West Bengal News Live April 16: বেহালার চড়কতলার পর এবার বৌবাজারের জাকারিয়া স্ট্রিটে ধুন্ধুমার
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের সব খবর একনজরে
ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে সিবিআইয়ের নজর ধৃতদের আর্থিক লেনদনের দিকে। সূত্রের খবর, ধৃত নরেন কান্দু ও সত্যবান প্রামাণিকের স্ত্রী ও আশিক খানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে সিবিআই। বাজেয়াপ্ত করা হয়েছে আশিকের মোপেড।
কলকাতা পুলিশের আধুনিকীকরণের উদ্যোগ। আলিপুর বডিগার্ড লাইন্সে ১০টি ভ্রাম্যমান তদন্তকারী যান ও ১৮টি ভ্রামমান শৌচাগারের উদ্বোধন করলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ৪টি মোবাইল কিচেনেরও উদ্বোধন হয়। পাশাপাশি পুলিশ কর্মী ও সাধারণ মানুষের সুবিধায় কলকাতা পুলিশের তরফে একটি ডায়গনস্টিক সেন্টার চালু হয়। যেখানে ২৪ ঘণ্টা মিলবে পরিষেবা।
ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণার অভিযোগ। নাগেরবাজার থেকে ৬ জনকে গ্রেফতার করল পুলিশ।
আলিপুরদুয়ারের ভাটিবাড়ি আউটপোস্টের ওসি-কে হেনস্থা। স্থানীয় একটি বাড়িতে ঢোকার চেষ্টার অভিযোগ। ভাটিবাড়ি আউটপোস্টের ওসি পার্থ বর্মনকে হেনস্থার ছবি ভাইরাল। সিভিল ড্রেসে থাকা ভাটিবাড়ি আউটপোস্টের ওসি-কে হেনস্থা। ওসি-কে ক্লোজ করে বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ।
বাংলায় বিজেপির ভরাডুবি, হার বাকি ৩ উপনির্বাচনেও
শত্রুঘ্নের জয়ের পরে লোকসভায় তৃণমূল সাংসদ বেড়ে ২৩
বালিগঞ্জে বুদ্ধদেবের ওয়ার্ড-সহ ২টি ওয়ার্ড তৃণমূলের থেকে ছিনিয়ে নিল সিপিএম
বেহালার চড়কতলার পর এবার বৌবাজারের জাকারিয়া স্ট্রিটে ধুন্ধুমার। তৃণমূল কাউন্সিলরের উপর হামলার অভিযোগ উঠল নির্দল কাউন্সিলরের স্বামীর অনুগামীদের বিরুদ্ধে। যদিও অভিযুক্তর দাবি, দুষ্কৃতীদের এনে হামলা চালান তৃণমূল কাউন্সিলরই। দু’পক্ষের ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে রেকর্ড ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা
বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা, দুই উপনির্বাচনেই জয়ী তৃণমূল
৪দিনে বেহালায় তাণ্ডবে মূল অভিযুক্ত যুব তৃণমূল নেতা অধরা। এখনও মূল অভিযুক্ত ধরা না পড়ায় আতঙ্কে চড়কতলার বাসিন্দারা।
জঙ্গলমহলে ফের মাওবাদী আতঙ্ক। জারি হল হাই অ্যালার্ট।
নিজের স্কুলের বিশেষ দায়িত্ব পেলেন গায়ক অরিজিৎ সিং
পানিহাটিতে মাটির নিচে সুড়ঙ্গে আটকে রাখার অভিযোগ বিহারের কিশোরের
তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনে পাটনা থেকে গ্রেফতার অস্ত্র ব্যবসায়ী
বালিগঞ্জ ও আসানসোলে বিপুল জয়ের পর কালীঘাট মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম, কংগ্রেস, বিজেপির কুৎসা, অপপ্রচারের জবাব দিয়েছে মানুষ। প্রতিক্রিয়া তৃণমূল নেত্রীর। ধন্যবাদ জানালেন ভোটারদের।
সুড়ঙ্গের মধ্যে বেশ কয়েকজনকে আটকে রাখার অভিযোগে পানিহাটিতে হইচই
কাকিমাকে ধর্ষণের অভিযোগে কাঠগড়ায় ভাসুরপো!
ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের তদন্তে ২ অভিযুক্তর বাড়িতে সিবিআই। নরেন কান্দু ও সত্যবান প্রামাণিকের বাড়িতে সিবিআই। নরেন ও সত্যবানের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় গোয়েন্দারা। বাজেয়াপ্ত করা হল অপর অভিযুক্ত আসিক খানের বাইকও।
হাঁসখালিতে ‘গণধর্ষণ-খুন’, সিবিআইয়ের প্রথম গ্রেফতার। রানাঘাট থেকে অভিযুক্ত রঞ্জিত মল্লিককে গ্রেফতার করল সিবিআই।
মহেশতলায় ভিলেজ পুলিশের মাথায় মদের বোতল ভাঙল মদ্যপ। রাস্তার উপর গাড়ি দাঁড় করিয়ে মদ কিনতে যাওয়ার প্রতিবাদ করতেই হামলার অভিযোগ। ভাঙা মদের বোতল দিয়ে ভিলেজ পুলিশের বুকে আঘাত। নববর্ষের রাতে মহেশতলার ময়নাগড়ের ঘটনা। হামলাকারীকে গ্রেফতার করেছে কালীতলা থানার পুলিশ।
২০২১-এ বিধানসভা ভোটে বালিগঞ্জে বিজেপি ছিল দ্বিতীয় স্থানে। এবারে তারা একধাপ নেমে পৌঁছেছে তৃতীয় স্থানে। বাজেয়াপ্ত হয়েছে জামানতও। বিজেপি প্রার্থী কেয়া ঘোষ কী বলছেন, শুনব।
এবার ধানতলায় ফের নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ
শিবপুরের ফোরশোর রোডে ট্রেলারের ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর। পুলিশ সূত্রে খবর, প্রসেনজিৎ সামন্ত নামে ওই এসআই বাগনানের বাড়ি থেকে স্কুটারে চড়ে হাওড়া আদালতে ডিউটি করতে যাচ্ছিলেন। শিবপুরের ফোরশোর রোডে বাইকে ধাক্কা মারে ট্রেলার।
ফলপ্রকাশের আগেই আসানসোলে অগ্নিমিত্রাকে ঘিরে উত্তেজনা, গণনাকেন্দ্রের বাইরে স্লোগান তৃণমূলকর্মীদের। কনভয়ে ঢিল। অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল কমিশন।
বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। প্রায় ২০ হাজার ভোটে জয়ী তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। আসানসোলে লোকসভা কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা। প্রায় ৩ লক্ষ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিন্হা।
পানিহাটিতে মাটির নীচে সুড়ঙ্গে আটকে রাখার অভিযোগ বিহারের কিশোরের। তার ভিত্তিতে চাঞ্চল্য ছড়ায়, পানিহাটির নরসিংহ দত্ত রোডে। মাটি খুঁড়ে তল্লাশির পর অবশ্য কিছু পাওয়া যায়নি।
কাটমানি না দেওয়ায় চা পাতা তুলতে বাধা, প্রতিবাদ করায় বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল প্রধানের স্বামীর অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে দু’ পক্ষের সংঘর্ষে আজ উত্তেজনা ছড়ায় উত্তর দিনাজপুরের চোপড়ার হাঁসখালি গ্রামে। বাগান মালিকের অভিযোগ, চা বাগান কেনার সময় ৩ লক্ষ ৭৫ হাজার টাকা কাটমানি নেন মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের স্বামী-সহ অন্য নেতারা। সম্প্রতি বাগান থেকে পাতা তুলতে গেলে ফের ৩ লক্ষ টাকা কাটমানি চাওয়া হয়। দিতে অস্বীকার করাতেই মারধরের অভিযোগ। ভাঙা হয় দুটি বাইক। অভিযোগ অস্বীকার অভিযুক্ত তৃণমূল নেতার।
আসানসোল, বালিগঞ্জের উপনির্বাচনে বিপুল জনমত, শুভেচ্ছা মমতার। ‘তৃণমূল প্রার্থীদের সমর্থনে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ’।‘তৃণমূলের উপর আবারও আস্থা রাখার জন্য ভোটারদের স্যালুট’। ‘আমি এটিকেই মা-মাটি-মানুষের সেরা নববর্ষের উপহার বলে মনে করছি’, আসানসোল-বালিগঞ্জে সাফল্য নিয়ে ট্যুইট তৃণমূলনেত্রীর
ফের বঙ্গোপসাগরে নৌকাডুবি। আজ সকালে ঘটনাটি ঘটেছে বকখালিতে ফ্রেজারগঞ্জ মত্স্য বন্দরের কাছে। মেদিনীপুর থেকে ফ্রেজারগঞ্জ যাচ্ছিল বালি বোঝাই নৌকা। ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরের মোহনার কাছে নৌকার ইঞ্জিন বিকল হয়ে জল ঢুকতে শুরু করে। খবর পেয়ে সমুদ্র থেকে তিন মাঝিকে উদ্ধার করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ।
বাড়ির কাছেই একাদশ শ্রেণির ছাত্রীর গাছে ঝুলন্ত দেহ উদ্ধার। খুনের অভিযোগে গ্রেফতার বাবা ও সৎ মা। পূর্ব মেদিনীপুরের মারিশদার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, বছর তেরো আগে স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয়বার বিয়ে করেন কিশোরীর বাবা। স্থানীয়দের অভিযোগ, তারপর থেকে বাবা ও সৎ মা মিলে নাবালিকার ওপর অকথ্য অত্যাচার করত। গতকাল কিশোরীকে মেরে ঝুলিয়ে তারা ঝুলিয়ে দেয় বলে অভিযোগ।
ফের বীরভূমের মাড়গ্রামে তাজা বোমা উদ্ধার। আজ সকালে সরকারপাড়ায় ঝোপের মধ্যে একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। মাড়গ্রাম থানার পুলিশ গিয়ে ১০টি তাজা বোমা উদ্ধার করে। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। বগটুইকাণ্ডের পরেই মাড়গ্রামে ৬০টি তাজা বোমা উদ্ধার হয়।
বেহালায় তাণ্ডবের চার দিনের মাথাতেও অধরা মূল অভিযুক্ত। গ্রেফতার ৪ অনুগামী। ধৃত ১৬ জনের ১৯ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজত।
জলপাইগুড়িতে ময়নাগুড়িতে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মূল অভিযুক্ত-সহ ২ জনকে গ্রেফতার করল পুলিশ।এখনও অধরা আরও দুই অভিযুক্ত। অভিযোগ, ২৪ ফেব্রুয়ারি অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী দুই যুবক। মূল অভিযুক্তর ভাইকে আটক করেছিল পুলিশ। অভিযোগ, ছাড়া পেতেই নাবালিকার পরিবারকে হুমকি দিতে শুরু করে অভিযুক্তর সঙ্গীরা। কেস না তুললে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরিবারের দাবি, ভয় পেয়ে গতকাল গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে নাবালিকা। বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
হাঁসখালিকাণ্ডে এবার সিবিআই দফতরে ডাকা হল নির্যাতিতার মা ও জ্যাঠতুতো দাদাকে। সিবিআই সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে দফায় দফায় নাবালিকার মা, বাবাকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করা হয়েছে। এরপর আজ ফের নির্যাতিতার মা ও জ্যাঠতুতো দাদাকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের ডিআইজি অখিলেশ সিং। সূত্রের খবর, হাঁসখালিকাণ্ডে বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে চান কেন্দ্রীয় গোয়েন্দারা।
সম্পত্তি বিবাদে দুই ভাইয়ের বিরুদ্ধে দাদা-বৌদিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। বিষ্ণুপুরের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, এক কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের সঙ্গে বিবাদ চলছিল দাদার। আজ সকালে বচসা চরমে ওঠে। অভিযোগ, সেইসময় ধারাল অস্ত্র নিয়ে দাদার ওপর ঝাঁপিয়ে পড়ে দুই ভাই। বাধা দিলে বৌদিকেও এলোপাথাড়ি কোপায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় দাদার। কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করার সময়, পথেই মৃত্যু হয় বৌদির। অভিযুক্ত দুই ভাই পলাতক।
রাজ্যজুড়ে নারী নির্যাতন ও শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে সিপিএমের বিক্ষোভ। এদিন শান্তিনিকেতন থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাম নেতা, কর্মীরা। শান্তিনিকেতনে নাবালিকাকে গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে বামেরা। পাশাপাশি, এদিন নির্যাতিতার গ্রামে যাওয়ার কথা বিজেপি ও কংগ্রেসের প্রতিনিধিদলের।
বৈশাখের শুরুতেই রাজ্যে পশ্চিমাঞ্চলের পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা।বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান, রাজ্যের এই পাঁচ জেলায় আজ তাপপ্রবাহের পরিস্থিতি। গতকাল রাজ্যের দুই জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি ছিল। পাশাপাশি, দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্ব মেদিনীপুরের এগরায় রাজ্য সড়কে উল্টে গেল বাস। আহত ১৫ জন যাত্রী। মেদিনীপুর থেকে কাঁথি যাওয়ার সময়, সকাল ৮টা নাগাদ এগরার কৌড়দার কাছে কাঁথি-বেলদা রাজ্য সড়কে বেসরকারি বাস উল্টে যায়। আহত যাত্রীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান। বাসের চালক পলাতক।
স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু। আসানসোল উত্তর থানা এলাকার কে ডি সিম কোলিয়ারিতে পরিত্যক্ত পাথরখাদান থেকে ৩৩ ঘণ্টা পর উদ্ধার হল দুই বন্ধুর মৃতদেহ।পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার পরিত্যক্ত পাথর খাদানে স্নান করতে আসেন আসানসোল দক্ষিণ থানা এলাকার ৬ বাসিন্দা। ১৬ বছরের এক কিশোর ও ১৯ বছরের এক তরুণকে তলিয়ে যেতে দেখে তাদের বাড়িতে খবর দেন বন্ধুরা। গতকাল উদ্ধারকাজে নামে এনডিআরএফ। রাত ৯টা নাগাদ উদ্ধার হয় জোড়া মৃতদেহ।
হাইকোর্টের নির্দেশে দময়ন্তী সেন দায়িত্ব নেওয়ার পরেই, মালদার ইংরেজবাজার নাবালিকা ধর্ষণকাণ্ডে আইসি-সহ তিন পুলিশ আধিকারিককে কলকাতায় তলব। তদন্তের অগ্রগতি নিয়ে জানতে আজই ডেকে পাঠানো হয়েছে লালবাজারে। ইংরেজবাজার থানার আইসি আশিস দাস, তদন্তকারী অফিসার ও এসডিপিও বা অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কোনও অফিসারকে বিকেল ৪টেয় কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার দময়ন্তী সেনের দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ইংরেজবাজার ধর্ষণকাণ্ডে চার্জশিট প্রস্তুত। স্পেশাল পুলিশ কমিশনার নির্দেশ দিলেই তা পেশ করা হবে। ২৭ মার্চ, ইংরেজবাজারে বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
নববর্ষে আত্মপ্রকাশ করল প্রদেশ কংগ্রেসের ডিজিটাল মুখপত্র ‘আন্দোলন ডট ইন’। আজ মুর্শিদাবাদের বহরমপুরে দলীয় পার্টি অফিসে তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রদেশ সভাপতি অধীররঞ্জন চৌধুরী। ওয়েব পোর্টালের সূচনা করে তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’-কে নিশানা করেছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ।
আসানসোল লোকসভা কেন্দ্রের উপ নির্বাচনের ভোটগণনা হবে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে। ১১টি হলে ১৩৮টি টেবলে ১৪ থেকে ১৮ রাউন্ড গণনা হবে।
বেহালায় সংঘর্ষের ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করল পুলিশ। যদিও এখনও অধরা মূল অভিযুক্ত সোমনাথ বন্দ্যোপাধ্যায় ওরফে বাপন। পাক্কা ক্রিমিনাল ছিল। বহিষ্কারের পর সোমনাথ সম্পর্কে এমনই মন্তব্য করলেন মেয়
বউবাজারের জাকারিয়া স্ট্রিটে ধুন্ধুমার। তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার অভিযোগ উঠল নির্দল কাউন্সিলরের স্বামীর অনুগামীদের বিরুদ্ধে। পাল্টা অভিযোগ অপর পক্ষের। স্থানীয় সূত্রে খবর, স্কুটারে চড়ে জাকারিয়া স্ট্রিট দিয়ে যাচ্ছিলেন ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিনের ভাই।অভিযোগ, তিনি নীরজ নামে এক যুবককে ধাক্কা দেন। তার জেরে কাউন্সিলরের ভাইকে মারধর করা হয় বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, ঘটনার কথা জানতে পেরে অনুগামীদের নিয়ে ঘটনাস্থলে আসেন জসিমউদ্দিন। তারপরেই রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা। তৃণমূলের অভিযোগ, মহম্মদ জসিমউদ্দিনকে বেধড়ক মারধর করে ৪৩ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর আয়েষা কানিজের স্বামীর অনুগামীরা। জসিমউদ্দিনের অনুগামীরাই বাঁশ, রড নিয়ে হামলা চালিয়েছে বলে পাল্টা অভিযোগ করেছেন নির্দল কাউন্সিলরের স্বামী।
বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠল নিমতা। বাড়ি ভাঙচুর হয় অভিযুক্ত চিকিৎসকের। মৃতের পরিবারের অভিযোগ, বারবার ডাক্তারকে ডাকা হলেও আসেননি। যদিও চিকিৎসকের দাবি হার্ট অ্যাটাক হয় যুবকের। চিকিৎসা করানোর মতো পরিস্থিতি ছিল না।
আজ বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা কেন্দ্রের উপ নির্বাচনের ফল ঘোষণা। কার দখলে বালিগঞ্জ? আসানসোল ধরে রাখতে পারবে বিজেপি? আর কয়েকঘণ্টা পরেই তা স্পষ্ট হয়ে যাবে। সকাল ৮টা থেকে শুরু ভোটগণনা।
হাঁসখালি-সহ একাধিক নারী নির্যাতনের ঘটনায় এবার শাসকের রাজনীতি নিয়ে প্রশ্ন তুললেন বিশিষ্টরা। ঘটনার পরবর্তী মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ায় সমালোচনা বিশিষ্টদের একাংশের।
প্রতিবেশীর বাড়িতে সামাজিক অনুষ্ঠানে যাওয়ার পথে, মূক ও বধির এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ। তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের তুফানগঞ্জে।
প্রেক্ষাপট
কলকাতা: রাজ্যে দুই উপনির্বাচবের ফলাফল ঘোষণা হতে চলেছে। সুব্রত মুখোপাধ্যায়ের পর মৃত্যুতে ফাঁকা হয়ে গিয়েছিল বালিগঞ্জ বিধানসভা (Ballygunge By Election Result) কেন্দ্রটি। আবার বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসার পর আসানসোলের (Asansol By Election Result) সাংসদ পদ থেকে ইস্তফা দেন। ১২ এপ্রিল ওই দুই কেন্দ্রে উপনির্বাচন ছিল। শনিবার তার ফলাফল ঘোষণা।
একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে রাজ্যে। এ বার প্রতিবেশীর বাড়িতে সামাজিক অনুষ্ঠানে যাওয়ার পথে, মূক ও বধির এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ। তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের তুফানগঞ্জে। ঘটনার পরেই এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
একের পর এক নারী নির্যাতনের ঘটনায় রাজ্যের নিয়ম-শৃঙ্খলা নিয়ে যখন প্রশ্ন উঠছে, সেই সময় বিতর্কিত মন্তব্য করে রোষে পড়েছেন তৃণমূল নেতা। রাজ্যজুড়ে গণধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে, বৃহস্পতিবার ভগবানগোলায় পথে নেমেছিল সিপিএম। তা নিয়ে বিরোধীদের হুঁশিয়ারি দিতে শোনা যায় ভগবানগোলা এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি আফরোজ সরকারকে। তিনি বলেন, "বেশি যদি বাড়াবাড়ি করে, একদম ঠান্ডা করে দেব। ঠান্ডা করতে গেলে ডান্ডার দরকার আছে।"
তবে হাঁসখালি-সহ একাধিক নারী নির্যাতনের ঘটনায় এবার শাসকের রাজনীতি নিয়ে প্রশ্ন তুলে সরব হলেন বিশিষ্টরা। ঘটনার পরবর্তী মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ায় সমালোচনা বিশিষ্টদের একাংশের।হাঁসখালিকাণ্ডের প্রতিবাদে নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে প্রশ্ন তোলা হয়েছে, শাসকের রাজনীতি কি কেবল দুর্বৃত্তদের আশ্রয়স্থল? এ রাজ্যে আইনের শাসন, নারীর নিরাপত্তার অধিকার, আহতের চিকিৎসার অধিকার কি অবলুপ্ত হল?
অন্য দিকে, নদিয়ার হবিবপুরে অজ্ঞাতপরিচয় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার। মাথার পিছনে গভীর ক্ষত রয়েছে। আজ হবিবপুর ছাতিমতলার কাছে সম্প্রসারিত ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর বছর পঁয়ত্রিশের ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন প্রাতর্ভ্রমণকারীরা। পরে রানাঘাট থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। খুন, নাকি অন্য কোনও কারণে মৃত্যু খতিয়ে দেখা হচ্ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -