West Bengal News Live Updates: দলের শিক্ষা সংগঠনের জেলা সম্মেলনে নেই তৃণমূল নেতারাই
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
করোনার বুস্টার ডোজ নিতে অনীহা দেখা যাচ্ছে কলকাতায়! বয়স্কদের মধ্যেই বুস্টার না নেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। জানালেন ডেপুটি মেয়র। এই পরিস্থিতিতে, স্বাস্থ্য দফতরের তরফে বাড়ি বাড়ি গিয়ে প্রচার কর্মসূচি নেওয়া হয়েছে।
গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির হদিশ পেল সিবিআই। সূত্রের খবর, আদালতে সায়গলের বিপুল সম্পত্তির কথা দাবি করে সিবিআই। যার মধ্যে রয়েছে ফ্ল্যাট, বাড়ি থেকে ট্রেলার, পেট্রোল পাম্প, কয়েকশো গ্রাম গয়না।
আগামী বছর পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল স্তরের সংগঠন জোরদার করতে অঞ্চল কমিটি ও ব্লক কমিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি। গেরুয়া শিবির সূত্রে খবর, সংগঠনের বুনিয়াদী স্তরে বুথ, শক্তিকেন্দ্র ও মণ্ডল তো থাকছেই। জেলা কমিটি ও মণ্ডল কমিটির মাঝে যুক্ত হতে চলেছে ব্লক কমিটি ও অঞ্চল কমিটি। রাজ্য বিজেপি সূত্রে খবর, নতুন দুই কমিটিতেই স্থানীয় কর্মীদের মধ্যে থেকে কনভেনর নিয়োগ করা হবে। সেইসঙ্গে কমিটিতে রাখা হবে এলাকার বিশিষ্টজনেদেরও। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।
হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়। আগামী ৭২ ঘণ্টা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতাতেও। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আগামী ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টির সম্ভাবনা বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও বজ্রবিদ্যুত্সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে চলে এসেছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী তিন চারদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায়।
বাঁকুড়ায় বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টি, মৃত্যু ২ জনের। বাঁকুড়ার পাকুরিয়া, জয়পুর, ইন্দপুরে বজ্রাঘাতে মৃত ২, আহত ১৪ জন। বজ্রাঘাতে আহত ১৪ জনের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
দলের শিক্ষা সংগঠনের জেলা সম্মেলনে গরহাজির কোচবিহারের একাধিক শীর্ষস্থানীয় তৃণমূল নেতাই! শুধুমাত্র উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি ও সিতাইয়ের বিধায়ক। আজ কোচবিহারের উৎসব অডিটোরিয়ামে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি সুব্রত নাগ জানান, সম্মেলনে উপস্থিত থাকার জন্য জেলা নেতৃত্বকে আমন্ত্রণ করা হয়েছিল। তবে অনুষ্ঠানে আসেন জেলা সভাপতি পার্থপ্রতিম রায় ও সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। কিন্তু ছিলেন না রাজ্য সহ-সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, বিনয়কৃষ্ণ বর্মন। সাম্প্রতিককালে কোনও অনুষ্ঠানেই এইসব নেতাকে একমঞ্চে দেখা যায়নি। এনিয়ে বিনয় বর্মন দাবি করেছেন, ব্যক্তিগত কাজ থাকায় সম্মেলনে যেতে পারেননি।
সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দাদাকে খুনের চেষ্টার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। শিয়ালদার ডিমপট্টি এলাকার ঘটনা। আক্রান্ত ব্যক্তি পেশায় গ্রামীণ ব্যাঙ্কের কর্মী। অভিযুক্তকে আটক করেছে মুচিপাড়া থানার পুলিশ। আক্রান্ত NRS মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
এবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বসল কমপ্লেন ও সাজেশন বক্স। ফিতে কেটে উদ্বোধন করলেন ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী। তিনি জানান, যাঁরা নাম প্রকাশে অনিচ্ছুক, তাঁরাও এখানে অভিযোগ জানাতে পারবেন। প্রতি সপ্তাহে বুধ ও রবিবার এই বাক্স খোলা হবে। কাউন্সিলরের আশ্বাস, সব অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।
রবিবার সাবর্ণ রায়চৌধুরী বাড়িতে মোঘল আমলের দেওয়ানই আমের ধাঁচে এই সভা বসে। আয়োজক সাবর্ণ সংগ্রশালা ও সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ। সভায় উপস্থিত ছিলেন, মুঘল সম্রাট আকবরের ২৭ তম বংশধর মমতাজ হোসেন চৌধুরী ও তাঁর স্ত্রী।
রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, একদিনে সাড়ে তিনশো পার! গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৩৬২ জন, মৃত ১। চার দিন পর রাজ্যে ফের করোনায় মৃত্যু। চলতি জুনে ১৯ দিনে রাজ্যে করোনা আক্রান্ত ২ হাজার ৫১২ জন। গতমাসে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ১৪৫।
পুরনো একটি মামলায় তালতলার বাড়ি থেকে গ্রেফতার করা হল বিজেপির এক যুব নেতাকে। ধৃত ব্যক্তি যুব মোর্চার উত্তর কলকাতার সাধারণ সম্পাদক। আদালতে তোলা হলে জামিন পান তিনি। এনিয়েই তরজায় জড়িয়েছে তৃণমূল-বিজেপি
গাড়ি পার্কিং নিয়ে বচসা। তার জেরে ম্যানেজমেন্টের এক ছাত্রকে ধাক্কা মেরে, বনেটে তুলে নিয়ে প্রায় এক কিলোমিটার ছুটল পুলিশ অফিসারের গাড়ি! চাঞ্চল্যকর অভিযোগ উত্তর ২৪ পরগনার সোদপুরে। অভিযুক্ত লেক থানার এসআই-কে গ্রেফতার করেছে পুলিশ।
ফের রেলপথে অগ্নিপথ-বিক্ষোভের আঁচ। হাওড়া-বর্ধমান মেন শাখায় হুগলির শ্রীরামপুর স্টেশনে রেল অবরোধ করেন বিক্ষোভকারীরা। একাধিক স্টেশনে আটকে পড়ে ট্রেন।
অগ্নিপথ-বিক্ষোভে আজও ভোগান্তি। হাওড়ায় এখনও আটকে অনেক যাত্রী।
পারিবারিক বিবাদের জেরেই খুন হন ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। চার্জশিটে উল্লেখ, ভোটে জেতা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ৪ লক্ষ টাকার বাজি হয়। খুনে সুপারি হিসাবে দেওয়া হয় ৭ লক্ষ টাকা।
ছাত্র সংসদের ফেস্ট নিয়ে যা হয় তা ওপেন সিক্রেট। মন্তব্য রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের।
‘নামে-বেনামে সায়গল হোসেনের বিপুল সম্পত্তি’, গরুপাচার মামলায় ধৃত অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনের বিপুল সম্পত্তির হদিশ
রামপুরহাট শহরেও অগ্নিপথ-প্রতিবাদে সামিল হল বামেরা। ডাকবাংলো মোড় থেকে রামপুরহাট পাঁচমাথা মোড় পর্যন্ত মিছিল করে SFI, DYFI সদস্যরা। মিছিলের নেতৃত্বে ছিলেন DYFI-র বীরভূম জেলা সভাপতি।
বাংলাতেও ‘অগ্নি’-আঁচে দূরপাল্লার ট্রেনে কোপ। আজও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। বাতিল হয়েছে আসানসোল-গয়া এক্সপ্রেস, আসানসোল-বারাণসী এক্সপ্রেস, কলকাতা-অমৃতসর এক্সপ্রেস, কলকাতা-গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস, হাওড়া-জয়নগর এক্সপ্রেস ও মালদা টাউন-পাটনা এক্সপ্রেস। সময়সূচি পরিবর্তন করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের। এগুলি হল, কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ও হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস।
পাভলভ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আরও বড় দুর্নীতির অভিযোগ। ‘নজরদারি ছাড়াই আবাসিকদের খরচ বাবদ ১৫ লক্ষ টাকা বরাদ্দ, ঠিকাদারের সঙ্গে বিভাগীয় প্রধানের আঁতাঁতে পাস হয়ে যায় বিল, রোগীদের খাবারের পরিমাণ কম ও নিম্নমানের’।
বাংলাতেও ‘অগ্নি’-আঁচে দূরপাল্লার ট্রেনে কোপ। আজও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। বাতিল হয়েছে আসানসোল-গয়া এক্সপ্রেস, আসানসোল-বারাণসী এক্সপ্রেস, কলকাতা-অমৃতসর এক্সপ্রেস, কলকাতা-গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস, হাওড়া-জয়নগর এক্সপ্রেস ও মালদা টাউন-পাটনা এক্সপ্রেস। সময়সূচি পরিবর্তন করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের। এগুলি হল, কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ও হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস।
কলেজের ফেস্ট-এ টাকার জোগান নিয়ে মন্তব্য করায় সৌগত রায়কে কটাক্ষ মদন মিত্রর। ‘বয়স হলে সিনিয়র নেতারা ভুল বললেও মেনে নিতে হয়। কিছু কথা ঠিক বললেও, সব ঠিক নয়।' কলেজ ফেস্ট-এ বিপুল খরচ নিয়ে সৌগতর মন্তব্যকে কটাক্ষ মদনের।
বীরভূমের রামপুরহাট শহরে অগ্নিপথ-প্রতিবাদে সামিল বামেরা। ডাকবাংলো মোড় থেকে রামপুরহাট পাঁচমাথা মোড় পর্যন্ত মিছিল করে SFI, DYFI সদস্যরা। মিছিলের নেতৃত্বে ছিলেন DYFI-র বীরভূম জেলা সভাপতি।
বাড়ির পুজোর অনুষ্ঠানে যাবার সময় সাত সকালেই বাইকের সাথে মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় মৃত বাইকে থাকা দুই জন। কালনা থানার অন্তর্গত ভবানন্দপুর সড়কের ঘটনা।
বাগদাকাণ্ডের মতোই এবার টেট-দুর্নীতির অভিযোগ উঠল বনগাঁর চন্দনের বিরুদ্ধে। নাম না করে তৃণমূলের আদিবাসী সংগঠনের নেতার বিরুদ্ধে চাকরি ও বদলি করানোর নামে টাকা নেওয়ার অভিযোগে ফেসবুক পোস্ট। অভিযুক্ত তৃণমূল নেতা বনগাঁর ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যার স্বামী। ফেসবুকে পোস্টে সিবিআই তদন্তেরও দাবি জানানো হয়েছে। দুর্নীতি-যোগ অস্বীকার করে বিরোধীদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন অভিযুক্ত তৃণমূল নেতা।
শিয়ালদা ডিমপট্টিতে দুই ভাইয়ের বচসা। দাদাকে খুনের চেষ্টার অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। আক্রান্ত বছর চৌত্রিশের অনির্বাণ খাসনবিশ পেশায় গ্রামীণ ব্যাঙ্কের কর্মী। অভিযুক্তকে আটক করেছে মুচিপাড়া থানার পুলিশ। আক্রান্ত ব্যাঙ্ক কর্মীকে এনআরএসে নিয়ে যাওয়া হয়। অস্ত্রোপচারের পর তিনি বিপন্মুক্ত বলে হাসপাতাল সূত্রে খবর।
পাভলভ মানসিক হাসপাতালে গাছে উঠে পড়লেন রোগী। নামাতে হিমশিম খেলেন হাসপাতালের কর্মীরা। ডাকা হল দমকল। আজ দুপুরে হাসপাতাল চত্বরে কৃষ্ণচূড়া গাছে উঠে পড়েন বছর চল্লিশের এক রোগী। আধঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা তাঁকে নামিয়ে আনেন।
দুধকুমার মণ্ডলের পাশে দাঁড়িয়ে ট্যুইট অনুপম হাজরার। দুধকুমারের মতো মানুষ সংগঠন থেকে হারিয়ে গেলে তা চিন্তার ও উদ্বেগের। বর্তমানে যাঁরা সংগঠনে আছেন তাঁদের উচিত দুধকুমারের অভিজ্ঞতাকে সম্মান দেওয়া। ট্যুইট বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার।
ফের রেলপথে অগ্নিপথ-বিক্ষোভের আঁচ। হাওড়া-বর্ধমান মেন শাখায় হুগলির শ্রীরামপুর স্টেশনে রেল অবরোধ করেন বিক্ষোভকারীরা। সকাল ১১টা নাগাদ শুরু হয় অবরোধ। একাধিক স্টেশনে আটকে পড়েছে ট্রেন।
পাভলভ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আরও বড় দুর্নীতির অভিযোগ। ‘নজরদারি ছাড়াই আবাসিকদের খরচ বাবদ ১৫ লক্ষ টাকা বরাদ্দ। ঠিকাদারের সঙ্গে বিভাগীয় প্রধানের আঁতাঁতে পাস হয়ে যায় বিল' নজরদারি কমিটির রিপোর্টে অভিযোগ এমনই।
বঙ্গ বিজেপিতে ফের বিদ্রোহের আগুন। দলীয় কর্মীদের বসে যাওয়ার ডাক দিলেন বিজেপি নেতা দুধকুমার মণ্ডল। ফেসবুকে পোস্ট করেন তিনি। লেখেন, 'জেলা থেকে ব্লক কমিটি আমার সঙ্গে কথা না বলেই কমিটি গঠন করেছে। তাই ভারতীয় জনতা পার্টির সমর্থক ও কার্যকর্তারা আমাকে যাঁরা ভালোবাসেন, তাঁরা চুপচাপ বসে যান।'
বেহালার পর্ণশ্রী থানা এলাকায় বকুলতলার কাছে পুকুর থেকে উদ্ধার ইঞ্জিনিয়ারের মৃতদেহ। মৃতের নাম অনুপম রায়চৌধুরী। গতকাল রাতে বাড়ির কাছেই পুকুরে তাঁর মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে খবর, ২০১৩-য় ওই ব্যক্তির স্ত্রীর মৃত্যু হয়। অভিযোগ, দিনদশেক আগে ব্লেড দিয়ে হাত কেটেছিলেন বছর পঞ্চান্নর অনুপম। সম্প্রতি ভুগছিলেন ডিপ্রেশনে। আর্থিক অনটনও ছিল বলে প্রতিবেশীদের দাবি। সেই কারণেই আত্মহত্যা কিনা, খতিয়ে দেখছে পর্ণশ্রী থানার পুলিশ।
মুর্শিদাবাদের ফরাক্কার NTPC-তে ডিউটিতে থাকাকালীন সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী CISF জওয়ান। দাবি পুলিশের। মৃত CISF জওয়ানের নাম রামকুমার সিং। বাড়ি বিহারের বেগুসরাইয়ের বারাউনিতে। পুলিশ সূত্রে খবর, আজ সকালে ফরাক্কার NTPC-র ২ নম্বর গেটে ডিউটি করছিলেন ওই CISF জওয়ান। আচমকাই সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে তিনি আত্মঘাতী হন বলে পুলিশের দাবি। কারণ খতিয়ে দেখা হচ্ছে। CISF-এর প্রতিক্রিয়া এখনও মেলেনি।
কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্ত তৃণমূলের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ১৩১ নম্বর বুথের সভাপতি দুলাল বর্মন। পরিবারের অভিযোগ, গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন তৃণমূল নেতা। আজ সকালে বাড়ির কাছেই মাঠ থেকে তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়। আক্রান্ত তৃণমূল নেতা তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন। হামলার কারণ খতিয়ে দেখছে তুফানগঞ্জ থানার পুলিশ।
গাড়ি পার্কিং নিয়ে বচসার জের। পুলিশ স্টিকার লাগানো গাড়ির ধাক্কা যুবককে। ধাক্কার চোটে গাড়ির বনেটে উঠে পড়েন যুবক। ওই অবস্থায় পুলিশের স্টিকার লাগানো গাড়ি তাঁকে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায় বলে অভিযোগ। গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেছেন ওই যুবক। শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার সোদপুরে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে গাড়িটি সনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
বিধানসভা উপ নির্বাচনের আগে ফের তৃণমূল প্রার্থীদের ওপর হামলার অভিযোগ উঠল ত্রিপুরায়। অভিযোগ, গতকাল আগরতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পান্না দেব ও টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সংহিতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা চালায় বিজেপি কর্মীরা। থানায় অভিযোগ দায়ের করেছেন দুই তৃণমূল প্রার্থী। হামলা-যোগ অস্বীকার করেছে বিজেপি।
কসবায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু। বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে অনুমান পুলিশের। মৃতের নাম সোহম বসু। গড়িয়ার বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেকট্রনিক্স কর্মাশিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। পুলিশ সূত্রে খবর, ২১ বছরে তরুণের নেশা ছিল ক্রিকেট। পুলিশ সূত্রে দাবি, খেলাধুলো নিয়ে মেতে থাকায় তরুণকে বকাবকি করতেন মা।
অগ্নিপথ বিক্ষোভের আঁচ। আজও বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। বাতিল হয়েছে আসানসোল-গয়া এক্সপ্রেস, কলকাতা-অমৃতসর এক্সপ্রেস, হাওড়া-জয়নগর এক্সপ্রেস ও মালদা টাউন-পাটনা এক্সপ্রেস। সময়সূচি পরিবর্তন করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের। এগুলি হল, কলকাতা-জম্মু তাওয়াই এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ও হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস।
২০১৯-র একটি মামলায় তালতলা থানা এলাকা থেকে গ্রেফতার বিজেপি যুব মোর্চা নেতা। ধৃত বিকাশ শর্মা বিজেপি যুব মোর্চার উত্তর কলকাতার সাধারণ সম্পাদক।
পশ্চিম বর্ধমানের জামুড়িয়ায় একের পর এক ট্রান্সফরমারে আগুন। পরপর চারটি ট্রান্সফরমারে আগুন লাগায় ছড়াল আতঙ্ক। দমকলের ২টি ইঞ্জিনের প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের।
আগামী পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দিতে বাধা দিলে, হিসেব বুঝে নেওয়া হবে। কার্যত এই ভাষায় তৃণমূলকে হুমকি দিলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিংহ মাহাতো। শনিবার, বাঁকুড়ার ধর্মশালায় গেরুয়া শিবিরের সাংগঠনিক সভা ছিল। সেই বৈঠক থেকেই শাসকদলকে হুমকির সুর বিজেপি বিধায়কের। এর আগে একাধিকবার তৃণমূলের বিরুদ্ধে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ তোলে বিজেপি। পায়ের তলায় মাটি খুঁজে না পেয়েই এই হুমকি, পাল্টা কটাক্ষ তৃণমূলের।
তোলাবাজি বন্ধে পূর্ব বর্ধমানের পুলিশের সুপার কামনাশিস সেনের হুঁশিয়ারি। কোনও তোলাবাজি চলবে না, কে কত বড় গুন্ডা আছে দেখতে চাই। টোটো চালকদের কাছে তোলা চাওয়ার অভিযোগে হুঁশিয়ারি এসপির।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে শিশু বদলের অভিযোগ। বহরমপুর থানা ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করল নবগ্রামের প্রসূতির পরিবার। তদন্ত কমিটি গড়ে শিশুর DNA পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
কৃত্রিম ভাবে হার্ট ও ফুসফুস চালু রেখে, স্ট্রোকে আক্রান্ত রোগিণীর হার্ট থেকে বাদ দেওয়া হল টিউমার। এসএসকেএমে জটিল অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ রোগিণী।
অবৈধভাবে স্কুলে চাকরি পেয়েছেন শেখ সুফিয়ানের মেয়ে ও আবু তাহেরের বোন। নন্দীগ্রামে দাঁড়িয়েই দুই দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। মিথ্যে অভিযোগ, পাল্টা দাবি শেখ সুফিয়ানের। যোগ্যতা অনুসারেই চাকরি পেয়েছেন বোন, দাবি আবু তাহেরের।
'আমি তো গেট বন্ধ করে রেখেছি। গেট খুললেই কালবৈশাখির ঝড় উঠবে।', ডায়মন্ড হারবারের সভা থেকে দলবদল নিয়ে ফের এই বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
‘দিদিকে বলো’র ধাঁচে ডায়মন্ড হারবার লোকসভার বাসিন্দাদের জন্য চালু হল ‘এক ডাকে অভিষেক’। হেল্পলাইন নম্বরে ফোন করে, ডায়মন্ড হারবারের বাসিন্দারা তাদের সমস্যা, অভাব-অভিযোগের কথা সাংসদকে জানাতে পারবেন।
বিপুল খরচে কলেজ ফেস্ট, টাকার উৎস নিয়ে বিস্ফোরক সৌগত রায়। বরানগরে টিএমসিপির তরফে ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে এদিন তৃণমূল সাংসদ বলেন, "কেকে গান গাইতে এসে মারা গেল, আমি ভাবি, এত টাকা আসে কোথা থেকে? ৩০, ৫০ লক্ষ টাকা কে দিয়েছে? হাওয়া থেকে তো আসে না!’
প্রেক্ষাপট
বিপুল খরচ করে কলেজের ফেস্ট। টাকার যোগান নিয়ে বিস্ফোরক তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায়।
টোটো চালকদের কাছে তোলাবাজি বন্ধে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) এসপির হুঁশিয়ারি। কোনও তোলাবাজি চলবে না, কে কত বড় গুন্ডা আছে দেখতে চাই, হুঁশিয়ারি এসপির।
অগ্নিপথের নিয়োগের বিরোধিতায় জ্বলছে একের পর এক রাজ্য। বিহারের তারেগানায় জিআরপিকে (GRP) লক্ষ্য করে গুলি। জেহানাবাদ, রোহতাসে হামলা।
অশান্তির আগুনে জ্বলছে উত্তরপ্রদেশ (Uttar Pradesh), পাঞ্জাব। জৌনপুরে যাত্রীদের নামিয়ে বাসে আগুন। কুশীনগরে রেল অবরোধ। লুধিয়ানায় স্টেশনে তাণ্ডব।
বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানার (Haryana) সঙ্গে বিক্ষোভ বাংলাতেও। ব্যারাকপুরে অফিস টাইমে রেল অবরোধ। যাত্রীদের সঙ্গে আন্দোলনকারীদের বচসা।
অগ্নিপথ (Agnipath) নিয়ে আন্দোলন তুলতে ডেপুটি ম্যাজিস্ট্রেটের গাঁধীগিরি। জড়িয়ে ধরলেন আন্দোলনকারীকে। বিক্ষোভ-তাণ্ডবের মধ্যেই বিরল দৃশ্য হরিয়ানার পানিপথে।
বিক্ষোভের মুখে স্বরাষ্ট্র, প্রতিরক্ষায় অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের ঘোষণা কেন্দ্রের। নিয়োগের কথা জানাল জাহাজ, ক্রীড়া মন্ত্রকও।
অগ্নিপথের মাধ্যমে যোগদানকারীরা নিজেদের আজীবন বলতে পারবেন অগ্নিবীর। সরকারি চাকরিতে অগ্রাধিকার। কম সুদ ঋণ। ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রকের।
চাকরির নামে দেশে তামাশা চলছে, কটাক্ষ কানহাইয়ার। দল চাইলে সংসদে আন্দোলন, হুঁশিয়ারি অর্জুনের। বিভ্রান্ত করছে বিরোধীরা, পাল্টা সুকান্ত।
সেনায় নিয়োগ প্রকল্পের বিরোধিতায় তাণ্ডব। অশান্তি আরও কয়েকজন চলার আশঙ্কায় কেন্দ্র। সব রাজ্যকে স্টেশন, জাতীয় সড়কে সুরক্ষা বাড়াতে নির্দেশ।
দিদিকে বলোর ধাঁচে এবার এক ডাকে অভিষেক (Abhishek Banerjee)। রিপোর্ট কার্ড প্রকাশ। দুর্নীতি থেকে নজর ঘোরানোর চেষ্টা, খোঁচা বিজেপির।
দরজা বন্ধ করে রেখেছি, খুললে কালবৈশাখী ঝড়ের মতো উড়ে যাবে। পৈলানের সভা থেকে ফের বিজেপিকে হঁশিয়ারি অভিষেকের।
রাজ্যে একদিনে করোনায় (Covid) ২৮৮জন আক্রান্ত। ১০৮জনই কলকাতার। ওমিক্রনের নতুন প্রজাতির হদিশ। উদ্বেগের কিছু নেই, জানাল স্বাস্থ্য দফতর।
বাংলার মুখ্যমন্ত্রীকে আম পাঠালেন বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী। উপহার এল প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ছাড়াও অসম-ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে।
দক্ষিণবঙ্গে ধীরগতিতে ঢুকল বর্ষা (Monsoon)। দঃ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হতে পারে ভারী বৃষ্টি। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -