West Bengal News Live April 19: দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার মৃতদেহ উদ্ধার মৌলানা আজাদ কলেজের অধ্যাপকের
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে।
দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর অবশেষে মৃতদেহ উদ্ধার অধ্যাপকের। গতকাল সন্ধ্যায় হাঁটতে বেরিয়ে নিখোঁজ হয়ে যান মৌলানা আজাদ কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক অভিজিৎ শর্মা (৫১)। আজ সকালে উল্টোডাঙ্গা স্টেশনের কাছে তাঁর দেহ উদ্ধার হয়। ওই অধ্যাপক দমদম ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা।
শিক্ষাঙ্গনে হিংসা, শিক্ষকদের উপর আক্রমণের প্রতিবাদে পথে যাদবপুরের অধ্যাপক-পড়ুয়ারা। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে থানা হয়ে এইট বি মোড়ে ফিরে প্রতিবাদ মিছিল।
পাখির চোখ শিল্প। কাল থেকে শুরু হচ্ছে ২দিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। তৃতীয়বার ক্ষমতায় আসার পরে কাল থেকে প্রথম শিল্প সম্মেলন। বিনিয়োগ টানতে মরিয়া রাজ্য সরকার। কাল শিল্প সম্মেলনে থাকতে পারেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। ইতিমধ্যেই তাজপুর বন্দরে আগ্রহ দেখিয়েছে আদানি গোষ্ঠী।
প্রোমোটিং লড়াইয়ে বাঁশদ্রোণীতে শ্যুটআউট, গ্রেফতার ৩। দিনেদুপুরে প্রোমোটারের অফিসে ঢুকে গুলি, আহত ২। গ্রেফতার শম্ভু সর্দার, অরিজিৎ পোদ্দার, শেখ সাহিদ। বাঁশদ্রোণী, রিজেন্ট পার্ক এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। ধৃতদের কাছ থেকে পিস্তল উদ্ধার করল গুন্ডা দমন বাহিনী। দু’পক্ষের শ্যুটআউট, ২ প্রোমোটার মলয় দত্ত-বাচ্চা সিংহ গুলিবিদ্ধ।
মাওবাদী আতঙ্কে জঙ্গলমহলে জারি হয়েছে হাই অ্যালার্ট। জঙ্গলের ভিতরে চলছে নজরদারি। নজরদারি চালাচ্ছে বারিকুল থানার স্ট্রাকো বাহিনী।
মাঝগেড়িয়া জঙ্গলে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে টহল। তৈরি রাখা হয়েছে অ্যান্টি ল্যান্ডমাইন ভেহিকল।
বিজেপির বৈঠকে না ডাকায় ক্ষুব্ধ লকেট চট্টোপাধ্যায়। রাজ্য কর্মসূচিতে ব্রাত্য করে রাখার অভিযোগ লকেটের। ডাকা হয়নি, জানানোও হয়নি, অভিযোগ লকেটের। এরকম কোনও মিটিং হচ্ছে বলে জানিই না, দাবি লকেটের। "রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়।
‘যাদের কর্মসূচিতে দায়িত্ব, তাদেরই বৈঠকে আমন্ত্রণ’।" আমন্ত্রণ-বিতর্ক এড়িয়ে দাবি বিজেপির রাজ্য সভাপতির। লকেটের সঙ্গে পরে এবিষয়ে সুকান্তের ফোনে কথা।
অসহ্য গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, কার্শিয়ঙে হঠাৎ বৃষ্টি। দুপুর ৩টার সময় হঠাৎ কার্শিয়ঙের আকাশ কালো করে মেঘ। অন্যদিকে, গরম থেকে কিছুটা নিষ্কৃতি দিয়ে কাল থেকে শনিবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান, পশ্চিমাঞ্চলের এই পাঁচ জেলায় আরও ৪৮ ঘণ্টা তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। তাপমাত্রা ৪২-৪৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এবিপি আনন্দের খবরের জের। শেষপর্যন্ত দমদম আন্ডারপাসে পড়া থাকা ভবঘুরে ভর্তি হল আরজি করে। ফুটপাথে পড়ে আহত ভবঘুরেকে আরজি কর থেকে প্রত্যাখ্যানের অভিযোগ উঠেছিল। স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করে ট্রমা কেয়ারে ভর্তি করার ব্যবস্থা করা হয়।
