West Bengal News Live : আসানসোলে হোটেলে হাড়হিম করা শ্যুটআউট
West Bengal News : জেলা জেলার খবর এক নজরে এই ক্লিকে ।
নিয়োগ দুর্নীতির মামলায় এবার বিচারপতির মুখে 'বাল্মীকি'। কমিশন এখন বাল্মীকি হয়েছে, মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর। মুর্শিদাবাদের সুতির গোঠা। হাইস্কুলে নিয়োগ দুর্নীতি, আদালতে রিপোর্ট পেশ করল সিআইডি। প্রধান শিক্ষককে গ্রেফতারের ৪ দিনের মাথায় আদালতে রিপোর্ট সিআইডির
আসানসোলে হোটেলে হাড়হিম করা শ্যুটআউট। হোটেলে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মালিককে পরপর গুলি!
অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রার অভিযোগ চন্দ্রিমা কোচবিহারের বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে 'অমানুষ' বলেছেন। বিধানসভার সচিবের কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস জমা দিয়েছেন অগ্নিমিত্রা।
কেন্দ্রীয় হারে ডিএ-র দাবি, জলপাইগুড়িতে বামেদের বিক্ষোভে ধুন্ধুমার। মিছিল করে জেলাশাসকের দফতরে ঢুকতে বাধা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। জলপাইগুড়িতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাম নেতা-কর্মীদের। বাধা পেয়ে জলপাইগুড়ি জেলাশাসকের দফতরের সামনে বামেদের অবস্থান।
বরানগরে আইএসআই-এর ক্যান্টিন কর্মী খুনে গ্রেফতার অভিযুক্ত। বরানগর থানার হাতে গ্রেফতার অভিযুক্ত রুম মেট। সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের সূত্র ধরে গ্রেফতার। ক্যান্টিন কর্মীর গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন, অনুমান পুলিশের। সম্পর্কের টানাপোড়েনের জেরে খুন, অনুমান পুলিশের।
নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ফের জেল হেফাজত। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের। ৩ মার্চ পর্যন্ত জেলেই থাকতে হবে কুন্তল ঘোষকে। কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাড়ে ৬ কোটি টাকা লেনদেন হয়েছিল, নির্দেশনামায় উল্লেখ। নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের রাজ্য সম্পাদককে গ্রেফতার করে ইডি
অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রার অভিযোগ চন্দ্রিমা ভট্টাচার্য কোচবিহারের বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে 'অমানুষ' বলেছেন। চন্দ্রিমার পাল্টা দাবি, তাঁকে যখন অপমান করা হয়, তখন সবাই চুপ করে ছিলেন।
'জেলা স্তরে নতুন বদলি নীতির বাস্তবায়ন শুরু করুন, যে চ্যালেঞ্জ করবে করুক', রাজ্যের স্কুল শিক্ষা দফতরকে পরামর্শ বিচারপতি বিশ্বজিৎ বসুর। 'রাজনৈতিক চাপের কথা ভুলে যান', বদলির পরও না গেলে পরের মাস থেকে মাইনে বন্ধ করে দেব, হুঁশিয়ারি হাইকোর্টের। শিক্ষক বদলি সংক্রান্ত মামলায় মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর।
বকেয়া ডিএ-র দাবিতে সরকারি কর্মচারী এবং অবসপ্রাপ্তদের আন্দোলনের পারদ আরও চড়ল। বকেয়া ডিএ-র দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের আজ ২২ দিন। ৮ দিনে পড়ল তাঁদের অনশন কর্মসূচি। আজ ধিক্কার দিবস পালনের ডাক দিয়েছিলেন তাঁরা। পাশাপাশি আজ বিধানসভা অভিযানের ডাক দেয় শ্রমিক-কর্মচারী শিক্ষক এবং শিক্ষা কর্মীদের সংগঠনগুলির যৌথ মঞ্চ ১২ জুলাই কমিটি। রাজ্য সরকারি কর্মচারীরাও সামিল হন সেই মিছিলে।
বকেয়া ডিএ-র দাবিতে সরকারি কর্মচারী এবং অবসপ্রাপ্তদের আন্দোলনের পারদ আরও চড়ল। বকেয়া ডিএ-র দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের আজ ২২ দিন। ৮ দিনে পড়ল তাঁদের অনশন কর্মসূচি। আজ ধিক্কার দিবস পালনের ডাক দিয়েছিলেন তাঁরা। পাশাপাশি আজ বিধানসভা অভিযানের ডাক দেয় শ্রমিক-কর্মচারী শিক্ষক এবং শিক্ষা কর্মীদের সংগঠনগুলির যৌথ মঞ্চ ১২ জুলাই কমিটি। রাজ্য সরকারি কর্মচারীরাও সামিল হন সেই মিছিলে।
'বাগদার রঞ্জন গ্রেফতার হয়ে আর কি হবে ? কিছুই হবে না' আক্ষেপের সুরে মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। '৭- ৮ মাস ধরে অনেক কিছুই চলছে, "সৎ রঞ্জন"-কে ডাকাও হয়েছে। এখন গ্রেফতার করেছে, কিছুই হবে না', মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন চন্দন, জিজ্ঞাসাবাদের পর জানাল সিবিআই। চন্দন মণ্ডলের মঙ্গলবার পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের।
কেন্দ্রীয় হারে ডিএ-র দাবি, জলপাইগুড়িতে বামেদের বিক্ষোভে ধুন্ধুমার। মিছিল করে জেলাশাসকের দফতরে ঢুকতে বাধা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
রঞ্জন ওরফে চন্দন মণ্ডল ছাড়াও আরও ৩ জন গ্রেফতার।
ধৃত ৩ জনই এজেন্ট, দাবি সিবিআই-এর।
ধৃত ৩ জনকে আজকেই আদালতে পেশ।
আরও ৪ জন এজেন্টকে আটক করে জিজ্ঞাসাবাদ।
গ্রেফতার বাগদার 'রঞ্জন'। গ্রেফতার করল সিবিআই। নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার বাগদার রঞ্জন।
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডল
মমতা বন্দ্যোপাধ্যায় আরও যা যা বললেন -
' গত ১১ বছরে বাঁকুড়া থেকে মাওবাদী আতঙ্ক দূর হয়েছে'
' আমি জাদুকরের মত টাকা দিতে পারিনা'
' কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও ৩ শতাংশ ডিএ দিয়েছি'
' দিল্লির সরকার খাদ্যের টাকা কেটে নিচ্ছে'
' কেন্দ্রীয় সরকারকে আদার ব্যাপারিকে টাকা দিতে হবে'
বাঁকুড়া থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় বললেন -
' গঙ্গাজলঘাটিতে তৈরি হচ্ছে জল প্রকল্প'
' জলস্বপ্ন প্রকল্পে বহু মানুষ উপকৃত হবে'
' উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সংযোগাকারী রাস্তা তৈরি হবে'
' এর জন্য ৩হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে'
শিয়ালদা থেকে শহিদ মিনার পর্যন্ত আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিতদের মহামিছিল। গত ৯ বছর ধরে নিয়োগ হয়নি বলে অভিযোগ। স্বচ্ছ নিয়োগের দাবিতে পথে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা
ইন্ডিয়ান স্ট্য়াটিসটিকাল ইন্সটিটিউটের ক্য়ান্টিন কর্মীকে শ্বাসরোধ করে খুনের ঘটনায় সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে। বরানগরে ভাড়া বাড়িতে মৃতদেহ উদ্ধার। খুনের পর রহস্যজনকভাবে উধাও ক্যান্টিন কর্মীর রুমমেট।
৪৮ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। আজ ধিক্কার দিবস পালন করবেন তাঁরা। কালো ব্যাচ পরে সরকারি প্রতিষ্ঠানে কাজ করবেন কর্মীরা। আজই বিধানসভা অভিযানের ডাক দিয়েছে শ্রমিক-কর্মচারী শিক্ষক এবং শিক্ষা কর্মীদের সংগঠনগুলির যৌথ মঞ্চ ১২ জুলাই কমিটি।
শিলিগুড়ির সেবক রোডের কাছে ভয়াবহ আগুনে ভস্মীভূত একটি হোটেল ও সংলগ্ন দোকান। মৃত্যু হয়েছে একজনের। বৃহস্পতিবার গভীর রাতে আগুন লাগে।
শিলিগুড়ির সেবক রোডের কাছে ভয়াবহ আগুনে ভস্মীভূত একটি হোটেল ও সংলগ্ন দোকান। মৃত্যু হয়েছে একজনের। বৃহস্পতিবার গভীর রাতে আগুন লাগে।
শিলিগুড়ির সেবক রোডের কাছে ভয়াবহ আগুনে ভস্মীভূত একটি হোটেল ও সংলগ্ন দোকান। মৃত্যু হয়েছে একজনের। বৃহস্পতিবার গভীর রাতে আগুন লাগে।
শিলিগুড়ির সেবক রোডের কাছে ভয়াবহ আগুনে ভস্মীভূত একটি হোটেল ও সংলগ্ন দোকান। মৃত্যু হয়েছে একজনের। বৃহস্পতিবার গভীর রাতে আগুন লাগে।
শিলিগুড়ির সেবক রোডের কাছে ভয়াবহ আগুনে ভস্মীভূত একটি হোটেল ও সংলগ্ন দোকান। মৃত্যু হয়েছে একজনের। বৃহস্পতিবার গভীর রাতে আগুন লাগে।
শিলিগুড়ির সেবক রোডের কাছে ভয়াবহ আগুনে ভস্মীভূত একটি হোটেল ও সংলগ্ন দোকান। মৃত্যু হয়েছে একজনের। বৃহস্পতিবার গভীর রাতে আগুন লাগে।
শিলিগুড়ির সেবক রোডের কাছে ভয়াবহ আগুনে ভস্মীভূত একটি হোটেল ও সংলগ্ন দোকান। মৃত্যু হয়েছে একজনের। বৃহস্পতিবার গভীর রাতে আগুন লাগে।
৪৮ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। আজ ধিক্কার দিবস পালন করবেন তাঁরা। কালো ব্যাচ পরে সরকারি প্রতিষ্ঠানে কাজ করবেন কর্মীরা। আজই বিধানসভা অভিযানের ডাক দিয়েছে শ্রমিক-কর্মচারী শিক্ষক এবং শিক্ষা কর্মীদের সংগঠনগুলির যৌথ মঞ্চ ১২ জুলাই কমিটি।
গ্রেফতার অর্জুন সিংহের ভাই সঞ্জয় সিংহ।
শ্যামনগরের এক্সাইড ব্যাটারি কারখানায় ৫ দিন ধরে চলছে ২ শ্রমিক সংগঠনের বিবাদ।
এ ঘটনায় আগেই গ্রেফতার হয় ২জন।
এবার এক সংগঠনের ওয়ার্কিং প্রেসিডেন্ট সঞ্জয় সিংহ গ্রেফতার।
গতকাল গ্রেফতারি ঘিরে উত্তেজনা তৈরি হয় জগদ্দল থানার সামনে।
র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়।
বেঙ্গালুরুর সংস্থা, প্রগনসিস মেডিকেল সিস্টেম প্রাইভেট লিমিটেড, বুধাদিত্য চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা ও আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছিল। স্বাস্থ্য দফতরে তিনটি টেন্ডার পাইয়ে দেওয়ার নামে বুধাদিত্য দফায় দফায় ২৬ কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ ওই সংস্থার। শুধু তাই নয়, ভুয়ো নথি তৈরি, IAS অফিসারের সই নকল ও স্বাস্থ্য দফতরের সিল জাল করে তিনি প্রতারণা করেছিলেন বলে অভিযোগ।
কলকাতায় ফের ইডির হানা। স্বাস্থ্য দফতরে টেন্ডার পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন সংস্থার সঙ্গে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে, কসবায় বুধাদিত্য চট্টোপাধ্যায় নামে একজনের ফ্ল্যাটে তল্লাশি চালাল ইডি। বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ সেখানে যান ইডি আধিকারিকরা। রাতেও চলে তল্লাশি।
বকেয়া ডিএ-র দাবিতে আজ সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে ২২ দিন। ৮ দিনে পড়ল অনশন।
বাজেটে তিন শতাংশ বর্ধিত ডিএ-র ঘোষণা করেছে রাজ্য় সরকার। কিন্তু এই ঘোষণায় সরকারি কর্মীদের একাংশ খুশি হলেও, বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে আন্দোলনরত কর্মচারীরা।
' টাকা গয়না যা পাওয়া গেছে, যার বাড়িতে পাওয়া গেছে, তিনি বলছেন এটা পার্থর। ওই মহিলার কাছে এত ধন সম্পত্তি থাকার কথাই নয়। তার সঙ্গে এর সম্পর্ক সবাই জেনে গেছে। প্রমাণও এসে গেছে। উনি স্বীকার করছেন না। ' বললেন দিলীপ ।
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরিহারা ১ হাজার ৯১১ জন গ্রুপ ডি কর্মী আপাতত স্বস্তিতে। এখনই ফেরাতে হচ্ছে না বেতন। সিঙ্গল বেঞ্চের বেতন ফেরানোর নির্দেশে স্থগিতাদেশ দিল বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ।
বিদায়ের মুখে শীত। ভোরে হিমেল পরশ থাকলেও বেলা বাড়লেই চড়া রোদ। ফাল্গুনের চতুর্থ দিনে আরও কিছুটা বাড়ল তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক।
প্রেক্ষাপট
১। ভুল শোধরানোর সময় এসেছে। দেড় বছর সময় লেগেছে যুধিষ্ঠির হতে। দুর্নীতি মেনে স্বীকারোক্তি এসএসসির । লেডি ম্যাকবেথের মতো অবস্থা, বললেন বিচারপতি।
২। ৫০ কোটি, ৫ কেজি সোনার গয়নার পার্থর ( Partha Chatterjee ) মালিক। অর্পিতার ( Arpita Mukherjee ) বয়ানের পরেই মুখে কুলুপ পার্থর।
৩। খারিজ জামিনের আর্জি, জেলেই পার্থ-সুবীরেশরা। অভিযুক্তদেরও অধিকার আছে, তদন্তের গতিতে প্রশ্ন বিচারকের। নতুন তথ্য পাওয়ার দাবি সিবিআইয়ের।
৪। নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা কোথায়? পার্থ-মানিক ছাড়া চক্রে আর কারা? জানতে চায় ইডি। জেলে গিয়ে যুব তৃণমূল নেতা কুন্তলকে জেরা।
৪। গ্রুপ ডি মামলায় ১৯১১ জনের বেতন ফেরতের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। চাকরি বাতিলের নির্দেশ বহাল। পরবর্তী শুনানি ৩ মার্চ।
৪। কয়লাকাণ্ডে বালিগঞ্জে প্রায় দেড় কোটির হদিশ। দিল্লিতে ব্যবসায়ী মনজিৎকে টানা দ্বিতীয়দিন ম্যারাথন জিজ্ঞাসাবাদ। কোন নেতার টাকা পাচার? জানতে চায় ইডি।
৫।গরুপাচারকাণ্ডে আজ ফের কেষ্টকে কোর্টে পেশ। সমবায় ব্যাঙ্কের রাশি রাশি ভুয়ো অ্যাকাউন্টে কীভাবে কালো টাকা সাদা? জেলে গিয়ে জেরা সিবিআইয়ের।
৬। ৩ শতাংশ নয়, চাই কেন্দ্রীয় হারে ডিএ। বকেয়া ডিএ-র দাবিতে এবার ২০, ২১ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক যৌথমঞ্চের। প্ররোচনায় পা দেবেন না, বলল তৃণমূল।
৭। বকেয়া ডিএর দাবিতে ২১দিনে ধর্না। মেদিনীপুরের সভা থেকে বার্তা মুখ্যমন্ত্রীর। ' আমি তো ম্যাজিশিয়ান নই। এটা পেলাম...বলছে ওটা দাও। টাকা আসবে কোথা থেকে?'
৭।বিধানসভা ভোটে রক্তাক্ত ত্রিপুরা। ৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, তাও রেহাই নেই ভোটারের! গাড়ির উইন্ড স্ক্রিনে ঢুকিয়ে দেওয়া হল গাছের গুড়ি! বিজেপি প্রার্থীর মুখেও সন্ত্রাসের অভিযোগ।
৮। কেন্দ্র ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। রাজ্যকে বঞ্চনার অভিযোগে ফের সরব মমতা। টাকা পেতে গেলে হিসেব দিতে হবে, পাল্টা কটাক্ষ বিজেপির।
৮। মেট্রোর পিলারের রং নীল-সাদা চায় পুরসভা। রাজ্যের থিমের সঙ্গে সামঞ্জস্যের কথা বলে রেল বিকাশ নিগমকে মেয়রের চিঠি। প্রস্তাব এলে বিবেচনার আশ্বাস মেট্রোর।
মেট্রোর পিলারও নীল-সাদা?
৯। সর্দি, কাশি, জ্বরের সঙ্গে ফুসফুসে সংক্রমণ। অ্যাডিনো ভাইরাস দাপটের মধ্যেই উদ্বেগ বাড়িয়ে কলকাতাজুড়ে শিশু হাসপাতালে আইসিইউয়ে চূড়ান্ত সঙ্কট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -