WB News Live: ফের রাজ্যে চিকেন পক্সে আক্রান্তের মৃত্যু, বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু বীজপুরের বাসিন্দার
West Bengal News : জেলা জেলা থেকে গুরুত্বপূর্ণ খবর এক নজরে।
ফের রাজ্যে চিকেন পক্সে আক্রান্তের মৃত্যু, বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু বীজপুরের বাসিন্দার। এক সপ্তাহে বেলেঘাটা আইডি-তে ৩ জন চিকেন পক্স আক্রান্তের মৃত্যু। ১৪ জানুয়ারি বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি বীজপুরের বাসিন্দা
উপনির্বাচনের জন্য মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন বদল। সুব্রত সাহার মৃত্যুতে ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘিতে বিধানসভা উপনির্বাচন। ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচনের জন্য মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন বদল। ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে ১ মার্চ হবে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা।
'দিদির দূত' কর্মসূচীতে গিয়ে গ্রামের আটচালায় বসে বয়স্কা মহিলাদের সাথে রামনাম করলেন তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিজেপির চাপেই এখন রামনাম করতে বাধ্য হচ্ছে তৃণমূল কটাক্ষ বিজেপি সাংসদের।
যোগাযোগ নিয়ে দাবি-পাল্টা দাবির মধ্যে এবার মিঠুন নিয়ে বিস্ফোরক ফিরহাদ। আমার সঙ্গেও যোগাযোগ রাখছেন মিঠুন, এবার বিস্ফোরক দাবি ফিরহাদের। তৃণমূলের ২১জন বিধায়ক সরাসরি যোগাযোগ রাখছেন, দাবি করেছিলেন মিঠুন। 'দিদি যাতে রেগে না যান, তার জন্য আমার সঙ্গে যোগাযোগ রাখছেন মিঠুন'। 'ফাঁকা আওয়াজ দিচ্ছেন মিঠুন, তৃণমূলের সঙ্গে গণ্ডগোল চান না মিঠুন'। 'নিজেই বলছেন যাতে তৃণমূল না রেগে যায়, কিছু কারণে বিজেপিতে গেছেন, ব্যক্তিগত ব্যাপার'। মিঠুন নিয়ে এমনই দাবি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। কী প্রমাণ আছে, এসব বলে প্রচারের আলোয় আসার চেষ্টা, পাল্টা কটাক্ষ শুভেন্দুর।
বকেয়া ডিএ নিয়ে প্রশ্ন তোলায় শাসকের কোপে প্রধান শিক্ষক! 'দিদির দূত' মালা রায়কে বকেয়া ডিএ নিয়ে প্রধান শিক্ষকের প্রশ্ন। প্রশ্ন তুলতেই বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। প্রশ্নকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার দাবি তৃণমূল নেতার । দেরিতে আসা থেকে মিড ডে মিল চুরির একাধিক অভিযোগ তৃণমূলের। ডিএ নিয়েই বেশি ব্যস্ত, প্রশ্নকারী প্রধান শিক্ষক নিয়ে অভিযোগ সাংসদেরও। শোকজ করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তৃণমূল নেতার।
চেয়ারম্যান নির্বাচনের ৪দিনের মধ্যেই ঝালদা পুরসভায় ফের 'পালাবদল'। নির্দল কাউন্সিলরকে সরিয়ে নতুন চেয়ারম্যান তৃণমূল কাউন্সিলর। দলত্যাগ বিরোধী আইনের যুক্তি দেখিয়ে নির্দল কাউন্সিলরের কাউন্সিলর পদ খারিজ। পুর আইনের কারণ দেখিয়ে শীলা চট্টোপাধ্যায়কে সরিয়ে দিলেন এসডিও। শীলা চট্টোপাধ্য়ায়কে সরিয়ে নতুন চেয়ারম্যান তৃণমূলের সুদীপ কর্মকার।
কলকাতা পুরসভার আর্থিক সঙ্কট, তহবিল নিয়ে অভিযোগ খারিজ মেয়রের। 'পুরসভার আয় বেড়েছে, কিন্তু এখনও রাজস্ব আদায়ে খামতি আছে, পে কমিশন বেড়েছে, বড় আর্থিক বোঝা চেপেছে পুরসভার গায়ে। কাউন্সিলর ফান্ডের টাকা পেলেও, মাইনে-পে কমিশনে বাড়তি দিতে হচ্ছে। আর্থিক বোঝা পুরসভার ঘাড়ে, ফান্ড অন্য কোথাও যাওয়ার ব্যাপার নেই', পুরসভার তহবিল নিয়ে বিরোধীদের অভিযোগ উড়িয়ে দাবি ফিরহাদের।
১০০ দিনের কাজেও দুর্নীতির অভিযোগ, এবার আসছে কেন্দ্রীয় দল। আবাস, মিড ডে মিলের পরে এবার ১০০দিনের কাজ খতিয়ে দেখতে আসছে কেন্দ্রীয় দল।
মুড়ি মেলায় জমজমাট কেঞ্জাকুড়ার দারকেশ্বরের চর। মুড়ি খাওয়া নিয়ে রাঢ়ের মানুষের বেশ কিছুটা দুর্নাম রয়েছে। অনেকেই বলেন বাংলার অন্য অংশের তুলনায় রাঢ়ের মানুষ মুড়ি খেতে বেশি পছন্দ করেন। তা সে সুনামই হোক বা দুর্নাম তাতে ডোন্ট কেয়ার বাঁকুড়ার । অন্তত বৃহস্পতিবার বাঁকুড়ার কেঞ্জাকুড়া গ্রাম সংলগ্ন দারকেশ্বরের মুড়ি মেলায় যারা এসেছেন তাঁরা দেখেছেন এই এলাকার মানুষ মুড়ি শুধু খায় এমনটা নয় তা রীতিমত উপভোগও করে ।
বালি বোঝাই ডাম্পার ধাওয়া করায়, পরিবহণ দফতরের গাড়ি লক্ষ্য করে গুলি চালাল মাফিয়া। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ঘটনা। অল্পের জন্য রক্ষা পান পরিবহণ কর্মী ও পুলিশ কর্মীরা। গতকাল রাতে পরিবহণ দফতরের গাড়িতে অভিযানে বের হন ৩ পরিবহণ কর্মী ও ২ পুলিশ কর্মী। কালনা থেকে পূর্বস্থলী পর্যন্ত বালি বোঝাই ডাম্পার ধাওয়া করায়, গাড়ি লক্ষ্য করে গুলি চলে। ৫-৬ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ।
'তৃণমূলের গুন্ডামিকে রুখতেই হবে, রাস্তা একটাই, ভোটে পদ্মফুল ফোটাতে হবে', নদিয়ার বেথুয়াডহরিতে বললেন জেপি নাড্ডা।
'কেন্দ্রের দেওয়া আবাস যোজনার টাকা এখানে খেয়ে নিয়েছে। এখানে চুরিও হয়, গা-জোয়ারিও দেখানো হয়। কয়লা, বালি কিছুই ছাড়ছে না টিএমসি। কেন্দ্র টাকা পাঠায়, এখানে তোলাবাজি হয়। একের পর এক কেন্দ্রীয় প্রকল্পে এখানে দুর্নীতি হয়েছে। রাজ্যে তৃণমূলের সরকার বেইমানের সরকার', তোপ জেপি নাড্ডার।
পশ্চিম মেদিনীপুরের কেশপুরে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ল আবাস দুর্নীতির তদন্তে আসা কেন্দ্রীয় প্রতিনিধিদল। এদিন ধলহারা গ্রাম পঞ্চায়েত এলাকায় যান দুই কেন্দ্রীয় প্রতিনিধি। বেহাল রাস্তা, ১০০ দিনের কাজ ও ভাঙা বাড়ি নিয়ে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
ঝালদা পুরসভায় শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজ। চেয়ারপার্সন শীলা চট্টোপাধ্যায়ের কাউন্সিলর পদ খারিজ। নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন সুদীপ কর্মকার
'অনেকে বলেন উত্তরবঙ্গ কিছু পায় না। উত্তরবঙ্গ সব পরিষেবা পায়। এগুলো শুধুই কুৎসা আর অপপ্রচার। কেন্দ্রীয় সরকার আমাদের সব ফান্ড বন্ধ করে দিয়েছে।' আলিপুরদুয়ারের সভামঞ্চে বললেন মমতা
আলিপুরদুয়ারে সভামঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে ডাকলেন মমতা। 'অভিষেক রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু অভিষেক সাংসদ, ওকে ডাকতেই পারি',
আলিপুরদুয়ারের সভামঞ্চে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দিদির দূত কর্মসূচিতে দমকলমন্ত্রী সুজিত বসুর সামনে মারামারি, ধাক্কাধাক্কি। দেগঙ্গার চাকলার ঘটনা, জড়িয়ে পড়লেন পঞ্চায়েত সদস্য বাগবুল ইসলাম। মন্ত্রীর সামনে বাগবুলের তালিকা পরিবর্তনের অভিযোগ ঘিরে গণ্ডগোলের সূত্রপাত। ভুল বোঝাবুঝি থেকে এই ঘটনা ঘটেছে, দাবি দমকলমন্ত্রী সুজিত বসুর। পরে দেগঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বালি বোঝাই ডাম্পার ধাওয়া করায়, পরিবহণ দফতরের গাড়ি লক্ষ্য করে গুলি চালাল মাফিয়া। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর ঘটনা।অল্পের জন্য রক্ষা পান পরিবহণ কর্মী ও পুলিশ কর্মীরা। গতকাল রাতে পরিবহণ দফতরের গাড়িতে অভিযানে বের হন ৩ পরিবহণ কর্মী ও ২ পুলিশ কর্মী। কালনা থেকে পূর্বস্থলী পর্যন্ত বালি বোঝাই ডাম্পার ধাওয়া করায়, গাড়ি লক্ষ্য করে গুলি চলে। ৫-৬ রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। গাড়ির সামনের কাচ ক্ষতিগ্রস্ত হলেও প্রাণে বেঁচে যান সরকারি কর্মীরা। এই ঘটনায় এক ডাম্পার মালিককে গ্রেফতার করেছে পূর্বস্থলী থানার পুলিশ।
'জেলা স্কুল পরিদর্শকরা যুক্ত না থাকলে এই ধরনের দুর্নীতি হতে পারে না। একজন ভুয়ো শিক্ষক ২-৩ বছর চাকরি করছেন, বেতন পাচ্ছেন। জেলা স্কুল পরিদর্শকরা না জানলে কীভাবে এটা সম্ভব?' মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর। ডিআইজি-সিআইডি-র নেতৃত্বে বিশেষ দল গঠন করে তদন্ত করবে সিআইডি, নির্দেশ আদালতের
৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে অনুব্রত। গরু পাচার মামলায় ফের জেল হেফাজত অনুব্রতর।
চিটফান্ড মামলায় দক্ষিণ কলকাতার ২টি জায়গায় তল্লাশি সিবিআই-এর। বেআইনি অর্থলগ্নি সংস্থা চালানোর অভিযোগে গড়িয়ায় ব্যবসায়ীর ফ্ল্যাটে হাজির কেন্দ্রীয় গোয়েন্দারা। স্থানীয় সূত্রে জানা যায়, বছর দুয়েক ধরে ওই ফ্ল্যাটে থাকেন না ব্যবসায়ী। আবাসনের সেক্রেটারির কাছ থেকে চাবি নিয়ে ফ্ল্যাটে ঢুকেছেন সিবিআই অফিসাররা। সূত্রের খবর, বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করা হয়েছে। আরেকটি দল দক্ষিণ কলকাতার অন্য একটি জায়গায় তল্লাশি চালাচ্ছে
উড়ালপুলের দাবিতে পূর্ব বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের গলিগ্রামে অবরোধ
মালদায় আবাস যোজনার তালিকায় এবার সিভিক ভলান্টিয়ারের নাম। এদিন কালিয়াচক ৩ নম্বর ব্লকের চরি-অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া গ্রামে যান কেন্দ্রীয় প্রতিনিধিরা। জানা যায়, আবাস তালিকায় নাম রয়েছে কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির সিভিক ভলান্টিয়ার অভিজিৎ পাণ্ডের। কেন্দ্রীয় প্রতিনিধিদের কাছে ছেলের নাম তালিকায় থাকার কথা স্বীকার নেন সিভিক ভলান্টিয়ারের মা।
ঊর্ধ্বমুখী ডিমের দাম। কলকাতার কোনও কোনও বাজারে এক পিস ডিম বিক্রি হচ্ছে সাড়ে ৭ টাকায়। এর আগে নভেম্বরের শেষে ডিমের দাম ৫০ পয়সা বেড়েছিল। হাঁসের ডিম প্রতি পিস ১২ টাকায় বিক্রি হচ্ছে। কারণ যাই হোক, ডিমের দাম বাড়ায় পকেটে টান পড়ছে মধ্যবিত্ত ক্রেতাদের।
দিদির দূত কর্মসূচি নিয়ে দলীয় বৈঠকের পরেই পাঁশকুড়ায় তৃণমূলের পার্টি অফিসে আগুন। দরকারি নথি-সহ পুড়ে ছাই হয়ে যায় সমস্ত আসবাব পাঁশকুড়ার ওই এলাকায় আজ দিদির দূত কর্মসূচি রয়েছে। আগুন লাগিয়ে কর্মসূচি রোখার চেষ্টা করছে বিরোধীরা, অভিযোগ তৃণমূলের। শাসকদলের গোষ্ঠীকোন্দল ধামাচাপা দিতেই মিথ্যা অভিযোগ, পাল্টা বিজেপি।
'প্রতিশোধ না নিলেও, প্রতিরোধ তো করতে হবে। প্রতিরোধ করার ক্ষমতা তৈরি করতে হবে খুন্তি, বঁটি, সাঁড়াশি, শিলনোড়া যা থাকবে, তাই নিয়ে মহিলাদের বেরিয়ে আসতে হবে', বিধান দিলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। গতকাল বাঁকুড়ায় দলের অঞ্চল সম্মেলন থেকে কার্যত শাসকদলকে হুঁশিয়ারি দেন লকেট।
বৃহস্পতিবার সকালে কলকাতায় বাঙালি সংস্কৃতি মেনে নাড্ডাকে সম্বর্ধনা দেবে রাজ্য বিজেপি নেতৃত্ব। তারপর কলকাতা থেকে হেলিকপ্টারে মায়াপুর যাবেন নাড্ডা। ইস্কনের মন্দির দর্শনের পর সেখানে প্রসাদ খাওয়ার কথা রয়েছে তাঁর। এরপর সড়কপথে নদিয়ার বেথুয়াডহরিতে যাবেন। সেখানে দলের জন সম্পর্ক যাত্রায় যোগ দেবেন জে পি নাড্ডা। কর্মসূচির শেষে হোটেলে নদিয়া উত্তর সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। এরপর মায়াপুর হয়ে কলকাতায় ফিরে আসবেন তিনি।
'মাননীয় জগদীপ ধনকড় আইন-সংবিধানকে ভঙ্গ করার জন্য রাজ্য সরকারকে চেপে ধরেছিলেন। তাতে মুখ্যমন্ত্রীর অনৈতিক কাজে সমস্যা হয়েছিল, তাই তিনি প্রথম দিন থেকে রাজ্যপালকে ম্যানেজের জন্য মরিয়া, রাজ্যপালের উপর বিশ্বাস আছে যে, তিনি বেআইনি কাজে মুখ্যমন্ত্রীকে সঙ্গ দেবেন না, যদি সেটা হয়, তাহলে সংবিধানের রীতি মেনে যেখানে অভিযোগ জানানোর জানাব', মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
'দরজায় দরজায় দিদির ভূত আসছে। আপনাদের বলছি, ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকবেন।' প্রকাশ্যে হুঁশিয়ারি দিলেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। অন্যদিকে দলেরই একাংশকে সতর্ক করে দিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক বললেন, 'দিদির দূতদের লাল চুল, কানে দুল পরে ঘুরলে চলবে না।'
SSKM হাসপাতালে অত্যাধুনিক স্পোর্টস মেডিসিন সেন্টার ঘুরে দেখলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। জলের তলায় ট্রেড মিল ও সাইক্লিং সেট আপ থেকে হট এন্ড কোল্ড আন্ডার ওয়াটার ট্রেনিং, কী নেই এখানে। একজন খেলোয়ারের শারীরিক এবং মানসিক বিভিন্ন দিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন বিশেষজ্ঞরা।
নিয়োগ দুর্নীতি নিয়ে কী বলছেন নোবেলজয়ীরা? স্বীকৃত এই মহান মানুষদের এই দুর্নীতি নিয়ে কী দৃষ্টিভঙ্গি সেটা আমার জানতে ইচ্ছে করে। বুধবার অন্য় একটি মামলার শুনানির জন্য এজলাসে ঢুকে, এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এনিয়ে অবশ্য় কিছু বলতে চাননি নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্য়োপাধ্য়ায়।
কোচবিহার পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে সারপ্রাইজ ভিজিট চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের। স্বাস্থ্যকেন্দ্রের ১৪ জন কর্মীর মধ্যে নির্ধারিত সময়ে উপস্থিত হলেন মাত্র চারজন! ৬ জনকে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে পুর কর্তৃপক্ষ। যদিও স্বাস্থকেন্দ্র সূত্রে খবর, অনুপস্থিতদের কয়েকজন ছুটিতে এবং অন্যত্র কাজে গিয়েছেন।
কোচবিহার পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে সারপ্রাইজ ভিসিট চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের। স্বাস্থ্যকেন্দ্রের ১৪ জন কর্মীর মধ্যে নির্ধারিত সময়ে উপস্থিত হলেন মাত্র চারজন! ৬ জনকে শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে পুর কর্তৃপক্ষ। যদিও স্বাস্থকেন্দ্র সূত্রে খবর, অনুপস্থিতদের কয়েকজন ছুটিতে এবং অন্যত্র কাজে গিয়েছেন।
প্রেক্ষাপট
দ্বিতীয়বার বিজেপির (BJP) সভাপতি হয়েই বঙ্গ সফরে নাড্ডা (JP Nadda)। ইসকন মন্দির হয়ে জনসভা করবেন নদিয়ার বেথুরাডহরিতে। পরিযায়ী পাখি বলে কটাক্ষ তৃণমূলের।
নতুন রাজ্যপালকে ম্যানেজ করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী (Chief Minister)। উপাচার্যদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ তুলে দাবি শুভেন্দুর (Suvendu Adhikari)। মানছেন ম্যানেজ করেছিলেন ধনকড়কে, পাল্টা তৃণমূল।
তৃণমূল চাইলেও অনৈতিক কাজে সমর্থন করবেন না রাজ্যপাল। সেরকম হলে নালিশ জানানো হবে বলেও মন্তব্য শুভেন্দুর। পাশে না দাঁড়ালেই খারাপ? খোঁচা ফিরহাদের।
সরস্বতী পুজোয় (Saraswati Puja) এবার রাজ্যপালের 'হাতেখড়ি'। আমন্ত্রিতদের তালিকায় মুখ্যমন্ত্রী, মন্ত্রী-সাংসদ থেকে বিচারপতিরা। রাজভবনেই খুদে পড়ুয়ার হাত ধরে হাতেখড়ি।
'কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া', মেঘালয়ের সভা থেকে আক্রমণে অভিষেক। পাল্টা তৃণমূল-বিজেপির আঁতাঁতের অভিযোগ অধীরের। মেঘালয় থেকে দুর্নীতিগ্রস্ত সরকারকে সরাতে হলে একমাত্র বিকল্প তৃণমূল। বিজেপি-এনপিপি-কে উৎখাতের ডাক হুঙ্কার মমতার।
মন্ত্রী সুব্রত সাহার মৃত্যু, ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘিতে উপনির্বাচন। একইদিনে মেঘালয়-নাগাল্যান্ডে ভোট। ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরায় (Tripura Election) নির্বাচন। ২ মার্চ গণনা।
মাধ্যমিকের (Madhyamik Exam) ইতিহাস পরীক্ষার দিনই সাগরদিঘির উপনির্বাচন। গণনার দিন মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত, জানাল পর্ষদ।
বাংলায় আবাস-তালিকায় বিহারের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের নাম! মালদায় (Malda) রতুয়ায় তদন্তে গিয়ে হতবাক কেন্দ্রীয় দল।
আবাসে দুর্নীতির (Awas Yojana Scam) তদন্তে গিয়ে হরিশ্চন্দ্রপুরে ক্ষোভের মুখে কেন্দ্রীয় দল। ১০০ দিনের কাজে বকেয়ার দাবিতে খড়গপুরে তৃণমূল নেতার নেতৃত্বে বিক্ষোভ।
১০-১৫ লক্ষ জব কার্ডই জাল! কোথায় গেল কেন্দ্রের টাকা? সিবিআই (CBI) তদন্ত দাবি শুভেনদুর। জনবিচ্ছিন্ন হয়ে শুধুই এজেন্সি নির্ভর, পাল্টা কটাক্ষ তৃণমূলের।
নিয়োগ দুর্নীতি নিয়ে কী বলছেন নোবেলজয়ীরা? অমর্ত্য, অভিজিৎ বিনায়কদের দৃষ্টিভঙ্গি কী? বিকাশের সঙ্গে আলাপচারিতায় জানার ইচ্ছাপ্রকাশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।
দিকে দিকে ক্ষোভের মুখে দিদির দূত। খড়দায় মন্ত্রীর কাছে তৃণমূলেরই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ। দত্তপুকুরে ক্ষোভের মুখে সৌগত। শালবনিতে জুন। ধূপগুড়িতে খগেশ্বর।
বাবা প্রধান শিক্ষক। জালিয়াতি করে মুর্শিদাবাদে সেই সকুলেই শিক্ষক ছেলে! সিবিআই চান মামলাকারী। তদন্ত করবেন কিনা, জানতে ডিআইজি-সিআইডিকে কাল তলব হাইকোর্টের।
বড়বাজারের পর এবার বউবাজার। কলকাতায় ফের বান্ডিল বান্ডিল নোটের হদিশ।ব্যাগভর্তি ৫০ লক্ষ টাকা-সহ গ্রেফতার ২। হাওয়ালার কিনা, তদন্তে পুলিশ।
একেনবাবুর স্রষ্টার অস্বাভাবিক মৃত্যু। ফ্ল্যাটের দরজা ভেঙে সুজন দাশগুপ্তর মৃতদেহ উদ্ধার পুলিশের। হৃদরোগে মৃত্যু, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে অনুমান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -