West Bengal News Live: কলকাতায় মারাত্মক হারে বাড়ছে বায়ু দূষণ, নিয়ন্ত্রণে তত্পর কলকাতা পুরসভা
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
কয়েক মাস পরই, রাজ্যে পঞ্চায়েত ভোট হওয়ার কথা। তার আগে, সংগঠন মজবুত করতে, প্রযুক্তিকে হাতিয়ার করে ঝাঁপিয়ে পড়ছে বিজেপি। কল সেন্টারের মাধ্যমে শুরু হচ্ছে সদস্য সংগ্রহ অভিযান।
মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী জাতির বিরোধী। রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর প্রসঙ্গ টেনে এই অভিযোগ করে পোস্টার দিয়েছে বিজেপি। মালদা ও পশ্চিম মেদিনীপুরের পিংলায় পড়েছে পোস্টার। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
পুলিশ পরিচয়ে পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। পুলিশের পোশাকে পরেই দেওয়া হয় প্রশিক্ষণ। ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি মেলায় ৩ জনকে গ্রেফতার, আটক করা হল ১৮জনকে। পুলিশের পোশাক, টুপি ও বেল্ট-সহ অন্যান্য সামগ্রী বাজেয়াপ্ত করেছে শিলিগুড়ির প্রধাননগর থানা। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণের সিদ্ধান্তের প্রতিবাদ। পথে নেমে বিক্ষোভ All India Bank Officers' Confederation’এর। AIBOC-র অভিযোগ, বেসরকারিকরণের প্রথম পদক্ষেপ হচ্ছে সংযুক্তিকরণ।
কলকাতায় মারাত্মক হারে বাড়ছে বায়ু দূষণ। এই পরিস্থিতিতে এবার, দূষণ নিয়ন্ত্রণে তত্পর কলকাতা পুরসভা। সেই সঙ্গে, সরকারি ও বেসরকারি, যে বাসের বিমা ও ফিট সার্টিফিকট নেই, তাদের সতর্ক করেছেন মেয়র।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গ্রুপ ডি পদে চাকরির জন্য সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করল নাগেরবাজার থানার পুলিশ। চাকরি-প্রতারণা চক্রে আর কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে।
প্রাক্তন নৌসেনা কর্মীর বাড়িতে মাদক কারবার! রীতিমতো, ল্যাবরেটরি খুলে, তৈরি হত হেরোইন। এমনই অভিযোগে কাটোয়া থেকে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন নৌসেনা কর্মী সহ ৪জনকে।
রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিজেপির পোস্টার ঘিরে বিতর্ক। মালদা ও পিংলায় বিজেপির পোস্টার ঘিরে বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী জাতির বিরোধী, পোস্টার বিজেপির।
রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মুর প্রসঙ্গ টেনে অভিযোগ বিজেপির। রাজ্যজুড়ে ৫০ হাজার পোস্টার দেওয়া হয়েছে, দাবি সুকান্ত মজুমদারের।
সামান্য কমলেও রাজ্যে ৩ হাজারের কাছে দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ২ হাজার ৮৩৯ জন। দৈনিক করোনা সংক্রমণে শীর্ষে কলকাতা, দ্বিতীয় উত্তর ২৪ পরগনা। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ৫৯৩ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে করোনা আক্রান্ত ৫৭৭ জন।
আগামীকাল আইসিএসই দশমের ফল প্রকাশ। আগামীকাল বিকেল ৫টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ। ওয়েবসাইট, এসএমএসের মাধ্যমেও জানা যাবে ফল।
মাত্র ৬ হাজার টাকার জন্য পুরুলিয়ায় বাবা-ছেলেকে পিটিয়ে খুন। দাবি পুলিশের। এক সপ্তাহের মাথায়, পুরুলিয়ায় পেট্রোল পাম্পের ম্যানেজার ও তাঁর ছেলেকে খুনের কিনারা। তিন বানজারাকে গ্রেফতার করল পুলিশ। টাকা লুঠে বাধা দেওয়াতেই খুন, প্রাথমিক তদন্তের পর দাবি পুলিশের। গত শনিবার রাতে, পেট্রোল পাম্প থেকে ফেরার পথে, বাড়ির কাছেই খুন হন পাম্পের ম্যানেজার মদনচন্দ্র পাণ্ডে ও তাঁর ছেলে কানাইলাল পাণ্ডে। ধৃতরা চুরি, ছিনতাইয়ে যুক্ত থাকলেও তাদের বিরুদ্ধে খুনের অভিযোগ আগে ওঠেনি বলে পুলিশের দাবি।
দিল্লি গেলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। ট্যুইট করে জানাল প্রধানমন্ত্রীর দফতর।
হৃদরোগে আক্রান্ত হয়ে গিয়েছিলেন দক্ষিণ ভারতে চিকিত্সা করাতে। কিন্তু, হাওড়ার শ্যামপুরের বাসিন্দা বছর সাঁইত্রিশের সুকুমার মণ্ডলকে জবাব দিয়ে দিয়েছিলেন সেখানকার চিকিত্সকরা। ফিরে আসার পর ক্রমশ স্বাস্থ্যের অবনতি হতে থাকায় সুকুমার মণ্ডলকে নিয়ে আরএন টেগোর হাসপাতালে যান বাড়ির লোকেরা। সেখানে একমাসেরও বেশি বিশেষ একটি যন্ত্রের সাহায্যে তাঁকে বাঁচিয়ে রাখা হয়। শেষপর্যন্ত ৭ জুলাই অ্যাপোলো হাসপাতালে এক রোগীর ব্রেন ডেথের পর তাঁর হার্ট আরএন টেগোর হাসপাতালে নিয়ে গিয়ে সুকুমার মণ্ডলের শরীরে প্রতিস্থাপন করা হয়। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন হাওড়ার শ্যামপুরের ওই রোগী।
স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও বাইক দুর্ঘটনায় গুরুতর জখম তরুণকে এসএসকেম হাসপাতালে ভর্তি না নেওয়ার অভিযোগ। পরে আহত তরুণকে ভর্তি করা হয় কলীঘাটের এক নার্সিংহোমে। যদিও এসএসকেএম কর্তৃপক্ষের দাবি, বেড না থাকায় ভর্তি নেওয়া যায়নি।
দার্জিলিং যাওয়ার পথে লাইনচ্যুত টয় ট্রেন। নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে লাইনচ্যুত। গয়াবাড়ি-তিনধরিয়ার কাছে লাইনচ্যুত পর্যটকবোঝাই টয় ট্রেন। টয় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে বিপত্তি। যাত্রীদের সকলেই সুরক্ষিত আছেন, জানাল রেল।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গ্রুপ ডি পদে চাকরির জন্য সোশাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করল নাগেরবাজার থানার পুলিশ। চাকরি-প্রতারণা চক্রে আর কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে।
কলকাতা পুরসভার সেক্রেটারি পরিচয়ে ভুয়ো ই মেল আইডি বানিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। নদিয়ার রানাঘাটে তল্লাশি চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছে লালবাজারের সাইবার ক্রাইম শাখার পুলিশ।
উত্তরবঙ্গে আরও অন্তত দু’দিন থাকবে গরম। ১৮ জুলাইয়ের পর উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর
তৃণমূলের একুশে জুলাইয়ের জন্য ট্যাক্সি চালকদের কাছ থেকে তোলা আদায়ের অভিযোগের পাল্টা মারধরের অভিযোগ। ঘটনায় দু’ পক্ষের ৫ জনকে গ্রেফতার করল এন্টালি থানার পুলিশ। পুলিশের দাবি, মারামারির ঘটনা ঘটে। তবে কী নিয়ে মারামারি খতিয়ে দেখা হচ্ছে। একুশে জুলাইয়ের জন্য তোলা আদায়ের অভিযোগ ওঠে কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শচীনকুমার সিং ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। গতকালই অভিযোগ অস্বীকার করেন তৃণমূল কাউন্সিলর।
মহুয়া মৈত্রর কালী-মন্তব্য নিয়ে অভিযোগ দায়েরের পরও এফআইআর না হওয়ার প্রতিবাদে বিজেপির বিক্ষোভ। বউবাজার থানার সামনে বিক্ষোভে সামিল বিজেপির মহিলা মোর্চার কর্মীরা। নেতৃত্বে মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী তনুজা চক্রবর্তী ও বিজেপি নেতা কল্যাণ চৌবে। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর মা কালীকে নিয়ে মন্তব্যের জেরে, ৬ জুলাই বউবাজার থানায় অভিযোগ দায়ের করে বিজেপির মহিলা মোর্চা।
মালদার গাজোলে দুর্ঘটনার কবলে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর গাড়ি। গাড়িতে ছিলেন না বিধায়ক। আহত হন বিধায়কের দুই নিরাপত্তা রক্ষী। ষড়যন্ত্রের অভিযোগ বিধায়কের।
কলকাতা থেকে পদাতিক এক্সপ্রেসে ফিরছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। পুলিশ সূত্রে খবর, আজ ভোরে বিধায়ককে নিতে মালদা টাউন স্টেশনে আসছিলেন তাঁর গাড়ি চালক। রাত সাড়ে ৩টে নাগাদ ৩৪ নম্বর জাতীয় সড়কে বিধায়কের গাড়িতে ধাক্কা মারে মালদাগামী লরি। লরির চালককে আটক করেছে গাজোল থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
কল্যাণী এইমসে পুত্রবধূকে বেআইনি ভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ। মুখ খুললেন চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ। ‘রাজনৈতিক প্রতিহিংসা থেকেই সিআইডি তদন্ত’
‘ঠিকাদার সংস্থার মাধ্যমে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন পুত্রবধূ। ভুল করে থাকলে ঠিকাদার সংস্থা করেছে। বিরোধী দলের বিধায়ক হওয়ায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে’
মন্তব্য চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের।
পঞ্চায়েত নির্বাচনে দুর্নীতিগ্রস্ত কাউকে প্রার্থী করা হবে না। মিনাখাঁয় ২১ শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে এই বার্তা দিলেন হাড়োয়ার তৃণমূল বিধায়ক। পাল্টা, বিজেপি কটাক্ষ করছে বলছে, দুর্নীতি ছাড়া তৃণমূলের নেতারা বাঁচতে পারেন না।
কলকাতা পুরসভার সেক্রেটারি পরিচয়ে ভুয়ো ই মেল আইডি বানিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। নদিয়ার রানাঘাটে তল্লাশি চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছে লালবাজারের সাইবার ক্রাইম শাখার পুলিশ।
নিউটাউন নতুন পুকুর ব্রিজের কাছে পথ দুর্ঘটনা। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হন তিন বাইক আরোহী। পুলিশ সূত্রে খবর, ভোর ৫টা নাগাদ নিউটাউনের নতুন পুকুর ব্রিজের কাছে দুটি বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। বাইক নিয়ে একজন পালিয়ে যান। আরেকটি বাইক আটক করেছে টেকনোসিটি থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গতকাল বাঘাযতীন কলোনির মাঠে পুলিশের পোশাক পরে প্রশিক্ষণ চলছিল। দেখে সন্দেহ হয় এক পুলিশ কর্মীর। প্রধাননগর থানায় খবর দিলে পুলিশ এসে সন্দেহভাজনদের আটক করে। ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর বয়ানে অসঙ্গতি মেলায় ৩ জনকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে পুলিশের পোশাক, টুপি ও বেল্ট-সহ নগদ টাকা।
পুলিশ পরিচয়ে বাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। শিলিগুড়ির বাঘাযতীন কলোনি থেকে গ্রেফতার ৩, আটক ১৮। গ্রেফতার হওয়া ৩ জনই প্রতারণা চক্রের পাণ্ডা। বাকি ১৮ জন প্রতারণা চক্রের শিকার।
মত্ত অবস্থায় তরুণকে পিটিয়ে মারার অভিযোগ উঠল তিন বন্ধুর বিরুদ্ধে। বীরভূমের ময়ূরেশ্বরের বহড়া গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে খবর, চার বন্ধু মিলে মদ্যপানের আসর বসায়। অভিযোগ, বাড়ি ফেরার পথে বচসার জেরে ২২ বছরের বিক্রম বাগদীকে পিটিয়ে মারে তিন বন্ধু। ধাক্কাধাক্কির জেরে পড়ে গিয়ে মৃত্যু, দেহে মেলেনি আঘাতের চিহ্ন, দাবি পুলিশের। অভিযুক্ত তিন বন্ধুকে আটক করেছে ময়ূরেশ্বর থানার পুলিশ। পরিবারের তরফে লিখিত অভিযোগ এখনও দায়ের হয়নি।
পূর্ণিমার ভরা কটালে উত্তাল বঙ্গোপসাগর। জলের তোড়ে ভেঙে গেল সাগরে কপিল মুনির মন্দিরের সামনে কংক্রিটের রাস্তা। পুবালি বাতাসে ভর করে অনেকটাই সমুদ্রের জলস্তর। আজ সকাল থেকেই বাঁধ উপচে জল ঢুকতে শুরু করে। সাধারণ মানুষ ও পর্যটকদের সতর্ক করতে মাইকে প্রচার শুরু করেছএ ব্লক প্রশাসন। সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। কপিল মুনির আশ্রমের সামনে কংক্রিটের রাস্তা দ্রুত মেরামতির আশ্বাস প্রশাসনের।
স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও বাইক দুর্ঘটনায় গুরুতর জখম ভেন্টিলেশনে থাকা তরুণকে ভর্তি না নিয়ে বিনা চিকিৎসায় অ্যাম্বুল্যান্সে ফেলে রাখার অভিযোগ উঠল এসএসকেএমের বিরুদ্ধে। পরিবার সূত্রে খবর, গতকাল রাতে গড়িয়ার কাছে ইএম বাইপাসে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হন সুদীপ্ত পাল নামে বছর উনিশের তরুণ।
অ্যাপের মাধ্যমে ঋণ দেওয়ার নামে অভিনব কৌশলে প্রতারণার অভিযোগ। ঋণ শোধ করার পরও, ব্ল্যাকমেলের পাশাপাশি ঋণ গ্রহীতাকে খুনের হুমকির অভিযোগ উঠল প্রতারকদের বিরুদ্ধে। অভিযোগ, লোন অ্যাপের মাধ্যমে ১০ হাজার টাকার ঋণ শোধ করার পরেও, চাপ দিয়ে টাকা দাবি করতে শুরু করে প্রতারকরা। লোন চোর বা মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠ ছবি সুপারইম্পোজ করে তা পাঠিয়ে দেওয়া হয় মোবাইলের কনট্যাক্ট লিস্টে থাকা পরিচিতদের কাছে। টাকা না দিলে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। বোটানিক্যাল গার্ডেন থানায় অভিযোগ জানিয়েছেন হাওড়ার দক্ষিণ বাকসাড়া এলাকার বাসিন্দা ওই ব্যক্তি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম সেল।
মাত্র ৬ হাজার টাকার জন্য পুরুলিয়ায় বাবা-ছেলেকে পিটিয়ে খুন। দাবি পুলিশের। এক সপ্তাহের মাথায়, পুরুলিয়ায় পেট্রোল পাম্পের ম্যানেজার ও তাঁর ছেলেকে খুনের কিনারা। তিন বানজারাকে গ্রেফতার করল পুলিশ। টাকা লুঠে বাধা দেওয়াতেই খুন, প্রাথমিক তদন্তের পর দাবি পুলিশের। গত শনিবার রাতে, পেট্রোল পাম্প থেকে ফেরার পথে, বাড়ির কাছেই খুন হন পাম্পের ম্যানেজার মদনচন্দ্র পাণ্ডে ও তাঁর ছেলে কানাইলাল পাণ্ডে। ধৃতরা চুরি, ছিনতাইয়ে যুক্ত থাকলেও তাদের বিরুদ্ধে খুনের অভিযোগ আগে ওঠেনি বলে পুলিশের দাবি।
বেড়ে চলা করোনা সংক্রমণের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে টম্যাটো ফ্লু। চিকিত্সকদের একাংশের দাবি, স্কুল খোলার পর এই রোগের উপসর্গ নিয়ে চিকিত্সার জন্য আসছে শিশুরা। পরিস্থিতির ওপর নজর রেখেছে স্বাস্থ্য দফতর।
এইমসে নিয়োগ দুর্নীতির অভিযোগে আরেক বিজেপি বিধায়কের দুয়ারে সিআইডি। চাকদার বিজেপি বিধায়কের পুত্রবধূর পর এবার বাঁকুড়ার বিজেপি বিধায়কের মেয়েকে জিজ্ঞাসাবাদ করলেন গোয়েন্দারা। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরেও, ২১ জুলাইয়ের সমাবেশের নাম করে জোর করে টাকা আদায়ের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এন্টালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিয়ালদা স্টেশন লাগোয়া ট্যাক্সিস্ট্যান্ডের চালকদের একাংশ। অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল কর্মী এবং তৃণমূল কাউন্সিলর।
জগদ্দলে ফের শ্যুটআউট। ভর সন্ধেয় জুটমিল শ্রমিক যুবককে গুলি করে খুন। খুনের ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। চায়ের দোকানে ঘিরে ধরে মার। পালাতে গেলে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি। কে বা কারা, কী কারণে খুন করল পুলিশ।
জগদ্দলে জুটমিল শ্রমিক খুনের পর বোমাবাজি। পরপর বোমা ছোড়ার অভিযোগ। জগদ্দলে বন্ধ দোকানপাট।
হেলমেট পরে রাতভর ব্যাঙ্কেই লুকিয়েছিল চোর। সকালে ব্যাঙ্ক খুলতেই গয়না নিয়ে চম্পট। কড়েয়া থানা এলাকায় বেসরকারি ব্যাঙ্কে বন্ধকী গয়না চুরির ঘটনায় গ্রেফতার ব্যাঙ্কেরই কর্মী।
কলকাতা থেকে পদাতিক এক্সপ্রেসে ফিরছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। পুলিশ সূত্রে খবর, আজ ভোরে বিধায়ককে নিতে মালদা টাউন স্টেশনে আসছিলেন তাঁর গাড়ি চালক। রাত সাড়ে ৩টে নাগাদ ৩৪ নম্বর জাতীয় সড়কে বিধায়কের গাড়িতে ধাক্কা মারে মালদাগামী লরি। লরির চালককে আটক করেছে গাজোল থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
মালদার গাজোলে দুর্ঘটনার কবলে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর গাড়ি। গাড়িতে ছিলেন না বিধায়ক। আহত হন বিধায়কের দুই নিরাপত্তা রক্ষী। ষড়যন্ত্রের অভিযোগ বিধায়কের।
কয়লা মাফিয়ার থেকে ECL’এর ধৃত ৭ কর্তা, ৭ থেকে ৮ কোটি টাকা ঘুষ নিয়েছেন। এমনই চাঞ্চল্যকর তথ্য তারা পেয়েছে বলে CBI সূত্রে দাবি। ওই কোটি কোটি টাকা কি পাচার করা হয়েছে, না কি বেনামি সম্পত্তি কেনা হয়েছে? খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ফের ৩ হাজারের ওপরে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ জনের। দৈনিক করোনা সংক্রমণের নিরিখে উত্তর ২৪ পরগনার পরেই আছে কলকাতা। এই পরিস্থিতিতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
প্রেক্ষাপট
কয়লাকাণ্ডের (Coal Scam) তদন্তে সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার আরও এক ইসিএল (ECL) কর্তা। আট ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার ইসিএলের প্রাক্তন জেনারেল ম্যানেজার।
অবৈধভাবে কয়লা পাচারে টাকা নিয়ে মাফিয়াদের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ধৃত প্রাক্তন ইসিএল কর্তার বিরুদ্ধে। তদন্তে অসহযোগিতার অভিযোগ সিবিআইয়ের।
কয়লা পাচারকাণ্ডে ইডির হাজিরা এড়ালেন মলয় ঘটক ( Malay Ghatak) ও সুশান্ত মাহাতো (Sushanto Mahato)। রাষ্ট্রপতি নির্বাচনে ব্যস্ত, ইডিকে (ED) মেল বাঘমুণ্ডির তৃণমূল বিধায়কের। প্রতিক্রিয়া মেলেনি রাজ্যের আইনমন্ত্রীর।
কয়লা পাচারকাণ্ডে সিবিআই তদন্তের মধ্যেই আসানসোলে বাড়ির মধ্যেই গুলিবিদ্ধ কয়লা মাফিয়ার ভ্রাতৃবধূ। কী কারণে গুলি দুষ্কৃতীদের, তদন্তে পুলিশ।
কল্যাণী এইমসে বেআইনি নিয়োগ মামলায় বাঁকুড়ার বিজেপি বিধায়কের মেয়েকে আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির (CID)। কীভাবে, কবে চাকরি ? কী নথি জমা ? জানতে চান সিআইডির গোয়েন্দারা।
পঞ্চায়েতে দুর্নীতি নেই মন্তব্যে কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রীকে আক্রমণ দিলীপ-সুকান্তর। ১০০ দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ এসেছে। ২৪ ঘণ্টার মধ্যে ভোলবদল করে দাবি মোরেশ্বর পাতিলের।
বোলপুরে উজ্জ্বলা যোজনার সরকারি অনুষ্ঠানে গ্যাসের দাম নিয়ে প্রশ্নের মুখে কেন্দ্রীয় পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী।
ভরা বর্ষাতেও ঘামছে উত্তরবঙ্গ। জলপাইগুড়িতে গরমে অসুস্থ শিক্ষিকা। রায়গঞ্জে গাছের নীচে পড়াশোনা। কার্শিয়ংয়ে মানুষের ভরসা হাত পাখা। সোমবারের পর বৃষ্টির পূর্বাভাস।
উত্তরবঙ্গে অসহ্য গরম, স্কুলের সময় বদলের আর্জি জানিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি শিলিগুড়ির বিজেপি বিধায়কের। সকালে স্কুলের দাবি কোচবিহারের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির।
এবার চাকরির জন্য টাকা নিয়ে প্রতারণার অভিযোগ চাপড়ার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। অভিষেককে চিঠি চাকরিপ্রার্থীর। টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার রুকবানুর রহমানের।
প্রাথমিক স্কুলে চাকরি দেওয়ার নামে প্রতারণা। অভিযুক্ত নলহাটির তৃণমূল পঞ্চায়েত প্রধান। অভিযোগ জমা মহকুমা শাসকের কাছে। অভিযোগ অস্বীকার শাসক নেতার।
কলকাতা রেলস্টেশনের কাছে বাউল শিল্পীকে ধর্ষণের অভিযোগ। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ নির্যাতিতার পরিচিতদের। অস্বীকার পুলিশের। গ্রেফতার ১।
রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। একদিনে আক্রান্ত ফের তিন হাজার পার, মৃত্যু ৫ জনের। পজিটিভিটি রেট প্রায় ২০ শতাংশ। দৈনিক সংক্রমণে শীর্ষ উত্তর ২৪ পরগনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -