West Bengal News Live: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল তৃণমূল

West Bengal Live News: চোখ রাখুন প্রতি মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেটে

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 17 Jun 2022 11:54 PM
West Bengal News Update Live: মালদায় শ্বাসরোধ করে খুন ব্যক্তিকে

মালদার হরিশ্চন্দ্রপুরে দিনমজুরকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে খুন। গ্রেফতার মৃতের স্ত্রী ও তাঁর প্রেমিক। সম্পর্কের টানাপোড়েনে খুন, নাকি নেপথ্যে অন্য রহস্য, খতিয়ে দেখছে পুলিশ।

West Bengal News Live: সৌরভের হাত ধরেই ব্র্যান্ড প্রোমশন ম্যাজিক লাইটের

পাখির চোখ পশ্চিমবঙ্গ। কলকাতার এক নামী হোটেলে ব্র্যান্ড প্রোমোশন করল MAGIK Light। জীবনের লাইট থেকে ময়দানের লাইম লাইটের কথা শোনালেন সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসডর সৌরভ গঙ্গোপাধ্যায়।

West Bengal News Update Live: জমি বিতর্কে তৃণমূলের প্রধান ও উপপ্রধানের তরজা

তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরকারি খাস জমিতে চাষ করার অভিযোগে রাস্তায় নামলেন দলেরই উপপ্রধান। যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রধান। এ নিয়ে চাপানউতোর শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে। ভূমি ও ভূমি রাজস্ব দফতরে জমা পড়েছে অভিযোগ।

West Bengal News Live: সোমবার থেকে খুলছে শহরের বেশ কয়েকটি স্কুল

স্রোতের বিরুদ্ধে হেঁটে খুলে যাচ্ছে শহরের বেশ কিছু স্কুল। CNI-এর অধীন প্রায় সমস্ত স্কুলে সশরীরে ক্লাস শুরু হবে আগামী সোমবার। গত সোমবারই বিজ্ঞপ্তি দিয়ে গরমের ছুটি ১১ দিন বাড়িয়েছিল সরকার।

West Bengal News Update Live : শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল তৃণমূল

বিধানসভার অধ্যক্ষকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফের স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল তৃণমূল। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

West Bengal News Live: মেটাতে হবে ডিএ, নির্দেশ বিচারপতির

বৃহস্পতিবারের মধ্যে বিদ্যুৎ বণ্টন নিগমের দুই সংস্থার প্রায় ২০ হাজার কর্মীর বকেয়া ডিএর এক পঞ্চমাংশ মিটিয়ে দিতে হবে। আদালত অবমাননার মামলায় এই নির্দেশই দিলেন বিচারপতি রাজশেখর মান্থার।

West Bengal News Update Live : ৭ দিনের সিবিআই হেফাজতে সায়গল

গরুপাচারকাণ্ডে ধৃত সায়গল হোসেনের ফের সিবিআই হেফাজত। ৭ দিনের সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল। 

West Bengal News Live: আবাস যোজনার টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ বিজেপির

প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরির অর্থ বরাদ্দ হলেও অ্যাকাউন্টে ঢুকছে না টাকা। বীরভূমের ইলামবাজারে সরকারি প্রকল্পের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি।

West Bengal News Update Live : নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা বাসের, আহত ৩

নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ধাক্কা ডিভাইডারে। আহত এক মহিলা সহ ২জন। ঘটনাস্থলে নবদিগন্ত ট্রাফিক পুলিশ। স্থানীয় সূত্রের খবর আজ বিকেলে বেনফিস থেকে এস ডি এফ মোড়ের দিকে যাচ্ছিল একটি প্রাইভেট বাস। সেই সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারায় বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে একটি গাছে ধাক্কা মারে পরে ধাক্কা মারে রাস্তার ডিভাইডারে। ঘটনায় আহত হয় বাসের এক মহিলা যাত্রী।

West Bengal News Live: সিএএ ইস্যুতে কী বললেন বিজেপি বিধায়ক?

''আমার বিশ্বাস ২০২৪-এর ভোটের আগেই সিএএ কার্যকর হবে, সিএএ কার্যকর না হলে উদ্বাস্তুদের মনের ক্ষোভ আটকে রাখা যাবে না, ২০২৪-এর আগে সিএএ কার্যকর না হলে বিজেপির ক্ষতি হবে, কতটা ক্ষতি হবে, লিখিত আকারে অমিত শাহকে জানিয়েছি, আমি বিজেপির হয়ে ভোট চাইতে যেতে পারব না''। সিএএ ইস্যুতে এবার বিস্ফোরক হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার।

West Bengal News Update Live : মরসুমের প্রথম ইনিশ আরতে

মরসুমের প্রথম ইলিশ ঢুকল ডায়মন্ডহারবার মৎস আরতে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরে মৌসুমের প্রথম মাছ ধরতে বেরিয়েছিল মৎস্যজীবীরা। 

West Bengal News Live: যোগাযোগ বিচ্ছিন্ন আলিপুরদুয়ার-ফালাকাটার

দুদিনের প্রবল বৃষ্টিতে ৩১ নং জাতীয় সড়কের চর, তোর্ষা নদীর উপর নির্মিত যাতায়তের অস্থায়ী ডাইভারশন উড়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন আলিপুরদুয়ার-ফালাকাটার। ক্ষোভ স্থানীয়দের। 

West Bengal News Update Live : প্রথম কিস্তির টাকা জমা পরেশ-কন্যার

চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর প্রথম কিস্তির টাকা জমা পরেশ-কন্যার। প্রথম কিস্তির ৭ লক্ষ ৯৪ হাজার টাকা জমা দিয়েছেন অঙ্কিতা অধিকারী। ৭ জুনের আগেই প্রথম কিস্তির ৭ লক্ষ ৯৪ হাজার টাকা জমা অঙ্কিতার। হাইকোর্টে জানালেন অঙ্কিতা অধিকারীর আইনজীবী। 

West Bengal News Live: উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গেও শুরু বর্ষার বৃষ্টি

উত্তরবঙ্গে বালুরঘাট থেকে মালদা জেলায় ঢুকে পড়ল বর্ষা। উত্তরবঙ্গের সব জেলাতেই এখন বর্ষা। উত্তরবঙ্গের সব জেলা কভার করতে ১৪ দিন সময় নিল বর্ষা।৩রা জুন উত্তর বঙ্গে প্রবেশ করে মৌসুমী বায়ু।

West Bengal News Update Live : তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য হামলা দুষ্কৃতীদের

দক্ষিণ চব্বিশ পরগনার ঘুটিয়ারি শরিফে, তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে হামলা চালাল দুষ্কৃতীরা। 

West Bengal News Live: প্রেমিককে নিয়ে স্বামীকে খুন মালদায়

প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে হরিশচন্দ্রপুর থানার পুরাতন রাঙায়পুর গ্ৰামে। 

West Bengal News Update Live : স্ত্রী-র সঙ্গে ঝামেলা করে কুয়োয় ঝাঁপ স্বামীর

স্বামী-স্ত্রীতে ঝগড়া করে কুয়োতে ঝাঁপ দিল স্বামী। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ মহম্মদবাজার থানার কাঁইজুলি বোডিং পাড়ায়। ওই ব্যক্তির নাম নাসু সেখ। পেশায় গাড়ি মিস্ত্রি। ঘটনার পরেই খবর দেওয়া হয় মহম্মদবাজার থানায়। 

West Bengal News Live: মালদায় ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে খুন

মালদার হরিশ্চন্দ্রপুরে দিনমজুরকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে খুন। গ্রেফতার মৃতের স্ত্রী ও তাঁর প্রেমিক। সম্পর্কের টানাপোড়েনে খুন, নাকি নেপথ্যে অন্য রহস্য, খতিয়ে দেখছে পুলিশ।

West Bengal News Update Live : রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ, এগিয়ে উত্তর ২৪ পরগনা

জেলার ফলের নিরিখে সবচেয়ে ভাল ফল করেছে উত্তর ২৪ পরগনা। এরপর দ্বিতীয় স্থানে কলকাতা, তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর। চতুর্থ স্থানে পূঃ মেদিনীপুর, পঞ্চম স্থানে হুগলি। 

West Bengal News Live: রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ, অগাস্ট মাসে কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন

রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ। অগাস্ট মাসে কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন। তৃতীয় সপ্তাহে শুরু রেজিস্ট্রেশন।

West Bengal News Update Live : আক্রায় ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই যুবকের

সহকর্মী স্টেশনে ছাড়তে এসে মর্মান্তিক পরিণতি। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। দক্ষিণ ২৪ পরগনার আক্রা স্টেশনের কাছে এই ঘটনায় শোক বিহ্বল দুই পরিবার।

West Bengal News Live: পুরুলিয়ার বরাকর রোডে আজও অবরোধ

পুরুলিয়ার বরাকর রোডেও আজ সকালে সাড়ে ৮টা নাগাদ অবরোধ করা হয়। এর জেরে তৈরি হয় যানজট। অবরোধ তুলতে লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ। তাতেও অবরোধ না উঠলে পুলিশ লাঠি চালায়।  অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়। পরে পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয়।  

West Bengal News Update Live : হরিশ মুখার্জি রোডে গাছ পড়ে বিপত্তি, গাড়ির চালক আহত

বর্ষার দেখা নেই, এরই মধ্যে হরিশ মুখার্জি রোডে গাছ পড়ে বিপত্তি। পুলিশ সূত্রে খবর, আজ দুপুরে আচমকাই বড় গাছ ভেঙে পড়ে একটি গাছের ওপর। এর জেরে গাড়ির চালক আহত হন। তাঁকে ভর্তি করা হয়েছে SSKM হাসপাতালে। গাছটিকে কেটে রাস্তা পরিষ্কারের কাজ শুরু হয়েছে।   

West Bengal News Live: কাঁথিতে থানা ঘেরাও কর্মসূচি বিজেপি-র, কর্মী-সমর্থকরা ঘরছাড়া বলে অভিযোগ

ভোট-পরবর্তী হিংসায়  কাঁথি ৩ নম্বর ব্লকের বেশ কয়েকটি এলাকায় এখনও বিজেপি কর্মী-সমর্থকরা ঘরছাড়া বলে অভিযোগ। সেক্ষেত্রে শুক্রবার ঘরছাড়াদের ঘরে ফেরাতে মারিশদা থানা ঘেরাও কর্মসূচি করল বিজেপি।

West Bengal News Update Live : হরিশ্চন্দ্রপুরে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ

মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ। ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখাল কংগ্রেস। যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।

West Bengal News Live: গরুপাচারকাণ্ডে ধৃত সায়গল হোসেন সিবিআই আদালতে পেশ

গরুপাচারকাণ্ডে ধৃত সায়গল হোসেনকে আজ ফের আসানসোল সিবিআই আদালতে পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত ৯ জুন বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গলকে গ্রেফতার করে সিবিআই। তাঁকে ১৭ জুন পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিল আসানসোলের বিশেষ আদালত। আজই সেই মেয়াদ শেষ হচ্ছে। ইতিমধ্যে সায়গলের মুর্শিদাবাদের বাড়ি ও কলকাতায় তাঁর ফ্লাটে তল্লাশি চালিয়েছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ফের তাঁকে নিজেদের হেফাজতে নিতে চায় তারা। 

West Bengal News Update Live : বর্ষার শুরুতেই ভাঙল ‘মরা তোর্সা’ নদীর নতুন বাঁধ

বর্ষার শুরুতেই কোচবিহারের গুড়িয়াহাটি এলাকায় ভাঙল ‘মরা তোর্সা’ নদীর নতুন বাঁধ। নিম্নমানের সামগ্রী দিয়ে বাঁধ নির্মাণের জেরে এই অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। তৃণমূল জমানায় সবেতেই দুর্নীতি, কটাক্ষ বিজেপির। অভিযোগ ওড়াল শাসকদল।

West Bengal News Live: দক্ষিণবঙ্গে বর্ষা আসতে আরও ২-৩ দিন, জানাল আলিপুর

নির্ধারিত সময়ের ৭ দিন পরও দক্ষিণবঙ্গে বর্ষার দেখা নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বর্ষা আসতে আরও ২-৩ দিন লাগবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিই দক্ষিণে বর্ষার স্বাভাবিক গতি কেড়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে।   

West Bengal News Update Live : আসানসোল পুরসভায় এখনও পূর্ণাঙ্গ বোর্ড গঠন হয়নি, কটাক্ষ বিজেপি-র

মেয়র পারিষদ হিসেবে পাঁচজন কাউন্সিলর শপথ নিলেও, এখনও পূর্ণাঙ্গ বোর্ড গঠন হয়নি তৃণমূল পরিচালিত আসানসোল পুরসভায়। এবার টিভি-ফ্রিজের মতো মেয়র পারিষদও কিস্তিতে পাবেন আসানসোলবাসী। কটাক্ষ করেছে বিজেপি। যদিও পুরসভার চেয়ারম্যানের আশ্বাস, দ্রুত শূন্য পদ পূরণ হবে।

West Bengal News Live: শ্বশুরবাড়ি গেলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী, ধুমধাম করে হল জামাইষষ্ঠী

জাতীয় দলের খেলা থাকায় জামাইষষ্ঠীতে যেতে পারেননি শ্বশুরবাড়ি। ভারতকে এশিয়ান কাপের মূলপর্বে তুলেই শ্বশুরবাড়ি গেলেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। দেরিতে হলেও ধুমধাম করে হল সুব্রত ভট্টাচার্যর জামাইয়ের জামাইষষ্ঠী।

West Bengal News Update Live : দুই বাসের রেষারেষি, দুর্ঘটনা ঘটল শহরে, আহত ১

সাত সকালে দু’টি বাসের রেষারেষির জেরে দুর্ঘটনা ঘটল শহরে। পুলিশ সূত্রে খবর, আজ সকাল পৌনে ৮টা নাগাদ পুলিশ ট্রেনিং স্কুলের সামনে বারাসাত-বি গার্ডেন রুটের দুটি বাস রেষারেষি করছিল। অভিযোগ, সেই সময় একটি বাস এক পথচারীকে ধাক্কা মারে। তিনি গুরুতর আহত হন। তাঁকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ওই বাসের চালককে আটক করেছে।

West Bengal News Live: ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগ, রিজেন্ট পার্ক থানা এলাকায় ১২ জন গ্রেফতার

ভুয়ো কল সেন্টার চালানোর অভিযোগে রিজেন্ট পার্ক থানা এলাকা থেকে ১২ জনকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, একটি বহুতলে ফ্ল্যাট ভাড়া নিয়ে ভুয়ো কল সেন্টার চালাচ্ছিল অভিযুক্তরা। অভিযোগ, মূলত মার্কিন নাগরিকদের প্রতারণা করা হত। ঘটনায় মূল অভিযুক্ত বিজয় সাউ সহ ১২ জনকে গ্রেফতার করেছে রিজেন্ট পার্ক থানা।পুলিশ সূত্রে দাবি, ফ্ল্যাট থেকে ১২টি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। সিল করে দেওয়া হয়েছে ফ্ল্যাটটি। কীভাবে প্রতারণা, কত টাকার প্রতারণা, তদন্তে নেমে এ সবই খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

West Bengal News Update Live : অগ্নিপথের বিরোধিতায় উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর স্টেশনে ট্রেন অবরোধ

সেনায় চার বছরের নিয়োগ প্রকল্প অগ্নিপথের বিরোধিতায় উত্তর ২৪ পরগনার ঠাকুরনগর স্টেশনে ট্রেন অবরোধ করল বিক্ষোভকারীরা।  আজ সকালে শুরু হয় অবরোধ। এর জেরে শিয়ালদা-বনগাঁ শাখায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল।

West Bengal News Live: অসুস্থ চার SLST চাকরিপ্রার্থী, ভর্তি SSKM হাসপাতালে

চার SLST চাকরিপ্রার্থীকে লালবাজারে আটক করে নিয়ে যাওয়ার পর রাতভোর টানাপোড়েন। ডিওয়াইএফআই-এর অভিযোগ, ওই চার চাকরিপ্রার্থী লালবাজারে অসুস্থ হয়ে পড়েন। তারপর তাঁদের রাতে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

West Bengal News Update Live : SSC মামলায় দিকে দিকে তল্লাশি অভিযান চালাল সিবিআই

SSC’র নিয়োগ-দুর্নীতি মামলার তদন্তে নেমে, দিকে দিকে তল্লাশি অভিযান চালাল সিবিআই। প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হার ফ্ল্যাটে যান পাঁচজন CBI অফিসার। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে ফ্ল্যাট থেকে পর্ষদের অফিসে নিয়ে গিয়ে, সেখানেও তল্লাশি চালান গোয়েন্দারা।

West Bengal News Live: বিধানসভায় বিল নিয়ে ভোটাভুটিতে ফের বিভ্রাট

বিধানসভায় বিল নিয়ে ভোটাভুটিতে ফের বিভ্রাট। গরহাজির দুই বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, মিহির গোস্বামীর নামেও পড়ল ভোট! রিগিং কারচুপির অভিযোগে তদন্তের দাবি তুলেছে তৃণমূল। পাল্টা ছাপ্পা ভোটের অভিযোগে সরব বিজেপি। হয়তো টেকনিক্যাল ভুল, বললেন অধ্যক্ষ।

West Bengal News Update Live : ১০০ দিনের কাজের বকেয়া নিয়ে কেন্দ্রের কাছে দরবার তৃণমূলের

১০০ দিনের কাজের প্রকল্পে বকেয়া মেটানোর দাবিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রীর কাছে দরবার করল তৃণমূল। তাদের দাবি, এই প্রকল্পে কেন্দ্রের কাছে ৭ হাজার ১৩০ কোটি টাকা বকেয়া আছে। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

West Bengal News Live:অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে নিয়ে যাওয়া হচ্ছে আসানসোল আদালতে

অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে নিয়ে যাওয়া হচ্ছে আসানসোল আদালতে। নিজাম প্যালেস থেকে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে আসানসোলে। তাঁকে ফের হেফাজতে নিতে চায় সিবিআই, খবর সূত্রের।
এই মর্মে আদালতে আবেদন জানানো হতে পারে।

West Bengal News Update Live : নিয়োগ দুর্নীতি মামলায়, আদালতে রিপোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদের

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায়, আদালতে রিপোর্ট পেশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২ হাজার ৭৮৭ জনের মধ্যে শুধু প্রশিক্ষিতদেরই বাড়তি নম্বর দেওয়া হয়। ২৬৯ জন নয়, বাড়তি ১ নম্বর দেওয়া হয়েছিল ২৭৩ জনকে। জানাল পর্ষদ।

West Bengal News Live: SLST চাকরিপ্রার্থীরা লালবাজারের সেন্ট্রাল লক আপে

ধর্মতলায় সত্তরদিন ধরে চলা SLST চাকরিপ্রার্থীদের অবস্থান গতকালই তুলে দেয় পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নোটিস দিয়ে আন্দোলনকারীদের ওই জায়গা খালি করতে বলা হয়। কিন্তু, চাকরিপ্রার্থীরা আন্দোলনে অনড় থাকায়, তাঁদের পাঁজাকোলা করে, টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তুলে সরিয়ে দেয় পুলিশ। গ্রেফতার করে সবাইকে নিয়ে যাওয়া হয় লালবাজারের সেন্ট্রাল লক আপে।

প্রেক্ষাপট

কলকাতা: সকালে শান্তিপ্রসাদ, বিকেলে কল্যাণময়। কোর্টের বার্তার পরেই সক্রিয় সিবিআই (CBI)। দুর্নীতি মামলায় ফ্ল্যাট থেকে দফতরে এনে পর্ষদ সভাপতিকে জিজ্ঞাসাবাদ (SSC Reruitment Scam)।


কমিশনের কিছু সদস্য আত্মীয়দের অবৈধভাবে নিয়োগ করেছেন। ফলের জন্য তৈরি থাকতে বলুন। এসএসসির আইনজীবীকে কড়া বার্তা বিচারপতির। 


২৬৯ নয়, বাড়তি ১ নম্বর দেওয়া হয়েছিল ২৭৩ জনকে। ২ হাজার ৭৮৭ জনের মধ্যে শুধু প্রশিক্ষিতদেরই বাড়তি নম্বর, কোর্টে জানাল প্রাথমিক পর্ষদ।


প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ। ডিভিশন বেঞ্চের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার শুনানি।


আজ নয়, রাহুলের আর্জি মেনে সোমবার তলব ইডির। চন্ডীগড়, লখনউয়ে বিক্ষোভ। দুর্নীতিতে কারা যুক্ত, জানতে চায় জনগণ, পাল্টা দিলীপ। 


রাহুলকে জিজ্ঞাসাবাদের প্রতিবাদ করায় অত্যাচার করছে দিল্লি পুলিশ। অধীরের নেতৃত্বে লোকসভার স্পিকারের কাছে নালিশ। দুর্নীতি করায় ভয় পাচ্ছে কংগ্রেস, পাল্টা বিজেপি (Primary TET)।


সেনাবাহিনীর অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় রণক্ষেত্র বিহার। ছাপরা, গোপালগঞ্জ, মুঙ্গের, জেহানাবাদে তুলকালাম। হরিয়ানায় ডিসি-র বাসভবনে হামলা। পাল্টা গুলি পুলিশের। 


নিয়োগ-বিতর্কের আঁচ বাংলাতেও। ভাটপাড়ায় বিক্ষোভ। ধৈর্যের পরীক্ষা নেবেন না, মোদিকে তোপ রাহুলের। প্ররোচনায় পা দেবেন না, পাল্টা যোগী।


বিক্ষোভ আবহে সিদ্ধান্ত বদল। শুধু ২০২২-এর জন্য সেনাবাহিনীর অগ্নিপথ প্রকল্পে নিয়োগে বয়সসীমা বাড়িয়ে ২৩ বছর করার সিদ্ধান্ত, প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর। 


হাসপাতালে ভর্তি সনিয়া গাঁধী। করোনা সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। দিল্লির গঙ্গারাম হাসপাতালে রাতেই পৌঁছলেন রাহুল গাঁধী।


বিধানসভায় বিল নিয়ে ভোটাভুটিতে ফের বিভ্রাট। গরহাজির শুভেন্দু-মিহিরের নামেও পড়ল ভোট! বিরোধী শিবিরেরই কারও ভুল, বললেন অধ্যক্ষ।


৯ বছর পরে সারদা কেলেঙ্কারির প্রথম মামলা থেকে মুক্ত কুণাল। বললেন, "গ্রেফতারের দিন দলের কেউ সাহায্য করেনি। আমার লড়াই আমার মতো লড়ে নেব।"


১০০ দিনের কাজে রাজ্যের বকেয়া নিয়ে এবার দিল্লিতে দরবার তৃণমূলের। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক। বেরোতেই গেলেন সুকান্ত। 


মূল্যবৃদ্ধির আগুনের মধ্যেই মেট্রো শহরে রান্নার গ্যাসের সংযোগেও বাড়ল খরচ। সিলিন্ডার, রেগুলেটরের ডিপোজিটে দিতে হবে বাড়তি ৮৫০ টাকা। 


সাঁড়াশি চাপে মধ্যবিত্ত। গৃহঋণে সুদের হার আরও বাড়াল এসবিআই।আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক সুদ বাড়ানোয় টাকার দামে আরও পতনের আশঙ্কা।


হাওড়ায় মৃত্যু থেকেও নেই শিক্ষা! কলকাতা-জুড়ে ত্রিফলা বাতিস্তম্ভের জয়েন্ট বক্সে খোলা তার। পুর কমিশনারের কাছে রিপোর্ট তলব মেয়রের। 


‘অগ্নিপথে’র আক্রোশে জ্বলছে দেশ। সত্যিই কি অনিশ্চিত ‘অগ্নিবীর’দের ভবিষ্যৎ? প্রকল্প নিয়ে দ্বিধাবিভক্ত প্রাক্তন সেনাকর্তারা। 


নিয়োগ-দুর্নীতিকাণ্ডে তৎপর CBI, প্রাক্তন উপদেষ্টার বাড়িতে তল্লাশি। কল্যাণময়কে ফ্ল্যাট থেকে অফিসে তুলে এনে জিজ্ঞাসাবাদ। 


নিয়োগ-দুর্নীতিকাণ্ডে তৎপর CBI, প্রাক্তন উপদেষ্টার বাড়িতে তল্লাশি। ২ বছর পর ২১ জুলাইয়ের সভা, আজ প্রস্তুতি বৈঠকে তৃণমূল। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.