WB News LIVE Blog: কলকাতা পুরসভা এলাকায় ডেঙ্গি পরিস্থিতি ভয় বাড়াচ্ছে

Get the latest West Bengal News and Live Updates: জেলায় জেলায় দিনভর কী ঘটছে? জেনে নিন দিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট

ABP Ananda Last Updated: 14 Nov 2022 11:36 PM
West Bengal News Live: কলকাতা পুরসভা এলাকায় ডেঙ্গি পরিস্থিতি ভয় বাড়াচ্ছে

কলকাতা পুরসভা এলাকায় ডেঙ্গি পরিস্থিতি ভয় বাড়াচ্ছে। এই পরিস্থিতিতে ৮৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি প্রতিরোধে এগিয়ে এলেন হকাররা। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে আজ গোটা এলাকায় চলে সাফাই অভিযান।

WB News Live Updates: আতঙ্ক বাড়িয়ে ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু রাজ্যে

আতঙ্ক বাড়িয়ে ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু। বেলেঘাটা আইডি-তে একদিনে ৩ ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। ডেঙ্গি আক্রান্ত হয়ে বারাসাতের মল্লিকা দাসের (২৪) মৃত্যু। 

West Bengal News Live: প্রাথমিকে ইন্টারভিউতে আবেদনের সময়সীমা বাড়াল পর্ষদ

প্রাথমিকে ইন্টারভিউতে আবেদনের সময়সীমা বাড়াল পর্ষদ। আজ ছিল শেষ দিন, সময়সীমা বাড়ল ২১ নভেম্বর পর্যন্ত। আদালতের নির্দেশে ৮২ নম্বর পাওয়া টেট উত্তীর্ণদের সুযোগ। টেট উত্তীর্ণদের টেট ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা দিতে নির্দেশ। ২১ নভেম্বরের মধ্যে জমা দিতে নির্দেশ প্রাথমিক পর্ষদের।

WB News Live Updates: নারায়ণগড়ের সভা থেকে ফের ডিসেম্বর-ডেডলাইন হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের

‘এখন মাগুর মাছ বেরোচ্ছে, সিবিআই রোজ মাগুর মাছের ঝোল খাওয়াচ্ছে। এখন হালকা ঠান্ডা, ডিসেম্বরে জাঁকিয়ে ঠান্ডা পড়বে। তখন দেখবেন তৃণমূল কাঁপছে।’ নারায়ণগড়ের সভা থেকে ফের ডিসেম্বর-ডেডলাইন হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। 

West Bengal News Live: একশো দিনের কাজেও দুর্নীতির অভিযোগ তুলে, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী

নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই, এবার একশো দিনের কাজেও দুর্নীতির অভিযোগ তুলে, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। এনিয়ে সিবিআই তদন্ত এবং ক্যাগ অডিটের আবেদন জানিয়েছেন তিনি। অন্যদিকে এদিনই কেন্দ্রীয় সাহায্য প্রসঙ্গে, নাম না করে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী।

WB News Live Updates: দক্ষিণ-পূর্ব রেলের এজিএম পরিচয়ে বিনা টিকিটে ভ্রমণের অভিযোগ

দক্ষিণ-পূর্ব রেলের এজিএম পরিচয়ে বিনা টিকিটে ভ্রমণের অভিযোগ। আরপিএফের হাতে গ্রেফতার যাত্রী। গতকাল রাতে দক্ষিণ-পূর্ব রেলের শালিমার-কুরলা এক্সপ্রেসে ঘটনাটি ঘটে। রেল সূত্রে খবর, ঝাড়গ্রামের বাসিন্দা সৌরিশ বন্দ্যোপাধ্যায় এসি টু-টিয়ারে ভ্রমণ করছিলেন। অভিযোগ, টিকিট দেখতে চাওয়ায় নিজেকে দক্ষিণ-পূর্ব রেলের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার পরিচয় দিয়ে ভুয়ো পরিচয়পত্র দেখান ওই ব্যক্তি। সন্দেহ হওয়ায় ওই যাত্রীকে ঝাড়গ্রাম স্টেশনে আরপিএফের হাতে তুলে দেওয়া হয়। 

West Bengal News Live: ২০১৪-র প্রাথমিকের টেট উত্তীর্ণদের নম্বর নিয়ে ‘বিভ্রান্তি’

২০১৪-র প্রাথমিকের টেট উত্তীর্ণদের নম্বর নিয়ে ‘বিভ্রান্তি’। ‘কেউ বলছেন, আগে ইন্টারভিউতে বসেছেন, অথচ নম্বর নেই’, কারও অভিযোগ, ২০১৪-র ইন্টারভিউতে বসতে পারেননি, ৮ বছর পরে জানতে পারলেন ইন্টারভিউয়ে বসার যোগ্য।

WB News Live Updates: পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের দ্বন্দ্বে ফের রক্তাক্ত বীরভূম

পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের দ্বন্দ্বে ফের রক্তাক্ত বীরভূম। বাইক রাখাকে ঘিরেও সংঘর্ষে বোমাবাজি, সাঁইথিয়ায় উড়ল হাত-পা। সাঁইথিয়ায় বোমায় উড়ল একজনের হাত-পা, আরেকজনের পা। সাঁইথিয়া ব্লক তৃণমূল সভাপতি-কার্যকরী ব্লক সভাপতি ঘনিষ্ঠদের লড়াই। সিউড়িতে খুনের ৭ দিন পেরোতেই এবার সাঁইথিয়ায় বোমাবাজি, আহত ২। বোমাবাজিতে পা উড়ল তৃণমূলের কার্যকরী ব্লক সভাপতির অনুগামীর।

West Bengal News Live: ১০০ দিনের কাজে কারচুপির অভিযোগে এবার হাইকোর্টে শুভেন্দু

১০০ দিনের কাজে কারচুপির অভিযোগে এবার হাইকোর্টে শুভেন্দু। পঞ্চায়েত ভোটের আগে ১০০ দিনের কাজে কারচুপির অভিযোগে মামলা। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের শুভেন্দু অধিকারীর।

WB News Live Updates: রাষ্ট্রপতিকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে রাজভবনে বিজেপির প্রতিনিধি দল

রাষ্ট্রপতিকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে রাজভবনে বিজেপির প্রতিনিধি দল। আদিবাসীদের অপমান এবং দেশের সাংবিধানিক প্রধানের প্রতি অসম্মান জানাতে ইচ্ছা করেই মন্তব্য। মন্ত্রীর পদ থেকে অপসারণ করা হোক অখিল গিরিকে। রাজ্যপালের পদক্ষেপের দাবি জানিয়ে স্মারকলিপি রাজ্য বিজেপির প্রতিনিধিদলের।

West Bengal News Live: বীরভূমের সাঁইথিয়া ফুলুরের বহরাপুর গ্রামে দুই দলের সংঘর্ষ

বীরভূমের সাঁইথিয়া ফুলুরের বহরাপুর গ্রামে দুই দলের সংঘর্ষ। দুই দল গ্রামবাসীর সংঘর্ষে বোমাবাজি, পা উড়ল একজনের। 

WB News Live Updates: 'রাষ্ট্রপতিকে অবমাননাকর মন্তব্য, অখিলের এই মন্তব্য করা ঠিক হয়নি'

'রাষ্ট্রপতিকে অবমাননাকর মন্তব্য, অখিলের এই মন্তব্য করা ঠিক হয়নি। দল থেকে সতর্ক করা হয়েছে অখিল গিরিকে। রাষ্ট্রপতিকে আমরা সম্মান করি, অন্যায় করেছে অখিল গিরি। আমার বিধায়কের তরফে আমি ক্ষমা চেয়ে নিচ্ছে। ভবিষ্যতে এই ধরণের মন্তব্য যেন না করা হয়। ভবিষ্যতে এই ধরণের মন্তব্য করলে দল ব্যবস্থা নেবে।' সাফ বার্তা মমতার।

West Bengal News Live: পার্থ, সুবীরেশ-সহ এসএসসিকাণ্ডে ধৃত ৭জনেরই ফের জেল হেফাজত

পার্থ, সুবীরেশ-সহ এসএসসিকাণ্ডে ধৃত ৭জনেরই ফের জেল হেফাজত। পার্থ-সুবীরেশ-কল্যাণময়-শান্তিপ্রসাদদের জামিনের আবেদন ফের খারিজ। কীভাবে ছড়িয়ে দুর্নীতির জাল? জেলে রেখেই জেরা করতে চায় সিবিআই। ২৮ নভেম্বর পর্যন্ত জেলেই কাটাতে হবে পার্থ, কল্যাণময়, সুবীরেশদের।

WB News Live Updates: কাঁথিতে বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার

রাষ্ট্রপতিকে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার।

West Bengal News Live: ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে মেয়রের বাড়ির সামনে বিজেপির অভিযানে ধুন্ধুমার

ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে মেয়রের বাড়ির সামনে বিজেপির অভিযানে ধুন্ধুমার। পুলিশের ব্যারিকেড ভেঙে অন্য রাস্তা দিয়ে বিজেপির মিছিলে তুলকালাম। 

WB News Live Updates: প্রশাসন বাতিল করলেও কাল বাঁকুড়ার রাইপুরে শুভেন্দুর সভার অনুমতি হাইকোর্টের

প্রশাসন বাতিল করলেও কাল বাঁকুড়ার রাইপুরে শুভেন্দুর সভার অনুমতি হাইকোর্টের। ‘কাল রাইপুরে শুভেন্দুর সভা হবে। কেন্দ্রীয় নিরাপত্তা পান বিরোধী দলনেতা। শুভেন্দুর সভায় থাকবে সিআইএসএফ, সহযোগিতা করতে হবে পুলিশকে।’ নির্দেশ কলকাতা হাইকোর্টের। 

West Bengal News Live: মঙ্গলকোটে প্রকাশ্যে তৃণমূলের বিবাদ

টেন্ডার পাসে কাটমানি নেওয়ার অভিযোগ ঘিরে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে প্রকাশ্যে তৃণমূলের বিবাদ। আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তৃণমূল উপ প্রধানকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল দলেরই সদস্যের বিরুদ্ধে। দলীয় স্তরে তদন্তের আশ্বাস শাসকদলের। তৃণমূল মানেই কাটমানি, কটাক্ষ বিজেপির।

WB News Live Updates: রাজারহাটে যুবকের রহস্যমৃত্যু

রাজারহাটে যুবকের রহস্যমৃত্যু। নির্জন জায়গা থেকে গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার। একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশের দাবি। মৃতের নাম সোমনাথ মণ্ডল। আজ সকালে রাজারহাটের বাসিন্দা বছর পঁয়ত্রিশের যুবকের দেহ বাড়ি থেকে বেশ কিছুটা দূরে কাদা পূর্বপাড়া গ্রামে উদ্ধার হয়। স্থানীয়রাই রাজারহাট থানায় খবর দেন। খুন, না কি আত্মহত্যা, খতিয়ে দেখছে পুলিশ। 

West Bengal News Live: পুরুলিয়া সদর থানায় অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের

পুরুলিয়া সদর থানায় অখিল গিরির বিরুদ্ধে অভিযোগ দায়ের। কর্মী-সমর্থকদের নিয়ে থানায় এসে কারা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। সঙ্গে ছিলেন বিজেপির জেলা সভাপতি বিবেক রাঙ্গা। 

WB News Live Updates: উত্তর ২৪ পরগনায় সৌজন্যর নজির

পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল-বিজেপি সংঘাতের পারদ ক্রমশ চড়ছে! এর মধ্যেই উত্তর ২৪ পরগনায় সৌজন্যর নজির!

West Bengal News Live: সুদের টাকা ফেরত চেয়ে স্কুল শিক্ষককে হুমকি

৫ লক্ষ টাকার ধার ৩ বছরে সুদে-আসলে বেড়ে দাঁড়িয়েছে ৭০ লক্ষ টাকায়। এর মধ্যে ৩০ লক্ষ টাকা মেটাতে পারলেও, ৪০ লক্ষ টাকা বাকি। কাটোয়ায় সুদের টাকা ফেরত চেয়ে স্কুল শিক্ষককে হুমকি, বাড়ি লিখিয়ে নেওয়ার চেষ্টা ও রেললাইনে ফেলে রেখে পা কেটে নেওয়ার ভয় দেখানোর অভিযোগ উঠল সুদ কারবারিদের বিরুদ্ধে। পরিবারের দাবি, পুলিশ এবং নেতাদের টাকা দেওয়ায় তারাও কিছু করবে না বলে জানানো হয়। সুদ কারবারিদের চাপে শনিবার ভাগীরথীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন শিক্ষক। ঘটনায় ৪ সুদ কারবারিকে গ্রেফতার করেছে কাটোয়া থানার পুলিশ।

WB News Live Updates: পশ্চিম বর্ধমানের কুলটিতে কয়লা ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির অভিযোগ

পশ্চিম বর্ধমানের কুলটিতে কয়লা ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ব্যবসায়ীর ছেলেকে গুলি পালায় দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজের সূত্রে ৩ দুষ্কৃতীর খোঁজে পুলিশ। 

West Bengal News Live: চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ নিয়ে ধর্নায় বসার দাওয়াই উদয়ন গুহর

চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ নিয়ে ধর্নায় বসার দাওয়াই উদয়ন গুহর। পঞ্চায়েত ভোটের আগে ভাবমূর্তি ফেরানোর চেষ্টা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর। গতকাল দিনহাটার দলীয় সভায় মন্ত্রীর হুঁশিয়ারি, চাকরি বা সরকারি সুবিধা দেওয়ার নামে কেউ টাকা নিলে ফোন করে জানান, তাকে জেলের ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হবে। পঞ্চায়েত ভোটের আগে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

WB News Live Updates: ‘কতদিনে শেষ হবে সিবিআই তদন্ত?’ ফের প্রশ্ন বিচারপতি অভিজিৎ-এ

‘কতদিনে শেষ হবে সিবিআই তদন্ত?’ ফের প্রশ্ন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ‘কাল এক জায়গায় গিয়েছিলাম। সমাজের উপরতলার বহু মানুষ সেখানে ছিলেন। তাঁরা একের পর এক আমায় জিজ্ঞেস করছেন, তদন্ত কবে শেষ হবে’। অপর একটি মামলায় সিবিআইয়ের আইনজীবীকে বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 

West Bengal News Live: ধর্মতলায় আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার

ধর্মতলায় আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। ওয়াই চ্যানেলে বসার আগে তাঁদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীরা রাস্তায় বসে পড়লে, তাঁদের টেনে হিঁচড়ে তুলে দেওয়া হয়।

WB News Live Updates: কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা

কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। গোলাপ ফুল ও শুভেচ্ছা কার্ড নিয়ে বিরোধী দলনেতার বাড়িতে ঢোকার চেষ্টা করেন তাঁরা। 
শান্তিকুঞ্জের বাড়ির সামনে রাস্তায় বসে পড়ায় টিএমসিপি-র সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এরপর প্রশাসনের তরফে শুভেন্দুর বাড়িতে গ্রিটিংস কার্ড ও ফুল পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। শুভেন্দু মানসিকভাবে অসুস্থ, তাই তাঁর সুস্থতা কামনা করে প্রতিদিনই গোলাপ ফুল পাঠানোর কথা গতকাল ঘোষণা করেন কুণাল ঘোষ। 

West Bengal News Live: ড্রোন উড়িয়ে নজরদারি পুরসভার

ডেঙ্গি প্রতিরোধের দাবিতে গতকালের বিক্ষোভের পর, জোড়াবাগানে ২৪ নম্বর ওয়ার্ডে ড্রোন উড়িয়ে নজরদারি পুরসভার। নেতৃত্বে তৃণমূল কাউন্সিলর ইলোরা সাহা। সাড়ে ৬ কাঠা পরিত্যক্ত জমিটি ছাড়াও আরও ৭টি জায়গায় ডেঙ্গির জীবাণুবাহী মশার লার্ভা খুঁজতে ড্রোন-তল্লাশি। পাশাপাশি, পাথুরিয়াঘাটা স্ট্রিটে পুরনো ও বনেদি বাড়িগুলিও ঘুরে দেখেন কাউন্সিলর। জমা জল, আবর্জনা নিয়ে পুরসভার তরফে বাসিন্দাদের সতর্ক করা হয়।

WB News Live Updates: আসানসোল দক্ষিণ থানা এলাকায় বালি বোঝাই লরির ধাক্কায় ফের একজনের মৃত্যু

বার্নপুরের পর ডামরা। এবার আসানসোল দক্ষিণ থানা এলাকায় বালি বোঝাই লরির ধাক্কায় ফের একজনের মৃত্যু। উত্তেজিত জনতা বেশ কয়েকটি লরি ভাঙচুর করে। পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখায় তারা। আজ ভোর সাড়ে ৫টা নাগাদ ডামরা এলাকায় দুর্ঘটনা ঘটে। সাইকেল আরোহী গরিবন ধারিকে পিষে দেয় বালি বোঝাই লরি। ঘাতক লরির চালক পলাতক। একমাসের মধ্যে আসানসোলে এটি দ্বিতীয় ঘটনা। মাসখানেক আগে হীরাপুর থানা এলাকার বার্নপুরে বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু হয় দুই মোটরবাইক আরোহীর।

West Bengal News Live: কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে টিএমসিপি প্রতিনিধিরা

কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে টিএমসিপি প্রতিনিধিরা। গোলাপ ফুল ও কার্ড নিয়ে শুভেন্দুর বাড়িতে ঢোকার চেষ্টা। শান্তিকুঞ্জের বাড়ির সামনে টিএমসিপি প্রতিনিধিদের আটকাল পুলিশ, ধস্তাধস্তি। ‘শুভেন্দু মানসিকভাবে অসুস্থ, তাই তাঁর সুস্থতা কামনায় গোলাপ ফুল’। গোলাপ ফুল পাঠানোর কথা গতকালই ঘোষণা করেন কুণাল ঘোষ। তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিনিধিরা পৌঁছনোর আগেই বেরিয়ে যান শুভেন্দু।

WB News Live Updates: দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের বিনামূল্যে স্মার্ট ফোন বা ট্যাব প্রদান

দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের বিনামূল্যে স্মার্ট ফোন বা ট্যাব প্রদান। নেতাজি ইন্ডোরে অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী। সঙ্গে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন। 

West Bengal News Live: আদালতে আশ্বাস প্রাথমিক শিক্ষা পর্ষদের

প্রাথমিকে নিয়োগের আবেদনের সময়সীমা বাড়ছে। ৮২ নম্বর পাওয়া চাকরিপ্রার্থীদের আবেদনের সময়সীমা বাড়ছে। ২০১৪ এবং ২০১৭ সালে টেটে ৮২ পাওয়া চাকরিপ্রার্থীরা সুযোগ পাবেন। আদালতে আশ্বাস প্রাথমিক শিক্ষা পর্ষদের। বাকিদের ক্ষেত্রে সময় বৃদ্ধির বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আজই আবেদন জমা দেওয়ার শেষ দিন।

WB News Live Updates: বাঁকুড়ার রাইপুরে পথ অবরোধ

রাষ্ট্রপতিকে নিয়ে কারা প্রতিমন্ত্রী অখিল গিরির কু-মন্তব্যের প্রতিবাদ। বাঁকুড়ার রাইপুরে পথ অবরোধ। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করেন আদিবাসীরা। মন্ত্রীকে বরখাস্ত ও গ্রেফতারের দাবি বিক্ষোভকারীদের। 

West Bengal News Live: পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য-সহ ৭ জনকে আজ আলিপুর আদালতে পেশ

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য-সহ ৭ জনকে আজ আলিপুর আদালতে পেশ করল সিবিআই। মিডলম্যান প্রসন্ন রায়কেও আজ আদালতে তোলা হয়। সিবিআই সূত্রে খবর, পার্থ, সুবীরেশ, শান্তিপ্রসাদ, কল্যাণময়, অশোক সাহা, প্রসন্ন রায় ও প্রদীপ সিং, এই ৭ জনের জামিনের বিরোধিতা করবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। তদন্তে উঠে আসা নতুন তথ্যকে হাতিয়ার করেই পার্থ-সহ ৭ জনকে জেল হেফাজতে রেখে ফের জেরা করার অনুমতি চাইবে সিবিআই। খবর সূত্রের। 

WB News Live Updates: ২০১৪ র টেট পাশ প্রার্থীর তালিকায় দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারীর নাম

২০১৪ র টেট পাশ প্রার্থীর তালিকায় দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী, শুভেন্দু অধিকারীর নাম। প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা সদ্য প্রকাশিত ২০১৪-র তালিকায় তিন বিরোধী নেতার নাম। 
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করবেন আইনজীবীরা। 

West Bengal News Live: রাতের শহরে পথ দুর্ঘটনায় মহিলার মৃত্যু

রাতের শহরে পথ দুর্ঘটনায় মহিলার মৃত্যু। সৈয়দ আমির আলি অ্যাভিনিউ ও গুরুসদয় দত্ত রোড ক্রশিংয়ে দুর্ঘটনা। একটি দুধের গাড়িতে ধাক্কা আরেকটি গাড়ির। দুর্ঘটনায় গাড়ির পিছনের আসনে বসে থাকা মহিলার মৃত্যু

WB News Live Updates: চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ নিয়ে ধর্নায় বসার দাওয়াই উদয়ন গুহর

চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ নিয়ে ধর্নায় বসার দাওয়াই উদয়ন গুহর। পঞ্চায়েত ভোটের আগে ভাবমূর্তি ফেরানোর চেষ্টা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর। গতকাল দিনহাটার দলীয় সভায় মন্ত্রীর হুঁশিয়ারি, চাকরি বা সরকারি সুবিধা দেওয়ার নামে কেউ টাকা নিলে ফোন করে জানান, তাকে জেলের ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হবে। পঞ্চায়েত ভোটের আগে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

West Bengal News Live: পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি

পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি। বিজেপির বুথ সভাপতি-সহ ২ জনকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি সূত্রে খবর, গতকালই শীতলকুচির ভাওয়ের থানা গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি নির্বাচিত হন সুভাষ সরকার। অভিযোগ, রাতে তিনি বাজারে গেলে তাঁর ওপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মেরে নাক-মুখ ফাটিয়ে দেওয়া হয়। এক বিজেপি কর্মীকেও মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্ত দু’ জনই হাসপাতালে ভর্তি। বিজেপির আদি-নব্যের লড়াইয়ের জের, পাল্টা দাবি তৃণমূলের।

WB News Live Updates: কথা কাটাকাটি থেকে দুই ব্যবসায়ীর মধ্যে হাতাহাতি

খড়গপুর শহরে পাশাপাশি দোকান। কথা কাটাকাটি থেকে দুই ব্যবসায়ীর মধ্যে হাতাহাতি। পান ব্যবসায়ীর পেটে ধারাল কাঁচি ঢুকিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল সেলুন মালিকের বিরুদ্ধে।অভিযুক্তকে গ্রেফতার করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। গতকাল রাতে জনবহুল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, ব্যবসায়ী বিজয়কুমার শঙ্করের ওপর কাঁচি নিয়ে হামলা চালায় সেলুন মালিক বান্টি ঠাকুর। পুরনো শত্রুতা, নাকি রাগের বশে এই ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ।

West Bengal News Live: ভরা হেমন্তে ভরপুর শীতের আমেজ

ভরা হেমন্তে ভরপুর শীতের আমেজ। কলকাতায় আরও নামল তাপমাত্রা। ১৭-র ঘরে নামল পারদ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪-৫ দিন এমনই থাকবে তাপমাত্রা। সকাল-সন্ধে বাতাসে হিমেল ভাব। জেলায় আরও নামবে পারদ।

WB News Live Updates: এলাকা দখলকে কেন্দ্র করে বাসন্তীর তিতকুমার গ্রামে তৃণমূলের বিবাদ

পঞ্চায়েত ভোটের আগে এলাকা দখলকে কেন্দ্র করে বাসন্তীর তিতকুমার গ্রামে তৃণমূলের বিবাদ। দু’পক্ষের মধ্যে বোমাবাজি। এলাকায় গুলি চলারও অভিযোগ। রাস্তায় পড়ে গুলির খোল। তৃণমূল পার্টি অফিসও ভাঙচুর করা হয়। স্থানীয় সূত্রে খবর, এলাকার রাশ কার হাতে থাকবে, তা নিয়ে আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী গণেশ সরকার ও স্থানীয় তৃণমূল নেতা দিলীপ হালদারের মধ্যে টানাপোড়েন চলছে। অভিযোগ, তার জেরে গতকাল গ্রামে বোমাবাজি শুরু হয়। গুলিও চলে বলে অভিযোগ। ঘটনায় তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী-সহ ৫ জনকে আটক করেছে বাসন্তী থানার পুলিশ। বাসন্তীর তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল অবশ্য দায় চাপিয়েছেন আইএসএফ, আরএসপি ও বিজেপির ঘাড়ে। বিরোধীদের প্রতিক্রিয়া এখনও মেলেনি।  

West Bengal News Live: সুদের টাকা মেটাতে না পারায়, রেললাইনে বেঁধে ফেলে রেখে পা কেটে নেওয়ার হুমকির অভিযোগ

সুদের টাকা মেটাতে না পারায়, রেললাইনে বেঁধে ফেলে রেখে পা কেটে নেওয়ার হুমকির অভিযোগ। সুদ কারবারিদের চাপে আত্মহত্যার চেষ্টা স্কুলশিক্ষকের, ছেলে জেনে ফেলায় উদ্ধার, দাবি পরিবারের। ৪ অভিযুক্তকে গ্রেফতার করেছে কাটোয়া থানার পুলিশ। 

WB News Live Updates: রাষ্ট্রপতি সম্পর্কে রাজ্যের মন্ত্রীর কুরুচিকর মন্তব্য নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি

রাষ্ট্রপতি সম্পর্কে রাজ্যের মন্ত্রীর কুরুচিকর মন্তব্য নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। কেন এখনও নেওয়া হল না ব্যবস্থা? প্রশ্ন তুলে জেলায় জেলায় বিক্ষোভ বিজেপির। দিল্লিতেও অখিল গিরির বিরুদ্ধে দায়ের হয়েছে FIR। রাষ্ট্রপতিকে নিয়ে কারা প্রতিমন্ত্রীর বক্তব্যের কড়া নিন্দা করেও, তাঁর বিরুদ্ধে ব্যবস্থার প্রশ্নে এখনও নীরব তৃণমূল।

West Bengal News Live: অবিলম্বে নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট

অবিলম্বে নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারপরেও আশঙ্কা কাটছে না। সোমবারের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে, আবার আন্দোলনে বসার হুঁশিয়ারি দিলেন ২০০৯-এর দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক চাকরিপ্রার্থীরা।

প্রেক্ষাপট

কলকাতা: দেশের সাংবিধানিক প্রধানকে রাজ্যের মন্ত্রীর কুরুচিকর মন্তব্য। ৪৮ ঘণ্টা পরেও কেন ব্যবস্থা নয় অখিল গিরির বিরুদ্ধে (Akhil Giri)? গ্রেফতারির দাবিতে রাজ্য সরকারকে প্রশ্ন বিরোধীদের।


অখিল গিরির (Akhil Giri) মন্তব্যের প্রতিবাদে গর্জে উঠল রাজ্য। বাঁকুড়ার খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ আদিবাসীদের। পাটুলি (Patuli) থেকে পানাগড় (Panagarh), মন্ত্রীর ইস্তফার দাবি জানিয়ে বিক্ষোভ বিজেপির (BJP)।


রাষ্ট্রপতিকে নিয়ে কুকথা। মন্তব্যের সময় হাজির থাকলেও কেন প্রতিবাদ করেননি ? শশী পাঁজাকে প্রশ্ন বিরোধীদের। থামতে বলেছিলাম। প্রতিক্রিয়া শশীর।


অখিল গিরির মন্তব্যকে সমর্থন করি না, প্রতিক্রিয়া মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি ও বীরবাহা হাঁসদার। দলের বক্তব্য নয়, প্রতিক্রিয়া শশীর। অখিলকে নিয়ে সিদ্ধান্ত নেবে দল, প্রতিক্রিয়া সুদীপের।


অখিল গিরি নিয়ে কেন চুপ মুখ্যমন্ত্রী ? দিল্লির (Delhi) নর্থ অ্যাভিনিউ থানায় এফআইআর দায়ের লকেটের। কোচবিহারে বিক্ষোভে ধুন্ধুমার। অসমেও অখিলের বিরুদ্ধে এফআইআর।


পঞ্চায়েত ভোটের (Panchayet Election) আগে বিরোধীদের মারের দাওয়াই ভাঙড়ের তৃণমূল (TMC) নেতার।


এভাবেই ভোটে জেতে তৃণমূল, আক্রমণে সুকান্ত। তৃণমূলে অপরাধীরাই নেতা, মন্তব্য শমীকের। হিংসা বরদাস্ত নয়, পাল্টা জয়প্রকাশ। 


নন্দীগ্রামে তৃণমূলের শহিদ দিবসের মঞ্চ পোড়ানোর অভিযোগে গ্রেফতার ৩ বিজেপি কর্মী। মিথ্যা মামলা, আক্রমণ শমীকের। তৃণমূলের কেউ গ্রেফতার হলে ভালো লাগে, বিজেপির নয়। পাল্টা কুণাল।


বামপন্থী প্রাক্তন মেয়র মামলা করছেন, টাকা যোগাচ্ছে বিজেপি। অভিষেকের কাছে গেলে মিটত সমস্যা। চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে মন্তব্য নির্মল মাজির। দুর্নীতিগ্রস্ত তৃণমূল, পাল্টা বিরোধীরা।


এবার অঞ্চল সভাপতির পদ পাওয়া নিয়ে নন্দীগ্রামে বৈঠকে  তৃণমূল কংগ্রসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে। দুই গোষ্ঠীর হাতাহাতি। নতুন অঞ্চল সভাপতির বিরুদ্ধে কোচবিহারে মিছিল।


রাতভর দেদার মদ্যপানের পর বৈদিক ভিলেজে গণধর্ষণের অভিযোগ। জন্মদিনের পার্টিতে উপস্থিত ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব। ডাকা হল ভিলেজের ২ কর্তাকেও।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.