West Bengal News Live : যাদবপুরকাণ্ডে আরও গ্রেফতার, এবার জালে আরেক প্রাক্তনী !

জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবর এক নজরে।

ABP Ananda Last Updated: 20 Aug 2023 12:04 AM
West Bengal News Live : যাদবপুরের নতুন অন্তর্বর্তী উপাচার্য হলেন অঙ্কের অধ্যাপক বুদ্ধদেব সাউ

র‍্যাগিং কাণ্ডে তোলপাড়ের মধ্যেই অন্তর্বর্তী উপাচার্য পেল যাদবপুর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য। যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য হলেন বুদ্ধদেব সাউ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অঙ্কের অধ্যাপক বুদ্ধদেব সাউ।

Jadavpur Univertsity News Live : যাদবপুরকাণ্ডে আরও গ্রেফতার, এবার জালে আরেক প্রাক্তনী ! গেট বন্ধ করে হস্টেলে পুলিশকে ঢুকতে বাধা দেওয়ার মামলায় গ্রেফতার জয়দীপ ঘোষ

যাদবপুরকাণ্ডে আরও গ্রেফতার, এবার জালে আরেক প্রাক্তনী ! পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে গ্রেফতার জয়দীপ ঘোষ
যাদবপুরের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিভাগের প্রাক্তনী জয়দীপ। গেট বন্ধ করে হস্টেলে পুলিশকে ঢুকতে বাধা দেওয়ার মামলায় গ্রেফতার । কর্তব্যরত পুলিশের কাজে বাধা দেওয়ায় জামিন অযোগ্য ধারায় মামলা। ৯ অগাস্টের রাতে ৩তলা থেকে ছাত্রের পড়ে যাওয়ার খবর পেয়ে যায় পুলিশ। বিশ্ববিদ্যালয়ের হস্টেলের মেন গেট বন্ধ থাকায় ভিতরে ঢুকতেই পারেনি পুলিশ ! হস্টেলে ঢুকতে বাধা, পরে ট্যাক্সি অনুসরণ করে হাসপাতালে পৌঁছয় পুলিশ। 

West Bengal News Live Updates : কালনার দাপুটে তৃণমূল নেতা, পেশায় প্রধান শিক্ষককে ৬৫ কিলোমিটার দূরের স্কুলে বদলি

বিদ্যালয়ে গড়হাজির! কিন্তু পুরসভায় হাজির! এমনই অভিযোগ উঠেছিল পূর্ব বর্ধমানের কালনার দাপুটে তৃণমূল নেতা, পুরসভার ভাইস চেয়ারম্যান এবং পেশায় প্রধান শিক্ষক তপন পোড়েলের বিরুদ্ধে। এবার তাঁকে ৬৫ কিলোমিটার দূরের স্কুলে বদলি করে দিল জেলা প্রাথমিক শিক্ষা দফতর। 

West Bengal News Live : 'কিছু মানুষ রাজনীতিকে সামনে রেখে নিজের স্বার্থ চরিতার্থ করেন' মন্তব্য বিমান বন্দ্যোপাধ্যায়ের

'রাজনীতিকদের নিয়ে মানুষের মনে বিরূপ ধারণা তৈরি হয়েছে। কিছু মানুষ রাজনীতিকে সামনে রেখে নিজের স্বার্থ চরিতার্থ করেন', মহাজাতি সদনের অনুষ্ঠানে মন্তব্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। স্পিকারের সঙ্গে একসুর তৃণমূল সাংসদ জহর সরকারের। আমার স্ত্রীও প্রশ্ন করে, আমি রাজনীতিতে এলাম কেন, মন্তব্য জহর সরকারের। 

West Bengal News Live Updates : বিধাননগর স্টেশনে ধুন্ধুমার

টিকিট না থাকায়, মহিলা যাত্রীকে আটকানোর অভিযোগ ঘিরে বিধাননগর স্টেশনে ধুন্ধুমার। স্টেশন চত্বরে ভাঙচুর, টিকিট পরীক্ষকদের মারধরের অভিযোগ উঠল যাত্রীদের বিরুদ্ধে। এক মহিলা-সহ তিন রেল কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। শিয়ালদা জিআরপি-তে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। 

West Bengal News Live Updates : বিধাননগর স্টেশনে ধুন্ধুমার

টিকিট না থাকায়, মহিলা যাত্রীকে আটকানোর অভিযোগ ঘিরে বিধাননগর স্টেশনে ধুন্ধুমার। স্টেশন চত্বরে ভাঙচুর, টিকিট পরীক্ষকদের মারধরের অভিযোগ উঠল যাত্রীদের বিরুদ্ধে। এক মহিলা-সহ তিন রেল কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। শিয়ালদা জিআরপি-তে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। 

West Bengal News Live : নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়দের আরও ১৪ দিনের জেল হেফাজত

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়দের আরও ১৪ দিনের জেল হেফাজত। জেলেই থাকতে হবে পার্থ, কল্যাণময়, অশোক সাহাদের। জামিন পেলেন নাইসার তৎকালীন ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রি দাস। চাকরি কেনার অভিযোগে জেলে যাওয়া মুর্শিদাবাদের ৪ শিক্ষকেরও জামিন। সিবিআই চার্জশিটে সাক্ষী হিসেবে নাম রয়েছে এই ৪ শিক্ষকের। আলিপুরের সিবিআই আদালতের নির্দেশে এই ৪ শিক্ষককে জেলে পাঠানো হয়। তদন্তে সহযোগিতার আশ্বাসের পর ৪ শিক্ষককে জামিন দিল আদালত। 


 

West Bengal News Live Updates : গরুপাচার মামলা দিল্লিতে নিয়ে যেতে চেয়ে বিচারকের প্রশ্নের মুখে ইডি

গরুপাচার মামলা দিল্লিতে নিয়ে যেতে চেয়ে বিচারকের প্রশ্নের মুখে ইডি। আসানসোলে সিবিআই আদালতের কড়া প্রশ্ন ইডির আইনজীবীকে। 'এই মামলাটি আপনারা তদন্ত করছেন কোন অধিকারে? কেন্দ্রীয় সরকার কি আপনাদের কোনও ক্ষমতা দিয়েছে?', ইডি-কে প্রশ্ন বিচারকের। বিচারকের প্রশ্নবাণে কার্যত অসহায় আত্মসমর্পণ ইডি-র আইনজীবীর। 'তাহলে আপনারা কী ভাবে ইচ্ছে মতো কোনও আদালতে মামলা নিয়ে যেতে চাইছেন? ইডি কি এভাবে অন্য এজেন্সির মামলা ইচ্ছে মতো আদালতে স্থানান্তর করতে আবেদন করতে পারে ? ৫০০ সাক্ষীকে নিয়ে অন্য আদালতে মামলা স্থানান্তর করলে বিচারে দেরি হবে', ইডি-র উদ্দেশে কড়া মন্তব্য বিচারক রাজেশ চক্রবর্তীর। বিচারকের প্রশ্নবাণের মুখে আদালতের কাছে সময় চান ইডি-র আইনজীবী। মামলার পরবর্তী শুনানি ২ সেপ্টেম্বর। 

West Bengal News Live : ৩ দশক পর তৃণমূলের হাতছাড়া দক্ষিণ ২৪ পরগনার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত

৩ দশক পর তৃণমূলের হাতছাড়া দক্ষিণ ২৪ পরগনার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে বোর্ড গঠন করল বিজেপি। পুলিশ কর্মীর অভাব দেখিয়ে বোর্ড গঠন স্থগিত রাখে প্রশাসন। আদালতের নির্দেশে বোর্ড গঠন প্রক্রিয়া কার্যকর করল প্রশাসন। বোর্ড গঠন করল বিজেপি। 

West Bengal News Live Updates : এক মহিলার অস্বাভাবিক মৃত্যু ঘিরে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের আমতলায় ধুন্ধুমার

এক মহিলার অস্বাভাবিক মৃত্যু ঘিরে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের আমতলায় ধুন্ধুমার। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে খুন করে গোপনে দেহ সৎকারের চেষ্টার অভিযোগ। শ্মশান থেকে দেহ নিয়ে এসে থানার সামনে বিক্ষোভ পরিজনদের, অভিযুক্তর দোকান ভাঙচুর। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ওষুধ ব্যবসায়ীকে।

West Bengal News Live :গোবর গ্যাসের ট্যাঙ্ক থেকে উদ্ধার হল নিখোঁজ গৃহবধূর গলার নলি কাটা দেহ

বাঁকুড়ার শালতোড়ায় প্রতিবেশীর বাড়ির গোবর গ্যাসের ট্যাঙ্ক থেকে উদ্ধার হল নিখোঁজ গৃহবধূর গলার নলি কাটা দেহ। খুনের অভিযোগে শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। পণের দাবি মেটাতে না পারায় খুন, অভিযোগ মৃতের পরিবারের। স্বামীকেও আটক করেছে পুলিশ। 

West Bengal News Live Updates : নদিয়ার ছাত্র পড়ে যাওয়ার ৫ মিনিটের মধ্যে জেনারেল বডি-র মিটিং ডাকে সৌরভ

যাদবপুরকাণ্ডে ধৃতদের জেরায় উঠে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য। 'নদিয়ার ছাত্র পড়ে যাওয়ার ৫ মিনিটের মধ্যে জেনারেল বডি-র মিটিং ডাকে সৌরভ, হস্টেল ক্যাম্পাসের মধ্যেই খোয়ার মাঠে প্রথম জিবি সৌরভের'। ৯ অগাস্ট রাত ১১.৪৫-এ পড়ে যায় ছাত্র, ৫ মিনিটের মধ্যে ডাকা হয় জিবি।
'কোনও প্রশ্ন নয়, যা বলছি শুনতে হবে, জুনিয়রদের ধমক দিয়ে বলে সৌরভ। পুলিশকে কী বলতে হবে, ছাত্রদের বয়ান ঠিক করে দেয় সৌরভ। ধৃত নাসিম আখতারকে হাসপাতালের পরিস্থিতি জানতে পাঠায় সৌরভ চৌধুরী'। সৌরভের শেখানো বুলি পুলিশের জেরায় বলছে ধৃতরা: সূত্র।


পুলিশের স্ক্যানারে মৃত পড়ুয়া ও ধৃতদের মোবাইল ফোন। মৃত্যুর আগে র‍্যাগিংয়ের কথা কি কাউকে মেসেজ বা হোয়াটসঅ্যাপে জানিয়েছিলেন ওই পড়ুয়া ? করে থাকলে সেই মেসেজ বা হোয়াটসঅ্যাপ চ্যাট কি ডিলিট করে দেয় অভিযুক্তরা ? ঘটনার পর নিজেদের মধ্যে কী কোনও তথ্য আদানপ্রদান করে অভিযুক্তরা ? জানতে মৃত পড়ুয়া ও ধৃতদের মোবাইল ফোনের ফরেন্সিক পরীক্ষা করছে পুলিশ। সহযোগিতা নেওয়া হয়েছে কলকাতা পুলিশের ফরেন্সিক টিমের: সূত্র।



Jadavpur Univertsity News Live : যাদবপুরকাণ্ডে রাজ্য মানবাধিকার কমিশনের তদন্তেও উঠে এল চাঞ্চল্যকর তথ্য

যাদবপুরকাণ্ডে রাজ্য মানবাধিকার কমিশনের তদন্তেও উঠে এল চাঞ্চল্যকর তথ্য। 'জিজ্ঞাসাবাদে হস্টেলের বেশিরভাগ পড়ুয়াই বলছেন শেখানো বুলি, নির্দিষ্ট প্রশ্ন করা হলেই এড়িয়ে যাচ্ছেন হস্টেলের পড়ুয়ারা', দাবি রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য শান্তি দাস বসাকের। 'ইউজিসি-র গাইডলাইন কিছুই মানেনি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, হস্টেলের সুপার নিজেই পড়ুয়াদের ভয়ে থাকতেন, জানিয়েছেন জিজ্ঞাসাবাদে। হস্টেলে প্রাক্তনীদের দৌরাত্ম্য চলত, র‍্যাগিংয়েরও প্রমাণ মিলেছে। ঘটনার দিন হস্টেলের রুমে অন্তত ১৫ জন ছিল। হস্টেলের রুম থেকে প্রায় ২০ ফুট দৌড়ে গিয়ে ঝাঁপ মারে ওই পড়ুয়া', দাবি রাজ্য মানবাধিকার কমিশনের সদস্য শান্তি দাস বসাকের।

West Bengal News Live Updates : যাদবপুরকাণ্ডে ধৃত সৌরভ চৌধুরী সহ ৩ জনকে লালবাজারে জেরা সিপি-র

যাদবপুরকাণ্ডে ধৃত সৌরভ চৌধুরী সহ ৩ জনকে লালবাজারে জেরা সিপি-র। পুলিশ কমিশনারের ঘরে জেরা সৌরভ সহ ৩ অভিযুক্তকে। পুলিশের স্ক্যানারে মৃত পড়ুয়া ও ধৃতদের মোবাইল ফোন। মৃত্যুর আগে র‍্যাগিংয়ের কথা কি কাউকে মেসেজ বা হোয়াটসঅ্যাপে জানিয়েছিলেন ওই পড়ুয়া ?
করে থাকলে সেই মেসেজ বা হোয়াটসঅ্যাপ চ্যাট কি ডিলিট করে দেয় অভিযুক্তরা ? ঘটনার পর নিজেদের মধ্যে কী কোনও তথ্য আদানপ্রদান করে অভিযুক্তরা ? জানতে মৃত পড়ুয়া ও ধৃতদের মোবাইল ফোনের ফরেন্সিক পরীক্ষা করছে পুলিশ। সহযোগিতা নেওয়া হয়েছে কলকাতা পুলিশের ফরেন্সিক টিমের: সূত্র। 

Jadavpur Univertsity News Live : যাদবপুরে নতুন করে উত্তেজনা, সিসি ক্যামেরা হাতে ক্যাম্পাসে ঢুকল তৃণমূল ছাত্র পরিষদ

যাদবপুরে নতুন করে উত্তেজনা। সিসি ক্যামেরা হাতে ক্যাম্পাসে ঢুকল তৃণমূল ছাত্র পরিষদ। বিক্ষোভ এসএফআই, আইসার। ৮বি-তে অবস্থান বিক্ষোভে বিজেপি।

West Bengal News Live Updates : যাদবপুরকাণ্ডে ইউজিসি-কে প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

যাদবপুরকাণ্ডে ইউজিসি-কে প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১২টি প্রশ্নের জবাবে ৩১টি ফাইল পাঠানো হয়েছে। রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর দাবি, রিপোর্টে র‍্যাগিং-রোধে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা বলা হয়েছে। রিপোর্টে উল্লেখ, নতুন পড়ুয়াদের ওরিয়েন্টেশন হয়েছিল। অ্যান্টি-র‍্যাগিং সংক্রান্ত পোস্টারও দেওয়া হয়। কোনও সমস্যায় পড়লে কথা বলার জন্য দেওয়া হয়েছিল ফোন নম্বর। অ্যান্টি-র‍্যাগিং-সহ যাবতীয় সার্কুলার বা নির্দেশিকার তালিকা দেওয়া হয়েছে ইউজিসি-কে। মৃত ছাত্র হস্টেলের আবাসিক না হওয়ায়, তাকে নিয়ে হস্টেল সংক্রান্ত  ডিক্লারেশন দেওয়ার প্রশ্ন নেই বলে ইউজিসি-কে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খবর সূত্রের। 

Jadavpur Univertsity News Live Updates : 'ধরা পড়ার পরেও পুলিশকে বিভ্রান্ত করে চলেছে যাদবপুরকাণ্ডে ধৃতরা', সূত্র

'ধরা পড়ার পরেও পুলিশকে বিভ্রান্ত করে চলেছে যাদবপুরকাণ্ডে ধৃতরা। গতকাল ঘটনার পুনর্নির্মাণেও পুলিশকে ভুল পথে চালনার চেষ্টা করা হয়েছে। গতকাল পুনর্নির্মাণের সময় ৫ জনই পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে', জেরার সময় জিবি মিটিংয়ে তৈরি করা বয়ান দিয়ে চলেছে অধিকাংশ ধৃত: সূত্র 

WB News Live : চাকরি কেনার অভিযোগে ধৃত মুর্শিদাবাদের ৪ শিক্ষককে জামিন দিল আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালত

চাকরি কেনার অভিযোগে ধৃত মুর্শিদাবাদের ৪ শিক্ষককে জামিন দিল আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালত। এদিন আদালতে পেশ করা হয় সায়গর হোসেন, সীমার হোসেন, জাহিরুদ্দিন শেখ ও সৌগত মন্ডল। এর আগে সিবিআই চার্জশিটে সাক্ষী হিসেবে এই চারজনের নাম উল্লেখ করা হয়। এই নিয়ে আদালতে ভর্ৎসনার মুখেও পড়ে কেন্দ্রীয় এজেন্সি। এরপরই ৭ অগাস্ট, আলিপুরের সিবিআই আদালতের নির্দেশে মুর্শিদাবাদ থেকে ডেকে এনে এই ৪ শিক্ষককে গ্রেফতার করা হয়। জেলবন্দি ওই চার শিক্ষককে ১২ দিনের হেফাজত শেষে আজ আদালতে তোলা হলে তদন্তে সহযোগিতার আশ্বাস দেন তাঁরা। এরপরই ওই চার শিক্ষকের জামিন মঞ্জুর করেন আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। 

West Bengal News Live Updates : কলকাতা পুরসভায় ধুন্ধুমার, বচসা তৃণমূল-বিজেপির কাউন্সিলরদের

কলকাতা পুরসভায় বিজেপির সাংবাদিক বৈঠক চলাকালীন ধুন্ধুমার। সাংবাদিক বৈঠকে বাধা তৃণমূল কাউন্সিলরদের। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, মীনা দেবী পুরোহিতের সঙ্গে তুমুল বচসা তৃণমূল কাউন্সিলরদের। 

JU Student Death News Live : যাদবপুরকাণ্ডে ইউজিসি-কে প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

যাদবপুরকাণ্ডে ইউজিসি-কে প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১২টি প্রশ্নের জবাবে ৩১টি ফাইল পাঠানো হয়েছে। রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর দাবি, রিপোর্টে র‍্যাগিং-রোধে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা বলা হয়েছে। রিপোর্টে উল্লেখ, নতুন পড়ুয়াদের ওরিয়েন্টেশন হয়েছিল। অ্যান্টি-র‍্যাগিং সংক্রান্ত পোস্টারও দেওয়া হয়। কোনও সমস্যায় পড়লে কথা বলার জন্য দেওয়া হয়েছিল ফোন নম্বর। অ্যান্টি-র‍্যাগিং-সহ যাবতীয় সার্কুলার বা নির্দেশিকার তালিকা দেওয়া হয়েছে ইউজিসি-কে। মৃত ছাত্র হস্টেলের আবাসিক না হওয়ায়, তাকে নিয়ে হস্টেল সংক্রান্ত ডিক্লারেশন দেওয়ার প্রশ্ন নেই বলে ইউজিসি-কে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। খবর সূত্রের। 

WB News Live : বুলডোজার দিয়ে ভাঙা হল বিজেপি নেতার বাড়ির একাংশ, KMC তে বিজেপির সাংবাদিক বৈঠক চলাকালীন ধুন্ধুমার

বিডন স্ট্রিটে বুলডোজার দিয়ে ভাঙা হল বিজেপি নেতার বাড়ির একাংশ।  অভিযোগের তির স্থানীয় তৃণমূল বিধায়ক ও কাউন্সিলরের দিকে। কলকাতা পুরসভায় বিজেপির সাংবাদিক বৈঠক চলাকালীন ধুন্ধুমার। 

WB News Live : যাদবপুরে সৌরভদের সঙ্গে ঘাঁটি গেড়ে থাকা হিমাংশু, নাসিমদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য

'পাস করার পরেও হস্টেলেই সৌরভদের সঙ্গে ঘাঁটি গেড়ে থাকতেন হিমাংশু, নাসিম। যাদবপুরে জখম পড়ুয়াকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন ধৃত প্রাক্তনী হিমাংশু কর্মকার। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বাসিন্দা হিমাংশু গণিত বিভাগের এমএসসি পাস আউট। পুলিশি ঝামেলার আঁচ পেয়েই আরেক প্রাক্তনী নাসিম আখতারের সঙ্গে পরামর্শ করে হস্টেল ত্যাগ। 
পূর্ব বর্ধমানের মেমারির বাসিন্দা নাসিম রসায়ন বিভাগের প্রাক্তনী', খবর পুলিশ সূত্রে

WB News Live : যাদবপুরকাণ্ডে ইউজিসি-কে প্রথম রিপোর্ট,১২টি প্রশ্নের জবাবে ৩১টি ফাইল : স্নেহমঞ্জু বসু

যাদবপুরকাণ্ডে ইউজিসি-কে প্রথম রিপোর্ট পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১২টি প্রশ্নের জবাবে ৩১টি ফাইল পাঠানো হয়েছে। ইউজিসি যা জানতে চেয়েছিল, সেই তথ্য পাঠানো হয়েছে, দাবি রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর। 

WB News Live : যাদবপুরকাণ্ডে ইউজিসি-কে প্রথম রিপোর্ট,১২টি প্রশ্নের জবাবে ৩১টি ফাইল : স্নেহমঞ্জু বসু

যাদবপুরকাণ্ডে ইউজিসি-কে প্রথম রিপোর্ট পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১২টি প্রশ্নের জবাবে ৩১টি ফাইল পাঠানো হয়েছে। ইউজিসি যা জানতে চেয়েছিল, সেই তথ্য পাঠানো হয়েছে, দাবি রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর। 

WB News Live : পুলিশ ভ্যান থেকে অশালীন ইঙ্গিত যাদবপুরকাণ্ডে এক ধৃতের

গ্রেফতারির পরেও বেপরোয়া মনোভাব। পুলিশ ভ্যান থেকে অশালীন ইঙ্গিত যাদবপুরকাণ্ডে এক ধৃতের। কোথা থেকে আসে এই মানসিকতা? মনোবিদরা বলছেন, এই ঔদ্ধত্যকে পুরুষকার বলে মনে করেন কেউ কেউ। 

WB News Live : যাদবপুরকাণ্ডে সিবিআই, এনআইএ, এনসিবি-কে যুক্ত করার জন্য হাইকোর্টে মামলা

যাদবপুরকাণ্ডে সিবিআই, এনআইএ, এনসিবি-কে যুক্ত করার আবেদন। হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীর। যাদবপুরকাণ্ড নিয়ে এখনও পর্যন্ত ৩টি জনস্বার্থ মামলা দায়ের। 

WB News Live : যাদবপুরকাণ্ডে সিবিআই, এনআইএ, এনসিবি-কে যুক্ত করার জন্য হাইকোর্টে মামলা

যাদবপুরকাণ্ডে সিবিআই, এনআইএ, এনসিবি-কে যুক্ত করার আবেদন। হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীর। যাদবপুরকাণ্ড নিয়ে এখনও পর্যন্ত ৩টি জনস্বার্থ মামলা দায়ের। 

WB News Live : ছাত্রের ফোন পেয়েও কেন হস্টেলে যাননি ডিন অফ স্টুডেন্টস? 

যাদবপুরকাণ্ডে এবার পুলিশের স্ক্যানারে ডিন অফ স্টুডেন্টস ও হস্টেল সুপার। ঘটনার দিন রাত ১০টা ৫ মিনিটে এক ছাত্র ফোন করেছিল ডিন রজত রায়কে। জানিয়েছিল, হস্টেলে থাকতে গেলে ঝাঁপ হবে। ডিন অফ স্টুডেন্টস সে কথা জানিয়ে ফোন করে বিষয়টি দেখতে বলেন হস্টেল সুপারকে। পরের ফোন রাত ১২টায়। তিনি জানতে পারেন, এক ছাত্র পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, ছাত্রের ফোন পেয়েও কেন হস্টেলে যাননি ডিন অফ স্টুডেন্টস? 

JU News Update : ঘটনার রাতেই ডিন রজত রায়কে ফোন, 'হস্টেলে থাকতে গেলে ঝাঁপ দিতে হবে', উঠে এল চাঞ্চল্যকর তথ্য

যাদবপুরকাণ্ডে এবার পুলিশের স্ক্যানারে ডিন অফ স্টুডেন্টস ও হস্টেল সুপার। ঘটনার দিন রাত ১০টা ৫ মিনিটে এক ছাত্র ফোন করেছিল ডিন রজত রায়কে। জানিয়েছিল, হস্টেলে থাকতে গেলে ঝাঁপ দিতে হবে। ডিন সে কথা জানিয়ে ফোন করে বিষয়টি দেখতে বলেন হস্টেল সুপারকে। পরের ফোন রাত ১২টায়। ডিন জানতে পারেন, এক ছাত্র পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, ছাত্রের ফোন পেয়েও কেন হস্টেলে যাননি ডিন? উঠছে প্রশ্ন

WB News Update : 'সিসি ক্যামেরা থাকলে, বোঝা যেত কারা ছেলেকে খুন করেছে', আক্ষেপ মৃত পড়ুয়ার বাবার

হস্টেলে সিসি ক্যামেরা থাকলে, বোঝা যেত কারা ছেলেকে খুন করেছে। কারা পালিয়ে যাচ্ছে। যাদবপুরের ক্য়াম্পাসে সিসিটিভি ক্য়ামেরা না থাকা নিয়ে, এখন এই আফসোস করছেন মৃত পড়ুয়ার বাবা। ক্যাম্পাস সিসি ক্যামেরা বসানোর 
পক্ষে পড়ুয়াদের একটা বড় অংশও।

JU News Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন ইউনিট ঘোষণা TMCPর, দায়িত্ব রাজন্যাকে

যাদবপুরকাণ্ডে রাজ্য জুড়ে তোলপাড়ের আবহেই বিশ্ববিদ্যালয়ের নতুন ইউনিট ঘোষণা করল তৃণমূল ছাত্র পরিষদ। সূত্রের খবর, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই শুক্রবার রাতে বৈঠকে বসে TMCP। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির দায়িত্ব দেওয়া হল দক্ষিণ ২৪ পরগনায় TMCP-র সহ-সভাপতি রাজন্যা হালদারকে। বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিটের পর্যবেক্ষক সঞ্জীব প্রামাণিককে করা হল চেয়ারপার্সন।

WB News Live : গতকাল রাতে হস্টেল পরিদর্শন করে অ্যান্টি র‍্যাগিং কমিটি ও আধিকারিকরা

যাদবপুরে পড়ুয়ামৃত্যুর পর ঘুম ভেঙেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। 
গতকাল রাতে হস্টেল পরিদর্শন করে অ্যান্টি র‍্যাগিং কমিটি ও আধিকারিকরা। A-1 এবং A-2 ব্লকে গিয়ে পড়ুয়াদের কী অসুবিধা জানতে চাওয়া হয়। বিশেষভাবে খোঁজ নেওয়া হয়, হস্টেলে আর কোনও প্রাক্তনী আছেন কি না, সে সম্পর্কে। হস্টেল সুপাররা জানান, অনেক বোর্ডারই চলে গিয়েছেন আতঙ্কে। যাঁরা হস্টেল 
ছেড়েছেন, তাঁদের তালিকা তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে।
রাত ৮টার পর হস্টেল থেকে বেরোলে রেজিস্টারে নাম লিখে রাখার
নির্দেশ দিয়েছে অ্যান্টি-র‍্যাগিং কমিটি। 

WB News Live : গতকাল রাতে হস্টেল পরিদর্শন করে অ্যান্টি র‍্যাগিং কমিটি ও আধিকারিকরা

যাদবপুরে পড়ুয়ামৃত্যুর পর ঘুম ভেঙেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। 
গতকাল রাতে হস্টেল পরিদর্শন করে অ্যান্টি র‍্যাগিং কমিটি ও আধিকারিকরা। A-1 এবং A-2 ব্লকে গিয়ে পড়ুয়াদের কী অসুবিধা জানতে চাওয়া হয়। বিশেষভাবে খোঁজ নেওয়া হয়, হস্টেলে আর কোনও প্রাক্তনী আছেন কি না, সে সম্পর্কে। হস্টেল সুপাররা জানান, অনেক বোর্ডারই চলে গিয়েছেন আতঙ্কে। যাঁরা হস্টেল 
ছেড়েছেন, তাঁদের তালিকা তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে।
রাত ৮টার পর হস্টেল থেকে বেরোলে রেজিস্টারে নাম লিখে রাখার
নির্দেশ দিয়েছে অ্যান্টি-র‍্যাগিং কমিটি। 

WB News Live : টিকিট না দেখাতে পারায় মহিলা যাত্রীকে আটকানোর অভিযোগ ঘিরে বিধাননগর স্টেশনে ধুন্ধুমার

টিকিট না দেখাতে পারায় মহিলা যাত্রীকে আটকানোর অভিযোগ ঘিরে বিধাননগর স্টেশনে ধুন্ধুমার। স্টেশন চত্বরে ভাঙচুর, টিকিট পরীক্ষকদের মারধরের অভিযোগ উঠল যাত্রীদের বিরুদ্ধে। এক মহিলা-সহ ৩ জন টিকিট পরীক্ষক আহত। 

WB News Live : কলকাতায় বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল বিজেপি নেতার বাড়ির একাংশ

খাস কলকাতায় বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হল বিজেপি নেতার বাড়ির একাংশ। অভিযোগের তির স্থানীয় তৃণমূল বিধায়ক ও কাউন্সিলরের দিকে। গতকাল উত্তর কলকাতার বড়তলা থানা এলাকায় বিডন স্ট্রিটে বিজেপি নেতা সুনীল সিংয়ের বাড়ির একতলায় দোকানঘর বুলডোজার দিয়ে ভেঙে দেয় পুরসভা

WB News Live : যাদবপুরে ছাত্র মৃত্যুর পিছনে গোটাটাই সাজানো চিত্রনাট্য?

ভয়ের বাতাবরণ তৈরি করতেই ডিন অব স্টুডেন্টসকে ফোন করা হয়। পড়ুয়াকে দিয়ে লেখানো হয় চিঠি। সেই চিঠিতে অন্য একজনের নাম দিয়ে দায়ভার তার ঘাড়ে চাপানোর ছক কষা হয়েছিল। যাদবপুরে ছাত্র মৃত্যুর পিছনে গোটাটাই সাজানো চিত্রনাট্য।

WB News Live : বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেল সংলগ্ন পুকুরে পাওয়া গেল গুচ্ছ গুচ্ছ মদের বোতল

এখনও বদলায়নি ছবিটা। ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেল সংলগ্ন পুকুরে পাওয়া গেল গুচ্ছ গুচ্ছ মদের বোতল। প্রশ্ন উঠছে, শিক্ষাপ্রতিষ্ঠানে এই নৈরাজ্য়ের ছবি কি এতদিন দেখেও দেখেনি কর্তৃপক্ষ?

WB News Live : যাদবপুরের ঘটনার পুনর্নির্মাণ করলেন তদন্তকারীরা

৯ অগাস্ট রাতে কী ঘটেছিল যাদবপুরের মেন হস্টেলে? কীভাবে মৃত্যু হল ওই ছাত্রের? অভিযুক্ত প্রাক্তনী, সপ্তক কামিল্যাকে মেন হস্টেলে নিয়ে গিয়ে সেই ঘটনার পুনর্নির্মাণ করলেন তদন্তকারীরা। পুলিশ সূত্রের খবর, যাদবপুরকাণ্ডে ধৃতদের মধ্যে কয়েকজনের বয়ানে অসঙ্গতি রয়েছে। 

West Bengal News : ফের বাড়ল অনুব্রত মণ্ডল ও সুকন্যা মণ্ডলের জেল হেফাজতের মেয়াদ

ফের বাড়ল অনুব্রত মণ্ডল ও সুকন্যা মণ্ডলের জেল হেফাজতের মেয়াদ। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত তিহাড় জেলেই থাকতে হবে বীরভূমের তৃণমূল সভাপতিকে। অসুস্থতার কারণে গতকাল আদালতে ভার্চুয়ালি পেশ করানো হয়েছিল অনুব্রত মণ্ডলকে। অন্যদিকে, বাবার অসুস্থতার কথা শুনে এজলাসেই কেঁদে ফেলেন মেয়ে সুকন্যা।  

West Bengal News : চার বছর ধরে লাগাতার নির্যাতন, মুখ খুললেন বালিগঞ্জ সায়েন্স কলেজের পড়ুয়া

যাদবপুর, খড়গপুরের পর এবার কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অধীনস্থ বালিগঞ্জ সায়েন্স কলেজ। মুখ খুললেন সদ্য প্রাক্তন এক পড়ুয়া। তাঁর দাবি, চার বছর ধরে লাগাতার তাঁর ওপর নির্যাতন হয়েছে। কর্তৃপক্ষের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। যদিও, এই অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ।

প্রেক্ষাপট


  •  যাদবপুরকাণ্ডে গ্রেফতার আরও তিন। দুজন প্রাক্তনী ও একজন বর্তমান পড়ুয়া গ্রেফতার। ঘটনার সময় উপস্থিত ছিলেন, পরে হস্টেল ছাড়েন দুই প্রাক্তনী। মোট গ্রেফতার বেড়ে ১২।

  • পড়ুয়া-মৃত্যু নিয়ে ঘটনার দিন ডিন অফ সটুডেন্টসকে ফোন, গ্রেফতার বর্তমান পডুয়া সত্যব্রত রায়। পুলিশের প্রশ্নের কী জবাব ? শেখাতে হস্টেল লাগোয়া খোলা মাঠেই ক্লাস ? পুলিশ সূত্রে খবর।

  • কোথায় লেখানো হয়েছিল চিঠি ? কোথায় বিবস্ত্র করা হয় পড়ুয়াকে ? হস্টেলের ৬৮ ও ১০৪ রুমে ধৃত সপ্তক কামিল্যাকে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ পুলিশের।

  • অন্ধকার নামলেই রঙিন ক্যাম্পাস। ছাত্র-মৃত্যুর পরও অবাধে চলছে নেশার আসর। যাদবপুর মেন হস্টেলের ভিতরে যত্রতত্র ছড়িয়ে মদের বোতল। ধরা পড়ল এবিপি আনন্দর ক্যামেরায়। 

  • বৃহস্পতিবার শুভেন্দুর গাড়ি লক্ষ্য করে কালো পতাকা, সংঘর্ষ। প্রাণনাশের উদ্দেশ্যে হামলার অভিযোগে এফআইআর দায়ের। শাসকে থাকাকালীন কীভাবে হামলা করতে হয় জানতেন, পাল্টা সুজন।
    'প্রাণনাশের উদ্দেশ্যে হামলা'

  • 'যাদবপুরের ঘটনা অত্যন্ত লজ্জাজনক, বিশ্ববিদ্যালয় পড়াশোনার জায়গা, কড়া আইন করা দরকার'- যাদবপুরের ঘটনার নিন্দা সৌরভের

  • বালিগঞ্জ সায়েন্স কলেজের হস্টেলে অত্যাচারের অভিযোগ। ৮ জুলাই রুজু মামলা, গতকাল পড়ুয়ার মোবাইলে আজ জবানবন্দি দেওয়ার বার্তা পুলিশের। অভিযুক্তদের শাস্তি চায় পরিবার।

  • ভিতর থেকে বন্ধ দরজা বাইরে থেকে খোলা যায়, ব্যবস্থা ছিল হস্টেলে। খড়গপুর আইআইটির পড়ুয়া মৃত্যু-রহস্যে চাঞ্চল্যকর তথ্য। খুনের পর বাইরে এসে আটকানো হয়েছিল ছিটকিনি ? উঠছে প্রশ্ন।

  • ধূপগুড়িতে উপনির্বাচনের আগেই বিডিওর বদলি। পঞ্চায়েত ভোটে ছাপ্পার অভিযোগ হাইকোর্টে প্রশ্নের মুখে পড়েছিলেন বিডিও। রুটিন বদলি। দাবি প্রশাসনের। 

  • ভয় পেয়ে জোট। বিরোধী জোট ইন্ডিয়াকে নর্দমার জল খাওয়ানোর হুঁশিয়ারি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর। বিজেপিই ভয় পেয়েছে, পাল্টা শান্তনু সেন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.