West Bengal News Live Updates: দমকলে ফায়ার অপারেটর পদে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের মহা-সমাবেশ। অতিমারীতে দু'বছর ভার্চুয়ালি হওয়ার পর এবারই এত বড় করে সমাবেশের আয়োজন করছে শাসকদল। কিন্তু শহরের প্রাণকেন্দ্রে এই অনুষ্ঠানের জেরে যাতায়াতের দুর্ভোগ হতে পারে। ভেবেচিন্তে তাই আগেভাগেই ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিলেন কলকাতার একাধিক বেসরকারি স্কুল কর্তৃপক্ষ।
সবে কাজ হচ্ছে, তার মধ্যেই ফাটল দেখা গেল উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় নির্মীয়মান কালভার্টে। আর সেই ঘটনা ঘিরে উঠল কাটমানি নেওয়ার অভিযোগ। যার জেরে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক তরজাও। স্থানীয় তৃণমূল বিধায়ক ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে। সব অভিযোগই অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক।
গঙ্গার ঘাট গুলোকে বিপদজনক ঘোষনা করে বোর্ড ।গঙ্গার ঘাট গুলোকে বিপদজনক ঘোষনা করে বোর্ড টাঙানো হয় প্রচার মাইকিং চলে হুগলি চুঁচুড়া পুরসভার পক্ষ থেকে। স্নান করতেও নিষেধ করা হয় হুগলি চুঁচুড়া পুরসভার পক্ষ থেকে।তার পরেও হুশ ফেরেনি।তুলোপট্টি ঘাট বিপদজনক ঘাট গুলোর মধ্যে অন্যতম।জোয়ার আসার সময় স্নান করতে নামলে তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও বেপরোয়া ভাবে স্নান করতে নামায় বার বার দুর্ঘটনা ঘটছে।
সোমবারের বুলেটিনে সামান্য স্বস্তি। বেশ কিছুটা কমল দৈনিক কোভিড সংক্রমণ। ১৮ জুলাই প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হাজার দেড়েক।
পান্ডুয়ার খন্যান পশ্চিম পাড়ায় গ্রামের লোকেরাই নাম রাখে ভোলা।ভালই ছিল হঠাৎ কি হল, বেশ কিছুদিন ধরে গ্রামে রীতিমতো তান্ডব শুরু করে ভোলা।চাষের জমিতে নেমে সব্জি ফসল নষ্ট করতে থাকে। বছর খানেক আগে পায়ে চোট নিয়ে গ্রামে এসেছিল ভোলা,গ্রামবাসীরাই চাঁদা তুলে তার চিকিৎসা করে চোট সারিয়ে তোলে।সুস্থ হয়েই মাঠে নেমে পরে।ধান সব্জির দফারফা করতে থাকে।তার ভয়ে গ্রামবাসীরা তটস্থ।ভোলার আক্রমণে ইতিমধ্যেই চারজন আহত হয়েছে।
পরীক্ষা দেওয়ার দাবিতে ছাত্র বিক্ষোভে ফের উত্তাল বিশ্বভারতী। কেন্দ্রীয় কার্যালয়ের পিছনে টিনের অস্থায়ী প্রাচীর ভেঙে ভিতরে ঢুকে পরে আন্দোলনকারী পড়ুয়ারা৷ তাদের দাবি, বাকি থাকা পরীক্ষাগুলি অবিলম্বে নিতে হবে।বিশ্বভারতীর প্রায় ৮ টি ভবনে ফাইনাল সেমিস্টারের কয়েকটি পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছিল। সেগুলি পরবর্তীতে দিন ধার্য করে নেওয়ার কথা ছিল। ৮ জুলাই পরবর্তী পরীক্ষার দিন জানাবে, এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ।
সাড়ে চার বছরের শিশুপুত্রকে হত্যার অপরাধে বাবা মায়ের যাবজ্জীবন সাজা ঘোষনা বাঁকূড়া জেলা আদালতের।২০২০ সালে নিজের শিশু পুত্রকে হত্যার দায়ে বাবা মায়ের যাবজ্জীবন সাজা ঘোষনা বাঁকুড়া জেলা আদালতের। সোমবার এই সাজা ঘোষনা করে অতিরিক্ত দায়েরা বিচারক চতুর্থ কোর্ট।
বাসন্তীর গাগড়ামারিতে একটি ফাঁকা বাড়ি থেকে দুই ব্যাগ বোমা উদ্ধার করলো বাসন্তী থানার পুলিশ।ফাঁকা বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক।ঘটনাস্থলটি ঘিরে রেখেছে বাসন্তী থানার পুলিশ।
চুঁচুড়ায় গঙ্গায় স্নান করতে নেমে জোয়ারের জলে ভেসে যাওয়া দুই তরুনের দেহ উদ্ধার হল। সুমিত রাজবংশী, বিজয় সরকার, জয় সরকার, বাবাই দে, শুভ মাল, আকাশ সাহা ছয় বন্ধু। সবাই মিলে গতকাল দুপুর তিনটে নাগাদ চুঁচুড়া তুলোপট্টি ঘাটে স্নান করতে যায়। সেই সময়ে বান আসে গঙ্গায়। বানের জলে ভেসে যায় তারা। চারজনকে কোনো ভাবে উদ্ধার করা গেলেও দুজন জলে তলিয়ে যায়।আজ তাদের দুজনের দেহ উদ্ধার হয় চুঁচুড়া ও চন্দননগরের ঘাট থেকে।
বর্ধমান শহরে কেপমারীর খপ্পরে এক রাইসমিল ব্যবসায়ী। অভিযোগ টাকার ব্যাগ কেটে লক্ষাধিক টাকা নিয়ে পালায় দুষ্কৃতকারীরা। বর্ধমান শহরের বাদামতলা মোড় এলাকার ঘটনা।
পঞ্চায়েত নির্মাণ সহায়ককে মানসিকভাবে নিগ্রহ করার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত বেড়ো গ্রাম পঞ্চায়েতের প্রধান,উপপ্রধান ,সদস্য সহ তৃণমূল অঞ্চল সভাপতি এবং কর্মীদের বিরুদ্ধে।
বেহাল রাস্তা সারাইয়ে দাবিতে মেছাদা-তমলুক রাজ্য সড়কের পাইকপাড়ি র কাছে অবরোধ । ঘটনাস্থলে পৌঁছে মানুষের ক্ষোভের মুখে শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও অমিত গায়েন। জানা গেছে বল্লুকএক নম্বর অঞ্চল অন্তর্গত পাইকপাড়ি সহ একাধিক গ্রামের যাতায়াতের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। তাই ক্ষুব্ধ গ্রামবাসীরা আজ মেচেদা তমলুক রাজ্য সড়কে প্রায় ঘন্টাখানেক অবরোধ করেন ।
প্রজননের পর প্রকৃতির বুকে মুক্ত করা হলো ১০-টি হোয়াইট ব্যাকড প্রজাতির শকুন। বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত রাজাভাতখাওয়া ভালচার কনসার্ভেশন ব্রিডিং সেন্টার থেকে সফলতার সাথে একাধিকবার এদের মুক্ত করতে পেরে অনেকটাই খুশি বনদপ্তর।
বারুইপুরে চুরির ঘটনায় গ্রেপ্তার দুই স্বর্ণ ব্যবসায়ী। চুরির ঘটনার তদন্তে নেমে গ্রেফতার দুই স্বর্ণ ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। গত মার্চ মাসে বারুইপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের একটি চুরির ঘটনা ঘটে। আর সেই চুরির ঘটনার তদন্তে নেমে চিরঞ্জিত সরদার নামে এক ব্যক্তিকে বারুইপুর সাউথ গড়িয়া এলাকা থেকে গ্রেফতার করে বারুইপুরথানারপুলিশ।
লাল নীল সবুজের মেলা বসেছে লাল নীল সবুজেরই মেলা রে।এক ঝাঁক কচি কাঁচাদের সাথে মহানায়কের গলায় বহুদিন আগের সেই গান মনে করিয়ে দিল সিঙ্গুর মহামায়া প্রাথমিক বিদ্যালয়।। কারন,আজ স্কুলে পালিত হল "রিডিং ফেস্টিভ্যাল ২০২২"।
বন্ধুদের সঙ্গে দিঘা বেড়াতে যাওয়ার পথে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। মৃত যুবকের নাম শেখ আরিফ (১৮)। বাড়ি দক্ষিন ২৪ পরগনার বজবজ থানার আলমনগরে। দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ পূর্ব রেলের উলুবেড়িয়া বিরশিবপুর স্টেশনের মাঝে।
দমকলে ফায়ার অপারেটর পদে নিয়োগে, অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আরও ২ সপ্তাহ বাড়াল কলকাতা হাইকোর্ট। আইনজীবী বদল হওয়ায় আজ হলফনামা জমা দিতে পারেনি পাবলিক সার্ভিস কমিশন। তারা আদালতের কাছে সময় চাইতেই আর্জি মঞ্জুর করে ডিভিশন বেঞ্চ।
অনীত থাপার সমর্থনে পাহাড়ে বাজানো হচ্ছিল নেপালি গান। জিটিএ-র শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে সেই গান শুনে মুখ্যমন্ত্রীর পছন্দ হয় বলে সূত্রের খবর। এবার ওই নেপালি গানের সুরেই বাংলা গান তৈরি করা হল অনীত থাপার উদ্যোগে। প্রিয় দদিকে সেই গান উপহার দিতে চান জিটিএ-র চিফ এক্সিকিউটিভ।
অবিলম্বে নিতে হবে অফলাইন পরীক্ষা। এই দাবিতে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের বিক্ষোভ। উপাচার্যের কাছে ইমেল মারফত্ ডেপুটেশন দিলেন বিক্ষোভকারীরা। এনিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
ফায়ার অপারেটর নিয়োগে দুর্নীতির অভিযোগ। পাবলিক সার্ভিস কমিশনকে ১০ হাজার টাকা জরিমানা হাইকোর্টের। হলফনামা জমা দিতে ফের দু’সপ্তাহ সময় চাওয়ায় জরিমানার নির্দেশ।
বরুই ও মশালদহ গ্রাম পঞ্চায়েতের পর এবার একশো দিনের কাজের প্রায় দশ কোটি টাকা তছরূপের অভিযোগ উঠেছে মালদার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের শাসকদল পরিচালিত কুশিদা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। এই নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন এলাকার বাসিন্দারা।
মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসী সম্প্রদায়ের বিরোধী। রাষ্ট্রপতি নির্বাচনে NDA-র প্রার্থী দ্রৌপদী মুর্মুর প্রসঙ্গ টেনে এই অভিযোগ তুলে এবার পোস্টার পড়ল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরে।
খেলাচ্ছলে মায়ের কানের দুল মুখে পুরেছিল একরত্তি শিশু। আটকে যায় শ্বাসনালিতে। অস্ত্রোপচার ছাড়াই অসাধ্যসাধন করলেন এনআরএসের ইএনটি বিভাগের চিকিত্সকরা। প্রাণ বাঁচল ১ বছর ১০ মাসের শিশুকন্যার। নদিয়ার চাকদার বাসিন্দা শিশুর পরিবার।
জগদ্দলে জুটমিল শ্রমিককে খুনের ঘটনায় গ্রেফতার আরও ৪ জন। এ নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৫। শুক্রবার ভরসন্ধেয় গুলি করে খুন করা হয় জুটমিল শ্রমিক ২৪ বছরের রিজওয়ান আলিকে। সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে গতকাল ৪ জনকে গ্রেফতার করা হয়। যদিও মূল অভিযুক্ত গণেশ সাউ এখনও ফেরার।
রাষ্ট্রপতি নির্বাচনের আগে বাংলার বিজেপি বিধায়কদের হোটেলবন্দি করা নিয়ে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ট্যুইট, যা করবে, তার ফল ভোগ করতে হবে, এটাই কর্মফল। বিজেপি সর্বদাই সাধারণ মানুষের ক্ষমতার কাছে মাথা নোয়াতে বাধ্য হয়। সবথেকে হাস্যকর, বিজেপি এতদিন অন্য দলের বিধায়কদের বন্দি করে রাখত। এবার নিজেরাই রিসর্ট-রাজনীতির শিকার। বাংলাই পথ দেখাল। ট্যুইটে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
মালদার মানিকচকে বোমা বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। এদের মধ্যে ৩ জনকে ইংরেজবাজার ও একজনকে মানিকচক থেকে পাকড়াও করা হয়েছে। ধৃত ৪ জনই মানিকচকের গোপালপুরের বাসিন্দা। শনিবার রাত গোপালপুর গ্রামে আমবাগানে বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে। ৩ দুষ্কৃতীর মৃত্যু হয়। ধৃত ৪ জনের বিরুদ্ধে খুন, বিস্ফোরক মজুত-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
বিবাদ মেটাতে আলোচনায় ডেকে প্রতিবেশীকে কুপিয়ে খুনের অভিযোগ। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙার সাহাপুর গ্রামে। পুলিশ সূত্রে খবর, মৃত জালালউদ্দিন শেখ ও অভিযুক্ত সইদুল শেখের বাড়ি বহরমপুরের শিমুলিয়া নওপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর, বাড়ির কাছেই একটি জমি নিয়ে দুই প্রতিবেশীর বিবাদ চলছিল।অভিযোগ, গতকাল সন্ধেয় মীমাংসা-আলোচনার নাম করে ডেকে নিয়ে গিয়ে জালালউদ্দিনকে কুপিয়ে খুন করে সইদুল। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।
বীরভূমের নলহাটির মধুপুরে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার। পরিবার সূত্রে খবর, বছরখানেক আগে পাশের গ্রামের বছর কুড়ির তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় ১৫ বছরের কিশোরী। কিশোরীর পরিবারের অভিযোগ, এই সম্পর্ক মেনে নেয়নি তরুণের পরিবার।
পেশায় আইনজীবী, প্রেমিকার অস্বাভাবিক মৃত্যু। ঘর থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। শিলিগুড়ির এই ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল প্রেমিককে। তিনিও পেশায় আইনজীবী।
মুর্শিদাবাদের ফারাক্কা সেতুতে মালদাগামী ডাম্পারের সঙ্গে উল্টোদিক থেকে আসা লরির মুখোমুখি সংঘর্ষ। গাড়ির ভিতর আটকে পড়েন ডাম্পার চালক। পরে গ্যাসকাটার দিয়ে কেটে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। গতকাল রাত ২টো নাগাদ দুর্ঘটনা ঘটে। এর জেরে বেশ কিছুক্ষণ উত্তরবঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্বাভাবিক হয় যান চলাচল।
রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের সাংসদ-বিধায়কদের কাছে দ্রৌপদী মুর্মুকে ভোট দেওয়ার আবেদন জানালেন দিলীপ ঘোষ। পাশাপাশি বললেন, বিজেপির টিকিটে নির্বাচিত যে জনপ্রতিনিধিরা পরে দল ছেড়েছেন তাঁরা দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়ে প্রায়শ্চিত্ত করুন।
আজ রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে নিউটাউনের হোটেলে দলের বিধায়কদের এনে রাখল বিজেপি। ক্রস ভোটিংয়ের ভয় থেকেই এমন সিদ্ধান্ত, কটাক্ষ করল তৃণমূল। যদিও বিজেপির দাবি, সময়মতো বিধানসভায় পৌঁছনো ও প্রশিক্ষণের জন্যই এই সিদ্ধান্ত। এ নিয়ে চাপানউতোরের মাঝে উস্কে গেল ‘রিসর্ট রাজনীতি’র বিতর্কও!
মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে বাংলায় স্বাগত জানালেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার ট্যুইট, পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্ব নেওয়ার জন্য মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে অভিনন্দন। বিরোধী দলনেতা হিসেবে আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং আমার তরফে সম্পূর্ণ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছি। মণিপুরের রাজ্যপালকে স্বাগত বার্তা শুভেন্দু অধিকারীর।
সাংবাদিক পরিচয় দিয়ে তৃণমূল বিধায়কদের হুমকি দেওয়ার অভিযোগ। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের স্টিল টাউনশিপে গ্রেফতার অভিযুক্ত। ধৃতের দাবি, তিনি ভুল বোঝাবুঝির শিকার। ধৃতের ২ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের।
২০২৪-এর লোকসভা ভোটের জমি এখন থেকেই প্রস্তুত করতে হবে। নিজেদের মধ্যে রেষারেষি বন্ধ করুন। বীরভূমে ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভার মঞ্চে কড়া বার্তা দিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তৃণমূলে সবাই নেতা হতে চায়, তাই কোন্দল। কটাক্ষ বিজেপির। যদিও গোষ্ঠীকোন্দলের অভিযোগ মানতে নারাজ মন্ত্রী।
আন্তর্জাতিক মারোয়াড়ি ফেডারেশনের চেয়ারম্যান একটি বিবৃতিতে জানিয়েছেন, মারোয়াড়ি সমাজ সুকান্ত মজুমদারের বয়ানের তীব্র ভর্ৎসনা করছে। এতদিন এনারা (বিজেপি নেতা) ধর্মীয় বিভেদের রাজনীতি করতে করতে এখন বাঙালি মারোয়াড়ি সমাজের মধ্যে বিভেদের রাজনীতি শুরু করেছেন। সেটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। একজন মারোয়াড়িকে বিধানসভার PAC’র চেয়ারম্যান করার জন্য আমরা মুখ্যমন্ত্রী এবং বিধানসভার অধ্যক্ষের প্রতি কৃতজ্ঞ। আমরা যারা পশ্চিমবঙ্গে জন্মেছি, ব্যবসা, বাণিজ্য, শিল্প, রাজনীতি, সমাজসেবা করছি, আমরাও প্রকৃত বাঙালি। আদি পুরুষ সূত্রে নিশ্চয়ই মারোয়াড়ি।
প্রেক্ষাপট
কলকাতা: ফের বাড়তে শুরু করেছে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের (Death) সংখ্যাও। বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের মধ্যে প্রবীণদেরই সংখ্যা বেশি! পাশাপাশি গতকাল নবান্নের (Nabanna) বৈঠকের পর, আজ কলকাতার (Kolkata) রাস্তায় করোনা বিধি নিয়ে ফের সক্রিয় হয়েছে পুলিশ (Police)। মাস্ক (Mask) পরা, স্যানিটাইজার (Sanitizer) ব্যবহার ও ভ্যাকিসিনেশনের (Vaccination) ওপর জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিত্সকরা (Doctors)।
সংক্রমণের চতুর্থ ঢেউয়ে সমস্যা বাড়াচ্ছে করোনা পরবর্তী জটিলতা বা লং কোভিড (Long Covid)। দেখা দিচ্ছে ক্লান্তি, শ্বাসকষ্ট (Asthma), অবসাদ, মনসংযোগে সমস্যার মতো নানা সমস্যা। এই পরিস্থিতিতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। ভিড় বাড়ছে পোস্ট কোভিড (Post Covid) ক্লিনিকে।
রাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূলের সাংসদ-বিধায়কদের কাছে দ্রৌপদী মুর্মুকে ভোট দেওয়ার আবেদন জানালেন দিলীপ ঘোষ। পাশাপাশি বললেন, বিজেপির টিকিটে নির্বাচিত যে জনপ্রতিনিধিরা পরে দল ছেড়েছেন তাঁরা দ্রৌপদী মুর্মুকে ভোট দিয়ে প্রায়শ্চিত্ত করুন।
ফের উঠতি মডেলের রহস্যমৃত্যু। বাঁশদ্রোণীতে ফ্ল্যাট থেকে উদ্ধার হল ১৯ বছরের তরুণীর ঝুলন্ত দেহ। সম্পর্কের টানা পোড়েনের জেরেই আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান পুলিশের। যদিও সুইসাইডের তত্ত্ব মানতে নারাজ তরুণীর পরিবার।
রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী বিধানসভায় PAC’র চেয়ারম্যান হওয়ায়, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যে ক্ষুব্ধ মারোয়াড়ি সমাজ। আন্তর্জাতিক মারোয়াড়ি ফেডারেশনের চেয়ারম্যান একটি বিবৃতিতে জানিয়েছেন, মারোয়াড়ি সমাজ সুকান্ত মজুমদারের বয়ানের তীব্র ভর্ৎসনা করছে। এতদিন এনারা (বিজেপি নেতা) ধর্মীয় বিভেদের রাজনীতি করতে করতে এখন বাঙালি মারোয়াড়ি সমাজের মধ্যে বিভেদের রাজনীতি শুরু করেছেন। সেটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। একজন মারোয়াড়িকে বিধানসভার PAC’র চেয়ারম্যান করার জন্য আমরা মুখ্যমন্ত্রী এবং বিধানসভার অধ্যক্ষের প্রতি কৃতজ্ঞ। আমরা যারা পশ্চিমবঙ্গে জন্মেছি, ব্যবসা, বাণিজ্য, শিল্প, রাজনীতি, সমাজসেবা করছি, আমরাও প্রকৃত বাঙালি। আদি পুরুষ সূত্রে নিশ্চয়ই মারোয়াড়ি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -