West Bengal News Live Updates: নদিয়ার তেহট্টে শ্যুটআউট, জখম তৃণমূল কর্মী

West Bengal Live News: একের পর এক মন্তব্য-বিতর্কে দিলীপকে ‘সেন্সর’, প্রকল্পের কাজে দেরি হওয়ায় এবার কানমলার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, জেনে নিন জেলার সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট

abp ananda Last Updated: 01 Jun 2022 11:51 PM
West Bengal News Live: ফের তৃণমূল নেতার মন্তব্য ঘিরে শোরগোল

ফের তৃণমূল নেতার মন্তব্য ঘিরে শোরগোল। এলাকায় তেল চুরি, বেআইনি মদের কারবারে জড়িত এলাকারই কিছু তৃণমূল নেতা। তৃণমূলের ব্লক সভাপতির মন্তব্য ঘিরে তোলপাড়।

WB News Live Updates: নদিয়ার তেহট্টে শ্যুটআউট

নদিয়ার তেহট্টে শ্যুটআউট, তৃণমূল কর্মী আহত। বাইকে চেপে বাড়িতে ফেরার সময় দুষ্কৃতী হামলা। কানের পাশে গুলি, শক্তিনগর হাসপাতালে ভর্তি।

West Bengal News Live: ফের রাস্তায় নার্সিং চাকরিপ্রার্থীরা

SSC’র শিক্ষক ও অশিক্ষক পদে নিয়োগের দাবিতে আন্দোলন চলছে। তার মধ্যেই ফের রাস্তায় নামলেন নার্সিং চাকরিপ্রার্থীরা। কলকাতায় হল প্রতিবাদ মিছিল। দু’ সপ্তাহের মধ্যে অবশিষ্ট শূন্যপদ পূরণ না করলে, বড়সড় আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে নার্সিং সংগঠন। কড়া অবস্থান জারি রেখেছে স্বাস্থ্যদফতরও।

WB News Live Updates: অনুব্রতর দেহরক্ষীর বাড়িতে সিবিআই!

১৪ ঘণ্টা পার, এখনও অনুব্রতর দেহরক্ষীর বাড়িতে সিবিআই! গরুপাচার মামলায় অনুব্রত দেহরক্ষী সায়গল হোসেনের বাড়িতে সিবিআই। সকাল ৮টা থেকে দফায় দফায় সায়গল হোসেনের বাড়িতে তল্লাশি। ডোমকলে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর বাড়িতে সিবিআইয়ের ম্যারাথন তল্লাশি। দুপুর ৩টে থেকে বাড়িতেই সায়গলকে সিবিআইয়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদ

West Bengal News Live: পঞ্চায়েত ভোটে এবার প্রার্থী হতে পারবেন পার্শ্ব শিক্ষকরা

পঞ্চায়েত ভোটে এবার প্রার্থী হতে পারবেন পার্শ্ব শিক্ষকরা। পার্শ্ব শিক্ষকদের প্রার্থী হওয়া নিয়ে জানাল রাজ্য নির্বাচন কমিশন। দার্জিলিঙের মহকুমা শাসককে চিঠি পাঠালেন কমিশনের সচিব।

WB News Live Updates: গ্রেফতার ১০ ডাকাত, উদ্ধার অস্ত্র

পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে পুলিশের সাফল্য। খড়গপুর টাউনের ১৩ নম্বর ওয়ার্ডের মুথুরাকাটি থেকে ১০ ডাকাতকে গ্রেফতার। উদ্ধার বহু অস্ত্র।

West Bengal News Live: সকালে আত্মঘাতী স্বামী, দুপুরে স্ত্রী

দাম্পত্যকলহে আত্মঘাতী দম্পতি! স্বামী আত্মহত্যা করার পর স্ত্রীও আত্মঘাতী। বাঁশবেড়িয়া মহাকালী তলার ঘটনা।

WB News Live Updates: মুখ খুললেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী

অবশেষে মুখ খুললেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। তাঁর পরিবারের ৩২ জনের সরকারি চাকরি পাওয়া নিয়ে আগেই সরব হয়েছিলেন বিরোধীরা। তবে এসব  মিথ্যে অভিযোগ বলে এদিন উড়িয়ে দিয়েছেন তিনি। তবে CBI’র হাতে থাকা নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত নিয়ে কিছু বলতে চাননি পরেশ অধিকারী।

West Bengal News Live: যাত্রা শুরু মিতালী এক্সপ্রেসের

১৮ জন যাত্রী নিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত যাত্রা শুরু করল ভারতের-বাংলাদেশ যোগাযোগের তৃতীয় ট্রেন মিতালী এক্সপ্রেস।

WB News Live Updates: হৃদযন্ত্রজনিত সমস্যা ছিল কে কে-এর, উল্লেখ ময়নাতদন্ত রিপোর্টে

‘হৃদযন্ত্রজনিত সমস্যা ছিল কেকে-র’। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ, পুলিশ সূত্রে খবর। রাসায়নিক বিশ্লেষণের পর মিলবে চূড়ান্ত রিপোর্ট।

West Bengal News Live: শিক্ষামূলক অ্যাপের প্রোমোশন, জল্পনা খারিজ করে দাবি সৌরভের

‘মানুষের উপকার হবে, এমন নতুন কিছু শুরু করতে চাই। আশাকরি সমর্থন পাব।' সৌরভের ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা। শিক্ষামূলক অ্যাপের প্রোমোশন, জল্পনা খারিজ করে জানালেন সৌরভ

WB News Live Updates: বিজ্ঞাপনী চমক, বলল সৌরভের অফিস

সোশাল মিডিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের পোস্ট ঘিরে জল্পনা। বিজ্ঞাপনী চমক, দাবি করা হল সৌরভের অফিস থেকে।

WB News Live Updates: বিজ্ঞাপনী চমক, বলল সৌরভের অফিস

সোশাল মিডিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের পোস্ট ঘিরে জল্পনা। বিজ্ঞাপনী চমক, দাবি করা হল সৌরভের অফিস থেকে।

West Bengal News Live: ধান বিক্রিতে সমস্যা, বীরভূমে বিক্ষোভ সিপিএমের

কিষাণ মাণ্ডিতে গিয়েও ধান বিক্রি করতে পারছেন না! বাধ্য হয়ে সহায়ক মূল্যের থেকে কম দামে তা বিক্রি করতে হচ্ছে আড়তদারদের কাছে! এমনই অভিযোগে আজ বীরভূমে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখাল সিপিএম। গতকালই বিষয়টি নিয়ে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

WB News Live Updates: কলকাতার উদ্দেশে রওনা অনুব্রতর

কলকাতার উদ্দেশে গেলেন অনুব্রত মণ্ডল। বোলপুরের নিচুপট্টি এলাকায় বাড়ি থেকে বিকেল ৪টা ৪০ নাগাদ বেরোলেন তিনি। ডাক্তার দেখাতে যাচ্ছেন বলে জানালেন।

West Bengal News Live: বাংলার মুকুটে নতুন পালক

মে মাসে গ্রামীণ এলাকায় প্রায় ২ লক্ষ বাড়িতে পানীয় জলের সংযোগ। দেশের মধ্যে প্রথম স্থানে বাংলা। শিল্প বান্ধব পরিবেশের জন্য মিলছে স্কচ পুরস্কার। 

WB News Live Updates: ফের তলব অনুব্রতকে

ভোট পরবর্তী হিংসার মামলায় ফের অনুব্রত মণ্ডলকে তলব সিবিআইয়ের। সূত্রের খবর, আগামীকাল বেলা ১২টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা দিতে বলা হয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। 

West Bengal News Live: সোশ্যাল মিডিয়ায় কী বার্তা সৌরভের?

'আমি নতুন কিছু শুরু করতে চাই, মানুষের উপকার হবে এমন কিছু শুরু করতে চাই।' টুইটে লিখলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

WB News Live Updates: কুসংস্কারের দাপট, ভেলায় ভাসানো হল সাপে কাটা শিশুর দেহ

সাপের কামড়ে মৃত্যু হয়েছে, এমন এক বালিকার দেহ ভেলায় ভাসানো হল নদীর জলে। কুসংস্কারের ছায়া সাগর ব্লকের মৃত্যুঞ্জয়নগরে। প্রথমে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়, তারপরে নিয়ে যাওয়া হল সাগর গ্রামীন হাসপাতালে। সেখানে মৃত বলে ঘোষণা করা হলে ফের বাড়িতে এনে ভেলায় ভাসিয়ে দেওয়া হয়।


 

West Bengal News Live: মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ

এক মহিলাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। নিহতের পরিবারের অভিযোগ, অভিযুক্তদের এখনও গ্রেফতার করে নি পুলিশ। মঙ্গলবার দুপুরে লালগড় থানার খয়রাশুলি এলাকার ঘটনা।

WB News Live Updates: মানসিক স্বাস্থ্যের দিকে খেয়াল চন্দননগর পুলিশের

পুলিশ কর্মীদের মানসিক অবসাদ দূর করতে "লেটস্ ওপেন আপ" চালু করল চন্দননগর পুলিশ। এর অর্থ খোলাখুলি কথা বলা। আজ চুঁচুড়া থানায় পুলিশকর্মীদের নিয়ে লেটস ওপেন আপের সেশন হয়।

West Bengal News Live: কলকাতা শহরে ফের রহস্যমৃত্যু

দমদমে যুবকের রহস্যমৃত্যু। বহুতলের নীচ থেকে উদ্ধার হয়েছে রক্তাক্ত মৃতদেহ। আত্মহত্যা, না কি অন্য কোনও কারণে মৃত্যু, খতিয়ে দেখছে দমদম থানার পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃতের রুমমেটকে।

WB News Live Updates: সিঙ্গুরে গৃহবধুর মৃত‍্যু,  স্বামী, শ্বশুর, দেওরকে গ্ৰেফতার পুলিশের

গৃহবধুর মৃত‍্যুতে  স্বামী, শ্বশুর, দেওরকে গ্ৰেফতার করল সিঙ্গুর থানার  পুলিশ। মৃত গৃহবধূর নাম মনি পাকিরা (২২) ,বাড়ি সিঙ্গুরের দৌলতপুর গ্ৰামে। অভিযুক্ত তিন জনকে গতকাল রাতে সিঙ্গুরের দৌলতপুর গ্ৰাম থেকে গ্ৰেফতার করে পুলিশ। অভিযুক্তদের  আজ মহকুমা আদালতে পাঠানো হয়েছে। 

West Bengal News Live: ভাড়া বাড়ি থেকে দম্পতির মৃতদেহ উদ্ধার

ভাড়া বাড়ি থেকে দম্পতির মৃতদেহ উদ্ধার। মৃতদের নাম সুনিল কুন্ডু (৫৫) এবং আন্না হালদার (৪২)। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের রমনা এতবারনগর পুরোনো বিডিও মোড় সংলগ্ন এলাকায়। ঘটনার খবর পুলিশের কানে পৌছাতেই মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

WB News Live Updates: এক যুবকের হাতে খুন দুই ব্যক্তি, সন্দেশখালির ন্যাজাটে চাঞ্চল্য

এক যুবকের হাতে দুই ব্যক্তি খুন। অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন বলে অভিযোগ। হামলায় আহত দুই, ঘটনায় সন্দেশখালির ন্যাজাট থানার কানমারিতে তীব্র চাঞ্চল্য। 

West Bengal News Live: গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ সিপিএমের

প্রতি ক্যুইন্টাল ধানে সরকারি সহায়ক মূল্য ১ হাজার ৯৬০ টাকা। কিন্ত কৃষক মাণ্ডিতে ধান বিক্রি করতে না পেরে, আড়তদারের কাছে তা বিক্রি করতে হচ্ছে প্রতি ক্যুইন্টাল ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়। এই অভিযোগ তুলে বুধবার বীরভূমের বোলপুরের তৃণমূল পরিচালিত রায়পুর সুপুর গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখাল সিপিএম। 

WB News Live Updates: নজরুল মঞ্চের ব্যবস্থাপনা নিয়ে ট্যুইট তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যর

নজরুল মঞ্চের ব্যবস্থাপনা নিয়ে ট্যুইট তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যর। দেবাংশু ট্যুইটে লিখেছেন, কলকাতায় গতকাল অসহ্য ভ্যাপসা গরম ছিল। বাইরে গরম বেশি থাকলে ভিতরের এসি-তে সর্বদা প্রেশার পড়ে। যেটা আদপে এসি-র প্রবলেম নয়। সমস্যা হয়ে গেল এনক্লোজড অডিটোরিয়াম হওয়ায়। এখানে নজরুল মঞ্চ বা তার ইনফ্রাস্ট্রাকচারের কোনও দোষ নেই। আর হৃদরোগে কখন কে আক্রান্ত হবেন, বলা খুব মুশকিল। ট্যুইটে লেখেন দেবাংশু ভট্টাচার্য। 

West Bengal News Live: দুর্গাপুরে বন্ধ হয়ে গেল একটি স্পঞ্জ আয়রন কারখানা

দুর্গাপুরে বন্ধ হয়ে গেল একটি স্পঞ্জ আয়রন কারখানা। শ্রমিকদের পাওনা গণ্ডা বুঝে নিতে নোটিস দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। তাদের দাবি, আর্থিক লোকসান বাড়তে থাকায় এই সিদ্ধান্ত। কারখানা বন্ধ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বাগযুদ্ধ। 

WB News Live Updates: দমদমে যুবকের অস্বাভাবিক মৃত্যু

বুধবার সবে ভোরের আলো ফুটেছে। রাস্তায় বেরোতে শুরু করেছে লোকজন। হঠাত্‍ই পথচলতি মানুষের চোখ যায় দমদমের পিকে গুহ রোডের এই আবাসনের নিচে। বহুতলের নীচে পড়ে যুবকের রক্তাক্ত মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, যুবকের নাম কল্যাণ কুইলা (৩১) বাড়ি পশ্চিম মেদিনীপুরের বেলদার ঠাকুরচক এলাকায়। এই বহুতলের পাঁচতলায় ঘর ভাড়া নিয়ে থাকতেন তিনি। কাজ করতেন একটি সিকিউরিটি এজেন্সিতে।

West Bengal News Live: অস্বস্তিতে তৃণমূল শাসিত পুর নেতৃত্ব!

হলদিয়া পুরসভার বাড়তি ডেভেলপমেন্ট ফি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরেই অস্বস্তিতে তৃণমূল শাসিত পুর নেতৃত্ব!

WB News Live Updates: ফেসবুকে কোচবিহারের তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ সম্পর্কে প্রশস্তি দিনহাটার বিধায়ক উদয়ন গুহর

ফেসবুকে কোচবিহারের তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ সম্পর্কে প্রশস্তি দিনহাটার বিধায়ক উদয়ন গুহর। তাহলে কি কাছাকাছি আসছেন দু’জনে? শুরু হয়েছে জল্পনা। তবে এই ফেসবুক পোস্টকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের বর্তমান জেলা সভাপতি। আর এনিয়ে কটাক্ষ করেছে বিজেপি।

West Bengal News Live: রিয়্যালিটি শোয়ের নাম করে আড়াই লক্ষ টাকা প্রতারণার অভিযোগ

রিয়্যালিটি শোয়ের নাম করে আড়াই লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া থেকে ২ জনকে গ্রেফতার করল পুরুলিয়া সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতরা বিহারের পাটনা ও ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা। অভিযোগ, রিয়্যালিটি শোয়ের জন্য মনোনীত হওয়ার টোপ দিয়ে পুরুলিয়ার মানবাজারের এক মহিলাকে ফোন করে প্রতারকরা।

WB News Live Updates: দলের একাংশের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতির ফেসবুক পোস্ট

দলের একাংশের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতির ফেসবুক পোস্ট। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি মনস্পতি দেব ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীরা কেন্দ্রীয় কমিটির পাঠানো ক্ষতিপূরণের টাকা পায়নি বলে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন। 

West Bengal News Live: ভোট পরবর্তী হিংসার মামলায় ফের অনুব্রতকে তলব সিবিআইয়ের

ভোট পরবর্তী হিংসার মামলায় ফের অনুব্রত মণ্ডলকে তলব সিবিআইয়ের। আগামীকাল বেলা ১২টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা দিতে বলা হয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে। খবর সিবিআই সূত্রে। ভোট পরবর্তী হিংসার মামলায় গত ২৪ মে অনুব্রত মণ্ডলকে তলব করে সিবিআই। অসুস্থতার কারণ দেখিয়ে আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়ে ১৫ দিন সময় চান অনুব্রত। ওই আবেদনের ৯ দিনের মাথায় ভোট পরবর্তী হিংসার মামলায় ফের অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই।

WB News Live Updates: নিরাপত্তারক্ষীদের দাবি, গতকাল কে কে-র অনুষ্ঠানে দর্শক ছিল প্রায় ৭ হাজার

নজরুল মঞ্চে আসন সংখ্যা ২ হাজার ৪৮৩। নিরাপত্তারক্ষীদের দাবি, গতকাল কে কে-র অনুষ্ঠানে দর্শক ছিল প্রায় ৭ হাজার। পাঁচিল টপকে ভিতরে ঢোকে বহু দর্শক। ভিড় সামলাতে নজরুল মঞ্চের ৭টির মধ্যে ৫টি গেট খুলে দেওয়া হয়। ভিতরে ঢুকতে না পেরে একসময় ৩ নম্বর গেটের বাইরে থেকে ইট-পাটকেল, বাঁশের টুকরো ছুড়তে শুরু করে পড়ুয়ারা। অডিটোরিয়ামের ভিতরে চলে আসে বাঁশের টুকরো। নিরাপত্তারক্ষীদের দাবি, অগ্নিনির্বাপক যন্ত্র স্প্রে করে ভিড় সামাল দেওয়ার চেষ্টা করে বাকি পড়ুয়ারা। সব মিলিয়ে পরিস্থিতি হাতের বাইরে চলে যায় বলে দাবি নজরুল মঞ্চের নিরাপত্তারক্ষীদের।

West Bengal News Live: কে কে-র শেষ মুহূর্তের কথা জানিয়েছেন তাঁর ম্যানেজার রীতেশ ভাট

গতকাল অনুষ্ঠান শেষে ফিরে যাওয়ার সময় গাড়িতে শীত করছিল কে কে-র। এসি বন্ধ করে দিতে হয়। হাতে-পায়ে ক্র্যাম্প ধরতে শুরু করে। হোটেলে ফিরে অনুরাগীদের ডাকে সাড়া দিয়ে ছবিও তোলেন কে কে। হোটেলের ঘরে ঢুকে সোফায় বসতে গিয়ে পড়ে যান। কে কে-র শেষ মুহূর্তের কথা জানিয়েছেন তাঁর ম্যানেজার রীতেশ ভাট।

WB News Live Updates: গ্র্যান্ড হোটেলে গেলেন কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা

সঙ্গীতশিল্পী কে কে-র মৃত্যুতে নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনও কারণে সঙ্গীতশিল্পীর মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ। এদিন গ্র্যান্ড হোটেলে যান কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা ও ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার।গ্র্যান্ড হোটেলের শিফট ম্যানেজার, হোটেল কর্মী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। খতিয়ে দেখা হচ্ছে হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ।

West Bengal News Live: সঙ্গীতশিল্পী কে কে-র প্রয়াণে মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন

সঙ্গীতশিল্পী কে কে-র প্রয়াণে মুখ্যমন্ত্রীর শোকজ্ঞাপন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যুইট, বলিউডের প্লে ব্যাক গায়ক কে কে-র আকস্মিক ও অকালমৃত্যুতে আমরা মর্মাহত। সমস্ত রকম প্রয়োজনীয় ব্যবস্থা, তাঁর শেষকৃত্য, পরিবারকে সহায়তা দিতে গতকাল রাত থেকেই কাজ করছেন আমার সহকর্মীরা। গভীর সমবেদনা জানাই। ট্যুইটে লেখেন মুখ্যমন্ত্রী।

WB News Live Updates: আজই এসএসকেএমে দেহের ময়নাতদন্ত হবে

মাত্র ৫৩ বছর বয়সে কলকাতায় প্রয়াত সঙ্গীতশিল্পী কে কে। মৃতদেহ রাখা হয়েছে সিএমআরআই হাসপাতালে। আজই এসএসকেএমে দেহের ময়নাতদন্ত হবে

West Bengal News Live: কী দাবি নজরুল মঞ্চের নিরাপত্তারক্ষীর

সোমবার নজরুল মঞ্চেই ঠাকুরপুকুরের গুরুদাস কলেজের অনুষ্ঠানে গান গেয়েছিলেন কে কে। জানিয়েছিলেন, অসুস্থ বোধ করছেন। এমনই দাবি নজরুল মঞ্চের নিরাপত্তারক্ষীর

WB News Live Updates: কে কে-র মৃত্যুতে নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু

সঙ্গীতশিল্পী কে কে-র মৃত্যুতে নিউ মার্কেট থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। শারীরিক অসুস্থতা নাকি অন্য কোনও কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ। কে কে-র সহকারীদের ও হোটেল কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি, খতিয়ে দেখা হবে হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ। আজই  এসএসকেএমে দেহের ময়নাতদন্ত হবে।

West Bengal News Live: দিলীপের কিছু মন্তব্যে রাজ্য নেতারা ক্ষুব্ধ এবং কেন্দ্রীয় নেতৃত্ব বিব্রত

এবার দিলীপ ঘোষকে সেন্সর করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। চিঠি দিয়ে বলা হল, তাঁর কিছু মন্তব্যে রাজ্য নেতারা ক্ষুব্ধ এবং কেন্দ্রীয় নেতৃত্ব বিব্রত। পাশাপাশি দিলীপ ঘোষকে দলীয় সহকর্মীদের সম্পর্কে মন্তব্য থেকে বিরত থাকতেও পরামর্শ দেওয়া হয়েছে। দিলীপ ঘোষ এখনও চিঠি পাননি বলে জানিয়েছেন। তবে এনিয়ে সহানুভূতির মোড়কে কটাক্ষ করেছে তৃণমূল।

প্রেক্ষাপট

কলকাতা: সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথের আকস্মিক মৃতুতে শোকাহত। পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা। ট্যুইট প্রধানমন্ত্রীর। শোকবার্তা ফিরহাদ হাকিমের।


একের পর এক মন্তব্য-বিতর্কে দিলীপকে (Dilip Ghosh) ‘সেন্সর’ করল দল। সতীর্থদের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্যে লাগাম। 


দিলীপের মুখে দলের লাগাম, ভালই হয়েছে, বললেন তথাগত (Tathagata Roy)। 


দিলীপের মুখে দলের তালা, পাশে কুণাল (Kunal Ghosh)। দলবদলুরা দল দখল করে বুলডোজার চালাচ্ছে বলে খোঁচা। এব্যাপারে কিছু জানা নেই, দাবি সুকান্তর (Sukanta Mazumdar)। 


প্রকল্পের কাজে দেরি হওয়ায় এবার কানমলার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)। 


ইন্দিরা আবাস প্রকল্পে দুর্নীতি করলে শ্রীঘরে পাঠাব। অশোকনগরে তৃণমূল (TMC) বিধায়কের হুঁশিয়ারি। পুলিশ নিরপেক্ষ থাকলে দলটাই উঠে যাবে, খোঁচা বিজেপির (BJP)। 


এবার রাজ্যে বোমার হোম ডেলিভারি! ক্রেতার কাছে বোমার ছবি পাঠানোর পর অনলাইনে পেমেন্ট! আড়াইশো থেকে সাড়ে ৪শোতে বিক্রি হত বোমা। 


কাটোয়ায় বোমার হোম ডেলিভারি-চক্রের পর্দাফাঁস! রাজ্য এবার দুয়ারে বোমার কারবার! খোঁচা রাহুলের। নেপথ্যে বিজেপির হাত দেখছে তৃণমূল। 


শাসকের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে হুঁশিয়ারির পরেই ক্লোজ মানিকচক থানার এসআই। কর্তব্যে গাফিলতির অভিযোগ। 


পুরুলিয়ায় পরপর ভোটে ধাক্কা। হয়তো আমাদের কিছু ভুল হয়েছিল। কর্মিসভায় মানলেন মমতা। ভুল করেছে বলেই তো হেরেছে, কটাক্ষ বিজেপির।


সিপিএম-বিজেপিকে গ্রামছাড়া করতে দুবরাজপুরে তৃণমূল নেতার ফতোয়া। ভয় পেয়েছে বলে খোঁচা বিরোধীদের। অতি উৎসাহে বলার সাফাই নেতৃত্বের। 


তোলা না দেওয়ায় বেলেঘাটায় ব্যবসায়ীকে মার। ২জন গ্রেফতার। অধরা মূল ২ অভিযুক্ত। রাজনৈতিক কারণে ফাঁসানোর চেষ্টা, দাবি অভিযুক্তের। 


বেলেঘাটায় আক্রান্ত ব্যবসায়ী। খুনের চেষ্টা, অপহরণের ধারায় কেন মামলা নয়? প্রশ্ন পরিবারের। সঠিক পথেই এগোচ্ছে তদন্ত, পাল্টা দাবি পুলিশের। 


মোদি সরকারের ৮ বছর পূর্তিতে বকেয়া নিয়ে ফের আক্রমণে মমতা। নজর ঘোরানোর চেষ্টা, পাল্টা বিজেপি।


বঞ্চনার অভিযোগে মোদি সরকারের বিরুদ্ধে আক্রমণে মমতা। আগে দল সামলান, পাল্টা বিজেপি। 


মোদি জমানায় বাংলায় রেলে ১০ হাজার কোটি বিনিয়োগ। দাবি রেলমন্ত্রীর। জমি পেলে দ্রুত কাজ শেষের আশ্বাস। নতুন প্রকল্প কোথায়? প্রশ্ন তৃণমূলের। 


বাণিজ্যিক গ্যাসের দামে সামান্য স্বস্তি। সিলিন্ডারপিছু দাম কমল ১৩২ টাকা। আপাতত অপরবর্তিতই থাকছে গৃহস্থের রান্নার গ্যাসের দাম। 


গ্রুপ সি-তে বেআইনি নিয়োগের সংখ্যা বাগ কমিটির রিপোর্টের চেয়েও বেশি! এসএসসি-তদন্তে দাবি সিবিআইয়ের। রাতে ৩ ঘণ্টা ধরে ফের তল্লাশি।


ফি বৃদ্ধির প্রতিবাদে হাওড়ার বিজয়কৃষ্ণ গালর্স কলেজে তাণ্ডব। 


ভর্তিতে অবশেষে কি কেন্দ্রীয় অনলাইনের পথে রাজ্য? মিলেছে নবান্নের সবুজ সঙ্কেত, খবর সূত্রের। বৃহস্পতিবার উপাচার্যদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী। 


রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকার শিল্প হবে। পুরুলিয়ায় তৈরি হবে হায়দরাবাদের আদলে ফিল্ম সিটি। বাড়বে কর্মসংস্থান। ঘোষণা মুখ্যমন্ত্রীর। 


সময়ের আগেই রাজ্যে ঢুকছে বর্ষা। দক্ষিণবঙ্গের একাংশে বৃষ্টি।  খড়গপুরে ঝড়ে ভাঙল বিদ্যুতের খুঁটি। বাঁকুড়ায় ক্ষতিগ্রস্ত তৃণমূলের মঞ্চ। 


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের কোচ হলেন বাগানের আইলিগজয়ী কোচ কিবু ভিকুনা। আনুষ্ঠানিক ঘোষণা ক্লাবের। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.