West Bengal News Live: পুরনির্বাচনে সন্ত্রাসের অভিযোগ, ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংরক্ষণের নির্দেশ

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

abp ananda Last Updated: 16 Feb 2022 03:16 PM
WB News Live Updates: ভোট-‘সন্ত্রাসে’ হলফনামা তলব

বুলেট, বোমা, দেদার ছাপ্পা - রাজ্যের ৪ পুরসভার নির্বাচনে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ! সেই সংক্রান্ত মামলাতেই বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল, ৪ পুরসভা ভোটের সমস্ত ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করতে হবে। সন্ত্রাসের অভিযোগে রাজ্য নির্বাচন কমিশন ও সরকারের বক্তব্য, হলফনামা দিয়ে জানাতে হবে। আসন্ন ১০৮টি পুরসভায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কমিশন এবং রাজ্য সরকার কী ভাবনা, তাও জানাতে হবে হলফনামায়।

West Bengal News Live Updates: ক্লাসে ফিরল কচিকাঁচার দল

বসন্তের সকালে কচিকাঁচার কলরবে ক্লাসরুমগুলো যেন ফের প্রাণ ফিরে পেল। শেষ হল সব অপেক্ষার। দীর্ঘ দু’বছরের ফাঁড়া কাটিয়ে ফের স্কুলে ফিরল ছোটোরা। 

WB News Live Updates: বিজেপিতে বড়সড় ভাঙন ধরানোর দাবি তৃণমূলের

পুরভোটের মুখে উত্তর দিনাজপুরের ইসলামপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে বিজেপিতে বড়সড় ভাঙন ধরানোর দাবি করল তৃণমূল। ঘাসফুল শিবিরের দাবি, পঞ্চাশটি পরিবারের বিজেপি কর্মী ও সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন। গেরুয়া শিবিরের অভিযোগ, পুরোটাই শাসকদলের মিথ্যা প্রচার।

West Bengal News Live Updates: রেক থেকে ধোঁয়া, বন্ধ থাকে মেট্রো চলাচল

রেক থেকে ধোঁয়া বেরোতে দেখে বন্ধ রাখা হয় মেট্রো চলাচল। শোভাবাজার স্টেশনে মেট্রোর রেক থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। প্রায় ১২ মিনিট ডাউন লাইনে বন্ধ থাকে মেট্রো চলাচল। এরপর মেট্রো চলাচল আবার স্বাভাবিক হয়। 

WB News Live Updates: ‘আগামীদিনে কোচবিহার, নবদ্বীপ হেরিটেজ শহর হবে’

মুখ্যমন্ত্রী বলেন, ‘কামতাপুরী ভাষা উন্নয়নের জন্য আলাদা বোর্ড হবে। আগামীদিনে কোচবিহার, নবদ্বীপ হেরিটেজ শহর হবে’। 

West Bengal News Live Updates: ‘নারায়ণী সেনাদের জন্য ৭০০-৮০০ সরকারি চাকরির ব্যবস্থা হবে’

এদিন বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘নারায়ণী সেনারা চাইলে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হবে। নারায়ণী সেনাদের জন্য ৭০০-৮০০ সরকারি চাকরির ব্যবস্থা হবে। সামাজিক কর্মসূচিতে বিভিন্নভাবে তারা অংশ নিতে পারবে’। 

WB News Live Updates: ‘১৫ ফুটের বীর চিলা রায়ের মূর্তি বসানো হবে’

কোচবিহার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘চিলা রায়ে সম্মানেই রাজ্য পুলিশে নারায়ণী সেনা ব্যাটেলিয়ান তৈরি হয়েছে। বীর চিলা রায়ের গ্র্যান্ড স্ট্যাচু তৈরি করবে রাজ্য সরকার। ১৫ ফুটের বীর চিলা রায়ের মূর্তি বসানো হবে। কোচবিহারের বাবুরহাটে বসবে বীর চিলা রায়ের স্ট্যাচু। বীর চিলা রায়ের নামে রাস্তা হবে’। 

West Bengal News Live Updates: রাজ্যের বাকি ১০৮ পুরসভার ভোটের ফলাফলের দিনঘোষণা

রাজ্যের বাকি ১০৮ পুরসভার ভোটের ফলাফলের দিনঘোষণা। ২ মার্চ রাজ্যের বাকি ১০৮ পুরসভার ফল ঘোষণা। বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন। ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ পুরসভায় ভোট। 

WB News Live Updates: মেদিনীপুরে ৫ নেতা-নেত্রীকে শোকজ করল বিজেপি

পুরভোটে দলীয় প্রার্থীর বিরোধিতা করে নির্দল হিসেবে দাঁড়ানোয় মেদিনীপুরে ৫ নেতা-নেত্রীকে শোকজ করল বিজেপি। একই ইস্যুতে একাধিক নেতা-নেত্রীকে বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল নেতৃত্ব। ২৭ ফেব্রুয়ারি মেদিনীপুর ও খড়গপুরে পুরভোট। দুটি পুরসভাতেই তৃণমূল ও বিজেপির একাধিক নেতা-নেত্রী টিকিট না পেয়ে সরাসরি দলীয় প্রার্থীর বিরুদ্ধেই চ্যালেঞ্জ ছুড়েছেন। এই পরিস্থিতিতে মেদিনীপুরে ৩ ও খড়গপুরে ২ জন নেতা-নেত্রীকে শোকজ করেছে বিজেপি নেতৃত্ব। অন্যদিকে, শোকজের রাস্তায় না হেঁটে বিক্ষুব্ধদের সরাসরি দল বহিষ্কার করার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। দু’ দলেরই কোনও শৃঙ্খলা নেই, বিজেপি ও তৃণমূলকে খোঁচা কংগ্রেসের। 

West Bengal News Live Updates: নির্দল কাঁটা সরাতে কড়া বার্তা দিলেন এলাকার তৃণমূল বিধায়ক

তমলুক পুরসভায় নির্দল কাঁটা সরাতে কড়া বার্তা দিলেন এলাকার তৃণমূল বিধায়ক ও সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। চার নম্বর ওয়ার্ডের তৃণমূলের বিক্ষুব্ধ নির্দল প্রার্থীর নাম নিয়ে সতর্ক করলেন তিনি। যদিও নির্দল প্রার্থী তাতে আমল দিতে নারাজ। এই ঘটনায় শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।

WB News Live Updates: SSC-র গ্রুপ সি নিয়োগে ডিভিশন বেঞ্চে রাজ্য

SSC-র গ্রুপ সি নিয়োগে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য।বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে আবেদন। এর আগে SSC-র গ্রুপ সি নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সেই নির্দেশ খারিজের আবেদন জানিয়ে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য। আগামীকাল শুনানির সম্ভাবনা।

West Bengal News Live Updates: বীর চিলা রায়ের জন্ম বার্ষিকীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

কোচবিহারে বীর চিলা রায়ের জন্ম বার্ষিকীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাল্যদান করলেন বীর চিলা রায়ের মুর্তিতে।

WB News Live Updates: সুন্দরবন ভ্রমণে এসে ফের বাঘের দর্শন

সুন্দরবন ভ্রমণে এসে ফের বাঘের দর্শন পেলেন পর্যটকরা। সুন্দরবনের পিরখালি ৬ নম্বর জঙ্গলে মঙ্গলবার দুপুরে একটি রয়েল বেঙ্গল টাইগার এর দর্শন পান কলকাতা থেকে আগত একদল পর্যটক। জঙ্গলের পাশে নদীর চরে বসে বাঘটি রোদ পোহাচ্ছিল। নদীতে ভ্রমণের সময় পর্যটকরা সেই দৃশ্য দেখে নিজেদের মোবাইল ফোনেই তা ক্যামেরা বন্দী করেন। সুন্দরবন ভ্রমণে এসে বাঘের দর্শন মেলায় যথেষ্ট খুশি পর্যটক দলটি।

West Bengal News Live Updates: পুরভোটের আগে তমলুকে তৃণমূলের নির্দল-অস্বস্তি

পুরভোটের আগে তমলুকে তৃণমূলের নির্দল-অস্বস্তি। দলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোটে দাঁড়ানো প্রবীণ তৃণমূল নেতাকে কড়া বার্তা দিলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। দলে থেকে বিরোধিতা করলে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিলেন  তমলুকের বিধায়ক।এরপরও নিজের সিদ্ধান্তে অনড় তমলুক পুরসভার ৩ বারের তৃণমূল কাউন্সিলর ভানু সাহা। ৪ নম্বর ওয়ার্ডে এবার বিদায়ী কাউন্সিলর ভানু সাহার পরিবর্তে তৃণমূল প্রার্থী করেছে বিমল ভৌমিককে। তাঁর দাবি, স্থানীয় তৃণমূল কর্মীদের উত্সাহেই তিনি নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়ছেন। বিজেপির কটাক্ষ, তৃণমূলের গোষ্ঠীকোন্দলের নেপথ্যে টাকা নিয়ে প্রার্থী নির্বাচন। 

WB News Live Updates: সন্ধ্যা মুখোপাধ্যায়কে গান স্যালুটে জানানো হবে শেষ শ্রদ্ধা

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে। তার আগে বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রবীন্দ্র সদনে শায়িত থাকবে তাঁর মরদেহ। সেখানে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগীরা। শেষকৃত্যে যোগ দিতে উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেওড়াতলা মহাশ্মশানে সন্ধ্যা মুখোপাধ্যায়কে গান স্যালুটে জানানো হবে শেষ শ্রদ্ধা। 

West Bengal News Live Updates: ভবানীপুরের রত্ন ব্যবসায়ী খুনের ঘটনায় পুলিশের হাতে নতুন তথ্য

ভবানীপুরের রত্ন ব্যবসায়ী খুনের ঘটনায় পুলিশের হাতে নতুন তথ্য। মুক্তিপণ নিয়ে পালানোর সময় যে ট্যাক্সিতে চড়ে অভিযুক্ত পালায়, সেটিকে চিহ্নিত করেছে পুলিশ। জোড়াবাগান থানা এলাকার যদুনাথ মল্লিক লেনে খোঁজ মিলেছে হলুদ ট্যাক্সির। চালককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে চালক দাবি করেন, ভিক্টোরিয়া সাউথ গেটের কাছে মুক্তিপণ নেওয়ার পর ট্যাক্সিতে উঠে ক্যাথিড্রাল রোড, পার্ক স্ট্রিট হয়ে হাওড়া স্টেশনে পৌঁছয় অভিযুক্ত। সেখানেই তাকে নামিয়ে দেন চালক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ফোনের তার জড়িয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে ব্যবসায়ীকে। পরিবারের অভিযোগ, আপত্তিকর ছবি ফাঁসের হুমকি দিয়ে ২৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়।

WB News Live Updates: ফের শোভারানি মণ্ডলের বাড়িতে হামলা

পুরভোটের আগে ফের শোভারানি মণ্ডলের বাড়িতে হামলা। ভাটপাড়া পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডে এবার বিজেপির প্রার্থী বিধানসভা ভোট-পরবর্তী সন্ত্রাসের ঘটনায় মৃত শোভারানি মণ্ডলের পুত্রবধূ সুমিত্রা মণ্ডলকে এবার ভাটপাড়া পুরসভার ২৮ নম্বর ওয়। অভিযোগ, গতকাল রাতে শ্যামনগরে তাঁর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও এ নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

West Bengal News Live Updates: তপসিয়ার পিস ওয়ার্ল্ডে রয়েছে গীতশ্রীর দেহ

মঙ্গলের সন্ধ্যায় সুরের আকাশ থেকে ঝরে গেল সন্ধ্যা-তারা। প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। পূর্ণ মর্যাদায় শেষকৃত্য হবে আজ। 

WB News Live Updates: গীতশ্রীর প্রয়াণে স্মৃতিমেদুর মমতা

উনি ভারতের রত্ন। কোভিড থেকে সেরে ওঠার পর এটা যে কী হল। নিজে এত ভাল গান গাইতেন তবুও আমাকে বলতেন গান গাইতে, গীতশ্রীর প্রয়াণে স্মৃতিমেদুর মমতা বন্দ্যোপাধ্যায়।  

West Bengal News Live Updates: তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নামলেন বিজেপি প্রার্থী

দল টিকিট দিয়েছে। কিন্তু তিনি ভোটে লড়বেন না। ভাটপাড়ার ২ নম্বর ওয়ার্ডে, তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে নামলেন বিজেপি প্রার্থী। তৃণমূল হুমকি দিয়ে এসব করাচ্ছে বলে অভিযোগ অর্জুন সিংয়ের। যদিও তা মানতে নারাজ ভোটে না লড়তে চাওয়া বিজেপি প্রার্থীই।

WB News Live Updates: সুরের আকাশ থেকে ঝরে গেল সন্ধ্যা-তারা

সুরের পথ থেমে গেল। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। আজ বেলা বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রবীন্দ্র সদনে শায়িত থাকবে কিংবদন্তী শিল্পীর নশ্বর দেহ। শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রী। গান স্যালুটে জানানো হবে শেষ শ্রদ্ধা।

West Bengal News Live Updates: রাজ্য সভাপতির বিতর্কিত মন্তব্য ভাইরাল

পার্টি অফিসে কর্মীদের লাঠি নিয়ে বসার নির্দেশ বিজেপির রাজ্য সভাপতির। পুরভোটের মুখে সুকান্ত মজুমদারের বিতর্কিত এই মন্তব্যের ভিডিও ভাইরাল! উস্কানি দেওয়ার অভিযোগে সরব হয়েছে তৃণমূল। যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির।

West Bengal News Live: স্কুলের গ্রুপ-ডিতে নিয়োগে দুর্নীতির অভিযোগ

স্কুলের গ্রুপ-ডিতে নিয়োগে দুর্নীতির অভিযোগ। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের CBI অনুসন্ধানের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। সোমবার ফের এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে।

প্রেক্ষাপট

কলকাতা: সঙ্গীতের সোনালি আকাশে ঘনাল নিকষ কালো সন্ধ্যা। আর ডানা ঝাপটাবে না ‘উজ্জ্বল এক ঝাঁক পায়রা’। পাখায় পাখায় সুরের রং ছড়াবে না প্রজাপতি। প্রয়াত গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সংস্কৃতি জগত্‍। শোকস্তব্ধ প্রতিবেশীরা। মঙ্গলবার রাত সোয়া দশটা নাগাদ হাসপাতাল থেকে বের করা হয় গীতশ্রীর মরদেহ। রাত দশটা ২৩-এ দেহ পৌঁছয় তপসিয়ার পিস ওয়ার্ল্ডে (Peace World)। রাতে এখানেই রাখা হয় দেহ। বুধবার বেলা ১২টা থেকে রবীন্দ্রসদনে (Rabindrasadan) শায়িত থাকবে গীতশ্রীর নশ্বর দেহ। এখানে বিকেল পাঁচটা পর্যন্ত শেষ শ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগীরা। তিনি নেই। ভাবতেই পারছেন না অনুরাগীরা। গানের কথায় তাঁরা যেন বলতে চাইছেন, ‘কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে’। এদিকে, কিংবদন্তী সঙ্গীতশিল্পীকে শ্রদ্ধা জানাতে উত্তরবঙ্গ (North Bengal) সফর কাটছাঁট করে ফিরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 


২৭ বছর পর জেল থেকে মুক্তি পেলেন, প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক রমজান আলির স্ত্রী। স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি। যদিও ছেলের দাবি, বাবার মৃত্যুর জন্য কোনওদিন দায়ী ছিলেন না মা।                                                                                                                                   


পুরভোটের মুখে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ ঘিরে সরগরম বীরভূম ও মুর্শিদাবাদের রাজনীতি। শাসক দলের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ বিরোধীদের। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।


চেয়ারম্যান ও এক সদস্যের পদ কয়েকমাস ধরে শূন্য রয়েছে। তার ফলে কার্যত বন্ধ রাজ্য মানবাধিকার কমিশনের কাজকর্ম। জমছে মামলা। সূত্রের খবর, কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে রাজ্য স্বরাষ্ট্র দফতর থেকে উত্তর না পাওয়ায় থমকে রয়েছে কাজ।


ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজ শুরুর আগে ইডেন গার্ডেন্সে সৌরভ গঙ্গোপাধ্যায়। পরীক্ষা করে দেখলেন ইডেনের পিচ। কথা বললেন পিচ কিউরেটরের সঙ্গে। সঙ্গে ছিলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়াও। 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.