West Bengal News Live : রাজ্যে কোভিড পরীক্ষা নিয়ে নতুন বিধি
চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে
একটি টিউমার অপারেশন করতে গিয়ে বাদ যায় বালকের নিচের চোয়ালের মাড়ি ও দাঁতের অংশ। সেই অংশে পায়ের হাড় বসিয়ে হল প্লাস্টিক সার্জারি! SSKM-এ জটিল অস্ত্রোপচারে সাফল্য।
রাজস্থান থেকে গত সোমবার কলকাতায় এসে খিদিরপুরে বন্ধুর ফ্ল্যাটে উঠেছিলেন তরুণ-তরুণী। দু’দিন পর ওই ফ্ল্যাট থেকে উদ্ধার হল যুগলের দেহ। পুলিশ সূত্রে দাবি, তরুণীর পরিবার জানিয়েছে, তরুণের সঙ্গে থাকবেন বলে বাড়ি থেকে পালানোয় মেয়ের দেহ তারা ফেরত নেবে না। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, যুগলে আত্মহত্যা করেছেন।
রেলে ৮০ হাজার পদ বিলুপ্তি, শূন্যপদ পূরণ ও বেসরকারিকরণের প্রতিবাদে বামপন্থী ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ সমাবেশ। ফেয়ারলি প্লেসে ইস্টার্ন রেলের সদর দফতরের সামনে অবস্থান বিক্ষোভ করে তারা।
বাগুইআটিতে তথ্য প্রযুক্তি সংস্থার কর্মীকে মাদক খাইয়ে বেহুঁশ করে গণধর্ষণের অভিযোগ উঠল। শনিবারের ওই ঘটনায় এক মহিলা-সহ অভিযোগকারিণীর ৩ সহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
করোনা পরীক্ষা নিয়ে নতুন বিধি রাজ্যের। করোনা সংক্রমণ নিয়ে ১৩ জুন বৈঠক করে বিশেষজ্ঞ কমিটি। তারপরে জানানো হয়, হাসপাতালে সর্দি-কাশি-জ্বর নিয়ে ভর্তি হলে করোনা পরীক্ষা জরুরি। অক্সিজেনের মাত্রা ৯৪ এর নিচে থাকলে, জরুরি করোনা পরীক্ষা। গলা, নাক, শ্বাসযন্ত্রের অপারেশনের ক্ষেত্রে করোনা পরীক্ষা বাধ্যতামূলক।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১৯৮ জন। সংক্রমণের হার ২ দশমিক ২৬ শতাংশ।
৩দিন পরে কোচবিহারের নিশিগঞ্জে অবশেষে উঠল ধর্না, এক হচ্ছে চার হাত। প্রাথমিক স্কুলে চাকরি করতে করতেই বিয়ের কথা শুরু হয় তরুণীর। সোমবার হাইকোর্টের নির্দেশে চাকরি যাওয়ার পর হবু স্বামীর বাড়ি যান ওই তরুণী। সেখানে গিয়ে দেখেন হবু স্বামী বেপাত্তা। তারপরেই ধর্নায় বসেন ওই তরুণী। এরপরে ২ পরিবারে সঙ্গে আলোচনার পরে উঠল ধর্না, হল রেজিস্ট্রি। বিয়ে হবে ৮ জুলাই।
ক্রস ভোট দিয়েছে বিজেপি, তদন্ত করা হোক’, কেলেঙ্কারির অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি মন্ত্রী অরূপ বিশ্বাসের। ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটাভুটিতে নিয়ে অভিযোগ। ‘কেউ ভুল করে শুভেন্দু-মিহিরের ভোট দিতে পারে’, ভোটাভুটি বিভ্রাটে এমনই জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ।
বিধানসভায় বিল নিয়ে ভোটাভুটিতে ফের ‘বিভ্রাট’। অনুপস্থিত শুভেন্দু, মিহিরের ভোট পড়ল বিধানসভায়। ইচ্ছাকৃতভাবে কালিমালিপ্ত করার চেষ্টা, অভিযোগ বিজেপির।
ওই প্রতিনিধি দলে ছিলেন সাংসদ সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল। ছিলেন জহর সরকার, নুসরত জাহান এবং লুইজিনহো ফালেইরো। গতকালই সুরমায় আক্রান্ত হয় এক তৃণমূল কর্মীর পরিবার। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের।
২৩ জুনের উপনির্বাচনের আগে ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে হিংসার অভিযোগ। নালিশ জানাতে নির্বাচন কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল।
