WB News Live: তৃণমূল নেতার বিরুদ্ধে শালিমার পেন্টসে তোলাবাজির অভিযোগ

West Bengal News : জেলা জেলা থেকে গুরুত্বপূর্ণ খবর এক নজরে।

ABP Ananda Last Updated: 17 Jan 2023 11:13 PM
West Bengal News Update: 'দিদির দূত' কর্মসূচিতে গিয়ে এবার প্রশ্নের মুখে সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া

দিদির দূত কর্মসূচিতে গিয়ে এবার প্রশ্নের মুখে পড়লেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। ২০১১ সালের পর থেকে কাজ হয়নি, অভিযোগ স্থানীয়দের। দ্রুত রাস্তা মেরামতির আশ্বাস দিয়েছেন বিধায়ক। অন্যদিকে, সোমবার বাঁকুড়ায় ক্ষোভের মুখে পড়েন কোতুলপুরের বিজেপি বিধায়কও। 

WB News Live: হাওড়া ও পশ্চিম মেদিনীপুরের বেলদায় জোড়া অগ্নিকাণ্ড

হাওড়া ও পশ্চিম মেদিনীপুরের বেলদায় জোড়া অগ্নিকাণ্ড। সালকিয়ায় আগুন লাগার পর বাড়িতে আটকে পড়েন মানসিকভাবে অসুস্থ বয়স্ক ভাইবোন। দমকল কর্মীরা তাঁদের উদ্ধার করেন। বেলদায় চলন্ত কন্টেনারে আগুন লেগে গুরুতর জখম হন চালক।  

West Bengal News Update: বিতর্কের মুখে প্রশ্নপত্র থেকে 'আজাদ কাশ্মীর' বাদ দিল পর্ষদ

বিতর্কের মুখে প্রশ্নপত্র থেকে 'আজাদ কাশ্মীর' বাদ দিল পর্ষদ। টেস্ট পেপারে 'আজাদ কাশ্মীরের' বদলে ম্যাপ পয়েন্টিংয়ে শুধু 'কাশ্মীর'। ভারতের ম্যাপ পয়েন্টিংয়ে 'আজাদ কাশ্মীর' চিহ্নিত করতে বলায় বিতর্কের ঝড়!

WB News Live: তৃণমূল নেতার বিরুদ্ধে শালিমার পেন্টসে তোলাবাজির অভিযোগ

তৃণমূল নেতার বিরুদ্ধে শালিমার পেন্টসে তোলাবাজির অভিযোগ। হাওড়ার নাজিরগঞ্জ পুলিশ আউটপোস্টে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ। দঃ হাওড়া তৃণমূলের সংখ্যালঘু সেলের প্রেসিডেন্ট সাজ্জাদ আলি শেখ। 

West Bengal News Update: জোশীমঠের মতো রানিগঞ্জ নিয়ে উদ্বেগে মুখ্যমন্ত্রী

জোশীমঠের মতো রানিগঞ্জ নিয়ে উদ্বেগে মুখ্যমন্ত্রী। দিনের পর দিন আতঙ্কের প্রহর গুণছেন এলাকার বাসিন্দারাও। ধস প্রবণ রানিগঞ্জের হরিশপুর, বাঁশড়ার পরিস্থিতি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়। 

WB News Live: 'দিদির দূতে'র কাছে এবার তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের অভিযোগ

'দিদির দূতে'র কাছে এবার তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের অভিযোগ। ঘোলার বিলকন্দায় বিধায়ক তাপস রায়ের সামনে পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে অভিযোগ। পঞ্চায়েত সদস্য গোবিন্দ অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অঞ্চল সভাপতি সজল দাস। গ্রামবাসীকে কোনও পরিষেবা না দেওয়ার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে। 

West Bengal News Update: 'আছে পাইপ লাইন, নেই জল', বানারহাটে প্রশ্নের মুখে মন্ত্রী

'আছে পাইপ লাইন, নেই জল', বানারহাটে প্রশ্নের মুখে মন্ত্রী। গ্রামবাসীদের প্রশ্নের মুখে মালবাজারের বিধায়ক বুলুচিক বরাইক। এলাকা থেকেই জনস্বাস্থ্য কারিগরি দফতরের ইঞ্জিনিয়ারকে ফোন মন্ত্রীর। পাইপ বসলেও কেন জল আসছে না? প্রশ্ন তুলে দ্রুত সমাধানের নির্দেশ। 

WB News Live: ফের সরকারি হাসপাতালে রেফার-রোগ

ফের সরকারি হাসপাতালে রেফার-রোগ। ৩টি হাসপাতাল ঘুরে এনআরএস-এ রোগী মৃত্যুর অভিযোগ। এম আর বাঙুর, এসএসকেএম, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল রোগীকে ফিরিয়ে দেয় বলে অভিযোগ। চিকিৎসায় গাফিলতির জেরে মৃত্যুর অভিযোগ পরিবারের।

West Bengal News Update: জেলায় জেলায় 'দিদির দূত', কবিতায় কটাক্ষ রুদ্রনীলের

জেলায় জেলায় 'দিদির দূত', কবিতায় কটাক্ষ রুদ্রনীলের। বাংলা জুড়ে ঘুরছে ভূতেরা, কবিতায় কটাক্ষ বিজেপি নেতা-অভিনেতার। পঞ্চায়েতের জল মাপতে দুয়ারে দুয়ারে ভূতেরা ঘুরছে বলে বিদ্রুপ।

WB News Live: জেলায় জেলায় বিক্ষোভের মুখে 'দিদির দূত', ছাড় নেই বিধায়কদেরও

জেলায় জেলায় বিক্ষোভের মুখে 'দিদির দূত', ছাড় নেই বিধায়কদেরও। উত্তর ২৪ পরগনা থেকে কোচবিহার, জলপাইগুড়ি, প্রশ্নের মুখে তৃণমূল বিধায়করা। রাস্তা নিয়ে গ্রামবাসীদের প্রশ্নের মুখে সিতাইয়ের তৃণমূল বিধায়ক। ঘোলার বিলকান্দায় বিধায়কের কাছে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধেই ক্ষোভ। রাস্তা নিয়ে বাঁকুড়ার কোতুলপুরে বিজেপি বিধায়কও বিক্ষোভের মুখে।

West Bengal News Update: মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারে 'আজাদ কাশ্মীর'!

মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারে 'আজাদ কাশ্মীর'! ভারতের ম্যাপ পয়েন্টিংয়ে চিহ্নিত করতে বলা হল 'আজাদ কাশ্মীর'! 'পাকিস্তানের ভাষা কেন মাধ্যমিকের টেস্ট পেপারে?'
টেস্ট পেপারে 'আজাদ কাশ্মীর' নিয়ে তোলপাড় রাজ্য। খতিয়ে দেখে পদক্ষেপ, জানালেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি। 

WB News Live: রাজ্য জুড়ে অ্যামাইনো অ্যাসিডযুক্ত মিল্ক পাউডারের আকাল

৪-৫টি সংস্থার মাধ্যমে বিদেশ থেকে আসে এই বিশেষ বেবি ফুড। আমদানির জন্য লাগে কেন্দ্রীয় খাদ্য নিয়ন্ত্রক সংস্থার বিশেষ অনুমোদন। আমদানি সংক্রান্ত জটিলতা, ইংল্যান্ড-সুইৎজারল্যান্ডে আটকে কনসাইনমেন্ট। রাজ্য জুড়ে অ্যামাইনো অ্যাসিডযুক্ত মিল্ক পাউডারের আকাল। 

West Bengal News Update: রাজ্য জুড়ে দুধের বিকল্প বেবি ফুডের ঘোর 'সঙ্কট'

রাজ্য জুড়ে দুধের বিকল্প বেবি ফুডের ঘোর 'সঙ্কট'। পাইকারি থেকে খুচরো দোকানে হঠাৎ 'উধাও' বিকল্প বেবি ফুড। বিকল্প বেবি ফুডের আকাল, হাসপাতালে স্যালাইনের ভরসায় বহু সদ্যোজাত। হাসপাতালে সদ্যোজাতদের নিয়ে বাবা-মায়ের ভিড়।

WB News Live: দার্জিলিঙের ফাঁসিদেওয়ার ট্রামবাড়িতে হাতাহাতি তৃণমূল-বিজেপি কর্মীদের

দার্জিলিঙের ফাঁসিদেওয়ার ট্রামবাড়িতে হাতাহাতি তৃণমূল-বিজেপি কর্মীদের। আবাস-তদন্তে কেন্দ্রীয় প্রতিনিধিদল ঘুরে যাওয়ার পরেই হাতাহাতি। কেন্দ্রীয় প্রতিনিধিদের কাছে আবাসে ঘর না পাওয়ার অভিযোগ করাকে ঘিরে দু'পক্ষের বচসা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

WB News Live: দার্জিলিঙের ফাঁসিদেওয়ার ট্রামবাড়িতে হাতাহাতি তৃণমূল-বিজেপি কর্মীদের

দার্জিলিঙের ফাঁসিদেওয়ার ট্রামবাড়িতে হাতাহাতি তৃণমূল-বিজেপি কর্মীদের। আবাস-তদন্তে কেন্দ্রীয় প্রতিনিধিদল ঘুরে যাওয়ার পরেই হাতাহাতি। কেন্দ্রীয় প্রতিনিধিদের কাছে আবাসে ঘর না পাওয়ার অভিযোগ করাকে ঘিরে দু'পক্ষের বচসা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

West Bengal News Update: 'দিদির দূত' কর্মসূচিতে বেরিয়ে ফের বিক্ষোভের মুখে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস

'দিদির দূত' কর্মসূচিতে বেরিয়ে ফের বিক্ষোভের মুখে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। এবার জলের দাবিতে বিশ্বজিতের গাড়ি ঘিরে বিক্ষোভ। রাস্তা আটকে বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। গতকাল দলবদল নিয়ে স্থানীয়দের প্রশ্নের মুখে প়ড়েন বিশ্বজিৎ।

WB News Live : দেবকে ভয় দেখাতে চেয়েছিলেন গঙ্গারাম : কুণাল প্রসঙ্গে মন্তব্য মিঠুনের

দেবকে ভয় দেখাতে চেয়েছিলেন গঙ্গারাম। মানুষ জাগছে, উত্তর দিচ্ছে। কুণাল প্রসঙ্গে মন্তব্য মিঠুনের। দেবের প্রশংসা করেছি, ভয় দেখাইনি, পাল্টা কুণাল।

West Bengal News Update : রাজভবনে উপাচার্যদের নিয়ে বৈঠকে রাজ্যপাল

রাজভবনে উপাচার্যদের নিয়ে বৈঠকে রাজ্যপাল। উপস্থিত শিক্ষামন্ত্রীও। রাজ্যের সামগ্রিক শিক্ষাব্যবস্থা নিয়ে খোঁজ নিলেন বোস। টেলি এডুকেশনে জোর।

WB News Live : বিচারপতি মান্থার নামে কে পোস্টারের বরাত দিয়েছিল? সিপির কাছে রিপোর্ট তলব

বিচারপতি মান্থার নামে কে পোস্টারের বরাত দিয়েছিল? কোন প্রিন্টিং প্রেস থেকে ছাপানো হয়েছিল? কে লাগিয়েছিল পোস্টার? সিপির কাছে রিপোর্ট তলব হাইকোর্টের।

Mamata Banerjee News Live : 'আমরা চাই বিচারব্যবস্থায় হস্তক্ষেপ বন্ধ হোক' বললেন মুখ্যমন্ত্রী

সুপ্রিম কোর্টের কলেজিয়াম প্রথায় কেন্দ্রীয় হস্তক্ষেপের অভিযোগ। 'আমরা চাই বিচারব্যবস্থায় হস্তক্ষেপ বন্ধ হোক'
'বিচার সবার জন্য সমান হোক'। কেন্দ্রের পরিকল্পনায় রাজ্যের ভূমিকা লঘু করার চেষ্টা চলছে, অভিযোগ মুখ্যমন্ত্রীর। 

'মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্ট সহ কোথাও কোন বিক্ষোভ অবস্থান করা যাবে না' নির্দেশ আদালতের

মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্ট সহ কোথাও কোন বিক্ষোভ অবস্থান করা যাবে না'। স্লোগান, ব্যানার দেওয়া যাবে না, নির্দেশ তিন বিচারপতির বেঞ্চের। বিচারপতি রাজাশেখর মান্থার আদালত অবমাননার রুল জারির শুনানিতে নির্দেশ বেঞ্চের। 

WB News Live : গ্রামবাসীদের ক্ষোভের মুখে বাঁকুড়ার কোতুলপুরের বিজেপি বিধায়ক

এবার গ্রামবাসীদের ক্ষোভের মুখে বাঁকুড়ার কোতুলপুরের বিজেপি বিধায়ক। জনসংযোগে নামা বিধায়ক হরকালী প্রতিহারের সামনে বিক্ষোভ টোটো চালকদের। রাস্তা সারানোর দাবিতে বিজেপি বিধায়কের কাছে ক্ষোভ প্রকাশ

WB News Live : ৩টি হাসপাতাল ঘুরে এনআরএস-এ রোগী মৃত্যুর অভিযোগ

ফের সরকারি হাসপাতালে রেফার-রোগ।
৩টি হাসপাতাল ঘুরে এনআরএস-এ রোগী মৃত্যুর অভিযোগ। 
এম আর বাঙুর, এসএসকেএম, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল রোগীকে ফিরিয়ে দেয় বলে অভিযোগ। 
চিকিৎসায় গাফিলতির জেরে মৃত্যুর অভিযোগ পরিবারের। 
পরিবারের দাবি, খেলতে গিয়ে চোট পান ওই যুবক। 
এরপর বাইক থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। 

WB News Live : পদ্মশ্রীর সুপারিশের প্রসঙ্গ তুলে মিঠুনকে খোঁচা কুণালের

কুণাল ঘোষকে ফের গঙ্গারাম বলে কটাক্ষ মিঠুন চক্রবর্তীর। পাল্টা পদ্মশ্রীর সুপারিশের প্রসঙ্গ তুলে বিজেপি নেতা তথা অভিনেতাকে জবাব কুণাল ঘোষের। 

WB News Live : দার্জিলিঙের ফাঁসিদেওয়ার ট্রামবাড়িতে হাতাহাতি তৃণমূল-বিজেপি কর্মীদের

দার্জিলিঙের ফাঁসিদেওয়ার ট্রামবাড়িতে হাতাহাতি তৃণমূল-বিজেপি কর্মীদের। আবাস-তদন্তে কেন্দ্রীয় প্রতিনিধিদল ঘুরে যাওয়ার পরেই হাতাহাতি। কেন্দ্রীয় প্রতিনিধিদের কাছে আবাসে ঘর না পাওয়ার অভিযোগ করাকে ঘিরে দু'পক্ষের বচসা । 
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

WB News Live : রুলবুক মেনে উপাচার্যদের বৈঠকে ডাকলেন রাজ্যপাল

ধনকড়-পর্ব অতীত, রুলবুক মেনে উপাচার্যদের বৈঠকে ডাকলেন রাজ্যপাল। রাজ্যের উচ্চশিক্ষার হালহকিকত জানতে রাজভবনে উপাচার্যদের তলব। নিয়োগ-দুর্নীতির মধ্যেই এবার উপাচার্যদের সঙ্গে বৈঠকে রাজ্যপাল, বৈঠকে উপস্থিত শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও

WB News Live : জলের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর ঝামেলার জেরে বোমাবাজি

এবার সামান্য জলের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর ঝামেলার জেরে বোমাবাজি চলল মল্লারপুরের কোটা গ্রামে। ৩ জন আহত হন। ৩-৪টি বাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ইব্রাহিম শেখের কলের পাইপ মিরাজ শেখের বাড়ির পাশে পোঁতা হচ্ছিল। অভিযোগ, এর প্রতিবাদ করেন মিরাজ। এই নিয়ে গতকাল দুই প্রতিবেশীর ঝামেলা হয়। 

WB News Live : মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায়, কলকাতার কোঠারি মেডিক্যাল সেন্টারকে ১ কোটি  ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

চিকিৎসায় গাফিলতির অভিযোগে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায়, কলকাতার কোঠারি মেডিক্যাল সেন্টারকে ১ কোটি 
২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল জাতীয় ক্রেতা সুরক্ষা আদালত।

WB Awas Yojna Scam News : দার্জিলিঙের ফাঁসিদেওয়ার ট্রামবাড়িতে গেল কেন্দ্রীয় প্রতিনিধিদল

আবাস-দুর্নীতির অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখতে দার্জিলিঙের ফাঁসিদেওয়ার ট্রামবাড়িতে গেল কেন্দ্রীয় প্রতিনিধিদল। আবাস তালিকায় যাঁরা ঘর পাননি বলে দাবি করেছেন, তাঁদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের ২ প্রতিনিধি। আবাস তালিকায় যাঁরা ঘর পেয়েছেন, তাঁদের সঙ্গেও কথা বলবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। 

Mithun Chakraborty News Live : এটা কিন্তু অশনি সঙ্কেত, মানুষ জাগছে : মিঠুন

'দেব ভয় না পেয়ে অভিনেতা হিসেবে উত্তর দিয়েছে। এটা কিন্তু অশনি সঙ্কেত, মানুষ জাগছে, উত্তর দিচ্ছে'
প্রজাপতি বিতর্কে মন্তব্য মিঠুন চক্রবর্তীর

WB weather Live : কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে ঘন কুয়াশার মধ্যেই ফের নামল পারদ, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি । কাল থেকে ফের ঊর্ধ্বগামী হবে পারদ। কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস। 

Mamata Banerjee News Live : সাকেত গোখলের গ্রেফতারির প্রতিবাদে, হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

'দিল্লির বঙ্গভবনে বিনা অনুমতিতে ঢুকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে'। সাকেত গোখলের গ্রেফতারির প্রতিবাদে, এই হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গভবন দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে। পাল্টা কটাক্ষ করেছে বিজেপি।

WB News Live : দলের বিধায়ক জাকির হোসেনের পাশেই দাঁড়ালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়

তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের বাড়িতে আয়কর দফতরের তল্লাশিতে উদ্ধার হয়েছে নগদ ১১ কোটি। এনিয়ে বিতর্কের আবহে দলের বিধায়ক জাকির হোসেনের পাশেই দাঁড়ালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। যা নিয়ে আক্রমণ শানাতে দেরি করেনি বিরোধীরা।

WB News Live : চলন্ত পণ্য বোঝাই কন্টেনারে বিধ্বংসী আগুন

গভীর রাতে পশ্চিম মেদিনীপুরের বেলদায় জাতীয় সড়কের ওপর চলন্ত পণ্য বোঝাই কন্টেনারে বিধ্বংসী আগুন। গুরুতর জখম কন্টেনার চালককে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত ৩টে নাগাদ লরিকে ধাক্কা মারার পর, চলন্ত কন্টেনারে আগুন ধরে যায়। 

WB News Live : ৫ বছর আগে কাকদ্বীপে সিপিএম দম্পতির মৃত্যু, হাইকোর্টে ধাক্কা রাজ্যের

৫ বছর আগে কাকদ্বীপে সিপিএম দম্পতির মৃত্যু, হাইকোর্টে ধাক্কা রাজ্যের। 
নতুন তদন্তের জন্য দময়ন্তীর নেতৃত্বে সিট গঠনের নির্দেশ হাইকোর্টের। 

প্রেক্ষাপট

১। জাতীয় কর্মসমিতির বৈঠকে মোদির (Modi) মুখে 'বাংলা'। হিংসার মুখেও কর্মীদের লড়াই প্রশংসনীয় বলে মন্তব্য। আগে দলের নেতাদের সামলান, পাল্টা তৃণমূল (TMC)। 


২। দুর্নীতির অভিযোগে তোলপাড়ের মধ্যেই কর্মীদের বার্তা মমতার (Mamata Banerjee)। বললেন, কারও থেকে কেউ কোনও প্রাপ্তি নিয়ে থাকলে, তাঁকে ফেরত দিন। যদি কেউ অন্যায় করে থাকেন, মানুষের কাছে গিয়ে ক্ষমা চান। 


৩। দত্তপুকুর চড়কাণ্ডে এখনও অধরা তৃণমূলকর্মী। আক্রান্তই এবার অভিযুক্ত! তৃণমূল কার্যালয়ের সামনে দাঁড়িয়ে নিজেকে বাম কর্মী (left worker) বলে দাবি অভিযোগকারীর! 


৪। চড়কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। মারল তৃণমূল, অভিযোগকারী সিপিএম কর্মী বলে দাবি! দলের কেউ নয়, কালিমালিপ্ত করার চক্রান্ত, পাল্টা দাবি বামেদের। 


৫। বকেয়া নিয়ে বিজেপির (BJP) সঙ্গে বামেদেরও টেনে আক্রমণে মুখ্যমন্ত্রী। বললেন, বাম-রাম-শ্যাম এক হয়েছে। টাকা দিচ্ছে না কেন্দ্র।


৬। বকেয়া নিয়ে মমতার আক্রমণ, হিসেবে দিতেই হবে, পাল্টা জবাব বিজেপির। তৃণমূলনেত্রীর সাহায্যেই তো দিল্লিতে ক্ষমতায় বিজেপি, পাল্টা কটাক্ষ সিপিএমের।


৭। আবাসে দুর্নীতি, কেন্দ্রীয় দল ভেবে সিউড়িতে বিক্ষোভের মুখে রাজ্যেরই অডিট টিম। ১০০দিনের টাকা বকেয়ার অভিযোগ। গ্রামবাসীদের বিক্ষোভ, দাবি তৃণমূলের।


৭। রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানো নিয়ে সরব মমতা। টাকা না দিয়ে টিম পাঠাচ্ছে, মানুষ জবাব দেবে। হুঙ্কার মুখ্যমন্ত্রীর। চুরি করলে টিম আসবেই, পাল্টা বিজেপি।


৮। বিচারপতি মান্থার এজলাসে বিশৃঙ্খলা, ফুটেজ পেল না বার কাউন্সিল অব ইন্ডিয়ার ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ঘটনা ঘটেছে, ফেরার আগে জানালেন তদন্তকারীরা।


৯ । ২০১৮-র পঞ্চায়েত ভোটের সময় কাকদ্বীপে সস্ত্রীক সিপিএম কর্মীকে পুড়িয়ে খুনের অভিযোগ। দময়ন্তীর নেতৃত্বে সিট গঠন করে তদন্তের নির্দেশ হাইকোর্টের।


১০। আরও বিপাকে জেলবন্দি মানিক, টেটের ফল প্রকাশ না করার মামলায় ২ লক্ষ টাকা জরিমানা। শীর্ষ পদে থাকা একজনের জন্যেই এই অবস্থা, মন্তব্য হাইকোর্টের। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.