West Bengal News Live Updates: এসএসকেএমে সাফল্য, কৃত্রিম ভাবে হার্ট ও ফুসফুস চালু রেখে, রোগিণীর হার্ট থেকে বাদ দেওয়া হল টিউমার

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

abp ananda Last Updated: 19 Jun 2022 12:28 AM
West Bengal News Live Updates: বিপুল খরচে কলেজ ফেস্ট, টাকার উৎস নিয়ে বিস্ফোরক সৌগত রায়

বিপুল খরচে কলেজ ফেস্ট, টাকার উৎস নিয়ে বিস্ফোরক সৌগত রায়। ‘কেকে গান গাইতে এসে মারা গেল, আমি ভাবি, এত টাকা আসে কোথা থেকে?’ ‘৩০, ৫০ লক্ষ টাকা কে দিয়েছে? হাওয়া থেকে তো আসে না!’ বরানগরে টিএমসিপির তরফে ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে বিস্ফোরক সৌগত। ‘এই টাকার জন্য পাড়ার মস্তান, প্রোমোটারের কাছে সারেন্ডার করলাম’ ‘হইহল্লা দরকার, কিন্তু প্রথমেই সারেন্ডার করলে পরে লড়াই করব কী করে? বরানগরে ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে বিস্ফোরক তৃণমূল সাংসদ। 

WB News Live Updates: আগামী মাসেই প্রকাশিত হবে ICSE ও ISC-র ফল।

আগামী মাসেই প্রকাশিত হবে ICSE ও ISC-র ফল। রাজ্য সরকারের নির্দেশ মেনেই বর্ধিত গরমের ছুটির পর খুলবে ICSE বোর্ডের স্কুল। জানিয়েছেন কাউন্সিলর ফর ICSE-র চিফ এক্সিকিউটিভ অ্যান্ড সেক্রেটারি। 

West Bengal News Live Updates: প্রাথমিকে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ

প্রাথমিকে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। হাওড়ায় গ্রেফতার বিজেপি নেতা। ধৃত সুমিতরঞ্জন কাঁড়ার গত বিধানসভা ভোটে উদয়নারায়ণপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন। তাঁর গ্রেফতারির খবর পেয়ে আজ সকালে উদয়নারায়ণপুর থানার সামনে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। ঘটনায় সিআইডি তদন্তের দাবি জানান তাঁরা।


 

WB News Live Updates: করোনার বুস্টার ডোজে অনীহা কলকাতায়

করোনার বুস্টার ডোজ নিতে অনীহা দেখা যাচ্ছে কলকাতায়। ২১ মার্চ পর্যন্ত বুস্টার টিকা নিয়েছেন ৪ লক্ষের সামান্য বেশি! কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে তথ্য প্রকাশ করে জানালেন ডেপুটি মেয়র। ষাটোর্ধ্বরা কেন বুস্টার নিতে আগ্রহ দেখাচ্ছেন না, পুরসভার তরফে শুরু হয়েছে কারণ অনুসন্ধান।

West Bengal News Live Updates: হরিনাম সংকীর্তনের আসরে জুয়ার ঠেকে গণ্ডগোল

হরিনাম সংকীর্তনের আসরে জুয়ার ঠেকে গণ্ডগোল! এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগে গড়বেতায় গ্রেফতার এক তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্যার স্বামী সহ তিনজন। ঘটনার কথা স্বীকার করেছেন ধৃত তৃণমূল নেতার দাদা। দলের যোগ নেই বলে দাবি তৃণমূলের। কটাক্ষ করেছে বিজেপি

WB News Live Updates: চাকরির আগেই বেনিয়মের অভিযোগ

চাকরির আগেই বেনিয়মের অভিযোগ। চেয়ারম্যানের ঘনিষ্ঠ প্রার্থীই পুরসভার পদে চাকরি পাবেন, এমনই অভিযোগে পাঁশকুড়ায় বিলি করা হল লিফলেট। নেপথ্যে বিরোধীদের হাত, পাল্টা দাবি, তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানের।

West Bengal News Live Updates: মানসাই, রায়ডাকের পর এবার কোচবিহারের তোর্সা নদীতে জারি হল হলুদ সতর্কতা

মানসাই, রায়ডাকের পর এবার কোচবিহারের তোর্সা নদীতে জারি হল হলুদ সতর্কতা। বর্ষার শুরুতেই উত্তরবঙ্গজুড়ে প্রবল বৃষ্টি হচ্ছে। বাড়ছে বিভিন্ন নদীর জলস্তর। জল বাড়ায় কোচবিহার শহরের কেশব আশ্রম থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তোর্সা নদীর সংরক্ষিত ও অসংরক্ষিত দুই এলাকাতেই হলুদ সতর্কতা জারি হয়েছে। নদী তীরবর্তী নীচু এলাকায় প্রায় সব বাড়িতেই জল ঢুকেছে। বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জলমগ্ন তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের মহিষকুচি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৭-৮টি গ্রাম। এর আগে মাথাভাঙার মানসাই ও তুফানগঞ্জের রায়ডাক নদীতেও জারি হয়েছে হলুদ সতর্কতা। 

WB News Live Updates: তৃণমূলকে হুমকি দিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো

আগামী পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দিতে বাধা দিলে, হিসেব বুঝে নেওয়া হবে। কার্যত এই ভাষায় তৃণমূলকে হুমকি দিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো। শনিবার, বাঁকুড়ার ধর্মশালায় গেরুয়া শিবিরের সাংগঠনিক সভা ছিল। সেই বৈঠক থেকেই শাসকদলকে হুমকির সুর বিজেপি বিধায়কের। উল্লেখ্য, এর আগে একাধিকবার তৃণমূলের বিরুদ্ধে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ তোলে বিজেপি। পায়ের তলায় মাটি খুঁজে না পেয়েই এই হুমকি, পাল্টা কটাক্ষ তৃণমূলের।  

West Bengal News Live Updates: জলপাইগুড়ি গয়েরকাটা চা বাগানে খুন

জলপাইগুড়ি গয়েরকাটা চা বাগানে খুন। দাদাকে খুনের অভিযোগে ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। দুই ভাইয়ের মধ্যে কোনও বিবাদ ছিল না বলে দাবি করেছে মৃতের পরিবার। কী কারণে এই ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ।

WB News Live Updates: হাওড়ার বাউড়িয়ায় যাওয়ার পথে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে বাধা দিল পুলিশ

হাওড়ার বাউড়িয়ায় যাওয়ার পথে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে বাধা দিল পুলিশ। জেল হেফাজতে মৃতকে বিজেপি কর্মী দাবি করে বাড়ি যাওয়ার চেষ্টা করেন অগ্নিমিত্রা। ১৪৪ ধারার কথা জানিয়ে বিজেপি বিধায়ককে আটকায় পুলিশ। এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।

West Bengal News Live Updates: চাকরির আগেই বেনিয়মের অভিযোগ

চাকরির আগেই বেনিয়মের অভিযোগ। চেয়ারম্যানের ঘনিষ্ঠ প্রার্থীই পুরসভার পদে চাকরি পাবেন, এমনই অভিযোগে পাঁশকুড়ায় বিলি করা হল লিফলেট। নেপথ্যে বিরোধীদের হাত, পাল্টা দাবি, তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যানের।

WB News Live Updates: তৃণমূল নেতার বিরুদ্ধে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী

অবৈধভাবে স্কুলে চাকরি পেয়েছেন শেখ সুফিয়ানের মেয়ে ও আবু তাহেরের বোন। নন্দীগ্রামে দাঁড়িয়েই দুই দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। মিথ্যে অভিযোগ, পাল্টা দাবি শেখ সুফিয়ানের। যোগ্যতা অনুসারেই চাকরি পেয়েছেন বোন, দাবি আবু তাহেরের

West Bengal News Live Updates: দলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে পুকুরের একাংশ ভরাটের অভিযোগে সরব হলেন তৃণমূল কর্মী

বীরভূমের ইলামবাজারে দলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে পুকুরের একাংশ ভরাটের অভিযোগে সরব হলেন তৃণমূল কর্মী। তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে চিঠিও লিখেছেন ওই কর্মী। প্রধানের নির্দেশের পরেও পুকুর বুজিয়ে নির্মাণ কাজ চলছে বলে অভিযোগ। অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলাশাসক।

WB News Live Updates: সুপারকে শোকজ করেছে স্বাস্থ্য দফতর

অন্ধকার, স্যাঁতস্যাতে, নোংরা দুটি ঘরে তালাবন্দি করে রাখা হয়েছে ১৩ জন মানসিক রোগীকে! সেই ঘরেই যত্রতত্র পড়ে লোহার ধারাল টুকরো! রোগীদের শরীরেও মিলেছে ক্ষতচিহ্ন! স্বাস্থ্য দফতরের রিপোর্টে ফের কাঠগড়ায় পাভলভ হাসপাতাল। সুপারকে শোকজ করেছে স্বাস্থ্য দফতর।

West Bengal News Live Updates: এক গৃহবধূকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে মাদক কারবারের প্রতিবাদ করায় এক গৃহবধূকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। হামলার অভিযোগে আটক করা হয়েছে একজনকে। এলাকায় মাদক কারবারের রমরমার জন্য পুলিশকেই দায়ী করলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক।

WB News Live Updates: মেদিনীপুর শহরে আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ

মেদিনীপুর শহরে আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ। উপভোক্তাদের অভিযোগ, ঘর পাইয়ে দিতে ৫০০ টাকা করে নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা। অভিযোগ মানতে নারাজ ওই তৃণমূল নেতা। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

West Bengal News Live Updates: পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে

নদিয়ার হাঁসখালিতে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। পাশাপাশি, অভিযুক্তর ছেলের বিরুদ্ধে স্ত্রীকে মারধর ও গালিগালাজের অভিযোগও উঠেছে।  যদিও অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, নেপথ্যে রয়েছে বিজেপির মদত। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।

WB News Live Updates: বৃষ্টি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়

বঙ্গে পা রেখেছে বর্ষা। বৃষ্টি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। উত্তরবঙ্গের ৩ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের বেশ কিছু নদীতে জারি হয়েছে হলুদ সতর্কতা। 

West Bengal News Live Updates: শহরের ফুটপাতকে প্লাস্টিকমুক্ত করতে নতুন উদ্যোগ কলকাতা পুরসভার

শহরের ফুটপাতকে প্লাস্টিকমুক্ত করতে নতুন উদ্যোগ কলকাতা পুরসভার। শহরের ফুটপাতে থাকা হকারদের মাথার ওপরে টিনের ছাউনি তৈরির পরিকল্পনা। সেই সঙ্গে বৃষ্টির হাত থেকে বাঁচতে দেওয়া হতে পারে বড় ছাতা। জানিয়েছেন মেয়র।

WB News Live Updates: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে শিশু বদলের অভিযোগ

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে শিশু বদলের অভিযোগ। বহরমপুর থানা ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করল নবগ্রামের প্রসূতির পরিবার। তদন্ত কমিটি গড়ে শিশুর DNA পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

West Bengal News Live Updates: পঞ্চায়েত-লোকসভা ভোটকে লক্ষ্য করে ঝাঁপাতে চায় বিজেপি

পঞ্চায়েত-লোকসভা ভোটকে লক্ষ্য করে ঝাঁপাতে চায় বিজেপি। অ্যাপের মাধ্যমে বুথে বুথে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ। হেস্টিংসে রাজ্য নির্বাচনী কার্যালয়ে কর্মীদের প্রশিক্ষণ। রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক অরবিন্দ মেননের উপস্থিতিতে প্রশিক্ষণ। 

WB News Live Updates: ফের অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বিলি করা খিচুড়িতে সাপ

পূর্ব বর্ধমানের জামালপুরের পর এবার বাঁকুড়ার বিষ্ণুপুর। ফের অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বিলি করা খিচুড়িতে সাপ মিলেছে বলে অভিযোগ। হাসপাতালে ভর্তি ১১ জন শিশু। তদন্তের আশ্বাস দিয়েছেন বিষ্ণুপুরের CPDO। হাসপাতালে ভর্তি শিশুদের পর্যবেক্ষণে রাখা হয়েছে, জানিয়েছেন সুপার। 

West Bengal News Live Updates: পৈলানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা

ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে ৮ বছর পূর্তি উপলক্ষ্যে পৈলানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। উন্নয়নের খতিয়ান প্রকাশ। 

WB News Live Updates: এআইডিএসও-র বিক্ষোভে উত্তপ্ত হাজরা

অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় এআইডিএসও-র বিক্ষোভে উত্তপ্ত হাজরা। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি। 

West Bengal News Live Updates: বাতিল পূর্ব রেলের বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন

অগ্নিপথ বিক্ষোভের আঁচ। পূর্ব-মধ্য রেল অঞ্চলে ছাত্র বিক্ষোভের জেরে আজ বাতিল করা হয়েছে পূর্ব রেলের বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন। বাতিল করা হয়েছে হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া-দ্বারভাঙা এক্সপ্রেস ও হাওড়া-জয়নগর এক্সপ্রেস, আসানসোল-গয়া মেমু এক্সপ্রেস, আসানসোল-বারাণসী মেমু এক্সপ্রেস, কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস, হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস ও মালদা টাউন-নিউ দিল্লি এক্সপ্রেস।

WB News Live Updates: তৃণমূল নেতার বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে। তৃণমূল নেতা দাবি, রাজনৈতিক চক্রান্ত। মদত দিচ্ছে বিজেপি। পাল্টা বিজেপির কটাক্ষ, তৃণমূল কংগ্রেসের এটাই রেওয়াজ। এছাড়া বিজেপিকে দোষ দেওয়া ওদের স্বভাব।

West Bengal News Live Updates: আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ

মেদিনীপুর শহরে আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ। উপভোক্তাদের অভিযোগ, ঘর পাইয়ে দিতে ৫০০ টাকা করে নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা। অভিযোগ মানতে নারাজ ওই তৃণমূল নেতা। যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

WB News Live Updates: কলেজ স্ট্রিটে চাকরি প্রার্থীদের বিক্ষোভ, বাধা পুলিশের

কলেজ স্ট্রিটে নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির ফিজিক্যাল এডুকেশনের মেধাতালিকাভুক্ত চাকরি প্রার্থীদের বিক্ষোভ। মিছিল করতে গেলে বাধা দেয় পুলিশ।

West Bengal News Live Updates: কলকাতা স্টেশন থেকে ছাড়া জম্মু-তাওয়াই এক্সপ্রেস আচমকা বাতিল

অগ্নিপথ বিক্ষোভের জেরে কলকাতা স্টেশন থেকে ছাড়া জম্মু-তাওয়াই এক্সপ্রেস আচমকা বাতিল। ট্রেন আচমকা বাতিল হওয়ায় প্রবল অসুবিধায় যাত্রীরা। গতকাল থেকে অপেক্ষা করছেন যাত্রীদের অনেকেই। রাতভর স্টেশনে অপেক্ষা করছেন অসহায় যাত্রীদের একাংশ। 

WB News Live Updates: ‘নিয়োগ’-দুর্নীতি তরজা

অবৈধভাবে স্কুলে চাকরি পেয়েছেন শেখ সুফিয়ানের মেয়ে ও আবু তাহেরের বোন। নন্দীগ্রামে দাঁড়িয়েই দুই দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। মিথ্যে অভিযোগ, পাল্টা দাবি শেখ সুফিয়ানের। যোগ্যতা অনুসারেই চাকরি পেয়েছেন বোন, দাবি আবু তাহেরের।

West Bengal News Live Updates: অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বিলি করা খিচুড়িতে সাপ

বাঁকুড়ার বিষ্ণুপুরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বিলি করা খিচুড়িতে সাপ মিলেছে বলে অভিযোগ। আতঙ্কিত হয়ে  প্রসূতি ও শিশু-সহ মায়েরা হাসপাতালে ছুটে যান। 

WB News Live Updates: বাড়িওয়ালা-ভাড়াটে বিবাদে নাম জড়াল তৃণমূল কাউন্সিলরের

বাড়িওয়ালা-ভাড়াটে বিবাদে নাম জড়াল তৃণমূল কাউন্সিলরের। দু’ পক্ষের সংঘর্ষে আহত ৪ মহিলা। উত্তর ২৪ পরগনার টিটাগড় পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। বাড়িওয়ালার অভিযোগ, বছর চারেক ধরে তাঁর ভাড়াটে এক চিকিত্সকের সঙ্গে ভাড়া নিয়ে বিবাদ চলছে। গতকাল স্থানীয় তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের নিয়ে বাড়িতে চড়াও হন ওই চিকিত্সক। বাড়িওয়ালার পরিবারের সদস্যদের মারধরও করা হয় বলে অভিযোগ। হামলার অভিযোগ অস্বীকার চিকিত্সকের।হামলা-যোগ অস্বীকার তৃণমূল কাউন্সিলরের। 

West Bengal News Live Updates: পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে

পুত্রবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। একইসঙ্গে শাসক-নেতার ছেলের বিরুদ্ধে স্ত্রীকে মারধর ও গালিগালাজের অভিযোগও উঠেছে।

WB News Live Updates: SFI-DYFI-এর বিক্ষোভ

অগ্নিপথ-বিক্ষোভের আঁচ ক্রমশ ছড়িয়ে পড়ছে রাজ্যের বিভিন্ন জেলায়। দুর্গাপুর স্টেশনের বাইরে SFI-DYFI-এর বিক্ষোভ। পোস্টার-প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় বাম ছাত্র-যুব সংগঠনের সদস্যরা। মিনিট ১৫ চলে বিক্ষোভ। 

West Bengal News Live Updates: ২৬ জুন শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং জিটিএ নির্বাচন

২৬ জুন শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং জিটিএ নির্বাচন। রাজ্য পুলিশ দিয়েই হচ্ছে ভোট। প্রায় ৮ হাজার রাজ্য পুলিশ কর্মী এই নির্বাচনের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। 

WB News Live Updates: পাভলভের সুপারকে শোকজ করল স্বাস্থ্য দফতর

রাজ্যের প্রথম সারির সরকারি মানসিক হাসপাতাল পাভলভের সুপারকে শোকজ করল স্বাস্থ্য দফতর। গত এপ্রিল ও মে মাসে দু’ দফায় পাভলভ হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য দফতরের কর্তারা। স্বাস্থ্য দফতরের রিপোর্টে উল্লেখ, পাভলভে মহিলা আবাসিকদের ২টি ঘরে তালাবন্দি করে রাখা হয়েছে। অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর পরিবেশে তাঁরা রয়েছেন।

West Bengal News Live Updates: মুর্শিদাবাদের খড়গ্রামে প্রাথমিকের পার্শ্ব শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার

মুর্শিদাবাদের খড়গ্রামে প্রাথমিকের পার্শ্ব শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মৃতের নাম গোপালচন্দ্র ঘোষ। বছর সাঁইত্রিশের গোপাল খড়গ্রামের পুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক। পরিবার সূত্রে খবর, ওই শিক্ষকের স্ত্রী বাপের বাড়িতে রয়েছেন। গতকাল রাতে খাওয়ার পর, বাড়ির মধ্যেই তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। কী কারণে মৃত্যু, খতিয়ে দেখছে খড়গ্রাম থানার পুলিশ।

WB News Live Updates: ব্যারাকপুরে উঠল অবরোধ

অগ্নিপথ-বিক্ষোভের আঁচ বাংলাতেও। শিয়ালদা মেন শাখায় ব্যারাকপুর স্টেশনে অভিনব প্রতিবাদ। অবরোধ করে রেললাইনে পুশ আপ বিক্ষোভকারীদের। অবরোধের জেরে আপ ও ডাউন লাইনে আটকে পড়ে একাধিক ট্রেন। দুর্ভোগের শিকার হন যাত্রীরা। বিক্ষোভকারীদের সঙ্গে তাঁদের বচসা বেধে যায়। মিনিট চল্লিশ পর রেল পুলিশ গিয়ে অবরোধকারীদের হঠিয়ে দেয়। 

West Bengal News Live Updates: চাকরি-প্রতারণার অভিযোগে নাম জড়াল মালদার তৃণমূল বিধায়কের

এবার চাকরি-প্রতারণার অভিযোগে নাম জড়াল মালদার মালতিপুরের তৃণমূল বিধায়কের। আব্দুর রহিম বক্সী তৃণমূলের মালদা জেলার সভাপতি। অভিযোগ, আড়াই বছর আগে RSP-তে থাকাকালীন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি দেওয়ার নামে ৫ জনের কাছ থেকে সাড়ে ১২ লক্ষ টাকা নেন আব্দুর রহিম বক্সী। এমনকি ভুয়ো নিয়োগপত্রও দেওয়া হয় বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে পাল্টা দাবি করেছেন তৃণমূল বিধায়ক। বিজেপির কটাক্ষ, বাম আমলে মন্ত্রীদের নামে টাকা তুলতেন, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে টাকা তুলছেন আব্দুর রহিম বক্সী। অভিযোগ প্রমাণ হলে দলীয় স্তরে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তৃণমূলের রাজ্য নেতৃত্বের।

WB News Live Updates: বর্ষার শুরুতেই উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি

বর্ষার শুরুতেই উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি। জলমগ্ন আলিপুরদুয়ার জেলা। আলিপুরদুয়ার শহরে বয়ে চলা কালজানি নদীতে লাল সতর্কতা জারি করেছে সেচ দফতর। 

West Bengal News Live Updates: প্রাথমিকে চাকরি দেওয়ার নামে প্রতারণা, হাওড়ায় গ্রেফতার বিজেপি নেতা

প্রাথমিকে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। হাওড়ায় গ্রেফতার বিজেপি নেতা। ধৃত সুমিতরঞ্জন কাঁড়ার গত বিধানসভা ভোটে উদয়নারায়ণপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন।

WB News Live Updates: অগ্নিপথ-বিক্ষোভের আঁচ বাংলাতেও, ব্যারাকপুরে রেল অবরোধ

অগ্নিপথ-বিক্ষোভের আঁচ বাংলাতেও। শিয়ালদা মেন শাখায় ব্যারাকপুর স্টেশনে রেল অবরোধ। আটকে পড়েছে আপ ও ডাউন লাইনের একাধিক ট্রেন।

West Bengal News Live Updates: কোচবিহারের তোর্সা নদীতে জারি হল হলুদ সতর্কতা

মানসাই, রায়ডাকের পর এবার কোচবিহারের তোর্সা নদীতে জারি হল হলুদ সতর্কতা। বর্ষার শুরুতেই উত্তরবঙ্গজুড়ে প্রবল বৃষ্টি হচ্ছে। বাড়ছে বিভিন্ন নদীর জলস্তর। 

WB News Live Updates: পেট্রাপোল সীমান্তে টার্মিনাসে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকে আগুন

উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে টার্মিনাসে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকে আগুন। ৩টি ট্রাক ক্ষতিগ্রস্ত, একটি ট্রাকের আংশিক ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ভোররাতে ব্লিচিং পাউডার বোঝাই ট্রাক থেকে আগুন ছড়ায়। পরে আরও ৩টি ট্রাকে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ৩টি ইঞ্জিন প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি

West Bengal News Live Updates: বর্ষার প্রবেশ দক্ষিণবঙ্গে

কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে গিয়েছে। তাপমাত্রাও আগের থেকে একটু কমবে। আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আকাশ মূলত মেঘলাই থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে দক্ষিণবঙ্গজুড়ে। বর্ষার বৃষ্টি বিক্ষিপ্তভাবেই চলবে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।  মৌসুমী বায়ু বা বর্ষা এলেও আগামী চার পাঁচ দিনে ভারী বৃষ্টির কোন লক্ষণ নেই বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

WB News Live Updates: বিহার থেকে আসা হাটেবাজারে এক্সপ্রেসের যাত্রীদের চোখে-মুখে আতঙ্ক

বিহার থেকে আসা হাটেবাজারে এক্সপ্রেসের যাত্রীদের চোখে-মুখে আতঙ্ক। আজ ভোর ৪টের সময় ঢোকার কথা ছিল শিয়ালদা স্টেশনে। অগ্নিপথ-বিক্ষোভের জেরে এদিন হাটেবাজারে এক্সপ্রেস কলকাতায় পৌঁছয় সকাল সাড়ে ৭টায়। যাত্রীরা জানিয়েছেন, তাঁদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বাড়িতে থাকা পরিবারের সদস্যরা। সঙ্গে বেশি খাবার না থাকায় চিন্তা আরও বেড়েছে। যাত্রীদের একটি দল আজ দুপুরে কেরলে যাওয়ার ট্রেন ধরবে। দক্ষিণ ভারতেও অগ্নিপথ-বিক্ষোভের আঁচ ছড়ানোয় তাঁরা আতঙ্কিত।

West Bengal News Live Updates: দিনমজুরকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে খুন

মালদার হরিশ্চন্দ্রপুরে দিনমজুরকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে খুন। গ্রেফতার মৃতের স্ত্রী ও তাঁর প্রেমিক। সম্পর্কের টানাপোড়েনে খুন, নাকি নেপথ্যে অন্য রহস্য, খতিয়ে দেখছে পুলিশ।

WB News Live Updates: আজ বাতিল করা হয়েছে পূর্ব রেলের একাধিক দূরপাল্লার ট্রেন

অগ্নিপথ বিক্ষোভের আঁচ। পূর্ব-মধ্য রেল অঞ্চলে ছাত্র বিক্ষোভের জেরে আজ বাতিল করা হয়েছে পূর্ব রেলের একাধিক দূরপাল্লার ট্রেন। বাতিল করা হয়েছে হাওড়া-রাঁচি শতাব্দী এক্সপ্রেস, হাওড়া-ধানবাদ ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া-দ্বারভাঙা এক্সপ্রেস ও হাওড়া-জয়নগর এক্সপ্রেস। জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী। 

West Bengal News Live Updates: বরখাস্ত শিক্ষা কর্মাধ্যক্ষ

কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষিকার চাকরি গেল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষের! পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানউতোর।

WB News Live Updates: সিবিআই হেফাজতেই সায়গল

জামিনের আবেদন খারিজ। গরু পাচার মামলায় আরও ৭ দিন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী, সায়গল হোসেনকে সিবিআই হেফাজতে পাঠালেন বিচারক। সায়গলের আয় বহির্ভূত বিপুল সম্পত্তির হদিশ মিলেছে বলে দাবি সিবিআই-এর তদন্তকারী অফিসারের। সব তথ্য সিজার লিস্টে তুলে, জমা দেওয়ার নির্দেশ আদালতের।

West Bengal News Live Updates: বকেয়া ডিএর মেটানোর নির্দেশ

বৃহস্পতিবারের মধ্যে বিদ্যুৎ বণ্টন নিগমের দুই সংস্থার প্রায় ২০ হাজার কর্মীর বকেয়া ডিএর এক পঞ্চমাংশ মিটিয়ে দিতে হবে। আদালত অবমাননার মামলায় এই নির্দেশই দিলেন বিচারপতি রাজশেখর মান্থার। বাকি টাকা কত কিস্তিতে মেটাতে হবে তা ২৪ জুন জানাবে আদালত। বকেয়া ডিএ নিয়ে নির্দেশ কার্যকর না হলে, সংস্থার এমডি ও দুই CMDর বেতন বন্ধের বিষয়ে ভাববে আদালত। ছ’সপ্তাহের মধ্যে যাবতীয় বকেয়া মেটানোর নির্দেশ দিলেও, ওই সংস্থা তা মানেনি। ফলে সুদ-সহ বকেয়া ডিএর ৫৩০ কোটি টাকার পাঁচ ভাগের এক ভাগ মেটাতে হবে।   

WB News Live Updates: খুলছে সিএনআই স্কুল

স্রোতের বিরুদ্ধে হেঁটে খুলে যাচ্ছে শহরের বেশ কিছু স্কুল। CNI-এর অধীন প্রায় সমস্ত স্কুলে সশরীরে ক্লাস শুরু হবে আগামী সোমবার। গত সোমবারই বিজ্ঞপ্তি দিয়ে গরমের ছুটি ১১ দিন বাড়িয়েছিল সরকার।

West Bengal News Live Updates: সরকারি খাস জমিতে চাষ করার অভিযোগে

তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরকারি খাস জমিতে চাষ করার অভিযোগে রাস্তায় নামলেন দলেরই উপপ্রধান। যদিও অভিযোগ অস্বীকার করেছেন প্রধান। এ নিয়ে চাপানউতোর শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে। ভূমি ও ভূমি রাজস্ব দফতরে জমা পড়েছে অভিযোগ।

WB News Live Updates: শুক্রবার বিভিন্ন সেলের পুনর্গঠন বিজেপিতে

সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর, বিভিন্ন সেলের অবলুপ্তি ঘটানো হয়েছিল। শুক্রবার সেই সেলগুলি পুনর্গঠন করা হল। এদিন পনেরোটি সেলের আহ্বায়ক এবং সহ আহ্বায়কের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে সাংস্কৃতিক সেলের দায়িত্ব দেওয়া হয়েছে রুদ্রনীল ঘোষকে। বাণিজ্যিক সেলের দায়িত্বে বৈশাখী ডালমিয়া। অর্থনৈতিক সেলের দায়িত্ব পেয়েছেন অশোক লাহিড়ি।

West Bengal News Live Updates: ফের স্বাধিকার ভঙ্গের প্রস্তাব

বিধানসভার অধ্যক্ষকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফের স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল তৃণমূল। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

প্রেক্ষাপট

কলকাতা: বিধানসভার অধ্যক্ষকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে ফের স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল তৃণমূল (TMC)। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।


অগ্নিপথ আন্দোলনের ঢেউ বাংলায় (West Bengal)। হাওড়া ব্রিজে (Howrah Bridge) বিক্ষোভ। পুরুলিয়া (Purulia) শহরের কাছে অবরোধ। নিউ জলপাইগুড়িতে (New Jalpaiguri) উত্তেজনা। ট্রেন (Train) আটকে ২ ঘণ্টার বিক্ষোভ ঠাকুরনগরে। 


২১ জুলাইয়ের সমাবেশের নামে টাকা তোলা যাবে না। কেউ দলের নির্দেশ অমান্য করলে ২৪ ঘণ্টার মধ্যে দল থেকে বহিষ্কার। হুঁশিয়ারি অভিষেকের। 


সিএএ না হলে বিজেপির হয়ে ভোট চাইতে যেতে পারব না। বিস্ফোরক হরিণঘাটার বিজেপি বিধায়ক। আবেগের বশে মন্তব্য, প্রতিক্রিয়া শমীকের।


জামিনের আর্জি খারিজ। গরুপাচারকাণ্ডে অনুব্রত ঘনিষ্ঠ ধৃত সায়গল হোসেনকে আরও ৭ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ আসানসোল সিবিআই আদালতের। 


এখন থেকে স্কুলে সমস্ত নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইয়ের সিট। তত্ত্বাবধানে সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা। পর্যবেক্ষণে কলকাতার দুর্নীতি দমন শাখার প্রধান, জানাল হাইকোর্ট।


চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর প্রথম কিস্তির টাকা জমা পরেশ-কন্যার। ৭ জুনের আগেই জমা প্রথম কিস্তির ৭ লক্ষ ৯৪ হাজার টাকা। হাইকোর্টে জানালেন অঙ্কিতা অধিকারীর আইনজীবী। 


২৬ জুন পর্যন্ত সরকারি স্কুলে গরমের ছুটি। পড়ুয়াদের কথা ভেবে সোম থেকে সিএনআই-এর অধীনে থাকা কলকাতার সমস্ত স্কুল খোলার সিদ্ধান্ত। খুলছে ফিউচার ফাউন্ডেশন স্কুলও। 


২৩ জুনের মধ্যে বিদ্যুৎ বণ্টন নিগমের দুই সংস্থার ২০ হাজার কর্মীর বকেয়া ডিএর এক পঞ্চমাংশ মেটাতে হবে। না-হলে MD, CMD-র বেতন বন্ধের বিষয়ে ভাবব। হুঁশিয়ারি হাইকোর্টের। 


এবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্সেও একই নামে দুই স্থানাধিকারী। প্রথম দু’জনেরই নাম হিমাংশু শেখর। সেরা জেলা উত্তর ২৪ পরগনা, দু’নম্বরে কলকাতা।


রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে প্রথম দশের মেধাতালিকায় দিল্লি বোর্ডের দাপট। উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ২ জন। ৩৪ হাজার আসনে অগাস্টের তৃতীয় সপ্তাহে কাউন্সেলিং। 


স্বাস্থ্যসাথী প্রকল্পে আরও কড়া রাজ্য। হাসপাতাল-নার্সিংহোমে নিয়মিত নজরদারি। মাসে অন্তত ৬টি হাসপাতাল পরিদর্শন। রাজ্য ও জেলা স্তরে গঠন করা হল পৃথক দল।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.