মানুষের অধিকার লুঠ করা বা পেশি শক্তি দিয়ে নির্বাচন নয়। পেশি শক্তি দিয়ে পঞ্চায়েত ও লোকসভা নির্বাচন করা যাবে না। প্রতিদ্বন্দ্বিতা করে জিততে হবে। তৃণমূল কর্মীদের হুঁশিয়ারি কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি। তুফানগঞ্জের কর্মিসভায় হুঁশিয়ারি পার্থ প্রতীম রায়ের।
কলকাতাতে ত্রিফলা বাতিস্তম্ভের অবস্থা শোচনীয়। খোলা অবস্থায় রয়েছে ত্রিফলার জয়েন্ট বক্স। ত্রিফলা বাতিস্তম্ভের জয়েন্ট বক্সের তার খোলা, উদ্বিগ্ন নাগরিকরা। পুর কমিশনারের কাছে রিপোর্ট চাইলেন মেয়র ফিরহাদ হাকিম।
অপহরণের করে লুঠের অভিযোগে গ্রেফতার ‘ভুয়ো’ সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এসপি হিসেবে ভুয়ো পরিচয় দিয়ে ‘অপহরণ এবং লুঠ’। নরেন্দ্রপুর থেকে গ্রেফতার অনির্বাণ ওরফে কুণাল কাঞ্জিলাল। সিবিআইয়ের ছাপ মারা নথি, ওয়াকিটকি, গাড়ি বাজেয়াপ্ত। বড়বাজারে সোনার দোকানের কর্মীকে ‘অপহরণ-লুঠ’-এর অভিযোগ। হাওড়া ব্রিজের কাছ থেকে অপহরণ করে ছাড়া হয় নিউটাউনে। সোনার দোকানের কর্মীর কাছ থেকে রুপোর গয়না লুঠের অভিযোগ।
এবার সেনাবাহিনীর অগ্নিপথ নিয়োগ প্রকল্প বিক্ষোভের আঁচ ভাটপাড়ায়। জাতীয় পতাকা নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ।
দিল্লি থেকে ফিরেই দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণেশ্বর মন্দিরে লাইট অ্যান্ড সাউন্ডের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। উদ্বোধন করলেন একটি সংগ্রহশালারও। ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত নয়। ধর্ম নিয়ে অশান্তি সাধারণ মানুষ করে না, অশান্তি ছড়ায় কিছু লোভী নেতা। বললেন মুখ্যমন্ত্রী।
রাতের শহরে ফের বেপরোয়া গাড়ি, সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা। গাড়িতে থাকা মহিলার মৃত্যু, গ্রেফতার চালক। ধৃতের নাম রাহুল কেডিয়া। ই এম বাইপাসে বেলেঘাটা হাউজিংয়ের কাছে দুর্ঘটনা। মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল চালক, পুলিশ সূত্রে খবর। অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু পুলিশের।
শহিদ মিনারে এসএলএসটি চাকরিপ্রার্থীদের অবস্থান তুলতে যাওয়া নিয়ে ধুন্ধুমার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।
প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ। মামলা দায়েরের অনুমতি দিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। সোমবার মামলার শুনানি। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে প্রথমে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি, গতকাল সিট গঠন করে নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি। সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই ডিভিশন বেঞ্চে আবেদন জানায় প্রাথমিক শিক্ষা পর্ষদ।
এসএসসি-নিয়োগে দুর্নীতির তদন্তে দিকে দিকে অভিযানে সিবিআই। মধ্য শিক্ষা পর্ষদের সভাপতিকে বাড়ি থেকে আনল সিবিআই। বাড়ি থেকে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে পর্ষদ অফিসে আনল সিবিআই।
পর্ষদের অফিসে এনে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ।
দক্ষিণেশ্বর মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসূচির পর বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাহুলকে টানা ইডির তলব, প্রতিবাদে পার্ক সার্কাসে কংগ্রেসের বিক্ষোভ।
জিজ্ঞাসাবাদের নামে রাহুল গাঁধীকে ইডি-র হেনস্থার অভিযোগে দেশজুড়ে রাজভবন অভিযান কংগ্রেসের। বিক্ষোভ ঘিরে চণ্ডীগড়ে ধুন্ধুমার। কংগ্রেস কর্মী সমর্থকদের উপর জলকামান পুলিশের। লখনউ, কলকাতাতেও রাজভবনের সামনে বিক্ষোভ। আটক কংগ্রেস কর্মী সদস্যরা।
১০০ দিনের কাজে রাজ্যের বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র। এই নিয়ে বারবার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, ১০০ দিনের প্রকল্পে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের পাওনা প্রায় ৬ হাজার কোটি টাকা। সেই বকেয়া আদায়ের দাবিতে আজ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে দেখা করল তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল।
দক্ষিণেশ্বরে একটি সংগ্রহশালার উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটি প্রদর্শনীরও উদ্বোধন করবেন তিনি।
দিল্লি থেকে ফিরেই দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণেশ্বর মন্দিরে লাইট অ্যান্ড সাউন্ডের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
ধসের জেরে বিপর্যস্ত সিকিমও। ইয়ুমথাং-লাচুং রোড বন্ধ। গতকাল দক্ষিণ সিকিমে ধসের কবলে পড়ে ওষুধ প্রস্তুতকারী সংস্থার গাড়ি। একজনের মৃত্যু হয়েছে। ৩ জন আহত।
জিজ্ঞাসাবাদের নামে রাহুল গাঁধীকে ইডি-র হেনস্থার অভিযোগে দেশজুড়ে রাজভবন অভিযান কংগ্রেসের। বিক্ষোভ ঘিরে চণ্ডীগড়ে ধুন্ধুমার। কংগ্রেস কর্মী সমর্থকদের উপর জলকামান পুলিশের। লখনউ, কলকাতাতেও রাজভবনের সামনে বিক্ষোভ। আটক কংগ্রেস কর্মী সদস্যরা
কয়লা পাচারকাণ্ডে সওকত-ঘনিষ্ঠ সাদেক লস্করকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। নিজাম প্যালেসে যুব তৃণমূল নেতাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। ক্যানিং ২ নম্বর ব্লকের যুব তৃণমূলের সভাপতি কয়লা-মামলায় জিজ্ঞাসাবাদ। সাদেক লস্কর সওকত মোল্লার ছায়াসঙ্গী, খবর সিবিআই সূত্রের। সকাল সোয়া ১১টা নাগাদ নিজাম প্যালেসে পৌঁছন সাদেক।
৭ বিজেপি বিধায়কদের উপর সাসপেনশন উঠল, খবর বিধানসভা সূত্রে। প্রত্যাহারের অনুরোধ জানিয়ে বিধানসভায় আগে মোশন জমা দেয় বিজেপি। হাইকোর্টের নির্দেশ মতো অধ্যক্ষের কাছে মোশন জমা দেন অগ্নিমিত্রারা। এরপর বিএ কমিটির বৈঠকে সাসপেনশন প্রত্যাহারের পক্ষে মত দেন সদস্যরা, খবর সূত্রের।
SSC নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার বাড়িতে (Shanti Prasad Sinha's house ) সিবিআইয়ের তল্লাশি অভিযান। বৃহস্পতিবার সিবিআইয়ের ৫ সদস্যের দল এসপি সিন্হার সার্ভে পার্কের বাড়িতে যায়।সূত্রের খবর, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাড়ির সদস্যদের। SSC-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার কোথায় কী সম্পত্তি রয়েছে, তা জানার চেষ্টা করছেন কেন্দ্রীয় গোয়েন্দাদের। খবর সিবিআই সূত্রে।
সারদার প্রথম গ্রেফতারি মামলা থেকে অভিযোগ-মুক্ত হলেন কুণাল ঘোষ। এমপি এমএলএ কোর্টের বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য তাঁকে অভিযোগ মুক্ত বলে ঘোষণা করেন।একইসঙ্গে সারদাকাণ্ডে প্রথম গ্রেফতারি মামলায় সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় ও সোমনাথ দত্তকেও অভিযোগ মুক্ত বলে ঘোষণা করেন বিচারক।
সারদার প্রথম গ্রেফতারি মামলা থেকে অভিযোগ-মুক্ত হলেন কুণাল ঘোষ। এমপি এমএলএ কোর্টের বিচারক মনোজ্যোতি ভট্টাচার্য তাঁকে অভিযোগ মুক্ত বলে ঘোষণা করেন।একইসঙ্গে সারদাকাণ্ডে প্রথম গ্রেফতারি মামলায় সুদীপ্ত সেন, দেবযানী মুখোপাধ্যায় ও সোমনাথ দত্তকেও অভিযোগ মুক্ত বলে ঘোষণা করেন বিচারক।
১০০ দিনের কাজে রাজ্যের বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র। এই নিয়ে বারবার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, ১০০ দিনের প্রকল্পে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের পাওনা প্রায় ৬ হাজার কোটি টাকা। সেই বকেয়া আদায়ের দাবিতে আজ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে দেখা করবে তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। দলের নেতৃত্বে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। দলে থাকছেন লোকসভার সাংসদ সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, সাজদা আহমেদ, প্রতিমা মণ্ডল ও রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়, দোলা সেন, লুইজিনহো ফালেইরো ও জহর সরকার। দুপুর ২টোয় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে তৃণমূলের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হবে। এরপর সাংবাদিক বৈঠক করবে তৃণমূল।
‘২৬৯ নয়, বাড়তি ১ নম্বর করে দেওয়া হয়েছিল ২৭৩ জনকে’। আদালতে পেশ করা রিপোর্টে জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ‘টেট-প্রশ্নপত্রে ভুল রয়েছে, নম্বর বাড়ানো হোক, এই মর্মে জমা পড়ে ২,৭৮৭টি আবেদনপত্র’। ‘এঁদের মধ্যে ২৭৩ জন প্রশিক্ষিত প্রার্থীকে বাড়তি ১ নম্বর করে দেওয়া হয়েছিল’। ‘টেট ২০১৪ অফলাইনে হয়েছিল, অনুত্তীর্ণ প্রার্থীদের তালিকা পর্ষদের কাছে ছিল না’। আদালতে পেশ করা রিপোর্টে জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
এসএসসি নিয়োগ-দুর্নীতি মামলায় এবার মধ্যশিক্ষা পর্ষদে সিবিআই। সল্টলেকের ডিরোজিও ভবনে তল্লাশি অভিযানের পাশাপাশি চলছে জিজ্ঞাসাবাদ। সল্টলেকের ডিরোজিও ভবনে সিবিআইয়ের ৬ সদস্যের দল। পর্ষদের অ্যাডমিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, খবর সিবিআই সূত্রে।
তিনদিন ধরে টানা বৃষ্টির জের। শিলিগুড়ির বালাসন নদীর ওপর অস্থায়ী সেতু ভেঙে বিপত্তি। গতকাল রাতে জলের তোড়ে ধসে যায় সেতুর একাংশ। এর ফলে শিলিগুড়ি-মাটিগাড়া যাতায়াতের রাস্তা বন্ধ। বেলি ব্রিজের ওপর দিয়ে যান চলাচল করছে। তবে বড় গাড়িগুলি পানিঘাটা, নৌকাঘাট ও ঘোষপুকুর দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। বৃষ্টি না হলে দ্রুত সেতু মেরামত করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
বাগুইআটিতে গণধর্ষণের অভিযোগ। অফিসের প্রোগ্রামে হোটেলে গণধর্ষণের অভিযোগ তথ্যপ্রযুক্তি কর্মীর। সহকর্মীদের বিরুদ্ধেই গণধর্ষণের অভিযোগ। মাদকাসক্ত অবস্থায় গণধর্ষণের অভিযোগ তরুণীকে। এক মহিলা সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
উত্তরবঙ্গে আগামী ৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। জারি হয়েছে কমলা সতর্কতা। এদিকে, আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১-২ ঘণ্টার মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ ও দুই ২৪ পরগনার বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়া।
মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা পথশ্রী প্রকল্পের টাকা তছরুপের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের তৃণমূল পরিচালিত প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। কাঠগড়ায় প্রধান, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ও তৃণমূলের অঞ্চল সভাপতি এবং নির্মাণ সহায়ক। অভিযোগ, খাতায় কলমে কাজ হয়েছে বলে দেখিয়ে গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তার জন্য বরাদ্দ ৩০ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে।
ভিনরাজ্য থেকে কলকাতায় বেড়াতে আসা যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার। মৃত দীনেশকুমার কালোয়া ও সঙ্গীতা লাল রাজস্থানের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, কলকাতায় এসে, সোমবার খিদিরপুরের কার্ল মার্ক্স সরণিতে বন্ধুর ভাড়ার ফ্ল্যাটে ওঠেন যুগল। গতকাল রাতে ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেন প্রতিবেশীরা।
১০০ দিনের কাজে রাজ্যের বকেয়া টাকা দিচ্ছে না কেন্দ্র। এই নিয়ে বারবার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর দাবি, ১০০ দিনের প্রকল্পে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের পাওনা প্রায় ৬ হাজার কোটি টাকা। সেই বকেয়া টাকার দাবিতে আজ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিংহের সঙ্গে দেখা করবে তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। দলের নেতৃত্বে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টোয় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে এই বৈঠক হবে। এরপর সাংবাদিক বৈঠক করবে তৃণমূল।
উপেন বিশ্বাসের আবেদনে সাড়া দিয়ে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে CBI’এর স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেইসঙ্গে জানালেন এই তদন্ত চলবে আদালতের নজরদারিতে। বুধবার আদালতে CBI’এর আইনজীবী বলেন, তাঁরা অত্যন্ত গুরুত্ব দিয়ে এই মামলাগুলো দেখছেন।
অসহ্য গরম থেকে অবশেষে মুক্তি। দক্ষিণবঙ্গে পা রাখতে চলেছে বর্ষা। আজ সকাল থেকেই আকাশ মেঘলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওড়ায় ত্রিফলা বাতিস্তম্ভে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণীর মৃত্যুর পর নড়েচড়ে বসল পুরসভা। গতকাল CESC-র সঙ্গে বৈঠকে বসেন পুর আধিকারিকরা। বর্ষার সময় বাতিস্তম্ভ বিদ্যুৎ বিচ্ছিন্ন করার ভাবনা।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বৈঠকের মধ্যেই বিরোধী-সমর্থন চেয়ে রাজনাথের ফোন। বিজেপির দেওয়া প্রার্থী দেখে সিদ্ধান্ত, জানিয়ে দিলেন তৃণমূলনেত্রী।
'চাই না এই তদন্তও সারদার মতো হোক'। সিবিআইয়ের ভূমিকায় ফের আশাহত বিচারপতি। ঘটনাবহুল হতে চলেছে আগামী দিন, দাবি সিবিআইয়ের
উদ্বেগ বাড়িয়ে একধাক্কায় রাজ্যে করোনার সংক্রমণ বাড়ল ৭০ শতাংশেরও বেশি। সাড়ে ৩ মাস পরে দৈনিক সংক্রমণ ২০০-র বেশি, ১জনের মৃত্যু।
প্রেক্ষাপট
এক নজরে আজকের শিরোনাম ( Morning Headlines )
১। প্রাথমিক শিক্ষক নিয়োগে (Primary TET ) দুর্নীতির তদন্তে এবার সিবিআইয়ের সিট। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বদলি করা যাবে না সিটের সদস্যদের, নির্দেশ হাইকোর্টের।
২। চাই না এই তদন্তও সারদার মতো হোক। সিবিআইয়ের ভূমিকায় ফের আশাহত বিচারপতি। ঘটনাবহুল হতে চলেছে আগামী দিন, দাবি সিবিআইয়ের (CBI)।
৩। চন্দন মণ্ডলই আসলে রঞ্জন। ধরা হোক কেন্দ্রবিন্দুকে থাকা মাকড়সাকে। হাইকোর্টে আর্জি উপেনের। পুলিশের কাছে কেন যাননি? প্রশ্ন বিচারপতির।
৪। আপার প্রাইমারিতে দ্রুত নিয়োগের দাবিতে আন্দোলন। চাকরি প্রার্থীদের একাংশকে শহিদ মিনারে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে অবস্থানে বসার অনুমতি।
৫। নারাজ পাওয়ার, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে ফারুক আবদুল্লা কিংবা গোপালকৃষ্ণ গাঁধীর নাম প্রস্তাব মমতার (Mamata Banerjee) ।
৬। রাষ্ট্রপতি ভোট নিয়ে বিরোধী ঐক্যে শান। মমতার ডাকা বৈঠকে বাম-কংগ্রেস-সহ ১৭টি দল। এলেন দেবেগৌড়া, পাওয়ার, খাড়গে। এল না আপ-সহ ৬টি দল।
৭। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বৈঠকের মধ্যেই বিরোধী-সমর্থন চেয়ে রাজনাথের ফোন। বিজেপির দেওয়া প্রার্থী দেখে সিদ্ধান্ত, জানিয়ে দিলেন তৃণমূলনেত্রী। ।
৮। আর্থিক দুর্নীতির অভিযোগে টানা ৩দিন রাহুলকে (Rahul Gandhi) ইডির জিজ্ঞাসাবাদ। ৩দিনে ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে দফায় দফায় প্রশ্ন। শুক্রবার ফের তলব।
৯। রাহুল থেকে অভিষেক-কেন্দ্রীয় এজেন্সির ব্যবহারের প্রসঙ্গ উঠল বিরোধীদের বৈঠকে। কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলনের প্রস্তাব।
১০। কয়লাপাচারকাণ্ডে তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে সিবিআইয়ের সাড়ে ৮ ঘণ্টা ধরে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। আজ ঘনিষ্ঠ যুব নেতাকে তলব।
১১। উপনির্বাচনের আগে ত্রিপুরায় অশান্তি। সুরমায় তৃণমূল কর্মীর ওপর হামলা। আক্রান্ত পরিবারের সদস্যরাও। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। প্রতিক্রিয়া মেলেনি গেরুয়া শিবিরের।
১১। অশান্তি রুখতে কী পদক্ষেপ? খতিয়ান দিয়ে হাইকোর্টে রিপোর্ট রাজ্যের। সেনা নামানোর সওয়াল মামলাকারীদের। সম্প্রীতি রক্ষার বার্তা প্রধান বিচারপতির।
১২। মূল্যবৃদ্ধির ধাক্কার মধ্যেই টাকার দামে সর্বকালীন রেকর্ড পতন । ডলারের তুলনায় দাম দাঁড়াল ৭৮ টাকা ১৪ পয়সা। শেয়ার বাজারেও ধাক্কা।
১২। উদ্বেগ বাড়িয়ে একধাক্কায় রাজ্যে করোনার সংক্রমণ বাড়ল ৭০ শতাংশেরও বেশি। সাড়ে ৩ মাস পরে দৈনিক সংক্রমণ ২০০-র বেশি, ১জনের মৃত্যু।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -