West Bengal News Live Updates: নির্দলকে সমর্থন করে ভোট নষ্ট করবেন না, বললেন অভিষেক

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

ABP Ananda Last Updated: 02 Jul 2023 11:54 PM
Abhishek Banerjee: নির্দলকে সমর্থন করে ভোট নষ্ট করবেন না, বললেন অভিষেক

নির্দল নিয়ে কড়া তৃণমূল। মানুষ যাকে চেয়েছে তাকেই প্রার্থী করা হয়েছে। নির্দলকে সমর্থন করে ভোট নষ্ট করবেন না। কারণ আগামীদিনে নির্দলদের আর তৃণমূলে ফেরানো হবে না। মালদার সভা থেকে ফের কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 


 

Abhishek Banerjee: সামশেরগঞ্জে গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী, প্রতিবাদে রাস্তা অবরোধ

পঞ্চায়েত ভোটের আগে ফের চলল গুলি। সামশেরগঞ্জে গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী।  তিনপাকুরিয়া অঞ্চলের বাবুপুরে গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী আরিফ শেখ। গুলিবিদ্ধ কংগ্রেস কর্মীকে আনা হল সামশেরগঞ্জ ব্লক হাসপাতালে। সামশেরগঞ্জের তৃণমূল বিধায়কের সামনেই গুলি চালানোর অভিযোগ কংগ্রেসের। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ কংগ্রেসের।

Panchayat Elections 2023: পঞ্চায়েত ভোটের আগে ফের চলল গুলি, সামশেরগঞ্জে গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী

পঞ্চায়েত ভোটের আগে ফের চলল গুলি। সামশেরগঞ্জে গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী। তিনপাকুরিয়া অঞ্চলের বাবুপুরে গুলিবিদ্ধ কংগ্রেস কর্মী আরিফ শেখ। গুলিবিদ্ধ কংগ্রেস কর্মীকে আনা হল সামশেরগঞ্জ ব্লক হাসপাতালে। 

Durga Puja 2023: খুঁটিপুজো হয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাড়ার পুজো বড়িশা প্লেয়ার্স কর্নারে

ঢাকে কাঠি পড়তে এখনও সাড়ে তিনমাস বাকি! তার আগেই, রবিবার খুঁটিপুজো হয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাড়ার পুজো বড়িশা প্লেয়ার্স কর্নারে।
পঞ্চাশ পেরিয়ে এবার একান্ন বছরে পা। শুধু সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের বয়স নয়...বড়িশা প্লেয়ার্স কর্ণারের দুর্গাপুজোর বয়সও ততই। সৌরভকে রেখে এই খুঁটিপুজো করতে চেয়েছিলেন উদ্য়োক্তারা। কিন্তু, সামান্য ভুল বোঝাবুঝিতে তা হয়ে ওঠেনি। তবে এদিন উপস্থিত ছিলেন, সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও স্ত্রী ডোনা গঙ্গোপাধ্য়ায়।

Basanti Murder: বাবার মৃত্যুর জন্য দায়ী তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, দাবি বাসন্তীতে খুন হওয়া যুব তৃণমূলকর্মীর মেয়ের

বাবার মৃত্যুর জন্য দায়ী, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দাবি বাসন্তীতে খুন হওয়া যুব তৃণমূলকর্মীর মেয়ের। এবারই প্রথম তৃণমূলের হয়ে তিনি নেমেছেন ভোটের ময়দানে। রাজ্যপুলিশ নয়, রাজ্যপালে আস্থা প্রকাশ করে দাবি করেছেন সিবিআই তদন্ত। ঘটনাকে ঘিরে ফের প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।

Panchayat Elections 2023: তৃণমূল ও বিজেপির সংঘর্ষে তেতে উঠল আসানসোলের রানিগঞ্জ

পঞ্চায়েত ভোটের আর এক সপ্তাহও বাকি নেই। এখনও জেলায় জেলায় অশান্তি অব্যাহত। রবিবার, তৃণমূল ও বিজেপির সংঘর্ষে তেতে উঠল আসানসোলের রানিগঞ্জ। জামালপুরে বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ উঠল। আবার মেটেলিতে সংঘর্ষে জ়ড়াল তৃণমূল-সিপিএম। 

Suvendu Adhikari: তৃণমূল মানেই চোর, যা করার করব হুঙ্কার শুভেন্দু অধিকারীর

তৃণমূল মানেই চোর, আক্রমণে শুভেন্দু।'চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, যা করার করব', তৃণমূলকে নিশানা করে হুঙ্কার শুভেন্দু অধিকারীর।

Sukanta Majumdar: ভুয়ো ব্যালট পেপার তৈরি করা হচ্ছে, দাবি সুকান্তর

পঞ্চায়েত ভোটের ব্যালট পেপার নিয়ে ফের বিস্ফোরক দাবি সুকান্ত মজুমদারের। 'বিভিন্ন জেলায় ভুয়ো ব্যালট পেপার তৈরি করা হচ্ছে। পুলিশের পোশাক পরিয়ে সিভিক ভলান্টিয়ারকে ভোট লুঠের কাজে ব্যবহার করা হচ্ছে। প্রয়োজনে আমরা কোর্টে যাব, সব বিষয় তুলে ধরব', মহম্মদবাজারের সভায় বিস্ফোরক দাবি বিজেপির রাজ্য সভাপতির। 

Basanti News: বাসন্তীতে নিহত যুব তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে ফোনে কথা রাজ্যপালের

বাসন্তীতে নিহত যুব তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে ফোনে কথা রাজ্যপালের। কী সাহায্য দরকার, জানতে নিহত যুব তৃণমূল কর্মীর। পরিবারকে ফোন রাজ্যপালের।কলকাতায় ফেরার ট্রেন থেকেই ফোন রাজ্যপাল সিভি আনন্দ বোসের। আমরা শান্তি চাই, ফোনে রাজ্যপালের কাছে আবেদন নিহতের পরিবারের।

Panchayat Elections Live Updates: পাঁচদিন পরই ভোট, জেলায় জেলায় প্রচারে জোর, মুখোমুখি সব দল

৫দিন পরেই পঞ্চায়েত ভোট। জোরকদমে চলছে প্রচার। মালদার সুজাপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। সোনারপুর দক্ষিণ বিধানসভা এাকায় সিপিএম প্রার্থীদের নিয়ে  প্রচার করলেন সুজন চক্রবর্তী। অন্যদিকে বীরভূমের ময়ূরেশ্বরে বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

Abhishek Banerjee: তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল, ফের কড়া বার্তা অভিষেকের

তৃণমূলের টিকিট না পেয়ে নির্দল, ফের কড়া বার্তা অভিষেকের। 'মানুষ যাঁকে সার্টিফিকেট দিয়েছে, তাঁকেই প্রার্থী করেছে তৃণমূল। অনেক নেতার অপছন্দ হয়েছে, নির্দল হয়ে দাঁড়িয়েছে। নির্দলদের একটা ভোটও দেবেন না, আপনার ভোট নষ্ট করবেন না। একটা নির্দলকেও তৃণমূলে নেওয়া হবে না',
মালদার সুজাপুর থেকে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

Abhishek Banerjee: বিজেপির সব থেকে বড় এজেন্টের নাম অধীর চৌধুরী, আক্রমণে অভিষেক

মালদার সুজাপুর থেকে ফের অধীরকে কড়া আক্রমণ অভিষেকের। 'বিজেপির সব থেকে বড় এজেন্টের নাম অধীর চৌধুরী। পটনায় রাহুল গাঁধী বলছেন বিজেপি-র বিরুদ্ধে লড়বেন। আর বাংলায় অধীর চৌধুরী বিজেপি নেতদের সুরে কথা বলছেন', আক্রমণে অভিষেক।

Abhishek Banerjee: এজেন্সি ইস্যুতে ফের বিজেপিকে নিশানা অভিষেকের

এজেন্সি ইস্যুতে ফের বিজেপিকে নিশানা অভিষেকের। 'ইডি-সিবিআই দিয়ে এত অত্যাচার করেছে। প্রতি পদে তৃণমূলের সামনে বাধার চেষ্টা করেছে। এত সিবিআই-ইডি লাগিয়েও আমার কিচ্ছু করতে পারেনি', এজেন্সি ইস্যুতে ফের বিজেপিকে নিশানা অভিষেকের। 

Cooch Behar News: রাজ্যপালের কোচবিহার সফর চলাকালীনই ফের অশান্ত দিনহাটার গীতালদহ

রাজ্যপালের কোচবিহার সফর চলাকালীনই ফের অশান্ত দিনহাটার গীতালদহ। তৃণমূলের অঞ্চল সভাপতি মাফুজার রহমানকে বেধড়ক মারধর, ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল নির্দল প্রার্থীর অনুগামীদের বিরুদ্ধে। গুরুতর আহত তৃণমূল নেতা ও তাঁর সঙ্গীকে কোচবিহারের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আরও ৫ জন আহত। 

Udayan Guha: শুধু শাসকদলকে নিশানা, বিরোধীদের বেলায় নিশ্চুপ রাজ্যপাল, অভিযোগ উদয়নের

বিরোধীদের আক্রমণে কোথাও কোথাও শাসক দলের কর্মীরাও মাথা তুলে দাঁড়াতে পারছেন না, সেটা কি রাজ্যপাল একবারও বলছেন? বিরোধীদেরও হুঁশিয়ারি দেওয়া উচিত। রাজ্যপাল তো তা করছেন না, পাল্টা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।

CV Ananda Bose: হিংসাদীর্ণ কোচবিহারে রাজ্যপাল, হাসপাতালে ভর্তি তৃণমূলের অঞ্চল সভাপতিকে দেখতে গেলেন

পঞ্চায়েত ভোটের আগে হিংসাদীর্ণ কোচবিহারে রাজ্যপাল। আজ বেসরকারি হাসপাতালে ভর্তি তৃণমূলের অঞ্চল সভাপতিকে দেখতে যান রাজ্যপাল। এর আগে গতকাল মাঝরাতে হাসপাতালে ফোন করে তৃণমূল নেতা-সহ আহতদের যাতে ভালভাবে চিকিৎসা হয়, তার নির্দেশ দেন। কোচবিহারের কন্ট্রোল রুম থেকে ফোন যায় রাজ্য নির্বাচন কমিশনার ও কোচবিহারের জেলাশাসক ও পুুলিশ সুপারের কাছে। রাজ্যপালের সফর চলাকালীন গতকাল কোচবিহারের গীতালদহে তৃণমূলের অঞ্চল সভাপতিকে কোপানোর অভিযোগ ওঠে নির্দলদের বিরুদ্ধে। বাঁচাতে গিয়ে জখম হন আরও কয়েকজন তৃণমূল কর্মী। রাতে হাসপাতালে ফোন করে আহতদের সম্পর্কে খোঁজ নেন রাজ্যপাল। গভীর রাতে রাজ্যপালের ওএসডি সন্দীপ সিং রাজপুত ফোন করেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হাকে। ফোন ধরেননি রাজীব। এরপর কোচবিহারের জেলাশাসক ও পুলিশ সুপারকে ফোন করার নির্দেশ দেন রাজ্যপাল। 

Kunal Ghosh: বনগাঁয় শুভেন্দু অধিকারীর সভায় গিয়ে এক ব্যক্তির মৃত্যু, গাফিলতির অভিযোগে সরব কুণাল

বনগাঁয় শুভেন্দু অধিকারীর সভায় গিয়ে এক ব্যক্তির মৃত্যু। গাফিলতির অভিযোগ তুলে শুভেন্দুকে নিশানা কুণাল ঘোষের। 'একটু সতর্ক হলেই প্রাণটা বাঁচানো যেত। বিরোধী দলনেতার সভায় একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। বিরোধী দলনেতার অযোগ্যতার জন্য় আর কত প্রাণ যাবে?', ২০২২-এ আসানসোল কম্বলকাণ্ডের প্রসঙ্গ তুলে ট্যুইট কুণাল ঘোষের। 

Basanti Murder: বাসন্তীতে গুলিবিদ্ধ হয়ে খুন তৃণমূলকর্মী, সিবিআই তদন্ত চায় পরিবার

বাসন্তীতে গুলি, তৃণমূলকর্মী খুন। পুলিশে আস্থা নেই পরিবারের। সিবিআই তদন্ত চাইছেন সকলে। 

Basanti News: তৃণমূল কর্মীকে খুনের পরের দিনই ফের উত্তপ্ত বাসন্তী, আহত ৪

গুলি করে যুব তৃণমূল কর্মীকে খুনের পরের দিনই ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকা। গাগরামারি এলাকায় ভোট প্রচারকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে নির্দলদের সংঘর্ষ। আহত উভয়পক্ষের ৪ জন। তৃণমূলের প্রার্থী হয়েছেন আনারুল সর্দার, অন্যদিকে, টিকিট না পেয়ে নির্দল হিসেবে লড়ছেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা মুজিবর শেখ। এই দুই প্রার্থীর ভোট প্রচারকে কেন্দ্র করে সকালে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামলাতে গ্রামে যায় বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী। গতকাল ভোটের টিকিটকে কেন্দ্র করে বাসন্তীর কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের ফুলমালঞ্চ গ্রামে তৃণমূল-যুব তৃণমূলের বিবাদে খুন হন যুব তৃণমূল কর্মী জিরারুল মোল্লা।

WB News LIVE Updates: 'আমরা মানুষের পঞ্চায়েত গড়ব', মন্তব্য অভিষেকের

'আমরা মানুষের পঞ্চায়েত গড়ব। দিল্লির কাছে গিয়ে ভিক্ষা চাইবে না বাংলা', বার্তা অভিষেকের 

West Bengal News LIVE Updates: পঞ্চায়েত ভোটের ৬ দিন আগে উত্তপ্ত ভাঙড়

পঞ্চায়েত ভোটের ৬ দিন আগে উত্তপ্ত ভাঙড় । দফায় দফায় তৃণমূল-আইএসএফ সংঘর্ষ। হাতিশালায় মাথা ফাটল আইএসএফ কর্মীর । আর জি করে ভর্তি আহত আইএসএফ কর্মী 

WB News LIVE Updates: আসানসোলে বিজেপির প্রচার ঘিরে উত্তেজনা

আসানসোলে বিজেপির প্রচার ঘিরে উত্তেজনা। বিজেপির প্রচারে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল-বিজেপি বচসা-হাতাহাতি। দলীয় সমর্থকদের নিয়ে বিক্ষোভ অগ্নিমিত্রা পালের

West Bengal News LIVE Updates: আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত চন্দ্রকোণা

ভাঙড়ের পর পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা। আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত চন্দ্রকোণা। পতাকা লাগানোকে ঘিরে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

WB News LIVE Updates: দফায় দফায় বৈঠক, কোথায় বাকি কেন্দ্রীয় বাহিনী?

দফায় দফায় বৈঠক, কোথায় বাকি কেন্দ্রীয় বাহিনী? লাগামহীন সন্ত্রাস, তবুও কেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে টানাপোড়েন? কেন্দ্রীয় বাহিনী নিয়ে পরিকল্পনার অভাব? উত্তর নেই কমিশনের কাছে

West Bengal News LIVE Updates :ফের অশান্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী

ফের অশান্ত দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। গাগরামারিতে তৃণমূল-নির্দল সমর্থকদের বচসা। লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের

WB News LIVE Updates: বীরভূমের দুবরাজপুরে বিজেপি প্রার্থীকে প্রচারে বাধার অভিযোগ

বীরভূমের দুবরাজপুরে বিজেপি প্রার্থীকে প্রচারে বাধার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। দলবল নিয়ে বিজেপি প্রার্থীকে গ্রামে ঢুকতে বাধা তৃণমূল নেতার। ঘটনা ঘিরে দু-পক্ষের বচসা, উত্তেজনা 

West Bengal News LIVE Updates :দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার কনভয়ে থাকা পুলিশের গাড়ি

জলপাইগুড়ির ধূপগুড়িতে দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার কনভয়ে থাকা পুলিশের গাড়ি। বানারহাটের দিকে যাওয়ার সময়, এশিয়ান হাইওয়েতে অন্য একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে দুধের গাড়িকে ধাক্কা মারে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ের পিছনে থাকা পুলিশের গাড়িটি। আহত হন ASI, কনস্টেবল, হোমগার্ড, পুলিশের গাড়ির চালক-সহ ৪ জন। এদের মধ্যে ASI ও কনস্টেবলের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অক্ষত কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা

WB News LIVE Updates: গভীর রাতে খড়গপুর আইআইটি ক্যাম্পাসে অগ্নিকাণ্ড

গভীর রাতে খড়গপুর আইআইটি ক্যাম্পাসে অগ্নিকাণ্ড। রাত ২টো নাগাদ লালবাহাদুর শাস্ত্রী হলের স্টোররুমে আগুন লেগে যায়। দমকলের ২টি ইঞ্জিন ঘণ্টাদেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।  

West Bengal News LIVE Updates : উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অন্তর্বর্তী উপাচার্য ওমপ্রকাশ মিশ্রর বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের

রাজ্যে নিয়োগ দুর্নীতির তদন্তের মাঝেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অন্তর্বর্তী উপাচার্য ওমপ্রকাশ মিশ্রর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল। শিক্ষা দুর্নীতি মামলায় সুবীরেশ ভট্টাচার্য গ্রেফতার হওয়ার পর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হন। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি, নৈতিক অধঃপতন, বেনিয়ম, অশোভন আচরণ-সহ একাধিক অভিযোগের তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তদন্ত করবেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বর্তমান অন্তর্বর্তী উপাচার্য। দিনকয়েক আগে, অন্তর্বর্তী উপাচার্যের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। 

WB News LIVE Updates: বিজেপির নির্বাচনী সভায় গিয়ে ৭৭ বছরের এক ব্যক্তির মৃত্যু

উত্তর ২৪ পরগনার বনগাঁয় বিজেপির নির্বাচনী সভায় গিয়ে ৭৭ বছরের এক ব্যক্তির মৃত্যু। সভায় অব্য়বস্থার ফলে মৃত্যু, এই অভিযোগ তুলে থানার দ্বারস্থ মৃতের পরিবার। ঘটনায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করেছে বনগাঁ থানার পুলিশ। গতকাল  গাইঘাটার পাঁচপোতা হাইস্কুলের মাঠে বিজেপির নির্বাচনী সভা ছিল। সভায় গিয়ে অসুস্থ পড়েন সুটিয়ার বাসিন্দা হারাধন বিশ্বাস। বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ৭৭ বছরের ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।

West Bengal News LIVE Updates : পঞ্চায়েত ভোটের মুখে ফের মালদায় অস্ত্র উদ্ধার

পঞ্চায়েত ভোটের মুখে ফের মালদায় অস্ত্র উদ্ধার। রতুয়া থেকে গ্রেফতার দুই অস্ত্র কারবারি। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে রতুয়ার জাননগর গ্রামে অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ। পাকড়াও করে দুই অস্ত্র কারবারিকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও ২৫ রাউন্ড কার্তুজ। ধৃতদের একজন রতুয়া ও আরেকজন উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের বাসিন্দা। ভোটের আগে অস্ত্র মজুত করা হচ্ছিল কি না, খতিয়ে দেখছে পুলিশ। 


 

WB News LIVE Updates: পঞ্চায়েত ভোটের আগে রাজধর্ম পালনে ব্যস্ত রাজ্যপাল

পঞ্চায়েত ভোটের আগে রাজধর্ম পালনে ব্যস্ত রাজ্যপাল। মাঝরাতে ফোন রাজ্য নির্বাচন কমিশনার ও কোচবিহারের জেলাশাসক ও পুুলিশ সুপারকে

West Bengal News LIVE Updates : পঞ্চায়েত ভোটের মুখে আজও কোচবিহারে রাজ্যপালের একাধিক কর্মসূচি রয়েছে

পঞ্চায়েত ভোটের মুখে আজও কোচবিহারে রাজ্যপালের একাধিক কর্মসূচি রয়েছে। সকালে রাজনৈতিক সংঘর্ষে আহতদের দেখতে হাসপাতালে যাবেন তিনি। সেখান থেকে সিতাইয়ে যাবেন সি ভি আনন্দ বোস। বিএসএফের একটি অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা। 

WB News LIVE Updates: বৃষ্টিতেও স্বস্তি নেই

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি আপাতত চলবে। তবে সকালের দিকে তাপমাত্রা বাড়বে। এমনটাই পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, শুক্রবার, হুগলির গোঘাটে বাজ পড়ে মৃত্যু হয় একজনের।

West Bengal News LIVE Updates : পঞ্চায়েত ভোটের আগেই বাংলায় গত ১৯ দিনে ১১ জনের প্রাণহানি

পঞ্চায়েত ভোটের আগেই বাংলায় গত ১৯ দিনে ১১ জনের প্রাণহানি। 

WB News LIVE Updates: বিজেপিকে রুখতে জোট!

বিজেপিকে রুখতে সিপিএম-তৃণমূল জোট করেছে। আবার প্রার্থীও দেয়নি তারা। সমর্থন করছে নির্দল প্রার্থীকে। অবিশ্বাস্য মনে হলেও এমনই ছবি পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের বোরডাঙ্গি গ্রাম পঞ্চায়েতের ৯৬ নম্বর বুথে। অশুভ জোট, বলছে বিজেপি। মানুষের জোট, দাবি তৃণমূল ও সিপিএমের। 

West Bengal News LIVE Updates : বুথের বাইরেই বাহিনী!

একাধিক খুন, বেলাগাম নির্বাচনী সন্ত্রাসের পরও কেন্দ্রীয় বাহিনীকে বুথের বাইরে রাখার সিদ্ধান্ত রাজ্য নির্বাচন কমিশনের। ৩১৫ কোম্পানি বাহিনীকে ব্য়বহার করা হবে এরিয়া ডমিনেশন, নাকা চেকিংয়ের কাজে। কমিশনের এই বিজ্ঞপ্তি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। 

প্রেক্ষাপট

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে ফের খুন (Murder)! এবার বাসন্তীর (Basanti) ফুলমালঞ্চে গুলি করে খুন করা হল তৃণমূল (TMC) কর্মীকে। যুব বনাম মাদার তৃণমূলের দ্বন্দ্বেই খুন! অভিযোগ মৃতের ছেলের! যদিও গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ তৃণমূলের স্থানীয় নেতৃত্ব! এ নিয়ে পঞ্চায়েত ভোটের আগেই প্রাণ ঝরল ১৩ জনের।  


রাজ্যের অন্যান্য খবরগুলি- 


ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসিতে ভর্তির আগে নেতাজি ইন্ডোরে শুরু হল 'প্রি কাউন্সেলিং ফর ই-অ্যাডমিশান'। উদ্যোক্তা অ্যাসোসিয়েশন অফ প্রফেশনাল অ্যাকাডেমিক ইনস্টিটিউশনস বা APAY।চলবে দোসরা জুলাই পর্যন্ত।  


পঞ্চায়েত ভোটের আগে প্রচারে সরগরম রাজ্য! অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে সুকান্ত মজুমদার, অধীর চৌধুরী থেকে সুজন চক্রবর্তী। বাংলার এপ্রান্ত থেকে ওপ্রান্ত, চষে বেড়ালেন নেতারা। চলল একে অপরের বিরুদ্ধে আক্রমণ!  


২০১৮ সালে তারকেশ্বরে জেলা পরিষদের আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন বর্তমানে নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি শান্তনু বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের ভয় দেখিয়ে প্রার্থীপদ প্রত্যাহার করানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এবার, সেই আসনেই চতুর্মুখী লড়াই হতে চলেছে। 


বিবাহ বিচ্ছেদের মামলার শুনানিতে আলিপুর আদালত চত্বরেই বাগযুদ্ধে জড়ালেন শোভন ও রত্না চট্টোপাধ্যায়। তখন সেখানেই ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। ভাইরাল হয়েছে সেই ভিডিও।  এনিয়ে, রত্না চট্টোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন শোভন-বৈশাখী। এনিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি রত্না চট্টোপাধ্যায়।


ভাঙড়, ক্য়ানিং-এর পর এবার সন্ত্রাস কবলিত কোচবিহার। মৃত বিজেপি নেতার বাড়ি থেকে আহত তৃণমূল কর্মীর স্ত্রীর সঙ্গে দেখা করলেন রাজ্যপাল। কোচবিহার সার্কিট হাউসে সি ভি আনন্দ বোসের কাছে নালিশ জানাতে হাজির হয় বিজেপি-বাম-কংগ্রেসের প্রতিনিধিরা। রাজ্য়পালের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগে ফের সরব হয়েছে তৃণমূল। 


ভোটের প্রচারে গিয়ে পূর্ব বর্ধমানের ভাতারে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক। বিধায়ককে কাদা ভর্তি রাস্তায় নামালেন গ্রামবাসীরা! কেউ জোর করেনি, নিজেই হেঁটেছি, দাবি বিধায়কের। ভোট মিটলেই পাকা রাস্তার আশ্বাস। ট্যুইট করে খোঁজা শুভেন্দুর। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।                                               


বারবার কেন্দ্রীয় বাহিনী চেয়ে আদালত পর্যন্ত ছুটে গিয়েছে বিরোধীরা। অবশেষে আদালতের ভর্ৎসনার মুখে পড়ে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আনছে রাজ্যে নির্বাচন কমিশন। কিন্তু, সেই কেন্দ্রীয় বাহিনীকেও বুথের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়ে, কমিশনকে তুলোধনা করল বিরোধী শিবির।  


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.