West Bengal News Live Updates : এবার ব্রিজ বিপর্যয় পূর্ব মেদিনীপুরের তমলুকে! মৃত এক

WB News Live: সব জেলার, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 17 May 2023 11:00 PM
WB News Live: দাবি-দাওয়া নিয়ে ফের মুখ্যমন্ত্রীর দরবারে কুড়মি সমাজ

দাবি-দাওয়া নিয়ে ফের মুখ্যমন্ত্রীর দরবারে কুড়মি সমাজ

West Bengal News Live :  কুড়মিদের নিয়ে বিতর্কিত মন্তব্য, খড়গপুরে দিলীপের বাংলোয় তাণ্ডব

 কুড়মিদের নিয়ে বিতর্কিত মন্তব্য, খড়গপুরে দিলীপের বাংলোয় তাণ্ডব। ভাঙল গেট। তৃণমূলের ইন্ধন দেখছেন দিলীপ। অসম্মানের মাসুল, পাল্টা শাসক শিবির।

WB News Live: এবার ব্রিজ বিপর্যয় পূর্ব মেদিনীপুরের তমলুকে! মৃত এক

এবার ব্রিজ বিপর্যয় পূর্ব মেদিনীপুরের তমলুকে! মেরামতি চলাকালীন ভেঙে পড়ল ৫০ বছরের পুরনো সেতু। চাপা পড়ে মৃত্য়ু হল এক শ্রমিকের। দুর্ঘটনার ৫ ঘণ্টা পর, অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। কিন্তু শেষ রক্ষা হল না।

West Bengal News Live : আর জি কর হাসপাতালের কাছে কাগজের গুদামে আগুন

আর জি কর হাসপাতালের কাছে কাগজের গুদামে আগুন। ১৫ নম্বর মন্মথ গাঙ্গুলি স্ট্রিটে আগুন। ঘিঞ্জি এলাকা হওয়ায় ছড়ায় আতঙ্ক। দমকলের ৪টি ইঞ্জিনের ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। 

WB News Live: শোকের মধ্যেই ক্ষোভে ফুঁসছে এগরা, গ্রামে এল ৬জনের নিথর দেহ

শোকের মধ্যেই ক্ষোভে ফুঁসছে এগরা, গ্রামে এল ৬জনের নিথর দেহ
কোন 'জহরের' সাহায্যে বিস্ফোরণের পরেই পগারপার ভানু?
বিস্ফোরণের পর দলবল নিয়ে ওড়িশায় চম্পট ভানু বাগ, অনুমান পুলিশের

West Bengal News Live : তৃণমূলের নবজোয়ারের পাল্টা এবার 'পঞ্চায়েত পদযাত্রা' শুরু করছে বিজেপির যুব মোর্চা

তৃণমূলের নবজোয়ারের পাল্টা এবার 'পঞ্চায়েত পদযাত্রা' শুরু করছে বিজেপির যুব মোর্চা। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করে টানা ২১ দিন চলবে এই কর্মসূচি। রাজ্যের ৫ হাজার গ্রামে পৌঁছনোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সূত্রের খবর, ছুঁয়ে যাওয়া হবে ২০০টি গ্রামীণ বিধানসভা এলাকা। দুর্নীতির প্রতিবাদে সরব হওয়ার পাশাপাশি পঞ্চায়েত নিয়ে পরিকল্পনার কথাও ভোটারদের কাছে তুলে ধরবে যুব মোর্চার কর্মী সমর্থকরা। 

WB News Live: খড়গপুরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে নাম লেখালেন ২০০ নেতা কর্মী

বাঁকুড়া, মেদিনীপুরের পর এবার খড়গপুর। তৃণমূল ছেড়ে কংগ্রেসে নাম লেখালেন ২০০ নেতা কর্মী। দুর্নীতির কারণেই শাসকদল ছাড়ছেন নেতা, কর্মীরা- দাবি কংগ্রেসের। দলবদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। অন্যদিকে, কোচবিহারের সিতাইয়ে বিভিন্ন দল থেকে শো তিনেক কর্মী যোগদান করলেন তৃণমূলে ।

West Bengal News Live : এগরায় ভয়াবহ বিস্ফোরণে এনআইএ তদন্ত দাবি, হাইকোর্টে শুভেন্দু

এগরায় ভয়াবহ বিস্ফোরণে এনআইএ তদন্ত দাবি, হাইকোর্টে শুভেন্দু। পুলিশ মন্ত্রীর পদত্যাগ দাবি।

WB News Live: কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুতে সিট গঠনের রায়কে চ্যালেঞ্জ রাজ্যের

কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুতে সিট গঠনের রায়কে চ্যালেঞ্জ রাজ্যের
হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ রাজ্যের

West Bengal News Live : এগরায় অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের প্রাণ যাওয়ার পর ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম

এগরায় অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের প্রাণ যাওয়ার পর ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। ক্ষোভ আছড়ে পড়ছে পুলিশের ওপর।

WB News Live: দিলীপের বিরুদ্ধে কুড়মিদের ক্ষোভ, কথা বললেন শুভেন্দু

দিলীপের বিরুদ্ধে কুড়মিদের ক্ষোভ, কথা বললেন শুভেন্দু। বাঁকুড়া যাওয়ার সময় হরিণপুরে কনভয় থামালেন বিরোধী দলনেতা।

West Bengal News Live :এগরা বিস্ফোরণকাণ্ড নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর

এগরা বিস্ফোরণকাণ্ড নিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর

WB News Live: হাইকোর্টের নির্দেশে রুট বদলে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের হ্যারিকেন মিছিল

হাইকোর্টের নির্দেশে রুট বদলে গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের হ্যারিকেন মিছিল। শহিদ মিনার থেকে আশুতোষ মুখার্জি রোড হয়ে গেল হাজরায়। নেপথ্যে রাজনৈতিক ইন্ধন, অভিযোগ তৃণমূলের।

West Bengal News Live : পোস্তা, মাঝেরহাটের পর এবার তমলুকে ভাঙল ব্রিজ

পোস্তা, মাঝেরহাটের পর এবার তমলুকে ভাঙল ব্রিজ
তমলুকে ব্রিজ ভেঙে ধ্বংসস্তূপের নিচে ২জন আটক
তমলুকে মেরামতির সময় ভাঙল ব্রিজ, ধ্বংসস্তূপে আটকে ২

WB News Live: নবান্নে পূর্বাঞ্চলীয় কুড়মি আদিবাসী পরিষদের প্রতিনিধি দল

নবান্নে পূর্বাঞ্চলীয় কুড়মি আদিবাসী পরিষদের প্রতিনিধি দল। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে কুড়মি সমাজের প্রতিনিধি দল

West Bengal News Live : এগরার খাদিকুলে বিস্ফোরণস্থলে গেলেন শুভেন্দু পুলিশ মন্ত্রীর ইস্তফা দাবি

এগরার খাদিকুলে বিস্ফোরণস্থলে গেলেন শুভেন্দু।
 পুলিশ মন্ত্রীর ইস্তফা দাবি। এনআইএ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ। গুরুত্বে নারাজ কুণাল।

WB News Live: বিস্ফোরণে এগরায় মৃত্যুমিছিল, বিস্ফোরক আইনের ধারাই নেই এফআইআরে!

বিস্ফোরণে এগরায় মৃত্যুমিছিল, বিস্ফোরক আইনের ধারাই নেই এফআইআরে!
এগরা বিস্ফোরণকাণ্ডে আইপিসির ১৮৮, ২৮৬, ৩০৪ ধারায় মামলা

West Bengal News Live : এলাকা দখলের চেষ্টার অভিযোগ ঘিরে হাড়োয়ায় অশান্তি

এলাকা দখলের চেষ্টার অভিযোগ ঘিরে হাড়োয়ায় অশান্তি 

WB News Live: দিলীপ ঘোষের বাড়ির সামনে কুড়মিদের বিক্ষোভ

খড়গপুরে দিলীপ ঘোষের বাড়ির সামনে বিক্ষোভ
দিলীপ ঘোষের বাড়ির সামনে কুড়মিদের বিক্ষোভ
দিলীপ ঘোষের বাড়ির গেট ভাঙার চেষ্টা
কুড়মি সম্প্রদায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ
দিলীপ ঘোষের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ
দিলীপ ঘোষকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে দাবি
ক্ষমা না চাইলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি

West Bengal News Live : এগরা বিস্ফোরণকাণ্ডের তদন্তে ঘটনাস্থলে সিআইডি

এগরা বিস্ফোরণকাণ্ডের তদন্তে ঘটনাস্থলে সিআইডি। 'ভানুর খোঁজে ভিনরাজ্যে পাড়ি দিচ্ছে পুলিশ'। বিস্ফোরণের পর দলবল নিয়ে ওড়িশায় পালিয়েছেন ভানু বাগ, অনুমান পুলিশের। খতিয়ে দেখা হচ্ছে ভানু ও তাঁর পরিবারের সদস্যদের ফোনের টাওয়ার লোকেশন: সূত্র। আজ ফের ঘটনাস্থলে গেছে বম্ব স্কোয়াড, যাবে ফরেন্সিক। নমুনা সংগ্রহের পর পাঠানো হবে রাসায়নিক পরীক্ষার জন্য।

WB News Live: কর্মচারীদের খোঁজ খবর নিতে হঠাৎ নবান্নের বিভিন্ন দফতর পরিদর্শনে মুখ্যমন্ত্রী

কর্মচারীদের খোঁজ খবর নিতে হঠাৎ বিভিন্ন দফতর পরিদর্শনে মুখ্যমন্ত্রী। আজ নবান্নে এসে প্রথমে ৬ তলায় ভূমি ও ভূমি সংস্কার দফতরে যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে দেখেন কর্মীরা এসেছেন কিনা, কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। কোনও টেবিলে ফাইল জমা থাকলে, জিজ্ঞেস করেন, ফাইল জমে আছে কেন? এরপর সেখান থেকে ১২ তলায় অর্থ দফতরে যান মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সেখানেও কর্মচারীদের সঙ্গে কথা বলে ১৪ তলায় নিজের ঘরে চলে যান। 


 

West Bengal News Live : বিনা লাইসেন্সেই বাজি কারখানা চালাচ্ছিলেন ভানু বাগ, স্বীকারোক্তি খোদ পুলিশের

বিনা লাইসেন্সেই বাজি কারখানা চালাচ্ছিলেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য ভানু বাগ, স্বীকারোক্তি খোদ পুলিশের। জানার পরেও কেন করা হয়নি পদক্ষেপ, উঠছে প্রশ্ন। 

WB News Live: এগরায় বিস্ফোরণে জখম হয়ে SSKM-এ ভর্তি ২ জনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক !

SSKM-র রোনাল্ড রস বিল্ডিং-এ ভর্তি রয়েছেন এগরার খাদিকুল গ্রামে বিস্ফোরণে গুরুতর জখম ২ জন। চিকিৎসকরা জানিয়েছেন, দুজনেরই অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। হাসপাতাল সূত্রে খবর, জখম বছর ২৬-এর পিঙ্কি মাইতি ও বছর ৩৮-এর রবীন্দ্র মাইতির শরীরের ৮৫ থেকে ৯০ শতাংশই পুড়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, দুজনের শরীরের বিস্ফোরণজনিত ক্ষত রয়েছে। দু'জনকেই অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, দু'জনের অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে। তাঁরা যে ওয়ার্ডে রয়েছেন, তার আশেপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 

West Bengal News Live : অবিলম্বে চাকরির দাবিতে হ্য়ারিকেন হাতে গ্রুপ ডির চাকরিপ্রার্থীদের মিছিল

অবিলম্বে চাকরির দাবিতে হ্য়ারিকেন হাতে গ্রুপ ডির চাকরিপ্রার্থীদের মিছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে শহিদ মিনার থেকে মিছিল। এক্সাইড মোড় হয়ে আশুতোষ কলেজের পাশ থেকে মিছিল যাবে কালীঘাট থানা পর্যন্ত ৮০ শতাংশ রাস্তা ছেড়ে এক লেনে। মিছিল করার নির্দেশ আদালতের। আদালতের  নির্দেশমতোই পথে নেমেছেন চাকরিপ্রার্থীরা ।

WB News Live: এগরার খাদিকুলে শুভেন্দু, কথা বললেন স্বজনহারা ও আহতদের পরিবারের সঙ্গে

এগরার খাদিকুলে শুভেন্দু অধিকারী। কথা বললেন স্বজনহারা ও আহতদের পরিবারের সঙ্গে। 'এগরায় ২৫ হাজার লোক নিয়ে মহামিছিল হবে'। 'এনআইএ তদন্ত হবে, পুলিশের ভূমিকা সামনে চলে আসবে'। 'পুলিশমন্ত্রীর পদত্যাগের দাবিতে মহামিছিল হবে'।
'সিভিক ভলান্টিয়ারদের তোলা তুলতে ব্যবহার করা হয়'। 'পশ্চিমবঙ্গ জ্বলছে, বগটুই থেকে শুরু হয়েছে'। 'মমতা বন্দ্যোপাধ্য়ায়কে না সরালে বাংলার পরিত্রাণ নেই'। 'ভানু বাগের বাড়ি পাহারা দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ'। প্রমাণ লোপাট ঠেকাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি।

West Bengal News Live : এগরা বিস্ফোরণে এনআইএ তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু

এগরা বিস্ফোরণের জল গড়াল হাইকোর্টে । এনআইএ তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী । প্রধান বিচরপতির এজলাসে মামলা করার অনুমতি চাইলেন বিরোধী দলনেতার আইনজীবী। মামলার অনুমতি দিল আদালত, কাল শুনানি

WB News Live: 'যাকে পুলিশ গ্রেফতার করেছে, ছাড়া পেয়ে সে কীভাবে ফের একই কারবার শুরু করে'; প্রশ্ন দিলীপের

যাকে পুলিশ গ্রেফতার করেছে, ছাড়া পেয়ে সে কীভাবে ফের একই কারবার শুরু করে, প্রশ্ন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।

West Bengal News Live : বিস্ফোরণেই পরেই গাড়ি নিয়ে পালিয়ে যান ভানু বাগ, দাবি গ্রামবাসীর

বিস্ফোরণের সময় ঘটনাস্থলেই ছিলেন ভানু বাগ। বিস্ফোরণেই পরেই গাড়ি নিয়ে পালিয়ে যান তিনি। দাবি গ্রামবাসীর।

WB News Live: এগরা বিস্ফোরণকাণ্ডে পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবি বিরোধী দলনেতার

এগরা বিস্ফোরণকাণ্ডে পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবি বিরোধী দলনেতার। এনআইএ তদন্তের দাবিতে হাইকোর্টে যাচ্ছি, বললেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকেও নিশানা।

West Bengal News Live : আগেও একাধিকবার বিস্ফোরণ ভানু বাগের বাজি কারখানায়

এগরা বিস্ফোরণকাণ্ডে বাজি কারখানার মালিক ভানু বাগের বিরুদ্ধে এফআইআর দায়ের। আগেও একাধিকবার বিস্ফোরণ হয় ভানু বাগের বাজি কারখানায়। ১৯৯৫ সালে প্রথমবার বিস্ফোরণ হয় ভানুর বাজি কারখানায়। সেই বিস্ফোরণে মৃত্যু হয় ৫ জনের। ২০০১ সালে ফের বিস্ফোরণ হয় ভানু বাগের বাজি কারখানায়। মৃত্যু হয় ভানুর ভাই-সহ ৩ জনের। ২০১৩ থেকে ২০১৮ পর্যন্ত সাহারা অঞ্চলের তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন ভানু।

WB News Live: আজ এগরার খাদিকুল গ্রামে যাচ্ছেন শুভেন্দু

আজ এগরার খাদিকুল গ্রামে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে এগরা যাবেন, ট্যুইট করে জানালেন বিরোধী দলনেতা


 

West Bengal News Live : এগরা বিস্ফোরণকাণ্ডে এফআইআর দায়ের পুলিশের

এগরার ভয়াবহ বিস্ফোরণে মৃত্যুমিছিল। বিস্ফোরণকাণ্ডে এফআইআর দায়ের পুলিশের। বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের।
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও কয়েকজন।

WB News Live: দুর্নীতির অভিযোগ, নারায়ণগড়ে বিডিওর অফিসের দরজায় সেঁটে দেওয়া হল নো এন্ট্রি পোস্টার

নারায়ণগড়ে বিডিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে কর্মাধ্যক্ষরা। বিডিওর অফিসের দরজায় সেঁটে দেওয়া হল নো এন্ট্রি পোস্টার। অবিলম্বে তাঁর অপসারণ দাবি করেছেন তৃণমূল নেতারা। কাটমানির সরকার চলছে সেই অভিযোগ প্রমাণিত, কটাক্ষ করেছে বিজেপি। এনিয়ে প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্ত বিডিওর। 

West Bengal News Live : ভয়ঙ্কর বিস্ফোরণে লন্ডভন্ড এগরার খাদিকুল গ্রাম, কী হবে পঞ্চায়েত ভোটে ?

ভয়ঙ্কর বিস্ফোরণে লন্ডভন্ড পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রাম। প্রাণ গেল ৯ জনের। এখন থেকেই এই পরিস্থিতি হলে পঞ্চায়েত ভোটে কী হবে? প্রশ্ন তুলছেন বিরোধীরা। উসকানি দিচ্ছে বিজেপিই। অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী।  

WB News Live: এগরায় বিস্ফোরণের তদন্তে এনআইএ দাবি বাম-বিজেপির, অমিত শাহকে চিঠি সুকান্তর

এগরায় বিস্ফোরণের তদন্তে সিআইডি, নির্দেশ মুখ্যমন্ত্রীর। এনআইএ দাবি বাম-বিজেপির। অমিত শাহকে চিঠি সুকান্তর।

West Bengal News Live : এবার এগরায় মৃত্যুমিছিল, বেআইনি বাজি কারখানায় মিলল বিস্ফোরকভর্তি গোপন কুঠুুরির হদিশ

বগটুইয়ের পর এবার এগরায় মৃত্যুমিছিল। বেআইনি বাজি কারখানায় মিলল বিস্ফোরকভর্তি গোপন কুঠুুরির হদিশ।

প্রেক্ষাপট

কলকাতা : অঙ্কিতা অধিকারীর (Ankita Adhikari) থেকে পাওয়া ১৬ লক্ষ টাকা ববিতা সরকারকে ফেরতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)। কিন্তু টাকা ফেরতের জন্য় কিছুটা সময় চেয়েছেন ববিতা (Babita Sarkar)। তাঁর দাবি, সেই টাকায় একটা গাড়ি কিনেছেন তিনি। মামলার জন্য়ও কিছুটা খরচ হয়ে গেছে। ১৯ শে মে-র মধ্য়ে প্রথম কিস্তি ও ৬ জুনের মধ্য়ে পুরো টাকা মেটানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই পুরো টাকাটাই তুলে দেওয়া হবে সদ্য় চাকরিপ্রাপ্ত অনামিকা রায়কে। 


এত ব্যাপক দুর্নীতি হয়েছে যে, কে বৈধ আর কে অবৈধভাবে চাকরি পেয়েছেন, খুঁজে বের করা সম্ভব নয়। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হচ্ছে। মঙ্গলবার এমনই মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Abhijit Gangopadhyay)। প্রাথমিকের নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রশিক্ষণহীন শিক্ষকের চাকরি বাতিল মামলায় এদিন, নির্দেশ সংশোধন করে বিচারপতি জানান, ৩৬ হাজার নয়, প্রাথমিকে চাকরি বাতিলের সংখ্যা প্রায় ৩২ হাজার। 


মুখ্যমন্ত্রীর পাড়ায় মিছিলে অনুমতিকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ রাজ্যের। গ্রুপ ডি পদে বঞ্চিত চাকরিপ্রার্থীদের মুখ্যমন্ত্রীর পাড়ায় হ্যারিকেন নিয়ে মিছিল করার অনুমতি দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য।গ্রুপ ডি-র বঞ্চিত চাকরিপ্রার্থীরা ১৭ মে, হরিশ মুখার্জি রোড ধরে কালীঘাট থানা পর্যন্ত মিছিল করতে পারবেন বলে গতকালই অনুমতি দেন বিচারপতি মান্থা।


পুকুরে মোবাইল ফোন ফেলেও কাজ হল না। বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার দুটি মোবাইল ফোন থেকে একশো শতাংশ তথ্য উদ্ধার করা সম্ভব হয়েছে বলে দাবি করল সিবিআই।কেন্দ্রীয় এজেন্সির দাবি, SSC মামলার তদন্ত শুরু হওয়ার পরেই জীবনকৃষ্ণ তাঁর দুটি ফোন থেকে প্রচুর কথোপকথন ও ছবি ডিলিট করে দেন। কিন্তু ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্যে মুছে দেওয়া ডেটার একশো শতাংশই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআইয়ের দাবি, ডেটা রিট্রিভ করে জীবনকৃষ্ণর কাছ থেকে নিয়োগ দুর্নীতির টাকা কোথায় কোথায় পৌঁছেছে, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ মিলেছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান, এই সমস্ত তথ্য লুকোতেই বাড়িতে তল্লাশি চলাকালীন ফোন দুটি পুকুরে ফেলে দেন জীবনকৃষ্ণ।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.