West Bengal News Live Updates : বিষ্ণুপুর থানার মনসাতলায় প্রকাশ্যে বোমা-গুলি করে খুন

WB News Live: সব জেলার, সব খবর এক ক্লিকে।

ABP Ananda Last Updated: 19 May 2023 11:09 PM
WB News Live : এগরার কামারডিহা গ্রামে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বারুদ

এগরায় ভয়ঙ্কর বিস্ফোরণের রেশ এখনও কাটেনি। এরইমধ্য়ে এগরার কামারডিহা গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বারুদ। একাধিক টিনের ব্যারেল, বস্তা ভর্তি বারুদ উদ্ধার করতে এসে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হল পুলিশকে। 

WB LIVE News Updates : '৩ বছর ধরে ইডি-সিবিআই লাগিয়ে রেখেছে, স্ত্রী-আত্মীয়-স্বজন কাউকে ছাড়েনি' : অভিষেক

'তিনবছর ধরে ইডি-সিবিআই লাগিয়ে রেখেছে'। 'আমার স্ত্রী, আত্মীয়-স্বজন কাউকে ছাড়েনি'। 'সিবিআইকে চ্যালেঞ্জ করছি, আমি যদি দোষী হই, আমাকে গ্রেফতার করো'। বাঁকুড়ার সোনামুখী থেকে সিবিআই-এর উদ্দেশে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

WB News Live : বিষ্ণুপুর থানার মনসাতলায় প্রকাশ্যে বোমা-গুলি করে খুন

ডায়মন্ডহারবারের বিষ্ণুপুর থানার মনসাতলায় প্রকাশ্যে বোমা-গুলি করে খুন। ভরসন্ধেয় বোমা-গুলি করে খুন আইজুদ্দিন মোল্লাকে।
বোমা-গুলির পর পলাতক ৩ দুষ্কৃতী। মাটি-সিন্ডিকেট নিয়ে বিবাদ নাকি পুরনো শত্রুতা ? খতিয়ে দেখছে পুলিশ।

WB LIVE News Updates : এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগের কটকের হাসপাতালে মৃত্যু

এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু। কটকের হাসপাতালে মৃত্যু ভানু বাগের। মৃত্যুর আগে নেওয়া যায়নি বয়ান, খবর সিআইডি সূত্রে। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি থাকায় ভানুর বয়ান নেওয়া যায়নি, খবর সিআইডি সূত্রে।
বিস্ফোরণের পর এলাকা থেকে পালিয়েছিলেন ভানু। কটকের হাসপাতালে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় ভর্তি ছিলেন। এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু ওরফে কৃষ্ণপদ বাগ।

WB News Live : 'তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব', ট্যুইট করে জানালেন অভিষেক

'তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব'। 'নোটিসে একদিনও সময় দেওয়া হয়নি'। ট্যুইট করে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'সমনের কারণে আজ জনসংযোগ যাত্রা স্থগিত রাখতে হল'। '২২ মে ফের বাঁকুড়া থেকে শুরু হবে জনসংযোগ যাত্রা'। ট্যুইট করে জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পেশিশক্তির ছবি ট্যুইট করে চ্যালেঞ্জ মোকাবিলার বার্তা।

WB LIVE News Updates : সুপ্রিম কোর্টে ফের ধাক্কা রাজ্যের, রামনবমীর অশান্তিতে এনআইএ তদন্তের উপর স্থগিতাদেশের আর্জি খারিজ

সুপ্রিম কোর্টে ফের ধাক্কা রাজ্যের। রামনবমীর অশান্তিতে এনআইএ তদন্তের উপর স্থগিতাদেশের আর্জি খারিজ। গ্রীষ্মকালীন অবকাশের পর ফের শোনা হবে মামলা, জানাল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের এনআইএ তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। 'বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর করা জনস্বার্থ মামলায় রায় দেয় হাইকোর্ট'। শুনানি চলাকালীন উল্লেখ করেন রাজ্যের আইনজীবী। সময় সংক্ষিপ্ত থাকায় গ্রীষ্মকালীন অবকাশের পর শুনানির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি পর্যন্ত এনআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশের আর্জি জানায় রাজ্য। সেই আর্জি খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত।

WB News Live : 'বিজেপির গদ্দার নেতারা নবজোয়ার বন্ধ করতে চেষ্টা করে যাচ্ছে' : মমতা

অভিষেককে সিবিআই সমনের পর বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূল নেত্রীর। 'তৃণমূলে নবজোয়ার দেখে বিজেপিতে ভাঁটা এসে গেছে'। 'বিজেপির গদ্দার নেতারা নবজোয়ার বন্ধ করতে চেষ্টা করে যাচ্ছে'। 'অভিষেককে আটকে নবজোয়ার বন্ধের চেষ্টা করলে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচি করবে'। 'অভিষেককে আটকে নবজোয়ার বন্ধ করা যাবে না'। 'আমি ভয় পেয়ে দমে যাই না'।
'নবজোয়ারকে আমি নবপ্লাবনে পরিণত করব'। অভিষেকের অনুপস্থিতিতে পাত্রসায়রের সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে মন্তব্য তৃণমূল নেত্রীর।

WB LIVE News Updates : এগরা বিস্ফোরণকাণ্ডের পর আইসি বদল

এগরা বিস্ফোরণকাণ্ডের পর আইসি বদল। আইসি মৌসম চক্রবর্তীকে বদলি করা হল হুগলি গ্রামীণ পুলিশ জেলায়। মৌসমের জায়গায় আইসি এগরা হলেন স্বপন গোস্বামী। এর আগে হুগলি গ্রামীণ পুলিশ জেলার সাইবার থানার ইন্সপেক্টর ছিলেন স্বপন গোস্বামী

WB News Live : 'বিজেপিকে দেশছাড়া না করা পর্যন্ত থামব না' : মমতা

'নবজোয়ার কীভাবে বন্ধ করা যায় তারজন্য চেষ্টা করছে বিজেপি'। ' বিজেপিকে দেশছাড়া না করা পর্যন্ত থামব না'। 'অভিষেককে আটকে নবজোয়ার যাত্রা বন্ধ করা যাবে না'। 'অভিষেককে আটকালে আমি নবজোয়ার যাত্রায় যাব'। প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের।

WB LIVE News Updates : ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে সমস্ত আধিকারিককে ডেকে নিল সিবিআই

ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে সমস্ত আধিকারিককে ডেকে নিল সিবিআই। প্রায় ২৮ থেকে ৩০ জন সিবিআই আধিকারিক ছিলেন ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে । হাইকোর্টের নির্দেশে ৪টি স্পেশাল ইউনিট গঠন করে সিবিআই। দেশের বিভিন্ন জায়গা থেকে কলকাতায় পাঠানো হয়েছিল সিবিআই আধিকারিকদের। ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে সমস্ত আধিকারিককে ডেকে নিল সিবিআই। বন্ধ করে দেওয়া হল ৪টি স্পেশাল ইউনিট। এবার থেকে ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে সিবিআইয়ের কলকাতার স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ

WB News Live : এগরা বিস্ফোরণকাণ্ডে রাজ্যের কাছে রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের

এগরা বিস্ফোরণকাণ্ডে রাজ্যের কাছে রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের। ৪ সপ্তাহের মধ্যে রাজ্যের রিপোর্ট তলব। ডিজি, মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের। পুলিশের বিরুদ্ধে কী ব্যবস্থা, জানতে চাইল জাতীয় মানবাধিকার কমিশন।

WB LIVE News Updates : এগরা বিস্ফোরণকাণ্ডে নতুন ধারা যোগ করল সিআইডি

এগরা বিস্ফোরণকাণ্ডে নতুন ধারা যোগ করল সিআইডি। আদালতের অনুমতি নিয়ে তিনটি নতুন ধারা যোগ করা হয়েছে। আইপিসি ৩০২ (খুন), আইপিসি ৩০৭ (খুনের চেষ্টা) এবং দ্য এক্সপ্লোসিভ অ্যাক্ট ১৮৮৪-এর ৯বি ধারা যোগ। কিন্তু দেওয়া হল না এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্ট ১৯০৮ -এর কোনও ধারা। কেন এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্ট ১৯০৮ -এর কোনও ধারা দেওয়া হল না, প্রশ্ন বিশেষজ্ঞ মহলে। এনআইএ-কে সুবিধা না দিতেই কি এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্ট ১৯০৮ -এর কোনও ধারা দেওয়া হল না, প্রশ্ন বিশেষজ্ঞ মহলের। 

WB News Live : ফের আদালতের ভর্ৎসনার মুখে সিবিআই

ফের আদালতের ভর্ৎসনার মুখে সিবিআই। আদালতের নির্দেশ অমান্য করায় সিবিআইকে ভর্ৎসনা। গতকাল প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল, তাপস, নীলাদ্রির বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই। চার্জশিটে কয়েকজনের নাম সাক্ষী হিসাবে উল্লেখ। যদিও তাঁদের অভিযুক্ত হিসাবে উল্লেখ করতে বলেছিল আদালত। যাঁরা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন তাঁদের অভিযুক্ত হিসাবে উল্লেখ করতে নির্দেশ দেয় কোর্ট । ২০২২-র ৯ অক্টোবর নির্দেশ দেয় আলিপুরের সিবিআই আদালত। আদালতের নির্দেশের পরও তাঁদের সাক্ষী হিসেবে দেখানো হয় চার্জশিটে। আদালতকে অপমান করা হচ্ছে, মন্তব্য বিচারকের। ৩০ মে মামলার পরবর্তী শুনানি । 

WB LIVE News Updates : ৩২ হাজার চাকরি বাতিলে অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের


চাকরি বাতিলে অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। ৩২ হাজার চাকরি বাতিলে অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের।

WB News Live :আদালতের নির্দেশ অমান্য করায় সিবিআইকে ভর্ৎসনা

ফের আদালতের ভর্ৎসনার মুখে সিবিআই। আদালতের নির্দেশ অমান্য করায় সিবিআইকে ভর্ৎসনা।গতকাল প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল, তাপস, নীলাদ্রির বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই। চার্জশিটে কয়েকজনের নাম সাক্ষী হিসাবে উল্লেখ। যদিও তাঁদের অভিযুক্ত হিসাবে উল্লেখ করতে বলেছিল আদালত। 

WB LIVE News Updates : জলপাইগুড়ি দম্পত্তির আত্মহত্যা মামলায় সিট গঠন করল হাইকোর্ট

জলপাইগুড়ি দম্পত্তির আত্মহত্যা মামলায় সিট গঠন করল হাইকোর্ট। এডিজি হেড কোয়ার্টার কে জয়রামনের নেতৃত্বে সিট গঠন। 'এই মামলার শুনানি করতে গিয়ে বহু ত্রুটি পেয়েছে আদালত', 'মামলার চাপে ভারাক্রান্ত সিবিআই', 'তাই তদন্তে সঠিক দিশা দিতে  সিট গঠন করছে আদালত', 'রাজ্য পুলিশের দক্ষ অফিসারকে মাথায় রেখে সিট গঠন করা হয়েছে'। মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার।  তদন্ত ২ মাসে শেষ করতে নির্দেশ। 


 

WB News Live : ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চাকরি বাতিলে অন্তর্বর্তী স্থগিতাদেশ

চাকরি বাতিলে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। ৩২ হাজার চাকরি বাতিলে অন্তর্বর্তী স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের। ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চাকরি বাতিলে অন্তর্বর্তী স্থগিতাদেশ। অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের। প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। ‘বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মতই নিয়োগ প্রক্রিয়া চলবে’, অন্তর্বর্তী নির্দেশে জানাল ডিভিশন বেঞ্চ। 

WB LIVE News Updates : এগরা বিস্ফোরণকাণ্ডের পর আইসি বদল

এগরা বিস্ফোরণকাণ্ডের পর আইসি বদল। আইসি মৌসম চক্রবর্তীকে বদলি করা হল হুগলি গ্রামীণ পুলিশ জেলায়। মৌসমের জায়গায় আইসি এগরা হলেন স্বপন গোস্বামী। এর আগে হুগলি গ্রামীণ পুলিশ জেলার সাইবার থানার ইন্সপেক্টর ছিলেন স্বপন গোস্বামী। 

WB News Live : এগরায় ভয়ঙ্কর বিস্ফোরণের রেশ এখনও কাটেনি

এগরায় ভয়ঙ্কর বিস্ফোরণের রেশ এখনও কাটেনি। এরইমধ্য়ে এগরার জামগাঁ গ্রামে পরিতক্ত বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ বারুদ। প্রশাসনের তরফে ঘিরে রাখা হয়েছে বাড়িটি। 

WB LIVE News Updates : নিয়োগ দুর্নীতির মামলায় যে টাকার অঙ্ক সামনে এসেছে, তাতেই স্পষ্ট যে, উচ্চ পর্যায়ের, রাজনীতির সঙ্গে যুক্ত লোকজন এর সঙ্গে জড়িত

নিয়োগ দুর্নীতির মামলায় যে টাকার অঙ্ক সামনে এসেছে, তাতেই স্পষ্ট যে, উচ্চ পর্যায়ের, রাজনীতির সঙ্গে যুক্ত লোকজন এর সঙ্গে জড়িত। ক্ষমতাসীন ব্য়ক্তিদের পৃষ্ঠপোষকতা এবং প্রশ্রয় ছাড়া এত কোটি কোটি টাকার দুর্নীতি সম্ভব নয়। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদের মামলার নির্দেশনামায়, এমনটাই উল্লেখ করেছেন বিচারপতি অমৃতা সিন্হা।

WB News Live: সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আজ হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি

সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে আজ হচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি। আজই দ্রুত শুনানি করা সম্ভব নয়, জানালেন বিচারপতি তালুকদার। মামলা ফেরত গেল প্রধান বিচারপতির কাছে। নতুন বেঞ্চ ঠিক হলে তারপরেই শুনানি, জানানো হল আদালতের তরফে। 

WB LIVE News Updates : ১৬ জেলার ১১৮ জন প্রথম দশে

মাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে ১১৮ জন। সবথেকে বেশি পূর্ব বর্ধমানের ১৭ জন।

WB News Live: এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু

এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু। কটকের হাসপাতালে মৃত্যু ভানু বাগের। মৃত্যুর আগে নেওয়া যায়নি বয়ান, খবর সিআইডি সূত্রে। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায়। হাসপাতালে ভর্তি থাকায় ভানুর বয়ান নেওয়া যায়নি, খবর সিআইডি সূত্রে । বিস্ফোরণের পর এলাকা থেকে পালিয়েছিলেন ভানু। কটকের হাসপাতালে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় ভর্তি ছিলেন 

WB LIVE News Updates: পরীক্ষার ৭৬ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ

পরীক্ষার ৭৬ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ। এবার পরীক্ষা দিয়েছে ৬,৮২,৩২১জন ছাত্র। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশ বেশি। ৪৪ হাজার শিক্ষক খাতা দেখেছেন। দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফল

প্রেক্ষাপট

কলকাতা: পরীক্ষার ৭৬ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ (Madhyamik Resul)। এবার পরীক্ষা দিয়েছে ৬,৮২,৩২১জন ছাত্র। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশ বেশি। ৪৪ হাজার শিক্ষক খাতা দেখেছেন। ১৬ জেলার ১১৮ জন স্থান পেয়েছেন মেধাতালিকায়।


এগরায় (Egra) বিস্ফোরণকাণ্ডে আহত মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু (Bhanu Bag Death)। বিস্ফোরণের পর এলাকা থেকে পালিয়ে সঙ্কটজনক অবস্থায় কটকের (Katak) হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভানু।


এগরায় ভয়ঙ্কর বিস্ফোরণকাণ্ডে অবশেষে বিস্ফোরক আইনের ধারা যোগ। যুক্ত করা হল অভিযুক্তদের বিরুদ্ধে খুন ও খুনের চেষ্টার ধারাও।


এগরা বিস্ফোরণকাণ্ডের প্রতিবাদে ভগবানপুরে বিজেপির মিছিলেই বোমা! পাল্টা গুলি বিধায়কের সুরক্ষায় থাকা সিআইএসএফের।


‘হে ভগবান! এত ছিন্ন ভিন্ন মৃতদেহ! এগরা বিস্ফোরণের ছবি দেখে শিউরে উঠলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। এনআইএ মামলায় রাজ্যের রিপোর্ট তলব। 


বিচারপতি বদলেও মিলল না স্বস্তি, হাইকোর্টে জোড়া ধাক্কা অভিষেকের। এজেন্সির জিজ্ঞাসাবাদে মিলল না রক্ষাকবচ। কুন্তল-সহ ২জনের ৫০ লক্ষ জরিমানা! 


তদন্তে বাধা ও অফিসারদের সন্ত্রস্ত করার উদ্দেশ্যেই রায় পুনর্বিবেচনার আবেদন। শুরুতেই এই কৌশল কড়া হাতে দমন করতে হবে। অভিষেক-কুন্তলকে ৫০ লক্ষ টাকা জরিমানা করে কড়া পর্যবেক্ষণ বিচারপতি সিন্হার।


দাঁত-নখ বের করে তদন্তের বিরোধিতা করছেন অভিষেক। তদন্তের মুখোমুখি হয়ে স্বচ্ছতার সঙ্গে বেরিয়ে আসা উচিত। জরিমানা করে মন্তব্য বিচারপতি অমৃতা সিন্হার।


বিচারপতি সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অভিষেক-কুন্তল। খতিয়ে দেখার আশ্বাস প্রধান বিচারপতির। আজ শুনানির সম্ভাবনা।


- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.