West Bengal News Live : প্রোমোটিংয়ে বাধা দেওয়ায় মহিলাকে অ্যাসিড খাইয়ে মারার অভিযোগ
West Bengal News Update : নজরে '২৪, আজ শুরু বিজেপির জাতীয় কর্ম সমিতির বৈঠক। আজ মুর্শিদাবাদে সরকারি জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়া DA নিয়ে আজ সুপ্রিম কোর্টের নতুন বেঞ্চে শুনানি।
আবাস তালিকা নিয়ে বিডিওর বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠল বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকে। সরকারি আধিকারিকের বিরুদ্ধে তৃণমূল বিধায়ককে নালিশ জানালেন পঞ্চায়েত প্রধান। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন হাসনের বিধায়ক। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করেছেন বিডিও। নিজেদের দুর্নীতি ঢাকতে বিডিওকে কাঠগড়ায় তুলছে তৃণমূল, কটাক্ষ করেছে বিজেপি।
দিলীপ ঘোষকে বিজেপির সর্বভারতীয় সভাপতি দেখতে চান কুণাল ঘোষ! 'জেপি নাড্ডা নিজের রাজ্যেও ভোটে হেরেছেন, উনি কেন ফের সভাপতি হবেন? দিলীপ ঘোষ ভোটেও জিতেছেন, আবার নিয়মিত তৃণমূলকেও আক্রমণ করেন। মমতাদির তৈরি ইকো পার্কে বিশুদ্ধ অক্সিজেন নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন দিলীপ ঘোষ', সর্বভারতীয় সহ সভাপতি থেকে তো প্রোমোশন পাওয়া উচিত দিলীপ ঘোষের, মন্তব্য কুণালের।
সরকারি টাকা আত্মসাতের অভিযোগ উঠল মুর্শিদাবাদের তৃণমূল পরিচালিত দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত প্রধানের ভাইরাল অডিও ক্লিপ ঘিরে শুরু হয়েছে তরজা। ভাইরাল অডিও ক্লিপ প্রকাশ্য়ে আসতেই পঞ্চায়েত প্রধানের দাবি, দুর্নীতির অভিযোগ মিথ্যা। যদিও বক্তব্যে অনড় অঞ্চল সভাপতি।
আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হলেন ভাঙড়ের প্রাক্তন সিপিএম বিধায়কের ছেলে। অন্যদিকে জয়নগরে আগ্নেয়াস্ত্র-সহ দুজন ধরা পড়েছে পুলিশের জালে। পূর্ব মেদিনীপুরের মারিশদা ও মালদার মানিকচকে উদ্ধার হয়েছে প্রচুর তাজা বোমা।
কেন্দ্রীয় দল আসার আগে, মিড ডে মিল নিয়ে তৎপর হল রাজ্য সরকার। শুক্রবার পর্যন্ত রাজ্যের সমস্ত স্কুলে বিশেষ পরিদর্শন চলবে। ওইদিনই কেন্দ্রীয় প্রতিনিধিদের আসার কথা রয়েছে। কেন্দ্রীয় দল আসার আগে মিড ডে মিল নিয়ে খুঁটিনাটি তথ্য প্রতিদিন পাঠাতে হবে রাজ্য সরকারকে।
ফ্ল্যাটের পাশ থেকে দোকান সরাতে চাপ দেওয়া হয়েছিল? রাজি না হওয়ায় দোকানের মালিককে অ্যাসিড খাইয়ে খুন করা হয়েছে? চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে তপ্ত হয়ে উঠল হরিদেবপুরের পূর্ব পাড়া। বিক্ষোভের মুখে পড়ল পুলিশ। যদিও পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, জোর করে অ্যাসিড খাওয়ানোর কথা ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ নেই।
শিয়ালদায় পূরবী সিনেমা হলের কাছে ভেঙে পড়ল বিপজ্জনক বাড়ির সিঁড়ির একাংশ! অল্পের জন্য রক্ষা পেল এক কিশোর! আটকে পড়লেন আরও তিনজন! পরে দমকল গিয়ে সবাইকে উদ্ধার করে। ঘটনাস্থলে যান কলকাতার পুলিশ কমিশনার। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দেখা প্রথমে না মিললেও, গিয়েছিলেন এলাকার বিধায়ক।
পঞ্চায়েতের আগে মদনের 'কাঁকর ছাঁটা, ঢেঁকি, বাতাসা' হুঙ্কার। 'কাঁকর ছাড়া ঢেঁকি ছাঁটা পরিষ্কার সুগন্ধী চালের মতো ব্যালট পেপারে ভোট হবে, তৃণমূল নেতারা ৭ দিন ঘুরলে কোনও গ্রামে আর ঢেঁকি ছাঁটা বাকি থাকবে না'। 'অনেক খুঁজেও কোথাও কোনও বিরোধী পাচ্ছি না, আমাদের মনে হয় না, বুথে কোনও এজেন্ট থাকবে, যদি বিরোধী এজেন্ট কোথাও থাকে, তাহলে ফেরার সময় বাতাসা দেব, ভোট শেষে হাতে একটা করে বাতাসা দিয়ে দেব, বলব মহাপ্রসাদ'। ব্যারাকপুরের মোহনপুরের কর্মসূচি থেকে বিরোধীদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি মদনের।
হরিদেবপুরে প্রোমোটিংয়ে বাধা দেওয়ায়, মহিলাকে অ্যাসিড খাইয়ে মারার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। হরিদেবপুর পূর্ব পাড়ায় বছর ৪৬-এর ওই মহিলার বাড়ি লাগোয়া মুদিখানার দোকান রয়েছে। এদিন সকালে ওই দোকানের সামনে থেকে মহিলাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবারের অভিযোগ, প্রোমোটিংয়ের জন্য জোর করে জমি লিখিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন পাশের আবাসনের কয়েকজন বাসিন্দা। রাজি না হওয়ায় মহিলাকে অ্যাসিড খাইয়ে দেওয়া হয়। কীভাবে মৃত্যু, খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ। ৩ অভিযুক্তকে আটক করা হয়েছে। একজন পলাতক।
এবার রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানোর বিরোধিতায় সরব মমতা বন্দ্যোপাধ্যায়। 'দিল্লি, উত্তরপ্রদেশ, অসমে কেন যায় না সেন্ট্রাল টিম? বাংলায় বিজেপিকে পোকা কামড়ালেও সেন্ট্রাল টিম পাঠাচ্ছে, একটা চকোলেট বোমা ফাটালেও এনআইএ আসে, বদলা আমি নেব না, কিন্তু বদল আমি করব, টাকা না দিয়ে সেন্ট্রাল টিম পাঠাচ্ছে, মানুষ জবাব দেবে, টাকা আমি জোগাড় করে নেব।' সাগরদিঘির সভা থেকে হুঙ্কার তৃণমূল নেত্রীর
দিকে দিকে ক্ষোভের মুখে দিদির দূতেরা, সরব মমতা। 'সমস্যা থাকলে নিশ্চয় বলবেন, সমাধান হবে, কারও কথা শুনে কুৎসা-অপপ্রচারে কান দেবেন না, বিজেপির নেতানেত্রীরাও তাঁদের আত্মীয়দের নাম আবাসের তালিকায় তুলেছিলেন, আমাদের কাছে সব তথ্য আছে', সাগরদিঘির সভা থেকে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঝালদা পুরসভায় চেয়ারপার্সন নির্বাচিত হলেন শীলা চট্টোপাধ্যায়। ঝালদা পুরসভায় বোর্ড গড়ল কংগ্রেস। ৬ কংগ্রেস কাউন্সিলরের সমর্থন নিয়ে চেয়ারপার্সন হলেন শীলা চট্টোপাধ্যায়।
'টাকা দিচ্ছে না কেন্দ্র।' বিজেপির সঙ্গে বামেদেরও একসারিতে এনে আক্রমণ মমতার।
'কেন্দ্র বলছে হিসাব দাও টাকা নাও। কেন্দ্র সরাসরি উপভোক্তার কাছে টাকা দিতে চাইছে। মাঝে বাধা হয়ে দাঁড়িও না।' প্রতিক্রিয়া শমীক ভট্টাচার্যের।
বিরোধী নেত্রী থাকাকালীন মমতাই তো সবকিছুতে সিবিআই চাইতেন, পাল্টা খোঁচা অগ্নিমিত্রা পালের।
দার্জিলিং পুরসভার নতুন চেয়ারম্যান হলেন দীপেন ঠাকুরি। সম্প্রতি হামরো পার্টি ছেড়ে অনীত থাপার দল, ভারতীয় গোর্খা
প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দেন পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এদিন চেয়ারম্যান নির্বাচনে উপস্থিত ছিলেন BGPM-এর ১৪ ও তৃণমূলের ২ জন কাউন্সিলর।
সাগরে পুণ্যস্নান সেরে ফেরার পথে, ঘন কুয়াশার জেরে ঘোড়ামারা দ্বীপের কাছে, মুড়িগঙ্গা নদীর চড়ায় ভেসেল আটকে বিপাকে পড়লেন পুণ্যার্থীরা। রাতভর ভেসেলেই আটকে রইলেন সাগর ফেরত ছশোরও বেশি যাত্রী।
মাঘের শুরুতেই ঘুরে দাঁড়াল শীত। এক ধাক্কায় পারদ নামল ৩ ডিগ্রি। দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।
নিয়োগ-দুর্নীতি মামলায় এবার সুবীরেশ, বাগদার রঞ্জন ও মিডলম্যান প্রসন্ন রায়ের ব্যাঙ্ক অ্য়াকাউন্টের নথি চাইল ইডি। চাওয়া হল ৩ জনের পরিবারের সদস্যদের সম্পত্তির নথি।
বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে বিক্ষোভের অভিযোগ, হাইকোর্টে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার ফ্যাক্ট ফাইন্ডিং টিম। কালাদিবস ঘিরেও রাজ্য বার কাউন্সিলের বিভাজন।
লালন-মৃত্যুর ঘটনায় সাসপেন্ড ভাদু-খুনের তদন্তকারী অফিসার ও বগটুইকাণ্ডের তদন্তকারী অফিসার। লালনের পাহারায় থাকা ২ কনস্টেবলও সাসপেন্ড। দায়িত্বে গাফিলতির অভিযোগ।
সাগরদিঘির মঞ্চ থেকে ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মমতা। 'কেউ যদি মনে করে এটা বিজেপির জমিদারি, তাহলে ভুল করছে'। 'বিরোধী দলগুলোকে ভাতে মেরে এই কেন্দ্রীয় রাজত্ব চলবে না'। 'কেন দেওয়া হবে না ১০০ দিনের টাকা, বিজেপি, সিপিএম জবাব দাও'। 'এই ক্ষমতা আজ আছে, কাল নেই'। 'আজ ক্ষমতায় আছে বলে হিরো, কাল ক্ষমতা না থাকলে বিগ জিরো'।
একদিকে,বিচারপতি রাজাশেখর মান্থার আদালত অবমাননার রুল জারির প্রতিবাদে আজ রাজ্যজুড়ে কালা দিবস পালন করছেন বার কাউন্সিলের আইনজীবীরা। অন্যদিকে, বিচারপতি মান্থার এজলাসের বাইরে বিক্ষোভের বিষয়ে খোঁজ নিতে এদিনই হাইকোর্টে আসছেন বার কাউন্সিলর অফ ইন্ডিয়ার ফ্যাক্ট ফাইন্ডিং টিমের ৩ প্রতিনিধি। যদিও বার কাউন্সিলের আইনজীবীদের কালা দিবস পালন ঘিরে ধরা পড়েছে বিভাজন। কালাদিবসের পাল্টা বিক্ষোভ দেখানোর কথা জানিয়েছে অল ইন্ডিয়া ল'ইয়ার্স ইউনিয়ন।
পূর্ব মেদিনীপুরের মারিশদার গোয়াগাছিয়া থেকে উদ্ধার হল ১৪টি তাজা বোমা। আজ সকালে পাশের খালে মাছ ধরতে গিয়ে বিষয়টি নজরে আসে গ্রামবাসীদের। দেখা যায়, মাঠের মধ্যে ছাই চাপা দিয়ে বোমাগুলিকে রাখা হয়েছে।
শনিবার দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের সামনেই বিজেপি নেতাকে সপাটে চড় কষান তৃণমূল কর্মী শিবম রায়। তাঁর বিরুদ্ধে জামিন যোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।ঘটনার পর ২ দিন কেটে গেলেও, শাসকদলের ওই কর্মী এখনও অধরা।
দত্তপুকুরে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে মন্ত্রীর সামনে বিজেপি নেতাকে চড় মারার ঘটনায় এবার আক্রান্তের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের হল। দত্তপুকুর থানায় বিজেপির মণ্ডল সভাপতি সাগর বিশ্বাসের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন এক তৃণমূল কর্মী।
পঞ্চায়েত ভোটের আগে ফের দক্ষিণ ২৪ পরগনায় অস্ত্র উদ্ধার হল।১৬ বছরের কিশোর-সহ ২ জনকে গ্রেফতার করেছে জয়নগর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার ও ২ রাউন্ড গুলি
আবাসে দুর্নীতির খোঁজে রাজ্যে দ্বিতীয় দফায় কেন্দ্রীয় দল। গেল দার্জিলিং ও কালিম্পঙে। বাংলাকে হেনস্থার চেষ্টা, আক্রমণ তৃণমূলের। দুর্নীতি করলে তদন্ত হবেই, পাল্টা বিজেপি।
দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২০২৪-এর লোকসভা নির্বাচনে একাধিক আঞ্চলিক দলের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এমনই মত প্রকাশ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ওঁর মতো অভিজ্ঞ, বিদ্বানের কথা মানে আদেশ। প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রী পদের কর্মখালি নেই! ফের ক্ষমতায় আসবেন মোদিই। অমর্ত্য সেনের সমালোচনা করে মন্তব্য বি
বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের বাইরে বিক্ষোভের বিষয়ে খোঁজ নিতে, কলকাতায় বার কাউন্সিলর অফ ইন্ডিয়ার ৩ প্রতিনিধি। আজ যাবেন হাইকোর্টে। রুল জারির বিরুদ্ধে আজ কালাদিবস পালনের ডাক রাজ্যের বার কাউন্সিলের। কালাদিবসের পাল্টা বিক্ষোভ দেখাবে অল ইন্ডিয়া ল'ইয়ার্স ইউনিয়ন।
দিদির সুরক্ষাকবচ কর্মসূচি ঘিরে ক্যানিং পশ্চিমে প্রকাশ্যে তৃণমূলের দুই পক্ষের কোন্দল। ঘটনা ঘিরে তুঙ্গে উঠল তৃণমূল বিধায়ক ও ব্লক সভাপতির বাগযুদ্ধ। দলীয় অন্তর্কলহের জেরে গোপালপুর গ্রাম পঞ্চায়েতে ভেস্তে গেল কর্মসূচি।
জেলায় জেলায় বিক্ষোভের মুখে দিদির দূতেরা। কোচবিহার, জলপাইগুড়িতে গ্রামবাসীদের প্রশ্নের মুখে রাজ্যের দুই মন্ত্রী। বীরভূমে বিক্ষোভের মুখে সিউড়ি, ময়ূরেশ্বর ও নানুরে বিধায়ক।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রাজ্য়ে দ্বিতীয় দফায় কেন্দ্রীয় প্রতিনিধি দল। গেল দার্জিলিং ও কালিম্পঙে। পুরোটাই প্রতিহিংসার রাজনীতি। বিজেপিকে নিশানা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। টাকা দেয়, হিসেব তো নেবেই, পাল্টা জবাব সুকান্ত মজুমদারের।
দত্তপুকুরে দিদির দূত মন্ত্রীর সামনে বিজেপি নেতাকে চড়। এখনও অধরা চড়কাণ্ডে মূল অভিযুক্ত তৃণমূল কর্মী। জামিনযোগ্য ধারায় মামলা। পথে নামার হুমকি বিজেপির। নেপথ্যে চক্রান্তের তত্ত্বে অনড় খাদ্যমন্ত্রী। চুরি করবে আবার চড়ও মারবে, পাল্টা লকেট চট্টোপাধ্য়ায়। পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন মহম্মদ সেলিমের।
মাঘের শুরুতেই কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী জেলায় হালকা বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা ছাড়াও বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ও হাওড়ায়। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন কুয়াশা থাকবে। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজও সকাল থেকে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে শহর। তবে ফের নামল পারদ। এক ধাক্কায় ৩ ডিগ্রি কমে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
হাইকোর্টের নির্দেশে আজ পুরুলিয়ার ঝালদা পুরসভায় চেয়ারম্যান নির্বাচন হচ্ছে। গতকাল রাত থেকেই পুরসভার ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। পুরসভা চত্বর ও আশপাশের এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে
প্রেক্ষাপট
আজকের শিরোনাম :
১। খারিজ পুলিশের আবেদন। অবশেষে জামিন পেলেন জলপাইগুড়ি ( Jalpaiguri ) অ্যাম্বুল্যান্সকাণ্ডে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য।
২। করোনার ( Coronavirus ) সময় থেকে ফ্রি সার্ভিস দিই, তার জন্যই চকখুশূল। অভিযোগ অংকুর দাসের। তদন্ত কমিটি তদন্ত করছে, প্রযোজনে উচ্চ জায়গায় যাব। পাল্টা জেলা অ্যাম্বুল্য়ান্স ইউনিয়ন।
৩। দত্তপুকুরে দিদির দূত ( Didir Doot ) মন্ত্রীর সামনে বিজেপি নেতাকে চড়। এখনও অধরা অভিযুক্ত তৃণমূল কর্মী। জামিনযোগ্য ধারায় মামলা পুলিশের। পথে নামার হুমকি বিজেপির।
৪। তৃণমূলকে ( TMC ) হেয় করতে পরিকল্পিত ঘটনা, চক্রান্তের তত্ত্বে অনড় খাদ্যমন্ত্রী। চুরি করবে আবার চড়ও মারবে, পাল্টা লকেট। পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন মহম্মদ সেলিমের।
৫। জেলায় জেলায় ( District ) বিক্ষোভের মুখে দিদির দূতেরা। কোচবিহার, জলপাইগুড়িতে গ্রামবাসীদের প্রশ্নের মুখে রাজ্যের দুই মন্ত্রী
৬। অনুব্রতর জেলা বীরভূমে ( Birbhum ) বিক্ষোভের মুখে তৃণমূলের তিনজন বিধায়ক।
৭। দিদির সুরক্ষাকবচ কর্মসূচি ঘিরে ক্যানিং পশ্চিমে তৃণমূলের কোন্দল। ভেস্তে গেল কর্মসূচি। (অ্যাম্বিঃ আঙুল উঁচিয়ে শাসানি, হাতাহাতি, ছেড়া হল ব্যানার)
সুরক্ষা কবচেও 'কোন্দল'
৮। আবাসে দুর্নীতির খোঁজে রাজ্যে দ্বিতীয় দফায় কেন্দ্রীয় দল। গেল দার্জিলিং ও কালিম্পঙে। বাংলাকে হেনস্থার চেষ্টা, আক্রমণ তৃণমূলের। দুর্নীতি করলে তদন্ত হবেই, পাল্টা বিজেপি।
ফের রাজ্যে কেন্দ্রীয় দল
৯। চাঁচলে মিড ডে মিলের চালে মরা টিকটিকি, ইঁদুর। কেন্দ্রীয় দল আসার আগে সাসপেন্ড ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও স্কুল সাব ইনস্পেক্টর। বরখাস্ত চুক্তিভিত্তিক কর্মী।
১০। বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে বিক্ষোভ, রাজ্যে এল বার কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা। আজ রাজ্য বার কাউন্সিলের কালাদিবস পালনের ডাকেও বিভাজন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -