West Bengal News Live : কেষ্টর রাঁধুনি বিজয় রজকের অ্যাকাউন্টে ৬০ লক্ষ টাকার লেনদেন!

West Bengal News : বিভিন্ন জেলার খবর এক নজরে।

ABP Ananda Last Updated: 18 Mar 2023 11:10 PM
Anubrata Mondal: কেষ্টর রাঁধুনি বিজয় রজকের অ্যাকাউন্টে ৬০ লক্ষ টাকার লেনদেন!

কেষ্টর রাঁধুনি বিজয় রজকের অ্যাকাউন্টে ৬০ লক্ষ টাকার লেনদেন! মাত্র কয়েক হাজার টাকার বেতন, তাও অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা! বিজয় রজকের অ্যাকাউন্টে কীভাবে লক্ষ লক্ষ টাকার লেনদেন? অ্যাকাউন্ট খোলা থেকে লেনদেন, কিছুই না জানার দাবি বিজয় রজকের। ইডির জিজ্ঞাসাবাদে নির্দেশ অনুযায়ী শুধুই সই করে দেওয়ার দাবি বিজয়ের: সূত্র। কেষ্টর রাঁধুনি তথা লাভপুর কলেজের অশিক্ষক কর্মী বিজয় রজককে দিল্লিতে জিজ্ঞাসাবাদ। 

Santanu Banerjee: হুগলি, হাওড়া জুড়ে শান্তনুর সাম্রাজ্য, প্রোমোটার আটক

হুগলি, হাওড়া জুড়ে শান্তনুর সাম্রাজ্য, প্রোমোটার আটক। সাড়ে ৮ ঘণ্টা ধরে শান্তনুর চুঁচুড়ার ফ্ল্যাটে ইডির তল্লাশি। শান্তনু-ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে আটক করল ইডি। শান্তনুর বিভিন্ন প্রকল্পে যুক্ত থাকার অভিযোগে আটক। শান্তনুর ফ্ল্যাটে ডেকেই প্রোমোটার অয়ন শীলকে জিজ্ঞাসবাদ। 
সল্টলেকে শান্তনু-ঘনিষ্ঠ প্রোমোটারের বাড়িতেও ইডির তল্লাশি।

Jitendra Tiwari: কলকাতায় পৌঁছলেন জিতেন্দ্র, ধস্তাধস্তি বিমানবন্দরে, আটকে রাখার চেষ্টা হচ্ছে, বললেন বিজেপি নেতা

কম্বল বিতরণকাণ্ডে পদপিষ্টের ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি গ্রেফতার। আনা হল কলকাতায়। বিমানবন্দরে ধস্তাধস্তি। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁকে আটকে রাখার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেন জিতেন।

WB News Live Updates: দমদম জেলে অস্বাভাবিক মৃত্যু ধৃতের, তৃণমূলের নেতার বাড়ি ভাঙচুর

পাওনা টাকা চাইতে গেলে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ। দমদম জেলে অস্বাভাবিক মৃত্যু ধৃতের, তৃণমূলের নেতার বাড়ি ভাঙচুর। জ্যাংরা হাতিয়াড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়ি ভাঙচুর। প্রধান ও তাঁর স্বামীর বিরুদ্ধে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ মৃতের পরিবারের।
বন্দিকে জেলে খুনের অভিযোগ পরিবারের। রাস্তায় মৃতদেহ রেখে বিক্ষোভ-অবরোধ। তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামীকে নিউটাউন থানায় নিয়ে গেল পুলিশ। 

WB Live News: ডিএ-র মঞ্চে নৌশাদ সিদ্দিকিকে ধাক্কা, গ্রেফতার হামলাকারী

ডিএ-র মঞ্চে নৌশাদ সিদ্দিকিকে ধাক্কা, গ্রেফতার হামলাকারী। গ্রেফতার হামলাকারী তৃণমূলের টিকিটে জেতা পঞ্চায়েত সদস্য। ধৃত হাওড়ার বাঁকড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ আব্দুল সালাম। ময়দান থানার হাতে গ্রেফতার হামলাকারী শেখ আব্দুল সালাম। হুমকি, মারধর, আটকে রাখার চেষ্টার অভিযোগে মামলা রুজু। 

WB News Live Updates: শান্তনু বন্দ্যোপাধ্যায়ের রাইট হ্যান্ড, সুপ্রতিম ঘোষের বাড়িতেও ইডি

এলাকায় শান্তনু বন্দ্যোপাধ্যায়ের রাইট হ্যান্ড বলে পরিচিত ছিলেন জিরাট কলেজের অস্থায়ী শিক্ষাকর্মী সুপ্রতিম ঘোষ ওরফে আকাশ।এদিন, তাঁর বাড়িতে যান ED-র অফিসাররা। শ্রীপুরে শান্তনুর এই গেস্ট হাউসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয় আকাশকে।

WB Live News: শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়ঙ্কা এবং কুন্তল ঘোষের একটি পার্টনারশিপ সংস্থার হদিশ

শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়ঙ্কা এবং কুন্তল ঘোষের একটি পার্টনারশিপ সংস্থার হদিশ মিলেছে। ইডি সূত্রে দাবি, সংস্থায় আরও ২ জন অংশীদার ছিলেন। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। এদিন শান্তনু-ঘনিষ্ঠ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন ইডির অফিসাররা।

WB News Live Updates: ঠাকুরনগরে কাল থেকে শুরু হচ্ছে মতুয়া ধর্ম মেলা

উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে কাল থেকে শুরু হচ্ছে মতুয়া ধর্ম মেলা। শনিবার মেলায় যোগ দিতে মতুয়া ধামে আসেন কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল। মেলার আয়োজন নিয়ে তৃণমূলকে খোঁচা দিয়েছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। কেন্দ্রকে পাল্টা আক্রমণ করেছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর।

WB Live News: ডাম্পিং গ্রাউন্ডের আধুনিকীকরণে ব্যর্থ বারাসাত পুরসভা, অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির

এক বছরেও ডাম্পিং গ্রাউন্ডের আধুনিকীকরণে ব্যর্থ বারাসাত পুরসভা। তার ফলে শহরের যেখানে সেখানে জমে উঠেছে জঞ্জালের পাহাড়। অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির। অভিযোগ অস্বীকার পুরসভার। পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস মহকুমাশাসকের।

SSC Case: টেটের রেজাল্ট নিয়ে অসন্তোষ, প্রাথমিকে ৩ হাজার ৬০০ ওএমআর পুনর্মূল্যায়ন

টেটের রেজাল্ট নিয়ে অসন্তোষ, প্রাথমিকে ৩ হাজার ৬০০ ওএমআর পুনর্মূল্যায়ন! প্রাথমিকে ৩ হাজার ৬০০ ওএমআর পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত পর্ষদের। ১১ ডিসেম্বর টেট, এবার প্রায় দেড় লক্ষ উত্তীর্ণ, রেজাল্ট নিয়ে অসন্তোষ। আবেদনের ভিত্তিতে ওএমআর শিট পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের। এক সপ্তাহের মধ্যে পুনর্মূল্যায়নের ফলাফল, জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

WB News Live Updates: প্লাস্টিকের বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করল মারগ্রাম থানার পুলিশ

প্লাস্টিকের বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করল মারগ্রাম থানার পুলিশ। শনিবার  বিকালে মারগ্রাম থানার কালীদহ গ্রামে একটি পুকুর পাড় থেকে  একটি প্লাস্টিকের বালতি ভর্তি বোমা উদ্ধার করে৷  মারগ্রাম থানার পুলিশ জায়গাটি ঘিরে রেখেছে। কে বা কারা কি উদ্দেশ্য বোমা রেখেছে তদন্তে পুলিশ। বোমা স্কোয়ার্ডকে খবর দেওয়া হয়েছে। তারা এসে বোমাগুলি নিস্ক্রিয় করবে। বালতিতে কতগুলি বোমা রয়েছে তা পরিষ্কার নয়।

WB Live News: কেন্দ্র রাজ্যের বকেয়া টাকা দিচ্ছে না, ক্ষোভের মুখে দাবি সৌমেন মহাপাত্রর

কেন্দ্র রাজ্যের বকেয়া টাকা দিচ্ছে না। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে দাবি সৌমেন মহাপাত্রর। 

WB News Live Updates: মালদার রতুয়ায় বাংলা-বিহার সীমানায় মিলল বেআইনি অস্ত্র কারখানার হদিশ

পঞ্চায়েত ভোটের আগে মালদার রতুয়ায় বাংলা-বিহার সীমানায় মিলল বেআইনি অস্ত্র কারখানার হদিশ। আগ্নেয়াস্ত্র ছাড়াও উদ্ধার হয়েছে অস্ত্র তৈরির সরঞ্জাম। অস্ত্র কারখানার মালিক পলাতক। মুঙ্গেরের পাশাপাশি, বিহারের ছোটখাটো জায়গাতেও বেআইনি অস্ত্র কারখানা গজিয়ে ওঠা চিন্তা বাড়াচ্ছে পুলিশের। 

SSC Case: জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কে বিধায়ক পদ থেকে সরাতে হবে, দাবি তুলে বেহালা পশ্চিমে পথে নামল সিপিএম

নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কে বিধায়ক পদ থেকে সরাতে হবে। এই দাবি তুলে প্রাক্তন শিক্ষামন্ত্রীর নির্বাচনী কেন্দ্র বেহালা পশ্চিমে পথে নামল সিপিএম।

WB Live News: কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রকে ফের তলব করল সিবিআই

কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রকে ফের তলব করল সিবিআই। সোমবার সকাল সাড়ে ১০টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে গোপাল দলপতি ও তাপস। মণ্ডল বর্ণিত কালীঘাটের কাকুকে গতকালই নোটিস পাঠানো হয়। সিবিআই সূত্রে খবর, সুজয়কৃষ্ণের স্ত্রী ও মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত নথি আনতে বলা হয়েছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত বুধবার কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রকে প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তাঁর বয়ান রেকর্ড করা হয়। 

WB News Live Updates: শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিপুল সম্পত্তির হদিশ পেতে হুগলিতে অভিযানে ইডি

নিয়োগ দুর্নীতিকাণ্ডে বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিপুল সম্পত্তির হদিশ পেতে হুগলিতে অভিযানে ইডি। 
সূত্রের খবর, ৪-৫ বছর আগে ব্যান্ডেলে স্ত্রী প্রিয়ঙ্কার নামে ৩ কাঠা জমিতে গ্যারাজ-সহ পেল্লায় তিনতলা বাড়ি কেনেন শান্তনু। কিছুদিন আগেও এই বাড়িতে তাঁরা আসতেন। বিল বকেয়া থাকায় জানুয়ারি মাসে তালাবন্ধ বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেয় রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা। এই সংস্থারই কর্মী ছিলেন শান্তনু। এদিন ব্যান্ডেলের তালাবন্ধ বাড়িতে হানা দেন ইডি-র অফিসাররা। হাতুড়ি দিয়ে তালা ভেঙে তাঁরা ভিতরে ঢোকেন। স্থানীয়দের দাবি, কালো কাচ ঢাকা গাড়িতে চড়ে এখানে অনেকেই আসতেন। তবে শেষবার এমনটা ঘটেছিল মাসছয়েক আগে। কারা আসতেন শান্তনুর ব্যান্ডেলের বাড়িতে, তা অবশ্য এখনও অজানা।

WB Live News: 'বেনামে' বলাগড়ের বাদশা শান্তনু, ইডির নজরে ঘনিষ্ঠরা

'বেনামে' বলাগড়ের বাদশা শান্তনু, ইডির নজরে ঘনিষ্ঠরা । হুগলি, হাওড়া-জুড়ে সদ্য বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনুর সাম্রাজ্য। বিলাসবহুল রিসর্ট, ধাবা, হোম স্টে, গেস্ট হাউস থেকে একের পর এক বাড়ি । কীভাবে কয়েক বছরের মধ্যে টিনের মোবাইল দোকান থেকে বিপুল সম্পত্তির মালিক? 
শান্তনুর একের পর এক সম্পত্তির উৎসের খোঁজে ম্যারাথন তল্লাশি ইডির। 

Nawsad Siddique: ডিএ-ধর্নামঞ্চে নৌশাদ সিদ্দিকিকে ধাক্কা

ডিএ-ধর্নামঞ্চে নৌশাদ সিদ্দিকিকে ধাক্কা। ডিএ-র ধর্নামঞ্চে আইএসএফ বিধায়ক নৌশাদকে ধাক্কা। 'সংখ্যালঘুদের জন্য় কী করেছেন', একথা বলেই নৌশাদকে ধাক্কা এক ব্যক্তির।


 

Jitendra Tiwari: কম্বল বিতরণকাণ্ডে পদপিষ্টের ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি গ্রেফতার

কম্বল বিতরণকাণ্ডে পদপিষ্টের ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি গ্রেফতার। যমুনা এক্সপ্রেসওয়ে থেকে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি গ্রেফতার। নয়ডায় আসানসোল পুলিশের হাতে গ্রেফতার বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।

Suvendu Adhikari: সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ইউনিফর্মেও কাটমানি! অভিযোগ শুভেন্দুর

এবার সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের ইউনিফর্মেও কাটমানি! নেওয়ার অভিযোগ তুলে রাজ্য সরকারকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। ট্যুইটে বিরোধী দলনেতা লেখেন, 'সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়াদের ইউনিফর্মের মাপ নেওয়ার দায়িত্ব স্বনির্ভর গোষ্ঠীকে দেওয়া হয়েছে। এটা প্রহসন, অভিভাবকদের বোকা বানানোর জন্য আইওয়াশ। বাস্তবটা হল, কাটমানির বিনিময়ে আগেই তৈরি নিম্নমানের ইউনিফর্ম সরবরাহ করা হবে। বিরোধী 
দলনেতা ট্যুইটে আরও লেখেন, গতবছর স্কুল ইউনিফর্ম সেলাইয়ের জন্য স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা টাকা পাননি। এখন, স্কুল ইউনিফর্মের পড়ুয়াদের মাপ মতো না হলে, তাঁদেরকেই দায়ী করা হবে। আমি স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এই নির্দেশ মানার আগে ভেবে দেখতে বলব'।

Shantanu Banerjee News Live : শান্তনুর সাঙ্গোপাঙ্গোরা ঘুরত স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে, অভিযোগ স্থানীয়দের

'ভাঙন ঠেকাতে পঞ্চায়েতের টাকায় বলাগড়ে গঙ্গার ধারে নিজের গেস্ট হাউসের পাড়ে বালির বস্তা ফেলেছেন শান্তনু, এলাকায় নেতার সাঙ্গোপাঙ্গোরা ঘুরত স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে', অভিযোগ স্থানীয়দের। 

West Bengal News : শান্তনু ঘনিষ্ঠ সুপ্রতিম ঘোষকে জিজ্ঞাসাবাদ

শান্তনু ঘনিষ্ঠ সুপ্রতিম ঘোষ ওরফে আকাশের বলাগড়ের বাড়িতে যান ইডি-র আধিকারিকরা। শান্তনুর গেস্ট হাউসে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিরাট কলেজের প্রাক্তন জিএস ছিলেন শান্তনু ঘনিষ্ঠ টিএমসিপি নেতা সুপ্রতিম। বর্তমানে তিনি নিজের  কলেজেরই অস্থায়ী কর্মী। 

West Bengal News : আজ থেকে কমবে ঝড়ের দাপট, রাজ্যজুড়েই বাড়বে বৃষ্টি

আজ থেকে কমবে ঝড়ের দাপট। রাজ্যজুড়েই বাড়বে বৃষ্টি। উত্তর ও দক্ষিণবঙ্গের এগারো জেলায় ভারী বৃষ্টির সতর্কতা।

Shantanu Banerjee News : বন্দুক দেখিয়ে জমি কেড়ে নিয়ে গেস্ট হাউস বানানো হয়েছিল, দাবি স্থানীয়দের

বন্দুক দেখিয়ে জমি কেড়ে নিয়ে গেস্ট হাউস বানানো হয়েছিল বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। স্থানীয়দের দাবি, 
শান্তনু গ্রেফতার হওয়ার ২ দিন পর, দুই ব্য়ক্তি ২টি বাইকে চড়ে এসে কালো ব্যাগে করে এই গেস্ট হাউস থেকে কাগজপত্র নিয়ে যায়। 

Bengal Recruitment Scam Live : শান্তনুর একটি গেস্ট হাউসে হানা ইডির

 বলাগড়ের চাঁদরায় শান্তনুর একটি গেস্ট হাউসে হানা দেয় ইডি। গঙ্গার ধারে ১০ কাঠা জমির ওপর এই গেস্ট হাউস। তালা ভেঙে সেখানে ঢুকে এদিন তল্লাশি শুরু করেন ইডি-র অফিসাররা। বন্দুক দেখিয়ে জমি কেড়ে নিয়ে গেস্ট হাউস বানানো 

Shantanu Banerjee News Live : হুগলির চুঁচুড়ায় শান্তনুর ফ্ল্যাটে ইডি আধিকারিকরা

হুগলির চুঁচুড়ায় শান্তনুর ফ্ল্যাটে ইডি আধিকারিকরা। শান্তনুর সম্পত্তির হদিশ পেতে তল্লাশি তদন্তকারী সংস্থার। ফ্ল্যাটের দরজা তালাবন্ধ থাকায় প্রোমোটারের বাড়িতে হানা ইডি-র

WB News Live : কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রকে ফের তলব করল সিবিআই

কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রকে ফের তলব করল সিবিআই। সোমবার সকাল সাড়ে ১০টায় নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে গোপাল দলপতি ও তাপস মণ্ডল বর্ণিত কালীঘাটের কাকুকে গতকালই নোটিস পাঠানো হয়।

ED News Today : হদিশ মিলল শান্তনুর বলাগড়ের গেস্টহাউসের

নিয়োগ-দুর্নীতিতে ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিপুল সম্পত্তির হদিশ পেতে হুগলিতে অভিযান ইডি-র। বলাগড়ের গেস্টহাউস, ব্যান্ডেলে প্রিয়ঙ্কার তালাবন্ধ বাড়িতেও আধিকারিকরা।

WB News Live : শুরু হচ্ছে মতুয়া ধর্ম মেলা, শুভেচ্ছা জানিয়ে ট্যুইট মোদির

রবিবার উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে শুরু হচ্ছে মতুয়া ধর্ম মেলা। সেই উপলক্ষে মতুয়াদের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী। বিষয়টিকে স্বাগত জানিয়েছেন মতুয়া ঠাকুরবাড়ির ২ সদস্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর। পঞ্চায়েত ভোটের আগে এই বিষয়টির নেপথ্যে অন্য তাৎপর্য দেখছে রাজনৈতিক মহল।

Shantanu Banerjee News : ৪-৫ বছর আগে ব্যান্ডেলে স্ত্রী প্রিয়ঙ্কার নামে বিরাট বাড়ি কেনেন শান্তনু ! দাবি ইডির

নিয়োগ দুর্নীতিকাণ্ডে বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের । বিপুল সম্পত্তির হদিশ পেতে হুগলিতে অভিযান শুরু করল ইডি।  সূত্রের খবর, ৪-৫ বছর আগে ব্যান্ডেলে স্ত্রী প্রিয়ঙ্কার নামে ৩ কাঠা জমিতে গ্যারাজ-সহ পেল্লায় তিনতলা বাড়ি কেনেন শান্তনু। কিছুদিন আগেও এই বাড়িতে তাঁরা আসতেন। 

WB News Live : 'সংখ্যালঘুরা সঙ্গে আছে', বার্তা মমতার

সংখ্যালঘুরা সঙ্গে, কমেনি ভোট, হার হয়েছে নিজেদের দুর্বলতার কারণে। সাগরদিঘি উপনির্বাচনে হার নিয়ে কালীঘাটের বৈঠকে বললেন মমতা।

WB News Live : 'সংখ্যালঘুরা সঙ্গে আছে', বার্তা মমতার

সংখ্যালঘুরা সঙ্গে, কমেনি ভোট, হার হয়েছে নিজেদের দুর্বলতার কারণে। সাগরদিঘি উপনির্বাচনে হার নিয়ে কালীঘাটের বৈঠকে বললেন মমতা।

WB News Live : কুন্তল ঘোষের ২টি অ্যাকাউন্টে লেনদেন হয়েছে প্রায় সাড়ে ৬ কোটি টাকা :ED

কুন্তল ঘোষের ২টি অ্যাকাউন্টে লেনদেন হয়েছে প্রায় সাড়ে ৬ কোটি টাকা। টাকা গেছে টলিগঞ্জের একাধিক অভিনেতা-অভিনেত্রীর অ্যাকাউন্টেও। গতকাল কুন্তলকে আদালতে তুলে এই দাবি করেন ইডির আইনজীবী। ৩০ মার্চ পর্যন্ত কুন্তল ঘোষের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

WB News Live : নগদে ১ কোটি টাকা শান্তনুকে, জেরায় দাবি করেছেন কুন্তল ঘোষ

প্রভাবশালী কারা? কাদের নির্দেশে কাজ করতেন শান্তনু? সেটা কি ED সামনে আনবে? টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির আরও কেউ কি ইডি-র তদন্তের আওতায় আসবে ? আরও কোনও তারকাকে আগামী দিনে ডাকতে পারেন তদন্তকারীরা? এর আগে, আদালতে দেওয়া রিমান্ড লেটারে ইডি দাবি করেছিল যে, সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, নগদে ১ কোটি টাকা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে দিয়েছেন বলে জেরায় দাবি করেছেন কুন্তল ঘোষ।

Bengal Recruitment Scam : কয়েকজন প্রভাবশালীর নির্দেশ অনুযায়ী কাজ, দাবি শান্তনুর

শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মুখে প্রভাবশালীর কথা। শান্তনু দাবি করেছেন, কয়েকজন প্রভাবশালীর নির্দেশ অনুযায়ী তিনি কাজ করতেন এবং কুন্তলকেও কাজে লাগাতেন। জেরায় শান্তনু বন্দ্যোপাধ্যায় এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন বলে ইডি সূত্রে দাবি করা হয়েছে।

Bengal Recruitment Scam : কুন্তল ঘোষ ও শান্তনুর স্ত্রীর নামে জয়েন্ট কোম্পানি?

ইডির নজরে এবার শান্তনু-কুন্তলের জয়েন্ট কোম্পানি । 
ইডি সূত্রে দাবি, কুন্তল ঘোষ ও শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়েন্ট কোম্পানি। কুন্তল-প্রিয়াঙ্কার সাথে সংস্থার কর্ণধার হিসেবে রয়েছেন আরও দুই ব্যক্তির নাম  । সেই দুই ব্যক্তিকেও এবার তলব করতে চলেছে ইডি 

প্রেক্ষাপট


  • আজকের শিরোনাম ( Morning Headlines ) 

  • সংখ্যালঘুরা সঙ্গে, কমেনি ভোট, হার হয়েছে নিজেদের দুর্বলতার কারণে। সাগরদিঘি ( Sagardighi )  উপনির্বাচনে হার নিয়ে কালীঘাটের বৈঠকে বললেন মমতা ( Mamata Banerjee ) ।

  • সাগরদিঘিতে হার, বলতে উঠলে খলিলুর-আবু তাহেরকে থামালেন মমতা। নির্বাচনে কাজ করনি, অনেকেই অধীর চৌধুরীর ( Adhir Chowdhury ) যোগাযোগ রেখে চলেছ, বললেন মমতা। খবর সূত্রের। 

  • সাগরদিঘির ভোটের পর বদলি বিডিও, রিটার্নিং অফিসার, ডেপুটি বিএলএলআরও। পঞ্চায়েত ভোটের আগে আরও ৮০ জন ডব্লুবিসিএস অফিসার বদলি। রুটিন বদলি, দাবি প্রশাসনের।

  • পঞ্চায়েতের আগে পর্যবেক্ষক মডেল ফিরল তৃণমূলে ( TMC ) । ফিরহাদ-অরূপ-মলয় থেকে তাপস, বিভিন্ন জেলার দায়িত্বে পুরনো নেতারা। বীরভূম দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। 

  • কংগ্রেসের বিগ বসের মতো আচরণ মানবে না তৃণমূল। রাহুল যতদিন থাকবেন, ততদিন ক্ষমতায় মোদি, কালীঘাটের বৈঠকে মন্তব্য মমতার, খবর তৃণমূল সূত্রে। 

  • দুর্নীতিতে জর্জরিত তৃণমূল। বাঁচতে বিজেপির সুরে কংগ্রেসকে নিশানা। খুলে গেল বিরোধী জোটে বিজেপির ট্রোজান হর্সের মুখোশ। পাল্টা কংগ্রেস। 

  • তৃতীয় ফ্রন্ট নয়, যে রাজ্যে যে দল শক্তিশালী, কথা তাঁদের সঙ্গে। কালীঘাটে মমতা-অখিলেশ বৈঠক, ২৩ মার্চ ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে। একলা চলার বার্তা তৃণমূলের।

  • দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্সের বার্তা দিয়েও অনুব্রত-মানিকের বিরুদ্ধে সিদ্ধান্তে নীরব তৃণমূল কংগ্রেস।

  • নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তলের জেল হেফাজত। কুন্তলের ২টি অ্যাকাউন্টে সাড়ে ৬ কোটির লেনদেন। টাকা  টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীর অ্যাকাউন্টে। দাবি ইডির।

  • বনি-সোমা প্রায় ১ কোটি টাকা ফেরত দিয়েছেন। নজরে আরও ৪-৫ জন অভিনেতা-অভিনেত্রী। টাকার উৎসের সদুত্তর দিতে পারেনি কুন্তল, দাবি ইডির।

  • নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত শান্তনুর ২৫টি অ্যাকাউন্ট ফ্রিজ। কুন্তলের মাধ্যমে কয়েকজন প্রভাবশালীর নির্দেশ কার্যকর করেছি, দাবি শান্তনুর, ইডি সূত্রে খবর।

  • শান্তনুর অভিযোগ উড়িয়ে দাবি কুন্তলের। দলের সিদ্ধান্ত সঠিক, প্রতিক্রিয়া বহিষ্কার নিয়ে।

  • আপনারা নিয়োগ করছেন, আপনারাই ভুল প্রশ্ন করছেন? কমিশনের পদক্ষেপ সন্দেহজনক। প্রয়োজনে সব নিয়োগ খারিজ। ২০১১-র টেটে ভুল প্রশ্নের মামলায় মন্তব্য বিচারপতি মান্থার।

  • নবম-দশম শিক্ষক নিয়োগ দুর্নীতিে এসএসসির আইনের ১৭ নম্বর ধারাকে অবৈধ ঘোষণার দাবি জানিয়ে মামলা চাকরিচ্যুতদের। সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ।

  • বিপুল সম্পত্তির উৎস কী? আরও এক কেষ্ট-ঘনিষ্ঠকে জিজ্ঞাসাবাদ। ব্যাঙ্কের নথি নিয়ে দিল্লিতে ইডির দফতরে অনুব্রতর রাঁধুনি ও শিক্ষাকর্মী বিজয় রজক। 

  • পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলার রাজ্যপাল। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে শাহের সঙ্গে কথা বোসের। কেন্দ্রের রিপোর্টেই বাংলা নিরাপদ, পাল্টা তৃণমূল।

  • বিরোধী দলের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ শুভেনদুর। গুরুত্ব দিয়ে দেখুন, মুখ্যসচিবকে চিঠি কেন্দ্রের। দ্রুত রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের।

  • ১০০ দিনের কাজে দুর্নীতির খোঁজে ফের রাজ্যে কেন্দ্রীয় দল। যাচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙায়। স্বাগত জানিয়ে ট্যুইট শুভেন্দুর। কাজ কাড়ার চেষ্টায় বিজেপি, পাল্টা তৃণমূল।

  • মিছিল বা সভার অনুমতি চেয়ে আবেদন করতে হবে এসপি বা সিপির কাছে। অনুমতিতে বৈষম্য নয়। রাজ্যে মিছিল বা সভার অনুমতি নিয়ে গাইডলাইন হাইকোর্টের।

  • বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলনের ৫০ দিন। ৩৬ দিনে অনশন। অসুস্থ একাধিক। কাল থেকে ডিজিটাল অসহযোগিতার ডাক রাজ্য সরকারি কর্মীদের।

  • ধারাল অস্ত্র নিয়ে মোমিনপুর ইএসআই চিকিৎসাকেন্দ্রে চড়াও ব্যক্তি। মত্ত অবস্থায় তাণ্ডবের অভিযোগ। আটক ব্যক্তি, কী কারণে চড়াও, তদন্তে পুলিশ।

  • নরেন্দ্রপুরে শিশুপুত্রকে খুনের চেষ্টা মায়ের বিরুদ্ধে। পরিচারিকার তৎপরতায় শিশুর প্রাণ বাঁচলেও আবাসন থেকে ঝাঁপ অভিযুক্ত মহিলার। ভর্তি এসএসকেএমে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.