কাল থেকে শুরু হচ্ছে ২দিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। মিলন মেলায় বিশ্ব বাংলা প্রাঙ্গণে প্রস্তুতি বৈঠকে মুখ্যমন্ত্রী। ১৪টি দেশের প্রতিনিধির সঙ্গে আলাপচারিতা করলেন মুখ্যমন্ত্রী। ব্রিটেন, জাপান, বাংলাদেশ, কেনিয়ার প্রতিনিধিদের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী। এবারের সম্মেলনে থাকছে ব্রিটেনের ৪৯জন প্রতিনিধি। আসার কথা আম্বানি, আদানির। আজ নৈশভোজে আমন্ত্রণ রাজ্যপালকেও। কাল উদ্বোধনী অনুষ্ঠানেও থাকার আমন্ত্রণ। তবে শেষ পর্যন্ত বাণিজ্য সম্মেলনে আসছেন না প্রধানমন্ত্রী, খবর সূত্রের।
১৫ এপ্রিল নিমতায় চিকিৎসক নিগ্রহ, বাড়ি ভাঙচুর। বিনা চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগে অগ্নিগর্ভ হয়ে ওঠে নিমতা। আতঙ্কে ১৫ এপ্রিলের পর থেকে বাড়িছাড়া চিকিৎসক গৌরব রায়। আজ চিকিৎসক সংগঠন যায় গৌরব রায়ের বাড়িতে যায়। চিকিৎসককে পুলিশি নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়। চিকিৎসক সংগঠনের সহযোগিতায় বাড়ি ফিরলেন চিকিৎসক। অবশেষে পুলিশি নিরাপত্তা পেলেন চিকিৎসক। বাড়ির বাইরে মোতায়েন র্যাফ।
ফলতায় সস্ত্রীক ইঞ্জিনিয়ারকে বেধড়ক মার, তৃণমূল নেতার জামিন। ডায়মন্ড হারবার আদালতে আত্মসমর্পণের পরে নেতার জামিন। আদালতে আত্মসমর্পণের পরে তৃণমূল পঞ্চায়েত প্রধানের জামিন। জামিন-অযোগ্য ধারা যুক্ত করার পুলিশের আবেদনও আদালতে খারিজ
ময়নাগুড়িতে নাবালিকাকে ‘ধর্ষণের পর হুমকি’, আরও গ্রেফতার। হুমকি দেওয়ার অভিযোগে আরও ১জন গ্রেফতার। ধৃত ২জনকে জেরা করে ময়নাগুড়ি থেকেই গ্রেফতার। উত্তরবঙ্গ মেডিক্যালে এখনও নাবালিকার অবস্থা সঙ্কটজনক।
এন্টালিতে চিটফান্ডের পর্দাফাঁস। কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে নাসিক থেকে গ্রেফতার। গ্রেফতার চিটফান্ডের কিংপিন লিজা মুখোপাধ্যায়। কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে লালবাজার। স্কুল, বিউটি পার্লার, ট্রেনিং ইনস্টিটিউট, গিফট শপের নামে ‘প্রতারণা’। সাধারণ মানুষের কোটি কোটি আত্মসাতের অভিযোগ। ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হবে অভিযুক্তকে। চিটফান্ডের সঙ্গে কাদের যোগ ? তদন্তে লালবাজার
জি ডি বিড়লা স্কুলের নোটিস খারিজ। গত ৯ এপ্রিলের নোটিস খারিজ করে দিল আদালত। কাল থেকে সব পড়ুয়াকে স্কুলে ঢুকতে দিতে হবে বলে নির্দেশ দিয়েছে
কলকাতা হাইকোর্ট। প্রসঙ্গত, বকেয়া না মিটলে স্কুলে ঢুকতে দেওয়া হবে না বলে নোটিস দিয়েছিল স্কুল।
আনারুলদের গাইড করছে আশিস বন্দ্যোপাধ্যায়, বিস্ফোরক মিহিলাল। আনারুল, লালনরা জেলের মধ্যে সব সুবিধে পাচ্ছে। আনারুলদের জন্য জেলের মধ্যে এলাহি ব্যবস্থা করেছে। ‘বিনা অপরাধে নিহতদের পরিবারের লোকজনকে সেলে রেখেছে’। ‘আনারুলকে গাইড করছে তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়’। ‘আশিস বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাইপো এসব করছে’। ভোটের সময় এসেছিলেন, পরে সাহায্য চাইতে গেলে তাড়িয়ে দেয়’। রামপুরহাট হত্যাকাণ্ডে বিস্ফোরক অভিযোগ প্রত্যক্ষদর্শী মিহিলালের।
ভোটে ভরাডুবি, বিদ্রোহ থামাতে আন্দোলনের পথে বিজেপি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে কলকাতায় মিছিলের ডাক। ২ মে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমনি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল। ৭ মে দলের নিহত নেতা-কর্মীদের বাড়ি যাওয়ার কর্মসূচি। ৮, ৯ মে রাজ্যের ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিলের ডাক বিজেপির । ১০ মে নিহত নেতা-কর্মীদের পরিবারকে আনা হবে কলকাতায়
দিল্লির জাহাঙ্গিরপুরী হিংসায় বাংলা-যোগ । সুখেন সরকার, সুরেশ, সুজিত-সহ একই পরিবারের ৫জন গ্রেফতার। হলদিয়ায় বাড়ি দিল্লিকাণ্ডের মাস্টারমাইন্ড মহম্মদ আনসারের । বাংলাদেশ থেকে লোক আনত আনসার, সন্দেহ পুলিশের। তদন্তে বাংলায় আসতে পারে দিল্লি পুলিশের বিশেষ দল। লোহার ছাঁটের ব্যবসায় থেকে কয়েক বছরেই কোটিপতি আনসার। পাকড়াও করে নিয়ে যাওয়ার সময় আনসারের পুষ্পা স্টাইল। আনসারের বিলাসবহুল জীবন নিয়ে তদন্তে দিল্লি পুলিশ। ‘১৫দিন আগেও হলদিয়ায় গ্রামের বাড়িতে এসেছিল মূল অভিযুক্ত আনসার’। ‘অসমের বাসিন্দা হলেও হলদিয়ায় শ্বশুরবাড়ির কাছে বাড়ি করে আনসার’। ‘৪-৫ বছর ধরে দিল্লিতে থাকলেও, মাঝেমধ্যেই হলদিয়া আসত আনসার’। জাহাঙ্গিরপুরী হিংসার তদন্তে রাজ্যে আসার প্রস্তুতি নিচ্ছে দিল্লি পুলিশ: সূত্র
ফলতায় সস্ত্রীক ইঞ্জিনিয়ারকে মার, আদালতে অভিযুক্তের আত্মসমর্পণ। কোর্টে আত্মসমর্পণ করে জামিনের আবেদন তৃণমূল পঞ্চায়েত প্রধানের। ডায়মন্ড হারবার আদালতে দেবীপুরের তৃণমূল নেতা সনাতন প্রামাণিক। ‘তোলা’ না দেওয়ায় সস্ত্রীক ইঞ্জিনিয়ারকে মার, মূল অভিযুক্ত পঞ্চায়েত প্রধান। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা যুক্ত করতে চেয়ে আবেদন পুলিশের । আগে জামিন-যোগ্য ধারা, এবার জামিন অযোগ্য ধারা যুক্তের আবেদন পুলিশের।
দিনেদুপুরে খাস কলকাতায় চলল গুলি। বাঁশদ্রোণীর ব্রহ্মপুর এলাকায় রিয়েল এস্টেট ব্যবসায়ীর অফিসে ঢুকে গুলি। পাল্টা গুলিতে জখম হামলাকারীও। ব্যবসায়ীর বিরুদ্ধে গুলি চালানোর পাল্টা অভিযোগ। ব্যবসায়ী মলয় দত্তর দাবি, সকালে তাঁর অফিসে আসেন প্রোমোটার বিশ্বনাথ সিং ওরফে বাচ্চা। ওই প্রোমোটারের কাছে আগে কাজ করতেন ওই ব্যবসায়ী। অভিযোগ, কেন কাজ ছেড়েছেন এই প্রশ্ন তুলে আগ্নেয়াস্ত্র বের করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন ওই প্রোমোটার। কোনওক্রমে পালিয়ে অটোয় চড়ে এম আর বাঙুর হাসপাতালে আসেন গুলিবিদ্ধ ব্যবসায়ী। ব্যবসায়ীর বুকের ওপর ডানদিকের কাঁধের নীচে গুলি লাগে। পরে তাঁকে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়। গুলিবিদ্ধ অভিযুক্ত বাচ্চা সিং-ও। তাঁকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ব্যবসায়িক রেষারেষি নাকি পুরনো শত্রুতা খতিয়ে দেখছে পুলিশ
আনিস খান মামলার তদন্ত শেষ। হায়দরাবাদ থেকে রিপোর্ট চলে এসেছে। আদালতে ৮২ পাতার রিপোর্ট জমা দিল রাজ্য।
মেদিনীপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতির অনীহায় টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরির কাজ শুরু হচ্ছে না। এমনই অভিযোগ মেদিনীপুরের ২২ নম্বর ওয়ার্ডের দুই বাসিন্দার। পুরসভায় লিখিত অভিযোগ জানিয়েছেন তাঁরা। মানতে নারাজ তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
শিক্ষকের অভাবে ধুঁকছে দক্ষিন দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের তুলট উচ্চ বিদ্যালয়। স্কুলের পঠনপাঠন শিকেয় ওঠার জোগাড়। মাত্র ৪ জন শিক্ষক নিয়ে জোড়াতালি দিয়ে চলছে ক্লাস। সমস্যা খতিয়ে দেখে দ্রুত নিয়োগের আশ্বাস দিয়েছেন জেলার স্কুল পরিদর্শক। স্কুলের বেহাল দশা নিয়ে তুঙ্গে শাসক-বিরোধী তরজা।
যাদবপুরে অডিওকাণ্ডে নতুন বিতর্ক। অভিযুক্তের বিরুদ্ধে আপাতত ব্যবস্থা নেওয়ার ভাবনা নেই। ‘ক্ষমা চাওয়ার কথা বলব অভিযুক্তকে’। অডিওকাণ্ডের প্রেক্ষিতে জানালেন সহ-উপাচার্য। ‘ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই’। ষড়যন্ত্রের তত্ত্ব এনে দাবি অভিযুক্ত টিএমসিপি নেতার। এই ঘটনার প্রেক্ষিতে উপাচার্যকে চিঠি শিক্ষক সংগঠন জুটার। ‘এরপর শিক্ষকদের কিছু হলে দায় কে নেবে ?’ চিঠিতে প্রশ্ন জুটার।
গাড়ি ব্যবসায়ীর বাড়িতে অভিযানে গিয়ে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ব্যবসায়ীর স্ত্রীকে মারধর, ভাঙচুর, টাকা লুঠেরও অভিযোগ। মালদার বৈষ্ণবনগরের শরিয়তটোলার ঘটনা। মারামারির ঘটনায় গাড়ি ব্যবসায়ীর বাড়িতে শুক্রবার অভিযানে যান বৈষ্ণবনগর থানার এএসআই নইমুদ্দিন শেখ। ব্যবসায়ীর অনুপস্থিতিতে পুলিশ তাঁর বাড়িতে তাণ্ডব চালায় বলে অভিযোগ। অভিযুক্ত পুলিশ অফিসার ফোন ধরেননি। ঘটনার তদন্ত শুরু হয়েছে, জানিয়েছে জেলা পুলিশ। পশ্চিমবঙ্গের পুলিশ দুর্নীতিগ্রস্ত, দাবি বিজেপির। আইনশৃঙ্খলা পরিস্থিতি গোটা দেশে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলা, পাল্টা দাবি তৃণমূলের।
রাজ্যের ৫ ধর্ষণ, গণধর্ষণ এবং ধর্ষণের চেষ্টার ঘটনায় কেস ডায়েরি তলব আদালতের। একইসঙ্গে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্টও চাইল আদালত। আগামী ২২ শে এপ্রিলের মধ্যে রিপোর্ট এবং কেস ডায়রি পেশ করার নির্দেশ। নির্যাতিতার পরিবার এবং সাক্ষীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যকে নির্দেশ আদালতের। ময়নাগুড়ি, নেত্রা, নামখানা, শান্তিনিকেতন ও পিংলা এই ৫ টি ঘটনায় আদালতের হস্তক্ষেপ। পুলিশি তদন্ত, সাক্ষীদের নিরাপত্তা নিয়ে আদালতে সংশয় প্রকাশ মামলাকারীদের।
বাঁশদ্রোণীতে চলল গুলি। স্থানীয় সূত্রে খবর, একজন গুলিবিদ্ধ। ঘটনাস্থলে বাঁশদ্রোণী থানার পুলিশ।
এন্টালিতে চিটফান্ডের পর্দাফাঁস। সুরেশ সরকার রোডে অফিস বানিয়ে ‘প্রতারণা’। কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগ। তদন্তে নেমে সিট গঠন করে লালবাজার। গতকাল নাসিক থেকে গ্রেফতার মূল অভিযুক্ত। মূল অভিযুক্তর নাম লিজা মুখোপাধ্যায়।
হাঁসখালি ধর্ষণ মামলায় প্রত্যক্ষদর্শীদের এবং নির্যাতিতার পরিবারের নিরাপত্তা চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে হাইকোর্টে দ্রুত শুনানির আবেদন জনস্বার্থ মামলাকারী আইনজীবী অনিন্দ্যসুন্দর দাসের। বিবেচনা করে দেখার আশ্বাস প্রধান বিচারপতির। হাঁসখালিকাণ্ডে আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
নাবালিকাকে কটূক্তির প্রতিবাদ করায় মা, দুই দিদি ও দাদাকে মারধরের অভিযোগ। ক্যানিংয়ের ঘটনা। অভিযোগ, স্কুল যাতায়াতের পথে নাবালিকাকে উত্যক্ত করত প্রতিবেশী যুবক। কুপ্রস্তাবও দেওয়া হত। গতকাল একই ঘটনা ঘটলে প্রতিবাদ জানান নাবালিকার মা, দুই দিদি ও দাদা। অভিযুক্তরা মেরে নাবালিকার মা ও দিদির মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। আক্রান্ত দুই মহিলা হাসপাতালে ভর্তি। ক্যানিং থানায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা পলাতক।
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বিজেপি কর্মীর জামাইয়ের বিরুদ্ধে। খুনের পর আত্মসমর্পণ করেন অভিযুক্ত বিজেপি কর্মী। পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা বলে দাবি পুলিশ সূত্রে।
‘লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রীর প্রভাব পড়েছে বাংলার ভোটারদের মনে’। ‘দুয়ারে সরকারের মাধ্যমে সুবিধা পাওয়ায় প্রভাবিত হয়েছেন ভোটাররা’। আসানসোল লোকসভার উপ নির্বাচনে পরাজয়ের পর ট্যুইট জিতেন্দ্র তিওয়ারির। বিজেপি নেতার ট্যুইটে অস্বস্তিতে পদ্ম শিবির। ‘গত বছর ভোট পরবর্তী হিংসায় ভীত ভোটাররা বিরোধীদের ভোট দিতে যেতে ভয় পেয়েছেন’। ট্যুইটে অভিযোগ জিতেন্দ্র তিওয়ারির।
বীরভূমের মল্লারপুরে বিজেপি সমর্থকের রহস্যমৃত্যু। গ্রামের বাইরে গাছে ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম পূর্ণচন্দ্র লাহা। বাড়ি মল্লারপুরের বড় তুড়িগ্রামে। পরিবারের অভিযোগ, এক আত্মীয় সুদে টাকা ধার করে পালিয়ে যাওয়ায় মাসদুয়েক আগে বিজেপি সমর্থককে হুমকি দেয় পাওনাদার। মল্লারপুর থানায় অভিযোগও দায়ের হয়। পরিবারের দাবি, গতকাল সন্ধে ৭টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান ওই বিজেপি সমর্থক। এরপর আজ সকালে গ্রামের বাইরে পুকুরের ধারে তাঁর গাছে ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। পাওনাদারই খুন করে ঝুলিয়ে দিয়েছে বলে পরিবারের অভিযোগ। হেমতাবাদের বিজেপি বিধায়কের মতোই পরিণতি, তাই রাজনৈতিক অভিসন্ধির গন্ধ পাওয়া যাচ্ছে বলে দাবি বিজেপির। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
চড়চড় করে বাড়ছে মুরগির মাংসের দাম। সরকারি ন্যায্য মূল্যের দোকানে বিক্রি হচ্ছে কেজি প্রতি ২২৫ টাকায়। খোলা বাজারে দাম ২৩০ থেকে আড়াইশো টাকায়। পাইকারি বাজারে মুরগির মাংস বিক্রি হচ্ছে ১৪০ থেকে দেড়শো টাকায়। সব মিলিয়ে গরমে মুরগির দাম বেড়েছে। বিক্রেতারা জানিয়েছেন, গরমে মুরগির জোগান কমায় বেড়েছে দাম। দামের ঠেলায় টান পড়েছে মধ্যবিত্তের পকেটে।
আগামী ২০ মে হাজিরা দিতে হবে শুভেন্দু অধিকারীকে। কুণাল ঘোষের দায়ের করা মানহানির মামলায় নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। আদালত সূত্রে খবর, শীঘ্রই রাজ্যের বিরোধী দলনেতাকে সমন পাঠানো হবে। আদালতে এদিন রেকর্ড করা হয় কুণাল ঘোষের বয়ান।
অসহ্য গরম থেকে মিলবে নিষ্কৃতি? আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। কাল থেকে শনিবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা। হতে পারে কালবৈশাখীও। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি, আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান, পশ্চিমাঞ্চলের এই পাঁচ জেলায় আরও ৪৮ ঘণ্টা তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। তাপমাত্রা ৪২-৪৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল বাড়িওয়ালার আত্মীয়ের বিরুদ্ধে। গ্রেফতার অভিযুক্ত। নির্যাতিতার পরিবারের দাবি, শনিবার রাতে সিলিং ফ্যান খারাপ হয়ে যাওয়ায় বাড়িওয়ালার ঘরে ঘুমোতে যান ১৯ বছরের তরুণী। অভিযোগ, সেইসময় বাড়িমালিকের আত্মীয় তাঁকে ধর্ষণ করে।পুলিশ জানিয়েছে, ধৃত হরিয়ানার ফরিদাবাদের বাসিন্দা।
আমাদের কর্মীদের কিছু মন্তব্য বা বিবৃতি নিয়ে ওঁরা চিন্তিত। অথচ তৃণমূল নেতাদের বাড়ির সামনে ইট পড়ছে, বোমা পড়ছে।পুরনো নেতারা হতাশ। এমনকি খুনোখুনিও হচ্ছে। সৌগত রায়ের বাড়ির সামনে সিন্ডিকেট তাণ্ডব নিয়ে তৃণমূলকে নিশানা দিলীপ ঘোষের।
মুখ্যমন্ত্রী তিনমাস আগে প্রধানমন্ত্রীকে মৌখিকভাবে বললেও আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি। বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর না আসা প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের।
বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভা দুটি কেন্দ্রে উপনির্বাচনে ভরাডুবির পর জেলায় জেলায় বিদ্রোহ ঠেকাতে আজ বৈঠকে বসছে বিজেপি রাজ্য নেতৃত্ব। সুকান্ত মজুমদারের বেলা ১২টায় বৈঠক রাজ্য নেতৃত্ব। সুকান্ত জেলা পর্যবেক্ষক ও জেলা সভাপতিদের। মূত দক্ষিণবঙ্গেক উপস্থিত থাকবেন।
শহরে ফের আক্রান্ত প্রতিবাদী, দেশি বন্দুকের বাটের মারে ফাটল মাথা। হুকিং করে বিদ্যুৎ চুরির প্রতিবাদ করায় আক্রান্ত যুবক। ঘটনাটি ঘটেছে নারকেল ডাঙা থানা এলাকার কসাই বস্তির সেকেন্ড লেনে। মহম্মদ ওয়াসিম নামে ওই যুবক বিদ্যুৎ চুরির প্রতিবাদ করায় স্থানীয় মহম্মদ শাহিদ নামে এক যুবক হামলা চালায় বলে অভিযোগ।
উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় তৃণমূলের এক অঞ্চল সভাপতিকে কোপানোর অভিযোগ উঠল তাঁরই খুড়তুতো ভাইয়ের বিরুদ্ধে। তৃণমূলের বেগুম ২ নম্বর অঞ্চলের সভাপতি কল্যাণ দত্তকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে কলকাতার অ্যাপোলো হাসপাতালে। গতকাল রাতে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে দাবি, বেআইনিভাবে পুকুর ভরাটের প্রতিবাদ করেছিলেন ওই তৃণমূল নেতা। সেই নিয়ে বচসার জেরেই তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকেই কল্যাণের খুড়তুতো ভাই জয়দীপ দত্ত পলাতক। গোবরডাঙা থানায় দায়ের হয়েছে অভিযোগ।
ধানতলাকাণ্ডে অভিযোগ বদল ঘিরে, আগেই বিতর্ক তৈরি হয়েছিল। এই আবহে সামনে আসা ভাইরাল অডিও ক্লিপে শোনা গেছে, সেই অভিযোগ বদল সংক্রান্ত কথোপকথন। কণ্ঠস্বর তাঁদের বলে স্বীকার করে নিয়েছেন দুই বিজেপি নেতা। বিষয়টা মেনে নিয়েছেন রানাঘাটের বিজেপি সাংসদও। এনিয়ে বিজেপিকে আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল।
সদ্য হওয়া দুটো উপনির্বাচনেই ভরাডুবি হয়েছে বিজেপির। আর তারপর থেকেই বিজেপিতে ছড়াচ্ছে বিদ্রোহের আগুন। মুর্শিদাবাদ, নদিয়া, জলপাইগুড়ি থেকে আসানসোল। কোথাও দলীয় পদ থেকে ইস্তফা দিচ্ছেন বিধায়ক ও নেতারা। কোথাও আবার বিজেপি নেতা ফেসবুকে নেতৃত্বকে তুলোধনা করছেন।
প্রেক্ষাপট
কলকাতা: বেহালায় তাণ্ডবের (Behala Clash) রেশ এখনও কাটেনি। তার মধ্যেই সিন্ডিকেট-সংঘর্ষে উত্তপ্ত হল লেক গার্ডেন্স। যে বাড়ি ভাঙা নিয়ে বিবাদের সূত্রপাত, সেই বাড়িটি সৌগত রায়ের (Saugata Roy) দু’টি বাড়ির পরেই। ঘটনার পর, ফোন করে পুলিশ ডাকেন তৃণমূল (TMC) সাংসদ। তিনি জানিয়েছেন, বখরা নিয়েই মারামারি।
সৌগত রায়ের বাড়ির পাশেই সিন্ডিকেট সংঘর্ষ
স্থানীয় সূত্রে খবর, এই বাড়ি ভাঙাকে কেন্দ্র করেই যাবতীয় গণ্ডগোলের সূত্রপাত। সাংসদ সৌগত রায়ের দু’টি বাড়ির পর একটি বাড়ি ভাঙা হয় এবং তাকে ঘিরেই সংঘর্ষ বাধে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, আগে থেকে ধারাল অস্ত্র মজুত করে রাখা হয়েছিল। পিছনের গলিতেই অভিনেত্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়ি। গলির অন্য দিকে বাড়ি টালিগঞ্জের অভিনেতা-অভিনেত্রীদের। এই ঘটনায় বেরোতে হয় সৌগত রায়কে। এলাকা ঘুরে দেখেন তিনি। বাম-কংগ্রেস আমলেও এমন ঘটনা দেখেননি বলে জানান সৌগত।
অন্য দিকে, নার্সারির জমিতে মাটি ফেলার কাজের জন্য ২ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। টাকা না দেওয়ায় ফলতায় এক ইঞ্জিনিয়ার ও তাঁর স্ত্রীকে, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ভাইরাল ভিডিওতে ধরা পড়েছে সেই ভয়ঙ্কর দৃশ্য। তৃণমূলের পঞ্চায়েত প্রধান অবশ্য এই অভিযোগকে মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন।
উত্তর ২৪ পরগনার খড়দার পুরানি বাজারে দুষ্কৃতী দৌরাত্ম্য। কয়েকজন ব্যবসায়ী ও এক ক্রেতাকে ধারাল অস্ত্রের কোপ এক দুষ্কৃতীর। ব্যবসায়ীদের অভিযোগ, তোলা না পেয়েই হামলা চালানো হয়েছে। প্রতিবাদে গতকাল দোকান বন্ধ রেখেছিলন ব্যবসায়ীরা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তর খোঁজে তল্লাশি চলছে।
উপনির্বাচনে পরাজয়ের পর বিদ্রোহের আগুন বিজেপি-তে
এ দিকে, উপনির্বাচনের পর বিরোধী দল বিজেপি-র অন্দরে ফের বিদ্রোহের আগুন। মুর্শিদাবাদ, নদিয়া, জলপাইগুড়ি থেকে আসানসোল। কোথাও দলীয় পদ থেকে ইস্তফা দিচ্ছেন বিধায়ক ও নেতারা। কোথাও আবার বিজেপি নেতা ফেসবুকে নেতৃত্বকে তুলোধনা করছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -