West Bengal News Live Updates : বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’, বইছে দমকা হাওয়া, বৃষ্টির আশঙ্কা
WB News Live Updates: জেলা থেকে শহর, প্রতি মুহূর্তের সব খবর এক ক্লিকে।
জয়নগরে ফের উত্তেজনা, বামেদের পর কংগ্রেসকে বাধা পুলিশের। কংগ্রেসের প্রতিনিধি দলকে জয়নগরের দলুয়াখাকি গ্রামে ঢুকতে বাধা পুলিশের। পুলিশের সঙ্গে বচসা কংগ্রেসের প্রতিনিধি দলের। জয়নগরে তৃণমূল নেতা খুনের পর দলুয়াখাকিতে সিপিএম সমর্থকদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। আজ ত্রাণ সামগ্রী নিয়ে গ্রামে যেতে গেলে কংগ্রেসকে বাধা পুলিশের ।
নওশাদের পর এবার সিপিএমের প্রতিনিধি দলকেও বাধা পুলিশের। পুরুলিয়ার জয়পুরে সিপিএমের প্রতিনিধি দলকে বাধা পুলিশের। ৪ নভেম্বর শিল্পতালুকের পাঁচিল তোলা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় জয়পুর। ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করে পুলিশ । আজ জয়পুরের অঘোরপুর গ্রামে যেতে গেলে সিপিএমের প্রতিনিধি দলকে বাধা পুলিশের ।
আমহার্স্ট স্ট্রিটকাণ্ডে এখনই দ্বিতীয় ময়নাতদন্তের প্রয়োজন নেই, জানিয়ে দিল হাইকোর্ট। 'দেহে কোনও আঘাতের চিহ্ন থাকলে দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, আঘাতের কোনও চিহ্ন নেই, ব্রেন হেমারেজের কারণে মৃত্যু বলে জানিয়েছেন চিকিৎসকরা', এখনও পর্যন্ত পুলিশের কোনও পদক্ষেপ অবৈধ বলে মনে হচ্ছে না, মন্তব্য প্রধান বিচারপতির।
সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের। 'অশোক সিংহকে থানায় চুরির ফোন জমা দিতে বলা হয়েছিল', তিনি সম্ভবত নার্ভাস হয়ে গিয়েছিলেন, আদালতে দাবি রাজ্য সরকারের আইনজীবীর। আমহার্স্ট স্ট্রিট থানায় পুলিশের বিরুদ্ধে ব্যবসায়ীকে পিটিয়ে মারার অভিযোগে মামলা, ২৩ নভেম্বর পরবর্তী শুনানি।
জয়নগরে যাওয়ার পথে, ইএম বাইপাসে হাইকোর্টের রেজিস্ট্রারের গাড়িতে ধাক্কা মারার অভিযোগ। গতকাল গড়ফা থানার তরফে নোটিস পাঠানো হয়েছে ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে। ৭২ ঘণ্টার মধ্যে থানায় হাজিরা দিতে বলা হয়েছে। সোমবার জয়নগরে খুন হন তৃণমূলের অঞ্চল সভাপতি। এরপর অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। ওই দিন জয়নগরে যাওয়ার পথে, ইএম বাইপাসে হাইকোর্টের রেজিস্ট্রারের গাড়িতে ধাক্কা মারার অভিযোগ ওঠে ভাঙড়ের ISF বিধায়কের গাড়ি চালকের বিরুদ্ধে। প্রতিবাদ করায়, বিধায়ক, তাঁর নিরাপত্তারক্ষী ও গাড়ি চালক দুর্ব্য়বহারও করেন বলে অভিযোগ। ওই ঘটনায় গড়ফা থানায় বেপরোয়াভাবে গাড়ি চালানো ও হেনস্থার অভিযোগে মামলা রুজু হয়। তার ভিত্তিতেই এবার নৌশাদ সিদ্দিকিকে পুলিশের তলব।
খাদ্যমন্ত্রী থাকাকালীন রেশন দুর্নীতি সম্পর্কে তাঁর কাছে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছিল। দুর্নীতি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল ছিলেন মন্ত্রী। ব্যবস্থা নেওয়ার বদলে উল্টে নিজেকে বাঁচাতে পুলিশের কাছে FIR-কে ঢাল হিসেবে ব্যবহার করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। জেরায় এ কথা স্বীকার করেছেন মন্ত্রী। বিস্ফোরক দাবি ED-র। সূত্রের খবর, সেই সময় পুলিশের কাছে অভিযোগ জানানোর পরও কেন ব্যবস্থা নেননি মন্ত্রী? প্রশ্ন করা হলে জ্যোতিপ্রিয় জানান, পুলিশ তদন্ত করছিল বলেই খাদ্য দফতর কোনও ব্যবস্থা নেয়নি। কার নির্দেশে ব্যবস্থা নেননি জ্যোতিপ্রিয় ? শুধুমাত্র পুলিশকে জানিয়েই কেন ক্ষান্ত হয়েছিলেন? তা কি নিজেকে বাঁচাতে, নাকি এর পিছনে কোনও বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে? খতিয়ে দেখছে ED। এর পাশাপাশি, একাধিক FIR, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশের কাছে অভিযোগ করার পরেও, কেন রেশন দুর্নীতির আর্থিক লেনদেন নিয়ে তদন্ত হয়নি, তাও খতিয়ে দেখছে কেন্দ্রীয় এজেন্সি।
ফের দুর্ঘটনার কবলে ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর গাড়ি। অভিযোগ, গতকাল রাত পৌনে ১০টা নাগাদ ইংরেজবাজারের চন্দন পার্ক এলাকায় বিজেপি বিধায়কের গাড়িতে ধাক্কা মারে অপর একটি গাড়ি। বিধায়কের দাবি, ওই গাড়িতে ছিলেন ইংরেজবাজারের অমৃতি অঞ্চলের যুব তৃণমূল সভাপতি অনিকেত রায়। ইংরেজবাজার থানায় যুব তৃণমূল নেতার নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূলের কটাক্ষ, প্রচার পেতেই বিজেপি বিধায়ক বারবার গাড়িতে হামলার অভিযোগ তুলছেন। এর আগে ২৭ অক্টোবর, বিজয়া সেরে ফেরার পথে, ইংরেজবাজারের বিজেপি বিধায়কের গাড়িতে ধাক্কা মারে মোটরবাইক। বাইকে ছিলেন চার যুবক। ঘটনায় বিজেপি বিধায়ক তৃণমূলের দিকে আঙুল তুললেও, অভিযোগ অস্বীকার করে শাসকদল।
কোচবিহারের তুফানগঞ্জে রাতে খুন ছানা ব্যবসায়ী। দোষীদের গ্রেফতারের দাবিতে সকালে পথ অবরোধ স্থানীয়দের। মৃত ব্যবসায়ীর নাম সুব্রত ঘোষ। বাড়ি দিনহাটার নাজিরহাটে। ছানা বিক্রি করতে তুফানগঞ্জ, বক্সীরহাট এলাকায় যেতেন ওই ব্যবসায়ী। পরিবারের দাবি, গতকাল রাত সাড়ে ১১টা নাগাদ ফোন করে বাড়ি ফিরছেন বলে জানান ওই ব্যবসায়ী। তারপর থেকেই মোবাইল ফোন বন্ধ। রাতে তুফানগঞ্জের কামাথ শেওড়াগুড়ি এলাকায় রাস্তার ধারে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। কী কারণে খুন, খতিয়ে দেখছে তুফানগঞ্জ থানার পুলিশ।
আমডাঙার তৃণমূল প্রধানের খুন নিয়ে পরিবারেই মতভেদ। নিহত তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডলের বাবা মহম্মদ আলি মণ্ডলের দাবি, দলের গোষ্ঠীদ্বন্দ্বেই খুন। রূপচাঁদ প্রধান হওয়ায় অনেকের আক্রোশ ছিল। জমি-জমা নিয়ে বিবাদের পাশাপাশি পার্টি, পলিটিক্সও ছিল। নিহতের বাবার অভিযোগ, মাসকয়েক আগে তোয়েব হোসেন নামে এক তৃণমূল কর্মী বাড়ি এসে রূপচাঁদকে প্রাণনাশের হুমকি দেয়।
অন্য দিকে, নিহত তৃণমূল প্রধানের ভাই লালচাঁদ মণ্ডলের দাবি, রাজনৈতিক নয়, ব্যক্তিগত শত্রুতার শিকার রূপচাঁদ। ভাইয়ের দাবি, আততায়ীরা সংখ্যায় ছিল ৩ জন। এদের মধ্যে একজন বাইকে ছিল। বাকি ২ জন বোমা মেরে ঢেঁড়শ খেতের মধ্যে দিয়ে পালায়। নিহত তৃণমূল প্রধানের ভাইয়ের দাবি, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রূপচাঁদ জানান, পিছন থেকে বোমা ছোড়ায়, তিনি হামলাকারীদের দেখতে পাননি।
ফের ভাঙড়ে বোমা উদ্ধার। ভাঙড় ২ নম্বর ব্লকের চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পানাপুকুর এলাকায় ISF পঞ্চায়েত সদস্য আজহার মোল্লার বাড়ি থেকে উদ্ধার হল বস্তা বোঝাই বোমা। আজ সকালে খবর পেয়ে গ্রামে যায় কাশীপুর থানার পুলিশ। ISF পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘিরে ফেলা হয়। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। ISF পঞ্চায়েত সদস্য পলাতক।
বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘মিধিলি’। এগোচ্ছে উত্তর ও উত্তর-পূর্ব দিকে। ওড়িশা উপকূল বরাবর এগোবে বাংলাদেশের দিকে। আগামীকাল সকালে বাংলাদেশের খেপুপাড়া ও মংলার মধ্যে স্থলভাগে আছড়ে পড়বে। এর প্রভাবে আজ ও কাল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায় ৫০-৭০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। দুই জেলাতেই জারি হয়েছে হলুদ সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপকূল এলাকায় বাড়বে হাওয়ার দাপট। দিঘায় পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি হয়েছে। আগামীকালও বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের জন্যও সমুদ্র যাত্রায় নিষেধাজ্ঞা জারি।
জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে, এবারও ছট পুজো নিষিদ্ধ রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে। দক্ষিণ কলকাতা ও পূর্ব কলকাতার দুই সরোবরে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছে KMDA। আগামীকাল রাত ১০টা থেকে সোমবার বেলা ১২টা পর্যন্ত বন্ধ থাকবে রবীন্দ্র সরোবর। বিভিন্ন গেটে টাঙানো হয়েছে বিকল্প জলাশয়ের তালিকা। একই রকম ভাবে বন্ধ বেলেঘাটার সুভাষ সরোবরও।
নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের জোড়া ফলায় দুর্যোগের ভ্রুকুটি দক্ষিণ ২৪ পরগনাজুড়ে। আকাশের মুখ ভার। দফায় দফায় বৃষ্টি হচ্ছে কাকদ্বীপ মহকুমাজুড়ে। বৃষ্টির পাশাপাশি সকাল থেকে বইছে দমকা হাওয়া। সমুদ্র উত্তাল থাকায় আজ ও কাল মৎস্যজীবীদের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। প্রশাসনের তরফে বেহাল নদী ও সমুদ্র বাঁধগুলির ওপর নজর রাখা হচ্ছে। ব্লক অফিস ও পঞ্চায়েতগুলির পাশাপাশি, সতর্ক থাকতে বলা হয়েছে সেচ দফতরের আধিকারিকদের।
বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। এই মুহূর্তে তা অবস্থান করছে ওড়িশার পারাদ্বীপ থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং দিঘা থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে। আগামী ১২ ঘণ্টায় এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘মিধিলি’-তে পরিণত হয়ে আছড়ে পড়তে পারে বাংলাদেশের মঙ্গলা ও খেপুপাড়ার মধ্যে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে গতকাল রাত থেকেই এর প্রভাব পড়তে শুরু করেছে।সকাল থেকে মেঘলা আকাশ। দমকা ঝোড়ো হাওয়া বইছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে হাওয়ার দাপট। দিঘায় পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি হয়েছে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দুই ২৪ পরগনায় হলুদ সতর্কতা জারি হয়েছে।
বৈধ ভিসা ছাড়া ভারতে ঢুকে পড়ায় শিলিগুড়ির পানিট্য়াঙ্কি সীমান্ত থেকে এক পাকিস্তানি মহিলা ও তাঁর ছেলেকে গ্রেফতার করল খড়িবাড়ি থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে ২টি পাকিস্তানি পাসপোর্ট ও পরিচয়পত্র উদ্ধার হয়েছে। সশস্ত্র সেনা বল তাঁদের আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
বিদ্রোহী কবির দেশাত্মবোধক গান নিয়ে কার্যত ছিনিমিনি খেলার অভিযোগ উঠেছে অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমানের বিরুদ্ধে। এবার নজরুল পরিবারের সদস্যদেরই একাংশ বললেন, আগামী দিনে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছেন তাঁরা।
বিশ্বভারতীর বিতর্কিত ফলক বদলানোর নির্দেশ দিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। বিশ্বভারতী সূত্রের খবর, নতুন ফলকে কী লেখা হবে তার বয়ান সহ চিঠি পাঠানো হয়েছে। বয়ানে আচার্য প্রধানন্ত্রী ও উপাচার্যের নামের কোনও উল্লেখ নেই। চিঠি পেয়েই ৪ সদস্য়ের একটি কমিটি তৈরি করল বিশ্বভারতী কর্তৃপক্ষ।
জয়নগরের পর এবার আমডাঙা। জয়নগরকাণ্ডে তোলপাড়ের মধ্যেই আমডাঙায় আক্রান্ত শাসক নেতা। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে আক্রান্ত তৃণমূল নেতার মৃত্যু, দাবি পরিবারের। হাটে যাওয়ার সময় পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে বোমা। আমডাঙার পঞ্চায়েত প্রধানের গাড়ি ঘিরে ধরে পরপর বোমা ছোড়ে দুষ্কৃতীরা।
আমডাঙায় হাটের মধ্যেও বোমাবাজি চলে । পঞ্চায়েত ভোটের পর দলের হুইপ না মেনে প্রধান হন তৃণমূল নেতা রূপচাঁদ মণ্ডল। কেন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের উপর হামলা? কারা জড়িত? ঘনীভূত রহস্য।
হাওড়ার ব্যাঁটরায় ভয়াবহ অগ্নিকাণ্ড। বিস্কুটের গুদামে আগুন লাগে। দমকলের ৪ ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান দমকলের।
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। রাজ্য়ে ফের বৃষ্টির ভ্রুকুটি। আবার ডেঙ্গির বাড়বাড়ন্তের আশঙ্কায় কলকাতা পুরসভার কর্তাদের কপালে চিন্তার ভাঁজ। নতুন করে ডেঙ্গির প্রকোপ ঠেকাতে শহরে যাতে জল না জমে তা নিয়ে তৎপর কলকাতা পুরসভা। সেই সঙ্গে ডেঙ্গি সচেতনতায় চলবে প্রচারও।
প্রেক্ষাপট
জয়নগরে (Jaynagar Incident) তৃণমূল নেতা খুনের মধ্যেই আমডাঙায় আক্রান্ত তৃণমূল (TMC)। হাটে যাওয়ার সময় গ্রাম পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে বোমাবাজি। দক্ষিণের পর এবার উত্তর ২৪ পরগনা। ভর সন্ধ্যায় তৃণমূল নেতার উপরে হামলা। হাটেও বোমাবাজি। প্রতিবাদে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ।
জয়নগরে তৃণমূল নেতা খুনের ৭২ ঘণ্টা পর সিপিএম নেতা (CPM Leader) আনিসুর লস্কর সহ গ্রেফতার ২। আটক আরও ৩। নাম ছিল এফআইআরে। ব্যক্তিগত শত্রুতা থেকে খুন, দাবি পুলিশের।
হামলার পরে বাসন্তী, সন্দেশখালি, নদিয়া হয়ে মুর্শিদাবাদে পালানোর ছক ছিল আনিসুরের। ফোনের লোকেশন ট্র্যাক করে বড় জাগুলিয়া থেকে পাকড়াও, দাবি পুলিশের।
পঞ্চায়েত ভোটে স্ত্রী প্রার্থী হতে না পারার আক্রোশেই সম্ভবত তৃণমূল নেতার উপরে হামলা। অনুমান পুলিশের। ফাঁসানোর দাবি সুজনের। সন্ত্রাসের পাল্টা অভিযোগ কুণালের।
তৃণমূল নেতা খুনে অভিযুক্তের মুখে উঠে আসা বড়ভাইয়ের খোঁজে পুলিশ। মন্দিরবাজারে অভিযুক্ত আলাউদ্দিনের বাড়িতেই করা হয়েছিল ছক বলে অভিযোগ।
শরীরে আঘাতের চিহ্ন নেই। পুরনো রোগেই মৃত্যু। আমহার্স্ট স্ট্রিটে মৃতের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে (Post Mortem Report) উল্লেখ। ফের ময়নাতদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে পরিবারের। আজ শুনানি।
কোতুলপুরে ফের শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সভা বাতিল। অনুমতি দেয়নি প্রশাসন, দাবি বিজেপির। কোর্টে যাওয়ার হুঁশিয়ারি বিরোধী দলনেতার। লক্ষ্য অশান্তি ছড়ানো, পাল্টা তৃণমূল।
ফলক বিতর্কে জোর ধাক্কা বিশ্বভারতী (Viswa Bharati University) কর্তৃপক্ষের। পরিবর্তনের নির্দেশ কেন্দ্রের। নতুন ফলকে থাকবে না আচার্য, উপাচার্যর নাম। কমিটি গঠনের নির্দেশ শিক্ষামন্ত্রকের।
আমদাবাদে বিশ্বকাপের (World cup 2023) ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া দ্বৈরথ (India vs Australia Final)। ইডেনে ৩ উইকেটে হার দক্ষিণ আফ্রিকার। অনবদ্য সেনচুরি ডেভিড মিলারের। মিচেল স্টার্কের ৩৪ রানে ৩ উইকেট
জয় দিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব শুরু সুনীল ছেত্রীদের। গ্রুপ এ-র প্রথম ম্যাচে মনবীর সিংহের গোলে কুয়েতকে ১-০ গোলে হারাল ভারত।
আজই শক্তি বাড়িয়ে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় মিধিলি (Cyclone Midhili)। উপকূলবর্তী জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (Heavy Rain Prediction)। সতর্কতা জারি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -