West Bengal News Live: নির্দল কাউন্সিলরের অনুগামীদের হাতে আক্রান্ত তৃণমূল কাউন্সিলর, রণক্ষেত্র বৌবাজারের জাকারিয়া স্ট্রিট
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের সব খবর একনজরে
কলকাতায় ফের ভুয়ো কল সেন্টার খুলে বিদেশিদের প্রতারণার অভিযোগ। গার্ডেনরিচ থেকে গ্রেফতার করা হল ভুয়ো কল সেন্টারের ৮ কর্মীকে। লালবাজারের গোয়েন্দা বিভাগ ও STF-এর যৌথ অভিযানে প্রতারণার হদিশ মেলে।
জানা যাচ্ছে, জাকারিয়া স্ট্রিটে স্কুটার নিয়ে যাচ্ছিলেন জসিমুদ্দিনের ভাই। স্কুটার নিয়ে যাওয়ার সময় নীরজ নামে একজনকে ধাক্কা দেওয়ার অভিযোগ
স্কুটারে ধাক্কা দেওয়াকে কেন্দ্র করে জাকারিয়া স্ট্রিটে ধুন্ধমার। তৃণমূল কাউন্সিলর জসিমুদ্দিনের ভাইকে মারধরের অভিযোগ। অভিযোগ ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামীর অনুগামীদের বিরুদ্ধে।
নির্দল কাউন্সিলরের অনুগামীদের হাতে আক্রান্ত তৃণমূল কাউন্সিলর, রণক্ষেত্র বৌবাজারের জাকারিয়া স্ট্রিট। আক্রান্ত ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমুদ্দিন। তৃণমূল কাউন্সিলর জসিমুদ্দিনকে বেধড়ক মারধর। অভিযোগ ৪৩ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলরের স্বামীর অনুগামীদের বিরুদ্ধে।
বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে শুরু তাপপ্রবাহ। বাঁকুড়ায় রেকর্ড তাপমাত্রা। আজ বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। পানাগড়ে ৪৩ দশমিক ১, আসানসোলে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে চলবে তাপদাহ, জানাল আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।
কাল আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা। ত্রিস্তরীয় বলয়ে মুড়ে ফেলা হয়েছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের গণনাকেন্দ্র। সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি কৌশিক গাঁতাইত।
৫ এপ্রিল সকালে হাঁসখালির নির্যাতিতার সৎকার করেছিল কারা? এবার বিস্ফোরক দাবি করলেন গ্রামের শ্মশানের কর্মী! আজ ওই শ্মশানে গিয়ে চিতাভস্ম থেকে নমুনা সংগ্রহ করেন কেন্দ্রীয় ফরেন্সিক বিশেষজ্ঞরা। এই সমস্ত নমুনার DNA টেস্টের সিদ্ধান্ত নিয়েছে সিবিআই। পাশাপাশি খোঁজ চলছে তৃতীয় অভিযুক্তের।
ডিওয়াইএফআইয়ের তরফেও নববর্ষ পালন করা হয়। গান কবিতা আবৃত্তি করতে করতে হেঁদুয়া থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত পদযাত্রা করা হয়।
জগদ্দলে বোমা উদ্ধারের ঘটনায় তদন্তভার নিল এনআইএ। ২০২১ সালের মে মাসে জগদ্দলে উদ্ধার হয় বোমা। যে বাড়ি থেকে বোমা উদ্ধার হয়, সেই বাড়িটি তৃণমূল কাউন্সিলরের ছেলের। এনআইএ সূত্রে খবর।
হাঁসখালি, বোলপুর, শান্তিনিকেতনের পর এবার শিলিগুড়ি। শিলিগুড়িতে চাকরি দেওয়ার নামে মহিলাকে ধর্ষণের অভিযোগ। মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের মহিলার। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার ২ যুবক।
তিনদিন পরেও বেহালার চড়কতলায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে অধরা মূল অভিযুক্ত সোমনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে বাপন। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত দু’ পক্ষের ১৬ জনকে গ্রেফতার করেছে। গতকাল রাতে গ্রেফতার করা হয় বহিষ্কৃত যুব তৃণমূল নেতা সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের চার অনুগামীকে। ধৃতদের ১৯ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ। সোমনাথ এখনও গ্রেফতার না হওয়ায় প্রশ্ন তুলছেন স্থানীয়দের একাংশ।
রাজ্যে পরপর ধর্ষণের অভিযোগ, প্রতিবাদে মিছিল সিপিএমের। মুর্শিদাবাদের ভগবানগোলায় সিপিএমের প্রতিবাদ মিছিল। "ধর্ষণ হলে প্রমাণ দেখাক। বেশি বাড়াবাড়ি করলে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেব। ধর্ষণের প্রতিবাদে মিছিল করতে গেলে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেব। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেলে, ডান্ডা মেরে ঠান্ডা করে দেব।" ভাইরাল তৃণমূলের ভগবানগোলা ১ নম্বর ব্লক সভাপতির হুমকি। ভাইরাল তৃণমূলের ব্লক সভাপতি আফরোজ সরকারের হুমকি। এনিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, "এটাই চলছে। ভোট হচ্ছে দেখুন। এজেন্ট বসাতে পারবেন না। ভোট দিতে পরাবেন না। আগামীকাল গণনা হবে। কাউন্টিং এজেন্ট দিতে পারবেন না। এই গণতন্ত্র যাঁরা উপহার দিয়েছেন, তাঁদের কাছে এর বেশি কিছু আশা করা যায় না।"
দক্ষিণ দিনাজপুরের পতিরামে শিশু বিক্রি চক্রের পর্দাফাঁস। পতিরাম থেকে গ্রেফতার আরও ৬ জন। ধৃতদের মধ্যে চারজনই মহিলা। শিশু কেনার অভিযোগে গ্রেফতার ১ মহিলা, ধৃতের নাম অনিতা ঝুনঝুনওয়ালা। ধৃতদের বাড়ি কলকাতা সংলগ্ন এলাকায়। শিশু চক্রে আরও কেউ জড়িত কিনা তদন্তে পুলিশ।
জঙ্গলমহলে বড়সড় হামলার আশঙ্কা, ১৫ দিন জঙ্গলমহলে মাওবাদী অধ্যুষিত এলাকায় হাই অ্যালার্ট। আগামী ১৫ দিনের জন্য হাই অ্যালার্ট জারি, বাতিল পুলিশের ছুটি। পুলিশকর্মীরা ছুটিতে থাকলে, নিজেদের থানায় রিপোর্টিংয়ের নির্দেশ। ৮ এপ্রিল মাওবাদীদের ডাকা বনধে সাড়া জঙ্গলমহলে। তারপরেই বিভিন্ন জায়গায় অপারেশন শুরু করে যৌথ বাহিনী।
হেস্টিংসের পার্টি অফিসে বিজেপির নববর্ষ উদযাপন। নাচে গানে কবিতায় বিজেপির বর্ষবরণ। যোগ দেন আরতি মুখোপাধ্যায়। কবিতা আবৃত্তি করেন রুদ্রনীল ঘোষ। নৃত্যনাট্য পরিবেশনা করেন পাপিয়া অধিকারী। প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেন বিজেপি নেতারাও। গান করেন দিলীপ ঘোষ। পল্লিগীতির সুরে রাজনীতির কথা বলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার।
ধর্ষণ হলে প্রমাণ দেখাক, বেশি বাড়াবাড়ি করলে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেব, ‘ধর্ষণের প্রতিবাদে মিছিল করতে গেলে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেব, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেলে, ডান্ডা মেরে ঠান্ডা করে দেব’, ভাইরাল তৃণমূলের ভগবানগোলা ১ নম্বর ব্লক সভাপতি আফরোজ সরকারের হুমকি
হাঁসখালিকাণ্ডে নির্যাতিতা নাবালিকাকে যে শ্মশানে দাহ করা হয়েছিল, এবার সেখানে গেল সেন্ট্রাল ফরেন্সিক দল।
‘আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেলে, ডান্ডা মেরে ঠান্ডা করে দেব’, ভাইরাল তৃণমূলের ভগবানগোলা ১ নম্বর ব্লক সভাপতির হুমকি।
কোচবিহার তুফানগঞ্জে মূক ও বধির নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ। তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের। তিন যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের, গ্রেফতার ১।
প্রয়াত ভারতে টেস্ট টিউব বেবি গবেষণার পথিকৃৎ চিকিত্সক বৈদ্যনাথ চক্রবর্তী। মৃত্যুকালে ৯৪ বছর বয়স হয়েছিল। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। সেরিব্রাল স্ট্রোক ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৭ মার্চ সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন বৈদ্যনাথ চক্রবর্তী। আজ সকাল ৯টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়। ভারতে টেস্ট টিউব বেবি গবেষণার পথিকৃৎ বৈদ্যনাথ চক্রবর্তীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালে বৈদ্যনাথ চক্রবর্তীকে বিশিষ্ট চিকিত্সা সম্মানে ভূষিত করে রাজ্য সরকার। তাঁর মৃত্যুতে চিকিত্সা ও গবেষণা জগতে অপূরণীয় ক্ষতি হল, শোকবার্তা মুখ্যমন্ত্রীর।
রোদে, গরমে, রাতের ঘুটঘুটে অন্ধকারে টানা বিয়াল্লিশ ঘণ্টা শূন্যে ঝুলে! তেষ্টা আর খিদে মেটাতে ভরসা ড্রোনের মাধ্যমে পাঠানো বিস্কুট আর জল! তবুও বাবা-মাকে জানতে দেননি ঘোর বিপদের কথা! বাড়ি ফিরে ত্রিকূটে রোপওয়ে দুর্ঘটনার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন পূর্ব বর্ধমানের কাটোয়ার অভিষেক নন্দন।
আলিপুরদুয়ারে হাতির হানায় মৃত্যু। আজ ভোরে আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের পশ্চিম চেপানি এলাকায় মৃত্যু হয় বছর ৫৪-র মমতা দেবনাথ নামে এক মহিলার। বক্সার সাউথ রায়ডাক জঙ্গল থেকে বেরিয়ে আসা একটি দাঁতালের হামলায় মৃত্যু। ক্ষতিপূরণের আশ্বাস বনদফতরের। আলিপুরদুয়ারে শহরে হাতির হানা। শহর সংলগ্ন সমস্ত এলাকায় দাপিয়ে বেড়ায় গজরাজ। ঘণ্টাখানেকের চেষ্টায় হাতিটিকে জঙ্গলে পাঠাতে সক্ষম হন বনকর্মীরা।
নিমতায় যুবকের রহস্যমৃত্যু ঘিরে বিক্ষোভ। প্রতিবেশী চিকিৎসককে ডাকলেও না আসার অভিযোগ। চিকিত্সকের বাড়ি ভাঙচুর, এলাকায় বিক্ষোভ।
৫ দিন সিবিআই হেফাজতে থাকার পর আজ ফের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় ধৃত কলেবর সিং-কে। কলেবরের দাবি, ঝালদা এলাকায় সিসি ক্যামেরার ফুটেজে যাকে হেলমেট পরে বাইকে দেখা যায়, তার নাম জয়ন্ত। এই জয়ন্তই শার্প শ্যুটার নাকি অন্য কেউ খতিয়ে দেখছে সিবিআই।
ফের মেট্রোয় মরণঝাঁপ। ময়দান মেট্রো স্টেশনে আত্মহত্যা। মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা। দুপুর ১২.৫৪ থেকে ব্যাহত মেট্রো পরিষেবা। দুপুর ১টা থেকে ফের চালু হয়েছে পরিষেবা।
হলদিয়া পুরসভার মেয়াদ ফুরোনোর আগেই ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া প্রস্তাব নিয়ে প্রকাশ্যে বর্তমান ও প্রাক্তন চেয়ারম্যানের সংঘাত। প্রাক্তন চেয়ারম্যানের অভিযোগ, বর্তমান চেয়ারম্যান বেআইনিভাবে নিজের স্বার্থসিদ্ধির জন্য একটি ওয়ার্ডের বিলুপ্তি ঘটিয়ে নতুন ওয়ার্ড তৈরির প্রস্তাব দিয়েছেন। প্রতিকার চেয়ে জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন চেয়ারম্যান-সহ তৃণমূলের ১৩ জন কাউন্সিলর। নিয়ম মেনেই সব কাজ হয়েছে, উনি ঈর্ষাপরায়ণ হয়ে এসব বলছেন। প্রাক্তনকে আক্রমণ বর্তমান চেয়ারম্যানের। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কটাক্ষ বিজেপির।
পয়লা বৈশাখের আগের রাতে কোচবিহারে প্রাকৃতিক দুর্যোগ। কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের বেশ কয়েকটি গ্রাম। ক্ষতিগ্রস্ত দু’শোর বেশি বাড়ি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের সূচনা। বাংলা নববর্ষের দিন মহেশতলার বাটানগর স্টেডিয়ামে বার পুজোয় সামিল হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ।
জলপাইগুড়িতে ময়নাগুড়িতে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মূল অভিযুক্ত-সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ
বাংলা নববর্ষে কাঁথির ক্যানাল পাড়ের ভবতারিণী মন্দিরে পুজো দিলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন ছোট ভাই সৌমেন্দু অধিকারী ও বিজেপির দুই বিধায়ক কাঁথি উত্তরের অরূপ দাস এবং কাঁথি দক্ষিণের সুমিতা সিংহ। এছাড়াও ছিলেন কাঁথি পুরসভার বিজেপি কাউন্সিলররা।
এবার শান্তিনিকেতনে গণধর্ষণের অভিযোগ। নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। মেলা থেকে ফেরার পথে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ । হাসপাতালে ভর্তি নির্যাতিতা নাবালিকা।
হাঁসখালিতে পৌঁছল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধিদল
পয়লা বৈশাখ থেকেই বেলুড় মঠে ভক্ত-পুণ্যার্থীদের প্রবেশ অবাধ
ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের ঘটনায় সিবিআইয়ের হাতে চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, খুনের দিন ঝাড়খণ্ড থেকে এসেছিল শার্প শ্যুটার। খুনে ব্যবহৃত অস্ত্র একলক্ষ টাকায় ভাড়া দেওয়া হয়েছিল। খুনের জন্য তিনটি গুলি চলে। খুনের পর কলেবর সিং-ই বাইক চালিয়ে ভাড়াটে খুনিকে পৌঁছে দিয়েছিল ঝাড়খণ্ডে। সেখানে একটি ধাবায় বসে চা খেয়ে দু’জনে আলাদা হয়। খবর সিবিআই সূত্রে। ভাড়াটে খুনি এখনও অধরা।
জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ক্যানিংয়ের উত্তর বুধোখালি গ্রাম। সংঘর্ষে আহত হন উভয়পক্ষের ৯ জন। স্থানীয় সূত্রে খবর, জমির সীমানা চিহ্নিত করাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদীন ধরে বিবাদ চলছিল। অভিযোগ, গতকাল বচসা চরমে ওঠায় একে অপরের ওপর লাঠি, বাঁশ, ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয়। আহতরা হাসপাতালে ভর্তি। ক্যানিং থানায় দু’ পক্ষই অভিযোগ দায়ের করে। ঘটনায় উভয়পক্ষের ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ
পয়লা বৈশাখে উৎসবের আবহ ময়দানেও। প্রথা মেনে নতুন বছরের প্রথম দিনেই বার পুজো হল ইস্টবেঙ্গল ও মোহনবাগান ক্লাবে। ক্লাব কর্তাদের পাশাপাশি হাজির ছিলেন সমর্থকরাও।
বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছাবার্তা রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর
নববর্ষের পাশাপাশি আজ বিশ্ব শিল্পকলা দিবস। বাংলার শিল্পধারাকে তুলে রাখতে পয়লা বৈশাখের দিন পথে নামলেন একঝাঁক শিল্পী। গোলপার্ক থেকে দেশপ্রিয় পার্ক পর্যন্ত ঢাক-ঢোল, মাদল-ধামসা, রণ-পা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা। নবীন ও প্রবীণ শিল্পীরা হাঁটলেন আঁকা ছবি, মুখোশ-সহ নানান শিল্পসামগ্রী নিয়ে। আর্টিস্ট ফোরাম অফ বেঙ্গল, কনটেমপোরারি গ্রুপ অফ আর্টিস্ট-সহ একাধিক শিল্পী সংগঠন এদিনের শোভাযাত্রায় অংশ নেয়।
হাঁসখালি থেকে ফিরে এই কমিটি গণধর্ষণ-খুনের অভিযোগ নিয়ে রিপোর্ট দেবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে
হাঁসখালি রওনা দিল বিজেপির তথ্য অনুসন্ধান কমিটি
এবার মিউচুয়াল ফান্ডের বাজারে বড়ভাবে আসতে চলছে বন্ধন ফিনানশিয়াল হোল্ডিংস। মিউচুয়াল ফান্ড সংস্থা IDFC’র ২টি কোম্পানির পরিচালনার দায়িত্ব এবার তাদের হাতে আসতে চলেছে
বাঁকুড়া জেলা পরিষদের বৈঠকে বিরোধীদের না ডাকার অভিযোগ। হিসেব চাইব, তাই ডাকছে না বলে অভিযোগ তুলেছে বিজেপি। পাল্টা, বিরোধীরা উন্নয়নের কাজে থাকে না বলে কটাক্ষ করেছে তৃণমূল।
আজ পয়লা বৈশাখ। ১৪২৮-কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪২৯। নতুন জামা, গঙ্গাস্নান, দোকানে দোকানে হালখাতা৷ শুভেচ্ছা-মিষ্টিমুখ-গান-আড্ডা। করোনাকালের উদ্বেগ কাটিয়ে নববর্ষের আবাহনে মেতেছে গোটা বাংলা৷ প্রিয়জনের সঙ্গে ভাগ করে নেওয়া নতুন বছরের আনন্দ৷ কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, লেক কালীবাড়ি থেকে তারাপীঠ, মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন।
ফের রাজ্যপালের মুখে ‘পশ্চিমবঙ্গ গণতন্ত্রের গ্যাস চেম্বারে’র প্রসঙ্গ। পাল্টা, রাজ্যপালকে অন্য রাজ্যের দিকে তাকানোর পরামর্শ দিয়েছে তৃণমূল। বিজেপি রাজ্যপালের পাশে দাঁড়ালেও, দু’পক্ষের সমালোচনায় সরব হয়েছে বাম-কগ্রেস।
আজ হাঁসখালি যাচ্ছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। রাতেই কলকাতায় এলেন বিজেপি সাংসদ। শ্যামবাজারে বিজেপির বিক্ষোভ।
হাঁসখালিতে তৃণমূল নেতার ছেলে গ্রেফতারির পরেও আতঙ্ক। সিবিআইকে সামনে পেয়ে কাতর আবেদন।
প্রেক্ষাপট
আজ হাঁসখালি যাচ্ছে বিজেপির (BJP) ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। রাতেই কলকাতায় এলেন বিজেপি সাংসদ। শ্যামবাজারে বিজেপির বিক্ষোভ।
হাঁসখালিতে তৃণমূল নেতার ছেলে গ্রেফতারির পরেও আতঙ্ক। সিবিআইকে (CBI) সামনে পেয়ে কাতর আবেদন।
তদন্ত শুরু করেই হাঁসখালিকাণ্ডে অভিযুক্তের বাড়িতে সিবিআই। তালা ভেঙে ভিতরে ঢুকল সিএফএসএল।
এবার হাঁসখালিকাণ্ডে দলের অস্বস্তি বাড়ালেন সৌগত (Sougata Roy)।
ময়নাগুড়িতে ধর্ষণের চেষ্টার পরে খুনের হুমকির অভিযোগ। গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা নাবালিকার। গ্রেফতার ১। মূল অভিযুক্ত অধরা।
পরপর নারী নির্যাতন, ফের রাজ্যকে আক্রমণে রাজ্যপাল।
তাণ্ডবের ২দিন পরেও খোঁজ নেই বেহালার যুব তৃণমূল নেতার। পুলিশকর্তাদের সঙ্গে ছবি ভাইরাল। শাসকের আশ্রয়ে অধরা, খোঁচা বিরোধীদের।
বেহালায় তাণ্ডব। সমালোচনার মুখে মূল অভিযুক্ত যুব তৃণমূল নেতাকে বহিষ্কার করল তৃণমূল।
ঝালদাকাণ্ডে আইসিকে একদিনে ২ দফায় সাড়ে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। হত্যাকাণ্ডের পরে কী পদক্ষেপ? অডিও ক্লিপে কার কণ্ঠস্বর? জানতে চাইল সিবিআই।
ফের কি চোখ রাঙাতে শুরু করল করোনা? দিল্লিতে ছাত্র-শিক্ষক-সহ একদিনে ২২৪জন আক্রান্ত। স্কুলে ফের কড়াকড়ি। আতঙ্কের কিছু নেই, দাবি সরকারের।
আজ বাংলার নতুন বছর। কালীঘাট মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী। স্কাইওয়াক তৈরির ঘোষণা। নতুন রূপে আত্মপ্রকাশ করল মূল প্রবেশদ্বার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -