West Bengal News Live Updates: আপাতত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে সিসিটিভি ক্যামেরা বসানো হবে

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 17 Aug 2023 11:32 PM
Jadavpur University: আপাতত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে সিসিটিভি ক্যামেরা বসানো হবে

আপাতত শুধুমাত্র গেটে, সিসিটিভি ক্যামেরা বসানো হবে। রাত আটটা থেকে সকাল সাতটা পর্যন্ত পরিচয়পত্র দেখিয়ে ক্য়াম্পাসে ঢুকতে হবে। ছাত্রমৃত্য়ুর পর অবশেষে সিদ্ধান্ত নিল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়। যদিও, অনেকেই বলছেন, কেন সার্বিক নজরদারির জন্য় সর্বত্র সিসিটিভি ক্য়ামেরা লাগানো হবে না? কেন কিছু সময়ের জন্য় গেটে কড়াকড়ি হবে?

Kharagpur IIT: IIT-র মেধাবী ছাত্র ফয়জানের মর্মান্তিক মৃত্য়ুর নেপথ্য়েও র‍্যাগিং!

যাদবপুরের মতো, IIT-র মেধাবী ছাত্র ফয়জান আহমেদের মর্মান্তিক মৃত্য়ুর নেপথ্য়েও, উঠে এসেছে র‍্যাগিংয়ের অভিযোগ। ফয়জানের মায়ের দাবি, হস্টেলে যাওয়ার পর থেকেই নতুন ছাত্রদের ওপর অত্য়াচার করা হত। আক্ষেপের সুরে তিনি বলছেন, সেই সময় IIT কর্তৃপক্ষ কড়া পদক্ষেপ নিলে, যাদবপুরে আরেক পড়ুয়াকে এভাবে চলে যেতে হত না।

Dhupguri News: ধূপগুড়ি উপনির্বাচনের আগে দলীয় প্রার্থীর প্রচারের মাঝেই, প্রকাশ্যে চলে এলে বিজেপির কোন্দল

দলের নেতাকেই ধাক্কা মেরে ফেলে দেওয়া হল রাস্তায়। তারপর মারা হল লাথি। ধূপগুড়ি উপনির্বাচনের আগে দলীয় প্রার্থীর প্রচারের মাঝেই, প্রকাশ্যে চলে এলে বিজেপির কোন্দল। যদিও এনিয়ে জেলা নেতৃত্বের কেউ মন্তব্য করতে চায়নি। সোশাল মিডিয়ায় কটাক্ষ করেছে তৃণমূল। 

Dengue Situation: রাজ্য়ে ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, আসানসোলে মৃত্য়ু কলেজ ছাত্রের

রাজ্য়ে ফের ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। পশ্চিম বর্ধমানের আসানসোলে মৃত্য়ু হল এক কলেজ ছাত্রের। বছর কুড়ির অবিনাশ সাউয়ের মৃত্য়ুতে আতঙ্ক ছড়িয়েছে আসানসোল পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডে। মৃতের পরিবারের অভিযোগ ওয়ার্ডে জঞ্জাল সাফাইয়ের কাজ করে না পুরসভা। যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

Purba Medinipur News: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতায় না গেলে দ্বিতীয় বর্ষের ছাত্রের পা ভেঙে দেওয়ার হুমকি!

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতায় না গেলে দ্বিতীয় বর্ষের ছাত্রের পা ভেঙে দেওয়ার হুমকির অভিযোগ উঠল। অভিযোগের তির পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার সিদ্ধিনাথ মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ নেতা ও এক প্রাক্তনীর বিরুদ্ধে। কলেজ কর্তৃপক্ষ ও অ্যান্টি-র‍্যাগিং কমিটির কাছে অভিযোগ জানিয়েছেন অভিযোগকারী ছাত্রের বাবা। 

North 24 Parganas News: স্বরূপনগরে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল

উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে টানাপোড়েনের জেরে বিজেপি-সিপিএম-নির্দল মিলে খুন করেছে বলে অভিযোগ শাসক শিবিরের। অভিযোগ উড়িয়ে দিয়েছে বিরোধীরা। 

Partha Chatterjee: দুর্নীতির পরিকল্পনা, নথি বিকৃতি, নিয়োগ, টাকা আদায়ে জড়িত পার্থ, দাবি করল CBI

প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দুর্নীতির পরিকল্পনা, নথি বিকৃতি, নিয়োগ, টাকা আদায়ে জড়িত পার্থ চট্টোপাধ্যায়। আইন তৈরি হলেও তা মানা হয়নি। পরিকল্পনা কার্যকর করার জন্য সুবীরেশ ভট্টাচার্যকে পছন্দসই পদে বসানো হয়, আদালতে দাবি সিবিআই-এর।

Calcutta Medical College: পড়ুয়াদের জন্য আলাদা হস্টেলের ব্যবস্থা করছে কলকাতা মেডিক্যাল কলেজ

শিক্ষা দিয়েছে যাদবপুর। প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য আলাদা হস্টেলের ব্যবস্থা করছে কলকাতা মেডিক্যাল কলেজ। হস্টেলে কারা থাকছেন, প্রাক্তনীরা থাকছেন কিনা, থাকলেও কী প্রয়োজনে? সবটাই খতিয়ে দেখছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। 

Behala News: বেহালায় ফের দুর্ঘটনা, পুলকার উল্টে আহত শিশুরা

বেহালায় ফের দুর্ঘটনা। ঠাকুরপুকুরের কাছে রাস্তার ধারে পড়ে থাকা পাথরে ধাক্কা লেগে উল্টে গেল পুলকার। আহত হল কচিকাঁচারা। বেপরোয়া গতি, নাকি খারাপ রাস্তা, দুর্ঘটনার কারণ জানতে তদন্তে পুলিশ। আট করা হয়েছে পুলকারটি।

JU Student Death: যাদবপুরকাণ্ডে চাপ বাড়িয়ে এবার চিঠি জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের

যাদবপুরকাণ্ডে চাপ বাড়িয়ে এবার চিঠি জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের। রিপোর্ট চেয়ে যাদবপুরের রেজিস্ট্রার, রাজ্য পুলিশের ডিজিকে কমিশনের চিঠি। ভয়াবহ অত্যাচারে নাবালক ছাত্রের মৃত্যু, তদন্ত করে ৭দিনে রিপোর্ট তলব। 

Jadavpur University: হস্টেলে কোনও আইনের শাসন নেই, মানলেন যাদবপুরের ডিন অফ স্টুডেন্টস!

হস্টেলে কোনও আইনের শাসন নেই, মানলেন ডিন অফ স্টুডেন্টস! যাদবপুরে ছাত্রের মৃত্যু, ডিন অফ স্টুডেন্টসকে লালবাজারে তলব। ৩ ঘণ্টার জিজ্ঞাসাবাদে হস্টেলে নিয়ন্ত্রণ না থাকার কথা কবুল কর্তৃপক্ষের। 'ছাত্রদের প্রতিরোধের মুখে বিধি কার্যকর করা কঠিন', গোয়েন্দাদের প্রশ্নের মুখে দাবি যাদবপুরের ডিন অফ স্টুডেন্টসের । 

Jadavpur University Clash: অশান্তি করবেন না, আবেদন নদিয়ার মৃত পড়ুয়ার বাবার

যাদবপুরের পড়ুয়াদের আন্দোলন স্বাভাবিক, তবে আন্দোলনের নামে মারপিট, অশান্তি করবেন না, আবেদন নদিয়ার মৃত পড়ুয়ার বাবার।

Alipurduar News: আলিপুরদুয়ারের ফালাকাটায় দুর্ঘটনা, জলে ডুবে মৃত্যু ৭ মাসের শিশুর

গাড়িকে পাশ কাটাতে গিয়ে মোটরবাইক থেকে দুই শিশু-সহ নদীতে পড়ে যান দম্পতি। জলে ডুবে মৃত্যু হল ৭ মাসের শিশুর। গতকাল রাত ৯টা নাগাদ আলিপুরদুয়ারের ফালাকাটায় দুর্ঘটনা ঘটে। চরতোর্সা নদীর ওপর অস্থায়ী সেতু মেরামতির কাজ চলছে। যানজট লেগেই থাকে। ৭ মাস ও ৫ বছরের দুই শিশুপুত্রকে নিয়ে ফালাকাটা থেকে আলিপুরদুয়ারে ফিরছিলেন দম্পতি। অস্থায়ী সেতুর ওপর আরেকটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনা ঘটে। বাইক থেকে ছিটকে দুই শিশুকে নিয়ে নদীতে পড়ে যান দম্পতি।
মা-বাবা ও একটি শিশুকে উদ্ধার করা সম্ভব হলেও, ঘণ্টাদুয়েক পর ৭ মাসের শিশুর নিথর দেহ উদ্ধার হয়। 


 

JU Student Death: ছাত্রের প্রাণের বিনিময়েও ঘুম ভাঙল না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের!

ছাত্রের প্রাণের বিনিময়েও ঘুম ভাঙল না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের! ক্যাম্পাস-হস্টেলে শুধু রাত ৮ থেকে সকাল ৭টা পর্যন্ত প্রবেশে কড়াকড়ি!
কেন রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ? কেন শুধু ১১ ঘণ্টা নজরদারি, বাকি সময়ে আবার সেই ঢিলেঢালা নজর? হস্টেলে সিসি ক্যামেরা কবে? এখনও স্পষ্ট জানাতে পারল না কর্তৃপক্ষ! এখনও শুধু কয়েকটি নির্দিষ্ট জায়গায় সিসি ক্যামেরা বসানোর আশ্বাস। আপাতত শুধু গেটে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত: রেজিস্ট্রার। 

Darjeeling News: নকশালবাড়িতে তৃণমূল পঞ্চায়েত সদস্য়কে মারধর, শ্রমিক নেতা ও তাঁর মাকে ছুরি মারার অভিযোগ

দার্জিলিংয়ের নকশালবাড়িতে তৃণমূল পঞ্চায়েত সদস্য়কে মারধর এবং শাসক দলের শ্রমিক নেতা ও তাঁর মাকে ছুরি মারার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। পুরনো শত্রুতার জেরে হামলা চালানো হয় বলে দাবি তৃণমূলের। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি

SSC Case: আবারও জামিনের আর্জি খারিজ পার্থ চট্টোপাধ্যায়ের

আবারও জামিনের আর্জি খারিজ পার্থ চট্টোপাধ্যায়ের। ১৯ অগাস্ট পর্যন্ত ফের জেলেই থাকতে হবে। আদালেত বিস্ফোরক দাবি সিবিআই-এর। তাদের দাবি, নাকতলার বাড়িতে বসেই তালিকা তৈরি করতেন পার্থ। বাড়ির নীচে বানিয়েছিলেন অফিস। সেখান থেকেই যেত তালিকা।

JU Student Death: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং নিয়ে বিস্ফোরক হস্টেলের সুপার

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং নিয়ে বিস্ফোরক হস্টেলের সুপার। 'যাদবপুরের হস্টেলে দীর্ঘদিন ধরেই চলে র‍্যাগিং। হস্টেলে আছে প্রাক্তনীদের প্রভাব। হস্টেলে নজরদারি করতে গেলে বাধা দেওয়া হত। সব জেনেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। মেন হস্টেলে বসত নেশার আসর', অভিযোগ হস্টেলের সুপারের। 

Jadavpur University Clash: ফের রণক্ষেত্র যাদবপুর, বিজেপি-আরএসএফ সংঘর্ষে ঝরল রক্ত

ছাত্রমৃত্যুর প্রতিবাদে কর্মসূচি ঘিরে ফের রণক্ষেত্র যাদবপুর। বিজেপি-আরএসএফ সংঘর্ষ, ঝরল রক্ত। মেরে নাক ফাটিয়ে দেওয়া হল এক পড়ুয়ার।

SSC Case: এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের রিপোর্ট তলব

এসএসসি গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের রিপোর্ট তলব। সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। ২ সপ্তাহের মধ্যে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট তলব হাইকোর্টের। 

JU Student Death: যাদবপুর কর্তৃপক্ষের শোকজ নোটিসের উত্তরে অসন্তুষ্ট রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন

ছাত্রমৃত্যুতে যাদবপুর কর্তৃপক্ষের শোকজ নোটিসের উত্তরে অসন্তুষ্ট রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। 'নিজেদের ব্যর্থতা না মেনে দায় এড়ানোর চেষ্টা কর্তৃপক্ষের। ক্যাম্পাস থেকে র‍্যাগিং উৎখাত করতে পরিকাঠামোগত সংস্কারের কোনও রোড ম্যাপ নেই', শোকজ নোটিসের উত্তরে হতাশ কমিশন। ফের যাদবপুর কর্তৃপক্ষকে চিঠি দিচ্ছে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন। 
'ইউজিসি গাইডলাইন কেন লঙ্ঘন করা হয়েছে', শোকজ নোটিসের উত্তর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের।

Jadavpur University: কোলে করে একজনকে রক্তাক্ত অবস্থায় তোলা হয়, যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর বয়ান ট্যাক্সি চালকের

'এমার্জেন্সি আছে বলে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন ছাত্রেরা। কোলে করে একজনকে রক্তাক্ত অবস্থায় ট্যাক্সিতে তোলা হয়েছিল। কয়েকজন দৌড়ে এসেছিলেন, বলেছিলেন এমার্জেন্সি আছে। গামছা পরা অবস্থায় একজনকে ট্যাক্সিতে তোলা হয়েছিল। মাথা গামছায় মোড়া, মুখে আঘাতের চিহ্ন ছিল', যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর বয়ান ট্যাক্সি চালকের।

Suvendu Adhikari: র‍্যাগিংয়ের প্রতিবাদে যাদবপুরে বিজেপির বিক্ষোভ, হাজির শুভেন্দু অধিকারী

র‍্যাগিংয়ের প্রতিবাদে যাদবপুরে বিজেপির বিক্ষোভ। বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের সামনে বিক্ষোভ। বিক্ষোভ দেখাচ্ছে বিজেপির যুবমোর্চা। উপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Partha Chatterjee: নাকতলার বাড়িতে বসেই তালিকা তৈরি করতেন পার্থ, আদালতে দাবি করল CBI

'নাকতলার বাড়িতে বসেই তালিকা তৈরি করতেন পার্থ, বাড়ির নীচে একটি অফিস বানিয়েছিলেন। সেখান থেকেই পাঠানো হত তালিকা', আদালতে সওয়াল সিবিআইয়ের। 'সুবীরেশকে বাড়িতে ডেকেই তালিকা দিতেন পার্থ, এই মামলার ধৃত প্রসন্ন ও প্রদীপ সিংহরা বারবার পার্থর বাড়ি যেত। পরিকল্পনা কার্যকর করার জন্য সুবীরেশকে পছন্দসই পদে বসানো হয়েছিল', আদালতে সওয়াল সিবিআইয়ের।

Calcutta High Court: নথি জালিয়াতি করে চাকরি পাওয়ার মামলা, অসন্তুষ্ট বিচারপতি

গোথা হাইস্কুলে নথি জালিয়াতি করে চাকরি পাওয়ার মামলা অসন্তোষ প্রকাশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। সিআইডি-র ৬ নম্বর রিপোর্টের পরেও অখুশি বিচারপতি। '৬টি রিপোর্ট দেখে কোথাও বোঝা যাচ্ছে না এই দুর্নীতির কার্যপদ্ধতি কী। কী পরিকল্পনা করে দুর্নীতি, তার উল্লেখ এই রিপোর্টগুলিতে নেই। কীভাবে দুর্নীতি ঠেকানো যায়, তার উল্লেখও এই রিপোর্টে নেই। কোর্ট সিআইডি-র ওপর অগাধ আস্থা রেখেছিল, তারপরেই এই রিপোর্ট? এই ধরনের রিপোর্টের কি আদৌ প্রয়োজন আছে ?' প্রশ্ন বিচারপতির।

JU Student Death: ৮দিন পরেও সিসি ক্যামেরা বসানো নিয়ে সিদ্ধান্তহীনতায় যাদবপুর কর্তৃপক্ষ!

ছাত্রের প্রাণের বিনিময়েও ঘুম ভাঙল না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের! ৮দিন পরেও সিসি ক্যামেরা বসানো নিয়ে সিদ্ধান্তহীনতায় কর্তৃপক্ষ!
শুধু রাত ৮ থেকে সকাল ৭টা পর্যন্ত প্রবেশে কড়াকড়ি কেন? কেন রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ?
হস্টেলে সিসি ক্যামেরা বসবে কবে? এখনও স্পষ্ট জানাতে পারল না কর্তৃপক্ষ।

Jadavpur University: যাদবপুরে পড়ুয়া মৃত্যুর প্রতিবাদে পথে পড়ুয়ারা

যাদবপুরে পড়ুয়া মৃত্যুর প্রতিবাদে পথে পড়ুয়ারা। ঢাকুরিয়া থেকে যাদবপুর এইট বি স্ট্যান্ড পর্যন্ত মিছিল এসএফআইয়ের। পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, উত্তেজনা। ব্যারিকেড ভেঙে ফেলে ছাত্ররা। রাস্তায় বসে পড়ে প্রতিবাদ ছাত্রদের। 

JU Student Death: যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করল উচ্চ শিক্ষা দফতর

যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করল উচ্চ শিক্ষা দফতর। বলা হল, 'গোটা ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতি স্পষ্ট।' যাদবপুরে ছাত্রমৃত্যুর তদন্তে ৪ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন রাজ্যের। ২ সপ্তাহের মধ্যে 'ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি'কে রিপোর্ট পেশের নির্দেশ। 

JU Student Death: যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করল উচ্চ শিক্ষা দফতর

যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করল উচ্চ শিক্ষা দফতর। বলা হল, 'গোটা ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতি স্পষ্ট।' যাদবপুরে ছাত্রমৃত্যুর তদন্তে ৪ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন রাজ্যের। ২ সপ্তাহের মধ্যে 'ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি'কে রিপোর্ট পেশের নির্দেশ। 

Jadavpur University: যাদবপুরে ছাত্রের মৃত্যু, ফের ডিন অফ স্টুডেন্টসকে লালবাজারে তলব

যাদবপুরে ছাত্রের মৃত্যু, ফের ডিন অফ স্টুডেন্টসকে লালবাজারে তলব। রাতভর ক্যাম্পাসে থাকার পর অবশেষে ঘেরাও মুক্ত যাদবপুরের ডিন অফ স্টুডেন্টস। কীভাবে র‍্যাগিংয়ে ছাত্রের মৃত্যু, এখনও বহু প্রশ্নের উত্তর অধরা: পুলিশ সূত্র। 

West Bengal News LIVE Updates: আজ চতুর্থবার বৈঠকে বসছে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি

যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় আজ চতুর্থবার বৈঠকে বসছে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। প্রশ্ন উঠছে, র‍্যাগিং রুখতে কী ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে? ক্যাম্পাস ও হস্টেলে সিসি ক্যামেরা লাগানোর ব্যাপারে কী মনোভাব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের? বিশ্ববিদ্যালয়ে পঠন-পাঠনের পরিবেশ স্বাভাবিক করতেই বা কী করণীয়, তা নিয়েও প্রশ্ন রয়েছে।  

WB News LIVE Updates: উত্তর ২৪ পরগনায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ

হাড়োয়ার পর স্বরূপনগর। এবার উত্তর ২৪ পরগনায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। মৃতের নাম গোবিন্দ মণ্ডল। অভিযোগ, ১৫ অগাস্ট রাতে স্বরূপনগরের কৈজুরি গ্রাম পঞ্চায়েতের ভাদুড়িয়ায় বছর ৭০-এর তৃণমূল কর্মীর ওপর হামলা চালানো হয়। মারধরে আহত হন তৃণমূল কর্মীর পরিবারের ২ সদস্য। আজ সকালে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তৃণমূল কর্মীর। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে স্বরূপনগর থানার পুলিশ।

West Bengal News LIVE Updates: র‍্যাগিংয়ের প্রতিবাদে যাদবপুরে বিজেপির বিক্ষোভ

র‍্যাগিংয়ের প্রতিবাদে যাদবপুরে বিজেপির বিক্ষোভ। বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের সামনে বিক্ষোভ। বিক্ষোভ দেখাচ্ছে বিজেপির যুবমোর্চা

WB News LIVE Updates: ছাত্রমৃত্যুর তদন্তে যাদবপুরের রিপোর্টে তীব্র অসন্তোষ ইউজিসি-র

ছাত্রমৃত্যুর তদন্তে যাদবপুরের রিপোর্টে তীব্র অসন্তোষ ইউজিসি-র। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ১২ দফা প্রশ্ন-সহ কড়া ইমেল। 'পদক্ষেপের ব্যাপারে নির্দিষ্ট কিছু উল্লেখ করা হয়নি। কিছু প্রশ্ন তোলা হয়েছে, তার উত্তর দিন, যাদবপুরকে কড়া প্রশ্ন ইউজিসি-র। উত্তর না দিলে ধরে নেব আপনাদের উত্তর দেওয়ার মতো কিছু নেই'। উত্তর না পেলে আগামীদিনে আইন মোতাবেক পদক্ষেপ নেওয়া হবে, হুঁশিয়ারি ইউজিসি-র। 

West Bengal News LIVE Updates: নয়াদিল্লিতে অমিত শাহের বাসভবনে ডেকে পাঠানো হল দিলীপ ঘোষকে

নয়াদিল্লিতে অমিত শাহের বাসভবনে ডেকে পাঠানো হল দিলীপ ঘোষকে । আজ সন্ধে ৭ নাগাদ অমিত শাহের সঙ্গে বৈঠকে বসবেন দিলীপ ঘোষ । দিলীপ ঘোষকে দেওয়া হতে পারে দলের বিশেষ সাংগঠনিক দায়িত্ব

WB News LIVE Updates: যাদবপুরে পড়ুয়া মৃত্যুর প্রতিবাদে পথে পড়ুয়ারা

যাদবপুরে পড়ুয়া মৃত্যুর প্রতিবাদে পথে পড়ুয়ারা। ঢাকুরিয়া থেকে যাদবপুর এইট বি স্ট্যান্ড পর্যন্ত মিছিল এসএফআইয়ের। মেডিক্যাল কলেজে অ্যান্টি র‍্যাগিং র‍্যালি ডাক্তারি পড়ুয়াদের। যাদবপুর থানার সামনে বিক্ষোভ ডিএসও-র

West Bengal News LIVE Updates: 'ইউজিসিকে পাঠানো যাদবপুর কর্তৃপক্ষের রিপোর্ট সন্তোষজনক নয়'

'র‍্যাগিং নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে চিঠি ইউজিসিকে পাঠিয়েছে তা সন্তোষজনক নয়। এ নিয়ে যাদবপুরকে চিঠিও পাঠিয়েছে ইউজিসি', যে ১০টি পয়েন্টে যাদবপুর বিশ্ববিদ্যালয় উত্তর দিয়েছে, তা যথেষ্ট নয়, মন্তব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের

WB News LIVE Updates: গোঠা হাইস্কুলে নথি জালিয়াতি করে চাকরি পাওয়ার মামলা অসন্তোষপ্রকাশ বিচারপতি বিশ্বজিৎ বসুর

গোঠা হাইস্কুলে নথি জালিয়াতি করে চাকরি পাওয়ার মামলা অসন্তোষপ্রকাশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। সিআইডি-র ৬ নম্বর রিপোর্টের পরেও অখুশি বিচারপতি। '৬টি রিপোর্ট দেখে কোথাও বোঝা যাচ্ছে না এই দুর্নীতির কার্যপদ্ধতি কী। কী পরিকল্পনা করে এই দুর্নীতিকে বাস্তবায়িত করা হয়েছিল তার উল্লেখ এই রিপোর্টগুলিতে নেই। কীভাবে দুর্নীতি ঠেকানো যায়, তার উল্লেখও এই রিপোর্টে নেই। এই ধরনের রিপোর্টের কি আদৌ প্রয়োজন আছে ? প্রশ্ন বিচারপতির। 

West Bengal News LIVE Updates: এবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতেও র‍্যাগিং?

যাদবপুরকাণ্ডের রেশ কাটার আগে এবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতেও র‍্যাগিং? ২৮ অগাস্ট, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কলকাতায় না গেলে দ্বিতীয় বর্ষের ছাত্রের ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকি। অভিযোগের তির পাঁশকুড়ার সিদ্ধিনাথ মহাবিদ্যালয়ের টিএমসিপি নেতা ও এক প্রাক্তনীর বিরুদ্ধে। কলেজ কর্তৃপক্ষ ও অ্যান্টি-র‍্যাগিং কমিটিকে অভিযোগ জানিয়েছেন ওই ছাত্র

Jadavpur University LIVE Updates: 'মেন হস্টেলে বসত নেশার আসর, ঘরে-ছাদে র‍্যাগিং', বিস্ফোরক হস্টেলের সুপার

হস্টেল সুপার এদিন এবিপি আনন্দকে জানান, আমি কোনও নিরাপত্তারক্ষী বা কাউকে কোনও নির্দেশ দেয়নি। এই ঘটনা যখন ঘটেছে, তখন আমি ঘরে। ১২.০৭ নাগাদ এ খবর পেয়েছি আমি। আমাদের আরেক সুপার গৌতম মুখোপাধ্যায় আমাকে ফোন করে জানান যে আপনাদের কোনও একটা ব্লকে বারান্দা থেকে এক ছাত্র পড়ে গিয়েছেন। আমি যখন নিচে নামি ততক্ষণে ওই পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 


এরপরই তিনি বলেন, 'হস্টেলে ছাত্ররা থাকত, মদ ও নেশার দ্রব্য চলতই ওখানে। আমি হয়তো রাস্তা দিয়ে যাচ্ছি সেই সময় দেখলাম পুকুর পাড়ে বসে খাচ্ছে। আমি মাথা নিচু করে চলে যেতাম। সকলেই প্রাপ্তবয়স্ক। গালিগালাজ করলে খারাপ লাগত। বেশিরভাগই ঘরে বা ছাদে খেত। 

Jadavpur University LIVE Updates: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং নিয়ে বিস্ফোরক হস্টেলের সুপার

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং নিয়ে বিস্ফোরক হস্টেলের সুপার। 'মেন হস্টেলে বসত নেশার আসর। হস্টেলের ঘরে-ছাদে র‍্যাগিং চলত, প্রাক্তনীদের প্রভাব ছিল। হস্টেলে নজরদারি করতে গেলে বাধা দেওয়া হত। সব জেনেও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ', অভিযোগ হস্টেলের সুপারের

WB News LIVE Updates: কলকাতায় এসে পৌঁছেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

কলকাতায় এসে পৌঁছেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ দিনভর তাঁর নানা কর্মসূচি রয়েছে। বিমানবন্দর থেকে তিনি সরাসরি যাবেন রাজভবনে। সেখানে একটি মহিলা সংগঠনের অনুষ্ঠান উদ্বোধনের পর তাঁদের সঙ্গেই মধ্যাহ্নভোজ সারবেন তিনি। এরপর রাষ্ট্রপতি যাবেন গার্ডেনরিচ শিপবিল্ডার্সে। ভারতীয় নৌবাহিনীর জাহাজ বিন্ধ্যগিরির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি। সেখান থেকেই সরাসরি বিমানবন্দরে ফিরবেন রাষ্ট্রপতি। আজই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা 

West Bengal News LIVE Updates: যাদবপুরের পড়ুয়া মৃত্যু তদন্তে আজ বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির বৈঠক

যাদবপুরের পড়ুয়া মৃত্যু তদন্তে আজ বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির বৈঠক। এদিকে ডিন অব স্টুডেন্টসকে ফের ডাকতে চলেছে লালবাজার। বহু প্রশ্নের উত্তর মিলছে না, খবর পুলিশ সূত্রে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টসের কাছে বেশ কিছু নথিও চেয়েছে পুলিশ

WB News LIVE Updates: তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গুলি করে খুনের ঘটনায় বসিরহাট থেকে গ্রেফতার ভাড়াটে খুনি

উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গুলি করে খুনের ঘটনায় বসিরহাট থেকে গ্রেফতার ভাড়াটে খুনি। ধৃত অমিত গায়েনের বাড়ি বসিরহাট পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে। পুলিশ সূত্রে খবর, ২০১৮ সালে মাদক মামলায় গ্রেফতার হয় অমিত। হাড়োয়ার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শেখ সাহেব আলির খুনে মূল অভিযুক্তের সঙ্গে তার জেলেই আলাপ। দেড়মাস আগে জেল থেকে ছাড়া পায় অমিত। পুরনো পরিচয়ের সূত্র ধরে তৃণমূল নেতাকে খুন করার জন্য তাকেই সুপারি দেয় মূল অভিযুক্ত। পুলিশের দাবি, খুনের দিন সঙ্গে কয়েকজন থাকলেও, গুলি চালিয়েছিল অমিতই। ভাড়াটে খুনি গ্রেফতার হলেও, তৃণমূল নেতা খুনে মূল অভিযুক্ত এখনও অধরা।  

West Bengal News LIVE Updates: মুর্শিদাবাদের নবগ্রামে খোদ শাসক-নেতার বাড়িতেই চলছিল বিদ্যুৎ চুরি

মুর্শিদাবাদের নবগ্রামে খোদ শাসক-নেতার বাড়িতেই চলছিল বিদ্যুৎ চুরি। অভিযোগ পেয়ে বিদ্যুৎ দফতরের কর্মীরা হানা দেওয়ায় তাঁদের ওপর চলল মারধর। ভাইরাল ভিডিয়োয় ধরা পড়েছে হামলার ছবি। বিদ্যুৎ দফতরের গাড়িও ভাঙচুর করা হয়। অভিযোগ, নবগ্রামের গুড়াপাসলা অঞ্চলের তৃণমূল সভাপতি বদিউজ্জামান শেখের বাড়িতে হুকিং করে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়। খবর পেয়ে গতকাল তৃণমূল নেতার বাড়িতে অভিযান চালান বিদ্যুৎ দফতরের কর্মীরা। অভিযোগ, ওই কর্মীদের ওপর হামলা চালান তৃণমূল অঞ্চল সভাপতি ও তাঁর পরিবারের সদস্যরা। ভয় পেয়ে পালিয়ে আসেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। তৃণমূল অঞ্চল সভাপতি-সহ ৭ জনের বিরুদ্ধে নবগ্রাম থানায় অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত শাসক-নেতা-সহ সকলেই পলাতক। 

WB News LIVE Updates: এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলিতে বহিরাগতদের দাপটের অভিযোগ সামনে এল

এবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হস্টেলগুলিতে বহিরাগতদের দাপটের অভিযোগ সামনে এল। হস্টেল কর্মীদের একাংশের অভিযোগ, বহিরাগতদের উপস্থিতিতেই নিয়মিত বসছে মদ্যপানের আসর! মুখ খুললে দেওয়া হয় হুমকি। বৃহস্পতিবার ১১টি হস্টেলের সুপারকে বৈঠকে ডাকার পাশাপাশি হস্টেলগুলিতে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সহ উপাচার্য। 

West Bengal News LIVE Updates:র‍্যাগিং বিরোধী প্রচারাভিযান ঘিরে এবার উত্তেজনা ছড়াল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে

র‍্যাগিং বিরোধী প্রচারাভিযান ঘিরে এবার উত্তেজনা ছড়াল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে।  এসএফআইয়ের তরফ থেকে বুধবার ক্যাম্পাসে প্রচারাভিযান চালানোর সময় তৈরি হয় উত্তেজনা। এসএফআইয়ের অভিযোগ, পোস্টারিং করার সময় আইসি-র সমর্থকরা বেশ কিছু প্রাক্তনীদের সঙ্গে নিয়ে এসে পোস্টার ছিড়ে দেয়। কালি লেপে দেওয়া হয় পোস্টারে। হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় ২ ছাত্র সংগঠনের মধ্যে। যদিও অভিযোগ অস্বীকার করা হয়েছে আইসি-র তরফে। 

WB News LIVE Updates: সাতসকালে ফের পুলকার দুর্ঘটনা

সাতসকালে ফের পুলকার দুর্ঘটনা। সকাল সাড়ে ৬টা নাগাদ ঠাকুরপুকুরের কাছে জেমস লং সরণিতে দুর্ঘটনা। রাস্তায় পড়ে থাকা পাথরে ধাক্কা মেরে উল্টে গেল পুলকার। গাড়িতে থাকা পড়ুয়ারা আহত হয়, স্থানীয়রাই তাদের উদ্ধার করেন। খবর পেয়ে অভিভাবকরা এসে পড়ুয়াদের নিয়ে যান। ঠাকুরপুকুর থানার পুলিশ পুলকার আটক করেছে। দুর্ঘটনার কারণ বেপরোয়া গতি নাকি, খারাপ রাস্তা, খতিয়ে দেখছে পুলিশ। 

West Bengal News LIVE Updates: বীরভূমে, জেলা পরিষদের সভাধিপতি হলেন একদা অনুব্রত-বিরোধী

বীরভূমে, জেলা পরিষদের সভাধিপতি হলেন একদা অনুব্রত-বিরোধী বলে পরিচিত, তৃণমূলের কোর কমিটির সদস্য়, কাজল শেখ। সহ সভাধিপতি করা হয়েছে স্বর্ণলতা সোরেনকে। সংখ্য়ালঘু ভোট ব্য়াঙ্ক ফেরাতেই কাজলকে সভাধিপতির চেয়ারে বসানো হয়েছে। আর দেউচা পাঁচামিতে খনি আন্দোলনকারীদের সমর্থন টানতেই সহ সভাধিপতি করা হয়েছে আন্দোলনকারীর বোনকে। কটাক্ষ বিজেপির। পাল্টা জবাব দিতে ছাড়েনি তৃণমূল। 

WB News LIVE Updates: পাথুরিয়াঘাটায় পুরনো বাড়ি ভেঙে বিপত্তি

পাথুরিয়াঘাটায় পুরনো বাড়ি ভেঙে বিপত্তি। হুড়মুড়িয়ে ভাঙল ৫ তলা পুরনো বাড়ির ৩ তলার একাংশ। দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার, গুরুতর জখম মৃতের স্বামী। দুর্ঘটনার ৩ ঘণ্টা পর ধ্বংসস্তূপের তলা থেকে উদ্ধার করা হয় ওই দম্পতিকে। তাঁদেরকে ভর্তি করা হয় কলকাতা মেডিক্যাল কলেজে। আগেই বাড়িটিকে বিপজ্জনক ঘোষণা করে পুরসভা, দাবি কাউন্সিলররের

West Bengal News LIVE Updates: কলকাতা পুরসভার ওয়ার্ডে ওয়ার্ডে পালন করা হল ‘খেলা হবে’ দিবস

কলকাতা পুরসভার ওয়ার্ডে ওয়ার্ডে পালন করা হল ‘খেলা হবে’ দিবস। সব ওয়ার্ডগুলিকে ১৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করা হয় রাজ্য সরকারের তরফে। অর্থের অপচয়, খোঁচা বিজেপির। কর্মসূচিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়নি, অভিযোগ বামেদের। বিরোধীদের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস।

WB News LIVE Updates: খানাকুলে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি

খানাকুলে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। পরপর ৪ রাউন্ড গুলি চলারও অভিযোগ। নেপথ্যে বিজেপির বোর্ড গঠন ঘিরে দ্বন্দ্ব বলে দাবি। উদ্ধার গুলির খোল ও তাজা বোমা। 

West Bengal News LIVE Updates: প্রাথমিকে শুধুই প্রাথমিকের পার্শ্বশিক্ষক

প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকরা। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। 

প্রেক্ষাপট

কলকাতা: ছাত্র মৃত্যুর প্রতিবাদ ঘিরে ফের অশান্ত যাদবপুর (Jadavpur University)। ক্যাম্পাসের সামনে প্রাক্তনীদের মিছিল, পাল্টা বিক্ষোভ-অবরোধ এবিভিপির (ABVP)। পুলিশের (Police) লাঠিচার্জ।


রাজ্যের অন্যান্য খবরগুলি- 


যাদবপুরের অশান্তির আঁচ এবার জলপাইগুড়িতে। টিএমসিপির বিরুদ্ধে এসএফআই দফতরে ঢুকে হামলার অভিযোগ। ইটবৃষ্টি, বেশ কয়েকজন আহত। 


ডিন অফ স্টুডেন্টসকে একদলের ফোন, আরেকদল ব্যস্ত র‍্যাগিংয়ে? যাদবপুরকাণ্ডে ধৃতদের জেরা করে দাবি পুলিশের। চিঠি লেখানোয় ২ প্রাক্তনীর মুখ্য ভূমিকা থাকার অভিযোগ। ছাত্র-মৃত্যুর পরেই বেপাত্তা। প্রাক্তনী-বর্তমান পড়ুয়া-সহ যাদবপুরকাণ্ডে গ্রেফতার আরও ৬। প্রথমে ধৃত ৩জনকে জেরা করে বাকিদের হদিশ। বাড়ি থেকে পাকড়াও।  


ছাত্রের মৃত্যুর পরেই হস্টেলে প্রাক্তনীদের নেতৃত্বে ৪ বার জিবির বৈঠক। পুলিশের জিজ্ঞাসাবাদে কী উত্তর? শেখানো হয়েছিল ছাত্রদের। যাদবপুরকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। 


দিনের পর দিন র‍্যাগিং। কিছুই জানত না যাদবপুর বিশ্ববিদ্যালয়? লালবাজারের তলবে রেজিস্ট্রারের হাজিরা। কোর্টের জরুরি বৈঠক ডেকে খোঁজ নিলেন রাজ্যপাল। 


শিক্ষা সচিব মণীশ জৈনের পরিচারিকার রহস্যমৃত্যু। সার্ভেন্ট কোয়ার্টার্সের দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করল বালিগঞ্জ থানার পুলিশ। কীভাবে মৃত্যু, এখনও ধোঁয়াশা। 


তৃণমূলের কোন্দলে ফের উত্তপ্ত ইসলামপুর। বিধায়কের অনুগামীর বাড়িতে আগুন।জেলা সভাপতির অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.