা। 


বাংলাতেও আয়কর অভিযান। আসানসোলে প্রাক্তন তৃণমূল (TMC) বিধায়ক সোহরাব আলির বাড়িতে তল্লাশি। আসানসোলে ছাঁট লোহার কারবারির বাড়িতেও হানা। 


গরু, কয়লার পর ইসকো থেকে ছাঁট লোহা পাচারের অভিযোগ। আসানসোলে ব্যবসায়ী মহম্মদ ইমতিয়াজের অফিসে আয়কর তল্লাশি। হানা ২ ব্যবসায়ীর বাড়িতেও। 


মন্ত্রী পদের অপব্যবহার করে খাদ্য দফতরে দুর্নীতির র‍্যাকেট চালাতেন বালু! ভুয়ো কোম্পানির কর্মীদের নামে ভুয়ো অ্যাকাউন্টে টাকা সাইফন। চার্জশিটে বিস্ফোরক দাবি ইডির।


বাকিবুরকে ঢাল করে দুর্নীতির ব্লু প্রিন্ট! শ্যালককে দিয়ে কালো টাকা সাদা। মুখ বন্ধে বন দফতরে চাকরি! চার্জশিটে দাবি ইডির। 


বাকিবুরের প্রায় শতাধিক সম্পত্তির হদিশ। চালকল, গমকল থেকে হোটেল, রেস্তোরাঁ, পানশালা। শুধু এ রাজ্য নয়, ভিন রাজ্য ও দুবাইয়েও রয়েছে সম্পত্তি। দাবি এজেন্সির।


বিতর্কের মুখে অবশেষে কালীঘাটের কাকুর বেড বদল। শিশুদের কার্ডিওলজি আইসিসিইউ থেকে কেবিনে স্থানান্তর। এক কেবিন পরেই রেশন দুর্নীতিতে ধৃত বালু। 


এক ব্যক্তি এক পদ ইস্যুতে অভিষেকের তত্ত্ব খারিজ কল্যাণের, পাল্টা কুণাল। 


রাজ্যের থেকে হেলিকপ্টার চেয়েও মিলল না। ট্রেনেই শান্তিনিকেতনে সি ভি আনন্দ বোস। যান্ত্রিক ত্রুটি থাকায় রাজ্যপালকে দেওয়া যায়নি হেলিকপ্টার, সূত্রের খবর।


জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় ডিভিশন বেঞ্চে রাজ্য। ১০ বিজেপি বিধায়ককে দেওয়া রক্ষাকবচের বিরোধিতা। তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশকে চ্য়ালেঞ্জ। 


ইটাহারে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন। শ্যালিকার বিয়ে থেকে ফেরার সময় হামলা। বিজেপির দিকে আঙুল পরিবারের। অস্বীকার গেরুয়া শিবিরের।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.