WB News Live Updates: সপ্তমী-অষ্টমী-নবমী, দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া রাতভর চলবে মেট্রো

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 16 Sep 2022 11:44 PM
West Bengal News Live: পুজোর আগেই খুলে যাচ্ছে ৪ লেনের টালা ব্রিজ

অবশেষে প্রতীক্ষার অবসান। পুজোর আগেই খুলে যাচ্ছে ৪ লেনের টালা ব্রিজ। ভারবহন ক্ষমতার রিপোর্ট হাতে পেলেই উদ্বোধনের দিন ঘোষণা করা হবে। জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

WB News Live: সিআইডি-হাজিরা এড়ালেন জিতেন্দ্র তিওয়ারি

হাইকোর্টের দ্বারস্থ হবেন। সূত্রের দাবি, চিঠিতে এ’কথা বলে সিআইডির হাজিরা এড়ালেন জিতেন্দ্র তিওয়ারি। CBI যখন তদন্ত করছে, তখন CID কেন তাঁকে সাক্ষী হিসেবে সমন করছে? সূত্রের দাবি এই প্রশ্নও তুলেছেন বিজেপি নেতা।

West Bengal News Live: পুজোর ৩দিন দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া রাতভর চলবে মেট্রো

সপ্তমী-অষ্টমী-নবমী পুজোর ৩দিন দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া রাতভর চলবে মেট্রো। পঞ্চমী-ষষ্ঠীতেও রাতে বাড়ানো হয়েছে পরিষেবার সময়। পুজোর দিনগুলোয় ইস্ট ওয়েস্ট মেট্রোর সময়-সূচিতেও বদল। দেখে নিন একনজরে।

WB News Live: নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ, রাজ্যে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল।

রাজ্যে এল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ, রাজ্যে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। দলীয় নেতাদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগ। আহত দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে দেখা করবে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল।

West Bengal News Live: পার্থ-কল্যাণময়কে মুখোমুখি বসিয়ে জেরা?

এবার সিবিআই হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। ২১ সেপ্টেম্বর পর্যন্ত পার্থ-কল্যাণময়ের সিবিআই হেফাজত। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হেফাজতের নির্দেশ আলিপুর আদালতের ।
তদন্তের স্বার্থে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন, সওয়াল সিবিআইয়ের।

WB News Live: বীরভূমের রামপুরহাটে আজ সকালে পাচারের আগে ৩৭টি গরু উদ্ধার করল পুলিশ

বীরভূমের রামপুরহাটে আজ সকালে পাচারের আগে ৩৭টি গরু উদ্ধার করল পুলিশ। দুটি পিক আপ ভ্যানে গরুগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ সূত্রে দাবি। আটক করা হয়েছে ২ জন পাচারকারীকে। তাঁদের কাছে বৈধ কাগজপত্র ছিল না বলে পুলিশ সূত্রে দাবি। গতকালই মল্লারপুরে ২২টি গরু পাচারের আগে উদ্ধার করা হয়। 

West Bengal News Live: রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনা করা হল স্বাস্থ্যসচিবের নেতৃত্বে বৈঠকে

রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি পর্যালোচনা করা হল স্বাস্থ্যসচিবের নেতৃত্বে বৈঠকে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানেই স্পষ্ট, লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। পুরসভাগুলির মধ্যে কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা গত এক সপ্তাহে সবথেকে বেশি বেড়েছে। জেলার মধ্যে এক সপ্তাহে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে উত্তর ২৪ পরগনায়।

WB News Live: রাহনগরের সোনাপট্টিতে বড়সড় ডাকাতির ছক বানচাল

পুজোর আগে বরাহনগরের সোনাপট্টিতে বড়সড় ডাকাতির ছক বানচাল করল পুলিশ, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার পাঁচ দুষ্কৃতী। 

West Bengal News Live: বাঁকুড়ায় হাতির দলের দাপট

বাঁকুড়ার সংগ্রামপুরে দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল। হাতির হানায় একাধিক বাড়ি ও চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। ক্ষতিপূরণের আশ্বাস দিলেও বনকর্মীদের ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয়রা।

WB News Live: রাজ্যে ডেঙ্গি-প্রকোপে চিন্তা

ডেঙ্গি নিয়ে বাড়ছে উদ্বেগ। কলকাতা ও উত্তর ২৪ পরগনার ডেঙ্গির প্রকোপে চিন্তায় স্বাস্থ্যকর্তারা।

West Bengal News Live: সন্তানের গলায় ভোজালি ঠেকিয়ে গণধর্ষণের অভিযোগ, ২ দুষ্কৃতীকে গণধোলাই

সন্তানের গলায় ভোজালি ঠেকিয়ে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ। গৃহবধূর মাথায় রিভলবার ঠেকিয়ে গণধর্ষণের অভিযোগ। খুনেরও হুমকি দেওয়ার অভিযোগ। হাসনাবাদে ২ দুষ্কৃতীকে গণধোলাই স্থানীয়দের। ২ দুষ্কৃতীকে পুলিশের হাতে তুলে দিল ক্ষুব্ধ জনতা।

WB News Live: গরুপাচার কাণ্ডের তদন্তে দিনভর বোলপুরে সিবিআই

গরুপাচার তদন্তে ফের বোলপুরে সিবিআই। বোলপুরে ভারত সেবাশ্রমে সিবিআই অফিসাররা। এদিন বাড়ি গিয়ে অনুব্রত-কন্যাকে এক ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তারপরে বোলপুর পোস্ট অফিসে, বোলপুর রেজিস্ট্রি অফিসেও যান সিবিআই অফিসাররা।

West Bengal News Live: হাইকোর্টের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের

হাইকোর্টের নির্দেশ মেনে বিজ্ঞপ্তি জারি প্রাথমিক শিক্ষা পর্ষদের। ১৮৭ জন চাকরিপ্রার্থীর নিয়োগ প্রক্রিয়া শুরু করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ১৯ সেপ্টেম্বর আচার্য প্রফুল্ল চন্দ্র ভবনে ইন্টারভিউয়ের ডাক
সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তি জারি।

WB News Live: নভেম্বরে রাজ্যে আসতে পারেন অমিত শাহ

নভেম্বরে রাজ্যে আসতে পারেন অমিত শাহ। ৫ নভেম্বর ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক, আসতে পারেন অমিত শাহ। বৈঠকে যোগ দিতে রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। করোনার জন্য ২ বছর পর ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক।

West Bengal News Live: জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পার্থকে

ইডি-র পর এবার সিবিআই হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। ২১ সেপ্টেম্বর পর্যন্ত পার্থ-কল্যাণময়ের সিবিআই হেফাজত। নিয়ে যাওয়া হল জোকা ইএসআই হাসপাতালে।

WB News Live: রাজারহাটে সিআইডি অভিযান, মার্বেল ব্যবসায়ীর দোকান সিল

গরুপাচার মামলায় রাজারহাটে সিআইডি অভিযান। রাজারহাটে মার্বেল ব্যবসায়ীর দোকান সিল। এনামুলের সঙ্গে যোগ অভিযুক্ত ব্যবসায়ীর, সিআইডি সূত্রে দাবি। শহরজুড়ে তল্লাশির পর উঠে আসে ব্যবসায়ীর নাম, সিআইডি সূত্রে খবর।

West Bengal News Live: পার্থকে দেখে 'চোর চোর' স্লোগান

আদালতের বাইরে পার্থ চট্টোপাধ্যায়কে দেখে 'চোর চোর' স্লোগান।

WB News Live: আর কারা জড়িত নিয়োগ দুর্নীতিতে?

'৪০০ অযোগ্য প্রার্থীকে নিয়োগ করা হয়েছে, নিয়ম মানা হয়নি। নিয়োগ দুর্নীতিতে অনেকে জড়িত, খুঁজে বার করতে হবে’, আদালতে সওয়াল সিবিআইয়ের আইনজীবীর।

West Bengal News Live: 'এসএসসি নিয়োগ দুর্নীতি বড়সড় ষড়যন্ত্র, মাস্টারমাইন্ড পার্থ-কল্যাণময়', সওয়াল সিবিআইয়ের

তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে দাবি সিবিআইয়ের আইনজীবীর। 'এসএসসি নিয়োগ দুর্নীতি বড়সড় ষড়যন্ত্র, মাস্টারমাইন্ড পার্থ-কল্যাণময়', আদালতে সওয়াল সিবিআইয়ের আইনজীবীর।

WB News Live: পার্থ-কল্যাণময়ের সিবিআই হেফাজত

ইডি-র পর এবার সিবিআই হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। ২১ সেপ্টেম্বর পর্যন্ত পার্থ-কল্যাণময়ের সিবিআই হেফাজত। খারিজ জামিনের আর্জি, সিবিআই হেফাজতে পার্থ-কল্যাণময়।

West Bengal News Live: মেনকা গম্ভীরের আদালত অবমাননার মামলায় এখনই অন্তর্বতী নির্দেশ নয় হাইকোর্টের

মেনকা গম্ভীরের দায়ের করা আদালত অবমাননার মামলা। এখনই কোনও অন্তর্বর্তী নির্দেশ নয়, জানালেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। অভিযুক্ত অবমাননাকারীদের বক্তব্য শোনার পরেই পরবর্তী নির্দেশ, জানাল হাইকোর্ট

WB News Live: কলকাতা ও উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি নিয়ে বাড়ছে উদ্বেগ

লাফিয়ে বাড়ছে ডেঙ্গি, কলকাতা ও উত্তর ২৪ পরগনা নিয়ে চিন্তা। এক সপ্তাহে কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৬৩।  জেলার মধ্যে এক সপ্তাহে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্ত উত্তর ২৪ পরগনায়। ওই জেলায় এক সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে ৬০০-র বেশি।

BJP News Live : খেলনা বন্দুক কপালে ঠেকিয়ে অভিষেকের ‘গুলি’ মন্তব্যের প্রতীকী প্রতিবাদ বিজেপির

নবান্ন অভিযানের ২ দিন পর লালবাজার অভিযান বিজেপির। লালবাজার অভিযান শুরু হতেই উত্তেজনা কলেজ স্ট্রিটে। 
কলেজ স্ট্রিটেই বিজেপি কর্মী সমর্থকদের ব্যারিকেড করে আটকে দেওয়া হয়। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। খেলনা বন্দুক কপালে ঠেকিয়ে অভিষেকের ‘গুলি’ মন্তব্যের প্রতীকী প্রতিবাদ বিজেপির। 

Anubrata Mondal News Live : ১ ঘণ্টার বেশি সময় কথা অনুব্রত কন্যার সঙ্গে কথা সিবিআইয়ের

অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে অনুব্রত-কন্যার সঙ্গে কথা সিবিআইয়ের। প্রায় ১ ঘণ্টার বেশি সময় কথা অনুব্রত কন্যার সঙ্গে। জিজ্ঞাসাবাদের পর বোলপুর পোস্ট অফিসে যান সিবিআই আধিকারিকরা। পোস্ট অফিসে একটি ঠিকানার বিষয়ে খোঁজ নেয় সিবিআই। দাবি সূত্রের। বোলপুর রেজিস্ট্রি অফিসেও যান সিবিআই আধিকারিকরা। 

Partha Chatterjee Case : আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র, এমবিএ, ডক্টরেট, আদালতে বললেন পার্থ

‘এসএসসি প্রাথমিক বোর্ড কমিটি স্বশাসিত, আমার তাতে কোনও নিয়ন্ত্রণ ছিল না। মন্ত্রী হিসেবে আমি দেখতাম না। আমি রামকৃষ্ণ মিশনের ছাত্র, এমবিএ, ডক্টরেট, পরিবারের সবাই উচ্চ শিক্ষিত। ’ আদালতে আর্জি পার্থ চট্টোপাধ্যায়ের

SSC Recruitment Live : নিজে কোনও নিয়োগপত্রে স্বাক্ষর করিনি, আদালতে দাবি কল্যাণময়ের

স্ক্যান করা সই ব্যবহার করা হয়েছে, নিজে কোনও নিয়োগপত্রে স্বাক্ষর করিনি, আদালতে দাবি কল্যাণময়ের । 

Partha Chatterjee News : কল্যাণময় ও পার্থ, কোর্টে কথা বলতে দেখা গেল দুজনকে

কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের গ্রেফতারের পর, এবার SSC নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কেও হেফাজতে নিতে চায় সিবিআই। এই মর্মে আলিপুর কোর্টে, CBI’এর বিশেষ আদালতে আবেদন জানায় তারা। সেইমতো আজ পার্থ চট্টোপাধ্যায়কে আলিপুরের ১২ নম্বর কোর্টে পেশ করা হয়। সেই কোর্টেই আনা হয়েছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। দুজনকে পাশাপাশি বসে নিজেদের মধ্যে কথা বলতেও দেখা যায়।  গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে নিজেদের হেফাজতে চাইল সিবিআই। 

WB News Live : তারক সিংয়ের ওই জমিতে জঞ্জাল ! নোটিস পুরসভার, শুরু পরিষ্কারের কাজ

পুরসভার নোটিস পাওয়ার পরই টালিগঞ্জ সার্কুলার রোডের জমি থেকে জঞ্জাল সরানোর কাজ শুরু করলেন মেয়র পারিষদ তারক সিং। তারক সিংয়ের ওই জমিতে জঞ্জাল জমে থাকায় গতকালই নোটিস দেয় পুরসভা। এরপরই মেয়র পারিষদের নির্দেশে শুরু হয়েছে জঞ্জাল পরিষ্কারের কাজ। এ প্রসঙ্গে মেয়র জানান, আইন সবার জন্য এক। সেখানে মেয়র পারিষদ, মেয়র বলে আলাদা কিছু নেই।  

WB News Live : বেহাল নিকাশি ব্যবস্থা, কোনও উন্নয়নই হয়নি এলাকায়, এগরায় তৃণমূলকে আক্রমণ দিলীপের

'খারাপ রাস্তা, বেহাল নিকাশি ব্যবস্থা, কোনও উন্নয়নই হয়নি এলাকায়'। পূর্ব মেদিনীপুরের এগরা পরিদর্শনে এসে এভাবেই তৃণমূলকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। কিন্তু এগরা বিধানসভা শাসকদলের দখলে থাকলেও, মেদিনীপুর লোকসভার অন্তর্গত এই এলাকার সাংসদ খোদ দিলীপ ঘোষই। এই তথ্য হাতিয়ার করেই পাল্টা নিশানা করেছে তৃণমূল। 

WB News Live : হাওড়ার বাগনানে দুর্ঘটনায় মৃত্যু ২ জনের

হাওড়ার বাগনানে দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের। গতকাল রাত ১১টা নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কে বাগনান আমতা রোড মোড়ে ওই দুর্ঘটনা ঘটে। 
একটি গাড়িতে ৫ জন পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ফিরছিলেন। পুলিশ সূত্রে দাবি, গাড়িটিকে পিছন থেকে একটি লরি ধাক্কা মারে। এর জেরে গাড়িটি উল্টোদিকের লেনে ছিটকে যায়।

WB News Live :  আজ লালবাজারের সামনে বিক্ষোভ কর্মসূচি রাজ্য বিজেপির

 আজ লালবাজারের সামনে বিক্ষোভ কর্মসূচি রাজ্য বিজেপির। জেলায় জেলায় থানা ঘেরাও কর্মসূচি।নবান্ন অভিযান নিয়ে রিপোর্ট দিতে কেন্দ্রীয় দল গড়ল বিজেপি। হাইকোর্টেও আবেদন। 

Anubrata Mondal News Live: ফের অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে সিবিআই

ফের অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে সিবিআই । অনুব্রত-কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করতে পৌঁছেছে সিবিআই, খবর সূত্রের। 

BJP News Live : 'অযথা মিথ্যা কেস দিয়ে হেনস্থা, গ্রেফতার ', নবান্ন অভিযান নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ BJPর

নবান্ন অভিযানকে কেন্দ্র করে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ । দুপুর ১টায় শুনানির সময় ধার্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের । ‘নবান্ন অভিযানকে কেন্দ্র করে বহু বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে , তাঁদের অযথা মিথ্যা কেস দিয়ে গ্রেফতার করা হয়েছে’, আদালতের কাছে অভিযোগ বিজেপির

Bengal Recruitment Scam Live : CBI কনভয়ে কল্যাণময়, আজ আলিপুরে বিশেষ সিবিআই আদালতে পেশ

এসএসসি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়, এস পি সিন্হা, অশোক সাহার পর এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। আজ তাঁকে তোলা হচ্ছে আদালতে। নিজাম প্যালেসে টানা ৬ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পর, তাঁকে গ্রেফতার করে CBI।

WB News Live : নবান্ন অভিযান ঘিরে সংঘাত গড়াল কলকাতা বন্দরে ২০০ কোটির বাজেয়াপ্ত মাদকে

নবান্ন অভিযান ঘিরে সংঘাত গড়াল কলকাতা বন্দরে ২০০ কোটির বাজেয়াপ্ত মাদকে। ফেরার কারবারীর তৃণমূল যোগের অভিযোগ বিজেপির। পাল্টা চ্যালেঞ্জ ২ তৃণমূল নেতার।

WB News Live : জিতেন্দ্র তিওয়ারি দ্বারস্থ হচ্ছেন হাইকোর্টের, খবর সূত্রের

কয়লা পাচারকাণ্ডে সিআইডির তলব  সত্ত্বেও হাজিরায় না জিতেন্দ্র তিওয়ারির। অন্ডালের মামলায় কেন পাণ্ডবেশ্বরের বিধায়ক হিসেবে তলব? প্রশ্ন জিতেন্দ্রর। দ্বারস্থ হচ্ছেন হাইকোর্টের, খবর সূত্রের।

WB News Live Update : আজ কয়লা পাচারকাণ্ডে হাজিরা দিচ্ছেন না জিতেন্দ্র তিওয়ারি

আজ কয়লা পাচারকাণ্ডে হাজিরা দিচ্ছেন না জিতেন্দ্র তিওয়ারি । কয়লা পাচারকাণ্ডে গতকাল বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব করে সিআইডি ।আজই আসানসোলের প্রাক্তন মেয়রকে ভবানীভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল

নবান্ন অভিযানে এসিপি-কে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ২

গোঁফ কামিয়ে, মাথা ন্যাড়া করেও হল না শেষরক্ষা। বিজেপির নবান্ন অভিযানে এসিপি-কে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ২। ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। 

BJP News Live : জল অনেকদূর গড়াবে, কাউকে ছাড়া হবে না, হুঙ্কার দিলীপের

 ইডির পর এবার পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে চায় সিবিআই। ভার্চুয়ালি নয়, আজ জেল থেকে সশরীরে হাজির করতে নির্দেশ আদালতের। জল অনেকদূর গড়াবে, কাউকে ছাড়া হবে না, হুঙ্কার দিলীপের।

BJP News Live : জল অনেকদূর গড়াবে, কাউকে ছাড়া হবে না, হুঙ্কার দিলীপের

 ইডির পর এবার পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে চায় সিবিআই। ভার্চুয়ালি নয়, আজ জেল থেকে সশরীরে হাজির করতে নির্দেশ আদালতের। জল অনেকদূর গড়াবে, কাউকে ছাড়া হবে না, হুঙ্কার দিলীপের।

BJP Nabanna Avijan News Live : নবান্ন অভিযানে 'দলীয় কর্মীদের ওপর পুলিশি অত্যাচার', দোষী পুলিশ অফিসারদের শাস্তি দাবি BJP র দিল্লি দফতর থেকে

নবান্ন অভিযানে দলীয় কর্মীদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগে সরব হল বিজেপি। দলের দিল্লি দফতর থেকে প্রেস বিজ্ঞপ্তিতে দোষী পুলিশ অফিসারদের শাস্তি দাবি করা হয়েছে। পাশাপাশি, ঘটনার অনুসন্ধান করে রিপোর্ট দেওয়ার জন্য একটি কেন্দ্রীয় দল গঠন করেছেন দলের কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডা।

WB News Live : সিআইডি তদন্ত ধোপে টিকবে কি? জিতেন্দ্র তিওয়ারিকে তলব নিয়ে বললেন দিলীপ

কয়লা পাচারকাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব করেছে সিআইডি। এ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের দাবি, এ সব বিজেপিকে ডিস্টার্ব করার চেষ্টা। তাঁর প্রশ্ন, আদালতের নির্দেশে সিবিআই তদন্ত করছে। এরপর সিআইডি তদন্ত ধোপে টিকবে কি?

BJP Live : নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগে আজ বিজেপির লালবাজারে বিক্ষোভ

নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে আজ লালবাজারের সামনে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে বিজেপি। সামিল হবেন রাজ্যস্তরের নেতারা। বিক্ষোভ ঠেকাতে প্রস্তুত পুলিশও।  

WB News Live : ফের আন্দোলনের হুঁশিয়ারি দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়

বৃহস্পতিবার বাম ছাত্র-যুব সংগঠনের কলকাতা পুরসভা অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার। দফায় দফায় পুলিশের বাধার মুখে পড়লেন SFI, DYFI-এর সদস্যরা। ধস্তাধস্তি। পুরসভার শূন্যপদ পূরণ-সহ দাবিদাওয়া না মিটলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়রা। 

Coal Smuggling Case : কয়লা পাচারকাণ্ডে জিতেন্দ্র তিওয়ারিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব CID র

কয়লা পাচারকাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে CID। সূত্রের খবর, আসানসোলের প্রাক্তন মেয়রকে আজ ভবানীভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ২০২১-এর বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন জিতেন্দ্র তিওয়ারি।

West Bengal News Update : এবার পার্থ চট্টোপাধ্যায়কেও হেফাজতে নিতে চায় সিবিআই

কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের গ্রেফতারের পর, এবার পার্থ চট্টোপাধ্যায়কেও হেফাজতে নিতে চায় সিবিআই। এই মর্মে আলিপুর কোর্টে, CBI’এর বিশেষ আদালতে আবেদন জানিয়েছে তারা। এদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়কে আজ  সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক। প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। 

Dengue : গত এক সপ্তাহে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্ত

রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি আরও উদ্বেগজনক। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গতকাল স্বাস্থ্যভবনে স্বাস্থ্যসচিবের উপস্থিতিতে সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকে পর্যালোচনা করা হয় ডেঙ্গি পরিস্থিতি। সূত্রের খবর, স্বাস্থ্য দফতরের রিপোর্টে দেখা যাচ্ছে, গত এক সপ্তাহে শুধু সরকারি হাসপাতালগুলিতেই ১ হাজার ২৩০ জন ডেঙ্গি আক্রান্ত ভর্তি হয়েছেন।  পুরসভাগুলির মধ্যে কলকাতায় গত এক সপ্তাহে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্ত।

প্রেক্ষাপট

এক নজরে আজকের শিরোনাম ( Headlines ) 


 



  •  এসএসসি দুর্নীতিকাণ্ডে এবার গ্রেফতার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। টানা জেরার পরে গ্রেফতার কল্যাণময়। পার্থ, ২ এসএসসি কর্তা, মিডলম্যানের পরে গ্রেফতার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। ভুয়ো নিয়োগপত্রে কল্যাণময়ের সই, অভিযোগ সিবিআইয়ের। 

  • টাকা নিয়ে চাকরি বিক্রি, মূল চক্রী কল্যাণময়। এফআইআর করা উচিত। রিপোর্ট দিয়েছিল বাগ কমিটি। শান্তিময়ের সঙ্গে নিবিড় যোগের অভিযোগ। 

  • ইডির পর এবার পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিতে চায় সিবিআই। ভার্চুয়ালি নয়, আজ জেল থেকে সশরীরে হাজির করতে নির্দেশ আদালতের। 

  • নিয়োগে দুর্নীতির অভিযোগ। বিজেপির নবান্ন অভিযানের পর বামেদের পুরসভা অভিযানে ধুন্ধুমার।

  • নবান্ন অভিযান ঘিরে সংঘাত গড়াল কলকাতা বন্দরে ২০০ কোটির বাজেয়াপ্ত মাদকে। ফেরার কারবারীর তৃণমূল যোগের অভিযোগ বিজেপির।

  • আফগানিস্তান-করাচি-দুবাই হয়ে কীভাবে কলকাতায় ২০০ কোটির মাদক? কেন মন্ত্রীর সঙ্গে তৃণমূল নেতার বৈঠক? প্রশ্ন বিজেপির।

  • মাদক-কারবারীর সঙ্গে যোগের বিস্ফোরক অভিযোগ বিজেপির। পাল্টা চ্যালেঞ্জ ২ তৃণমূল নেতার।

  • পার্টি অফিসে স্বর্ণ ঋণ ব্যবসার আড়ালে কীসের কারবার বিজেপি নেতার? বিজেপির আক্রমণের মুখে পাল্টা কুণাল। 

  • স্পর্শ নিয়ে অভিষেকের আক্রমণ, পাল্টা দঃ ২৪ পরগনার ৪ তৃণমূল নেতার বেলাগাম সম্পত্তি নিয়ে আক্রমণে শুভেন্দু।

  • তৃণমূল নেতাদের সম্পত্তি নিয়ে শুভেন্দুর বিস্ফোরক অভিযোগ। পাল্টা আক্রমণে কুণাল। নবান্ন অভিযানে স্পর্শ-সংঘাত গড়াল এবার ব্যক্তিগত আক্রমণে।

  • বিজেপির নবান্ন অভিযানের আঁচ এবার বিধানসভায়। শাসক-বিরোধী বিক্ষোভ, পাল্টা ওয়াকআউট। 

  • অভিষেকের গুলি-মন্তব্যের পাল্টা আক্রমণে বেলাগাম অগ্নিমিত্রা। বললেন, আমারও ইচ্ছে হয় যারা গরু পাচার, কয়লা পাচার, সোনা পাচারে যুক্ত তাদের বাজারে দাঁড় করিয়ে পাথরবৃষ্টি করাতে ! 

  • নবান্ন অভিযানে বিজেপি কর্মীদের ওপর পুলিশি অত্যাচারের অভিযোগ। ঘটনার অনুসন্ধান করে রিপোর্ট দিতে কেন্দ্রীয় দল গঠন করলেন নাড্ডা। 

  • বড়বাজারে পুলিশের গাড়িতে আগুন। আরও গ্রেফতার। সাঁতরাগাছিতে ইট-বৃষ্টিতে অভিযুক্তদের ছবি প্রকাশ। পাল্টা তদন্ত কমিটি গড়ল বিজেপি। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.