West Bengal News Live : বঙ্গ-বিজেপির নেতাদের সঙ্গে মুরলীধর সেন লেনে বৈঠক করছেন অমিত শাহ
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
কোচবিহারের বাবুরহাটে শ্যুটআউটের ২ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত সহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে তবে কি হাতে হাতে ঘুরছে আগ্নেয়াস্ত্র? কাদের মদতে দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত? তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
আর্থিক সাহায্য নিয়েও রাজনীতি হচ্ছে। FIR করলে, তবেই মিলছে টাকা! আসানসোলকাণ্ডে মৃতের পরিবার ও আহতদের আর্থিক সাহায্য দেওয়া নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল বিজেপি। যদিও তা মানতে নারাজ তৃণমূল। এদিকে, ধৃতদের আদালতে তোলা হলে এদিন শুনানিতে উঠে সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর প্রসঙ্গ।
কলকাতা বিমানবন্দরে অমিত শাহের গাড়িতেই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার
বঙ্গ-বিজেপির নেতাদের সঙ্গে মুরলীধর সেন লেনে বৈঠক করছেন অমিত শাহ
শুভেন্দু-দিলীপ দ্বন্দ্বের মধ্যেই রাজ্যে এলেন অমিত শাহ
বিজেপি রাজ্য় দফতরে পৌঁছলেন অমিত শাহ
শুভেন্দু-দিলীপ 'সংঘাত'-এর মধ্যেই রাজ্যে শাহ
আগামীকাল নবান্নে মুখোমুখি অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্য়ায়
রাজ্যে এলেন অমিত শাহ
রাজ্যে আসছেন অমিত শাহ, কড়া নিরাপত্তা বিজেপির রাজ্য দফতরে
আজই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
শুভেন্দু-দিলীপ দ্বন্দ্বের মধ্যেই হঠাৎ মুরলীধর সেন লেনে যাচ্ছেন অমিত শাহ
শহরে ৬৫০-র বেশি কারখানা-গুদামঘর চলছে বেআইনিভাবে !
'কলকাতা চলচ্চিত্র উৎসবে মিঠুনকে আমন্ত্রণ নয় কেন?'
প্রশ্ন তুলে একের পর এক ট্যুইট বিজেপি নেতাদের
পাকা বাড়ি, মেঝেতে মার্বেল, তাও নাম প্রধানমন্ত্রী আবাস যোজনায়!
আসানসোলে শুভেন্দুর কম্বল বিতরণ অনুষ্ঠানে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত্যু
ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের মামলা খারিজ
আজই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
শুভেন্দু মামলায় হাইকোর্টে ধাক্কা রাজ্যের। শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ আপাতত বহাল।
শহরে ৬৫০-র বেশি কারখানা-গুদামঘর চলছে বেআইনিভাবে ! ফায়ার সেফটি অডিট নিয়ে সার্ভের সময় মিলল ভয়ঙ্কর তথ্য !
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে কত দূর ছড়িয়ে দুর্নীতি আর স্বজনপোষণের শিকড়? ফের প্রশ্ন তুলে দিল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এলাকা।
সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর তদন্তে বগটুই গ্রামে সিআইডি
'পুলিশ চাইলে শুভেন্দুকে এখনই গ্রেফতার করতে পারে' মন্তব্য কুণালের
নন্দীগ্রামে তৃণমূলের বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের, বোমাবাজির অভিযোগে অস্বীকার করে পাল্টা বিজেপি।
আবাস যোজনায় শাশুড়ি, দেওরের নাম। সোনারপুরে ফের তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ। শাশুড়ি, দেওর খুবই গরিব, প্রশাসন চাইলে নাম বাদ দিতে পারে, পাল্টা উপপ্রধান।
অনুব্রতর জামিন-আর্জির শুনানিতেও উঠল লালনের মৃত্যু প্রসঙ্গ। বিচারাধীন বন্দির উপর নজর রাখা আপনাদের কর্তব্য নয়? সিবিআইকে ভর্ৎসনা বিচারপতির।
হেফাজতে লালনের মৃত্যু, ৭ সিবিআই অফিসারের বিরুদ্ধে এফআইআর পরিবারের। ৪ নম্বরে নাম গরুপাচার মামলার CBI-এর IO সুশান্ত ভট্টাচার্যর।
মত আলাদা হলেও তৃণমূলের মতো বোমা-বন্দুক নিয়ে লড়ব না কি? শুভেন্দুর সঙ্গে মতপার্থক্য বিতর্কে মন্তব্য দিলীপের। দলবদলুদের নিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, কটাক্ষ কুণালের।
আসানসোলে শুভেন্দুর অনুষ্ঠানে হুড়োহুড়িতে ৩ জনের মৃত্যু, গ্রেফতার ৬। অনিচ্ছাকৃত খুন, খুনের চেষ্টার ধারায় মামলা। সস্ত্রীক বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধেও মামলা।
পরিবহণকর্মীদের সামাজিক সুরক্ষা, বেতন বৃদ্ধির দাবি।
লালবাজার অভিযানে বাম শ্রমিক সংগঠন।
সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু সিটুর মিছিল।
মাঠে লাঙল চষলেন, চাষীদের বাড়িতে ঢুকে ধান ঝাড়লেন। মাথায় করে বইলেন খড়। চাষের জমিতে বসে খেলেন দুপুরের খাবার। পঞ্চায়েত ভোটের আগে, নদিয়ার বীরনগরে জনসংযোগে তৃণমূল নেতা। পুরোটাই নাটক, শীর্ষ নেতৃত্বের কাছে নম্বর বাড়ানোর চেষ্টা, পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।
আজ চলতি মরশুমের শীতলতম দিন। একদিনে প্রায় ২ ডিগ্রি কমল তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বিভিন্ন জেলাতেও নেমেছে পারদ। কাল থেকে শুরু হচ্ছে পৌষমাস। তার আগে রাজ্যে কিছুটা হলেও ফিরল শীতের আমেজ।
দোতলা বাড়ি থাকা সত্ত্বেও পঞ্চায়েত কর্মীর পরিবারের সদস্যের নাম এসেছে আবাস যোজনার তালিকায়। এবার ঝাড়গ্রামের নেদাবহড়া গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে উঠল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ। অন্যদিকে, খুদমরাই গ্রাম পঞ্চায়েতে বিজেপি পঞ্চায়েতে সদস্যার শ্বশুরের নাম উঠল আবাস যোজনার তালিকায়।
নন্দীগ্রামে তৃণমূলের বুথ সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের, বোমাবাজির অভিযোগে অস্বীকার করে পাল্টা বিজেপি।
আসানসোলে শুভেন্দুর অনুষ্ঠানে হুড়োহুড়িতে ৩ জনের মৃত্যুতে ধৃত ৫।
ধৃত ৫ জনই শুভেন্দুর অনুষ্ঠানের সংগঠক।
অনিচ্ছাকৃত খুন, খুনের চেষ্টার ধারায় মামলা রুজু।
জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধেও মামলা রুজু আসানসোল উত্তর থানার পুলিশের।
এফআইআর করিয়েছে তৃণমূল, অভিযোগ জিতেন্দ্রর।
হেফাজতে লালন শেখের মৃত্যুর তদন্তে বগটুই গ্রামে সিআইডি। লালন শেখের স্ত্রীর বয়ান রেকর্ড করবে রাজ্য গোয়েন্দা সংস্থা। সোমবার জেরার সময় লালনকে কি মারধর করা হয়েছিল? কীভাবে মৃত্যু হল বগটুইকাণ্ডে মূল অভিযুক্তের? তা জানতে একই মামলায় অভিযুক্ত জাহাঙ্গির শেখকে গতকালই রামপুরহাট জেলে গিয়ে জেরা করে সিআইডি।
শুভেন্দুর রক্ষাকবচকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে রাজ্য। হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে যাওয়ার পরামর্শ সুপ্রিম কোর্টের। মিলল মামলা দায়েরের অনুমতি।
আসানসোলে বিজেপির কম্বল প্রদান অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় ৩ জনকে আটক করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, আটক হওয়া প্রত্যেকেই ওই অনুষ্ঠানের উদ্যোক্তা। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধেও অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ।
আসানসোলে বিজেপির কম্বল প্রদান অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনায় ৩ জনকে আটক করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, আটক হওয়া প্রত্যেকেই ওই অনুষ্ঠানের উদ্যোক্তা। বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধেও অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করেছে পুলিশ।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মিঠুন চক্রবর্তীকে আমন্ত্রণ না জানানোর অভিযোগে সরব বিজেপির একাধিক শীর্ষ নেতা। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের পর এবার দিলীপ ঘোষও আমন্ত্রণ-বিতর্কে রাজ্য সরকারের কড়া সমালোচনা করলেন। বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতির কটাক্ষ, রাজ্যের সমস্ত প্রতিষ্ঠান থেকে মন্ত্রিসভা পর্যন্ত তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে।
ভর সন্ধেয় নিরাপত্তারক্ষীর বাড়িতে চুরি! আলমারি ভাঙা। বিছানা লন্ডভন্ড। গোটা ঘর তছনছ। সার্ভে পার্কের ২৪ এর ১ ফ্রেন্ডস রো-তে ভাড়া থাকেন বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী অভিজিৎ সাহা। অভিযোগকারীর দাবি, গতকাল সন্ধ্যায় বাড়ি ফাঁকাই ছিল।
কোচবিহারের বাবুরহাটে শ্যুটআউটের দু'ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত সহ ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
মা উড়ালপুলে ফের দুর্ঘটনা।
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিকের লেনে গাড়ি।
গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত উড়ালপুলের পোস্ট।
গাড়ির চালক-আরোহীরা মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ।
দুর্ঘটনায় জখম একজনকে হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ।
গত এক সপ্তাহে মা উড়ালপুলে তৃতীয় দুর্ঘটনা।
প্রেক্ষাপট
১। ভর সন্ধ্যায় কোচবিহারের বাবুরহাটে শ্যুটআউটের অভিযোগ। আহত ২ যুবক।মত্ত দুষ্কৃতীর বিরুদ্ধে এলোপাথা়ড়ি গুলি চালানোর অভিযোগ।
২। রাজশেখর মান্থার জন্যই বেপরোয়া শুভেন্দু', এবার বিচারপতির নাম করে বেনজির আক্রমণে কুণাল।
৩। বিচারব্যবস্থাকে বেলাগাম আক্রমণ, আদালত অবমাননার কড়া পদক্ষেপ নেওয়া উচিত, বলছেন আইনজীবীরা। অশনি সঙ্কেত দেখছেন রাজনৈতিক বিশ্লেষকদের।
৪। শুভেনদুর রক্ষাকবচকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে রাজ্য। হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে যাওয়ার পরামর্শ সুপ্রিম কোর্টের। মিলল মামলা দায়েরের অনুমতি।
৫। হাজরার সভা থেকে শুভেন্দুর খোঁচা, আসানসোল নিয়ে পাল্টা দিলীপ।
৬। দিলীপের কটাক্ষের মুখেও সুর নরম শুভেন্দুর। খোঁচা কুণালের।
৭। পদপিষ্ট হয়ে ৩জনের মৃত্যু। কেন সংকীর্ণ ব্যারিকেডে এত মানুষর ভিড়? কেন ছিল না অ্যাম্বুল্যান্স, পুলিশ। ক্ষোভে ফুঁসছে আসানসোল।
৮। কীভাবে আসানসোলে শুভেনদুর অনুষ্ঠানে বিশৃঙ্খলা? ৩জনের মৃত্যুতে তদন্ত কমিটি গঠন করল পুলিশ। হতাহতদের পরিবারকে দেওয়া হল আর্থিক সাহায্য।
৯। কীভাবে হেফাজতে বগটুইকাণ্ডের মূল অভিযুক্তের মৃত্যু? আরেক ধৃতকে জেলে গিয়ে জেরা করল সিআইডি। সিবিআই-এর রামপুুরহাটের ক্যাম্পে গেল ফরেন্সিক দল।
১০। ৯ জানুয়ারি পর্যন্ত পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। শুভেনদুর করা জনস্বার্থ মামলায় অ্ন্তর্বর্তী নির্দেশ হাইকোর্টের।
১১। মেডিক্যালে পড়ুয়াদের অনশনের ৭দিন পার। পাশে অপর্ণা। অগণতান্ত্রিকভাবে ছাত্র ভোট বন্ধের অভিযোগ। মাঝে মাঝেই বলেন, আজ তো ফিল্ম ফেস্টিভ্যাল, খোঁচা কুণালের।
১২ । ওড়িশা উপকূল থেকে অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ, সন্ধে নামতেই কলকাতা থেকে জেলায় জেলায় পুব আকাশে আলোর ছটা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -