West Bengal News Live : পঞ্চায়েত ভোটের ফল বেরোতেই 'বিদ্রোহী' শুভাপ্রসন্নর ভোলবদল
West Bengal News Live : জেলা জেলা থেকে গুরুত্বপূর্ণ খবর এক নজরে।
বিচারব্য়বস্থা সম্পর্কে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের আক্রমণ নিয়ে শোরগোল পড়ে গেছে বিভিন্ন মহলে। বিচারপতির নাম করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে অভিযোগ করেছেন, তার সমালোচনায় সরব অবসরপ্রাপ্ত বিচারপতি থেকে আইনজীবীরা।
শুক্রবার বিচারব্যবস্থাকে বেনজির আক্রমণ করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এবার, তাঁর সাংসদ পদ খারিজের দাবিতে লোকসভার স্পিকারকে চিঠি দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে গ্রেফতারির দাবিও তুললেন বিজেপি সাংসদ। পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলও
ভোট হিংসায় মৃত্য়ুমিছিল আরও দীর্ঘ হল শনিবার। প্রাণ গেল আরও দুই তৃণমূলকর্মীর। সেই সঙ্গে বিভিন্ন জেলা থেকে সামনে এল বোমাবাজি, বোমা উদ্ধার, অত্য়াচারের ঘটনা। এসব দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, আর কত প্রাণ নিয়ে, আর কত ঘর পুড়িয়ে, তবে নিভবে এই অশান্তির আগুন?
নিয়োগ দুর্নীতির চার্জশিটে এবার বড়ঞাঁর তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নাম। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে প্রমাণ লোপাট, প্রতারণা-সহ বিভিন্ন ধারায় এবং দুর্নীতিদমন আইনের দুটি ধারায় অভিযোগ আনা হয়েছে। চার্জশিটে নাম রয়েছে ধৃত এক এজেন্টেরও। শুক্রবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে চার্জশিট জমা দেয় সিবিআই।
নৌশাদের পর এবার ভাঙড় যেতে বাধা আরাবুল-সওকতকে। নিহত তৃণমূলকর্মীর দেহ নিয়ে ভাঙড়ে ঢুকছিলেন আরাবুল-সওকত। ভাঙড়ে ১৪৪ ধারা জারি থাকায় আরাবুল-সওকতকে আটকে দেয় পুলিশ। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ আরাবুল-সওকতের। গতকাল নিউটাউনে বাধা দেওয়া হয় নৌশাদকে।
বাঁচতে চাইলে 'নো ভোট টু মমতা' বলুন। ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির উদ্দেশে, ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন শুভেনদু অধিকারী। ভাঙড়ের ভোট-হিংসা নিয়ে, গত কয়েকদিন ধরেই ISF এবং BJP-র আঁতাঁতের অভিযোগে সরব তৃণমূল। শনিবার শুভেনদু অধিকারীর বার্তা নিয়েও, সুর চড়াতে দেরি করেনি তারা।
আমতা থেকে বারুইপুর... ভোট সন্ত্রাসের শিকার বিজেপি প্রার্থী ও কর্মীদের সঙ্গে দেখা করলেন শুভেনদু অধিকারী। জয়নগরে, ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরানোর আশ্বাসও দেন বিরোধী দলনেতা। সেই সঙ্গে কড়া ভাষায় তৃণমূল সরকার ও পুলিশ প্রশাসনকে নিশানা করলেন তিনি।
ভোট হিংসায় মৃত্য়ুমিছিল আরও দীর্ঘ হল শনিবার। প্রাণ গেল আরও দুই তৃণমূলকর্মীর। সেই সঙ্গে বিভিন্ন জেলা থেকে সামনে এল বোমাবাজি, বোমা উদ্ধার, অত্য়াচারের ঘটনা। এসব দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, আর কত প্রাণ নিয়ে, আর কত ঘর পুড়িয়ে তবে নিভবে এই অশান্তির আগুন
তৃণমূলে যোগ দিতে চাপ দিচ্ছেন খোদ বিজেপির জেলা সভাপতি এবং কোষাধ্যক্ষ। বিস্ফোরক এই অভিযোগ তুললেন পাঁশকুড়ার বিজেপির কয়েকজন জয়ী পঞ্চায়েত সদস্য। যদিও, এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির জেলা সভাপতি। কোনও মন্তব্য করতে চাননি জেলা কোষাধ্যক্ষ।
দলের পোলিং এজেন্টকে মারধর, মুখে প্রস্রাব, বিস্ফোরক অভিযোগ বিজেপির।
পঞ্চায়েত ভোটের ফল বেরোতেই 'বিদ্রোহী' শুভাপ্রসন্নর ভোলবদল! 'মমতা কড়া হাতে দমন করেছেন, এর চেয়ে বড় কী হতে পারে?' ভোটের আগে এত হিংসা লজ্জার বলেও ভোলবদল তৃণমূলপন্থী শিল্পীর। সংস্কৃতি বদলের দাবিতে মিছিলের কথা বলেও উল্টো সুর শুভাপ্রসন্নর।
বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের গ্রেফতারির দাবি সৌমিত্রের
আমতার পর এবার বারুইপুরে শুভেন্দু অধিকারী। আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে কথা শুভেন্দুর। আক্রান্তদের পাশে থাকার বার্তা বিরোধী দলনেতার
মুর্শিদাবাদের সালারে সাতসকালে বোমা ফেটে জখম এক বালক ও ও এক শিশু। কাগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাবলা গ্রামে রাস্তার পাশে ঝোপের মধ্যে সকেট বোমা রাখা ছিল। নাড়াচাড়া করতেই বিস্ফোরণ ঘটে। বোমা ফেটে গুরুতর জখম হয় ১০ বছরের বালক ও ৭ বছরের এক শিশু। তাদের সালার ব্লক হাসপাতাল থেকে কাটোয়া মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ভোটের জন্য বোমা মজুত করা হয়েছিল বলে স্থানীয়দের অভিযোগ।
আমতার পর এবার বারুইপুরে শুভেন্দু অধিকারী। আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে কথা শুভেন্দুর। আক্রান্তদের পাশে থাকার বার্তা বিরোধী দলনেতার।
ভয়ের ভাঙড়ে ভোটের বলি আরও এক। কাঁঠালিয়ায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন। অভিযোগের তির আইএসএফের দিকে। নিহতের নাম শেখ মোসলেম। পরিবারের অভিযোগ, ভোটের আগের দিন, ৭ জুলাই রাতে তৃণমূল কর্মীকে রাস্তায় আটকে লাঠিসোঁটা, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তারপর তাকে ভর্তি করা হয় কলকাতার বেসরকারি হাসপাতালে। আজ সকালে ওই তৃণমূল কর্মীর মৃত্যু হল। হামলা-যোগ অস্বীকার আইএসএফের।
ভোটের আগেই বিনা লড়াইয়ে রাজ্যসভার ৭ প্রার্থী জয়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ পদ খারিজের দাবি জানিয়ে লোকসভার স্পিকারকে চিঠি সৌমিত্র খাঁর। দেশের সংবিধানকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারব্যবস্থা সম্পর্কে অভিষেক যে মন্তব্য করেছেন তা অত্যন্ত অবমাননাকর। লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর
বিজেপির জয়ী প্রার্থীদের তৃণমূলে যোগ দিতে চাপ দিচ্ছেন খোদ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি! শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বিস্ফোরক অভিযোগ
পঞ্চায়েত ভোটের ফল নিয়ে আগামীকাল পর্যালোচনায় বসছে বঙ্গ বিজেপি। সল্টলেকের বিজেপি অফিসে এই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরাও। ভোট-সন্ত্রাস, রাজ্য প্রশাসনের রাজনীতিকরণের অভিযোগ নিয়ে আলোচনা হবে এই বৈঠকে।
হাওড়ার আমতার অমরাগড়ি গ্রাম পঞ্চায়েতের পরাজিত দুই বিজেপি প্রার্থী-সহ কর্মীদের একাধিক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে আজ এলাকায় যান শুভেন্দু অধিকারী।
বিজেপির দেওয়া সব বুথের তালিকা পুনর্নির্বাচনের জন্য খতিয়ে দেখতে নির্দেশ।
সব জেলা প্রশাসনকে নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন।
পুনর্নির্বাচনের জন্য প্রয়োজনীয় রিপোর্টও চাইল রাজ্য নির্বাচন কমিশন।
ভোটের পরের দিন বেশ কয়েকটি বুথে পুনর্নির্বাচনের জন্য মেল পাঠায় বিজেপি।
কমিশন সেদিনই সব জেলাকে এই তথ্য স্ক্রুটিনির জন্য পাঠায়।
এবার এই বুথগুলিতে ভোট পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা কী হয়েছে সেই সংক্রান্ত রিপোর্ট চাইল কমিশন।
এছাড়াও কতগুলি বুথে পুনর্নির্বাচন হয়েছে এবং অন্যান্য অভিযোগ সম্পর্কে কী জানা গেছে, তারও রিপোর্ট চেয়েছে কমিশন।
ভোট পরবর্তী হিংসা এখনও অব্যাহত। হাওড়ার আমতায় বিজেপি প্রার্থীদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আমতার অমরাগড়ি গ্রাম পঞ্চায়েতে ৪৩ ও ৩৭ নম্বর বুথে বিজেপির প্রার্থী ছিলেন ঝুমা রায় ও কল্পনা রায়। মনোনয়ন পর থেকেই তাদের হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ।
বিজেপির জয়ী প্রার্থীদের টাকার বিনিময়ে তৃণমূলে যোগদান করানোর জন্য চাপ দিচ্ছেন খোদ বিজেপির জেলা সভাপতি। যার কারণে আত্মগোপন করেছেন পাঁশকুড়ার কেশাপাট ও মাইশোরা গ্রাম পঞ্চায়েতের প্রায় ২২ জন বিজেপি পঞ্চায়েত সদস্য। এমনই অভিযোগ উঠেছে বিজেপির জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় ও জেলা কোষাধ্যক্ষ জগদীশ প্রামাণিকের বিরুদ্ধে।
বিজেপির জয়ী প্রার্থীদের টাকার বিনিময়ে তৃণমূলে যোগদান করানোর জন্য চাপ দিচ্ছেন খোদ বিজেপির জেলা সভাপতি। যার কারণে আত্মগোপন করেছেন পাঁশকুড়ার কেশাপাট ও মাইশোরা গ্রাম পঞ্চায়েতের প্রায় ২২ জন বিজেপি পঞ্চায়েত সদস্য। এমনই অভিযোগ উঠেছে বিজেপির জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় ও জেলা কোষাধ্যক্ষ জগদীশ প্রামাণিকের বিরুদ্ধে।
দলের পোলিং এজেন্টকে মারধর, মুখে প্রস্রাব, বিস্ফোরক অভিযোগ বিজেপির। গড়বেতায় বিজেপির পোলিং এজেন্টকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক 'মার'। মারধরের পর মুখে প্রস্রাব করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার শাসকদলের।
ভোটের ফল ঘোষণার পরেও মুর্শিদাবাদের রেজিনগরে বোমার পাহাড়!
রেজিনগরের ৪টি গ্রামে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বোমা উদ্ধার করল পুলিশ
বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে
নৌশদ সিদ্দিকির ইন্ধনেই তৃণমূলের নেতা-কর্মীদের উপর হামলা, প্রাণহানির ঘটনা ঘটছে। দায় নিতে হবে ভাঙড়ের আইএসএফ বিধাককে, দাবি সওকত মোল্লার।
ঘাটালে বিজেপির পোলিং এজেন্টকে তুলে নিয়ে গিয়ে 'মারধর', অভিযুক্ত শাসকদল। তৃণমূলের পার্টি অফিসে আটকে রেখে ব্যাপক মারধরের অভিযোগ। জখম বিজেপি কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
মুর্শিদাবাদের সালারে সাতসকালে বোমা ফেটে জখম দুই শিশু। কাগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাবলা গ্রামে রাস্তার পাশে ঝোপের মধ্যে সকেট বোমা রাখা ছিল। নাড়াচাড়া করতেই বিস্ফোরণ ঘটে। বোমা ফেটে গুরুতর জখম হয় ৭ ও ৮ বছরের দুই শিশু। তাদের সালার ব্লক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোটের জন্য বোমা মজুত করা হয়েছিল বলে স্থানীয়দের অনুমান।
'বাংলার পরিস্থিতির দিকে নজর রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী চান, রাজ্যে যাতে আর একটিও প্রাণহানি না হয়'
অমিত শাহর সঙ্গে গতকাল বৈঠকের কলকাতায় ফিরে বললেন সুকান্ত মজুমদার।
ফের বাংলায় আসছেন অমিত শাহ। আগামী মাসেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, জানালেন সুকান্ত মজুমদার।
কুণাল ঘোষের হুঁশিয়ারির পরেই নন্দীগ্রামে তৎপর পুলিশ। নন্দীগ্রামে তৃণমুল কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ২ বিজেপি কর্মী। ২ বিজেপিকে কর্মীকে গ্রেফতার করল নন্দীগ্রাম থানার পুলিশ।
ক্যানিং-এ তৃণমূলকর্মীকে কুপিয়ে খুন। অভিযোগের তির আইএসএফ-এর দিকে। তৃণমূলের বিজয় মিছিল সেরে ফেরার পর হামলার অভিযোগ। মৃত তৃণমূলকর্মীর নাম নান্টু গাজি। ভোট হিংসায় ৩৮দিনে মৃত্যু ৫৪ জনের
ভয়ের ভাঙড়ে ভোটের বলি আরও এক। কাঁঠালিয়ায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন। অভিযোগের তির আইএসএফের দিকে।
আদালতের প্রোটেকশন আছে বলেই বাইরে আছেন, না হলে তিহাড়ে থাকতে হত, নাম না করে অভিষেককে পাল্টা খোঁচা দিলীপ ঘোষের।
পঞ্চায়েত ভোটে জয়ী সমস্ত প্রার্থীর ভবিষ্যৎ ঝুলে রইল হাইকোর্টের রায়ের ওপর। জেলাশাসকদের চিঠি কমিশনের। নোটিস নিয়ে দ্রুত অবহিত করতে নির্দেশ।
সামশেরগঞ্জে সিপিএমের পরাজিত প্রার্থীর বাড়িতে চড়াও হয়ে পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত হয়েছেন নিমতিতা দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের ২২৬ নম্বর বুথের পরাজিত সিপিএম প্রার্থীর বাবা সহ ৩ জন। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।
একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা চলাকালীন উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজি। অভিযোগের তির আইএসএফের সমর্থনে জয়ী নির্দল প্রার্থীর বিরুদ্ধে। দত্তপুকুরের পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের আলগড়িয়ায় তৃণমূলের পার্টি অফিসের ১০০ মিটার দূরে উদ্ধার হয়েছে এক ব্যাগ ভর্তি তাজা বোমা। তৃণমূলের অভিযোগ, তাদের প্রার্থী শ্রীপদ দাস হেরে যাওয়ার পর, তাঁর বাড়িতে গিয়ে হুমকি দেন নির্দল প্রার্থী আহমেদ আলি মণ্ডল। এরপর গতকাল রাতে পার্টি অফিস লক্ষ্য করে বোমা ছোড়া হয়। অভিযোগ অস্বীকার নির্দল প্রার্থীর।
ভোট মিটলেও থামছে না সন্ত্রাস। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভরতগড় গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ভরতগড় গ্রামে চলল গুলি। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী শামিম সর্দার।
প্রেক্ষাপট
এক নজরে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ খবর :
- ভোট-হিংসায় ( Poll Violence ) ৩৭ দিনে মৃত্যু হল ৫২ জনের। ভোটের দিন আহত হওয়া, রঘুনাথগঞ্জের তৃণমূল কর্মী সইবুর রহমানের মৃত্য়ু হল এনআরএস হাসপাতালে। অন্য়দিকে, ভোট সন্ত্রাসে মৃত্য়ু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের এক পরাজিত বিজেপি প্রার্থীরও ( BJP ) ।
- ভোট হিংসা প্রসঙ্গে বলতে গিয়ে ফের বিচারব্য়বস্থাকে নিশানা করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ( Abhishek Banerjee ) । শুক্রবার বিচারব্য়বস্থাকে আক্রমণ করতে গিয়ে তিনি বলেন, পুলিশের হাত বেঁধে দেওয়া হচ্ছে। অন্য়দিকে, এদিনই ভোট-হিংসা নিয়ে ট্য়ুইট করে সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারও পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
- কলকাতা হাইকোর্টে ( Calcutta High Court ) মামলার গতিপ্রকৃতির ওপরেই নির্ভর করছে জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ! আদালতের এই পর্যবেক্ষণের কথা সমস্ত জয়ী প্রার্থীদের জানানোর নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এই মর্মে কমিশনের নোটিসও পৌঁছে গেছে জেলাশাসকদের কাছে। বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
- গণনার সময় ছিনতাই করা হয়েছিল ব্যালট! কলকাতা হাইকোর্টে হাজিরা দিয়ে এমনই চাঞ্চল্যকর স্বীকারোক্তি করলেন হাওড়ার বালি-জগাছা ব্লকের বিডিও! ঘটনার রিপোর্ট দেওয়ার পাশাপাশি গণনাকেন্দ্রের সিসিটিভি ফুটেজও আদালতে জমা দিয়েছেন তিনি। এদিকে, জাঙ্গিপাড়ায় ব্যালট-বিতর্কে সিপিএম ও কোঅর্ডিনেশন কমিটির ঘাড়েই দায় চাপিয়েছেন পরিবহণমন্ত্রী। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
- এবার বিচারপতিদের বিরুদ্ধে বিজেপিকে মদত দেওয়ার অভিযোগ তুললেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।সেই সঙ্গে ছুড়লেন কার্যত চ্য়ালেঞ্জও। শুক্রবার নাম নিয়ে, কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থাকে নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যা নিয়ে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা।
- ভোট শেষ, কিন্তু সন্ত্রাসের বিরাম নেই। আর সেই রাজনৈতিক প্রতিহিংসার আগুনে পুড়ছে, শাসক থেকে বিরোধী সবাই! মুর্শিদাবাদে সিপিএমের পরাজিত প্রার্থীকে বেধড়ক মার। হাওড়ায় পরাজিত বিজেপি প্রার্থীদের বাড়িতে অগ্নিকাণ্ড। এরইমধ্য়ে আবার দেগঙ্গায় তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য় করে বোমাবাজি। রামপুরহাটে, তৃণমূল প্রার্থীর গোডাউনে অগ্নিকাণ্ড।
- কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষকে সাড়ে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিআইডি। বিজেপি বিধায়কের নিয়ে যাওয়া নথিও খতিয়ে দেখেন তদন্তকারীরা। বঙ্কিমচন্দ্র ঘোষের বিরুদ্ধে তাঁর পুত্রবধূকে কল্যাণী এইমসে বেআইনিভাবে নিয়োগের অভিযোগ উঠেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -