WB News Live Update: ভাঙড়ে ফাঁকা জমিতে রাশি রাশি কাগজ পোড়ানো, বিজেপি-সিপিএমের দিকে আঙুল মমতার
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে ফাঁকা জমিতে রাশি রাশি কাগজ পোড়ানো নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিজেপি-সিপিএমের দিকে আঙুল তুললেন মমতা বন্দ্য়োপাধ্যায়। ঘটনায় সিবিআইয়ের দিকেও আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী। পাল্টা প্রশ্ন তুলেছে বিরোধীরা।
ন্যাওড়াভ্যালি অভয়ারণ্যে রয়্যাল বেঙ্গল দর্শন। ২০ বছর পর ন্যাওড়াভ্যালি অভয়ারণ্যে দেখা গেল রয়্যাল বেঙ্গল। অসম হয়ে বাঘটির ন্যাওড়াভ্যালিতে প্রবেশ, মনে করছে বন দফতর। 'ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে বাঘের ছবি। বাঘটির গতিবিধির উপর নজর রাখার জন্য বাড়ানো হচ্ছে ট্র্যাপ ক্যামেরার সংখ্যা', জানানো হয়েছে বন দফতরের তরফে।
বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় জারি থাকবে তাপপ্রবাহ। তবে শনিবার কয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাসে খানিক স্বস্তির ইঙ্গিত মিলল। বুধবার দক্ষিণবঙ্গ পুড়লেও, ঝমঝমিয়ে বৃষ্টি নামল পাহাড়ে।
এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় আজ ফের বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিআইডি। পাচিল টপকেও পালাব না, মোবাইলও পুকুরে ফেলব না, ভবানী ভবন থেকে বেরিয়ে মন্তব্য বিজেপি বিধায়কের। জবাব দিয়েছে তৃণমূলও।
পুলিশ নিজের মতো তদন্ত করতে পারবে। তবে, অভিযুক্তদের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না। কোচবিহারে নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনায় ২৩ জন বিজেপি কর্মী ও সমর্থকের বিরুদ্ধে তদন্তে স্থগিতাদেশের নির্দেশ প্রত্যাহার করে জানাল কলকাতা হাইকোর্ট।
ছদ্মবেশে অভিষেকের কাছে নালিশ করেও কাজ হয়নি! দলীয় নেতার বিরুদ্ধে অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। এবার অনশনের হুমকি ওন্দার তৃণমূলকর্মী প্রিয়াঙ্কা গোস্বামীর। ৭ দিনের মধ্যে ন্যায় না পেলে সদলবলে বিডিও অফিসের সামনে অনশনের হুমকি। তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। ৯৫ হাজার টাকা প্রতারণার অভিযোগ। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা । অভিযুক্তর পাশেই দাঁড়িয়েছেন তৃণমূলের জেলা নেতৃত্ব।
পঞ্চায়েত ভোটের আগে ফের বঙ্গ সফরে অমিত শাহ। ১৪ এপ্রিলের পর এবার ৮ মে, ২দিনের বঙ্গ সফরে অমিত শাহ। ৮ মে মুর্শিদাবাদে জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ৯ মে জোড়াসাঁকোয় রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাবেন অমিত শাহ। ২৫ বৈশাখের সন্ধ্যায় সায়েন্স সিটিতে যোগ দেবেন অনুষ্ঠানে।
শাহকে মমতার ফোন নিয়ে শুভেন্দুর দাবি, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি তৃণমূলের। শুভেন্দুর সঙ্গে অমিত শাহকেও কোর্টে দেখে নেওয়ার হুঁশিয়ারি তৃণমূলের। 'সিঙ্গুরের সভা থেকে মমতার ফোন নিয়ে মিথ্যে, বিভ্রান্তিকর দাবি শুভেন্দুর। অমিত শাহকে ফোন করেননি মমতা বন্দ্যোপাধ্যায়, তাও মিথ্যে ভাষণ', আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে পাল্টা ট্যুইট তৃণমূল কংগ্রেসের।
ভ্যানিশের পর দিল্লিতে উদয় মুকুলের, সেটিং-তত্ত্ব বিকাশের। ‘দিল্লিতে সেটিং করতে গিয়েছেন মুকুল। সেটিং করতে মুকুলকে দিল্লি পাঠিয়েছেন মমতা।
‘নিজেকে ও অভিষককে বাঁচাতে মুকুলকে দিল্লি পাঠিয়েছেন মমতা’, দাবি সিপিএম সাংসদ বিকাশ ভট্টাচার্যের।
'এটা শুভেন্দু অধিকারীর গেমপ্ল্যান। মুকুলকে দিয়ে কিছু নাম বলানো হবে, যাতে মানুষ বিশ্বাস করে। সেজন্যই মুকুল রায়কে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে’,
মুকুল রায় প্রসঙ্গে মন্তব্য তৃণমূল বিধায়ক মদন মিত্রর।
ফের খারিজ জামিনের আবেদন, জেলেই পার্থ-অর্পিতা। নিয়োগ দুর্নীতিতে ১৯ জুন পর্যন্ত পার্থ-অর্পিতার জেল হেফাজত। মানিক ভট্টাচার্যের স্ত্রী-পুত্রেরও ১৯ জুন পর্যন্ত জেল হেফাজত । ৩ মে পর্যন্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের জেল হেফাজত । পার্থর আংটিকাণ্ডে প্রেসিডেন্সি জেল সুপারকে কোর্টে হাজিরার নির্দেশ। জেলবন্দি, তাও কীভাবে পার্থর হাতে আংটি? হাজিরা দিয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ । ২৬ এপ্রিল আদালতে হাজিরা দিয়ে জেল সুপারকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ ।
মুকুল রায় কোথায় যাবেন সেটা তাঁর নিজের ব্যাপার। মুকুল রায় বিজেপির বিধায়ক আছেন। তাঁর ছেলে যে অভিযোগ করছেন তার ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নেবেন। হতেই পারে যে ওঁকে ভয় দেখানো হয়েছে, বললেন মমতা।
মুকুল রায় বিজেপির বিধায়ক। বিজেপির টিকিটে জিতেছেন। যদিও ওঁর সদস্যপদ খারিজের জন্য আমরা আদালতের শরণাপন্ন হয়েছি, কারণ উনি তৃণমূলের পতাকা গ্রহণ করেছেন। মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
তৃণমূলকে অপদস্থ করতে চাইছে। বিজেপি টাকার জোরে গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে। একটার পর একটা নির্বাচিত সরকারকে ফেলে দিয়েছে। ' বিরোধীরা সবাই একত্রে আছে। সময় এলেই আমরা একসঙ্গে কথা বলব। ভাববেন না বিরোধীর একত্রে আলোচনা করছে না। সবাই পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখছে। সময় হলেই টর্নেডোর মত আত্মপ্রকাশ করবে: মমতা বন্দ্যোপাধ্যায়।
'মানুষের কাছে তৃণমূল কংগ্রেস সম্পর্কে ভুল বার্তা দিচ্ছে বিজেপি। পরিকল্পনামাফিক ভুল বার্তা দেওয়া হচ্ছে। ভুঁইফোড় নেতা সর্বসমক্ষে বলছেন, জাতীয় দলে তকমা চলে যাওয়ার পর ওদের দলের বড় নেতা শাহজিকে চারবার ফোন করেছি', নাম না করে শুভেন্দু অধিকারিকে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
'জেলের ভিতরে অলঙ্কার পরেছেন পার্থ চট্টোপাধ্যায়। বোঝা যাচ্ছে তিনি কতটা প্রভাবশালী। জেল ম্যানুয়াল বলছে, কোন বন্দি কোনও অলঙ্কার পরতে পারেন না', ভার্চুয়াল শুনানির সময় সওয়াল ইডি-র আইনজীবীর। সূত্রের খবর, শুনানি চলাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের হাত দেখতে চান বিচারক আদালতে পেশের সময় পার্থ চট্টোপাধ্যায়ের আঙুলে আংটির ছবি দেখিয়েছেন ইডি-র আইনজীবী, খবর সূত্রের।
রাজু ঝা খুনের ১৯ দিন পর প্রথম গ্রেফতার। পুলিশ সূত্রে খবর, দুর্গাপুর থেকে গ্রেফতার করা হল অভিজিৎ মণ্ডল নামে এক ব্যক্তিকে। পয়লা এপ্রিল, শক্তিগড়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় কয়লা মাফিয়া রাজু ঝাকে। পরে প্রকাশ্য়ে আসে ঘটনার সময়ের হাড়হিম করা সিসিটিভি ফুটেজ। রাজু ঝা খুনের সময় গাড়িতে ছিলেন ইলামবাজারের পশু হাটের মালিক আব্দুল লতিফ ও রাজুর সঙ্গী ব্রতীন মুখোপাধ্য়ায়।
পরে রহস্যজনকভাবে উধাও হয়ে যান আব্দুল লতিফ।
দিল্লি গিয়ে তৃণমূল সম্পর্কে বিস্ফোরক মুকুল রায়। 'তৃণমূলে প্রত্যাবর্তনের সময় মানসিক অবস্থা ঠিক ছিল না, এখন সম্পূর্ণ ভাবে সুস্থ আছি, কয়েক ঘণ্টার জন্য একটা ঘটনা ঘটেছিল, আত্মীয় বিয়োগে মানসিক চাপে ছিলাম। বিজেপিতে ছিলাম, বিজেপিতে আছি, বিজেপিতেই থাকব। তৃণমূল আর সেই জায়গায় নেই। তৃণমূল যে কাজকর্ম করছে তা বাংলার পক্ষে ভাল নয়। যে দুর্নীতি করেছে, তাঁকেই দায় নিতে হবে। পঞ্চায়েত ভোটে পরিবর্তন চাইব।' মন্তব্য কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়ের।
হাজরায় মাদ্রাসা চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। ২০১৩ সালে মাদ্রাসা কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি না পাওয়ার অভিযোগ। হাজরা মোড় থেকে শুরু হয়েছে মিছিল।
আগামী ২৪ ঘণ্টায় বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রামে প্রবল তাপপ্রবাহের সতর্কতা
রাজু ঝা খুনের ১৯ দিনের মাথায় প্রথম গ্রেফতার। পুলিশ সূত্রে খবর, দুর্গাপুর থেকে গ্রেফতার করা হয়েছে একজনকে। পয়লা এপ্রিল, শক্তিগড়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় কয়লা মাফিয়া রাজু ঝাকে।
আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারকে হোয়াটসঅ্যাপে হুমকি মেসেজ পাঠানোর অভিযোগ। চন্দননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের করেছেন তৃণমূল সাংসদ। হুমকি মেসেজের অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করছে পুলিশ।
ইডির তলবে সিজিও কমপ্লেক্সে এলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রোমোটার অয়ন শীলের মা অমিতা শীল ও বাবা সদানন্দ শীল। ইডি সূত্রে খবর, লেনদেনে মা-বাবার অ্য়াকাউন্টও ব্যবহার করেছিলেন প্রোমোটার অয়ন। পাশাপাশি, আগামী শুক্রবার অয়নের স্ত্রী কাকলি শীল ও ছেলে অভিষেক শীলকে তলব করেছে ইডি।
তীব্র গরমে বিদ্যুৎ বিভ্রাটের জেরে ফের বিক্ষোভ, পথ অবরোধ হরিদেবপুরে। বাসিন্দাদের অভিযোগ, মঙ্গলবার রাতে, দীর্ঘক্ষণ এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়। এরপর দ্রুত সমস্যার সমাধানের দাবিতে, মঙ্গলবার মধ্যরাতে হরিদেবপুরে মহাত্মা গান্ধী রোড অবরোধ করেন এলাকার বাসিন্দারা। প্রায় ৪৫ মিনিট অবরুদ্ধ থাকে মহাত্মা গাঁধী রোড। পরে হরিদেবপুর থানার পুলিশ এসে রাত দুটো নাগাদ অবরোধ তুলে দেয়। পুলিশ ও CESC কর্মীদের ঘিরেও বিক্ষোভ দেখান বাসিন্দারা। পরে এলাকায় বিদ্যুৎ সংযোগ ফিরে আসে। বিক্ষোভ দেখানোয় একজনকে আটক করেছে হরিদেবপুর থানার পুলিশ।
কলকাতায় ফের গাঁজা উদ্ধার বিবেকানন্দ পার্কের পাশে ৫টি ব্য়াগ ভর্তি গাঁজা উদ্ধার করল রবীন্দ্র সরোবর থানার পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। কে বা কারা মজুত করেছিল, কোথায় পাচারের উদ্দেশ্য ছিল, খতিয়ে দেখছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ।
একদিকে তীব্র গরম। অন্যদিকে চরমে জলসঙ্কট। পর্যাপ্ত পানীয় জলের দাবিতে রাঁচি-পুরুলিয়া রাজ্য সড়ক অবরোধ করলেন ঝালদা পুরসভার ২ ও ১১ নম্বর ওয়ার্ডের মহিলারা। বাসিন্দাদের অভিযোগ, এবিষয়ে পুরসভাকে বারবার জানালেও কোনও লাভ হয়নি। দাবি মানা না হলে ঝালদা অররুদ্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঝালদা থানার পুলিশ।
বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত চেঙ্গাইল স্টেশন লাগোয়া লাডলো মিল মার্কেট। আগুনের গ্রাসে স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে দেড়শর বেশি দোকান। গতকাল রাত দেড়টা নাগাদ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীদের দাবি, ইদ উপলক্ষে দোকানগুলিতে প্রচুর পরিমাণে জিনিসপত্র মজুত ছিল। হঠাৎ আগুন লাগায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। শুরুতে ব্যবসায়ী ও স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের ১০টি ইঞ্জিনের বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
আজও দক্ষিণবঙ্গের একাংশজুড়ে প্রবল তাপপ্রবাহের সতর্কতা। আগামী ২৪ ঘণ্টায় বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রামে প্রবল তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই এই পরিস্থিতি জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি, কিছুটা স্বস্তি দিয়ে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার দক্ষিণবঙ্গের ৮টি জেলায় হালকা বৃষ্টি হতে পারে।
নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে বড়ঞার তৃণমূল বিধায়ক। জীবনকৃষ্ণ সাহার ৮টি ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট ফ্রিজ করে দিল সিবিআই।
এর মধ্য়ে ৫টি বেসরকারি ও ৩টি সরকারি ব্যাঙ্ক অ্য়াকাউন্ট রয়েছে। ব্যাঙ্কে চিঠি পাঠিয়ে বন্ধ করে দেওয়া হল লেনদেন।
তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তৃণমূল বিধায়কের আপ্ত সহায়ক জেরায় কী দাবি করেছিলেন, তা নিয়ে চাঞ্চল্য়কর দাবি করা হয়েছিল রাজ্য় পুলিশের দুর্নীতি দমন শাখার রিপোর্টে। ৩০ মার্চ হাইকোর্ট রাজ্য় সরকারের কাছে জানতে চেয়েছিল, তাপস সাহাকে কেন গ্রেফতার করা হয়নি? এবার এই ঘটনার তদন্তভার গেল সিবিআইয়ের হাতে।
দক্ষিণবঙ্গের তিন জেলার পর এবার উত্তরবঙ্গে সংগঠন তৈরিতে জোর দিচ্ছে ISF। কোচবিহার শহরে প্রথমবার জেলা কমিটির বৈঠক করে, পঞ্চায়েত ভোটের রণকৌশল নিয়ে আলোচনা করল নৌশাদ সিদ্দিকির দল। তৃণমূলের কটাক্ষ, ভোট কাটার রাজনীতি করছে আইএসএফ। তৃণমূল, বিজেপি, দুই দলের বিরুদ্ধেই তাদের লড়াই। পাল্টা জবাব দিয়েছে আইএসএফ।
বিজেপি, কংগ্রেস, সিপিএম, কাউকে বুথে ঢুকতে দেবেন না। ঝাঁটাপেটা করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সতর্কবার্তার পরও, পঞ্চায়েত ভোটের মুখে বিরোধীদের উদ্দেশে এই হুঁশিয়ারি দিলেন কেশিয়াড়ির তৃণমূল বিধায়ক। পাল্টা জবাব দিয়েছে বিরোধী দলগুলিও।
টেন্ডার ছাড়াই বেআইনিভাবে এক সংস্থাকে সৌন্দর্যায়নের বরাত দেওয়ার অভিযোগ। কৃষ্ণনগর পুরসভার দেওয়া চল্লিশটি টেন্ডার বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ৭ দিনের মধ্যে বেআইনিভাবে বরাত পাওয়া সংস্থার লাগানো বিজ্ঞাপন, ব্যানার, হোর্ডিং খোলার নির্দেশ আদালতের। সংস্থা না সরালে বিজ্ঞাপন, ব্যানার, হোর্ডিং সরাবে কৃষ্ণনগর পুরসভা। নতুন করে টেন্ডার ডেকে কাজের বরাত দিতে হবে। নির্দেশ আদালতের।
বিধানসভাকে না জানিয়ে বিধায়ক গ্রেফতার, ক্ষুব্ধ অধ্যক্ষ। কেন জানানো হয়নি? প্রশ্ন তুলে পাল্টা সিবিআইকে চিঠি। চিঠির সঠিক জবাব না পেলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি।
'অমিত শাহের সঙ্গে কথা হয়েছে। তবে শাহ বা জেপি নাড্ডা কারুর সঙ্গে সাক্ষাৎ হয়নি। অমিত শাহ-জেপি নাড্ডার হাতে সুরক্ষিত বিজেপি।' দিল্লিতে এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মন্তব্য মুকুল রায়ের। 'পঞ্চায়েত ভোটে ভাল ফাইট দেবে বিজেপি', মন্তব্য কৃষ্ণনগর উত্তরের বিধায়কের। স্বেচ্ছায় দিল্লিতে গিয়েছেন। সুযোগ হলে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন। জানালেন মুকুল রায়।
প্রেক্ষাপট
অন্তর্ধান রহস্যের পর্দাফাঁস, বিজেপিতেই (BJP) ফিরছেন মুকুল (Mukul Roy) মুখ খুললেন এবিপি আনন্দে। বললেন, 'অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করব, নাড্ডার সঙ্গে দেখা করব। আমি বিজেপিতে যাব। শুভ্রাংশুর সঙ্গে ফোনেও কথা হয়েছে। ওর ও বিজেপিতে যাওয়া উচিত।' জোর করে নয়, স্বেচ্ছায় দিল্লি (Delhi) এসেছি। অপহরণের তত্ত্ব উড়িয়ে বিস্ফোরক। মমতার সামনে অভিষেকের কাছ থেকে উত্তরীয় পরেও তৃণমূলে ফেরার কথা অস্বীকার মুকুলের।
হঠাৎ ভ্যানিশ মুকুল। খোঁজ মিলল দিল্লিতেই। অপহরণের অভিযোগের তদন্তে রাজধানীতে বিধাননগর থানার পুলিশ। আগেই বয়ান রেকর্ড করল দিল্লি পুলিশ (Delhi Police)।
মুকুল-জল্পনার মধ্যেই বিস্ফোরক মদন (Madan Mitra)। বলেন, 'এটাওই মুকুলে কী করে কী হল, সিবিআইকে দেওয়া হোক। বলিয়ে নিতে পারে যে, কুড়িটা এমএলএর নাম দিচ্ছি। ওরা টাকা নিয়েছে। ওরা নাম বলিয়ে নিতে পারে।'
নিয়োগ দুর্নীতি ইস্য়ুতে শুভ্রাংশুর বিরুদ্ধে শুভেন্দুর (Suvendu Adhikari) ট্যুইটের দিনই আচমকা দিল্লিতে মুকুল। তুঙ্গে সেটিং জল্পনা।
তৃণমূলের জাতীয় তকমা হারাতেই শাহকে ফোন মমতার, বিস্ফোরক শুভেনদু। মিথ্যে, দাবি কুণালের।
গ্রেফতার পার্থ, মানিক, জীবনকৃষ্ণ। নিয়োগ দুর্নীতি মামলায় এবার তৃণমূল বিধায়ক (TMC MLA) তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্ত। নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার।
অসৎ উদ্দেশ্যে রাজ্য দুর্নীতি দমন শাখার আইও-র হাত বেঁধে রাখা হতে পারে। তাপস সাহাকে কেন গ্রেফতার করা হল না, স্পষ্ট নয়। তদন্তভার সিবিআইকে হস্তান্তর করে মন্তব্য হাইকোর্টের (Calcutta High Court)।
না জানিয়ে বড়ঞার তৃণমূল বিধায়ক গ্রেফতার। সিবিআইয়ের ভূমিকায় ক্ষুব্ধ অধ্যক্ষ। বলেন, 'ওদের চিঠি দেব। জবাব না পেলে পদক্ষেপ।'
গ্রেফতার জীবনকৃষ্ণ। সিবিআইয়ের (CBI) স্ক্যানারে সস্ত্রীক বড়ঞার তৃণমূল বিধায়কের সম্পত্তি। এখনও পর্যন্ত ১২টি অ্যাকাউন্টের হদিশ। সম্পত্তি অন্তত ১০ কোটির, দাবি সিবিআই সূত্রে।
২০১৪-য় চাকরি বিক্রির এজেন্ট হিসেবে কাজ জীবনকৃষ্ণের। মুর্শিদাবাদ ছাড়িয়ে জাল বিস্তার বীরভূমেও। বাড়িতেই ওয়াররুম বানিয়ে চাকরিবিক্রির লেনদেন! দাবি সিবিআই সূত্রে।
দুর্নীতিতে ইস্যুতে তোলপাড়ের মধ্যেই ভাঙড়ে পুড়ল কীসের নথি? তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা? ছুটে গেল সিবিআই। ছাই ঘেঁটে উদ্ধার কলকাতা, বাঁকুড়া, বিহারের সরকারি নথি, ব্ল্যাঙ্ক চেক, খবর সূত্রের।
দুর্নীতি নিয়ে দলের অস্বস্তি বাড়ালেন অর্জুন। দলের নামে কিছু লোক চুরি করছে বলেই সিপিএমের ক্ষমতা বাড়ছে বলে মন্তব্য ভাইরাল। প্রচারে থাকার চেষ্টা, পাল্টা সিপিএম।
ক্ষমতায় এলে সম্মানের সঙ্গে টাটাকে রাজ্যে ফেরাবে বিজেপি। সিঙগুরে মমতার পাল্টা সভা থেকে দাবি শুভেন্দুর। এতদিনে মনে হল? পাল্টা কটাক্ষ কুণালের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -