West Bengal News Live : সন্ধ্যে গড়াতেই প্যান্ডেলে প্যান্ডেলে দর্শকদের ভিড়, আলোর রোশনাইয়ে ভাসল কলকাতা
WB News Update : জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর একনজরে ।
গোটা রাজ্য়ের মতোই বাঁকুড়াতেও বাড়ছে ডেঙ্গি সংক্রমণ। বাঁকুড়া শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৫০ ছাড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বাঁকুড়া পুরসভাকে। তবে চিকিৎসকরা জানাচ্ছেন সংক্রমণ ছড়ালেও এবারের ডেঙ্গি ততটা ভয়ঙ্কর নয়।
কেষ্টপুর খালে যুবকের ঝাঁপ, খোঁজে ডুবুরি নামিয়ে তল্লাশি। '২দিন আগে বাইক আটক পুলিশের, অপমানে আত্মঘাতী, মদ্যপান করে বাইক চালাতে পারছিল না বলে সন্দেহ। চুরির কিনা সন্দেহ বাইক আটক করে বৈধ নথি আনতে বলা হয়েছিল'। কেষ্টপুরের খালে অনলাইন ডেলিভারি বয়ের ঝাঁপ নিয়ে দাবি পুলিশের: সূত্র। নিখোঁজ যুবকের খোঁজে ডুবুরি নামিয়ে কেষ্টপুর খালে তল্লাশি পুলিশের।
পুজোর আগে বেহাল কলকাতার রাস্তাঘাট। কোথাও বিশাল বিশাল গর্ত। কোথাও পিচ উঠে মোরাম বেরিয়ে পড়েছে। বৃষ্টির জল পড়ে কার্যত মরণফাঁদে পরিণত। তারাতলা বেস ব্রিজ, হরিদেবপুরের এমজি রোড থেকে গড়িয়া মেট্রো স্টেশনের কাছে রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড। ছবিটা একই রকম। রুবি মোড়ের কাছে খারাপ রাস্তায় জোড়া তাপ্তি দিয়ে চলছে কাজ। কামালগাজির কাছেও বেহাল রাস্তা।
হাওড়া স্টেশনে লাঠিচার্জ, প্রতিবাদে হুগলিতে রেল অবরোধ হকারদের। অবরোধের জেরে হাওড়া-ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল প্রায় ২ ঘণ্টা বন্ধ । চরম ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা।
অভিষেকের নারদ-মন্তব্যে এবার সৌগত-মদন সংঘাত। দলেরই সাংসদকে তীব্র কটাক্ষ মদন মিত্রর। 'আমাদের কিছু নেতা ভুলে যান, মমতা-অভিষেকের দেওয়া সিম্বলেই তাঁরা জিতেছেন, সিম্বল কেড়ে নিলে চশমা পরে ছাত্র পড়াতে হবে। ছাত্রও জুটবে না, তখন বাদাম বেচতে হবে। অভিষেক ঠিক বলেছেন, শুভেন্দুকে গ্রেফতার করাই লক্ষ্য। আগে শুভেন্দুকে ধরো, তারপর আমাদের ধরো', মন্তব্য কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর
৫ দিন পরে আরজি কর মেডিক্যাল কলেজে অচলাবস্থা কাটল। অবশেষে নিজের চেম্বারে ঢুকতে পারলেন নতুন অধ্যক্ষ। বিক্ষোভ-অবস্থান প্রত্যাহার করলেন অন্দোলনরত পড়ুয়ারা।
কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূলের দিল্লি চলো। ৩ অক্টোবর কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে চান মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার জন্য সময় চেয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিল তৃণমূলের সংসদীয় দল। তবে রাজধানীতে ধর্না-অবস্থান কর্মসূচির জন্য এখনও দিল্লি পুলিশের অনুমতি মেলেনি বলে তৃণমূল সূত্রের খবর। এই নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর।
ভোট-পরবর্তী হিংসা মামলায় নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহেরের জেল-যাত্রা। আদালতে আত্মসমর্পণের পর আবু তাহেরকে জেল হেফাজতের নির্দেশ হলদিয়া আদালতের। দেবব্রত মাইতি খুনের মামলায় চার্জশিটে নাম রয়েছে আবু তাহেরের। সিবিআই-তলবে একাধিকবার গরহাজির থাকেন নন্দীগ্রামের তৃণমূল নেতা। আবু তাহেরকে ফেরার ঘোষণা করে সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশে আদালতে আত্মসমর্পণ করেন আবু তাহের। আত্মসমর্পণের পরই ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
বেহালার চণ্ডীতলায় বৃদ্ধার রহস্যমৃত্যু। বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার বৃদ্ধার বউমা। সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় বৃদ্ধার নাতিকে। বুধবার রাতে নাতি ও বউমার মধ্যে গন্ডগোল থামাতে যান বৃদ্ধা, পুলিশ সূত্রে খবর। অভিযোগ, বাধা দিলে বৃদ্ধাকে মারধর করেন নাতি। নিজের মাকেও ওই যুবক মারধর করেন বলে অভিযোগ। আজ বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ গিয়ে বৃদ্ধার দেহ উদ্ধার করে। বৃদ্ধার বউমা ও নাতিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃদ্ধার নাতি মানসিক ভারসাম্যহীন, পুলিশ সূত্রে খবর ।
মন্দিরবাজারে কলেজছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। বন্ধুকে রিসর্টের ঘরে তালাবন্ধ রেখে তরুণীকে 'গণধর্ষণ'। ছাত্রীর আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল করার অভিযোগ ।
অভিযুক্তরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, অভিযোগ নির্যাতিতার পরিবারের। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ বিজেপির। অভিযুক্তদের সঙ্গে দলের যোগ নেই, দাবি তৃণমূল বিধায়কের।
খাস কলকাতায় ভিন রাজ্যের যুবককে গলায় ব্লেড ঠেকিয়ে অপহরণের অভিযোগ। অনলাইনে টাকা নিয়ে ছাড়া হয়েছে ছেলেকে, দাবি পরিবারের। একবালপুর থেকে ধৃত ২।
ডানকুনির রাস্তায় চন্দ্রযান ৩! ল্যান্ডার বিক্রম থেকে নেমে এল প্রজ্ঞান! খারাপ রাস্তার প্রতিবাদে বিজেপির অভিনব বিক্ষোভ। রাস্তা অবরোধ করে প্রতিবাদ বিজেপির।
কোর্ট থেকে জামিনে ছাড়া পাওয়ার পরেই শ্যুটআউট, এক দুষ্কৃতী গ্রেফতার। বাঁকুড়ায় শ্যুটআউট, আসানসোল থেকে প্রতাপ দাস নামে এক দুষ্কৃতী গ্রেফতার। ৫ সেপ্টেম্বর: জামিনে ছাড়া পাওয়ার পরে জেল থেকে কাটোয়ায় ফেরার সময় হামলা। গুলিবিদ্ধ তৃণমূলের ২ নেতা, হামলার পরেই বাইকে চম্পট ২ দুষ্কৃতী । কেন হামলা? এখনও ধোঁয়াশা, অভিযুক্তকে জেরা করে সূত্রের খোঁজে পুলিশ।
আধারের বায়োমেট্রিক ক্লোন করে জালিয়াতির জাল ! ওটিপি ছাড়াই ব্যাঙ্ক প্রতারণার নতুন কায়দা। গ্রাহকদের অজান্তেই অ্যাকাউন্ট থেকে উধাও টাকা ! আধার কার্ডের বায়োমেট্রিক ক্লোন করে প্রতারণার অভিযোগ। কলকাতা থেকে জেলা, প্রতারণার শিকার বহু গ্রাহক। আমজনতা থেকে সেলিব্রিটি, প্রতারকদের ফাঁদে বহু মানুষ।
পুলিশের কাছে জমা পড়ছে ভুরি ভুরি অভিযোগ। আধার কার্ডের বায়োমেট্রিক লক করে রাখার পরামর্শ পুলিশের। মোবাইলে এম-আধার ডাউনলোড করে বায়োমেট্রিক লক করে রাখার পরামর্শ। জালিয়াতির শিকার হলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যাঙ্কে জানানোর পরামর্শ পুলিশের। ব্যাঙ্কের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকলে বায়োমেট্রিক দিয়েও টাকা তোলা যায়। সেই সুবিধাকেই হাতিয়ার করে চলছে জালিয়াত-চক্র। গ্রাহকদের অজান্তেই হাতের ছাপ নকল করে তুলে নেওয়া হচ্ছে টাকা।
৫ দিন পরেও আরজি কর মেডিক্যাল কলেজে অব্যাহত অচলাবস্থা। নতুন অধ্যক্ষ দায়িত্ব নিলেও ঢুকতে পারলেন না চেম্বারে। প্ল্যাটিনাম জুবিলি ভবনের সামনে বিক্ষোভ-অবস্থান চলছে পড়ুয়াদের একাংশের। আগের অধ্যক্ষকে বদলির প্রতিবাদে চলছে অবস্থান-বিক্ষোভ। পড়ুয়াদের সঙ্গে আলোচনা চলছে, জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এসেছেন রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন শান্তনু সেনও।
হকারদের সঙ্গে আরপিএফের সংঘর্ষে রণক্ষেত্র হাওড়া স্টেশন। হকারিতে বাধা দেওয়ার অভিযোগে হাওড়া স্টেশনে বিক্ষোভ কর্মসূচি। হাওড়া স্টেশনে হকাররা আসতেই আরপিএফের বাধা, হাতাহাতি। হাওড়া স্টেশনের দোকানে বিক্ষোভ দেখানোর কর্মসূচি ঘিরে সংঘর্ষ। হকারিতে বাধা দেওয়ার অভিযোগে বিক্ষোভ কর্মসূচি ঘিরে সংঘর্ষ ।
আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি, গ্রেফতার পুলিশ কনস্টেবল। দুর্নীতি দমন শাখার হাতে গ্রেফতার বীরভূম জেলা পুলিশের কনস্টেবল। ধৃত পুলিশ কনস্টেবলের নাম মনোজিৎ বাগীশ। হিসাব বহির্ভূত সম্পত্তি ছাড়াও একাধিক অভিযোগে গ্রেফতার।
পুজোর আগে বেহাল কলকাতার রাস্তাঘাট। কোথাও বিশাল বিশাল গর্ত। কোথাও পিচ উঠে মোরাম বেরিয়ে পড়েছে। বৃষ্টির জল পড়ে কার্যত মরণফাঁদে পরিণত। তারাতলা বেস ব্রিজ, হরিদেবপুরের এমজি রোড থেকে গড়িয়া মেট্রো স্টেশনের কাছে রাজা সুবোধ চন্দ্র মল্লিক রোড। ছবিটা একই রকম। বাইপাসেও বেশ কিছু জায়গায় কঙ্কালসার দশা। রুবি মোড়ের কাছে খারাপ রাস্তায় জোড়া তাপ্তি দিয়ে চলছে কাজ। কামালগাজির কাছেও বেহাল রাস্তা।
ফের কলকাতার এক কলেজে র্যাগিংয়ের অভিযোগ। অভিযোগ খোদ অ্যান্টি র্যাগিং কমিটির সদস্যর বিরুদ্ধেই । এন্টালি সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক কলেজের ঘটনা। পোশাক ফতোয়া জারি করে র্যাগিংয়ের অভিযোগ প্রথম বর্ষের ছাত্রের।
অধ্যক্ষের কাছে মানসিক চাপ সৃষ্টির অভিযোগ প্রথম বর্ষের ছাত্রের। পুলিশের কাছে সেই অভিযোগ পাঠানো হয় কলেজ কর্তৃপক্ষের তরফে। পুলিশ র্যাগিংয়ের ধারায় মামলা রুজু করেছে। কলেজে ক্যাম্পাসিং চলছিল তাই পোশাকে নিয়ে মন্তব্য, সাফাই অভিযুক্ত ছাত্রের। কলেজ কর্তৃপক্ষের দাবি এনিয়ে যা বলার পুলিশকে জানানো হয়েছে।
কলকাতা পুরসভায় ধুন্ধুমার। অধিবেশন চলাকালীন বিজেপি কাউন্সিলরদের সঙ্গে তৃণমূল কাউন্সিলরদের মারামারি। প্রতিবাদে পুরসভা চত্বরে বিক্ষোভ বিজেপির।
বেলডাঙায় বিস্ফোরণের ঘটনায় ইউএপিএ ধারা যুক্ত করল এনআইএ। সেনা গ্রেনেড জাতীয় সামগ্রী তৈরি হচ্ছিল বেলডাঙায়।
সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরির রিপোর্টে উল্লেখ, দাবি এনআইএ-র। ঘটনাস্থল থেকে পুলিশ ৭৪টি গ্রেনেড উদ্ধার করেছিল।
এই ঘটনায় ধৃতরা বর্তমানে জামিনে রয়েছেন। বিশেষ আদালতে তাঁদের জামিন খারিজের আবেদন জানাচ্ছে এনআইএ। গত বছর জানুয়ারিতে বিস্ফোরণে কেঁপে ওঠে বেলডাঙার রামেশ্বরপুর। বিস্ফোরণে মৃত্যু হয় ১ জনের, স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে ঘটনার তদন্তভার নিয়েছিল এনআইএ।
মালদায় দলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে বিক্ষোভ । টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীদেরই একাংশ। জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ সামসুল হককে পুনরায় পদে ফিরিয়ে আনার দাবি। পুরোটাই রাজ্য নেতৃত্ব ঠিক করেছেন বলে জানিয়েছেন জেলা সভাপতি। পুরনো চোরদের বাদ দিয়ে নতুন চোর আনতেই তৃণমূলের গোষ্ঠীকোন্দল, কটাক্ষ বিজেপির।
রতুয়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামীর দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের। ৪ দিন পর তদন্তে গেলে এলাকায় বিক্ষোভের মুখে পুখুরিয়া থানার পুলিশ। আসল অপরাধীদের আড়ালের চেষ্টার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। তৃণমূলের অপর গোষ্ঠীর বিরুদ্ধেই অপহরণ করে খুনের অভিযোগ । রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে, পাল্টা দাবি অভিযুক্তদের। বুধবার রতুয়ার শ্রীপুরে বাড়ির অদূরে উদ্ধার হয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যার স্বামী সাদেক আলির।
দমদমে লাইনচ্যুত লোকাল ট্রেন। লাইনচ্যুত ডাউন-কল্যাণী মাঝেরহাট লোকাল। ডাউন-কল্যাণী মাঝেরহাট লোকালের একটি কামরা লাইনচ্যুত। স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে লাইনচ্যুত একটি কামরা।
হাই সিকিওরিটি জোন মোহরকুঞ্জের সামনে থেকে ভিন রাজ্যের যুবককে অপহরণের অভিযোগ। একবালপুর থেকে গ্রেফতার ২ যুবক। ধানবাদ থেকে চিকিৎসা করাতে এসে পরিবারের সঙ্গে ভিক্টোরিয়ায় ঘুরতে গিয়েছিলেন ওই যুবক। মোবাইল মাটিতে ফেলে গলায় ব্লেড ঠেকিয়ে ফোন সারানোর টাকা দাবি দুষ্কৃতীদের। টাকা দিতে রাজি না হওয়ায় গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। পরে অনলাইনে সাড়ে ৫ হাজার টাকা দেওয়ার পর ভিনরাজ্যের ওই যুবককে ছেড়ে দেয় দুষ্কৃতীরা। ধৃতদের বিরুদ্ধে অপহরণ, তোলাবাজি ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু ।
কেন্দ্রের কাছে ১০০ দিনের বকেয়া আদায়ের জন্য এবার গিরিরাজ সিংহের দিল্লির বাসভবনের সামনে ধর্না। ২ ও ৩ অক্টোবর কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রক মন্ত্রীর বাড়ির সামনে ধর্নার পরিকল্পনা। রামলীলা ময়দানে তৃণমূল কর্মীদের থাকার জন্য় অনুমতি চাওয়া হল দলের তরফে। এর আগে গত এপ্রিলে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রীর অফিসে ধর্না দিয়েছিল তৃণমূল কংগ্রেস। ধর্নার নেতৃত্ব দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ থেকে ৫০ হাজার কর্মী জড়ো হবেন, তাঁরা থাকবেন ৫ দিন। ৩০ সেপ্টেম্বর থেকে রামলীলা ময়দানে থাকবেন তাঁরা।
তৃণমূল কাউন্সিলর পরিচালিত অনাথ আশ্রমই ডেঙ্গির আঁতুড়ঘর! কলকাতা পুরসভা সূত্রে খবর, বিবি গাঙ্গুলী স্ট্রিটের
ওই অনাথ আশ্রমের ৪১টি জায়গা থেকে মিলেছে ডেঙ্গিবাহী মশার লার্ভা। এরকম তথ্য জানা নেই বলে জানিয়েছেন কাউন্সিলর। কটাক্ষ বিজেপির।
ইডি দফতরে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের ১৪ মাসের জেলবন্দি দশা নিয়ে অভিষেক প্রশ্ন তুললেও, মুখে কুলুপ আঁটলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। আলিপুরের বিশেষ সিবিআই আদালতে পেশ করার আগে এই বিষয়ে প্রশ্ন করা হলেও কোনও উত্তর দিলেন না পার্থ। এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ-সহ ধৃত ৫ হেভিওয়েটকেই ২৭ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন বিচারক।
নারদ স্টিং অপারেশন একটা ট্র্যাপ ছিল। দাবি করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বিরোধী দলনেতা শুভেনদু অধিকারীর ষড়যন্ত্রের তত্ত্বের সুরই কার্যত শোনা গেল রাজ্যের শাসক দলের প্রবীণ সাংসদের গলায়।
কলকাতা বন্দরের কর্মীদের সমবায় নির্বাচনেও রিগিংয়ের অভিযোগ ! যার জেরে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং অফিসার ও সমিতির রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিন্হা বলেন, ৩০ নভেম্বর পর্যন্ত কলকাতা বন্দরের সমবায় সমিতির দায়িত্ব সামলাবেন, রাজ্য সরকারের সমবায় দফতরের বিশেষ অফিসার। ক্লোজ সার্কিট ক্যামেরা ঢেকে ভোটের নামে রিগিং হয়েছে। বসতে দেওয়া হয়নি পোলিং ও কাউন্টিং এজেন্টদের। রিগিংয়ে প্রত্যক্ষ মদত দিয়েছেন রাজ্যের এক মন্ত্রী। সমবায় নির্বাচন কমিশনকে এই বিষয়ে হলফনামা দিতে হবে। সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী নির্বাচন শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে হয়েছে কি না, সহকারী রিটার্নিং অফিসার ঠিকমতো কাজ করেছেন কি না - সেই সমস্ত বিষয়গুলি জানতে চান বিচারপতি সিন্হা। ১ হাজার ২১৫ জন সদস্যের মধ্যে মাত্র ৪ জন পরাজিত প্রার্থী এই মামলা করতে এসেছেন। পরাজিত প্রার্থীই তো আদালতে আসবেন! জয়ী প্রার্থী কখনও আসেন? এই মামলার পরবর্তী শুনানি ১২ অক্টোবর।
মাদ্রিদের মঞ্চ থেকে বাংলায় বিনিয়োগের আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন স্পেনের শিল্পজগতের ৭২ জন প্রতিনিধি। আগামী নভেম্বর মাসে হতে চলা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে তাঁদের আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
ক্রিকেটার সৌরভ এবার শিল্পপতি। শালবনিতে গড়বেন ইস্পাত কারখানা। বিনিয়োগ আড়াই হাজার কোটি। মাদ্রিদে এবিপি আনন্দকে জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
প্রেক্ষাপট
- স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam Case) জড়িত ক্লাবও! আদালতে বিস্ফোরক দাবি করল ED। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) ছেলে সৌভিক ভট্টাচার্য, একটি ক্লাবের মাধ্য়মে টাকা লেনদেন করতেন, দাবি ED-র। সৌভিকের অবশ্য দাবি, ED-র তথ্য অযৌক্তিক। এবিষয়ে সোমবার হলফনামা দেবেন তিনি।
- উপাচার্য নিয়ে রাজ্যপাল বনাম রাজ্য সরকার সংঘাতে হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের (Supreme Court)।সময় বেঁধে সার্চ কমিটি গড়ে দেওয়ার ঘোষণা সর্বোচ্চ আদালতের। সব পক্ষকে ৩ থেকে ৫টি নাম পাঠাতে নির্দেশ।
- বর্ষায় বাড়ছে ডেঙ্গি-ম্যালেরিয়ার (Dengue and Malaria) প্রকোপ। জোড়া আতঙ্কে সাধারণ মানুষ। হাওড়া পুরসভা (Howrah Municipality) এলাকায় সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে পাঁচশো। মশাবাহিত রোগ রুখতে সতর্কতামূলক প্রচার চালাচ্ছে প্রশাসন।
- ২০০ টাকা পার মুরগির মাংসের দাম (Chicken Price)। কলকাতা থেকে জেলার বাজার। সর্বত্র লাফিয়ে বেড়েছে মুরগির মাংসের দাম। মুরগির খাবারের দাম বৃদ্ধি পাওয়ায় বেড়েছে দাম, জানালেন বিক্রেতারা। আচমকা দাম বৃদ্ধিতে মাথায় হাত ক্রেতাদের।
- আলিপুরদুয়ার সমবায় সমিতিতে দুর্নীতি মামলায় নথি না মেলায় ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়। চালাকি করছে সিবিআই ইডি, ৫০ লক্ষ টাকা জরিমানা ২ সপ্তাহের মধ্যে দিতে নির্দেশ হাইকোর্টের।
- তাঁর বৈঠকে গরহাজির রেজিস্ট্রারদের নিয়ে ব্রাত্যর ক্রীতদাস শব্দের প্রয়োগে তপ্ত রাজনীতি। এই ধরনের ভাষা প্রয়োগে অপমান রাজ্যের, অপমান বাংলার সভ্যতার, পাল্টা মন্তব্য ধর্মেন্দ্র প্রধানের।
- শুভেন্দুর অনুষ্ঠান উপলক্ষে তোলা চেয়ে শান্তিপুরে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ। এটাই এ ধরনের নেতাদের বৈশিষ্ট্য, সোশাল মিডিয়ায় পোস্ট তৃণমূলের। ব্যবস্থা নেওয়ার আশ্বাস শমীকের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -